এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকার মিডল ইস্ট পলিসিতে কী পরিবর্তন আসছে ?

    একক
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১৬ | ২১২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 69.185.236.52 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২০727661
  • এককের যুক্তিতে দম আছে -

    আমি র‌্যাডিক্যাল মুসলিম নই, গুড মুসলিম, অথচ শারিয়া মানি, ইসলামের যাবতীয় বদগুণকে, ডিসক্রিমিনেশনকে ডিফেন্ড করি - এই দুটো একসাথে হওয়াটা দ্বিচারিতা! সেটা গুড পার্সেন্টেজটাকে বুঝতে হবে!
  • দেব | 135.22.193.149 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:১৮727662
  • ইসলাম নিয়ে লেখাপত্তরগুলো 'ভুল' কিছু নয়। তবে এগুলোতো আর হাওয়ায় হয় না। আইসিস এর জন্ম শুধু ইসলাম দেয়নি। গোটা একটা দেশকে ভেঙে গুঁড়িয়ে দিলে ঐ জিনিসই হয়। ইরাক ১০০% হিন্দু/বৌদ্ধ দেশ হলেও একই জিনিস হত।

    তবে একক এটা একটা টোপ ফেলেছেন।

    "ওবামা যা চুপচাপ করে গেছে এতদিন ধরে ট্রাম্প তারথেকে আলাদা কিছুই করছেনা শুধু ঢাক পেটাচ্ছে ।"

    প্রিটি মাচ। আমেরিকার বিদেশনীতিতে কিছুই পাল্টাবে না। ট্রাম্প শুধু ভদ্রতার মুখোশটুকুও ফেলে দিয়েছেন। এবং তাতেই পশ্চিমী মিডিয়ার ত্রাহি স্বরে টেকা মুশকিল। বলতে ইচ্ছে করে বাপু হে, গত ১০-১৫ বছরে বোধহয় ১০ টা মত দেশের সর্বনাশ করেছো। তখন তো এখন যা করছো তার ১০% করলেও কাজে দিত।
  • SS | 160.148.14.3 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ২০:১৬727663
  • একক দাবার গুটি দিয়ে লুডো খেলছেন। খেলাটা যদি হয় মুসলিমরা র‌্যাডিকাল, শারিয়া বিলোপ করতে হবে, ইসলামের রিফর্ম করতে হবে তাহলে অন্য আলোচনা। তর সাথে ট্রাম্পের মিডল ইস্ট পলিসির কোনো যোগ নেই। ইন ফ্যাক্ট, এইসব ট্রাম্পের কাছে নন-ইস্যু। আর যদি ট্রাম্পের মিডল ইস্ট পলিসি নিয়ে আলোচনা করতে চান তাহলে অন্য গুটি লাগবে।
    এক নম্বর গুটি, ট্রাম্পের চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানন। আগে ব্রাইটবার্ট নিউজ চালাতেন, এখন ট্রাম্পকে চালানোর দায়িত্ব নিয়েছেন। ভীষণ ভাবে অ্যান্টাই সেমিটিক, হোয়াইট ন্যাশনালিস্ট মুভমেন্টের সাথে যুক্ত। এর হাতে এখন প্রচুর পাওয়ার। ইমিগ্রেশন নিয়ে এক্সিকিউটিভ অর্ডারটা এনার লেখা। DHS, স্টেট ডিপার্টমেন্ট, জাস্টিস ডিপার্টমেন্ট কারোর সাথে কনসাল্ট না করেই অর্ডারটা লেখা হয়েছিল। ইনি যাকে বলে বম্ব থ্রোয়ার, তাই ভবিষ্যতে আরো অনেক কিছু দেখতে পাবেন।
    দু নম্বর গুটি হল ট্রাম্পের জামাই জেরাড কুশনার। আর্থোডক্স জিউ, পারিবারের সুত্রে ইজরায়েল লবির সাথে ভীষণ ভাবে যুক্ত। এমনিতে অত্যন্ত মৃদুভাষী, সেরকম কোনো কথা শুনতে পাবেন না। কিন্তু আড়ালে থেকে পুরো পরিচালনা করবেন। আর তিন নম্বর হল রেক্স টিলারসন। ইনি এখনো সেক্রেটারি অফ স্টেট হননি, কিন্তু খুব শিগ্গির হয়ে যাবেন। এক্সন এর চেয়ারম্যান, পুটিন এর কাছের লোক। ভাবুন একবার, এক্সন এর প্রাক্তন চেয়ার্ম্যান ঠিক করবেন আমেরিকার বিদেশনীতি। আর সেখানে মিডল ইস্ট কি রোল প্লে করবে। ইন্টারেস্টিং ডেজ অ্যাহেড।
    আপাতত এই তিনটে গুটি নিয়ে খেলুন। দেখা যক এর পর আরো কি আসে।
  • SS | 160.148.14.3 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ২০:১৯727664
  • "ওবামা যা চুপচাপ করে গেছে এতদিন ধরে ট্রাম্প তারথেকে আলাদা কিছুই করছেনা শুধু ঢাক পেটাচ্ছে ।"
    পুরো ভুল। কেন ভুল, সেই আলোচনায় যাচ্ছিনা, কারণ লাভ নেই। তবে ওবামা বুশের মেস ক্লিন-আপ করার চেষ্টা করেছিলেন, এইটুকু বলতে পারি।
  • Ekak | 53.224.129.49 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৫৮727665
  • দেখুন , আপনার কথাগুলো ভুল নয় , কিন্তু যুক্তিটা এইরকম দাঁড়াচ্ছে যে মহাভারতে পাশা খেলার পুরো পর্বটার "কারণ " হচ্ছে দুর্যোধনের মামা শকুনি ভালো পাশা খেলতে পারতেন :) সরি , আমি ওভাবে দেখিনা । মামা-মেসো দিয়ে একটা ঘটনার ইমপ্লিমেন্টেশন ব্যাখ্যা হতে পারে , কারণ নয় । ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি কোন রাজনৈতিক ছকের ওপর দাঁড়িয়ে কাদের সন্তুষ্ট করতে সেটা বোঝার চেষ্টা করছি । এবার সে কিভাবে কন্ট্রোল করবে -কোত্থেকে মাল্লু কমাবে ওগুলো আমার কাছে এইমুহূর্তে ইমপ্লিমেন্টেশন এর সাইড ।

    ট্রাম্পের এই রিফিউজি এবং ইমিগ্রেশন নিয়ে বুক চাপড়ে লাফানোর যথেষ্ট কারণ আছে যা জনপ্রিয় লেখালেখি বা তর্কে উঠে আসেনা । তার প্রথম সাপোর্টিভ কারণ টা নিয়ে এতক্ষন লিখছিলুম । ট্রাম্প ভয়েস তোলার অনেক আগে থেকেই এথেয়িস্ট এবং থট লিডারদের একাংশ গত কয়েক বছর ধরে স্ট্রং পজিশন নিয়ে নিয়েছেন যে র্যাডিক্যাল ইসলামকে যেভাবেই হোক আটকানো দরকার । এনারা কিন্তু ট্রাম্পের এই বর্তমান নীতি সাপোর্ট করেন না । কিন্তু আইডিওলজিকাল ওযর ও ইসলাম ভীষণ জরুরি এটা মানেন । এই ভয়েসগুলো ট্রাম্পের ভয়েসকে প্রকারান্তরে সমর্থন জুগিয়েছে ।

    দ্বিতীয় কারণ ঘরের ভেতরের । আমেরিকান কনস্টিটিউশন এবং আমেরিকান পিপল আজকে এক চুড়ান্ড বিরোধের সামনে দাঁড়িয়ে আছে যেটা বোধ হয় আমেরিকার মাটিতে শান্তিতে বাড়ি -অফিস করে বোঝা যায়না , তাই প্রবাসীদের লেখাতেও এ যাবৎ এই প্রসঙ্গটা পাই নি । ১৯৯৫ এ টিমোথি ম্যাকভে ফেডারেল বিল্ডিং এ ব্লাস্ট ঘটিয়েছিল মনে পড়ে ? তো এগুলো নিয়ে কথা হয়না। তাই বই পড়ে-ডকুমেন্টারি দেখে জেনেছি ও তারপর বিভিন্ন কমিউনিটিতে পরিচিত আমেরিকান হোয়াইটদের সঙ্গে কথা বলে । দক্ষিণপন্থী কমিউনিটি গুলোতে মিলিশিয়া জনতার ভীড় প্রচুর । দেশি রা আশ্চর্যজনকভাবে এনাদের খোঁজ আইদার রাখেন না নইলে কাউন্ট করেন না ।

    সমস্যাটা সারা আমেরিকায় ছড়িয়ে থাকা অসংখ্য মিলিশিয়ার । সংখ্যায়টা আড়াইশো বা তার ওপরে । এই আড়াইশো মিলিশিয়াতে তাদের নিজেদের প্রচুর আইন চলে , প্রচুর অস্ত্রশস্ত্র আছে এদের কাছে এবং এরা চূড়ান্তভাবে ফেডারেল গভ বিরোধী । কিন্তু সরাসরি কিছু করা সম্ভব নয় এদের বিরুদ্ধে কারণ আমেরিকান কনস্টিটিউশন সিসিড রাত দিয়ে রেখেছে যে আপনি চাইলে আমেরিকার মধ্যে বসে মিলিশিয়া নিয়ে নিজের স্টেট্ গঠন করতে পারেন । রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়ার অধিকার আমেরিকান সিটিজেনদের আছে । এর মধ্যে সবচে "নোটোরিয়াস " হলো সাউথ ইস্ট মিশিগান মিলিশিয়া । এরা ওপেনলি ফেডারেল গভট এর বিরোধী এবং বিশাল প্রাইভের্ট অস্ত্র সম্ভার রয়েছে । সিরিয়ান রিফিউজি নিয়ে এরা ভীষণ প্যারানোইয়াক । এদের নিয়মিত সেনা প্রশিক্ষণ হয় ।

    এরা মাইগ্রেশন নিয়ে উত্তেজিত । এরা জলের অধিকার নিয়ে চিন্তিত । কাজ বাইরে চলে যাওর বিরোধী । মেক্সিকান বিরোধী । ইউরোপের বর্তমান অবস্থা থেকে এরা ভবিষ্যতে আমেরিকার অবস্থা রিফিউজি দেড় আন্ডারে কী হবে সেই ভূত দেখে । এরা চূড়ান্তভাবে ইসলাম বিরোধী ।

    এমনকি এফবিআই ও এদের পুট ডাউন করতে পারেনা কারণ এরা বিচ্ছিন্নতাবাদী নয় , ইউনাইটেড স্টেটস এ বিশ্বাসী কিন্তু ফেডারেল গভ বিরোধী । এবং এই অধিকার কনস্টিটিউশন দিয়েছে । উৎসাহ থাকলে পাঠক সার্চ করে আমেরিকার বিভিন্ন লোকাল মিলিশিয়া এবং তাদের কার্যকলাপ সম্বন্ধে পড়ে নিতে পারেন ।

    তো , একটা দেশ যে ইতিহাসের বিচারে মাত্র কিছুকাল আগে সিভিল ওযর পেরিয়ে এসেছে তাদের কাছে ফার্স্ট প্রেফারেন্স হলো নিশ্চিত করা যাতে আবার একটা সিভিল ওযর না হয় । যেন মিলিশিয়াগুলো খেপে গিয়ে জেগে না ওঠে । কারণ তারা জেগে উঠলে আইসিস এর চেও বড় থ্রেট । এবং জেগে উঠতে পারে কনস্টিটিউশন কে সঙ্গে রেখেই যেক্ষেত্রে রাষ্ট্র ঠুঁটো জগন্নাথ হয়ে যাবে । সো , ট্রাম্প বলে নয় ........ঠিক এই সময়ে দাঁড়িয়ে যেই আসবে -আস্ত তার কাছে প্রথম কাজ এই দেশের ভেতরের মিলিশিয়াদের দেশের বাইরের শত্রুর ভয় দেখিয়ে , "গ্রেট এগেইন " থিওরি খাড়া করে ছাতার তলায় আনা । আমার মনে হয়েছে ট্রাম্পের নীতি - ট্রাম্পের মধ্যপ্রাচ্য সম্বন্ধে ঢাক পিটিয়ে ব্যানিং এইগুলো এসব মাথায় রেখেই করা । কজন শহুরে লোক প্ল্যাকার্ড নিয়ে শহরের রাস্তায় "হেট্ ট্রাম্প " লিখে কান্নাকাটি করলো তাতে আমেরিকা ডিস্টেবল হয়ে যাবে না , কিন্তু ভেতরের যে সমস্যা তৈরী হয়েছে তাকে কিছু মিথ্যে -ভুল বোঝানো , কিছুটা সুবিধে পাইয়ে দেওয়া ......এরকম চতুরভাবে আটকে রাখতে না পারলে সাধের ফেডারেল সরকার ডিস্টেবল হয়ে যাবে ।

    তো এইটুকুই বক্তব্য । অমুক রেসিস্ট তাই এমন করেছে / তমুক ন্যাশনালিস্ট তাই পলিসি এভাবে লিখেছে , এসব তো ইম্প্লিমেন্টেশনের পার্ট । কেন এই পরিস্থিতি এবং এই চূড়ান্ত নাটকবাজি ও নানাদিকে জনতার মাথা ঘুরিয়ে দেওয়া , এটা যথেষ্ট ওয়েল থট ড্রামা বলেই মনে হয় ।
  • dc | 132.164.224.44 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ২২:১৩727666
  • ট্রাম্পের এক্সট্রিম ভেটিং নিয়ে এই টকিং পয়েন্টটা দেখে ফেলুন, বিল ওরাইলি আর ক্রাউটহ্যামারের কথোপকথন। কনসার্ভেটিভদের চিন্তাধারাও বোঝা যাবেঃ

    http://video.foxnews.com/v/5303804993001/?#sp=show-clips
  • Ekak | 53.224.129.49 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ২২:১৬727667
  • দেখেছি এটা ইউটিউবে । পুরো ভুলভাল জিনিস আছে । লোকে একবার বেরোলে ঢুকতে পারবে না । এটা ওরা চেঞ্জ করতে বাধ্য হবে ।
  • Ekak | 53.224.129.49 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২৬727668
  • এইযে ট্রাম্প থেকে থেকে বলছে : দিস ইস টেম্পোরারি সলিউশন .....এটা মজার এবং সেইসঙ্গে ঠিকঠাক ও । কারণ এই সমস্যার পার্মানেন্ট সলিউশন বলে কিছু হয়না । বরং খানিক জল মেপে - খানিক কার্যক্ষেত্রে করে -খানিক রিসেট বাটন পুশ করে স্টেবিলিটি আন্তে হবে । সেদিক দিয়ে ভাবলে , ঘটনাবলী ঠিকঠাক দিকেই দিকেই চলছে ।
  • Ekak | 53.224.129.49 | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৪৩727669
  • একটা ভবিষ্যৎবাণী করছি জাস্ট ইয়ার্কি করেই , ধরে নিতে পারেন ......ইমিগ্রেশন এবং ইসলামিক প্রব্লেম নিয়ে লাফালাফি করে প্যারানিয়াক জনতাকে ঠান্ডা করার পরেই ট্রাম এর নেক্সট স্টেপ হবে , পার্শিয়াল গান কন্ট্রোল । যেটা ওবামা কোনোদিন করে উঠতে পারেনি । কারণ করতে গেলে আগে ভলান্টারি মিলিশিয়াদের ভরসার লোক হওয়া দরকার ছিল । দ্যাট ওয়াজ নট হিস্ গেম । দেখা যাক ! ট্রাম্প পারে কিনা ।
  • SS | 160.148.14.3 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০০:১৯727671
  • তাহলে বলছেন ট্রাম্প মোল হিসাবে কাজ করছে? তাহলে নাটের গুরুটি কে? এথেইস্ট জনতা? সিআইএ? গোল্ডম্যান স্যাকস? নাকি পুটিন?
  • Ekak | 53.224.129.49 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০১:১২727672
  • :) আই ডোন্ট থিঙ্ক এরকম "আল্টিমেট নাটের গুরু " বলে আদৌ কিছু হয় । ওরকম একটা কাওকে খাড়া করতে পারলে জনতা শান্ত হয় সেটা অবসসই ম্যাটার । ইতিহাস বা রাজনীতি চলে মাল্টিপল নাটের গুরুর সংঘাতের মধ্যে দিয়ে । আমেরিকার চিরকালই বহিঃশত্রুর দরকার হয়েছে । সেটা কখনো সোভিএট্ কখনো অন্য গ্রহের জীব কখনো ইসলাম । আবার তার মানে আবার যদি কেও অতিসরলীকরণ করে বসে যে সোভিএট্ বা ইসলাম নিয়ে যে পুরোটাই গল্প আসলে নাটের গুরু একা আমেরিকা , তাহলেও মুশকিল । দুটো গোয়েন্দা সংস্থা -দুটো প্রেসিডেন্ট এর নাম নিলে লোকে চাঁদমারি করার জায়গা পায় , কিন্তু উৎস থাকে আরও গভীরে । কন্সপিরেসি থিওরি ইস ইজি , সোশ্যাল এন্ড কালচারাল নোড কানেক্ট করে ভাবা মুশকিল ।

    সেই কারণেই , যখন আমরা একটা রাজনীতি বা সময় নিয়ে আলোচনা করি তখন , ইন্সট্রুমেন্টস ফাইটিং এগেইনস্ট ইচ আদার এভাবে দেখলে সুবিধে হয় । এবার যদি প্রশ্ন করা হয় যে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কী আমেরিকার স্বার্থ দেখছে ? আমার ধারণা , হ্যা দেখছে বলেই মনে হচ্ছে । আমেরিকার বিদেশ নীতি এমনিতেই পৃথিবীর মাল্টিপল শক্তি ভার্সেস আমেরিকা এই দড়ি টানাটানির ফলাফল । ওর গুড-ব্যাড বলে কিছু হয়না । কাজেই রাশিয়া কে পাশে নিয়ে চীনের বিরুদ্ধে যদি একটা চাপ তৈরী করতে পারে নো প্রব্লেম । পাওয়ার সার্কল টা একটু নড়েচড়ে বসবে । উল্টোদিকে আমেরিকার অভ্যন্তরীণ এইযে বিপুল পরিমান খোলা অস্ত্র এবং সেই অস্ত্রের অধিকারী ভলান্টারি মিলিশিয়া ও তাদের বিকট প্যারানোইআ একে কন্ট্রোল করা এখন প্রচন্ড দরকার । ট্রাম্প প্যারানোইয়ার এগেনস্টে কিছু প্লেসিবো তৈরী করছে ।

    এই পয়েন্ট টা কে আমি অন্তত গুরুত্ব দিচ্ছি , কারণ লোকে যখন স্কুলে গান ম্যাসাকার নিয়ে উদ্বিগ্ন হয় , ঠিক কারণেই হয় , কিন্তু একটা ঘটনা চাপা পরে যায় যে ওদেশে তার বাইরেও প্রচুর লিদাল গান হোল্ডার আছে যারা , এই প্যারানিয়াতে ভুগতে ভুগতে একদিন বড় মারপিট শুরু করে দিতে পারে । প্লেসিবো টা তৈরী করা জরুরি তাদের হাত থেকে বন্দুক কেড়ে নেওয়ার আগে । হয়তো কোনোদিন আমেরিকা যাইনি বলেই , আমার কাছে আমেরিকা মানে , এই সেদিন সিভিল ওয়ার কাটিয়ে ওঠা একটা দেশ যার সংবিধান আর্মড পিপলস টিরানীকে সংবিধানগতভাবে প্রশ্রয় দেয় এবং একটা বড় অংশের অর্থ ও অস্ত্রে ক্ষমতাবান লোক এখনো ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট এ বাস করে মানসিকভাবে। সো , দেশের মারকুটে জনতার প্যারানোইয়া কাটাতে ট্রাম্পের প্লেসিবো , নট আ ব্যাড গেম প্ল্যান ।

    মানে , ট্রাম্প একমাত্রিক "নাটের গুরু " খাড়া করছেঃ করুক , ওটা ওর স্ট্রাটেজি , কিন্তু ট্রাম্প নিয়ে আলোচনায় নাটের গুরু খুঁজে লাভ দেখছিনা । সকলেই ইন্সট্রুমেন্টস।
  • lcm | 179.229.10.212 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২৭727673
  • ডিপ স্টেট -

    Deep state in the United States

    Some writers, journalists, political scientists and political activists in the United States have for decades expressed concerns about the existence of a deep state or state within a state, which they suspect exerts influence and control over public policy, regardless of which political party controls the country's democratic institutions.
    ...
    Former President Dwight D. Eisenhower looked at the nexus of the Pentagon and arms manufacturers and coined the phrase the "military-industrial complex." Today's observers also point to the collusion of corporate interests and D.C. power brokers as the true guiding hand in American politics.
    ...
  • ranjan roy | 24.96.190.200 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০৬:২৫727674
  • ইন্টারেস্টিং!
    চলুক, সঙ্গে আছি।
  • pathok | 164.59.142.19 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২২727675
  • এককের লেখা ভালো লাগছে । ডিডি ১ ফেব ৯-৫০ এ সারকথা বলে দিয়েছেন "এই র‌্যাডিক্যাল ইসলামের সাথে তুলনীয় মনে হয় মাওবাদকে "
  • | 183.24.110.20 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১১:০৯727676
  • মিলিশিয়াদের উল্লেখ দেখে মনে পড়লো, গতবছর একটা দল বেশ কিছুদিন ওরেগানে একটা গ্রামের মধ্যে জঙ্গলে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করেছিলো। এনপিআর খবরটা খুব গুরুত্ত্ব দিয়ে প্রচারও করছিলো। আমি ভাটে লিখেওছিলাম একদিন। যথারীতি রাষ্ট্রশক্তি বেশ বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাপারটার মোকাবিলা করে। শেষ পর্যন্ত নেতাগোছের কটি লোক গ্রেপ্তার হন, এবং বাকিরা চলে যায়,বা আত্মসমর্পণ করে। এফবিআই প্রায় সকলের বিরুদ্ধে মামলা ঠুকেছে। কিছু এখনো চলছে। যদিও কোর্টের রায়ে এরা অপরাধী নন।

    হ্যাঁ, সাধারণ জনতা এদের বিরুদ্ধে ঃ)

    এই যে, অনেকগুলো রিপোর্টিং এখানে শোনা যাবে।
    http://www.npr.org/tags/461820326/malheur-national-wildlife-refuge
  • একক | 53.224.129.54 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৫২727677
  • ওরিগন মিলিশিয়ার ঘটনাটা জানি । বাবা -ছেলে দুজন এই দুবার স্ট্যান্ডফ করেছে সেই পুরোনো রাঞ্চের অধিকার , ওয়াটার এসব নিয়ে । ক্লিভেজ আর রায়ান বান্ডি । রায়ান বান্ডি যদ্দুর জানি এখনো জেলে ফেডারেল প্রপার্টি এটাক করার দায়ে কিন্তু স্ট্যান্ডফ করার অপরাধে নয় । এবং সেখান থেকে চেঁচাচ্ছে কেন তাকে ফেসবুক ব্যবহার করতে দেওয়া হয়না । কেন প্রিসনের ভেতর গান রাইটস নেই :):) এদের দাবিদাওয়া শুনলে আমাদের হাসি পাবে কিন্তু এরা ফ্রিডম ব্যাপারটা এভাবেই দেখে । বান্ডির দলের লোকজন ফেসবুকের হোয়াইট গ্রূপগুলোতে নিয়মিত লম্ফঝম্প করে ।

    আর মিলিশিয়া কন্ট্রোলের ক্ষেত্রে এফবিআই প্রথমদিকে বুধ্ধিমত্তা দেখায়নি ।১৯৯২ তে রুবি রেজ স্ট্যান্ডফ এবং ৯৫ এ ওকাওয়া স্ট্যান্ডফ এর সময় এফবিআই শক্তি প্রয়োগ করতে গিয়ে হাত পুড়িয়েছিল । কাজেই এখন তারা ঠান্ডা মাথায় সামলে চলে । আর ম যেটা বললেন , কোর্টের রায়ে এনারা অপরাধী নন । আমেরিকার রাজনীতি ও "রাইট টু সিসিড " নিয়ে বিভক্ত । আমাদের দেশে বসে আমরা এসব ভাবতেই পারিনা যেখানে জাতীয় সংগীত এ না দঁড়ালে পুলিশে ধরে , কিন্তু আমেরিকান সংবিধানে রাষ্ট্রের টিরানীর বিরুদ্ধে কোনো একটি অঞ্চল নিজের লোকজন নিয়ে নিজের আইন প্রণয়ন করে আলাদা হওয়ার দাবি করতে পারে ।

    সাধারণ মানুষ এদের "সমর্থন " করে কিনা সেটা একটু গোলমেলে ব্যাপার , সাদারণ মানুষ অবসসই বন্দুক নিয়ে বিদ্রোহ ঘোষণাকে সাপোর্ট করেনা , কিন্তু খেয়াল করুন ওকলাহোমা সিটি বম্বিং এর পর সরকারের প্রতি জনতার সাপোর্ট ৭০% থেকে ৪০% এ নেবে এসেছিলো । এই বম্বিং করে টিমোথি ম্যাকভে , এবং টিমোথির পয়েন্ট ছিল প্রিভিয়াস স্ট্যান্ডফ গুলোর ক্ষেত্রে এফবিআই ও ফেডারেল গভট এর অতিরিক্ত শক্তিপ্রয়োগ করে থামানোর চেষ্টার প্রতিবাদ করা । অতএব , ফেডারেল গভট বুঝে গ্যাছে যে সাধারণ মানুষ সবাই রাস্তায় মারপিট করতে না নাবলেও , স্ট্যান্ডফ এর পেছনে যে অসন্তোষ সেটাকে একটা ভ্যালিড কারণ বলে অনেকে মনে করে । কাজেই সেখানে পাল্টা গুলি গোলা চালালে চাপ আছে ।

    --------------------

    এতো গেলো মিলিশিয়া এবং স্ট্যান্ডফ এর পার্ট , এরপর আরেকটা পার্ট যেটা শুরু হয়েছিল খুব ন্যায্য দাবি নিয়েই কিন্তু ক্রমশ এমন একটা আবহাওয়া তৈরী করছেঃ যাতে প্যারানোইয়া কোমর বদলে বাড়ছে । ডিটেইল এ লিখছি পরে সময় পেলে । তা হলো ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট।

    নীচের ভিডিওটা ফেসবুকের কমিউনিটিতে ছড়াচ্ছে । এক টিচার বাচ্চাদের বোঝাচ্ছেন রেসিজম -ক্যাপিটালিস্ম - মিসজিনি সব কিছুর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে । মানুষ মারতে । এর তলায় পর পর কমেন্ট পড়ছে হওয়াইট দের যে ঠিক এই কারণেই তারা গান রাইট ছাড়বেনা কারণ ব্ল্যাকরা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে । হতে পারে এটা বিচ্ছিন্ন ঘটনা । হতে পারে ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট এ লোকজন এরকম না । কিন্তু তারপরেও এরকম স্ফুলিঙ্গ থেকে আগুন লাগতে কতক্ষণ ? আর হ্যা , ওদেশে টিনদের হাতেও বন্দুক থাকে । জন্মদিনে গাড়ি উপহারের পরের ধাপই গান । এটলিস্ট গ্লক তো কমন ।

  • Ekak | 53.224.129.54 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:০৩727678
  • আমেরিকান মিলিশিয়া কে বুঝতে ....এরকমভাবে ভাবলে হয়তো সুবিধে হবে , ভাবুন হরিয়ানা থেকে ঝাড়খন্ড বিস্ত্রির এলাকার বড় চাষিদের অধিনাকর আছে অস্ত্র রাখার এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দাবি তোলার । এবার দেশ যখন গঠন হচ্ছে সবাই ভাবছে এতো অসাধারণ ব্যাপার !! এরকম চূড়ান্ত রাইটস দিয়ে রাখলে আর মাওয়াবাদের দরকার কি !! মানুষ নিজের অধিকার নিজেই বুঝে নেবে ।

    এবার দেশ যখন আরও এগোচ্ছে এবং ইন্ডাস্ট্রির বিকাশ হচ্ছে , পাইপলাইন বসছে , জঙ্গল কাটা পড়ছে , খনি তে পর্যন্ত্য অটোমেশন হচ্ছে .....তখন এই সমস্ত বড় চাষিরা তাদের পবিত্র রাইটস রক্ষা করে অস্ত্র হাতে তুলে নিলো কারণ তাদের ন্যাচারাল রাইটস ক্ষুন্ন হয়েছে :):):) ব্যাস .....চূড়ান্ত সংঘাত !! খুব বাঁচা বেঁচে গ্যাছেন যে আমাদের দেশে রাজনৈতিক দর্শন বলতে হায়েস্ট দৌড় কার্ল মার্ক্স্ আর এঙ্গেলস যাঁরা নিজেরাই ভূমিপুত্রের অধিকার মানতেন না আর এঙ্গেলস এর চাষী বিরোধী অবস্থান তো সর্বজনবিদিত ।

    পরিবর্তে , আমেরিকার মতো কান্ট স্মিথ আর লক দিয়ে শুরু হলে এদ্দিনে দেশে উদুম মারপিট লেগে যেত আর কোনোভাবেই সেটা সামলানো যেতোনা ...স্বাধীনতা উত্তর ভারতবর্ষ আবার টুকরো টুকরো হয়ে ভেঙে যেত !!
  • dc | 132.174.110.60 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:১০727679
  • এঃ একক দেখছি আমাদের ক্যাপিটালিস্টদের সিক্রেটগুলো ফাঁস করে দিচ্ছে!
  • de | 69.185.236.52 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:২৩727680
  • খুব ভালো পয়েন্টগুলো অ্যাড্রেস করা হচ্চে -
  • SS | 160.148.14.3 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:২০727682
  • এককের আমেরিকান ওয়াইল্ড ওয়েস্টের বর্ণনা পড়ে লালমোহনবাবুর কথা মনে পড়ছে, রাজস্থানমে ডাকু হ্যায়। অত কিছু ট্যিরানি এখনো হয় নি। হ্যাঁ, মিলিশিয়া আছে, তাদের বন্দুক ইত্যাদিও আছে, কিন্তু তারা কিছু চূড়ান্ত সংঘাত করছে না। আর এই পোস্ট-ট্রুথ আর অল্টার্নেটিভ ফ্যাক্টের (ট্রাম্পের অ্যাডভাইসার কেলিঅ্যান কনওয়ে এই ফ্রেজটা কয়েন করেছেন) যুগে নিউজ, ভিডিও মানে যা কিছু অনলাইন সবই একটু নুন মিশিয়ে নেবেন। হয়ত দেখা গেল ব্ল্যাক লাইভ ম্যাটার্স এর ভিডিওটা কেউ ম্যাসিডোনিয়াতে বসে তৈরি করেছে, বদলে মোটা টাকা পেয়েছে। আমি এনপিআরে এই রকম একজনের ইন্টার্ভিউ শুনেছিলাম, সে ফেক নিউজ তৈরি করে ফেসবুকে পোস্ট করত।
    আর গান কন্ট্রোলটা উইশফুল থিংকিং। এখন যা অবস্থা, সংবিধান সংশোধন না করে পার্শিয়াল গান কন্ট্রোলও করা যাবে না। ২০০৮ এ হেলার ভার্সেস ডিসি মামলায় সুপ্রীম কোর্ট সেকেন্ড অ্যামেন্ডমেন্টের ব্যাখ্যা করেছিল এই ভাবে, যে প্রত্যেকের ফায়ার আর্ম রাখার রাইট আছে। এই ডিসিশনকে ওভার্টার্ন করতে গেলে সুপ্রীম কোর্টের জস্টিস চেঞ্জ করতে হবে, যেটা কিনা ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট ছাড়া হবে না। আজ যদি কোনো আইন পাশ হয় গান কন্ট্রোল করে, সংগে সংগে কেউ সেটা আনকনস্টিটিউশনাল বলে কেসে করবে, সেটা সুপ্রীম কোর্টে যাবে, ৫-৪ কনসার্ভেটিভ মেজরিটি সেটা বাতিল করে দেবে। তাই গান কন্ট্রোল দূর অস্ত।
  • aka | 79.73.9.37 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৩৬727683
  • ট্রাম্প গান কন্ট্রোল করবে এমন ভাবার কারণটা কি হল এককের?
  • Ekak | 53.224.129.54 | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:২৬727684
  • ওটা আমি জাস্ট একটা স্পেসের কথা বলেছি । করবেই এমন না । ব্যাপার এই যে , গান কন্ট্রোল করতে গেলে প্রথমে দরকার হেভি গান ইউসেজ যে কমিউনিটি তে আছে আউট অফ প্যারানোইয়া ( আমাদের সব কিছু অন্যেরা কেড়ে নেবে) , তাদের আস্থা অর্জন করা যে , দেখো কেড়ে নেওয়ার ভয় আর নেই । সেটা করতে পারলে গান কন্ট্রোল এর দিকে এগোনো যায় । সেটা না পারলে গান কন্ট্রোল জাস্ট অসম্ভব । দেশে বিদ্রোহ লেগে যাবে । এবার ট্রাম্প গান কন্ট্রোল করবে কিনা সে আমি কীকরে বলবো । করার মতো স্পেস ক্রিকেট হবে এটুকু বলতে পারি । বর্তমানে যেটা একেবারেই নেই ।
  • Du | 57.184.35.153 | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:২২727686
  • কিন্তু ইসলাম আর আমেরিকানদের ক্ষেত্রে কট্তরপ্ন্থীদের ঠান্ডা করার দুরকম দাওয়াই কেন হল সেইটা বুঝলাম না ঃ))

    এবারে যেটা বলার ছিল -- এন পি আরেই শুনলাম ইরানে গে হলে তাকে কোতল করা হয়। এরকমই একজন সর্বস্ব বিক্রী করে আমেরিকা চলে আসছিল এই অতি বুদ্ধিমান নির্দেশিকার ফাঁদে পড়ে তুর্কী তে আটকে আছে। তো এই গল্পে প্রথম ভিলেন তো ইরানী আইন -- তা নাহলে তাকে দেশ ছাড়তে হয় না -আর যে যাই বলুক দেশ ছেড়ে সুখী হয় না কেউ। এই আইনটা খারাপ এবং সেটা বলার জন এটা শরিয়তী না কি আইন তা দিয়ে কি এসে যায়? আইনটা খারাপ এটাই তো বক্তব্য।
  • sinfaut | 52.106.18.189 | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:০৭727687
  • একক এর ফরেন পলিসি ব্যাখ্যা অনেকটা ডিমনিটাইজেশন এর ১০১ টি উপকারের মতন লাগছে। সব শেষে দেখা যাবে অ্যান্টার্কটিকার পেংগুইনও উপকৃত হবে।
  • | 52.110.174.59 | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৪৪727688
  • আর্কটিকের পেঙ্গুইন হলে আরো জমত।
  • Ekak | 53.224.129.54 | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৫৫727690
  • "কিন্তু ইসলাম আর আমেরিকানদের ক্ষেত্রে কট্তরপ্ন্থীদের ঠান্ডা করার দুরকম দাওয়াই কেন হল সেইটা বুঝলাম না ঃ))"

    কিছু মোনে কোর্বেন ন ঃ) নিজের দেশের লোক আর বাইরের দেশের লোকের পর্থোক্যো না বুঝতে গেলে স্পেশল ওর্দার দেওঅ লিবেরাল ব্রয়ন্দের চোশ্ম পোর্তে হোয় । ওতা খুলে ফেল্লেই বোঝ জাবে ঃ)ঃ)
  • সিকি | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:০৯727691
  • রূপকথা মনে হয়। এমনটি ভারতে হবার কথা স্বপ্নেও ভাবা যায় না। এ দেশে সবই চলতা হ্যায়।
  • Ekak | 53.224.129.54 | ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:১৩727693
  • তা ঠিক । আমেরিকাতে পার্সিভ্ড সেন্স অফ লিবার্টি অনেক অনেক বেশি । জাস্ট আনপ্যারালাল । লিবার্টি কত বেশি জানিনা ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন