এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মিউচুয়াল ফান্ড - ডেট ফান্ড - ওপেন এন্ডেড

    Santanu
    অন্যান্য | ২৯ সেপ্টেম্বর ২০১৬ | ৭৫৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Robu | 11.39.37.4 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫৩721769
  • সিপ করলে ভালো। ব্লু চিপ স্টকের একটা সমস্যা হল, সিপে ঠিকঠাক ডাইভার্সিফাই করতে গেলে মাসে বেশ বড় টাকা লাগে, যেহেতু স্টকগুলোর দাম চড়া হয়। টাকার এমাউন্টটাও চেন্জ হয়ে যায়। এই সমস্যাগুলো, বিশেষতঃ প্রথমটা সামলাতে পারলে তো ফান্ড ম্যানেজারকে টাকা দেবার সত্যিই কোনো মানেই হয়না। আমি পারিনা বলে এম এফ।
  • Arpan | 104.3.212.188 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০০:১১721770
  • বুঝেছি।

    হ্যাঁ, আমি শান্তনুদার আত্মীয়ের সাপেক্ষে বললাম।

    আরেকটা উপায় হল (ওনার জন্য) বাড়ি কিনে ১১ মাসের লিজে ভাড়া দেওয়া। মোটামুটি ইনফ্লেশন প্রুফ রিটার্ন।
  • Robu | 11.39.37.4 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৫721771
  • শান্তনুদার আত্মীয়ের সাপেক্ষে ইক্যুইটি অপশন নয়। কারণ মান্থলি ইনকাম জড়িয়ে আছে।
    কুড়ি লাখ টাকা দিয়ে বাড়ি কিনে ভাড়া দিলে ৬-৭ হাজারের বেশি পাওয়া যাবে না, আর এক-দুমাসের জন্য ভাড়াটে না পেলে চাপ। শান্তনুদা একদম ঠিক লাইনে এগোচ্ছেন।
  • Arpan | 104.3.212.188 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৯721772
  • হ্যাঁ, ঠিকই সেটা।

    এদিকে এইটা হল বিলেতের ছবিঃ

    http://www.bbc.co.uk/news/business-37504449
  • ranjan roy | 192.69.111.196 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৯721773
  • শান্তনু ও রোবু,
    একদম ঠিক বলেছেন।
    কিন্তু এম এফ এ টাকা রাখলে কোনটায় কখনো কম রিটার্ন দেবে আবার কোনটার সাময়িক বেশি রিটার্ন ওই ঘাটতি পুষিয়ে দেবে।
    তাই আমি একটা ছোট অ্যামাউন্ট হাই গ্রোথ রিস্ক ফান্ডে রাখার পক্ষপাতী --জুয়ো খেলার মতন। কিন্তু ৮০% লো রিস্ক ফান্ডে রাখার পক্ষপাতী সিপ করে।
    ভাল রেজাল্ট পেতে হলে অন্ততঃ ৮ থেকে ১০ বছর অপেক্ষা করলে বাজারের ওঠা নামার ঝটকা সামলেও মডারেট রিটার্ন অন অ্যান অ্যাভারেজ পাওয়া যাবে। ৫-৬ বছরের নীচে এক্সিট করে লাভ নেই।
    আমার অভিজ্ঞ্তাঃ ৮ বছরে।
    ফ্র্যাংকলিন টেম্পলটন--ভালো রিটার্ন দিয়েছে।
    ইউটিআই--- ,,
    আই সি আই---,,
    বিড়্লা সান, এইচ ডি এফ সি--ভালো দিয়েছে।

    এস বি আই ও Aegon Religare == বেশ বাজে; কখনও ওপাড়ায় যাব না।
  • Robu | 11.39.39.60 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৮721774
  • খালি ফান্ড হাউজের নাম বলছে, ফান্ডের নাম না করে ঃ-)
    এসবিআই ব্লুচিপ খুবই ভালো।
    তবে যাই হোক, শান্তনুদার পরিচিতের সাপেক্ষে ইক্যুইটি এক্ষপোজার জিরো হতে হবে। এই নিয়ে কোনো সন্দেহ নেই।
    শান্তনুদা যে ফান্ডগুলোর কথা বলছেন, ওগুলো নিয়ে পরে কম্পু থেকে লিখবো।
  • d | 144.159.168.72 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫১721775
  • ডিএসপি ব্ল্যাক রক - টানা ভাল রিটার্ন দেয়।
    আইসিআইসিআই প্রুডেনশিয়াল - মাঝে কিছুদিন বেমক্কা ঝাড় খেয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে।
    এসবি আই ব্লু চিপ - টানা ভাল ফল।
    এইচডিফসি - এখন মনে হয় ভাল যাচ্ছে কিছুদিন হল।
  • Robu | 11.39.38.138 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩৫721776
  • সব গুলিয়ে যাচ্ছে। এম এফ বললে পুরো নাম লিখুন, শুধু ফান্ড হাউজ নয়, স্টক বললে স্টক লিখে দিন।
    ভিকিদাদা থাকলে দিত বকে।
  • | 183.24.110.20 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৪১721777
  • ধরা যাক, আমার পাঁচ লাখ টাকা আছে। সেটাকে কোথায় বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা আছে? মানে ব্যাংকে রাখলে কোন স্কিমে? (ফান্ড ইত্যাদিত সম্পর্কে কোনো ধারনা নেই, আর নিরাপত্তা একটা বড় ব্যাপার),কী রিটার্ন ইত্যাদি ইত্যাদি। একটু সহজ করে কেউ বুঝিয়ে দেবে?

    সহজ করে বোঝাবেনঃ)
  • Santanu | 41.215.172.184 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১৮:১২721779
  • হ্যাঁ রোবু, ওই ফান্ড গুলো নিয়ে আপনার সময় করে লেখার জন্যে ওয়েট করে আছি। সে একটু নুন না হয় দিয়ে নেবো। আর সত্যি খুব গুলিয়ে দিচ্ছে, গোটা গোটা ফান্ড হাউজ কে ভালো মন্দ বলছে।
  • Arpan | 203.108.73.47 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৪৩721780
  • মামীর প্রশ্নের এক্কথায় উত্তর হয় না। আরো ডেটা পয়েন্ট চাই। কত শতাংশ লাভ, লকিং পিরিয়ড ইত্যাদি জিনিস বিষয়ে।
  • Robu | 11.39.36.135 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৪৪721781
  • আমি তো জানতে চাইবো পারপাস ঃ-)
  • ranjan roy | 192.69.111.196 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৪৭721782
  • সরি!
    ভুলটা আমার। ফান্ড হাউস না বলে স্পেসিফিক ফান্ড বলা উচিত।
    রোবু এস বি আই ব্লু চিপ নিয়ে ঠিক বলেছে।
    আসলে আমার মনে একটু এসবিআই নিয়ে বায়াস আছে। ওদের স্পন্স্সর্ড গ্রামীণ ব্যাংকে কাজ করার ফলে ওদের কলোনিয়াল রুলার বলতাম। ঃ))

    এ নিয়ে সপ্তাহের শেষে রোবুর গোটা সাতেক ফান্ড-স্পেসিফিক অ্যানালিসিসের জন্যে মুখিয়ে আছি।
    ওর ফ্রি-কনসালটেন্সি থেকে আমি কিছু ফয়দা তুলবো।
  • . | 159.6.115.242 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫১721783
  • শান্তনু লিকুইড ফান্ডে আপনি ৯-১০% পেতে পারেন, কিন্তু বেশী টাকা রাখবেন না কারণ লিকুইডিটির জন্য রিটার্ণ কম। আর FMP দেয় ১১-১৩%এতে ৩ বছরের বেশী রাখলে ট্যাক্স কম লাগে ফিক্সড ডিপোজিটের থেকে। রিস্ক আছে কিন্তু ইক্যুয়িটির থেকে কম।
  • Arpan | 203.108.73.47 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ২০:০২721784
  • রোবু, ৪০-এ রিটায়ার করে একটা অ্যাসেট্ম্যানেজমেন্ট ফার্ম খুলতেই পারিস। ভেবে দেখ।
  • Arpan | 203.108.73.47 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৪721785
  • আর মামীর পোস্টে টাকা মানে টাকা নাও হতে পারে। সবুজপত্র হলে পারপাস জানতে হবে বৈকি। ঃ-)
  • বুড়া | 113.2.132.45 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৬721786
  • এই টইটা আগ্রহের সঙ্গে পড়ছি। বাঙালিকে এতদিন শেখানো হয়েছে, টাকার লোভ পাপ। সঞ্চয় করার জন্য ব্যাঙ্ক FD যথেষ্ট। ব্যবসা তো নৈব নৈব চ, শেয়ার বাজারে ঢুকলে ঘটি-বাটি বিক্রি হয়ে যায়। আর তাছাড়া ওসব করলে বেওসায়ী বানিয়াদের সঙ্গে আমাদের তফাৎ কি থাকে? মাইনের অতিরিক্ত টাকা রোজগারের পিছনে না ছুটে নাটকের দল, ফিলম এ্যাপ্রিশিয়েসন, লিটল ম্যাগাজিন প্রকাশ ইত্যাদি মহতী কর্ম করা উচিত। রাজনৈতিক পার্টির কথাটা বললাম না, কারণ মধ্যবিত্ত বাঙালি অবশেষে ওপথ ছেড়েছে। শেখানো হয়েছে সরকারি চাকরিতে ঢুকলে যথেচ্ছ ফাঁকি দিতে হয়, কাজ করা পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থার হাত শক্ত করা বই আর কিছু না।
    বাকি ভারতের লোকরা অন্যরকম। আয়ের উপায় বা ধান্দা বাড়াবার জন্য সদাব্যস্ত, দিনের পর দিন আড্ডা দিয়ে বা অকাজ করে নষ্ট করার মতো সময় কারো নেই।
    বঙ্গসন্তানদের যে চোখ খুলছে, এটাই আনন্দের।
    আমি চাকুরিজীবি হয়েও দীর্ঘদিন বিনিয়োগকারী, এখন অবসর নিয়েও তাই করছি। ঘটি-বাটির সংখ্যা বেড়েছে বই কমেনি।
  • Robu | 11.39.36.135 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ২০:১৭721787
  • অ্যাসেট্ম্যানেজমেন্ট ফার্ম কে খুলবে। আমাকে যে এইসব করতে হচ্ছে, এ আমার মোটেই পছন্দ নয়, পেটের দায়ে করা। মোটামুটি বুড়ার ওপরের পোস্টের প্রথম ৬-৭ টা সেন্টেন্স আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল।
    অতিরিক্ত টাকা থেকে ফিল্ম বা নাটক না হোক, ঘুরে বেড়ানো আর বই পড়া চালু রাখতে চাই। রাজনৈতিক দলের পেছনেও খরচ করতে চাই। করিও। ব্যবসা তো নৈব নৈব চ।
    টাকার লোভ তো পাপই হল।

    মানুষকে খোপে ফেলে দেওয়া, টাইপকাস্ট করা, আর ইন্টার্নাল কনফ্লিক্টকে অস্বীকার করা - এইগুলো করতে চাই না ঃ-)
  • Robu | 11.39.36.135 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ২০:২৪721788
  • যদিও কেউ এখনো রাখেননি, তবু জানিয়ে যাই, আমার ঘাড় বন্দুক রাখার জন্য যথেষ্ট প্রশস্ত নয় ঃ-)
    লড়িয়ে দেওয়া ব্যাপারটাও আমার সুবিধের লাগে না, কারুর যদি উপার্জিত টাকা নাটকের দল, ফিলম এ্যাপ্রিশিয়েসন, লিটল ম্যাগাজিন প্রকাশ ইত্যাদিতে লাগে, তো লাগুক। অসুবিধেটা বোঝা গেল না।
    আর ঐ পোস্টের অনেকটাই বহুল প্রচলিত মিথ।
  • skm | 193.82.213.86 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩২721790
  • ফ্র্যাংকলিন টেম্পলটন- প্রাইমা প্লাস
    স্মলার কোম্পানিজ ফান্ড
    হাই গ্রোথ কোম্পানিজ ফান্ড
    আইসিআইসিআই প্রুডেনশিয়াল - ভ্যালু ডিসকভারি ফান্ড
    বিড়্লা সান - টপ 100 ফান্ড ফ্রন্টলাইনে ইকুইটি
  • Santanu | 41.215.172.184 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৭721791
  • বুড়ার পোস্ট টা পুরো সব্বোনাশ করেছে। ওনার পোস্ট এর ওপর লোকজন 100 পাতা লিখে ফেলতে পারে - মিউচুয়াল ফান্ড - ডেট ফান্ড - ওপেন এন্ডেড এর ব্যাপার এ একটা শব্দ ও না লিখে।

    ফুটকি বাবু ধন্যবাদ, কিন্তু আমার প্রথম ক্রাইটেরিয়া হলো মিনিমাম রিস্ক কিন্তু ব্যাংক এর থেকে সামান্য হলেও বেশি রিটার্ন।
  • | 183.24.110.20 | ০১ অক্টোবর ২০১৬ ০৯:৩১721792
  • প্পন আর রোবুকে, ঐ পাঁচ লাখ টা যদি ৫/১০ বছরের জন্যে বিনিয়োগ করে রাখি, মানে কোথায়,কোন স্কিমে সুদ ইত্যাদি বেশি পাওয়া যাবে? মিনিমাম রিস্ক অবশ্যই।

    পারপাস ধরা যাক, বছরে একবার ফ্ল্যাটের নানাবিধ কর ইত্যাদি প্রদান, টুকটাক কেনাকাটি ইত্যাদি প্রভৃতি।

    এইবার বলো।
  • রোবু | 55.123.162.149 | ০১ অক্টোবর ২০১৬ ১৩:৫৭721794
  • শান্তনুদা, আপনি যে কটা ফান্ড বলেছেন, সব কটাই গিল্ট লং টার্ম। এগুলো লং টার্ম প্ল্যান, অর্থাৎ ওভার আ পিরিওড অব ওয়ান ইয়ার এদের রিটার্ন ১৩% এর কাছাকাছি থাকবে (অ্যানুয়ালাইজড)। কিন্তু একমাসের হিসেবে যদি দ্যাখেন, গ্যারান্টি নাই। আপনার আত্মীয়ের যেহেতু এটাই ইনকাম হতে চলেছে, তাই আমি এই ধরনের প্ল্যান একদমই সাজেস্ট করব না।
    নিচের গ্রাফ দেখুনঃ
    http://www.moneycontrol.com/mutual-funds/nav/sbi-magnum-gilt-ltp/MSB019
    এবং রিটারন্স আর অ্যাবসলিউট রিটার্ন অংশগুলো দেখুন।
    দেখবেন কোনও একটা মাসে এদের পারফরম্যান্স ভালো নয়। সেই মাসে আপনি ভাবছেন আপনি অন্য গিল্ট ফান্ডে স্যুইচ করবেন। লাভ হবে না। সমস্ত লং টার্ম গিল্ট ফান্ডের পারফরম্যান্স ঐ সময়ে খারাপ হবে। আপনি আমি যে ওয়েবসাইট এর লিং দিলাম, তাতে অন্য ফান্ড গুলো খুঁজে নিয়ে দেখুন, ঐ একসময়ে সবারই একই অবস্থা। সেই মাসে আপনার আত্মীয়ের ইনকাম নিয়ে চাপ হয়ে যাবে।
    আপনার পারপাস বুঝতে পেরেছি। আপনার স্টেডি ইনকাম চাই। অর্থাৎ এমন গ্রাফ যা কখনো নামবে না, কন্সট্যান্টলি বেড়েই চলবে, কোনও ওঠানামা ছাড়াই। সে তো অবশ্যই সম্ভব। কিন্তু সেক্ষেত্রে বৃদ্ধির রেটের সাথে কম্প্রোমাইজ করতে হবে।

    তাই আমার সাজেশন আপনি অন্ততঃ ৫০ শতাংশ টাকা এই ধরনের ফান্ডে রাখুনঃ
    http://www.moneycontrol.com/mutual-funds/nav/axis-banking-debt-fund-regular-plan/MAA165
  • Arpan | 104.3.212.188 | ০১ অক্টোবর ২০১৬ ১৪:২৮721795
  • মামীর যদি রিস্ক ফ্রি অপশন চাই আর মার্জিনালি বেটার ইন্টারেস্ট রেট আর জিরো ট্র্যাকিং, তালে আমার রেকো হল পোস্ট অফিসের এম আই এস স্কিম।

    https://www.indiapost.gov.in/Financial/Pages/Content/MIS-Account.aspx
  • . | 37.97.205.99 | ০১ অক্টোবর ২০১৬ ১৬:০১721796
  • শান্ত্নু ঐ ভেবেই আপনার আত্মীয়ের জন্য ঐ গুলি বলেছি। skm এর বলা ফান্ড ভাল কিন্ত রোবু বা প্প্নের জন্য। আপনিও ১০% রাখ্তে পারেন
    কিন্তু ৬৫র জন্য নয়। ই ফান্ড্গুলি সবই মিড ক্যাপ তাই রিস্ক খুব বেশী। গত এক বছরে ভাল করেছে।
  • ছোটোলোক | 198.155.168.109 | ০১ অক্টোবর ২০১৬ ১৬:০৬721797
  • এই সমস্ত স্কিম কি ভারতীয় নাগরিকদের জন্য না বিদেশের নাগরিকেরা এবং অনাবাসী ভারতীয়রাও সমান ইন্টারেস্টরেটেই ইনভেস্ট করতে পারে? ব্যাংকের অ্যাকাউন্টের ক্ষেত্রে যেমন অনাবাসী ও বিদেশী নাগরিকদের সুদের হার ভিন্ন এবং অ্যাকাউন্ট টাইপ ও ভিন্ন, পোস্টাপিশের ঐ সমস্ত স্কিম কি সেরকম নয়? দেশে বসবাসকারী ভারতীয়দের সুদের হার অপেক্ষাকৃত বেশি বলেই জানতাম। তারা কিন্তু এই কারণেই কখনই অনাবাসীদের সংগে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারে না। তথ্য গোপন করে এধরণের অ্যাকাউন্ট খোলা বা পুরোনো অ্যাকাউন্ট থেকে থাকলে সে ব্যাপারে ব্যবস্থা না নেওয়া কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়মানুসারে অপরাধ বলে গন্য হতো। এগুলো কি পাল্টে গেছে?
  • spa | 71.95.147.180 | ০১ অক্টোবর ২০১৬ ১৬:২৯721798
  • ফুট কি বাবু, সব গুলি মিড ক্যাপ নয়। Prima Plus, Value Discovery মাল্টি ক্যাপ, আর Birla Sun Top 100, Frontline Equity লার্জ ক্যাপ তো।
  • Arpan | 104.3.212.188 | ০১ অক্টোবর ২০১৬ ১৬:৩৬721799
  • ছোটদির প্রশ্নের উত্তরঃ না। অনাবাসীরা নিজেদের নামে শুধু এনারি অ্যাকাউন্ট খুলতে পারেন।

    https://www.quora.com/Can-an-NRI-open-an-account-in-the-indian-post-office
  • Arpan | 104.3.212.188 | ০১ অক্টোবর ২০১৬ ১৬:৫৩721801
  • আরেকটা স্কিম আছে, সিনিয়র সিটিজেনদের জন্য - রিভার্স মর্টগেজ। যদি সম্ভব হয় (বোল্ড অ্যান্ড আন্ডারলাইনড) তাহলে ওনাদের জন্য এইটা হাইলি রেকোমেন্ডেড, কারণ শেষ বয়স অব্দি বাজারের ওঠাপড়া ইত্যাদি নিয়ে চাপ নেওয়া ভালো জিনিস না।

    http://profit.ndtv.com/news/your-money/article-how-senior-citizens-can-benefit-from-reverse-mortgage-373027
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন