এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • My tryst উইথ ক্যাস্ট্রো

    Debalina Sengupta লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২৮ নভেম্বর ২০১৬ | ৮৫৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Debalina Sengupta | ২৮ নভেম্বর ২০১৬ ১৩:০৭727840
  • ক্যাস্ট্রো কে চিনলাম কলেজ এর থার্ড ইয়ার এ। না , প্রথম নাম শুনেছিলাম অনেক আগেই। ছোটবেলা থেকে জেনে এসেছি, আমরা কমিউনিস্ট। মানে আমার ঠাকুরদা কমিউনিস্ট পার্টি আপিস এ শতরঞ্চি পাত্তেন আর গুটোতেন। কোনো এক পুর্বমহিলা তেভাগা আন্দোলন এর হোতা ছিলেন। পাশের বাড়ি তে মামাদাদু প্রত্যেক রোববার প্রশান্ত শুর এর পার্টি মিটিং এ চা বিসকুট সাপ্লাই করতেন। মার্কস লেনিন স্তালিন মাও এর সাথে সাথে চে ক্যাস্ট্রো শ্যাভেজ সবার নাম এর একাকার অবস্থা। wow they are the leaders of the modern world ! socialism এর big boss ! অগ্রগতির প্রতীক। ইউনিভার্সাল ফুড শেল্টার এন্ড এডুকেশন প্রোভাইডার।

    স্বভাবতই এ হেনো আমেরিকা বিরোধী ক্যাপিটালিজম বিরোধী সাম্যবাদ এর প্রতীকী মানুষ এর প্রেমে পরাটাই স্বাভাবিক। প্রেম এ পড়ার মূল কারণ কিন্তু প্রান্তিক মানুষ এর প্রতি ভালোবাসা শেয়ার করার মানসিকতাই ছিল। লোকটা কত ভাবে তার দেশ নিয়ে, তার মানুষ নিয়ে, তাদের দুঃখ নিয়ে, কষ্ট কমায়। ভালো লেগেছিলো ঠোঁট এর কোণে চুরুট, revolution এর গল্পের নায়ক আর আমেরিকার প্রতি নো-ননসেন্স attitude । সো ফার সো গুড।

    কলকাতার ভোট এ একবার ভোট দিয়েছিলাম। ওই একবারই ভারতবর্ষের কোনো ভোট মেকানিসম এ পার্টিসিপেট করেছিলাম। কাস্তে হাতুড়ি তারা ছাড়া অন্য কোনো ছাপ তখন চিনতাম ও না। অতো ভাবনাচিন্তার কি আছে? আমাদের তো সাম্যবাদ এর পক্ষেই ভোট দিতে হবে। সেটাই তো অবভিয়াস , সেটাই তো ওয়ান্টেড? তাই নয় কি? we স্ট্যান্ড united এগেইনস্ট the united states of america, the biggest suckers of humans around the world. yuck to the reagan, bush এন্ড carter ! war mongers এন্ড oil thieves rot in hell !

    কলেজ এ ঢুকে ধাক্কা খাওয়া শুরু হলো। মানুষ কে সত্যিই ভালোবাসতাম। ভাবতাম ইঞ্জিনিয়ারিং পড়লেই কত মানুষ কে উপকার করতে পারবো। প্রথম বছর এর শেষে FETSU election . এজেন্ডা কি জানতাম না কিন্তু কাকে ভোট দেব সেটা বলে দেয়া হলো কলেজ এর সিনিয়রদের থেকে। ৩০ পয়সা থেকে ২৫ পয়সা তে যেই দল লাইব্রেরি ফাইন আটকাতে পেরেছে, তাদেরকেই ভোট দেয়া উচিত। প্রশ্ন জাগলো, কেন? কারণ অনেক প্রান্তিক মানুষ পড়তে এসে বই কিনতে পারেনা, তাই ওই ফাইন বাড়ালে তারা লাইব্রেরি বইটাও পড়তে পারবে না। একটা সিগারেট এর দাম তখন ৫০ পয়সা। বই ফেরত করলে তো ফাইনটাও দিতে হবেনা! তাহলে? না, ফাইন তো হবেই, মানুষ মাত্রেই ভুল করে, করাটা absolutely fine. Normal. Natural.

    কিন্তু, কিন্তু পরের জন, যার ওই বই এর প্রয়োজন? যে নিজে একজন প্রান্তিক মানুষ? কষ্ট করে মাসের Rs. ২০ ফিস জোগাড় করছে টিউশন পরিয়ে? তার বই তা লাগলে? লাইব্রেরি তো আর সব্বাই কে বই এর যোগান দিচ্ছে না! তার ব্যাপারে কিছু করার নেই, ফাইন দিয়ে পড়াটাই নিয়ম। আচ্ছা তাহলে। নিয়ম।

    এডুকেশন সিস্টেমটাই নাকি গোল্লায় গেছে, আমাদের সংগ্রাম করতে হবে এডুকেশন সিস্টেমটা কে oppose করে। বাহ্, একটা ভালো এজেন্ডা পাওয়া গ্যালো এদ্দিনে। এই তো চে ক্যাস্ট্রোর ড্রিম নেশন এর দিকে আমাদের লড়াই এগোলো। এর মধ্যে শুনলাম কোন এক দাদা কে নাকি বাইপাস এর ধার এ কেলিয়ে লাল রক্ত আর নীল কালশিটে মেরে ফেলে গেছে। ওরে বাবা! opposition এর এই পরিণীতি? এটাই তাহলে রাজনীতি। তবে রাজা তো CP(I)M , communist , socialist ! তবে? তারা তো আমাদেরই দলের লোক ! নাহ ! হিসেবে কিছু একটা গন্ডগোল আছে। মাস এন্ড এনার্জি ব্যালান্স এ গরমিল।

    সামনে ছিল summer এর আগে সেমেস্টার পরীক্ষা। শুনলাম, professors ইউনিয়ন স্ট্রাইক করেছেন। ক্যারম এর গুটির মতো আমাদের পরিক্কা এই দিক ঐদিক করলো। বাবার কাছে শুনেছিলাম তাদের কলেজ এর শেষের দিকেও নাকি এমনটাই হয়েছিল, বিপ্লব এর জন্য নাকি একবছর পিছিয়ে যায় ফাইনাল পরীক্ষা। হয় হয় এমনটাও হয়। হয়তো এমনটাই হয়? চিলিতে কেমন হয়? উঁহু ওটা চিলি নয় বোকা, চিলে চিলে !

    ক্যাস্ট্রো কিন্তু তখনো স্বপ্নে revolution কোচ্চে। ওরে তোরা পড়াশোনা জলাঞ্জলি দিয়ে একটু বন্দুক নিয়ে হারেরেরেরে করনা ! জ্যোতি বসু ক্যাস্ট্রো ১৫ মিনিট এর মিটিংটা ভুলে গেলি নাকি ১৭ সেপ্টেম্বর ১৯৭৩? কত্ত বার খাইয়ে গ্যালো লোকটা! কি সুন্দর স্প্যানিশ এ "হোলা" ফোলা বলেই গ্যালো ! বার খা বার খা ! বার খেকোর দল !

    আমি রাজনীতি বুঝিনা, কিন্তু ওই প্রান্তিক মানুষ এর সম্ভার দেখলাম আমার বন্ধুত্বে। একজন এর সাথে বেশ ভাব ভালোবাসাও হলো। ঝীল এর ধারে ক্যাস্ট্রোর স্বপ্ন দেখতাম দুজনে মিলে। ক্যাস্ট্রো ঠিক না, ক্যাস্ট্রোর স্বপ্ন কে বাস্তব করার স্বপ্ন। সোশালিজম এর স্বপ্ন , সবার জন্য মাথার ওপরে ছাদ , পেটে ভাত আর ইউনিভার্সাল healthcare . not too much to ask for, eh? 'আমরা' তো 'ওদের' জন্য ইটা করতেই পারি? এই প্রশ্ন সেই আমাকে করেছিল। খটকা লেগেছিলো তখনি। সোশালিজম এ তো আমরা ওরা বলেই কিছু হয়না সোনা। সেখানে তো সবই আমাদের, আমরাই তো আমাদের গান গাইবো, ফসল ফলাবো, কারখানায় ভোঁ বাজাবো, বিকেলে ছেলে মেয়ে কে নিয়ে মাঠে খেলবো আর রাত্তিরে শান্তি তে স্বপ্ন দেখবো। তবে? তবে ওরা কারা ? ও বললো , আমি ক্যাস্ট্রো , ওরা প্রজা ! প্রজারা ভাবতে পারেনা, তাই তাদের ক্যাস্ট্রো কে লাগে, ওদের হয়ে ভেবে দিতে। আমি বললাম, তবে আমি যীশু , ওরা ভুল করলে আমি ভাঁড় বহন করবো। তুমি এসো। প্রয়োজন নেই এই ক্যাস্ত্রে।

    ও বললো , ওমা, তোকে তো পরের ভোটে দাঁড়াতে হবে! what do you mean? তুই তো other side থেকে এসেছিস, তুই আমাদের পাশে থাকলেই হবে, আমরা overcome করতে পারবো। ভুলে গেলি নাকি Baez এর "we shall overcome"? না ভুলিনি। কোনোদিনই ভুলিনি সোনা। কিন্তু তুই ভুলে গেছিস। স্বপ্ন দেখার আগেই ভুলে গেছিস স্বপ্নটা কি। ইউ আর নট ক্যাস্ট্রো। ইউ আর এ স্টুডেন্ট ইন এ গভর্নমেন্ট কলেজ টু স্টাডি ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভ ইওর স্টেট। তাই যেদিন রাত্তির বারোটায় আমাকে ফোন করে বল্লি "কালকে পরীক্ষায় একটু বেরিয়ে এসে আমাকে কোশ্চেন এর উত্তর গুলো বলে দিবি? পাস করতে পারবো না তাইলে !" To hell with your ক্যাস্ট্রো এন্ড ইওর রাজনীতি। আই এম বেটার অফ উইথ মাই লাভ ফর মাই পিপল এন্ড মাই ড্রিমস।

    My life does not depend on idolizing those and living life in the terms of those who have no empathy for my people. If you truly want to serve, and love thy people, you will not believe in Castro. You will believe in yourself, your core heart, and do good. No fucking Castro ever did anything for your kind, and none ever will.
  • h | 213.132.214.85 | ২৮ নভেম্বর ২০১৬ ১৩:৪৪727851
  • রাগ টা মূলতঃ কার উপরে সেটা ক্লিয়ার না, এমনিতে তো একেবারে দারুন দুর্দান্ত লেখা।
  • উফ | 47.196.205.115 | ২৮ নভেম্বর ২০১৬ ১৩:৪৮727862
  • আগে দুলাইন শুদ্ধ বাংলা লিখতে শিখে তারপর এইসব বালছাল বকলে ভালো হত না? দুনিয়ার লোকের ভুল ধরার আগে অন্ততঃ এটুকু পরিশ্রম করাটা কি নিতান্তই অসম্ভব?
  • h | 52.110.129.95 | ২৮ নভেম্বর ২০১৬ ১৪:১৯727873
  • গালাগালটা কি না দিলেই হয়না?
  • pi | 24.139.209.3 | ২৮ নভেম্বর ২০১৬ ১৪:৩২727881
  • মতামতের বেশিরভাগ অংশের সাথে একমত নই , যদিও সৎ লেখা মনে হয়েছে। সাথে বেশ কিছুটা কনফিউসডও । কিন্তু সেরকম অশুদ্ধ বাংলা লেখা হয়েছে বলে তো মনে হয়নি। কোনগুলো অশুদ্ধ একটু বুঝিয়ে দেবেন ? বা লেখার মাঝেমাঝে কিছু টুকটাক বানান বা লেখার মাঝে বা ইংলিশ শব্দ রোমান হরফে লেখার কথা বলছেন না নিশ্চয়।
  • 0 | ২৮ নভেম্বর ২০১৬ ১৯:৩৭727882
  • প্রচুর রাগ-বিরক্তি নিয়ে লিখেছেন মনে হচ্ছে।
  • Debalina | 60.24.91.146 | ২৮ নভেম্বর ২০১৬ ২০:১৩727883
  • বাংলা আমার মাতৃভাষা হলেও স্বচ্ছন্দ নোই। না লেখায়, না বলায়। ফোকাস অংকের দিকে থাকে , সুতরাং পলিটিক্স এর কোচকোচনিও বুঝি না। কিন্তু বক্তব্য জানাতে পারলেই তো হলো।
  • Debalina | 60.24.91.146 | ২৮ নভেম্বর ২০১৬ ২০:১৬727884
  • আর "আপনার জন" সবাই। কোনো ভেদ নেই।
  • h | 213.132.214.84 | ২৮ নভেম্বর ২০১৬ ২০:২৪727885
  • তাহলে আর সমস্যা নাই, ওয়েল ডানঃ-))) মেন কথাটা বোধ হয় রাজনীতি ভালো লাগে না, তো লাগে না কি আর করা যাবে, লাগতে যে হবেই তাও না। ঐ বেটা 'তুই' কিসু বোঝে নি, ওর উপরেই মেন রাগ ঃ-)))) এখানে কাস্ত্রো বেচারির তেমন কোনো ভূমিকা বোধহয় নাই, উনি রাজনীতি করলেও, পরীক্ষার কোশ্চেন বা আন্সার বন্ধুদের কাছ থেকে চেয়েছিলেন এরকম খবর ও নাই, তাই এই কারণে রাগ করা কঠিন, তাছাড়া এখন দ্যাখা যাচ্ছে উনি মাই পিপল এর মধ্যেই পড়ছেন। অতএব সমস্যা একেবারেই নাই।
  • h | 213.99.211.133 | ২৮ নভেম্বর ২০১৬ ২০:২৬727841
  • তদুপরি উনি(কাস্ত্রো) গভঃ কলেজের সেকেন্ড ইয়ার ও না, ঝিলের ধারে বসে ছিলেন, তবে অ্যাবাউট ৭০ বছর আগে, অতএব বর্তমানে কোন অসুবিধা নাই।
  • কল্লোল | 116.216.146.122 | ২৯ নভেম্বর ২০১৬ ০৭:২৮727842
  • সৎ লেখা। কি করে বুঝলাম? আমি তো লেখককে চিনি না। উফ-এর গালাগালিটাই চিনিয়ে দিলো। যদিও লেখাটার সাথে ফিদেলের ভাবে সেকুনো সম্পোক্কো নাই। ওটা ফিদেলের বদলে চে বা হো চি মিন বা রোজা লাস্কেমবার্গ কি ফুচিকও হতে পারতো।
    তবে ঐ যে ক্ষোভটা কোথায় বোঝা গেলো না।
    দেবলীনা - একটাই অনুরোধ স্বপ্ন দেখা ছাড়বেন না। ওটা কারুর বাপের সম্পত্তি নয়।
  • কল্লোল | 116.216.146.122 | ২৯ নভেম্বর ২০১৬ ০৭:৩০727843
  • *যদিও লেখাটার সাথে ফিদেলের সেভাবে কুনো সম্পোক্কো নাই।
  • Atoz | 161.141.85.8 | ২৯ নভেম্বর ২০১৬ ০৭:৩১727844
  • ঝীল শুনে মনে আনন্দ হল। বেশ বড়সড় ঝিল কে হয়তো ঝীল বলে।
    ঃ-)
  • 22/7 | 24.100.142.23 | ২৯ নভেম্বর ২০১৬ ০৮:৪৭727845
  • Asif in ফব

    সারাদিন ফিদেল ক্যাস্ট্রোর পক্ষে জ্বালাময়ী বৈপ্লবিক স্ট্যাটাস লিখিবার পরে, মার্কিন সাম্রাজ্যবাদকে তুলোধোনা করিবার পরে, ইউরোপীয় ইউনিয়নকে দাঁত ভাঙ্গা জবাব দেয়ার পরে ছবির হাটের মহান বিপ্লবী মার্ক্সবাদী আক্কাস মিয়া ক্লান্ত হইয়া ঘুমাইতে গেলেন। ঘুমাইবার সাথে সাথেই, হতবাক হইয়া দেখিলো, তিনি একটি ডিঙ্গি নৌকায় বসিয়া আছেন, তাও নর্থ আটলান্টিক সমুদ্রে! যেখানে বাম দিকে বৈঠা চালাইলেই সোনার কিউবা, আর ডান দিকে চালাইলে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র। তাহার হাতেও একটি বৈঠা।

    আকাশ হইতে খোদাতালা কহিলেন, ওহে আক্কাস মিয়া, এবারে বাছিয়া লও। বামে যাইবা নাকি ডানে? কোন দিকে বৈঠা মারিবা?

    আক্কাস মিয়া কোনরকম সময় নষ্ট না করিয়া, যেন আগে থেকেই সিদ্ধান্ত নেয়া রহিয়াছে, বিপ্লব দীর্ঘজীবী হোক, মার্কিন সাম্রাজ্যবাদ নিপায় যাক, এক ক্যাস্ট্রো লোকান্তরে লক্ষ ক্যাস্ট্রো ঘরে ঘরে বলিয়া, হুংকার দিয়া, ডানদিক উদ্দেশ্য করিয়া বৈঠা মারা শুরু করিলেন।
  • debalina | 175.91.227.170 | ০১ ডিসেম্বর ২০১৬ ০২:৩৯727846
  • কল্লোল, স্বপ্ন দেখা ছাড়িনি। লেখাটার মূল বক্তব্য, স্বপ্ন দেখতে ফিদেল লাগেনা, ফিদেল হতে স্বপ্ন লাগেনা । ফিদেল যার স্বপ্ন দেখেছিলো, সেই স্বপ্নটা ভালোবাসলেই হয়।
  • উরিস্সালা | 95.229.73.124 | ০১ ডিসেম্বর ২০১৬ ০৩:৫২727847
  • যা তা, যা তা।

    একটা কচি ফ্যাক্ট চেক। যাদবপুরে সিনিয়ার দাদারা অমুককে ভোট দিতে বলেছিল। বাধ্য করেছিল কি? ভোটতো যদ্দূর জানি গোপন ব্যালটে হয়।
  • কিক্কড় সিং | 127.194.230.230 | ০১ ডিসেম্বর ২০১৬ ০৬:২৮727848
  • বলছিলাম কী - ক্যাস্ট্রো শুনতে ( এবং দেখতে) কেমন অসইব্য মতন লাগছে। "কাস্ত্রো" করা যায় না?
  • pi | 233.176.82.202 | ০১ ডিসেম্বর ২০১৬ ০৭:৫১727849
  • তা, দেবলীনা সাম্যের স্বপ্ন কীকরে সফল করছে, সেটাও একটু লিখুক।

    আর স্বপ্ন দেখতে ফিদেল হতে হবে বা ফিদেলকেই লাগবে, একথাটা কে বলে গেছেন ? ফিদেল তো বলেননি জানি। অবশ্য স্বপ্লে বলে গেছেন কিনা জানিনা।
  • কল্লোল | 116.206.140.21 | ০১ ডিসেম্বর ২০১৬ ০৮:১৩727850
  • দেবলীনা। আমার মতো অনেকেই, যারা ৬০এর দশকে বেড়ে উঠেছে, তারা স্বপ্ন দেখেছে সব কিছুকে জড়িয়েই। ভ্যানত্রয়, চে, ফিদেল, মাও, হো চি মিন, খাদ্য আন্দোলন, জমি দখল, নক্সালবাড়ি। আমাদের স্বপ্ন ছিলো, স্বপ্নভঙ্গও।
    তা বলে স্বপ্ন দেখার কোন ধরাবাঁধা ছক তো হয় না। আপনারা আপনাদের মতো করে স্বপ্ন দেখেছেন, স্বপ্নহঙ্গও দেখেছেন।

    কিন্তু স্বপ্ন দেখা শেষ হয় না। পুরানো স্বপ্ন ভাঙ্গে, নতুন স্বপ্ন উঠে আসে।
  • ranjan roy | 24.97.240.153 | ০১ ডিসেম্বর ২০১৬ ০৮:৫১727852
  • দেবলীনার লেখাটিতে ফুটে ওঠা রাগ বা অস্বীকার আমায় পিতৃতন্ত্রের কথাই মনে করাচ্ছে।
    বাবা-কাকারা সবাই অনুগত সিপিএম ( চা-বিস্কুট সাপ্লাই করা)।
    কলেজে ইউনিয়নের দাদারা বলে দেয় কী করিতে হইবে।
    ঝিলের ধারে পুরুষ বন্ধুটি।
    ফিডেল ধীরে ধীরে লেখাটিতে সমস্ত অথরিটি বা পুরুষ কর্তৃত্বের প্রতীক হয়ে যান। আদর্শ পুরুষ, নির্ভরযোগ্য।যিনি সব কিছুই জানেন। পরের প্রজন্মের চলার পথের রোডম্যাপ ঠিক করে দেন।
    লেখাটি এইসব অথরিটির/কন্ট্রোলারের বিরুদ্ধে এক তীব্র 'না'।

    দেবলীনা কোন প্রথাগত সাম্যের স্বপ্ন দেখার কথা বলেছেন বলে মনে হল না। তবে একটা 'সর্বে সুখিনা ভবন্তুঃ, সর্বে সন্তু নিরাময়াঃ' গোছের আকুতির আভাস পেলাম।
  • হজম হল না | 90.254.154.105 | ০১ ডিসেম্বর ২০১৬ ২৩:৪৬727853
  • লেখাটা অথরিটির বিরুদ্ধে তীব্র 'না'!!! (চোখ গোলগোল স্মাইলি)

    রঞ্জনবাবুর ইমাজিনেশনের লেভেল আছে কিন্তু। ঃ-)

    আমার তো এই হোলিয়ার দ্যান দাও লেখাপত্র অত্যন্ত অসৎ লাগে আজকাল।

    সিপিএমের অফিসে চাবিস্কুট দিয়ে বাবা-কাকা, কলেজের কোনো ক্যান্ডিডেটের হয়ে ক্যাম্পেন করে সিনিয়ার দাদারা, বা পরীক্ষায় সাহায্য চেয়ে বা ভোটে দাঁড়ানোর প্রস্তাব দিয়ে পুরুষ বন্ধু কী অপরাধ করেছে - সেটা কেউ বুঝিয়ে দিলে আজীবন কৃতজ্ঞ থাকব।

    আর তথ্য হিসেবে বলা যাক, যাদবপুরের লাইব্রেরী ফাইনের বিরুদ্ধে আন্দোলনে এখানে যেগুলো বলা হয়েছে - সেগুলো কোনোটাই যুক্তি ছিলো না। নিজেকে হোলিয়ার সাজাতে কতকগুলো ভুলভাল যুক্তি বানিয়ে প্রতিপক্ষে বসানো হয়েছে। যারা লাইব্রেরী ফাইন বাড়ানোর বিরুদ্ধে ছিল, তাদের বক্তব্য ছিল এটা শিক্ষার পণ্যায়ন, বা 'পয়সা যার, লাইব্রেরীর বই তুলে রেখে দেওয়ার অধিকার তার' - এই নীতিকে লাগু করছে। কত পয়সা বাড়ল - সেটা বড় কথা নয়। তাই তাদের স্লোগান ছিল 'লাইব্রেরীতে ফাইন নয়, বই বাড়াও'। উল্টোদিকে যারা ছিল, তাদের যুক্তি ছিল যাদবপুরের ছেলেমেয়েরা এমনিতেই প্রচুর টাকা হাতখরচ করে, কাজেই এই তুচ্ছ এমাউন্ট ফাইন দিতে তাদের অসুবিধে হওয়ার কোনো কারণই নেই। সব জিনিসপত্রের দাম বেড়েছে, কাজেই ফাইন বাড়বে - এটা খুবই স্বাভাবিক। এই তুচ্ছ এমাউন্ট নিয়ে এই আন্দোলন আসলে কিছু 'উচ্ছৃঙ্খল' ছাত্রের কার্যকলাপ।

    আর ইয়ে, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশুনো করলে পরেই কাউকে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে রাষ্ট্রের সেবা করতে হবে - এ কোথায় লেখা আছে?
  • Ekak | 53.224.129.54 | ০২ ডিসেম্বর ২০১৬ ০০:০৪727854
  • কাস্ত্রো নিয়ে বলার কিস্যু নাই । লাইব্রেরি তে ফাইন নিয়ে আছে । ফাইন বাড়ানো বা কমানো কোনোটাই কাজে দেয়না । কারন ওটা ওরকম সরলরেখা নয় , গ্রাফের একটা অংশে ফাইন বাড়ালে বড়োলোক রা ফাইন দিয়েই যথেচ্ছ বই কুক্ষিগত রাখে । আরেকটা অংশে উল্টো । সেক্ষেত্রে দুটো প্রসেস থাকে । একটা হলো একদম আকাশছোঁয়া ফাইন বাড়াও যেটা বড়োলোক দের উর্দ্ধসীমা কে ছাড়িয়ে যাবে । কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা কঠিন কারন রিকোভারি করা প্রায় অসম্ভব ।

    আরেকটা প্রসেস আমি নিজে ইমপ্লিমেন্ট করেছিলুম আমাদের এরিয়া লাইব্রেরি তে । কোনো ফাইন ই থাকবেনা । বই দিতে দেরি করলে পয়েন্ট কাটা যাবে । পরেরবার যে বই পাবে সেটা কাছে রাখার দিন কমবে । এইভাবে যদি সমস্ত পয়েন্ট তামাদি হয়ে যায় তবে রেজিস্ট্রেশন বাতিল এবং নেগেটিভ একাউন্ট । আর বই ফই পাবে না । রিডিং রুমে বসে পড়ে যাও । আবার যদ্দিন ধরে রিডিংরুমে হাজিরা দিয়ে পড়বে সেই পয়েন্ট এড হয়ে জিরো রিচ করলে নতুনরেজিস্ট্রেশন করে একাউন্ট চালু । এটা চলেছিল দিব্য । তবে হিসেব রাখতে গিয়ে নাকি লাইব্রেরিয়ানের সমস্যা হচ্ছিলো । তো তাকে সফ্টওয়ার বানিয়ে দিচ্ছি বলায় মহা কাউমাউ কল্লো । আর তারপর আমিও তো নিজের কাজে অন্যত্র । হয়তো ফাইন নীতি তাই ফায়ার গ্যাছে আবার :|
  • Ekak | 53.224.129.54 | ০২ ডিসেম্বর ২০১৬ ০০:০৫727855
  • *তেই ফায়ার গ্যাছে আবার :|
  • Ekak | 53.224.129.54 | ০২ ডিসেম্বর ২০১৬ ০০:০৬727856
  • *তাই ফিরে গ্যাছে আবার :|

    [বালের এডিটর ফিরে কে ফায়ার করে দেয় বারবার :ক্স :ক্স ]
  • Arpan | 100.207.144.151 | ০২ ডিসেম্বর ২০১৬ ০০:১৩727857
  • যত্তসব বুর্জোয়া দৃষ্টিভঙ্গী।

    যাদপ্পুরের লাইব্রেরিয়ান নাকি পয়েন্টের হিসেব রাখবে!!
  • Rit | 213.110.242.23 | ০২ ডিসেম্বর ২০১৬ ০০:৫৭727858
  • একক দা দেশের প্রধানমন্ত্রী হলে বেশ হয়।
  • aranya | 154.160.226.93 | ০২ ডিসেম্বর ২০১৬ ০১:০২727860
  • এককের পয়েন্ট সিস্টেম-টা পছন্দ হল
  • aranya | 154.160.226.93 | ০২ ডিসেম্বর ২০১৬ ০১:০২727859
  • 'কিন্তু স্বপ্ন দেখা শেষ হয় না। পুরানো স্বপ্ন ভাঙ্গে, নতুন স্বপ্ন উঠে আসে'

    - 'বন্ধু আমার, ভালোবাসার, স্বপ্ন-টাকে দেখো
    দিন বদলের স্বপ্নটাকে জাপটে ধরে রেখো'...কী যেন ছিল গানের লাইনগুলো?

    আহা, এই স্বপ্নের নেশা কাছে মাদকের চেয়েও তীব্র
  • aranya | 154.160.226.93 | ০২ ডিসেম্বর ২০১৬ ০১:০৭727861
  • * এই স্বপ্নের নেশা মাদকের চেয়েও তীব্র
  • h | 213.132.214.85 | ০২ ডিসেম্বর ২০১৬ ১২:১৪727863
  • রঞ্জনদার আকুতি টা মাইরি সেকেন্ড ইয়ার আর পেরোলো না ঃ-)))))
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন