এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • aranya | 154.160.226.96 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৩:১৬55832
  • এই সময়ের আর্টিকল-টা পড়ে, কোচকে রাগে খিমচে রক্ত বার করে দিচ্ছে -আমারও ক্ষিদ্দা আর কোনি-র কথা মনে পড়ছিল
  • π | 132.163.104.253 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৩:২০55826
  • একজন লিখেছে দেখলাম, ' Aar bakira Produnova chesta korenni tar karon tader kachhe onek better training facilities achhe, jegulo diye tara Produnova na koreo onek better result korchhe
    '
  • aranya | 154.160.226.96 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৩:৩৭55833
  • একেবারে মতি নন্দীর উপন্যাস

    দীপা-র জন্য সত্যিই গর্ব হয়। আশা করি, ভারত থেকে এবার আরও জিমন্যাস্ট উঠবে
  • ঈশান | 214.54.36.245 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৩:৪২55834
  • এই সময়ের পোবোন্ধের লিং দেওয়া হোক। জিকে বাড়াই।
  • 4z | 209.167.35.20 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৩:৫২55836
  • উঠবেনা অরণ্যদা। আমাদের দেশে খেলাধুলো এখনো বাবা-মাদের প্রায়োরিটি না যদি না সেটা টেনিস এর মত গ্ল্যামারাস কিছু হয় বা ক্রিকেটের মত পয়সাওয়ালা কিছু। একটা দেশে স্পোর্টস এ উন্নতি তখনই সম্ভব যখন সমাজের সর্ব্বস্তর থেকে পার্টিসিপেশন বাড়ে।
  • ঈশান | 202.43.65.245 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৩:৫৪55837
  • থ্যাঙ্কু।
  • aranya | 154.160.226.96 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৩:৫৬55838
  • সানিয়া, সিন্ধু-র জন্য তো ব্যাডমিন্টনে কিছু ছেলেমেয়ে আসছে।
    প্রচার দরকার। পয়সাও দরকার - প্রচার হলে কর্পোরেট ফান্ডিং আসবে, হয়ত
  • aranya | 154.160.226.96 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৪:০১55839
  • অতনু-ও দারুণ করছে আর্চারিতে, টপ ১৬-য় আছে, রিয়াল বিগ ডিল
  • 4z | 209.167.35.20 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৪:১১55840
  • শুধু ব্যাডমিন্টন কেন? সব খেলাতেই বরাবর ছেলেপিলে আসে কিন্তু লেগে থেকে এগিয়ে যাওয়ার পাবলিক খুব খুব কম। বেশিরভাগেরই প্রায়োরিটি বদলে যায় ক্লাস নাইন-টেন থেকে। আর এই বদলটা প্রথমে বাবা-মা'র মধ্যে আসে। আর যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে আসে তাদের হাতে খুব একটা অপশন থাকে না লেগে থাকার জন্য। তার একটা বড় কারণ অবশ্যই টাকা।
  • ঈশান | 214.54.36.245 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৪:২১55841
  • ওরে বাবা এর কোচ হওয়া মানে তো জীবন বাজি রেখে চলা। তার উপর কালীভক্ত। :-)
  • mila | 22.5.49.74 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৪:৪৮55842
  • প্রথম কমেন্ট টা আমি লিখেছিলাম ফেবু তে, বালের মতো কথা কিনা জানিনা, তবে ইটা ওর নিজের কোচ বহু জায়গায় বলেছেন যে ওকে প্রদুনোভা করতে বলেছেন কারণ ওটায় ডিফিকাল্টি লেভেল অনেক বেশি, তাই পয়েন্ট ওঠার সুযোগ বেশি, কারণ অন্যান্য মুভ গুলোয় ট্রেনিং করার মতো পরিকাঠামো ওদের ছিলোনা
    অলিম্পিক্স এ লোকে বেশি পয়েন্ট পেয়ে পদক পেতে যায়, যদি অন্য মুভ করে পয়েন্ট পাওয়া সম্ভব হতো দীপার পক্ষে, সেটাই করতো
    যেমন সাইমন বাইলস প্রদুনোভা না করেও 16।1 স্কোর করেছে ভল্ট এর কোয়ালিফিকেশন রাউন্ড এ (যেখানে দীপা অষ্টম)
    দীপার কৃতিত্ব ছোট করার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু কেন একটা প্রতিভাবান মেয়ে কে প্রদুনোভা করে লাইফ রিস্ক নিতে হচ্ছে সেটা একবার ভাবলে আর প্রদুনোভা নিয়ে এই রোমান্টিসিজম তা থাকতোনা বোধহয়
  • mila | 22.5.49.74 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৪:৫২55843
  • এবং এর জন্যেই প্রদুনোভা কে নেক্সট অলিম্পিক থেকে দিভ্যালু করা হচ্ছে , কারণ দেখা যাচ্ছে গরিব দেশ গুলো থেকে আসা জিমন্যাস্ট রা ইটা ট্রাই করছেন, এবং অনেক সময়েই প্রাণের ঝুঁকি হয়ে যাচ্ছে
  • ranjan roy | 132.180.196.247 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৫:২৭55827
  • এ'রম বালের মত কথা রকের আড্ডায় বা চায়ের ঠেকেও শুনি নি।
    ইয়েলেনা প্রোদুনোভার বোধহয় ভাল ট্রেনিং ফেসিলিটি ছিল না, তাই উনি ও'রম বিদকুটে স্ট্যান্স শুরু করেন।;)))
  • Abhyu | 81.12.145.3 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৫:৩০55828
  • জ্যোতিবাবু নাকি একবার জলের উপর দিয়ে হেঁটে দেখান। গণশক্তি খবর করেছিল - ভারতের কমিউনিস্ট জ্যোতিবাবু অসাধ্য সাধন করলেন। বর্তমান খবর করেছিল - জ্যোতিবাবু আর কিছু পারলেন না তাই জলের উপর দিয়ে হেঁটে গেলেন।
  • sch | 132.160.114.140 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৫:৫৭55829
  • লোকে একটা কঠিন জিনিস আটেম্পট করে কেন? কারণ তাতে ভালো নম্বর ওঠে । জিমন্যাস্টিক্সের নম্বর ওঠে দুটোতে - একটা ডিফিকাল্টি লেভেল আর একটা এক্সিকিউশান। দীপা জানেন এক্সিকিউশানের পারফেকশান দিয়ে হাই লেভেলে কম্পিট করা কঠিন - তাই ডিফিকাল্টি লেভেলে লড়ার চেষ্টা।
    ওনার কোচও স্বীকার করেছেন
    Karmakar's coach Bishweswar Nandi told Hindustan Times that since gymnastics was not India's strength, they have to take some risks: "We have to take this risk because we are not a strong nation when it comes to gymnastics. Dipa attempts Produnova because it can get her bigger points and a chance to enter the finals of tournaments."

    আরো পরিষ্কার করে বলা আছে

    "The Indian Express reports: "Trouble started about five years ago when Yamilet Pena Abreu of Dominican Republic and Egyptian Fadwa Mahmoud attempted the dangerous vault in search of a high score (it has the highest Difficulty of 7) , and even dicey executions occasionally fetched them a place in an event final. But it put a lot of hearts in mouths, as fans seethed over Produnova wannabes from non-traditional countries going for broke and tumbling hazardously. That the athletes who couldn't reach the finals with lesser difficult vaults were using this tougher maneuver to move ahead, didn't sit well with traditional fans."

    The same report says that the vault has also been criticised as the last resort of gymnasts who are not particularly great at other gymnastics moves."

    (source: http://www.huffingtonpost.in/2016/08/08/why-the-death-vault-that-propelled-dipa-karmakar-to-olympics-fin/)

    এবার বলুন কেন ইন্ডিয়া জিমন্যাস্টিক্সে ভালো না????? সেটা কি দোইহিক গঠনের জন্য না ছোট থেকে ভালো ট্রেনিং এর অভাবে
  • pi | 11.39.56.40 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৬:০১55844
  • অন্যান্য পরিকাঠামোয় ট্রেনিঙ্গ করার পরিকাঠামো ছিল না! আবার সেই তথ্যহীন কথাবার্তা বলে মামুর সাইট ভরানো !
  • amit | 213.220.42.196 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৬:০৯55830
  • এই সব মিকেল ফেলপ্স এর মতো লোকজনকে ban করে দেওয়া উচিত। একিরে বাবা। আমরা একটা bronze পেলে বর্তে যাই, আর এই একটা হুমদো লোক গত 3 টা অলিম্পিক্স এ 21 সোনার মেডেল নিয়ে চলে যাচ্ছে, আর পারা যাচ্ছে না। একটা নিয়ম করা উচিত, 5 টা মেডেল হলেই কম্পালসরি রিটায়ারমেন্ট।
  • π | 192.66.30.192 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৬:২১55831
  • since gymnastics was not India's strength, they have to take some risks: "We have to take this risk because we are not a strong nation when it comes to gymnastics.

    এটার কারণটা ঠিক কী ?
  • sch | 55.251.235.21 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৬:৩৯55845
  • এই লেখাটা পড়ুন - http://indianexpress.com/article/sports/sport-others/dipa-karmakar-with-produnova-a-degree-in-difficulty-rio-olympics-2016-2767493/
    তাহলে প্রদ্যুনভা কি - কেন - তাতে কি কি সুবিধে অসুবিধে সব জানতে পারবেন।

    এই ভল্ট প্রথমে কে দিয়েছিলেন? এলেনা প্রদ্যুনভা। তিনি রশিয়ান - কাজেই তার দেশে পরিকাথামো ছিল না - এগুলো বলার মানে হয় না। তাহলে তিনি করলেন কেন? কারণ তাতে ল্যান্দিং পার্ফেক্ত না হলেও কিছু পয়েন্ট পাওয়া যায়। অর্থাৎ দিফিকাল্টি বাড়িয়ে হাই স্কোর নিশ্চিত করা। তাতে কি হয়? মেডেল পাওয়া যায়।

    জিমন্যাস্টিক্সের এই ইভেন্টটা ত আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, তাই তাতে শুধু ট্রেনিং এ হয় না - বডি ফ্লেক্সিবিলিটি , পারফেকশান ইত্যাদি অনেক ইস্যু থাকে। যে দেশে কোনো দিন কেউ এশিয়াডেও কেউ জিমন্যাস্তিকসে সোনা পায় নি সেখানে ছোট থেকে এগুলো শেখানোর ব্যবস্থা থাকে না। এটাকে যদি বলেন পরিকাঠামোর অভাব - তাহলে তাই। কিন্তু মনে রাখবেন - আমেরিকানরাও এটা চেষ্টা করেছেন, কিন্তু কনফিদেন্ট হয় নি বলে করে নি

    অন্য আপারেটাস ইভেন্টে কিন্তু দীপার স্কোর খুব আভারেজ - তাই এই স্টান্ট ভল্টের আশ্রয় - রিস্কি এবং সাহসী সিদ্ধান্ত কিন্তু খুব ambitious.

    সাহসীদের জয় হয় - দিপাও পারবেন আশা করি
  • sch | 55.251.235.21 (*) | ১০ আগস্ট ২০১৬ ০৬:৪৬55846
  • দীপা নিজে কি বলছেন দেখুন
    "I believe that practice makes perfect, and then it is not difficult anymore," she said. "My coach, (Bisweshwar Nandi) ensured that I practised extensively."
    "In the last three months I did 1000 repetitions of the move. Now it is the easiest vault for me."
    "Not many in the country knew about this until recently, and now I hope that this vault becomes more famous than me in India," she said.

    source:http://www.sportstarlive.com/rio-2016-olympics/dipa-karmakar-produnova-is-the-easiest-vault-for-me/article8959610.ece
  • aranya | 83.197.98.233 (*) | ১১ আগস্ট ২০১৬ ০৪:০৪55850
  • মিলা-র দেওয়া আর্টিকল থেকে। দীপাকে অনেক বাধা, অনেক কঠিন পথ পেরোতে হয়েছে -

    'I had to put together several narrow rectangular judo mats to make an area to practice the floor exercise.

    “And there was nothing that resembled a vault so we piled many crash mats on top of each other to make some sort of a raised platform up to 1.25 metres from where I could launch into a vault which probably wasn’t safe but it was the only option available to us.

    “So I feel that to get here and make an apparatus final, especially after the unbelievable challenges I faced in India, is a really big deal.”

    Success at last year’s Commonwealth Games, when Karmakar claimed a bronze on the vault in the same Hyrdro Arena that staged last week’s championships, has done little to change her fortunes. With next to no funding available for a sport that gets barely any attention in India, Karmakar still has to make do with practising her skills on out-of-date apparatus.'
  • pi | 11.39.38.75 (*) | ১১ আগস্ট ২০১৬ ০৪:১৯55851
  • এগুলো নিশ্চয় ভুয়ো তথ্য। খামোখা লিখে লিখে সার্ভার ভরানো।
  • Mila | 176.137.118.95 (*) | ১১ আগস্ট ২০১৬ ০৪:৪৩55856
  • এখানে ছবি পোস্ট করে কি করে
  • Mila | 176.137.118.95 (*) | ১১ আগস্ট ২০১৬ ০৪:৪৮55857
  • একজন ফিজিও চেয়ে পায়নি, ফাইনাল এ কোয়ালিফাই করার পর তড়িঘড়ি ফিজিও পাঠানো হয়েছে, পেপার কাটিং তা আপলোড করতে পারলামনা
  • sch | 132.160.114.140 (*) | ১১ আগস্ট ২০১৬ ০৪:৫৭55852
  • আমি কিন্তু এখনো আমার প্রথম প্রশ্নের উত্তর পই নি। সমস্ত সুবিধে থাকা সত্তেও প্রদ্যুনভা কেন এই ভল্ট দিয়েছিল । সে তো দীপার মতো তৃতীয় বিশ্বের এথলেট ছিল না।

    আর দীপার ঊঠে আসার সময়ের লড়াইকে কোথাও অগ্রাহ্য করি নি কিন্তু - আমি লিখেছি মনে হয় ভাটিয়ালিতে
    -------------------------------------------------------------------------------------------
    "নিঃসন্দেহে অসাধারণ ওনার লড়াই, সাহস এবং প্রতিকূলতা জয় করার ক্ষমতা, যেটুকু পেয়ছেন তাও সামান্যই - কিন্তু কভারেজ পান নি গত পরশুর আগে - এটা ভুল।"

    IP Address : 132.160.114.140 (*) Date:10 Aug 2016 -- 06:16 PM
    ------------------------------------------------------------------------------------------
    এবার এই ইন্টারভিঊটা একটূ পড়ুন (28th June, 2016)

    http://www.news18.com/news/other-sports/nothing-wrong-with-dipa-karmakar-training-in-india-for-olympics-coach-1263141.html

    There were some reports of her being disappointed at not getting the opportunity to train abroad, but Nandi, talking to News18, cleared all the air around the issue.

    "We were asked to go abroad for training by the Sports Authority of India (SAI), but I refused it. Even sponsors also approached us but I refused them too," Nandi said when contacted.

    "Our main focus is on the vault event. The facilities related to vaulting table, etc., have been given by SAI. We have got the equipment from France. We are training hard at the Indira Gandhi Stadium. We will leave for Rio on July 30," Nandi said.

    অবশ্যই এই সবকিছু অনেকখানি পথ অনেক কষ্ট করে পেড়িয়ে আসার পর। কিন্তু এটা পড়ে সাই একদম ফালতু এটা বলতে পারা যায় কি ??

    একটা জিনিস ভেবে দেখুন দীপাকে নিয়ে এই লেখাগুলো কিন্তু অনেক দিন ধরে হচ্ছে - মিলার দেওয়া লিঙ্কগুলো নভেম্বার ২০১৫ র। আমার প্রথম বক্তব্য ছিল দীপা মিদিয়ার প্রচার পায় নি এটা ঠিক না - মিলার লিঙ্কগুলো কিন্তু সেটাই প্রমাণ করছে।

    দীপা প্রদুভনা কেন দিলেন সেই উত্তর কিন্তু ক্লিয়ার না এখনো। খুব ভালো এপারেটাস পেলে কি দিতেন না?

    আমার মনে হয় এ দেশে যে ভাবে একজন জিমন্যস্ট বড়ো হয়ে ওঠে তাতে কিন্তু তার পক্ষে এক্সিকিউশানে খুব ভালো মার্ক্স পাওয়া কঠিন। দীপার ফ্লোর এক্সাইজের র‍্যাঙ্ক কিন্তু অনেক পিছনে
  • pi | 11.39.56.225 (*) | ১১ আগস্ট ২০১৬ ০৫:০৪55853
  • দীপাকে নিয়ে কথা মানে তার পুরো লড়াইটা নিয়ে। এই ইনিশিয়াল স্টেজের হার্ডলগুলো পেরোতে পারেনা বলেই অনেক হলেও হতে পারতো দীপা হারিয়ে যায়। একটা জায়গায় পৌছতে পারলে তখন তো কিছু কিছু হলেও সাহায্য আসে। কিছু প্রচার হয়। খুব বেশি না হলেও। সাই কিচ্ছুটি করেনি এরকম কথা কেউই বলেনি। তা ছয়াযুদ্ধ করে আর কী হবে।

    কিছু জায়গায় যে রিসোর্স আটেনশন অনেক বেশি যায় আর কিছু জায়গায় অনেক কম। পেলে আরো বেটার হতে পারত সেই নিয়েও যে এত তর্ক হতে পারে ভাবিনি।
  • sch | 132.160.114.140 (*) | ১১ আগস্ট ২০১৬ ০৫:৩৫55854
  • লেখার হাইলাইট ছিল অন্য জায়গায়
    "দীপা কর্মকারের নাম জানতেন? গতকাল বা পরশুর আগে? আমি জানতাম না। আমার আশেপাশে, ট্রেনে বাসে, পাড়ায়, বাজারে, সান্ধ্য কালীন তাসের আসরে বা চায়ের ঠেকে বেশির ভাগ মানুষই জানতেন না সেটাও একরকম নিশ্চিত।

    সেটাতেই আপত্তি জানিয়েছি । আমার কাছে লেখাটা তথ্যহীন আর ফালতু মনে হয়েছে। বিশেষ করে শেষ লাইনগুলোর জন্যে
    " স্লোগান উঠেছিল - রক্ত দিয়ে বক্রেশ্বর গড়বো। এরকম স্লোগান কেন ওঠেনা, কেন্দ্র দিক বা না দিক, আমরা নিজের রাজ্যের ছেলেমেয়েদের সমস্ত সুযোগ সুবিধার ব্যাবস্থা করে তাদের মধ্যে থেকেই পরবর্তী দীপা-সাইনা দের গড়ে তুলবো?"
    খুব ফাঁকা রাজনোইতিক স্লোগানের মতো লাগল। আমার ধারনা নিজের এই মত প্রকাশের স্বাধীনতা আমার আছে।

    দীপার নাম যাদের জানার তারা জানতেন। যাদের না জানার তারা জানতেন না। আর ফুটবল বা হকিতেও কিন্তু অনেক অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে আসতে হয় - এমনকি ক্রিকেটেও। এরাও কিন্তু অনেক দুর গেছেন -
    http://ebela.in/sports/two-manipurian-at-men-s-hockey-team-shine-for-india-1.454052

    আর আমার লেখার বিষয়ে মন্তব্যের সাথে ওই "বোকাচোদা" সংক্রান্ত মন্তব্য একই লেখায় থাকায় ওই কমেন্টের দায়ও আমার ঘাড়ে চলে এল - এটার একটা ক্লারিফিকেশান দেওয়ার দরকার ছিল মনে হয়
  • pi | 11.39.56.198 (*) | ১১ আগস্ট ২০১৬ ০৬:১৬55855
  • যাদের না জানার জানতেন না। এটা আবার খুব আরোগান্ট আর সুইপিঙ্গ স্টেটমেন্ট লেগেছে। আমারো যা মনে হয়েছে বললাম। আশেপাশে অনেক লোককেই জানতে দেখিনি। বাঙ্গালি না হলে তো আরোই। তান্দের বা তান্দের কথাকে এক কথায় ফালতুও ভাবতে পারিনা।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন