এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • শ্রীজাত, বিতর্ক ও অন্যান্য

    Soumit Deb লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ১২ মার্চ ২০১৬ | ১১৯৭০ বার পঠিত


  • শ্রীজাত শাসকদলের হয়ে লিখেছেন ও সেটাকে বলেছেন প্রোফেশনাল কাজ। এর ফলে যা যা হলো......

    বিতর্কলিস্টিঃ

    ১ স্বঘোষিত জ্যাক কেরোয়াকের দল বলতে শুরু করলেন - "দেখলে তো! সব আসলে স্টান্ট! আরি বাওয়া যেটা প্র‍্যাক্টিস করি সেইটেই লিখি, এ জিনিস রোইন্দোনাত ছাড়া আর কে আছে বল দিনি"

    ২ পাছা থেকে স্কুল বেঞ্চের দাগ না যাওয়ারা অব্দি অ্যানালিসিস করতে বসলেন "দূর শ্রীজাত নাকি আবার লেখক! তরল লেখা সমস্ত। খাপছাড়া ইমেজারি, আনন্দবাজার অব্দি ঠিক আছে, তার বেশি অ্যালাউ করা উচিত না।"

    ৩ আঁতেলরা চিরকালই শ্রীজাতকে কবি বলে মনে করতেন না, অবশ্য তারা কোনো কিছুকেই কোনো কিছু বলে মনে করেন না। এই ঘটনায় "হেঁহ" সহযোগে ঋত্বিক ঘটকের অন দা কালচারাল ফ্রণ্ট কোট করেছেন।

    ৪ চেনা বোদ্ধারা, মানে ধরুন যাদের মিষ্টির দোকান, বা গ্যারেজ, বা সরকারি পদ, বা ইয়েতি ট্রেনিং সেন্টার ইত্যাদি প্রভৃতিও আছে আবার লেখেন্টেখেন ও তারাও এক নম্বরের কথাই বলছে। শিপ্লী ও স্রষ্টার ফারাক ইত্যাদি, তারা টাক মাথা চশমা পরা ইত্যাদি বলে গালাগাল করে বলছেন, "ওমা, আমিতো স্যুরিয়েল নেতাজীর কথা বলছি"

    ৫ শিল্প না জীবিকা। ভাস্কর চক্রবর্তীর চিরকেলে দ্বন্দ্বও উঠে আসছে।

    ৬ পোঁদপাকারা মজা পেয়েছে সবচাইতে বেশি। তারা শিড়দাঁড়া কি ওয়ার্ডে যা নয় তাই লিমেরিক নামিয়ে ফুটেজ খাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

    ৭ নিজেদের আণ্ডার অ্যাচিভার ভাবা সাহিত্যিকরা অবশ্য মোটের ওপর খুশিই। তারা চান্স পাননি গান লেখার, এবার দ্যাখ সালা ক্যামন লাগে।

    এইবার আমার মত গ্র‍্যাজুয়েট ফেল, সাহিত্য নির্বোধ, লাথখোরদের গোষ্ঠি হইতে উপরিউক্ত পয়েন্টের প্রতি...

    কাউন্টার বিতর্কলিস্টিঃ

    ১ নাগরিক হয়ে যাওয়ার আগে অব্দি অ্যালেন জিন্সবার্গ, বিট জেনারেশন ছাড়া কারোর লেখা পড়বেন না। একমাত্র এনারাই যেটা প্র‍্যাকটিস করতেন সেটাই লিখতেন। পিকাসো, ছবি, হেমিংওয়ে, ফিৎসজেরাল্ডের বইয়ের দিকে তাকালেও পাপ লাগতে পারে। মিডনাইট ইন প্যারিসই দেখে নিতে বলতাম কিন্তু উডি অ্যালেন তো ইদিকে মেয়ে কে বিয়ে করে বসে আছেন।

    আপনাদের যুক্তি অনুযায়ী ডুবুরি ট্রেনিং না থাকলে সমুদ্রের গভীরতা নিয়ে ভাবাও পাপ। আর শ্রীজাত কিনা আবার লিখছে।

    ২ পড়োনা ভাই, আনবিয়ারেবল লাইটনেস ওফ বিয়িং পড়ো, কৃষ্ণ কুন্তী কৌন্তেয় পড়ো, আউটাসাইডার পড়ো, মান্টো, তুঘচাই, কার্ভার, ব্রেশটের সমোলচনা, ডা. জিভালগোর পর গৃহবন্দী হয়ে থাকা নিয়ে কার্টুনের পুরষ্কার প্রাপ্তির গল্প পড়ো, একাত্তরের যীশু পড়ো, এম্পিথ্রিতে লিওনার্ড বার্নস্টেইনের সিরিজ ওফ লেকচার শোনো, কেউ তো বারণ করেনি।

    তবে শ্রীজাতকে লেখা তুলে গালাগাল করবার আগে নিজে কিছু একটা লিখে দেখাও যেটা কাতিউশার গল্পের যে কোনো একটা কবিতার ধারে কাছেও পৌঁছতে পারে। গুলিয়ে ফেলোনা কিন্তু ভাই, লেখার কথা বলেছি, তোমাদের আর শ্রীজাত-র।

    ৩ আঁতেলদের কিছু বলার যোগ্যতা আমার নেই আর তারা এখন ব্যস্ত আছেন। শান্তিনিকেতনের হোটেল বুক করছেন। ব্যাস্ত আছেন। টিকিট কাটছেন। ব্যাস্ত আছেন। এবং ব্যাস্ত আছেন।

    ৪ শ্রীজাত লেখালিখি ছাড়াও অন্যকিছু করেন বলে তো শুনিনি। ও হ্যাঁ অভিনয় করবেন শুনতে পাওয়া যায়, তবে তার না আছে প্রোডাকশন হাউস, না আছে, উপরি।

    আপনারা তো নিজেদের লেখার প্রতি মারাত্মক ভাবে সৎ, ওসব ছেড়ে দিন দেকি। তারপর শুধু লিখুন।

    ৫ আবার সেই, বিট জেনারেশন প্রসঙ্গ চলে আসবে। বা হয়ত বলবো বিজ্ঞাপন পড়ুন।

    ৬ পোঁদপাকাদের কিছু বলা যা, ল্যাংচা হাব বা ঝালমুড়ি মার্ট নিয়ে ভাবাও তাই। দুটোতেই সময় নষ্ট বই অন্য কিছু হয়না।

    ৭ এঁরা পন্ডিত। আড়াইশো ধনে কেনবার প্রাক্কালেও মনে মনে দেরিদাকোটাবলী স্মরণ করে তবে খুচরো বের করেন।

    গান্টানকে বিশেষ পাত্তা দেননা। গুলজারের ফ্যান।

    অন্যান্য

    আমরা বাঙালীরা মানুষ দিয়ে কাজ বিচার করি। যদিও উল্টোটা হওয়াটাই কাম্য ছিলো। কিন্তু আমরা সেরকম নই।

    আমরা রবীন্দ্রনাথকে ঠাকুর করেছি, চ্যাপলিনকে কমেডিয়ান।

    শ্রীজাতর প্রোফালেই অকুপেশনের জায়গায় লেখা আছে সেল্ফ এম্পয়েড ক্রিয়েটিভ রাইটার। কবি-র মত কোনো পবিত্র শব্দ নয়।

    কলরবের সময়ের কবিতা বা অভিজিৎ রায় মারা যাওয়ার পর অন্ধকার কবিতাগুচ্ছ, লেখবার পর আমরা বসিয়েছি তাকে প্রতিবাদ মুখের সিংহাসনে। তিনি পুরষ্কার ফেরাচ্ছেন আর বালি সরিয়ে ফুটপাথে হাঁটা অমেরুদণ্ডী আমরাও সেই লেখা শেয়ার করে কিছুটা প্রতিবাদ চাখছি।

    আসলে আমরা খুঁজে বেড়াচ্ছি হীরো। একটা রিয়েল লাইফ হীরো। শ্রীজাতকে সেই জায়গাটা দেবো বলে হামলে পড়েছি।

    কিন্তু শ্রীজাত পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি এমন একজন যিনি যেটা ভালোবাসেন সেটা করেই পেট চালাচ্ছেন। আর বেশ ভালোভাবেই করছেন। ব্যাস! আমাদের বাস্তবে এনে ফ্যালা!! এইবার শ্রীজাত-র মাথায় সূর্যরশ্মির প্রতিফলিত হয়েই ওজোন স্তর ফূটো হচ্ছে বলে যদি দাবী তোলে কেউ, তাইতেও অবাক হবোনা।

    এবার তর্ক আসতেই পারে যে তাহলে তো যারা প্রোফেশানাল কিলার তারাও জাস্টিফায়েড। তার উত্তর হলো শ্রীজাত কোনো অপরাধ করেননি।

    যেটা করেছেন সেটা করতে আর স্বীকার করতে গাটস লাগে। শাসকের বিরদ্ধে যাওয়ার মতই এটাতেও, গাটস লাগে।

    কবি ও একজন মানুষ। আপনার ভাবতে অসোয়াস্তি হলেও এটাই সত্যি।

    শ্রীজাত-র কবিতা নিয়ে এই দলবদ্ধ ছেনালি কবে বন্ধ হবে জানিনা। তবে এটা জানি যে এরপর যখন আবার শ্রীজাত-র কোনো কাজে জাতির মেরুদণ্ড স্যাটিসফায়েড হবে, তখন এরাই আবার মাথায় তুলে নাচানাচি করবে।

    যারা একদম সামনের সারীতে নাচবে তাদের যদিও অনেকেরই সময়ের অভাবে কাতিউশার গল্প পড়া হয়নি, কার লেখা যেন??


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ১২ মার্চ ২০১৬ | ১১৯৭০ বার পঠিত
  • আরও পড়ুন
    Lookআচুপি - Soumit Deb
    আরও পড়ুন
    ও নাম! - Suvasri Roy
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | 213.132.214.83 (*) | ১৫ মার্চ ২০১৬ ১০:০৫57065
  • ক্ষে? ক্ষী?
  • kc | 132.163.10.131 (*) | ১৫ মার্চ ২০১৬ ১০:০৭57066
  • আর তসলিমার bhakt দের কথা ভুললে হবে?
  • ranjan roy | 125.117.235.26 (*) | ১৫ মার্চ ২০১৬ ১১:৪৩57067
  • কেসি,
    আমি! আমি! হাত তুললাম। তসলিমা ও মৈমনসিংহের ভক্ত। আর এই লাইনটার
    ওহে ভক্তিপ্রিয়, তব ভক্ত হবে রাধাসতী!
  • d | 144.159.168.72 (*) | ১৫ মার্চ ২০১৬ ১১:৪৬57068
  • রঞ্জনদা নির্ঘাৎ তসলিমার অভিজিৎ রয় মারা যাওয়ার পরেও বন্যা কেন হাসছে? অত হাসি আসে কোত্থেকে জাতীয় পোস্টগুলো পড়েন নি।
  • pi | 24.139.209.3 (*) | ১৬ মার্চ ২০১৬ ০২:৫২57071
  • এইটা বললেন কালকের অনুষ্ঠানে।

    ঘুষ
    ছোট্ট শব্দ। ঘুষ।
    জলের সামনে হার মানে ধুলো, আগুনের কাছে তুঁষ
    তুমি নিশ্চিত, তুমি নির্ঘাৎ, তুমি তো নিরঙ্কুশ –
    তেমন কিছু না। নেহাতই একটা নিরীহ শব্দ। ঘুষ।
    শেষমেশ সবই সাজানো ঘটনা
    লোকে যা দেখছে আসলে অত না
    তদন্ত হবে। অনন্ত হবে। তাহলেই দিলখুশ।
    কোনও ব্যাপার না। সামান্য এক নাছোড় শব্দ। ঘুষ।
    আহা বিরোধীরা বড় খুঁতখুঁতে
    জনগণ তুমি বুঝে নেবে বুথে
    সাদরে না এলে আদরের চড়ে ফিরিয়ে আনবে হুঁশ
    কোথাকার কোন উড়ে এসে বসা শান্ত শব্দ। ঘুষ।
    শুধু বেলা যায়, বেলা চলে যাবে
    সিদ্ধান্তের অভাবে অভাবে
    সময়ের হাতে পেরেকের দাগ... সময়ের কাঁধে ক্রুশ...
    ছোট্ট শব্দ। ঘুষ।'
  • pi | 24.139.209.3 (*) | ১৬ মার্চ ২০১৬ ০২:৫৪57072
  • এদিকে আবার বরুণ বিশ্বাসের খুন নিয়েও লিখেছেন।

    ঘেঁটে ঘ কেস পুরো।
  • PT | 213.110.242.6 (*) | ১৬ মার্চ ২০১৬ ০৪:১১57073
  • তাইত (অন্য)কবি বলিয়াছেনঃ "ধর্মেও আছি জিরাফেও আছি"!!
  • কল্লোল | 111.63.65.83 (*) | ১৭ মার্চ ২০১৬ ০২:৩৫57074
  • আহা! এতো বলার কি আছে? স্রিজতোর গুরুজন তো কতোদিন অগেই গেয়ে গেছেন - আমাকে নয় / আমার অপোষ কিনেছো তুমি।
    তাইই তো। ভেবেছে ব্রেন, লিখেছে হাত - এর মোধ্যে স্রিজাতো কোদ্দিয়ে এলো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন