এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ela | 237812.69.563412.233 (*) | ০১ সেপ্টেম্বর ২০১৯ ০১:৩১49195
  • বাবা গো, প্রথম আলোর লেখাটা দু-ত্তিন প্যারার বেশি পড়তে পারলাম না। কাজ না থাকলে এর থেকে খই ভাজাও ভাল।
  • নাহার তৃণা | 236712.158.4578.32 (*) | ০১ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৫49196
  • বিখ্যাত লোকজনের নানা ক্ষ্যাপামির কথা আমরা তাদের লেখালেখি কিংবা জীবনী থেকে জানতে পারি। বাঙালি হিসেবে নীরদ চন্দ্র চৌধুরী বোধকরি এ বিষয়ে বেশ এগিয়ে ছিলেন। বিভিন্ন ভাবে তিনি তাঁর আচার-আচরণগত কারণে সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। হয়ত তিনি সেসব উপভোগ করতেন- কি জানি! তো প্রচণ্ড রকমের জ্ঞানী, বাগ্মী এই লোকটা যতই সাহেবিয়ানা করেন না কেন, মনে প্রাণে বাঙালিই ছিলেন। একজন বাঙালি হিসেবে তিনি আরেকজন বাঙালিকে বাঙালিয়ানা পোশাকেই তিনি দেখতে চাইতেন। তাঁর দর্শনপ্রার্থী কোনো বাঙালি ভিনদেশি পোশাকে তাঁর কাছে গেলে তিনি তাকে অপমান করতেও দ্বিধা করতেন না।

    কেতকী কুশারী ডাইসন, যিনি নিজেও একজন স্বনাম খ্যাত মানুষ এবং ইংল্যান্ড প্রবাসী বাঙালি। এই কেতকী একবার নীরদ চন্দ্র চৌধুরীর বাড়িতে সালোয়ার কামিজ পরে গিয়েছিলেন। আর যায় কোথায়! নীরদ চৌধুরীর যাবতীয় শিক্ষা দীক্ষী জানলা খুলে পালিয়ে বাঁচলো। ফলে যা ঘটবার তাই ঘটলো। কেতকীকে তিনি নিদারুণভাবে অপমান করে বসলেন। কাজটা যে তিনি একদমই ঠিক করেননি এ বিষয়ে পরবর্তীতে নবনীতা দেব সেন বলতে গেলে তাকেও ছেড়ে কথা বলেননি বিরল প্রতিভা আর পাগলামিতে ভরপুর এই নীরদ চন্দ্র চৌধুরী। ওটুকু করেই যদি ক্ষ্যান্ত হতেন তাও হতো... না তিনি কী করলেন? বলে বসলেন চরমতম অপমানজনক বাক্য - " সালোয়ার কামিজ পরার জন্য ফিগার লাগে।" জ্বী ঠিকই পড়ছেন, অক্সফোর্ড দাপিয়ে বেড়ানো, বাঙালি সংস্কৃতি ঐতিহ্য বিষয়ে দশমুখে বাক্যবাণে অভ্যস্ত নীরদ চন্দ্র চৌধুরী বলেছেন এহেন সেক্সিস্ট কথা!!

    ছুটির দিন হওয়ায় আজ বেলাবেলি ফেসবুকে পা দিতেই চোখের সামনে চলে এলো শাড়ি পরা এক প্রিয় মানুষের ছবি। পরের পর বেশ কিছু তালিকাবদ্ধ বন্ধুর শাড়ি পরা ছবি এলো গেলো। কাহিনি কী রে বাবা! ঠিকঠাক ঠাওর হয়না। কাউকে জিজ্ঞেস করবো করবো করতে করতে নানার ইতং বিতং কাজে বার কয়েক লগাউট হয়েছি। খুব সম্ভবত বিকেলের দিকে চরম উদাসের পোস্ট পড়ে সব ফকফকা। নীরদ চন্দ্র কেস আর কী।

    আমাদের এক বিখ্যাত ব্যক্তিত্ব,আবদুল্লাহ আবু সায়ীদ, আহ্লাদ করে যাকে অনেকেই আলোকিত মানুষ বলে ডাকেন। সেই আলোমাখা(!) মুখে কালিমায়ভরা সব ইতং বিতং বকে গেছেন। তার গোল গোল কথা জুড়ে শুধুই সেক্সিস্ট আর রেসিস্ট বার্তা। এই নাকি আলোকিত মানুষের অমৃত বচন! আমার ফেসবুকীয় তাবত নারী বন্ধুদের সাথে আম্মো একাত্ম হয়ে শুধু এটুকুই বলবো, হ্যাঁ আমিও তার বক্তব্যে দারুণ ক্ষুব্ধ। তবে আমি শাড়ি পরা ফটুক ঝুলিয়ে তার কথারে বেইল দেবার পক্ষপাতী নই। পোশাক নির্বাচনের স্বাধীনতা অন্য কেউ আমার উপর চাপিয়ে দিতে পারেন না। ওতে সম্পূর্ণ অধিকার শুধুমাত্র আমার, আমার এবং আমারই! কারো চোখের শান্তির জন্য আমি পটাং করে শাড়ি পরবো না, পরবো না পরবো...মানাক নাই মানাক পোশাকের স্বাধীনতা শুধুমাত্র আমার-- পিরিওড!

    'শাড়ি' লেখাটা বড়ই পরস্পর বিরোধী মনে হয়েছে আমার। উপমহাদেশীয় উত্তরাংশের অপরূপাদের শাড়িতে কল্পনা করতে গিয়ে শটসার্কিট হইছে খুব সম্ভবত।

    ---------------
    আপনার কথার সাথে সহমত জানিয়ে নিজের ওয়ালের কথাটুকুই কপিপেস্ট করলেম ভ্রাত।
  • Ela | 237812.68.454512.186 (*) | ০১ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৯49197
  • নীরদ সি কি বাঙালি পুরুষদেরকেও ধুতি না পরে গেলে গালাগালি দিতেন?
  • অর্জুন | 237812.69.563412.165 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৭:১৯49198
  • নীরদচন্দ্রকে একা দোষ দিয়ে লাভ নেই। সত্যজিৎ রায় ভারতীয় নারীদের শাড়ি ছাড়া অন্য পোশাকে মেনে নিতে পারতেন না। বিজয়া রায়ের 'আমাদের কথা'য় বহু জায়গায় আছে। প্রায় বৃদ্ধকালে বিজয়া রায় যখন রাত্রিবাস (নাইটি) পরা শুরু করেন সত্যজিতের সে ব্যাপারে বিশেষ আপত্তি ছিল।

    শাবানা আজমী বলেছেন 'শতরঞ্জ কে খিলাড়ি' র শুটিঙের সময় উনি যখন বোম্বাই থেকে প্লেনে শুটিং স্পটে আসেন তখন চলাফেরার সুবিধের জন্যে জিনস আর টপ পরে এসেছিলেন। সত্যজিৎ তাকে দেখে চিনেও না চিনতে পারার ভান করে ছিলেন। মানিকদা'র এই শীতল ব্যবহার, তাও প্রথম কাজ করতে এসে ভাল লাগেনি শাবানাজির। কিন্তু সন্ধ্যেবেলা যখন দেখা হল, তখন তিনি শাড়ি পরে, মানিকদা দিব্যি এগিয়ে এসে কথা বললেন খোশমেজাজে। পরে শাবানা জেনেছিলেন মানিকদা মহিলাদের শাড়ি ভিন্ন অন্য পোশাকে পছন্দ করতেন না।
  • বিপ্লব রহমান | 236712.158.566712.143 (*) | ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩৯49199
  • সায়ীদের শাড়ি রচনাটি সুশীলের কামসূত্র ছাড়া কিছু নয়।

    "আলোকিত মানুষ চাই" শ্লোগান দিলেই আলোকিত মানুষ হওয়া যায়, সায়ীদের চরমতম সেক্সিষ্ট রচনা আরেকবার মনে করায়।

    তাছাড়া এটি ছাপার যোগ্য কোনো লেখা? সাহিত্য? এই লেখা বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ সংবাদপত্রে ছাপা হয় কি করে?
  • নাহার তৃণা | 237812.68.8956.148 (*) | ০৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৭49200
  • Ela, সে সম্পর্কে বাঙালি বাবুগণ কোথাও তেমন কিছু উল্লেখ করেছেন কিনা জানা নেই ইলা।

    অর্জুন, শুধুমাত্র নীরদ চন্দ্র কে দোষ দেয়া হলে শুরুর 'বিখ্যাত লোকজনের...' না লিখে অন্যভাবে লিখতাম ভাই!
  • Ela | 236712.158.782323.33 (*) | ০৬ সেপ্টেম্বর ২০১৯ ০১:২৩49201
  • @তৃণা, সেইটাই। অধম নারীজাতির উন্নতিকল্পেই যত আলাপ-আলোচনা। এ শুধু হোয়াইট ম্যানস বার্ডেন না, জাতিধর্ম নির্বিশেষে অল ম্যানস বার্ডেন।
  • তামান্না মেহেরুন | 103.148.216.192 | ২৩ অক্টোবর ২০২১ ১৪:০৯500100
  • প্রথম আলোর লেখাটা পড়েই, ভাবছিলাম এই লোকটা কে! এসব কি লিখেছে ছাই পাশ, কিভাবে সম্ভব!
     
    আপনার লেখা পড়ে মন ভালো হয়ে গেলো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন