এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নার্সারিতে ভর্তির এর জন্য যে point system চালু করা হল , সেটা কি ঠিক?

    MM
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০০৭ | ২০২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 125.23.125.253 | ০২ ফেব্রুয়ারি ২০০৭ ২৩:৫৫728903
  • MM,

    খবরগুলো বেশ পুরনো, গাঙ্গুলি কমিশন এই সব ফতোয়া দিয়েছে গত বছরেই। এই প্রথম বার দিল্লির স্কুলগুলো সেই ফতোয়া মানতে বাধ্য হচ্ছে, তাই আবার খবরে এসেছে, এখন লিস্ট বেরোবার সময় হয়েছে তো, তাই। সমস্তই অন্তত পাঁচ ছ মাসের পুরনো খবর।

    আর এ সব নিয়ম যে হেতু দিল্লির জন্যই, নয়ডা গাজিয়াবাদে এতে পাব্লিকের কাঁচকলা। ফাদার অ্যাগনেস স্কুল সাকেত এই রুল মানতে বাধ্য, কিন্তু ফাদার অ্যাগনেস স্কুল নয়ডা সেক্টর বাষট্টি রীতিমতো ইন্টারভিউ নিয়েই ছানাপোনা ভর্তি করছে।
  • MM | 86.97.213.185, 213.42.21.81 | ০৪ ফেব্রুয়ারি ২০০৭ ১৬:১৭728904
  • S

    হতে পারে,এখন ভর্তির সময় বলে এতো অলোচনা হচ্ছে।
    আমার মনে হয় ১৯শে জানুয়ারী হাই কোর্টের গুঁতানি খেয়ে নড়ে চড়ে বসেছে।
  • MM | 86.97.214.143, 195.229.242.85 | ০৪ ফেব্রুয়ারি ২০০৭ ১৬:৫৫728905
  • Suvajit,

    ঠিক ই বলেছ system টা খারাপ নয়, কিন্তু point গুলো কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় কম করা উচিত এবং কোন কোন বিষয়ে point থাকাই উচিত না।
    যদি কারো প্রথম সন্তান ছেলে হয় আর বাবা/ মা ঐ স্কূলে না পড়ে থাকে (যে স্কূলে ছেলেকে ভর্তি করাতে চায়),post graduate না হয় এবং স্কূলের ৩কি:মি: মধ্যে বাড়ী না হয় সেক্ষেত্রে তো বাচ্চাটার জন্য ঐ স্কূলে ভর্তির রাস্তা বন্ধ। এটা একটু বাড়াবড়ি হয়ে যাচ্ছে না।
    আরেকটা কথা, এই যে মেয়ে হলে point পাবে এটাও অযৌক্তিক। যে সব স্কূলে এই system চালু করার চেষ্টা চলছে সেই সব স্কূলে যে সব family র ছেলে মেয়েরা পড়তে যায় সেই সব family তে ছেলে/মেয়ের মধ্যে কোন ফারাক করা হয় বলে আমার মনে হয় না, আমার তো মনে হয় এটা একধরনের reverse discrimanation ছাড়া আর কিছু না।

    এরপরে আরো আছে single parent হলে তার জন্যে extra point, মানে বাবা মা সুখে সংসার করলে ছেলের কপালে ঠ্যাঙ্গা! :)
  • Suvajit | 139.168.158.107 | ০৪ ফেব্রুয়ারি ২০০৭ ১৯:১৮728906
  • J,
    আমার অজ্ঞতা মাফ করবেন কিন্তু আপনাদের এখানে বলে কোথাকার কথা বলছেন ঠিক বুঝলাম না।
    ভারতবর্ষের কথা যদি বলতে হয় তহলে নাগরিকতা এখানেও বিচার্য হয় না। আমার এক আত্মিয় কানাডার নাগরিক হয়েও তার মেয়েকে কলকাতায় পরিয়েছিলেন বছর চারেক, পরে সে কানাডা চলে যায়।
    ধর্ম, বাপমায়ের শিক্ষাগত যোগ্যতা, রোজগার এগুলো সরকারী বিদ্যালয়ে বোধহয় বিচার্য নয়, যদিও ভর্তির দরখাস্তে হয়তো তথ্যগুলো দিতে হয়। অস্ট্রেলিয়ায় যেখানে মিড দে মিলের ব্যাবস্থা আছে সেখানে ধর্ম জানতে চাওয়া হয় যাতে হিন্দুদের বিফ্‌ বা মুসলমানদের পর্ক না দেওয়া হয়।
    ভালো ছাত্র সব স্কুল থেকেই বেরোতে পারে আমি আপনার সাথে একমত। কিন্তু তবু ভালো স্কুল খারাপ স্কুল থাকে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বলি, সব সরকারি স্কুলের নিয়মকানুন, পাঠ্যক্রম, শিক্ষকদের মান মোটামুটি এক তবু অনেক স্কুলের বদনাম আছে, সেখানে ছেলেরা ড্রাগ নেয়, ছেলেমেয়েরা রাতভর পার্টি করে, যৌন হেনথার খবরও পাওয়া যায়। আবার কোনো স্কুল খেলাধুলায়, নাচগানে অগ্রনী, সে দিক দিয়ে ভালো।
    আপনার অন্যান্য পয়েন্টগুলো দেখে মনে হছে এটা সে দেশে সম্ভভ যেখানে লোকসংখ্যা খুব কম।
    আমাদের দেশে এই বিরাট লোকসংখ্যার তুলনায় স্কুল অপ্রতুল। তার ওপর শহরের স্কুলগুলোয় গাদাগাদি বেশি, গ্রামের স্কুলে ছাত্র ধরে ধরে আনতে হয়। গ্রামের স্কুলগুলো অর্থাভাবে দীর্ণ, না আছে ভালো স্কুলবাড়ী, না আছে উপযুক্ত শিক্ষক। বাবা মায়েরা অনেকে অশিক্ষিত, অনেক শিশুকেই স্কুল ছাড়িয়ে রোজগারে লাগিয়ে দেওয়া হয়। এ ছাড়া আমার মনে হয় আমাদের দেশের পাঠ্যক্রম অনেক দেশের থেকেই কঠিন। আমাদের ২ টো ভাষা শিখতে হয়, অংক অনেক কঠিন, বিজ্ঞানের বহু জিনিষ আমাদের হাতেকলমে না দেখে শিখতে হয়। তা সত্বেও বিপুল পরিমানে ছাত্রছাত্রী প্রতি বছর প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে, সাক্ষর হয়।
    আমার ব্যক্তিগত ধারনা এই সব ছাত্রছাত্রীদের মেধা উন্নতদেশের সবরকম সুযোগ পাওয়া ছেলেমেয়েদের তুলনায় বেশী বৈ কম নয়।
    তাই আমার গোদা বক্তব্য উন্নত দেশে অনেক সুযোগ সুবিধা, উদার নিয়ম কানুন ছাত্রছাত্রী ও তদোপরি তাদের মা বাবার আরামের ব্যাবস্থা করেও তারা যা হনু তৈরি হয়, আমাদের দেশে বিপুল সংখ্যায় manufacturing পদ্ধতিতেও তার থেকে কিছুমাত্র খারাপ হয় না।
    তবে সাক্ষর হবার পর সরকার তাদের জন্য কি সুযোগ রাখছে সেটা অন্য প্রসঙ্গ।
  • Suvajit | 138.130.118.152 | ০৪ ফেব্রুয়ারি ২০০৭ ২০:০৭728907
  • MM,
    আপনার যুক্তিগুলো ঠিক, একটা point of view থেকে অকাট্য। আবার অন্য point of view থেকে, যদি আপনি, আপনার ভাই বোনেরা, বর্তমানে আপনার এক ছেলে DPSএ পড়ে, আপনার পরিবারের সংগে স্কুলের হৃদ্যতা আছে এমন হয় কিন্তু আপনি এবছর আপনার মেয়েকে ভর্তি করাতে পারছেন না কেননা নজফগর উত্তমনগরের প্রোচুর জাঠ বিহরি পরিবার তাদের বেটাদের ভর্তি করিয়েছে। তাদের বাপেরা গড় ক্লাস এইট পাশ, ছেলেরা ২ কথায় ৮টে খিস্তি মারে। আপনি ২০ কিমি দূরে মেয়েকে ভর্তি করালেন, চিন্তা সবসময়, মেয়েদের নিরাপত্তার ব্যাপারে দিল্লির যা সুনাম।
    আর শিক্ষিত ও উদার দুটো সমান্তরাল চলে না অনেক familyতে। প্রচুর শিক্ষিত জাঠ, পাঞ্জাবি family পাবেন যাদের কাছে মেয়েদের শিক্ষা বিয়ের বাজার ভালো করা বৈ কিছু নয়।
  • J | 160.62.4.10 | ০৫ ফেব্রুয়ারি ২০০৭ ১৪:২৭728908
  • শুভজিৎ,
    আমাদের এখানে বলতে আমি সুইটজারল্যান্ড বুঝিয়েছি। কিন্তু এই নিয়মগুলো আমি রাশিয়ায় দেখেছি, এবং জার্মানী অস্ট্রিয়াতেও একই নিয়ম এবং সম্ভবত: ফ্রান্সেও, কিন্তু ফ্রান্স খুব ডেলিকেট ইশ্যু, গতবছর বছর দেড়েক আগে বহুৎ ঝামেলা হয়ে গেছে , তাই।
    মূল বক্তব্য হচ্ছে ইস্কুলে ভর্তির ব্যাপারে ডিস্‌ক্রিমিনেশন থাকবে এ কেন?
    আমাদের সময়েও ছিলো, তফশিলি জাতি উপজাতি এরা বিশেষ সুবিধা পেত, সীট রিজারভড থাকত। সরকারী ইস্কুল বা সরকারী অনুদান পাওয়া ইস্কুলে। প্রাইভেট ইস্কুলের কথা জানিনা, সেখানেও ধর্মীয় সংরক্ষণ ছিলো বলে শুনেছি, কিন্তু ওসব ইস্কুলে পড়াবার মতো আর্থিক সঙ্গতি আমাদের পরিবারে ছিলো না।
    এখন প্রাইভেট ইস্কুলের সংখ্যাই প্রচুর, তাদের ব্যবসাও নিশ্চয় ভালো চলছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমরাই এদের অন্যায় আব্দারে "হ্যাঁ" বলেছি। সেইজন্যেই এদের রমরমা।
    আমি বিশ্বাস করিনা, যে সরকারী অবৈতনিক ইস্কুল থেকে গবেট ছাত্র বেরোয় আর দামী ইস্কুল থেকে সবাই চৌকশ।
    কেন?
    আমার নিজের কিছু ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা থেকেই বলছি।
    আমরা লড়বার অগেই হার শীকার করে বসে থাকি অধিকাংশ ক্ষেত্রে, আগে থেকেই রেজাল্টটা প্রেডিক্ট করে নিই। তাদেই ঝামেলা হয়।
    বাইদ্যওয়ে ঋদ্ধি-ই কি আপনার কন্যা? তাহলে তো অন্যপাড়ায় আগেই আলাপ হয়েছে। :-)
  • Arpan | 193.134.170.35 | ০৫ ফেব্রুয়ারি ২০০৭ ১৫:৩৩728909
  • শুভজিত,
    প্রসঙ্গটা উঠেছিলো নার্সারির জন্য। সেই স্তরে মনে হয় না ছেলে বা মেয়ের শিক্ষার ব্যপারে কোন বৈষম্য করা হয়। দ্বিতীয়ত: আমার কোন অসুবিধা থকলে আমি সেখানে আমার সন্তানকে ভর্তি করবো না। সরকার থেকে ডিসক্রিমিনেটরি সিস্টেম চালু করলে ব্যপারটাতে আপত্তি থাকে বৈকি।
  • Suvajit | 203.51.60.142 | ০৫ ফেব্রুয়ারি ২০০৭ ১৬:৪৫728910
  • J,
    অনুমান করেছিলাম যে আপনি উত্তর ইউরোপের কোনো দেশের বাসিন্দা হবেন। যেখানে জনসংখ্যা কম তাই শিক্ষাব্যাবস্থা উন্নত ও আধুনিক। তবে সুইজারল্যান্ড যে হারে ট্যাক্স নেয় শুনেছি তাতে আপনাদের স্কুলের যে সব সুযোগ সুবিধা বলেছেন তা বিশ্বাস করা কঠিন না।
    স্কুলে ভর্তির ব্যাপারে একেবারেই ডিস্ক্রিমেশণ থাকা উচিত না। জাত ধর্ম নিয়ে তো নয়ই। যেখানে প্রাথমিক শিক্ষা মৌলিক অধিকার হওয়া উচিত সেখানে সব ছাত্রছাত্রীকে স্বাদরে অভ্যর্থনা করা উচিত।
    কিন্তু ঐ যে ডিমান্ড ও সাপ্লাই-এর হিসাব। সেই থেকেই বাছাবাছি, ডিস্ক্রিমেশ্‌ণ। সরকারি স্কুলের উপর জনতার ভরসা কম, তাই যাদের সংগতি আছে তারা প্রাইভেট স্কুলের দরজায় লাইন লাগাচ্ছে। অথচ সরকারি স্কুল থেকেও কৃতি ছাত্রছাত্রী অনেক বেরিয়েছে আর ভবিষ্যতেও বেরোবে। সবই পারসেপ্সান।
    তবে এটা শুনেছি মা: উ:মা:র খাতা দেখার সময় কিছু নামকরা স্কুলের খাতা ছাড়া অন্য স্কুলের খাতাপত্র বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয় না।
    আর আমারো একটা মেয়ে আছে, তার নাম উর্জা, ঋদ্ধি বোধহয় অর্জ্জিতের মেয়ে। আলাপ করে ভালো লাগলো :-)
  • Suvajit | 203.51.60.142 | ০৫ ফেব্রুয়ারি ২০০৭ ১৭:০১728911
  • অর্পণ,
    মেয়ে হয়েছে বলে বাড়ীর বউকে বাপের বাড়ী পাঠিয়ে দেওয়া হয়, কাঁচা খিস্তি করা হয়, ২য় নাগরিকের মতো ব্যাবহার করা হয়। বাপকে প্রচুর স্বান্তনা দেওয়া হয়। সেখানে মেয়েদের নার্সারিতে ভর্তি করাতে বৈষম্য নেই? একটা খরচসাপেক্ষ নার্সারিতে ছেলেমেয়ে নির্বিশেষে মা বাবারা ভর্তি করবে? দেশটার নাম ভারতবর্ষ দাদা।
    আপনার অসুবিধা থাকলে ভর্তি করাবেন না খাঁটি কথা।
    কিন্তু সরকারের কাছে অল্টার্নেটিভটা কি আছে বলবেন?
  • Arpan | 193.134.170.35 | ০৫ ফেব্রুয়ারি ২০০৭ ১৭:১২728913
  • যা: বাবা। অজ্জিতের আবার মেয়ে হলো কবে? অজ্জিত বলো নি তো?
    শুভজিত, উর্জা মানে কি?

    হিন্দিতে উর্জা মানে শক্তি (খুব সম্ভবত), যথা উর্জামন্ত্রী।
  • Arpan | 193.134.170.35 | ০৫ ফেব্রুয়ারি ২০০৭ ১৭:২৩728914
  • শুভজিত,
    মূল প্রশ্ন ছিলো যে এই পয়েন্ট সিস্টেম যথাযথ কিনা। যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো মধ্যে এক নম্বর ছাড়া বাকিগুলোর যুক্তি সত্যি খুঁজে পাওয়া কঠিন। বাকিগুলো যদি রাখতেই হয় তাহলে প্রথমটার weightage অনেক বেশি রাখা উচিত।

    আমার দুটো প্রশ্নের উত্তর দিন এবার,

    এক) বাবা বা মা পোস্টগ্র্যাজুয়েট হলেই বাচ্চার পড়াশুনো দেখভাল ভালো হবে? নার্সারি লেভেলে? বাবা আর মা দুজনেই চাকুরিরত হলে (পোস্টগ্র্যাজুয়েট হলে যার সম্ভাবনা বেশি) তাই হবে বুঝি?
    দুই) লিঙ্গভেদে বৈষম্যের কথা মেনে নিয়ে প্রশ্ন রাখছি মেয়েদের জন্য আলাদা পয়েন্ট রাখলেই সেইরকম পরিবারে মেয়েদের নার্সারিতে ভর্তির জন্য লাইন পড়ে যাবে?
  • Arjit | 128.240.233.197, 128.240.229.65 | ০৬ ফেব্রুয়ারি ২০০৭ ১৫:৪৮728915
  • আমার কবে আবার মেয়ে হল? আমিই জানতুম না।

    পয়েন্ট সিস্টেম ঠিক কি ভুল সেদিকে যাবার আগে এই পয়েন্ট সিস্টেমের গলতাগুলো খুব বেশি করে চোখে পড়ছে - প্রচুর বাবা-মা ছেলেমেয়েকে স্কুলে ভর্তি করাতে অসুবিধায় পরবেন - গ্র্যাজুয়েট বাবা মায়ের প্রথম সন্তান ছেলে - হয়তো একমাত্র বাড়ির কাছের স্কুলের জন্যে প্রথম ক্যাটেগরীতে বিশ পয়েন্ট পাবেন - তারপর? এরকম বহু কম্বিনেশন (এবং প্রতিতাই বাস্তব) দেখানো যায়।

    নানারকম ক্রাইটেরিয়া এখানেও আছে - প্রথম দিকেই দিয়েছি দুটো স্কুলের নিয়ম। কম্যুনিটি স্কুলে ধর্ম-বিষয়ক কোন ক্রাইটেরিয়া নেই, চার্চ-এইডেড স্কুলে আছে - তবুও, ক্রাইটেরিয়ার বাইরের ছেলেমেয়ের ভর্তি হতে কোন বাধা নেই - পয়েন্ট সিস্টেমের চক্করে শুরুতেই কেউ বাতিল হচ্ছে না। এবং যেহেতু স্কুলগুলোর মধ্যে খুব একটা ফারাক নেই, তাই হটস্পার প্রাইমারিতে না পেয়ে কেউ হিটন নার্সারীতে ভর্তি হলে কমপ্লেন করে না।
  • MM | 217.164.232.33, 195.229.242.88 | ০৬ ফেব্রুয়ারি ২০০৭ ১৭:৪০728916
  • শুভজিত,

    আমি কোনদিন দিল্লিতে থাকি নি কাজেই দিল্লি র অন্দর মহলের খবর জানি না। তবে তুমি যে সব family র কথা বলেছ তারই তো সব নয়, ছেলেমেয়েকে সত্যিকারের ভালো education দিতে চায় সেরকম family তো কম নেই। এই point system এর দৌলতে তারাই হয়ত পিছিয়ে পরবে আর তাদের জায়গা নেবে ঐ সব পরিবার যাদের কাছে নামী স্কুলে ছেলেমেয়েকে পড়ান status ছাড়া কিছু না।

    এছাড়া girl child প্রসঙ্গে cbse র বাড়াবাড়ি তো আছেই। চাইলে দেখতে পারেন, http://www.cbse.nic.in/

    এসব করে যে সব family তে ছেলে /মেয়ে ভেদাভেদ করা হয়, তা কি কমবে?

  • S | 125.23.121.203 | ০৬ ফেব্রুয়ারি ২০০৭ ২২:২৫728917
  • উর্জা মানে শক্তি, পাওয়ার। আমার বউ উর্জামন্ত্রকে অছে কিনা!

    পয়েন্ট সিস্টেমটা টোটাল ভাট প্রমাণিত হয়েছে। আমরা বোধ হয় ২৫ পাবো কি পাবো না।

    ২০ নম্বর: উচ্চশিক্ষা (আমি পিজি, বউ গ্র্যা, তবে ইগনৌ থেকে পিজি করছে)।
    ৫ নম্বর: মেয়ে সন্তান।

    আর কিছুতেই নম্বর নাই।

    যো-দি, মনের আনন্দে গান গাই,

    যদি ভাবো চাইছি নেহাৎ চাইছি নেহাৎ স্বর্গরাজ্য
    আমি জানি একদিন হবে, একদিন হবে এটাই গ্রাহ্য।
  • MM | 217.164.220.155, 213.42.21.81 | ০৮ ফেব্রুয়ারি ২০০৭ ১১:৫৪728918
  • স্বর্গরাজ্য তো পাবেন ই মেয়েকে cbse র স্কুলে পড়ালে। cbserule অনুসারে যদি মেয়ে হয় আর একমাত্র সন্তান হয় তবে 8th std. পর্য্যন্ত ফ্রি,তারপর তো অনেক scholaarship ও আছে।
  • S | 61.95.167.91 | ০৮ ফেব্রুয়ারি ২০০৭ ১২:১৬728919
  • ফ্রি নিয়ে চিন্তিত নই, কারণ পয়সা দিয়ে পড়াতে আমার অপত্তি নেই। আমি ছেলে হয়েও আজীবন ফ্রিতে পড়েছি, ইঞ্জিনীয়ারিংয়ে মাইনে ছিল ২৫ টাকা। এবং আজ এই সময়ে দাঁড়িয়ে বুঝতে পারছি এই ফ্রিশিপ মোটেও যুক্তিযুক্ত ছিল না। তাই পয়সা দিয়ে পড়াতে হলে আমি সেখানেই পড়াব।

    অবশ্য cbse তে প্রাইভেট স্কুলে পয়সা নিয়েই পড়ানো হয়। ও সব ফ্রি ট্রি বোধ হয় সরকারি ইস্কুলে। আমার মাথা ঘামানোর দরকর নেই, যদি না কেন্দ্রীয় বিদ্যালয় হয়।

    আর ইয়ে, একটা কথা, পরিবেশ ইস্কুল সমাজ কী চোখে দেখবে জানি না (হয় তো জানি), তবে আমার চোখে আমার মেয়ে কেবল আমার সন্তান। মেয়ে বলে তাকে নিয়ে আমি ফায়দা তুলতে ইচ্ছুক নই। যেমন ইচ্ছুক নই শিড্যুল কাস্ট ট্রাইব ওবিসি হয়ে ফায়দা তুলতে। অর্থনৈতিক ভাবে অসচ্ছল হলে অবশ্য হতাম।
  • J | 160.62.4.10 | ০৯ ফেব্রুয়ারি ২০০৭ ১৪:৫৪728920
  • শুভজিৎ,
    হঠাৎ দুটো ভুল চোখে পড়ল।
    ১। সুইটজারল্যান্ড ভৌগলিক ভাবে উত্তর ইউরোপে অবস্থিত নয়, মধ্য-দক্ষিণ বলতে পারেন।
    ২। এখানে গড় ট্যাক্স মধ্যবিত্তদের শতকরা ১৫-২০ শতাংশের ভেতরেই। অস্ট্রেলিয়ায় ট্যাক্স শুনেছি এর থেকে কিছু বেশী? (শোনা কথা অবশ্য)। কাজেই ট্যাক্সের সঙ্গে ভালো শিক্ষাব্যবস্থার পরিকাঠামো থাকে সেটা নিমরাজি হয়ে মানলেও, এটা বলতে বাধ্য হচ্ছি, যে শুধু ট্যাক্স নয়, রাষ্ট্রের নিজস্ব প্রচেষ্টাও লাগে, বাংলা সদিচ্ছা।

    এবার, শুধু জনসংখ্যার অজুহাত আর কত বছর ধরে দিয়ে যাবো আমরা? সরকার কি পারেন না, বেসরকারী ইস্কুলগুলোর আধাসরকারীকরণ করে নিতে? শিল্পায়নের জন্যে যেমন কৃষিজমি নেয়া যায়, শিক্ষার জন্যে কি তেমনি বেসরকারী ইস্কুলের আধাসরকারীকরণ করা যায় না? তাতে হয়ত ইস্কুল মালিকদের মুনাফার পরিমান কমে, কিন্তু ইস্কুলে ভর্তির ক্ষেত্রে যে বদমাইসীগুলো চলছে সেগুলোর হার ও কমতে পারে। প্রসঙ্গত: উল্লেখ্য প্রাইভেট ইস্কুলগুলোতে শিক্ষকদের কিন্তু আহামরি বেতন দেওয়া হয় না। তাঁদের কোনো জব সিকিওরিটিও নেই অধিকংশ ক্ষেত্রে।
  • Arjit | 128.240.233.197, 128.240.229.6 | ০৯ ফেব্রুয়ারি ২০০৭ ১৫:০৮728921
  • বেসরকারীকরণের হাওয়ার মধ্যে উল্টো বলছো? পারলে হাসপাতাল থেকে শুরু করে ন্যাশনাল ট্রান্সপোর্ট ব্যাকবোন অবধি যাবতীয় সব বেসরকারী করে ফেলতে পারলে লোকে (মানে সরকার, কোম্পানি, মিডিয়া, এবং এক বিরাট সংখ্যক লোক) খুশি হয় ...
  • J | 160.62.4.10 | ০৯ ফেব্রুয়ারি ২০০৭ ১৫:১১728922
  • হাসপাতাম বেসরকারীকরণ করলে তার ফল তো দেখাই যাচ্ছে, টাকা না মেটাতে পারলে ডেডবডি দেওয়া হবে না। এর চেয়ে বিনাচিকিৎসায় বাড়ীতে মরা বেটার।
  • Arjit | 128.240.233.197, 128.240.229.6 | ০৯ ফেব্রুয়ারি ২০০৭ ১৫:১৫728924
  • সে তো ট্রান্সপোর্ট ব্যাকবোনকে বেসরকারী করলে কি হয় তাও এখানে সকলে দেখছে - কিন্তু বেসরকারীকরণ হল এখনকার বাইবেলের সবচেয়ে পপুলার স্তোত্র...
  • Arjit | 128.240.233.197, 128.240.229.6 | ০৯ ফেব্রুয়ারি ২০০৭ ১৫:৩২728925
  • সরকারের এফিসিয়েন্সি একটা বিরাট ফ্যাক্টর। এবং এফিসিয়েন্সি আসে কাজের ইচ্ছে থেকে - যেটা মিসিং। আমাদের ব্যুরোক্রেসীটা ব্রিটিশদের দান, কিন্তু সেটা ওই ১৯৪৭ সালেই আটকে আছে, ব্রিটিশ ব্যুরোক্রেসী তাও এগিয়ে এসেছে - যদিও এখনো ব্যুরোক্রেসীই, তবুও, একটু অ্যাডভান্সড।

    এখানেও সব স্কুলে (কম্যুনিটি - মানে যেগুলো চালায় কাউন্সিল, এবং ভলান্টারী চার্চ-এইডেড) ভর্তির ব্যবস্থা কমন। কাউন্সিল থেকে ফর্ম দেয় (চাইতে হয় না, বাড়িতে এসে যায় নিজে থেকেই ছেলেমেয়ের ইস্কুলে যাবার সময় হলে) - তাতে তিনটে পছন্দের স্কুলের নাম দিয়ে জমা দিতে হয়। সাধারণত: লোকে দূরত্বের হিসেবেই দেয় - যেমন ঋকের প্রথম পছন্দের স্কুল বাড়ি থেকে বিশ গজ দূরে, দ্বিতীয়টা দশ মিনিটের হাঁটা, তৃতীয়টা বিশ মিনিটের হাঁটা। কাউন্সিলের এডুকেশন টীম ভর্তির ব্যাপারটা দেখে। কম্যুনিটি স্কুলের ক্ষেত্রে সিদ্ধান্ত ওদের, এবং সাধারণত: প্রথম পছন্দের ইস্কুলেই সকলে পেয়ে যায়। চার্চ-এইডেড স্কুলের একটা বক্তব্য সম্ভবত: থাকে ভর্তির ব্যাপারে - থাকলেও খুব বিরাট কিছু নয়। মানে মোটামুটি ফেয়ার ভর্তির সিস্টেম - স্কুলের ক্রাইটেরিয়া আগে দিয়েছি।

    এছাড়া আছে গ্রামার স্কুল - বেসরকারী, এবং বিরাট খরচ - পয়সা থাকলে সেখানে ভর্তি করো - সেটা তাদের নিজস্ব ব্যাপার। সব বড় বড় খানদানী রইস লোকজনের ছেলেমেয়েরা ওখানে পড়তে যায়।

    এবার এই ভর্তির সিস্টেমটা চাইলে করা যায় না তা নয়। কিন্তু সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার ইচ্ছে থাকতে হবে। এবং শিক্ষাক্ষেত্রে ফান্ডিং। শিক্ষা আর স্বাস্থ - এই দুটোতে সরকারী ব্যয় কতটুকু? কলেজে ক্যাম্পেনের সময় এই উদাহরণটা দিতাম - অর্জুন ট্যাঙ্কের একটা চাকার দামে পাঁচশো না কত ইস্কুল বানানো যায়...কর্পোরেশনের ইস্কুলগুলোর হালত দেখেছ? সদিচ্ছার অভাব, পয়সার অভাব - সব কিছু মিলিয়ে কি অবস্থা হয়?
  • Arjit | 128.240.233.197, 128.240.229.6 | ০৯ ফেব্রুয়ারি ২০০৭ ১৫:৩৫728926
  • তবে এখানে আবার হায়ার এডুকেশনে ফান্ডিং-এর শর্টেজ আছে। প্রায় দশ বছরের ওপর ধরে যেটা রিভাইজ হয়নি - বাড়েনি। উল্টে বছরখানেক আগে থেকে টপ-আপ ফী শুরু করেছে - এদেশের ছেলেপুলেকেও বছরে তিন হাজার পাউন্ড টিউশন ফী দিতে হবে - যেটা আগে এক হাজার না কত ছিলো। বাইরের ছেলেমেয়েদের ক্ষেত্রে তো বছরে সাত থেকে দশ হাজার।
  • J | 160.62.4.10 | ০৯ ফেব্রুয়ারি ২০০৭ ১৬:২২728927
  • আমাদের এখানে নিকটতম ইস্কুলই বাধ্যতামূলক। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে। হাইস্কুল (মানে গিমনাজিউম), সেটা দূরে হতে পারে। নিকটতম ইস্কুল যদি বাড়ী থেকে ২ কিলোমিটারের বেশী (সঠিক দূরত্বটা মনে নেই) দূরে হয়, যেসব জায়গায় গ্রামাঞ্চলে বাড়ীগুলো বেশ দূরে দূরে হয়ে থাকে, বাসের ফ্রিকোয়েন্সি কম, কিম্বা বাড়ী ক্ষেতের মধ্যিখানে, সেক্ষেত্রে ইস্কুলের যাতায়াতের রাহাখরচ দেবে রাষ্ট্র। শুধু তাই ই নয়, যারা গিম্নাজিউমে পড়বার জন্য নিজেদের এলাকা থেকে গিয়ে অন্য এলাকায় পড়তে যায়, কারণ মূল শহর ছাড়া গিম্নাজিউম নেই, তাই বইখাতা সব কেনার খরচ দেয় সেই কমিউনিটি। বাপ মা বড়লোক কি গরীব, নির্বিশেষে।
    বাপ্‌মায়ের চাগ্রী বা রোজগার না থাকলে ইস্কুল সাহায্য করে থাকে ছাত্রকে অতিরিক্ত খরচপাতির দিকগুলো, যেমন এক্স্‌কার্শানে যাবার খরচ, স্কিইং এ যাবার খরচ ইত্যাদি।
    হ্যাঁ, এখানেও গল্প আছে।
    যেসব ছাত্রদের পাড়াশোনায় উন্নতি হচ্ছে না, যারা উচ্চশিক্ষায় যতে পারবে না, তাদের রেগুলার পারফর্মেন্স দেখে ইস্কুল অভিবাবক কে জানিয়ে দেয়। (১৮ বছর বয়েস হয়ে গেলে ছাত্র কেই জানায়, অভিবাবক আর থাকে না সেসব ক্ষেত্রে ;-) যেহেতু)।
    যাইহোক, অভিবাবক যদি মনে করেন, যে না, আমার ছেলে বা মেয়ে উচ্চশিক্ষাতেই যাবে, সে মোটেই গবেট নয়, ইস্কুলের এই অবিচার মানছি না মানব না, তখন তারা ছাত্রকে প্রাইভেট ইস্কুলে নিয়ে যায়। মাইনে প্রচুর। বছরে ২০ কিম্বা ৫০ হাজার ফ্রাঙ্ক। সেখান থেকে পাশ করে সব ইউনিভার্সিটিতে ভর্তি হয়, কিন্তু... কিন্তু ৯৯% ক্ষেত্রে তারা ইউনিভার্সিটিতেই মেজদার মতো বারংবার ফেল করতে করতে অবশেষে হাল ছেড়ে দেয়। কিছু এক্‌সেপ্‌শান আছে।
    এদেশে সরকারী ইস্কুলগুলোই সবচেয়ে ভালো মানের।
    ওপ্রাইভেট ইস্কুল ওঁচা।
    আর আছে ইটারন্যাশানাল ইস্কুল। সেগুলোতে কেউ পকেটের পয়সা দিয়ে পড়ায় না। তাদের মান ও সুইস্‌ ইস্কুলের চেয়ে বেশ নীচু। শিক্ষার মাধ্যম ইংরিজি। মাইনে চড়া। আর যেসব লোকজন অল্পসময়ের জন্যে সপরিবারে এদেশে আসেন, তাঁদের বাচ্চাদের এই ইন্টারন্যাশানাল ইস্কুলে ভর্তি করা হয়। মাইনের পয়সা গোনে বাবা বা মায়ের হায়ারিং কোম্পানী।
  • J | 160.62.4.10 | ০৯ ফেব্রুয়ারি ২০০৭ ১৬:৩৫728928
  • পৃথিবীর কিছু কিছু দেশে, "সুইস্‌ স্কুল" নামে কিছু প্রাইভেট ইস্কুল চালু আছে। ভারতেও আছে শুনেছি, ব্যাঙ্গালোরে। নোংরা দাম নেয়। আর সুইস্‌ সিলেবাস বলে যেটা চালায়, সেটা হে হে হে ...
  • Arpan | 193.134.170.35 | ০৯ ফেব্রুয়ারি ২০০৭ ১৬:৪২728929
  • যো দি, ভারতে সরকারীকরণ করলে উল্টোপুরাণ লিখতে হবে। সরকারী মডেল স্কুল, কলেজ, কারখানা ব্যপকভাবে ব্যর্থ হয়েছে নেহরুনির্দেশক অর্থনীতির পথে চলতে গিয়ে। তার একটা বড় কারণ সরকারের মধ্যে কোম্পানি চালাবার ম্যানেজমেন্ট স্কিল নেই, থাকা সম্ভবও নয়।

    আর সরকারী প্রতিষ্ঠান মানেই রাজনৈতিক আধিপত্য স্থাপনের জায়গা হয়ে ওঠে সেটি আর অল্পদিনেই তার উৎকর্ষ হারায়। লাল-সবুজ-গেরুয়া সব রং সমান এ ব্যপারে।

    নব্যযুগের কমুনিস্টরা ঠেকে শিখেছেন, তারাও বিষয়টি প্রকারান্তরে মেনে নিচ্ছেন।

    যাক গে, এটা অন্য প্রসঙ্গ। অন্য টইএর বিষয়।
  • J | 160.62.4.10 | ০৯ ফেব্রুয়ারি ২০০৭ ১৭:১৪728930
  • কি মুস্কিল, কোল্কেতার গর্মেন্টের ইস্কুলেতো আমিও পড়েছি। আমার মেয়েও পড়েছে ক বছর। তারপরে পেরাইভেট ইস্কুলে দিয়ে খুব ভুগেছি। গর্মেন্ট ইস্কুলে ছোটোলোকেদের সঙ্গে পড়ত বটে, তবে সেই ইস্কুলটাই ওর বেশি করে মনে আছে, এম্নি টান। আর পেরাইভেটের তো খুরে খুরে দন্ডবৎ, খুব বদ জায়গা ছিলো, টাকা শুষত মাসে ৫০০ট্যাহা মাইনে নিতো আরো হাজার বায়না, সেই সঙ্গে গুচ্ছের ভয়ের সঙ্গে দিন কাটাত। মাসে মাসে ৫০০ ট্যাহা মাইনে গুনতে গেলে সারা দেশের লোককে আইটিতে চাগ্রী নিতে হবে, নয়ত দামী কোম্পানীর মোটা ম্যানেজার হতে হবে।
  • Arpan | 193.134.170.35 | ০৯ ফেব্রুয়ারি ২০০৭ ১৭:২২728931
  • আমিও পড়েছি। প্রতি সেশনে ১৭ টাকা দিয়ে। তারপরে ইঞ্জিনীয়ারং পড়লাম সেও মাস গেলে ২৫ টাকা। এখন বুঝি ঐভাবে হয়না। ফ্রী জিনিস ভালো হয় না। আর গরমেন্টও কদিন পরে লালবাতি জ্বালে।

    ছোটোলোক- বড়লোক আবার কি? ও স্ট্যাটাস ফ্যাটাস আমার স্রিফ আসে না।
  • J | 160.62.4.10 | ০৯ ফেব্রুয়ারি ২০০৭ ১৭:২৬728932
  • ওখানেই ভুল।
    ফ্রী কেন হবে? আমাদেরই পয়সা। আমাদেরই ট্যাক্সের পয়সা। কিন্তু বিভিন্ন ইস্কুলে বিভিন্ন মাইনে থাকবে কেন? ইস্কুল হবে সরকারের।
    আর ফ্রী স্কুল যে সবচেয়ে ভালো হয়েছে এদেশে, সেটা প্রমাণিত। পয়সাটাতো আমরাই দিচ্ছি।
    শুধু মাসে ৫০০ বা ৫০০০ টাকা মাইনে হলেই ইস্কুল ভালো? আমি তো দেখে এসেছি, অতি রদ্দি।
  • Arpan | 193.134.170.35 | ০৯ ফেব্রুয়ারি ২০০৭ ১৭:২৬728933
  • ফ্রী জিনিস কেন ভালো হয়না তার একটা উদা দিচ্ছি। স্কুলে যার যার কাছে অঙ্ক-ফিজিক্স আর বাংলা পড়লুম, স্কুল ছুটির পরে তাদের কাছে ১৫০-২০০ কাঞ্চনমুদ্রা দিয়ে ইস্পেশাল কোচিং নিতে হত। আর কিছু না হোক, পরীক্ষার সম্ভাব্য প্রশ্নগুলো তো পাওয়া যাবে। সাদা বাংলায় যারে সাজেশন কয়।
  • Arpan | 193.134.170.35 | ০৯ ফেব্রুয়ারি ২০০৭ ১৭:৩৪728935
  • সে তো আছে যো দি। হাজার গণ্ডা আছে। শিক্ষাদান এখন বাণিজ্যের বড় ফিকির।

    কিন্তু তুমি সরকারের পরিচালন ব্যবস্থার অদক্ষতা আর রাজনৈতিক ধান্দবাজি শোধরাবে কি প্রকারে?

    প্রথম বিশ্বের কেসস্টাডিগুলো তৃতীয় বিশ্বে একেবারে খাটে না। আপেল আর কমলালেবুর চেয়েও আলাদা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন