এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নার্সারিতে ভর্তির এর জন্য যে point system চালু করা হল , সেটা কি ঠিক?

    MM
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০০৭ | ২০২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arjit | 128.240.233.197, 128.240.229.6 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ১৭:২০728879
  • কিসের পয়েন্ট? কার পয়েন্ট? কে দেবে?
  • Arpan | 212.139.209.50 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ১৭:২৩728890
  • কোথাকার নার্সারি? গ্লোব নয় তো? :-)
  • MM | 217.164.237.154, 213.42.21.81 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ১৭:৩৭728901
  • দিল্লির যে কোনো স্কূলে নার্সারিতে ভর্তি হতে গেলে ১০০ র মধ্যে অন্তত: ৬০ point পেতে হবে। point গুল ভাগ হয়েছে এই ভাবে:
    ১) স্কূলের ৩ কি:মি: র মধ্যে হলে ২০
    ২) কোনো ভাই বোন ঐ স্কূলে পড়লে ২০
    ৩) বাবা / মা পড়ে থাকলে ২০
    ৪) মেয়ে হলে ২০
    ৫) মা / বাবা post graduate degree ধারী হলে ২০
  • Arjit | 128.240.233.197, 128.240.229.6 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ১৭:৪৩728923
  • বাচ্চাদের কোনরকম পরীক্ষা না নিয়ে ভর্তি করাকে অবশ্যই সমর্থন করি। তবে এক্ষেত্রে ইস্যুটা হল একটা ট্রান্সপারেন্ট ভর্তির সিস্টেম, এবং মোটামুটি সমান মানের স্কুল সিস্টেম - যে দুটোর কোনটাই নেই। এবং এই দুটো ছাড়া পুরো ব্যাপারটা সফল হতে পারে না। তবে, আগে এই দুটো নিশ্চিত করতে যাওয়া সময়সাপেক্ষ, এবং ততদিন অবধি বাচ্চা এবং তাদের মা-বাবার ওপর অনর্থক চাপ চলতেই থাকবে - আর কোনটা আগে চাই সেই তর্কটা ডিম আর মুরগীর তর্কের মতন।

    কাজেই প্রথম পদক্ষেপ হিসেবে থাকুক - পাশাপাশি আগের দুটো জিনিস নিশ্চিত করে ফেলতে হবে - নইলে গোটা ব্যাপারটা দাঁড়াবে না - প্রোফাইলিং তৈরী হবে।

    এখন সময় নেই - সময় পেলে এখানে ইস্কুলে ভর্তির সিস্টেমটার সাথে তুলনা দেবো।

    বরং "সা'-কে ডাকুন (সা এখনো আমার ওপর খচে আছেন) - উনি স্কুল-সিস্টেমের সাথে অনেক ভালো ভাবে জড়িত। এই তুলনাটা ভালো দিতে পারবেন। আমি শুধু বাবা-মায়ের দিক থেকে বলতে পারবো।
  • J | 160.62.4.10 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ১৮:৪১728934
  • ইস্কুলে ভর্তি হওয়া জন্মগত অধিকার। শিক্ষার অধিকার।
    এবং সেটা বাড়ীর নিকটতম ইস্কুলেই হওয়া উচিৎ। মুশকিল হচ্ছে ভারতের সব শিশু যদি ইস্কুলে যেতে চায়, তত সীট নেই। তাই মারামারি, আরো পয়েন্ট আছে...
  • Arpan | 193.134.170.35 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ১৯:২১728945
  • আমি এখনো লিঙ্ক দুটো খুলে দেখিনি। দুটো ওপর ওপর মন্তব্য:

    ১) আমি যদি মাত্র ২০ পয়েন্ট পাই শুধু প্রথম বিষয়টাতে উতড়ে যাবার সুবাদে, অর্থাৎ আমি ছেলে, বাবা-মায়ের প্রথম সন্তান এবং আমার বাবা-মা জাস্ট গ্র্যাজুয়েট আর তাদের শিক্ষা-দীক্ষা সব পশ্চিমবঙ্গে হয়েছে, তা হলে আমি আমার এলাকার নার্সারিতে ভর্তি হতে পারবো না? লে হালুয়া।

    ২) অনেক পয়েন্ট নিয়েই প্রশ্ন তোলা যায়। কিন্তু ৪ নম্বরটার জাস্ট কোন যুক্তি খুঁজে পাচ্ছি না। মানে যেখানে বৈষম্য রয়েছে সেখানে অবশ্যই সাধুবাদ জানাবো। কিন্তু বাকি পয়েন্টগুলোর দিক তাকালে মনে হয় না সমাজের সেই শ্রেণীর লোকজন এখানে আসন পাবে।

    বাকিদের দু'পয়সা?
  • Arjit | 128.240.233.197, 128.240.229.6 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ১৯:৩৩728951
  • (৪) নম্বরের যুক্তি নির্ঘাত মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার - সেই একবার মেহগনী না কি একটা গাছ দেওয়া শুরু হল মনে আছে? সেই রকম।

    অর্পণের পোস্টটা দেখে মনে হচ্ছে - সত্যিই তো - এ তো একধরণের ডিসক্রিমিনেশন - আমি ছেলে, বাপমায়ের প্রথম সন্তান, আর বাপমা শুধু গ্র্যাজুয়েট, কর্মক্ষেত্র দিল্লী - তো আমি বেসিক্যালি ফ্যা ফ্যা করে রাস্তায় ঘুরে বেড়াবো!!!
  • Arjit | 128.240.233.197, 128.240.229.6 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ১৯:৩৮728952
  • সেকেণ্ড লিংকে এই কথাগুলোই রয়েছে - প্রচুর এরকম সিচুয়েশন। স্কুলগুলো দ্বিতীয় লিস্ট বের করছে - প্রথম লিস্টের কেউ ভর্তি না হলে তখন এই দ্বিতীয় লিস্ট থেকে। কিন্তু একেবারে অকারণে প্রচুর লোক এই দ্বিতীয় লিস্টে পড়ে যাবেন। কোন আকাটে এই ক্রাইটেরিয়া ঠিক করেছে? নির্ঘাৎ হাইকোর্টের কোন জজ হবে - নইলে এত বুদ্ধি আর কার...
  • J | 160.62.4.10 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ১৯:৪৫728880
  • এইসব ফালতু ইস্কুলে বাচ্চাকে ভর্তি করাবো ক্যানো? ঐসব ইস্কুলে পড়লে বাচ্চা তো অমানুষ তৈরী হবে!
  • Arjit | 128.240.233.197, 128.240.229.6 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ১৯:৪৮728881
  • একটা example পলিসি দিলাম - ঋক যে স্কুলে ভর্তি হয়েছে তার -

    1. Baptised Catholic Children resident in the designated parishes of St. Dominic?s and Holy Name with a brother or sister in the school.
    2. Baptised Catholic children in the designated parishes
    3. Baptised Catholic children living outside the designated parishes with a brother or sister already in the school
    4. Children with a brother or sister already in the school
    5. Baptised Catholic children whose home address is outside the parish and who have
    Special Educational Needs or are in the care of the Local Authority (Looked After
    Children)
    6. Baptised Catholic children whose home address is outside the parish boundaries
    7. Children who have not been baptized or received into the Catholic Church and have
    SEN or are in the care of the Local Authority
    8. Other children who do not have a brother or sister in the school


    ঋক শেষ ক্যাটেগরীতে - যেহেতু বাড়ির পাশে স্কুল, তাই চান্স পেয়েছে। নইলে কমিউনিটি স্কুলগুলোর পলিসি কতকটা এইরকম -

    1. Children with Statements of Special Educational Needs where the statement names a specific school.
    2. Children in public care (looked-after children).
    3. Where there will be an older brother or sister in attendance at the school at the date of admission.
    4. Children with a special medical condition. Any relevant medical condition must be made known at the time the application for a place is made. (A medical certificate is required if the application is to be considered on this basis and will be referred to the health authority for consideration ? we must be satisfied that there is a specific medical reason which makes attendance at a particular school essential).
    5. The measure of the straight line distance from the school to the home address of the child. Available places will be allocated to those applicants living the nearest.


    সব ক্ষেত্রেই বাড়ি থেকে দূরত্বটা ভাইটাল। কিন্তু যেহেতু সব স্কুলের মান প্রায় সমপর্যায়ের (অবশ্যই এক্সেপশন আছে) তাই এই স্কুল হল না ওই স্কুল - অতটা চিন্তার বিষয় নয়। আর আমাদের তো এক বছরের মামলা...
  • Arpan | 193.134.170.35 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ১৯:৫১728882
  • অজ্জিত,
    এইসব নার্সারিতে যারা পড়াবেন তারা মনে হয় না প্রাথমিক শিক্ষা দেবার ব্যপারে ছেলে-মেয়ের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন রাখেন। আমার বক্তব্য ছিলো সেটাই।
  • Arjit | 128.240.233.197, 128.240.229.6 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ১৯:৫৬728883
  • আরে না - এটা অনেকটা পার্লামেন্টে সীট সংরক্ষণের মতন। বা বলতে পারো এক ধরণের ইনসেনটিভ।
  • Arpan | 193.134.170.35 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ২০:০০728884
  • কেন অজ্জিত ঋকের এক বছরের মামলা কেন?
  • Arjit | 128.240.233.197, 128.240.229.6 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ২০:০৩728885
  • আবার কি? এই সেপ্টেম্বরে থীসিস জমা দেবার টার্গেট, তাপ্পর যদ্দিন দেশে একটা চাকরি খুঁজতে লাগে তদ্দিন এখানে আছি, ব্যাস্‌। অক্টোবরের মধ্যে ফিরতে পারলে ভালো - কারণ ওই সময় থেকে ওখানে ইস্কুলে ভর্তির ব্যাপার শুরু হবে - ফর্ম-টর্ম দেবে আর কি - হিসেব মতন ২০০৮-এর সেশনে ঋক ক্লাস ওয়ানে ঢুকবে...সেটা কলকাতায় হোক সেটাই ইচ্ছে।
  • J | 160.62.4.10 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ২০:০৫728886
  • যাঁরা শিক্ষকতা করেন সবাই ধোয়া তুলসীপাতা নন। "ছোটোলোকের বাচ্চারা আজকাল লেখাপড়া শিখে সব ভদ্রলোক হয়ে যাচ্ছে"- এধরণের মন্তব্য অনেক "শ্রদ্ধেয়" শিক্ষক/শিক্ষিকাকে করতে শুনেছি। ডিস্‌ক্রিমিনেশান থাকেই। কিন্তু এভাবে পয়েন্ট ধরে ধরে ইস্কুলে ভর্তি তো আইন করে কাগজে কলমে ডিস্‌ক্রিমিনেশান!
  • Arpan | 193.134.170.35 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ২০:১০728887
  • কিন্তু এক্ষেত্রে আমি বলবো ডিসক্রিমিনেশন। সমানাধিকারের কনসেপ্ট তো হাওয়া হয়ে গেলো হে!

    একটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও প্রথম লিস্টের সবাই ভর্তি হয়ে গেলে একটাই সিট বাকি আছে আমার এলাকার নার্সারিতে। এবার সেটা ভর্তি করা হবে সেকেন্ড লিস্টের র‌্যাঙ্কিং ধরে। এবার বলো সেখানে সেক্স কেন ডিটারমিন করবে কার ভাগ্যে লটারি লাগবে যদি তর্কের খাতিরে ধরে নেই বাকি সব 'যোগ্যতা' সমান?

    পার্লামেন্টের ব্যপারটা আলাদা। ওখানে কোন দলই মেয়েদের টিকিট দিতে চাইবে না, কারণ মেয়েদের ডিসিশন মেকিং র‌্যাঙ্কে প্রতিনিধিত্ব নগণ্য। অর্থাৎ ওখানে বৈষম্যের চিত্র সুবিদিত।
  • Arpan | 193.134.170.35 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ২০:১২728888
  • আরিব্বাস, বলো কি অজ্জিত। এই ম্লেচ্ছ দেশে আর মায়া বাড়াবে না? ভালো ভালো।

    ঋকের জন্য উইশ রইলো। ঐ কলকাতায় যাতে হয় তার জন্য।

  • Arjit | 128.240.233.197, 128.240.229.6 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ২০:১৩728889
  • আমি সাপোর্ট করছি না - তুলনা দিচ্ছি - মানে কিসের সাথে প্যারাল্যাল টানা যায়। সে তো মেয়ের বাপ বলে মেহগনীর চারা দেওয়াও ডিসক্রিমিনেশন - কেন রে বাপু - ছেলের বাপ কেন মেহগনীর চারা লাগাতে পারবে না? ছেলেকে পড়াতেও তো খরচা আছে। আর মেয়ের বিয়ের সময় সেই মেহগনীর চারা বড় হবে, সেটা বেচে টাকা পাবে বা কেটে খাট-পালং বানাবে - এটাতো পণপ্রথাকে অফিসিয়ালি স্বীকৃতি দেওয়া, তাই না? তাই ওটার সাথে তুলনা করলুম।
  • Arjit | 128.240.233.197, 128.240.229.6 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ২০:১৬728891
  • ধুস্‌স্‌স্‌স - নিউক্যাসল ইউনাটেড ছাড়া এখানে আছেটা কি? তাও সে খেলা কলকাতায় ইএসপিএন দেখায়, এখানে গাঁটের কড়ি না খসালে দেখা হয় না। কলকাতায় লোকজন সবাই আছে, বইমেলা আছে (হয়তো), বেনফিশ আছে, ফুচকা আছে, ঝালমুড়ি আছে, মিষ্টির দোকান আছে, কলেজস্ট্রীট আছে...
  • tan | 131.95.121.129 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ২০:১৮728892
  • আরে,মেরে ফেলতো তো! মেয়ে হবে জানলেই গিয়ে অ্যাবর্ট করে ধুয়েমুছে হাত ঝেড়ে ফেলতো! কেউ ধরতেও পারতো না,কারণ পুলিশে রিপোর্টটা করবে কে? এতো সমাজস্বীকৃত হত্যা!
    সেইটে এড়াতে প্রাইজ ঘুষ দিচ্ছিলো,তবে যেমনটা হয় আরকি গদাইঅলসকরী দেশে,অনেকেই ওসব পায় টায় নি,এদিকে মেয়ে হয়ে ফেঁসে গেছে!
    কী অবস্থা! মেয়ে বাঁচাতে ঘুষ!
  • Sh | 141.218.68.105 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ২০:৪০728893
  • কিন্তু বাবা-মা দুজনেই যেখানে পোস্ট গ্র্যাজুয়েট সেখানেও কি ছেলে-মেয়ের বৈষম্য এতোটাই? মনে তো হয়না।

    আর যে স্তরে সত্যি করেই বৈষম্য আছে তারা তো বাকি পয়েন্টগুলোতে কেটে যাবে।

  • S | 125.23.114.70 | ০১ ফেব্রুয়ারি ২০০৭ ২৩:১২728894
  • পুরনো মাল নিয়ে হঠাৎ আলোচনা কেন? এই আইন তো দিল্লিতে আজকে হয় নি!
  • MM | 86.97.216.228, 195.229.242.88 | ০২ ফেব্রুয়ারি ২০০৭ ০১:৫৬728895
  • S

    পুরোন মানে? Point system তো এই সবে চালু হল। কদিন ধরে channel গুল তো তাই দেখাচ্ছে। ১৯শে জানুয়ারী তো হাই কোর্ট রায় দিল যে প্রি নার্সারি আর নার্সারি তে ভর্তির জন্য কোনো পরীক্ষা বা interview নাওয়া চলবে না সেইকরণেই তো এই point system চালু করার চেষ্টা চলছে।
    নীচে দুটো link দিলাম পড়ে দেখুন, ওপরেও দুটো দিয়েছি।

    http://www.dailyindia.com/show/105175.php/Government_told_to_ensure_no_interview_for_kids
    http://www.indianexpress.com/story/19356.html
  • dri | 199.106.103.254 | ০২ ফেব্রুয়ারি ২০০৭ ০৩:২৩728896
  • ৪ আর ৫ নম্বর পয়েন্টে প্রচেষ্টার অসঙ্গতি লক্ষ্য করছি।

    এক দিকে বলা হচ্ছে মেয়েদের পড়াশোনার জন্য ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। কিন্তু ৫ নম্বরে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে উচ্চশিক্ষিতদের ছেলেমেয়েদের। যারা উচ্চশিক্ষিত নন তাদের ছেলেমেয়েদের জন্য কোন ইনসেন্টিভ নেই, বরং উল্টো। খুবই দৃষ্টিকটু।
  • tan | 131.95.121.129 | ০২ ফেব্রুয়ারি ২০০৭ ০৩:২৪728897
  • আরে এগুলো তো বড়োলোক এলিটদের জন্যই।ধত্তে পারেন নি?
  • Suvajit | 139.168.124.145 | ০২ ফেব্রুয়ারি ২০০৭ ১৯:৫১728898
  • আমি তো এই পয়েন্ট সিস্টেমের মধ্যে কোনো অসঙ্গতি পেলাম না। স্কুল কাছে হলে, কোনো আত্মিয়স্বজন তাতে পড়ে থাকলে এবং মা বাবার শিক্ষার মান অনুযায়ী সন্তানের সেই স্কুলে ভর্তি হবার সুযোগ বেশি হবে এ তো অনেক জায়গারই নিয়ম। অন্তত অস্ট্রেলিয়াতে তো একই নিয়ম মোটামুটি। এখানে শুধু মেয়েদের ব্যাপারে একটা আলাদা ইন্সেনটিভ রয়েছে, সেটাও ভারতের ক্ষেত্রে যুক্তিসাপেক্ষ।
    বাবা মা post graduate হলে তারা elite class হয়ে যাবে, দিল্লির ক্ষেত্রে এই হিসেব একেবারেই চলে না।
    স্কুল কাছে হলে স্কুলে যাতায়াতের সময় ও সমস্যা বাঁচে।
    দাদা দিদি ঐ স্কুলে পড়লে, স্কুলের সংগে সেই পরিবারটির একটা সম্পর্ক তৈরি হয়, দুতরফে পারস্পরিক বিশ্বাস থাকে।
    মা বাবা পড়া মানে সম্পর্ক আরো গভীর।
    (এই relationship build up ব্যাপারটা শুধু স্কুলে কেনো, জীবনের প্রতি ক্ষেত্রেই প্রযোয্য)
    মেয়েদের জন্য বেশি সুযোগ, আমাদের দেশের মানসিকতায় অত্যন্ত জরুরি।
    আর মা বাবার উচ্চশিক্ষার ব্যাপারটা দরকার ছাত্র/ছাত্রী টি বাড়ীতে কতোটা সাহায্য পাবে। ছাত্রের শিক্ষা ও পরিবেশের মান যতো বাড়বে তার সাফল্যের সম্ভাবনা ততো বেশি। আর ছাত্র সফল হলে স্কুলেরও সাফল্য বাড়বে। তা ছাড়া স্নাতোকোত্তর ডিগ্রি পেয়ে ভারতবর্ষে কিছুমাত্র হনু হওয়া যায় না, তা যদি ছেলে মেয়ের ভর্তি হওয়ায় কাজে আসে মন্দ কি?

    যারা বাইরে থেকে এসেছে, অথবা কোনো একটা/একাধিক মাপকাঠি পুরণ করছে না, তারা পরে সুযোগ পাবে। হতে পারে অপেক্ষাকৃত খারাপ স্কুলে পাবে। অর্পনের ভয় ভর্তি হতে পারবে না, সেটা নয়।

    তবে, এবং বিরাট করে তবে, দিল্লির মতো জায়গায়, যেখানে নামকরা ইন্টারন্যাশানাল স্কুলগুলোতে ভর্তি করতে গেলে গাদাখানেক দানধ্যান করতে হয় (আমার পরিচিত একজন একটা স্কুলে ১.৫ লক্ষ টাকা donation দিয়ে ছেলেকে ভর্তি করেছে, এও শুনেছি) সেখানে এই নিয়ম চলবে তো? নাকি pointএর অভাব কাঞ্চনমুল্যে পুরণ হবে?
  • Suvajit | 139.168.124.145 | ০২ ফেব্রুয়ারি ২০০৭ ২০:১৭728899
  • আর দ্রি র কথা অনুযায়ী, উচ্চশিক্ষিতের বদলে যদি অল্পশিক্ষিত, ন্যুনশিক্ষিত বা অশিক্ষিতদের সুযোগ বেশি দেওয়া হয়, তাহলে দিল্লিতে তাবড় নেতা, ব্যাবসায়ী, দালাল আর সংরক্ষিত সরকারি ঘুষারুদের ছেলেমেয়েরা ভালো স্কুলগুলোতে যাবে। আর কিছু ডিগ্রি পাওয়া আমাদের মতো অভাগাদের সন্তানদের নিয়ে ছুটতে হবে অলিগলিতে কোনো একটা গতি করার জন্য। দুদিন পরে ছেলেমেয়ে এসে বলবে, শালা post graduatate করে আমাদের career নষ্ট করে দিলে তোমরা।
  • J | 160.62.4.10 | ০২ ফেব্রুয়ারি ২০০৭ ২০:৪৩728900
  • আমাদের এখানে, ইস্কুলে ভর্তি করার নিয়ম শুনলে বোধয় হাসি ই পাবে।
    যোগ্যতা:
    ১। বয়েস ৬ বছর হতে হবে।
    ২। পাড়ার বাসিন্দা হতে হবে। (গতকাল বা আজ থেকে বাসিন্দা হলে, সেদিন থেকেই বাচ্চা ঐ ইস্কুলে যাবে, যদিনা সেদিন কোনো ছুটির দিন বা শনি-রবিবার হয়)।

    যেগুলো নিয়ে কেউ মাথা ঘামায় না, সেগুলো হলো।
    ১। শিশুটি বা তার বাপ্‌মায়ের নাগরিকতা।
    ২। ধর্ম
    ৩। বাপমায়ের শিক্ষাগত যোগ্যতা
    ৪। রোজগার (ধনী না মধ্যবিত্ত না গরীব)
    ৫।কর্মরত না বেকার
    ৬।আইনত: দেশের বাসিন্দা না বেআইনী অনুপ্রবেশকারী

    আরো আছে :-
    ১। ভালো ইস্কুল-খারাপ ইস্কুল বলে কিছু নেই। ভালো ছত্র যেকোনো ইস্কুল থেকেই বেরোতে পারে। গবেটও বেরোতে পারে।
    ২। ভর্তির কোনো পরীক্ষা নেই।
    ৩। ভর্তির সময় শুধু বার্থ সার্টিফিকেট আর বাচ্চাকে নিয়ে যেতে হয়, যাতে সঠিক বয়েস জেনে উপযুক্ত ক্লাসে বাচ্চাটিকে ভর্তি করা যায়।
    ৪। বছরের যেকোনো সময়ে ভর্তি নেয়া হয়,
    ৫। ভর্তির সময় বাচ্চারা যদি কলম ধরতেও না জানেই, ডোন্ট পরোয়া।
    ৬। সবই সরকারী ইস্কুল, জনগনের ট্যাক্সের পয়সায় চলে। কোনো বেতন দিতে হয় না।
    ৭। প্রতিটি ইস্কুল অত্যাধুনিক ইক্যুইপমেন্টে সজ্জিত।
    ৮। ইউনিফর্ম নাই।
    ৯। বই-খাতা-কাগজ-কলম ইস্কুল থেকেই ফিরিতে দেয়।
    ১০। হোম ওয়ার্ক নাই।
    ১১। টিফিন ইস্কুল থেকে দেয় না। টিফিনের ছুটিতে সকলে বাড়ী গিয়ে খেয়ে আসে।
    ১২। "গার্জেন কল" করা হয় না।
    ১৩। ছাত্রকে শিখিয়ে নেবার দায়িত্ব শিক্ষকের, বাপ মায়ের ওপর এর দায় বর্তায় না।

    বিশ্বাস হচ্ছে না?

    এরম ইস্কুল থেকেই মেয়েকে পড়াচ্ছি/পড়িয়েছি।

    বি:দ্র: মন্ত্রী/আমলা/প্রেসিডেন্ট/রাজনীতিবিদ্‌ ইন্‌ওয়ান ওয়ার্ড যাদের ক্ষ্যামতাওয়ালা মনে করা হয়, তাদের বাচ্চারা এবং ছুতোর/মেথর/মিস্তিরি/ ইস্তক "ছোটোলোকেদের" বাচ্চারা একই ক্লাসে একই সঙ্গে পড়ে। মন্ত্রীর ছেলে ফেল করলে ফেল। ছুতোরের ছেলে ভালো করলে ভালো। ইয়েস!

    আরো আছে... আগে এগুলো হজম হোক।
  • J | 160.62.4.10 | ০২ ফেব্রুয়ারি ২০০৭ ২১:০১728902
  • সবচেয়ে বড়ো পয়েন্টটাই ভুলে মেরে দিয়েছিলাম, যেটা হচ্ছে :-
    শিশুটি যদি দেশের ভাষা বিন্দুমাত্রও না জানে, (লিখতে না জানে, পড়তে না জানে, শুনে বুঝতে না জানে, বলতে না জানে, ঠিক যেমনটি হয়েছিলো আমার মেয়ের ক্ষেত্রে) তাতেও শিশুটি ইস্কুলে ভর্তি হবার জন্যে ১০০% এলিজিবল্‌।
    শুধু তাই ই নয়, তাকে ভাষা শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে, বলতে, বুঝতে, পড়তে, লিখতে শেখান ইস্কুলের শিক্ষক/শিক্ষিকারাই, কোনো বছর নষ্ট না করেই। সম্মন্তরাল ভাবে অন্য সমস্ত বিষয় পড়া চলতে থাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন