এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • ঈশান | 214.54.36.245 (*) | ২৩ মার্চ ২০১৬ ০৭:৪৩55983
  • খবর পেলেই আপডেট দেওয়া হোক।
  • শারদ্বত | 24.102.84.2 (*) | ২৩ মার্চ ২০১৬ ০৭:৫৭55984
  • হ্যাঁ, অ্যাপেন্ড করে দেব...
  • pinaki | 95.229.73.124 (*) | ২৩ মার্চ ২০১৬ ০৮:৩১55985
  • আবারো অনুরোধ, এরকম সর্বভারতীয় ইস্যুতে ফেবুতে বাঙ্গলার সাথে সাথে ইঙ্গরিজিতেও স্ট্যাটাস লিখুন। নইলে আপনাদের অবাঙ্গালী বন্ধুরা জানবে কিকরে? আমি, যে কিনা দুলাইনও ইঙ্গরিজি ঠিক করে লিখতে পারি না, সেও এই বাজারে কত স্ট্যাটাস কত তর্ক ইঙ্গরিজিতে করে ফেললাম। এটা দরকার। এক তো কত বিবিধ মতামতের সাথে ডায়লগে যাওয়া যায়, যে ভ্যারাইটিটা শুধু বাঙ্গালির সাথে বিনিময় করে পাওয়া যায় না। দুই, অনেক আশাতীত অ্যালি পাবেন, যাদের এই বাজারে আপনার এত র‌্যাশনাল, এত ঠিকঠাক মনে হবে যা আপনার বহুপরিচিতদের মধ্যেও আপনি দেখেন নি।

    মোবাইল থেকে অনুস্বর দিতে পারলাম না। ঃ-(
  • pinaki | 95.229.73.124 (*) | ২৩ মার্চ ২০১৬ ০৮:৪৮55986
  • মানে আমার খুব আফশোস হয়েছে এটা ভেবে যে ফেবুগুরুতে এই পুরো এপিসোডটায় এত এত রাজনৈতিক বিতর্ক হল, কিন্তু একটা ন্যাশনাল ইস্যু হওয়া সত্ত্বেও বাঙ্গলার বাইরে তার কোনো ছাপ পড়ল না। অথচ বাঙ্গলায় হয়তো বিপদটা তুলনায় কম।
  • S | 202.156.215.1 (*) | ২৩ মার্চ ২০১৬ ০৯:৫৩55987
  • বাঙ্গলার বাইরে ছাপ পড়ে না বলেই বোধয় ওখানে বিপদটা বেশি।
  • dc | 132.164.107.23 (*) | ২৪ মার্চ ২০১৬ ০১:২১56012
  • ঠিকই, এখনো কিছু হইচই হচ্ছেনা। হয়তো এই খবরটা সেই ক্রিটিকাল লিমিট ক্রস করেনি, আরেকটা কারন হতে পারে যে মিডিয়া এখন টি২০র বড়ি গেলাতে ব্যস্ত।
  • pi | 24.139.209.3 (*) | ২৪ মার্চ ২০১৬ ০৬:০৮55988
  • রাতুলের পোস্ট টাআ টআআK।

    'ক্যামাফ্লোজে চলা যুদ্ধটা এবারে একেবারে সামনা সামনি শুরু হয়ে গিয়েছে। 'গরু জবাই' বন্ধ করার নাম করে ফ্যাসিস্ট সরকার একেবারে সরাসরি দেশ জবাই, বিরোধী জবাই, 'দেশ-বিরোধী' জবাই করতে নেমেছে।
    বাস্তারের ভারী বুটের শব্দ এখন প্রান্ত পেরিয়ে কেন্দ্রে চলে এসেছে, হায়দ্রাবাদের কেন্দ্রে, হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে। বিশ্ববিদ্যালয়গুলো এখন সরাসরি যুদ্ধক্ষেত্র। কারণ হীরক রাজা বলে দিয়েছেন যে যত পড়ে, সে তত বলে... অতএব এখন শুরু হোক পড়ুয়া জবাই, JNU হয়ে আবার HCU.....
    একটা বিশ্ববিদ্যালয়ের ৩৬ জন ছাত্র শিক্ষককে তুলে নিয়ে গিয়ে একটা গোটা দিন ভ্যানিশ করে রাখল, গোটা HCU টাই এখন জেলখানা বন্ধ খাবার দাবার, ইলেক্ট্রিসিটি জল, ইন্টারনেট,পুলিশের রুট মার্চের জায়গা। তবুও এই জেলখানার মধ্যেই রাত জাগছেন রহিথের বন্ধুরা, রহিথের স্বপ্ন নিয়ে চলছে যৌথ লড়াই যৌথ রান্নাঘর যৌথ প্রতিরোধ ..
    বাস্তাররের কালো মেঘ আরোও ঘনাচ্ছে প্রতিদিন, ডাক্তার শৈবাল জানা সহ আটক আরও বহু মানুষ., ত্রিশ বছর ধরে প্রত্যন্ত এলাকায় শহীদ হাসপাতালে ডাক্তারি করা হাতে 'রাস্ট্রদ্রোহের' হাতকড়াটা একটা political statement ই বটে ..পশ্চিমবঙ্গেও দিলীপ ঘোষরা হুমকি বাগাচ্ছে রোজ, বলেছে সুযোগ পেলেই যাদবপুর, প্রেসি, কলকাতা বর্দ্ধমান থেকে সবকটা দেশদ্রোহী কে কলার ধরে বার করবে ...
    কুঁড়ি গুলো বারুদ গন্ধে মাতাল হচ্ছে, আসুন আমরা সব্বাই মিলে সামনে এগিয়ে আসতে থাকা ভীষণ যুদ্ধের প্রস্তুতি শুরু করি...।'
  • pi | 24.139.209.3 (*) | ২৪ মার্চ ২০১৬ ০৬:১০55989
  • উত্তম সেনগুপ্তর আপডেট ঃ

    ' Between 21 and 34 students and 2 professors were picked up yesterday around 5 pm, brutally beaten in a police van, and detained in unknown locations all night. We have some information now that they were detained in Miyapur and Narsing police stations; the police blatantly lied to people who went to Miyapur police station that they were not holding any people there. We still do not know their fate.

    The CRPF and RAF have beaten hundreds of protesting students badly in campus, abused them as “anti-nationals”. Students were crying and in pain. Women were beaten and grabbed by male police officers. The phones of several students have been confiscated while they video recorded the brutality. Hostels were searched as police appeared to have a pre-determined list of students and faculty they were trying to pick up, which media have said was a list directly supplied by the VC. A letter has emerged showing the eerie and detailed coordination between Appa Rao, and sections of faculty, non teaching staff, and ABVP students (see below). This VC has disrupted the peaceful academic semester with his unannounced and forceful return, and his only actions upon returning are to postpone the academic council meeting on account of Holi, suspend classes until the 26th (why?), encourage non teaching staff to go on strike leading to halting of food supply in the messes. Drinking water, water for sanitation, and internet are also completely shut down on campus. Why is the VC intent on shutting down the University and disrupting campus harmony and the academic schedule - that too so close to student's exam times?

    There is a media black out of this, so please spread the word and anyone who can, pressure the authorities to release the students and professors.
    ---

    Unprecedented state-terror against HCU students. Food, water and internet have been cut off. Police and paramilitary are swarming the campus, confiscating phones from passers-by if they shoot so much as a single picture of the campus. Students have been harassed, beaten up, and molested. Both students and professors arrested. And according to the latest news, beaten-up students are being refused treatment at health centers. All this, for practising their constitutional right - you know, the thing the state is supposed to protect. ‪#‎StandWithHCU‬
  • pi | 24.139.209.3 (*) | ২৪ মার্চ ২০১৬ ০৬:১৮55990
  • 'Uday Bhanu senior leader DSU was brutally,mercelessly thrashed by the police. He went unconsious and now he is admitted in pranam hospital.
    You what crime he committed?? He was cooking food for students who are starving since yesterday.
  • Div0 | 132.167.244.9 (*) | ২৪ মার্চ ২০১৬ ০৬:২৪56015
  • সাবস্ক্রাইব করলাম।
  • b | 135.20.82.164 (*) | ২৪ মার্চ ২০১৬ ০৬:৩৫55991
  • প্রফেসরদের নাম জানা গেছে? আমার এক বন্ধু চিন্তিত, ওর কেউ চেনা প্রফেসরদের মধ্যে থাকলেও থাকতে পারে।
  • pi | 24.139.209.3 (*) | ২৪ মার্চ ২০১৬ ০৭:১৪55992
  • ভিডিওটাও থাক।


    NDTV থেকে মনে হয় কভার করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু খবর ঠিকঠাক আসছে না। ওখানকার লোকজন জানালেন।
  • pi | 24.139.209.3 (*) | ২৪ মার্চ ২০১৬ ০৭:১৫55993
  • বিদা, একজনের নাম জানি। মেইল করে দিতে পারি।
  • pi | 233.231.45.207 (*) | ২৪ মার্চ ২০১৬ ০৭:৩৩56016
  • হায়দ্রাবাদ থেকে পার্থদা।

    পুরো লিগ্যাল সিচুয়েশন নিয়ে বিস্তৃত বলেছে। কাদের কাদের কীভাবে কী কেস দিয়েছে, তাও।
  • ... | 52.106.175.148 (*) | ২৪ মার্চ ২০১৬ ০৭:৪২55994
  • Internet ki kore bondho koreche? College aar hostel er free WiFi?

    Personal je smartphone aar internet ache, seguli ki kore bondho? Number dhore dhore?

    Naki puro Hyderabad e net bondho?
  • ... | 52.106.175.148 (*) | ২৪ মার্চ ২০১৬ ০৭:৪৭55995
  • সেই মিটিং এ ছিল এবিভিপির সদস্যরা, ভিসির চাটুকার কিছু প্রফেসর আর নন-টিচিং স্টাফরা। নন টিচিং স্টাফদের ফ্ল্যাট পাইয়ে দেওয়া, প্রমোশন দেওয়ার নাম করে হাত করা হয়েছে।

    Professor ra chatukar, flat promotion-er lov dekhano egulor proman ache to?

    Naki ABVP r moto false propaganda? Either you are in my side, nahole chatukar.

    Satyi, gurute na ele HTT marano gu-er anya pith ta dekha jeto na.
  • একখুনি | 192.69.230.138 (*) | ২৪ মার্চ ২০১৬ ০৭:৫৩55996
  • ফেসবুকে দেখলাম মেস চালু হয়েছে। জলের কানেকশন রিস্টোর করা হয়েছে। এখন গ্রেফতার হওয়া শিক্ষক ও ছাত্রদের জন্য বেল প্লী করা হবে।

    এনডিটিভি একমাত্র এইচসিইউ এর খবরগুলো কভার করছে।
  • pi | 233.176.43.146 (*) | ২৪ মার্চ ২০১৬ ০৮:২৩55997
  • এইটা শেইলা রশিদের কয়েক ঘণ্টা আগের মেসেজ ছিলো।

    No punishment for Dadri lynching. No punishment for Bhagana rapes. No punishment for parading Dalit women naked. No punishment for Dalit massacres in Bathe, Bathani. No punishment for burning down entire villages of Dalits. But 25 HCU students & 2 faculty members have been arrested and sent to judicial custody because they fought for the rights of Dalits. One student, Uday Bhanu is in ICU because he committed the crime of cooking in the open!! Food, water and Internet has been cut-off and students are struggling to survive! But what they can't cut-off is the outpouring of solidarity. We marched yesterday in support of HCU. We will march again. Release all HCU students and faculty unconditionally. Revoke cases on all students. Remove murderer Appa Rao. We love drenching ourselves in colors; but just not today. Today, for HCU, for Rohith, for Uday, for the arrested comrades. ‪#‎JusticeForRohithVemula‬
  • pi | 233.176.43.146 (*) | ২৪ মার্চ ২০১৬ ০৮:৩৪55999
  • এবং এটা একটি ছাত্রীর অ্যাপিল

    #‎JusticeforRohith‬
    URGENT URGENT APPEAL: Please every one on my timeline take note. We need to be in solidarity in these moments
    The students are pooling the bail money, and the total amount will come around 4 Lacs as per the info I recieved. I am posting two accounts where you can donate the money, it will be thoroughly accounted .
    Zuhail KP
    31320792740 (HCU Students union president)
    or
    Jinas Nassar
    31897810479.
    SBI HUC Branch,Hyderabad-500046,Telangana
    IFSC Code :
    SBIN0005916 (5th character is zero)
    MICR Code :
    500002063
  • pi | 233.176.43.146 (*) | ২৪ মার্চ ২০১৬ ০৮:৩৫56000
  • সত্যি .., গুরুতে না এলে তো কানহাইয়া কীকরে হায়দ্রাবাদ যাবার প্লেনের টিকিট কাটতে পারে সে নিয়ে সরল গোলগাল প্রশ্ন করা লোক থাকতে পারে তাও জানতে পারতাম না ঃ)
  • b | 24.139.196.6 (*) | ২৪ মার্চ ২০১৬ ০৮:৩৮56001
  • পাই, মেল করে দিও।
  • xyz | 53.252.141.125 (*) | ২৪ মার্চ ২০১৬ ০৯:৩০56002
  • .
    1660835_1061783217218586_6852200796378970523_n
  • xyz | 53.252.141.125 (*) | ২৪ মার্চ ২০১৬ ০৯:৩৪56003
  • pi | 233.231.32.188 (*) | ২৪ মার্চ ২০১৬ ১০:০৫56004
  • মেইল দেখে নিন।

    Vaikhari Aryat
    4 hrs · Hyderabad, India ·
    Students please spread word that drinking water is made available in ladies hostel south mess now. Also Wi-Fi and electricity got reinstated after 48hrs of blanket ban. We do not know if this is going to be stable. We got our mess workers back after 48hrs. South mess in ladies hostel is functioning now. I tried asking them why did they leave us in crisis yesterday. They did not answer and refused to meet our eyes. I am glad they are back with us and I know they did not abandon us in purpose. What can they do? Most of them are daily wage workers. The pressure on them is about their daily bread too. They are as much victims of this system as we are. They asked us how did we manage for 2 days. Well, we survived it together as that is the only resistance possible here at the moment.

    Last night students cooked food in LH south mess for ladies hostel inmates with available provisions, which was not enough for students from 7 hostels. So some of us went to have dinner from community kitchen in Shop com. Police men were still there all over the place, roaming around, invading the space, looking for potential anti-national activities like, er burping? Sharing drinking water? Comforting fellow students who breaks down occasionally exhausted from the threat, angst and pressure? Pretending everything is OK to distressed parents over phone? Being a muslim? I don't know what are they looking for to pick one of us and beat up brutally like they did with Uday Bhanu, who did nothing other than cooking for hungry fellow students in the community kitchen earlier that day. As I sat there eating the humble dal and rice, with the campus community, I felt reassured that we will survive this ordeal. We will. Together.

    Some students from community kitchen recounted yesterday, how the police stopped each box of tomatoes to check if we are bringing in beef to cook. Yes, they should be afraid. This is UoH, which talks loudly about beef politics to rest of the nation smile emoticon I am glad they are scared. They should be.

    Uday Bhanu is in ICU. We remain locked up inside. Outsiders are all blocked from entering inside this island and funnily that rule doesn't apply to police. Police outnumbers students, invading our democratic space and othering us from our own space. Rohith's mother and brother are sitting in front of the locked main gate since last night demanding the arrest of one of the killer's of her son and his brother. Our friends and professors who got arrested from campus 2 days back still remain unreleased and false cases are charged against them. The police could not wait to file cases against the nonviolent protesters who had nothing to defend themselves from the violence of armed police. No mention about the policemen who threatened female students of rape and shouted muslims are terrorists! No mention about student who got kicked to lower abdomen till he vomited. No one is held accountable for the brutal sexual and physical violence on unsuspecting students and faculties alike! And yet, they can not do a thing to VC Appa Rao against whom the case is booked under SC/ST atrocities act and for abetting suicide of one of his own students. He resumes his power and order violence against his own students and colleagues so that he can avenge the resistance against his regime!

    No, this campus is not back to normalcy yet.
  • dc | 132.164.107.23 (*) | ২৪ মার্চ ২০১৬ ১০:১৩56005
  • কিন্তু এই ঘটনাগুলো মিডিয়াতে দেখাচ্ছে না কেন? আইবিএন আর এনডিটিভি দুটোতেই শুধু লিখছে যে কানহাইয়ার দিকে চটি ছুঁড়ে মেরেছে। কিন্তু বাকি কোন কিছু নিয়ে খবর নেই কেন? অদ্ভুত ব্যাপার।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন