এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • আমার প্রতিবাদের শাড়ি

    Alpana Mondal লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ২০ নভেম্বর ২০১৭ | ১২৭৩ বার পঠিত
  • আমার প্রতিবাদের শাড়ি

    সামিয়ানা জানেন? আমরা বলি সাইমানা ,পুরানো শাড়ি দিয়ে যেমন ক্যাথা হয় ,গ্রামের মেয়েরা সুচ সুতো দিয়ে নকশা তোলে তেমন সামিয়ানাও হয় । খড়ের ,টিনের বা এসবেস্টাসের চালের নিচে ধুলো বালি আটকাতে বা নগ্ন চালা কে সভ্য বানাতে সাইমানা টানানো আমাদের গ্রাম দেশে রীতি । আমার মা এ ব্যাপারে এক্সপার্ট । পুরানো , রঙ ওঠা ,ছেঁড়া দু একটা শাড়ি এদিক ওদিক কেটে হাতে সেলাই করে তিনি এমন সাইমানা বানিয়ে দেবেন যা দেখে আচ্ছা আচ্ছা দর্জি চমকে যাবে ।

    আমি তখন গাজিপুরে আলুর গুদাম তৈরির কাজে জোগাড়ের কাজ করি । মাথায় করে ইট বয়ে বিভিন্ন তলায় পৌছে দেওয়া আমার কাজ । হাজিরা ৬০টাকা । মেয়ে তখন মাত্র এক দের বছরের হবে । মাকে না দেখলেই কাঁদে ,আর মা মেয়ের কাছে থাকলেই হেড মিস্তিরি বকা লাগায় । বাধ্য হয়ে তাকে পিঠে বেঁধে বালি, ইট তুলি তিন তলা চার তলায় । কাজ শেষ হয়ে যেত চারটে নাগাদ । মাঠের মধ্যে নুতন আলুর গুদাম যাকে আপনারা হিমঘর বলেন তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি । সবাই আমরা বাংলার লেবার । হেড মিস্তিরিরা সব বর্ধমান , হুগলী জেলার লোক , সেখানে অনেক হিমঘর ,তাদের অনেক অভিজ্ঞতা -আর বাকি লেবার সব আমাদের নদীর ওপারের । কাজের জায়গায় লাইট নেই , অর্ধেক দিন জেনারেটর চলেনা , বললে বলে তেল নেই । জলের জন্য একটা চৌবাচ্ছা । বাথরুমে দরজা নেই । অন্ধকারে যে কেউ যার তার ঘরে ঢূকে পড়তে পারে ।

    কাজে আনবার সময় বলেছিল থাকার জায়গা , কল বাথরুম ,লাইট ,নিরাপত্তা দেওয়া হবে কিন্তু এতো চুক্তিভংগ।কথামত মজুরি ছাড়া আর কিছুই নেই। মালিকের তরফে এক বিহারী ম্যানেজার ছিল , খিটখিটে , আমাদের মানুষ বলে হিসাবে আনতোনা । আমার তখন দু মাস মত হয়েছে ঐ আলুর গুদামে , সকলের সাথে অল্প বিস্তর পরিচয় হয়েছে , আমি একদিন গিয়ে আমাদের সর্দার কে গিয়ে ধরলাম - এটা কি হচ্ছে? কিছুই ত নেই চুক্তিমত, এভাবে থাকা যায় , কাজ করা যায় ? তুমি বলোনা কেন ? আরে ছাড়তো আর তো এক দু মাস , আর বলে কিছু লাভ নেই ম্যানেজারটা খুব বদমাশ।হেড মিস্তিরিদের গিয়ে ধরলাম তারাও গা এড়িয়ে গেল -অসুবিধা তো আমাদের ,ছেলেরা এদিক ওদিক চালিয়ে নেয় । আমরা প্রায় ১০-১২ জন মেয়ে কাজ করি ,সকলের অসুবিধা ,দল পাকালাম। এরা যখন গা লাগাচ্ছেনা তখন মালিক এলে আমরাই বলব , না শুনলে হাঁটা লাগাব দেশে এভাবে থাকা যায় ?

    কিন্তু কেউ হিন্দি জানেনা, বিদেশ বলবে কে ? আমি সেই ন বছর বয়স থেকে টিকিয়াপাড়ায় জয়শোয়াল দের বাড়ি কাজ করেছি । হিন্দি আমি ভালই বলতে পারি - আমি বলব ।

    একদিন মালিক এলেন , এম এল এ না নেতা কিছু হবেন , দুটো গাড়ি ভর্ত্তি সাঙ্গপাঙ্গ।শয়তান ম্যানেজার সাথে সাথে লেগে আছে । আমি প্রানপনে সাহস জোটাতে থাকলাম -যা হবে দেখা যাবে এইভাবে অমানুষের মত গরুর গোয়ালে থেকে কাজ করা যায়না । গরিব তো কি ? সন্মান নেই ?

    হিন্দিতে বললাম - আপনাকে কিছু কথা বলতে চাই, এখানে না অফিসে ?

    তিনি চমকে গেলেন -সেকি একটা লেবার তাও মেয়ে - পরিস্ষ্কার হিন্দিতে কথা বলছে ? তিনি বললেন এখানেই বল । আমাদের সর্দার , হেড মিস্তিরিরা হাঁ হাঁ করে উঠল । কিন্তু আমি বললাম ,আমাদের সমস্ত অভিযোগ। দেখলাম মালিক সত্যিই জানেনা আমাদের জন্য কোন সুবিধা নেই -ম্যানেজার রোজ জেনারেটরের তেলের হিসাব দিয়ে বিল চুরি করে । মনে হল লজ্জা পেলেন । অত বড় মানুষ আর অত বাইরের সাঙ্গপাঙ্গর সামনে একটা সামান্য জোগাড়ে, তাও মেয়ে তাকে লাইন দিয়ে অভিযোগের ফিরিস্তি শোনাচ্ছে । তিনি ঘুরে ঘুরে আমাদের থাকার জায়গা ,জলের ব্যবস্থা ,বাথরুম দেখলেন । চলে গেলেন গম্ভীর মুখে। সবাই আমাকে তুমুল ঝাড় লাগালো ,এই মেয়েটার পাকামোর জন্য আমাদের সবাইকে কালকেই কলকাতার ট্রেন ধরতে হবে । বলে তো দিয়েছি , সহ্যের বাইরে এখন যা হবে দেখা যাবে ।

    পরের দিন থেকে দেখি জেনারেটর আর বন্ধ হয়না ,ছেলেদের মেয়েদের আলাদা নুতন বাথরুম হয়ে গেল । দুটো টিউকল বসল আর সেই শয়তান ম্যানেজারের বদলে এলো এক বয়স্ক ম্যানেজার ।

    কাজ শেষ হওয়ার আগের দিন আমাদের সব্বাইকে তিনি তার বাড়িতে ডেকেছিলেন , খাওয়ালেন ,আমরা রেকর্ড সময়ে আলু গুদামের কাজ শেষ করেছি । আমাকে ডেকে উনি ওনার পরিবারের সাথে আলাপ করালেন , জানলাম তিনি আমার কথা শুনেছেন -আর আমাদের সব মেয়েদের একটা করে চুমকি বসানো শাড়ি দিয়েছিলেন । সেই শাড়ি -আমি বহুদিন পরেছি ।

    ১০ বছর আগে পাওয়া আমার সেই প্রতিবাদের শাড়ী এখন সাইমানা হয়ে মাথার ওপর ঝোলে , মা তার চারিধারে ঝালরের মত করেছে ।

    সাইমানা মনে করিয়ে দেয় "প্রতিবাদ নায্য।"
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ২০ নভেম্বর ২০১৭ | ১২৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | 147.157.8.253 (*) | ২১ নভেম্বর ২০১৭ ০২:৩৯59977
  • অন্য সমস্ত বাদ দিলেও, শুধু একটা লেখা হিসেবেই অদ্ভূত ভালো।
  • | 144.159.168.72 (*) | ২১ নভেম্বর ২০১৭ ০৪:৪২59978
  • আল্পনার সাহস, প্রতিবাদের শক্তি, লড়ে যাওয়ার ক্ষমতা হাজারবার লক্ষবার কুর্নিশযোগ্য।

    আহেম .. "শুধু একটা লেখা" মানে কি ন্যারেটিভের কথা বলছিস? তাহলে ইসে ঐটে বোধহয় আল্পনার নয়। ঘটনাটা আল্পনার অবশ্যই এবং অবশ্যই যে কোনও প্রশংসার উর্ধ্বে। কিন্তু ন্যারেটিভ ....
  • de | 69.185.236.55 (*) | ২১ নভেম্বর ২০১৭ ০৫:২৯59979
  • সত্যিই অসাধারণ ভালো লেখা!

    এমন জীবন আড়ালে থেকে গেলে কতো কিছুই জানা হোতো না -
  • i | 212.159.136.80 (*) | ২১ নভেম্বর ২০১৭ ০৬:২০59980

  • এত কিছু তো জানি না-
  • kumu | 192.69.174.180 (*) | ২১ নভেম্বর ২০১৭ ০৭:০৬59981
  • ১০ বছর আগে পাওয়া আমার সেই প্রতিবাদের শাড়ী এখন সাইমানা হয়ে মাথার ওপর ঝোলে -এইটা দারুণ।
    খুব ভাল গল্পলেখা হয়,একটুসাজিয়ে গুজিয়ে দিলে।আলপনার লেখাটাও খুব সুন্দর,সরল,সবল ও সহজ।
  • aranya | 83.197.98.233 (*) | ২২ নভেম্বর ২০১৭ ০৬:০২59982
  • নামটা দেখে একটা গানের লাইন মনে পড়ল - 'আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন', বেসুরো গলায় খুব গাইতাম এক কালে

    আল্পনার লড়াই-কে কুর্নিশ
  • শঙ্খ | 52.110.194.44 (*) | ২২ নভেম্বর ২০১৭ ০৬:৪৯59983
  • বাহ! কুর্নিশ!
  • বিপ্লব রহমান | 47.111.233.211 (*) | ২৬ নভেম্বর ২০১৭ ০১:৫৪59984
  • আলপনা নিজেই এখন সরাসরি গুরুতে লিখছে!
    জয় চণ্ডাল!
  • মাধব মন্ডল | 55.249.72.185 (*) | ২৮ মে ২০১৮ ০৯:১২59985
  • বাইরের জগতের শোনা গল্প ভেতর থেকে জানলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন