এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মিউচুয়াল ফান্ড - ডেট ফান্ড - ওপেন এন্ডেড

    Santanu
    অন্যান্য | ২৯ সেপ্টেম্বর ২০১৬ | ৭৫৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Santanu | 205.229.241.187 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৩721745
  • ভাট এ হারিয়ে যাবে বলে একটা টই খুললাম, ঈশান এর কাছে সরি চাইছি।

    ডেট ফান্ড রা যতোদুর শুনেছি, সরকারি বন্ড এ টাকা খাটায়। বাজারে ইন্টারেস্ট রেট সাড়ে সাত থেকে আট %। সেখানে এই ফান্ড গুলো কি করে ১০% এর বেশি রিটার্ন দিচ্ছে? (সবাই দেয় না, কিন্তু কিছু ফান্ড কি করে দিচ্ছে?)

    ওপেন এন্ডেড কারণ, বাজারী কেনা-বেচার কোনো গল্প নাই।

    অমি যে গুলোর কথা বলছি, সেগুলোর exit load নিল। মানে আজ আপনার রিটার্ন পছন্দ হোলো না, আপনি অনলাইন বেচে দিলেন, পর্শু আপনার ব্যান্কে টাকা এসে গেল।

    ধরে নিচ্ছি HDFC ইত্যাদি ফান্ড গুলো চীট ফান্ডের মতো অপারেট করে না, যে টাকার জোগান এলো না, তো ফান্ড গায়েব।

    কেউ একটু বিনা পইসায় ফান্ডা দেবেন?

    রেফঃ https://www.mutualfundindia.com/MF/return/TopFunds?id=22
  • robu | 213.132.214.88 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৭721756
  • শুধু সরকারি বন্ড-এ নয়তো। মানি মার্কেট আর বেসরকারি বন্ডেও ইনভেস্ট করে। সবসময় কোনো ফান্ডের সেক্টর এলোকেশন, এসেট এলোকেশন এবং পোর্টফোলিও দেখে নেবেন।
    যেমন এতে দেখুন:
    http://www.moneycontrol.com/mutual-funds/nav/l-t-ultra-short-term-fund/MCC021

    আপনি দেখতে পাবেন এরা কোথায় কোথায় ইনভেস্ট করছে।
    আরো,
    1। কোম্পানি ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট ব্যাংকের থেকে বেশি।
    ২। সরকারি বোনদের ইন্টারেস্ট বা কর্পোরেট বন্ডের ইন্টারেস্ট ব্যাংকের থেকে বেশিই হয়।
    3। সমস্ত ডেবট ফান্ডের এক্সিট লোড নিল নয়। শর্ট টার্ম, লং টার্ম না আল্ট্রা শর্ট - তার ওপর।
  • Santanu | 96.96.226.5 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৬721767
  • Money market instruments in India compose of the Treasury Bills, Certificates of Deposit, Dated Government Securities, Commercial Paper etc.

    তো এই ফান্ড গুলো বেশি রিটার্ন দিতে পারে কারন তারা মানি মার্কেট, কোম্পানি ফিক্সড ডিপোজিট আর সরকারি বন্ড এ টাকা খাটায়, যাদের ইন্টারেস্ট বা রিটার্ন ব্যাংকের থেকে বেশি।

    ঠিক আছে।

    যেহেতু বাজারের গন্ধ নাই, ওঠাপড়া নাই, আজকের ১ লাখ ইন্ভেস্টমেন্ট কাল ৯০,০০০ হয়ে যাবার চান্স খুব কম।

    আর যে গুলোর এক্সিট লোড নিল, তাদের কথাই বলছি। কারন হলো বিনা পেনাল্টি বেরিয়ে আসার অপসন আর তাও পার্সিয়ালি।

    যদি ডেলি নজরদারীর ব্যবস্থা করা যায়, তাহলে ব্যাংকের FD থেকে টাকা তুলে, ওপেন এন্ডেড - এক্সিট লোড নিল - ডেট ফান্ড এ টাকা রাখা যায়?
  • রোবু | 213.132.214.88 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪০721778
  • পারপাস দাদা, পারপাস। ডেলি নজরদারি-র দরকার নেই। আপনি কোথায় টাকা রাখবেন সেটা একমাত্র নির্ভর করা উচিত আপনি কি কারণে টাকা জমাচ্ছেন তার ওপর, আর কোনো কিছুর ওপর নয়।

    ফিক্সড মানে তো, আপনার ইমিডিয়েট লিক্যুইড ক্যাশের দরকার নেই, সেক্ষেত্রে শর্ট টার্ম ডেবট-এ টাকা রাখবেন কেন? লং টার্ম ডেবট ফান্ডে রাখুন, লো রিস্ক দেখে।

    যদি আপনি ভবিষ্যতের জন্য জমান, ধরুন 7-10 বছর পর তুলবেন, তাহলে কোনো ব্লু-চিপ ইক্যুইটি (লং টার্ম, শেয়ার মার্কেটের সাথে ওঠে পড়ে) ফান্ডে রাখা ভালো। এবার তাতে রিস্ক কমাতে হলে, রুপি কোস্ট এভারেজিং এর জন্য টোটাল টাকাটা একটা শর্ট টার্ম ডেবট ফান্ডে রেখে প্রতি মাসে কিছু কিছু তুলে সিপ্-এর মতো বছর দুয়েক ধরে ইনভেস্ট করুন।

    মানে মোদ্দা কথাটা হলো, পানি কোন ইন্সট্রুমেন্টে টাকা রাখবেন সেটা আপনার পারপাস আর রিস্ক টলারেন্স-র ওপর নির্ভর করা উচিত।
  • Arpan | 101.214.5.87 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৮721789
  • রোবুও ছুপা রুস্তম নিকলা!!
  • PM | 11.187.249.11 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৪721800
  • শান্তনু বাবু আপনার বয়স আর প্ল্যান্ড রিটারমেন্ট ডেটের ওপোর নিরভর করছে ওপোর নির্ভর করছে কতোটা রিস্ক নেবেন।

    আমার মতে ৩৫-৪৫ হলো হাই রিস্ক ইন্ভেস্টমেন্টের টাইম। ঐ সময় আপনার ম্যচুরিটি যথেষ্ট, ভুল হলে শোধরানোর সময়-ও পাবেন যথেষ্ঠ ঃ)
  • PM | 11.187.249.11 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৬721809
  • ৩৫ পর্য্যন্ত বাড়ী, ইন্সুরেন্স ( প্রিমিয়াম কম থাকে) গুলো করে নেওয়া ভালো হাই রিস্ক ইন্ভেস্তমেন্টে না গিয়ে ( ব্যক্তিগত মত)
  • sinfaut | 11.39.14.56 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৯721810
  • পুরো সিক্রেট এজেন্ট। এদিকে সিল্ক রুট নিয়ে বই পড়ছে আর এদিকে এইসব করচে। ঃপ
  • রোবু | 213.132.214.88 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০৪721811
  • কিন্তু শান্তনুদা, মনে হয়, যদি ভুল না করি, রিটায়ার করে গ্যাছেন, এখন মনের আনন্দে জীবন কাটাচ্ছেন :-)
  • রোবু | 213.132.214.88 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০৯721746
  • কবে চাকরি চলে যায় দাদারা, থাকতে থাকতে জমিয়ে নেওয়া ভালো :-)
  • Santanu | 205.229.241.187 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৫৪721747
  • রোবু,

    আমার আজকে চাকরির শেষ দিন আর বয়স ৫১ ছুঁই ছুঁই। আর এইগুলো এই মুহূর্তে দরকার আমার এক বয়স্ক (আমার থেকেও) রিলেটিভের জন্যে যার ব্যাংকের সুদের টাকা তে সংসার চলে আর একটা বড় ফিক্সড ডিপোজিট (১১% ইন্টারেস্ট) এখন ম্যাচুওর করেছে। এখন রিনিউ করলে মেরে কেটে ৮%। আর ভবিষ্যতের জন্য জমানোর কোনো সিন্ নেই আর সেই ভাবে ইনকাম ট্যাক্সের বিশেষ গল্প নাই

    তবে এসব পার্সোনাল তথ্য বাদ দিয়ে আবার ফিরি ডেট ফান্ড এর কথায়।
    আপনি লিখলেন , "আপনার ইমিডিয়েট লিক্যুইড ক্যাশের দরকার নেই, সেক্ষেত্রে শর্ট টার্ম ডেবট-এ টাকা রাখবেন কেন? লং টার্ম ডেবট ফান্ডে রাখুন, লো রিস্ক দেখে"

    ডেবট ফান্ড জেনারেলি লো রিস্ক, আর আমি নো এক্সিট লোড ওলা ফান্ড এ পয়সা রাখছি। সে ক্ষেত্রে শর্ট টার্ম ডেবট আর লং টার্ম ডেবট না দেখে, যেটা গত ১ মস, ৩ মস, ৬ মাস আর ১২ মাস এ যথাক্রমে ১%, ৩%, ৬% বা ১১% এর বেশি রিটার্ন দিয়েচে, তাতে টাকা লাগানো বেশি সমাজদারী হবে না?

    ডেলি নজরদারি-র দরকার এই কারণে যে, যদি পরপর কদিন change in NAV 0.033% এর কম হয়, ফান্ড বদলে ফেলা যাবে।

    এইভাবে ধরা যাক ২০ লাখ টাকা ৮-১০ টা ফান্ড এ রাখা হলো, মাসের সেশে, সেটা হলো ২০ লাখ ২০ হাজার, আর তার থেকে ২০ হাজার তুলে উনি নিয়ে নিলেন।
  • রোবু | 213.132.214.88 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:১০721748
  • ঠিক আছে। দুটো পয়েন্ট।
    1) 8 - 10 টা ফান্ডে রাখা উচিত হবে না। 4 টি তে স্টিক করুন। ক্রাইসিল রেটিং দেখে নিন। ডাইভার্সিফিকেশন ভালো ওভার-ডাইভার্সিফিকেশন নয় (আবার লোকে আওয়াজ দেবে) ।
    ২) এতে করে একটা প্রব্লেম এড্রেস হচ্ছে না। সেটা হচ্ছে, 10 বছর বাদেও এই নিয়মে উনি মাসে কুড়ি হাজার তাকাই পাবেন, তখন কিন্তু ওই তাকে চলবে না।
    3) প্রতিদিন এর NAV চেঞ্জ নিয়ে ভাববেন না, অনেক ফ্যাক্টর থাকে। ওভার এ পিরিয়ড অব এ মান্থ যদি ঠিক থাকে, সেটাই দেখুন। আর কম করে 4-5 বছর ধরে চলছে এরকম ফান্ড সিলেক্ট করুন, সদয় গজিয়ে ওঠা কিন্তু হয় পারফর্মিং ফান্ড ছেড়ে। এটা বোনাস পয়েন্ট :-)

    পার্সোনাল ব্যাপারে সত্যিই আসা উচিত হয়নি, দুঃখিত।
  • robu | 213.132.214.88 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:১০721749
  • *সদ্য, হাই
  • Arpan | 203.108.73.47 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২০721750
  • বাছা রোবু, কয়েকটা স্যম্পল ফান্ড বেছে নিয়ে ১ আর ৩ নং পয়েন্টটা আরো বিস্তারিত আলুচানা করবি? পরে কখনো, সময় নিয়ে?
  • রোবু | 213.132.214.88 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২৮721751
  • তিনদিন ছুটি আছে, এই উইকেন্ডেই করব। যদি ল্যাপটপ গড়বর না করে।
  • sm | 53.251.91.253 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৩৮721752
  • টাকা কম পেলেও,বয়স্ক মানুষদের জন্য সবচেয়ে ভালো হলো
    সরকারি ব্যাংক আর পোস্ট অফিসে টাকা রাখা। 80 বছরের বেশি বয়স হলে,পাঁচ লক্ষ টাকা অবধি ট্যাক্স মুক্ত। 8-9%সুদ পেলেও সেটা যথেষ্ট লাভজনক।কারণ মনে রাখতে হবে এদেশে টাকা মিসর খাবার চান্স প্রচুর।
  • ranjan roy | 192.69.111.196 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৫৯721753
  • এস এম,
    কিন্তু ইকুইটিতে না খেলে মিউচুয়াল ফান্ডে হাই গ্রোথ-হাই রিস্কে অল্প আর লো-গ্রোথ লো-রিস্কে বেশি ইনভেস্ট করলে লংটার্মে বেনিফিশিয়াল হবে না? আপনি কী বলেন?
  • রোবু | 213.132.214.88 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৭:০২721754
  • মিউচুয়াল ফান্ডে হাই গ্রোথ-হাই রিস্কটা তো ইক্যুইটিই হলো।
    অর্পণদা, সিঁফোদা এরা কি দেখল?
  • d | 144.159.168.72 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৭:০৩721755
  • রোবু, আমি ১ নং নিয়ে আরো জানতে আগ্রহী।
  • d | 144.159.168.72 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৭:০৯721757
  • আহা রঞ্জনদা তো ব্যাংকার মানুষ। তোমার মত ছুপা রুস্তম তো নয়, খুলা রুস্তম।
  • Santanu | 205.229.241.187 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৭:১৩721758
  • রোবু,
    আমি তো চওড়া হয়ে লিখলাম রিটায়ার করছি ইত্যাদি, আপনি খামোকা দুঃখিত হবেন ক্যানো? পার্সোনাল তথ্য বাদ দিতে বললাম, নাহলে টেকনিক্যাল ডিসকাশন ঠিক হবে না।

    ২। সে আর কি করা যাবে, উনি কোটি টাকা জমালেই পারতেন। এ নিয়ে কদিন আগেই ফাটাফাটি হয়ে গেছে এখনে।
    ৩। প্রতিদিন মানে কি আর প্রতিদিন, আর কতদিন এর ফান্ড সেটা মাথায় রাখবো (কিন্তু ঐ, বেগরবাই দেখলে সুইচ)
    ১। অর্পনের অনুরোধে আপনি যদি সামনের তিন দিন এ স্যম্পল ফান্ড ডিসকাশন করেন, তা হলে প্লীজ এদের মধ্যে সিলেক্ট করুন,

    HDFC Gilt Fund - Long Term Plan
    ICICI Prudential Constant Maturity Gilt Fund
    Canara Robeco Gilt PGS Fund - Regular Plan
    SBI Magnum Gilt Fund - Long Term Plan
    Birla Sun Lige Income Plus
  • robu | 213.132.214.86 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৭:১৮721759
  • দ্যাখো, এর তো কোনো সিওর শট ফর্মুলা হয় না।
    ধরো তোমার রিস্ক টলারেন্স আর রিস্ক টেকিং এবিলিটি যা, তাতে তুমি কিছু টাকা ব্লু-চিপ ইকুইটি, কিছু টাকা এমার্জিং ইক্যুইটি আর কিছু টাকা লং-টার্ম ডেবট রাখতে চাও। প্রত্যেকটাতে চারটে করে ফান্ড মানেই বারোটা।
    এবার প্রত্যেকটিতে 10 টা করে হলে 30 টা।
    এবার:
    1) 30 টা ফান্ড ম্যানেজ করা কিন্তু কঠিন কাজ।
    ২) 30 টা ভালো ফান্ড, বা কোনো একটা ক্যাটেগরিতে 4-5 তার বেশি ভালো ফান্ড পাওয়া কঠিন কাজ, তুমি দেখবে অল্প কিছুদিনের জন্য এরকম ফান্ড আছে প্রচুর, কিন্তু টানা 5-7 বছর ভালো পারফর্ম করছে, কন্সিস্টেন্টলি, এরকম ফান্ড খুব কম। 5 তার বেশি পাওয়া সত্যিই মুশকিল।

    এর বাইরে কিছু আর্টিকল পাওয়া যায়, সে তো ইন্টারনেটে সব বিষয়েই পাওয়া যায়, সব বিশ্বাস করতে হবে এমন নয়:
    http://www.investopedia.com/articles/01/051601.asp
    http://www.investopedia.com/articles/financial-theory/11/signs-of-over-diversification.asp

    আচ্ছা, একটা ইন্টারেস্টিং নতুন ফান্ডের কথা লোকজনকে দেখিয়ে যাই, পড়ে নাও:
    https://www.reliancemutual.com/investor-services/innovative-products/reliance-any-time-money-card
  • রোবু | 213.132.214.86 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৭:২১721760
  • শান্তনুদা, নিশ্চই, তবে আমি তো ফিনানশিয়াল এক্সপার্ট নয়, একটু নুন দিয়ে নেবেন আমার আলোচনায় :-)
  • Santanu | 205.229.241.187 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৭:২২721761
  • রঞ্জনদা,

    মিউচুয়াল ফান্ডে হাই গ্রোথ-হাই রিস্কে অল্প আর লো-গ্রোথ লো-রিস্কে বেশি - এর গাল ভরা নাম হলো ব্যালান্স ফান্ড.

    আমি নিজের পয়সায় আইসিআই এর ব্যালান্স ফান্ড এ তিন বার হাত পুড়িয়েছি (তার ওপর সেগুলো ছিল উইথ এক্সিট লোড) - অন্যের টাকা নিয়ে ব্যালান্স ফান্ড , পাগল !!
  • রোবু | 213.132.214.86 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৭:২৫721762
  • ইক্যুইটিতে টাকা রাখলে 7-10 বছর রাখতে হতে পারে, এর আগে তুলতে বাধ্য হলে হাত পুড়তেই পারে।
    ইক্যুইটির প্রথম শর্ত:
    1। সিপ্।
    ২। টাকা আটকে থাকতে পারে, তবে মোটামুটি 7-10 বছর পিরিয়ডে গ্যারান্টেড রিটার্ন দেখা গ্যাছে।
    3। অল্প সময়ের পরে টাকা দরকার হলে ইক্যুইটি একদম একদম নয়।
  • Arpan | 203.108.73.47 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৪৭721763
  • ৪। আরো একটা জিনিস রোবুর থেকে জানার আছে। হাই রিস্ক ইকুইটি ফান্ডে ইনভেস্ট না করে ডায়ভার্সিফায়েড ব্লু চিপ স্টকে ইনভেস্ট করা কাজের কিনা? ডিভিডেন্ডের ব্যপারটা অ্যাডিশনাল রিটার্ন হতে পারে এই ডেটা পয়েন্টটা মাথায় রাখলে।
  • robu | 213.132.214.86 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৮:১৩721764
  • এককথায় বলতে গেলে, একদম। যেখানে তুমি আমি চাকুরীজীবি, রেগুলার মনিটর করার উৎসাহ, জ্ঞান বা সময় কোনোটাই নেই।
    তবে ইচ্ছে হলে 80-20 করতে পারো। ডায়ভার্সিফায়েড ব্লু চিপ স্টক - 80%, হয় রিস্ক ইক্যুইটি - 20 %
    আর মনিটর করার ইচ্ছে না থাকলে ডায়ভার্সিফায়েড ব্লু চিপ স্টক এর বদলে ব্লু-চিপ ইকুইটি এম এফ-এ করতে পারো।
    ব্লু-চিপ স্টকে ডাইরেক্ট করো বা ব্লুচিপ এম এফ, 5:25 এর 1,২ ও 3 প্রযোজ্য।
  • . | 159.6.115.242 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২০:১০721765
  • শান্তনু আপনার আত্মীয়ের বয়স কত? FMP আর লিকুইড ফান্ড কিন্তু ভাল অপশন।
  • Santanu | 205.229.241.187 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২০:২০721766
  • 65
    FMP আর লিকুইড ফান্ড - এদের রিস্ক লেভেল কী? ডেট ফান্ড এর comparison এ?
  • Arpan | 104.3.212.188 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪৭721768
  • রোবু, সেইজন্য তো ব্লু চিপ স্টক বললাম। যাতে মাসে একবার মনিটর করলেও হয়। উপরন্তু ফান্ড ম্যানেজারকে দক্ষিণাও দিতে হয় না। হ্যাঁ, সময়মত এক্সিট না করলে কপালে পরে দুক্কু নামতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন