এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকার মিডল ইস্ট পলিসিতে কী পরিবর্তন আসছে ?

    একক
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১৬ | ২১২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 53.224.129.42 | ০৮ ডিসেম্বর ২০১৬ ০০:৪৬727637
  • ইদিকে প্রেসিডেন্ট ইলেক্ট তো গুলিসুত খাবার পর থেকে হেথা হোথা ফোন করে দুনিয়াশুধ্ধু ডিপ্লম্যাসিকে যার আগে নাই চমকে রেকেছেন :|

    গোটা দুনিয়া নিয়ে আলোচনা বড্ড বড় ব্যাপার হয়ে যাবে , মিডল ইস্ট পলিসিতে কী পরিবর্তন আস্তে চলেছে বলে মনে মনে হয় , ভবিষ্যতে যা আসবে সেসবের জন্যে এই টই ।
  • Du | 182.58.107.171 | ০৮ ডিসেম্বর ২০১৬ ০১:১০727648
  • অলরেডি অ্যালেপ্পোতে রেবেলরা হাত তুলে দিয়েছে। আশা করি সেদেশে শান্তি ফিরবে
  • একক | ২৮ জানুয়ারি ২০১৭ ১৮:২০727659
  • তো এবার তো এসেই গ্যলো !
  • Ekak | 53.224.129.44 | ২৮ জানুয়ারি ২০১৭ ২১:০৪727670
  • সিরিয়া থেকে এফবি লাইভ দেখছিলুম । সিরিয়ান রিফিউজি আমেরিকাতে মিনিমাম ট্র্যাফিক , অন্য দেশের তুলনায় । সিরিয়ান রিফিউজিরা টেরোরিজম এ যুক্ত এরকম কোনো কেস প্রকাশ্যে নেই । তারপরেও ট্রাম্প সিরিয়াকে আগে বাড়িয়ে আটকালো । লোকজন বেজায় খেপেছে । এবং খেপার আরও কারণ হলো সিরিয়ান ক্রিশ্চিয়ানদের ছাড় দেওয়া হয়েছে । অর্থাৎ এটা একেবারেই মুসলিম ধর্মাবলম্বীদের টার্গেট করে । যথারীতি লিবেড়ালরা লাফিয়ে চাঁদ এ ধাক্কা খাবেন ।

    কিন্তু এটা দেখুন । ইউকের মুসলিম রিলিজিওন টিচিং স্কুলের ভিডিও । এরকম একাধিক ভিডিও আছে । বলতেই পারেন এটা সাজানো ভিডিও । কিন্তু বক্তব্যগুলো সাজানো নয় । আল কুরআন একেবারে ঐগুলোই বলে । কুরআন এ যেটুকু "মানবতার" কথা সেগুলো অন্য জাতিগোষ্ঠী থেকে বাঁশ খেয়ে মুহম্মদ চরিত্রটি বলেছিলেন । সেটাও লেখা আছে । তো এরকম ঘৃণা ওল্ড টেস্টামেন্ট এও আছে । লেভিক্টাস লাইন ধরে পড়ুন , মাথা ঘুরতে থাকবে । কিন্তু মজা এটাই বর্তমান পৃথিবী তে ক্রিশ্চানরা কেও লেভিক্টাস ধরে অন্যকে মারার কথা ছড়াচ্ছেনা । ইসলাম ছড়াচ্ছে । কাজেই ট্রাম্প যদি ইসলাম কে টার্গেট করে থাকে , তার এই উদ্যোগে বাকি পৃথিবীকে পাশে পাবে । ইউরোপ চেঁচাবে কারণ ওদের ভাগে আরও কিছু বেশি রিফিউজি পড়বে। কিন্তু ও কানারাও মনে মনে জানে , ফ্রান্স -ইউকের মুসলিম ঘাঁটিতে কী শিক্ষা দেওয়া হচ্ছে ।

  • Ekak | 53.224.129.44 | ২৮ জানুয়ারি ২০১৭ ২১:০৭727681
  • ব্রিটেনে দেয়ার উল উলুম এর কীর্তি : এখনো সময় আছে , ব্রিটেন সতর্ক হোক ।

  • Ekak | 53.224.129.44 | ২৮ জানুয়ারি ২০১৭ ২১:২০727692
  • ইউএসের বুকে ঘেটো :

  • Ekak | 53.224.129.44 | ২৮ জানুয়ারি ২০১৭ ২১:২৪727703
  • ইউরোপের শারিয়া পেট্রল :

  • Du | 57.184.35.153 | ২৯ জানুয়ারি ২০১৭ ০১:৪৩727710
  • এখন এইগুলো পড়ার সময় একেবারেই না
  • Ekak | 53.224.129.44 | ২৯ জানুয়ারি ২০১৭ ১১:০৮727711
  • সেটাই তো , এখন র্যাডিক্যাল ইসলামকে সলিডারিটি দেখানোর সময় । শারিয়াকে অভ্যর্থনা করার সময় । জাযাক আল্লাহু খায়রান !
  • dc | 120.227.236.102 | ২৯ জানুয়ারি ২০১৭ ১১:১৫727638
  • যা বুঝছি, মিডল ইস্ট পলিসি এবার মিডল আর্থ পলিসিতে রূপান্তরিত হচ্ছে।

    ওয়ান রিং টু রুল দেম অল, ওয়ান রিং টু ফাইন্ড দেম
    ওয়ান রিং টু ব্রিং দেম অল অ্যান্ড ইন দ্য ডার্কনেস বাইন্ড দেম।
  • Du | 57.184.35.153 | ৩০ জানুয়ারি ২০১৭ ০২:১৯727639
  • আমেরিকার প্রেসিডেন্টও খুব একটা সলিডারিটির আশায় বসে নেই।
  • Ekak | 53.224.129.60 | ৩১ জানুয়ারি ২০১৭ ২০:৫৮727642
  • হ্যাঁ , আল্টিমেটলি ফলো দ্য মানি মেনেই যা হবার হবে । কিন্তু গেম সাজাতে একাধিক গুটি লাগে ।এইযে চারদিকে হওয়া উঠেছে যে র্যাডিক্যাল ইসলামকে একঘরে করা সম্পূর্ণ ভিত্তিহীন , এটার প্রেক্ষিতে কিছু ডকুমেন্ট রাখা জরুরি । আযান হিরসির একটা সাক্ষাৎকার নীচে রইলো । ইনি "হোয়াই ইসলাম নীডস আ রিফর্মেশন নাও " এর লেখক । ইনি প্রাক্তন মুসলিম , এবং পরিষ্কার বলেন যে "রাডিকালাইস " কথাটাই ভুল , আইসিস কাওকে রাডিকালাইস করেনি । ইসলাম নিজেই চিরকাল র্যাডিক্যাল । দে আর নট ফ্রিঞ্জ মাইনোরিটি । ইনি মোটেই ট্রাম্প সমর্থক নন বরং বিরোধী । কিন্তু আত্মপ্রবঞ্চক লিবারেল ও নন । ক্যালিফেট এবং তার স্বরূপ কে সরাসরি রেকগনাইস করেন । এপোলোজিস্ট দের ধুয়ে দেন । লিবারেল দের ধরি মাছ না ছুঁই পানি এটিটিউড পেরিয়ে এই ভয়েসগুলো উঠে আসা জরুরি ।



  • Ekak | 53.224.129.60 | ৩১ জানুয়ারি ২০১৭ ২০:৫৯727643
  • SS | 160.148.14.3 | ৩১ জানুয়ারি ২০১৭ ২৩:৫২727644
  • গেমটা কি? সেটা আগে পরিষ্কার হোক। মুসলিম মানেই র‌্যাডিকাল? নাকি ইসলামের রিফর্ম চাই? নাকি লিবেরালদের অ্যাটিচুড? গেমটা কি, প্রতিপক্ষ কে এইসব বুঝলে তারপর তো গুটি।
  • একক | 53.224.129.60 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:২৪727645
  • গেমটা হলো যে, ট্রাম্প একটা চরমপন্থী নীতি নিয়েছে , তার চেও যেটা চিন্তার তা এই যে , লিবেরাল ও এপলোজিস্টদের রাডিকাল ইসলামকে আড়াল করার মানসিকতা যেখান থেকে ভবিষ্যতে আরও বেশি ট্রাম্প জন্ম নেবে । এই ট্রাম্প তো ধান্দাবাজ । যে দেশগুলো এমনিতেই আমেরিকার ভিসা পায়না -ওবামা আমলেও হাতে গোনা ভিসা এলট হত তাদেরকে ব্যান করেছে , এতে আর কী আসবে যাবে । কিন্তু এরপর এমন ট্রাম্প আস্তে পারে যে সত্যি ধান্দার বাইরের গিয়ে মুসলিম খেদাও শুরু করলো এবং সেখান থেকে সত্যিকারের যুদ্ধ বেধে গ্যালো , গরম যুদ্ধ , ঠান্ডা না ।

    যেমন "মুসলিম মানেই রাডিকাল/ রাডিক্যাল না " এই যুক্তির মডেলটাই গলতা । আমরা যদি বলি আইরিশরা বেশ মিউসিক বোঝে বা জিউ রা ভালো ব্যবসা বোঝে , ইনভেস্টমেন্ট এর জগতে ওদের আধিপত্য আছে .......এগুলো সবই স্টিরিওটাইপ । সব আইরিশ মিউসিক বোঝেনা , আতাক্যালা বা মাঝারি কাজ করে জীবন কাটিয়ে দেওয়া ইহুদি প্রচুর আছে ...তো ? তো এই যে , যাদের দিয়ে একটা কমিউনিটিকে চেনা হয় তারা চিরকাল মাইনরিটিই হয় । পাঁচ কোটির কমিউনিটিতে একজন নোবেল পেলে তাই নিয়ে সবাই গর্ব করে । তখন কি বলে যে না , একজন নোবেল পেয়েছে তাই দিয়ে আমাদের মাপবেন না , আমরা বাকিরা নেহাতই মাঝারি ? :):)

    সেম for শেম । প্রাইড যেমন শেয়ার করা হয় , শেম কেও রেকোগনাইস করতে হয় । লিবেরাল মুসলিম যাঁরা নিজেরা কোনদিন খুনোখুনির কথা ভাবেন না তাঁরাও ওই স্ক্রিপচার রোজ পড়ছেন , বাচ্চাদের পড়াচ্ছেন যেখানে সরাসরি বলছে লাইন ধরে ধরে যে দিম্মি দের খুন করো । যেখানে বলছে নাছারা থেকে মুনাফেক কাফির সবার জন্যে আলাদা আলাদা নরক রয়েছে ,মেয়েদের পর্দা করো ....... ইউকের বুকে ইস্কুল খুলে বাচ্চাদের এসব শেখানো হচ্ছে । এগুলো হচ্ছে কারন এনারা রিফর্ম চান না । ঢেকে রাখতে চান । মুহাম্মদ রাসুল্লুহ শেষ প্রফেট । তার ওপর কথা চলেনা । আর পুরোটাই একটা স্ট্রাকচারড ফর্মে ।

    এটা ওই "জীনস পড়লেও তো আরেসেস তেড়ে আসে " কেস না । হাজারবার গুলিয়ে দিতে চাইলেও না । আরেসেস একটা ভাঅঁত মডেল চালায় "ভারতীয় সংস্কৃতি" নামে যার কোনো সেন্ট্রাল স্ক্রিপচার নেই । শরিয়া একটা স্ট্রং স্ক্রিপচার । একটা ম্যানিফেস্টো । আজ থেকে দুশো বছর আগে ওরা ভিয়েনাতে আটকে গেছিল । সেই শরিয়া ধাক্কা খায় এবং নতুন করে নতুন পদ্ধতিতে শক্তি সংগ্রহ শুরু করে । শরিয়া প্রতিষ্ঠা করার মুসলিম যদি টু পার্সেন্ট ও হন তাতে কী ? আধুনিক অস্ত্র প্রযুক্তির যুগে কয়েক মিলিয়ন লোকের পয়েন্ট জিরো জিরো জিরো পার্সেন্ট ও যদি যদি একটিভ হয় এবং সেই ম্যানিফেস্টো তে বাকিদের সবার প্যাসিভ সাপোর্ট থাকে , আর কী চাই ? যখন ইসলাম দেশে দেশে মাথা কেটে বেড়াত তখন ও "সব মুসলিম রাডিক্যাল" ছিলো নাকি ? কখনই না । তখন ও সাধরণ চাষী থেকে গরিব সৈনিক সবই ছিলো । কিন্তু তারপরেও তারা শরিয়া ইমপ্লিমেন্ট করে দেখিয়েছিল ।

    আজকে ক্রিশ্চান ধর্ম যার ওল্ড টেস্টামেন্ট একটি নোংরা হিংসা ভরা গ্রন্থ , তার পোপ ওপেনলি স্বীকার করে নিচ্ছেন যে ডারউইনের ইভোলিউশন সত্যি । সাতদিনে পৃথিবী তৈরী হয়নি । তারপরেও ক্রিয়েসনিস্টরা লাফাচ্ছে কিন্তু জোট বাঁধতে পারছেনা ভ্যাটিকান সঙ্গে নেই বলে । এটা হয়েছে দীর্ঘদিনের চার্চ -পুঁজির বোঝাপড়ার জায়গা থেকে ।

    এটা ইসলামে হবেনা । মুহাম্মদ শেষ প্রফেট তার পর কেও নাই ।কাজেই কোনো বোঝাপড়ায় যাবেনা । "গুড মুসলিম" দের জিগান যে শরিয়া নিয়ে কী মত , আমতা আমতা করবে । এখানেই সমস্যা । ওপেন মনুবাদী নিয়ে সমস্যা নাই । মনুকে খিস্তি করা নিয়েও সমস্যা নাই । যারা হ্যা-মানে-ঐতো এইসব করে মনু ইমপ্লিমেন্ট করার রাস্তা খুলে দিচ্ছে এদের নিয়ে সমস্যা । সে মুসলিম লিবেরাল হন কি নন মুসলিম ।
  • একক | 53.224.129.60 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৪২727646
  • কালচার ম্যাটারস : আইদার এক্সকিউস দ্য ইনেক্স্কিউসেবল ওর আস্ক ফর রিফর্ম । একদম কাঠ কাঠ কথা ।

  • একক | 53.224.129.60 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫২727647
  • আযান হিরসি আলীর লেখাপত্র পড়ুন । ইনি নিজে মুসলিম অতীত পেরিয়ে এসেছেন এবং খোলাখুলি আক্রমন করেন এপলোজিস্টদের । ফক্স নিউসের লোক না ট্রাম্পের সমর্থক ও না । লিবেরাল আর এপলোজিস্টদের কেন ঘেঁটিতে চেপে ধরা দরকার সেটা আয়ান হিরসিকে পড়লে খানিক ক্লিয়ার হবে ।

    আর তারপরেও যাঁরা "সব মুসলিম রাডিকাল নয় " এর পাশবালিশ আঁকড়ে আছেন তাঁরা স্তাতিস্তিক্স ঘাঁটুন শরিয়া ইম্প্লিমেন্টেশন নিয়ে মুসলিমদের মতামত কী । ২০১৩ তে মাল্টিপল কান্ট্রিতে সার্ভে চালানো হয় জানতে চেয়ে যে তাঁরা ইসলামিক শরিয়া ল্য ফেভার করেন কিনা ।

    তাতে সে দিয়েছেন :

    ইন্দোনেশিয়ান : ৭২ %
    বাংলাদেশ : ৮২%
    আফগানিস্তান : ৯৯%
    পাকিস্তান : 84%
    ইজিপশিয়ান : ৭৪ %

    এখানে সেই ডিটেইল রিপোর্টের কিছু গ্লিম্পস আছে । পেপারটাও সার্চ করে পেয়ে যাবেন ।
    http://www.reuters.com/article/us-islam-views-survey-idUSBRE93T0TK20130430

    তো এই হলো "তাইবলে সব মুসলিম কী ........" লজিক :)
  • Du | 182.58.108.43 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৫০727649
  • পয়েন্ট জিরো জিরো সিগনিফিক্যান্ট কিন্তু ১৮ পারেসেন্ত, ২৮', ১৬, ২৬ বা ১ পারসেন্ট কিছু না! কুইবেক এ মসজিদ পুড়িয়েছে কেউ তাতে চার্চ ক্যাপিট্যল এর বোঝাপড়ায় কিছু আটকেছে কি? কর্নার্ড অবশ্থায় ইনস্টিন্ক্ট ছেড়ে দেয়া প্রাণীর ধর্ম নয়।
  • Ekak | 53.224.129.60 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০২:০১727650
  • বাকি টোটাল জনতা প্যাসিভলি শারিয়াকে সমর্থন করে , সেটা ভুলে গিয়ে যুক্তি দিচ্ছেন :) এটা অন্য ধর্মে করেনা।
  • Ekak | 53.224.129.60 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০২:১৪727651
  • আর কর্নার্ড মানে অবস্যই মেরে পিটে কর্নার করা নয় । ইকোনোমিক ব্যারিয়ার তৈরী করা , টোটাল ননক্যুপারেশন।

    আরেকটা মজা এই শারিয়া নিয়ে লিপিবদ্ধ করি । বাজারে মুমিনের তো অভাব নাই । এক্ষুনি এসে এনারা যেটা বলতে পারেন তা হলো : শারিয়া কোনো একজায়গায় স্থির হয়ে থাকা জিনিস নয় , কোনো মনোলিথ নয় । শারিয়াকে আক্রমণ করে লাভ নেই ।

    ফাইন দেন । এবার প্রশ্ন করুন শারিয়ার ইভোলিউশন যদি সত্যি হয় তাহলে নিশ্চই শারিয়া মুসলিম সংস্কৃতিকে রিপ্রেসেন্ট করে (নইলে আর ইভোলিউশন হবে কোত্থেকে ?) । তো তারপরেও আমরা দেখতে পাচ্ছি সমস্ত মুসলিম প্রধান দেশে সরকারিভাবে জেন্ডার বায়াস আছে , একটার পর একটা ঘটনা উঠে আসছে যেখানে সরকার নিজে এন্টি উওমেন স্ট্যান্ড নিয়েছে । তাতে সমস্যা কোথায় ? মুসলিম সংস্কৃতি তেই ? যে কারণে এতো কাঁড়ি কাঁড়ি ইভোলিউশন হওয়ার পরেও শারিয়া এরকম অবস্থায় আছে ?

    এই জায়গায় এসে আবার তাঁরা বলবেন , শারিয়া মুসলিম ডাইভার্সিটি কে রিফ্লেক্ট করেনা :):):) এইভাবে গোলগোল ঘুরতেই থাকবে ।
  • Du | 182.58.108.43 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:০৪727652
  • অন্যদের এ ধরনের আইন থাকলে তুলনা করা যেত। বিশ্বাস জিনিষটাই তো অ্যামন। এক খ্রিশ্চান বন্ধু বলেছিল যীশুকে ভালো মানুষ মনে করি বলে কিছু হয়না। হয় ঈশ্বরের পুত্র মনে কর নাহলে ভন্ড। তো এইরকম সার্ভে হলে কি বলবে কেউ?
  • Du | 182.58.108.43 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:১২727653
  • পলিসি যাই হোক।এই ডি এফ ডব্লু এয়ারপোর্টেও দলে দলে লোক এসে সারাদিন বিক্ষোভ করেছে আটকে যওয়া যাত্রীদের সাথে সলিডারিটি দেখিয়ে এটাই দিনের শেষে আশার। সেটা এনারাই হোন (nri নয়) বা কনজারভেটিভেরা।
  • Ekak | 53.224.129.60 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২২727654
  • অন্যদের আইন নেই তো ! তুলনার জায়গায় আসেনা । আইন নেই কেন ভাবুন তাহলে বুঝবেন । ইসলাম কোনো ফিকশনকেন্দ্রিক ধর্ম নয় শুধু । ইসলাম একটা পলিটিক্যাল ডক্টরাইন ।

    যে কোনো ধর্মের দিকে তাকান । মিথ্যে কথা বলা নিষিদ্ধ । চুক্তিভঙ্গ নিন্দনীয় । এবার সেই ধর্মের বইতেই দেখবেন মিথ্যে কথা বলার ঘটনাও আছে । যেমন ধরুন যুধিষ্ঠির । কিন্তু সেটাকে দেখাতে হচ্ছে যে দেখো যুধিষ্ঠিরের শাস্তি হলো । ধর্মযুদ্ধের ময়দানে মিথ্যে বলেছে বলে কোনো ছাড় নেই ।

    কিন্তু ইসলাম ? সেখানে তাকিয়া বলছে তুমি আল কুরআনে হাতরেখেও মিথ্যে বলতে পারো যদি ধর্মযুদ্ধে সৈনিক হও । ধর্মযুদ্ধ কী ? না আলমুম্মাদুরাসূলুল্লাহ্র দেখানো আগ্রাসনের রাস্তা ।

    কিন্তু ইসলাম ? সেখানে আল হুদাইবিয়ার চুক্তি হচ্ছে প্রিসিডেন্স যা বলছে , সাময়িক শান্তি স্থাপনের জন্যে নাছারা -মুনাফিক দেড় সংয়ে চুক্তি করো এবং শক্তি ফিরে এলেই আবার চুক্তি ভেঙে আক্রমণ করো । এগুলো ইসলামে জায়েজ ।

    মোরালিটির তফাৎ টা ধরতে পারছেন ? সব ধর্মই অধার্মিক লোকে ভর্তি , কিন্তু সেন্ট্রাল মডেলটাই এরকম রাজনৈতিক নয় কারো যেখানে আগ্রাসনের জন্যে জাস্ট যা খুশি করা যায় । কাজেই অন্যদের সঙ্গে তুলনা হবে কোদ্দিয়ে ? অন্যেরা পাপ করলে ঢাকাচাপা দেওয়ার দরকার আছে । ইসলামের দরকার নেই , কারণ ওসব ওখানে জায়েজ । ইটস আ ফিউডাল পলিটিকাল মডেল , নট আ রিলিজিওন । এই মডেলকে অন্য রিলিজিওনের সঙ্গে তুলনা করে প্রতিহত করা সম্ভব ই না ।
  • Ekak | 53.224.129.60 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২৬727655
  • না , ট্রাম্পের ব্যান নীতি তে আদৌ কতটা লাভ হবে সন্দেহ আছে । কারণ প্রথমত আগেই লিখেছি , ওবামা যা চুপচাপ করে গেছে এতদিন ধরে ট্রাম্প তারথেকে আলাদা কিছুই করছেনা শুধু ঢাক পেটাচ্ছে । ইয়েমেন বা সৌদি থেকে আমেরিকার ভিসা পাওয়া এমনিতেই প্রচন্ড কঠিন ওবামার লাস্ট টার্মে । হাতে গোনা লোকজন এসেছে । ট্রাম্প পাঙ্গা নিয়ে পুরো দরজা বন্ধ করে দিলো এটা যতটা না ইমিগ্রেশনে প্রভাব ফেলবে তারচে অনেক বেশি প্রভাব রাজনৈতিক দাবাখেলায় । ডিপোর্টেশন ও নতুন কিছু না । ট্রাম্প চেঁচাচ্ছে বেশি আর যেখানে অলরেডি ঢোকার রাস্তা নেংটি ইঁদুর গলার মতো হয়ে এসেছিলো গত পাঁচ বছরে সেটাকেই বন্ধ করছে যাতে পিঁপড়েও না গলতে পারে । কাজেই সরকারি নীতি হিসেবে এগুলো আদৌ কার্যকরী কিস্যু না ।
  • Du | 182.58.108.43 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৪৬727656
  • শাস্তিটা দিলেন ব্যাসদেব। কৃষ্ণ দেননি কিন্তু;))। গীতাতেও বলেছে কি? আমি এইসব ধর্মের কুটকচালি আলোচনা করার লোক নই এই ডোমেনে আমি জাস্ট এক পাতাও নিতে পারিনা কিন্তু আমি ধর্ম জাতি এইসব দিয়ে ডিসক্রিমিনেশনের উল্টোদিকে সে খাগড়া নিয়ে হলেও ঃ)। ওবামার পলিসি মানে চেক করা মানুষ বিশেষে সেটা আর এটা কখনৈ এক নয়।
  • Ekak | 53.224.129.60 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:০৩727657
  • আপনি আপাতত এটা দেখুন । এরা বেশ মজার মজার ভিডিও বানায় । ধর্মীয় ডিস্ক্রিমিনেশনের বিরুদ্ধে সোশ্যাল এওয়ার্নেস । বেশ ইনোভেটিভ আর প্যারানিয়াটাকে ভালো ধরেছে । ভাল্লাগবে ।



    তবে আমি , এসব দেখতে ভাল্লাগলেও , পার্সোনাল এক্সেপ্টেন্স লেভেলের সঙ্গে আন্তর্জাতিক সমস্যার গভীরতা গুলিয়ে ফেলা নিতে পারিনা , তাই দেখে মজাও নেবো এবং তাপ্পর আবার ইসলাম খেস্তাব :):) এবং চাইবো ইসলামিস্ট রা ইসলাম বিরোধিতা করুক । একে যদি ইসলামোফোবিয়া বলে তাহলে গোটা ফেমিনিজম এর আরেক নাম হওয়া উচিত ফ্যালোফোবিয়া। কারণ সেও ওযর ওন প্যাট্রিয়ার্কি চায় । সব পুরুষ প্যাট্রিয়ার্কাল নন ? ভালো তো , তাঁরা এদিকে যোগ দিন :P সেম ফর ইসলাম ।
  • dd | 116.51.28.24 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৫০727658
  • এককের সাথে অনেকটাই একমত।

    এই র‌্যাডিক্যাল ইসলামের সাথে তুলনীয় মনে হয় মাওবাদকে। চীনের কালচারাল রেভোলিউশন - সে সময়ের এক ম্যাস হিস্টিরিয়া, কে কতো বেশী গোঁড়া মাওবাদী তার কম্পিটিশন, বিরোধীদের মেরে ফেলার /চুপ করিয়ে দেওয়া এক "ধর্মীয়" কর্ত্তব্য , যে কোনো রকমের হিংসার স্বপক্ষে এক উদ্দীপনা, পুরোনো সব কিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য আন্দোলন, বই পোড়ানো ইঃ ইঃ, এইসব হয়ে আল্টিমেটলি পল পটের কাম্বোডিয়া। সেটাই মাওবাদের শেষতম স্টেজ। তার পরে আর কিছু ছিলো না। যেমন আল কায়দা,বোকা হারাম বা আইসিসের পরে আর কোনো স্টেজ থাকে না।

    আর আমি র‌্যাডিক্যাল ইসলাম বলে একটা ছোটো অংশই ধরছি - সমগ্র মুসলিম সমাজ নয়। সেটা ক্যানো - অতো লিখতে পার্বো না।
  • lcm | 83.162.22.190 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৫১727660
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন