এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • মুনমুন সেন, রহস্য, পানুঃ আকাশ অংশত মেঘলা থাকবে

    Sakyajit Bhattacharya লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ২৮ অক্টোবর ২০১৫ | ১৩৭৭০ বার পঠিত
  • সে ছিল আমাদের কিশোর বয়েস, স্কুলের উঁচু ক্লাস, যাকে বলে টিনকাল গিয়ে যৌবনকাল আসার সময়। সে বয়েসে কত কি ঘটে! ঢাকুরিয়া লেকে হঠাৎ খুচরো চুমুর দ্বিধা থরথর অমরাবতীর পাশেই সযত্নে লুকনো থাকে রঙ্গীন চটির ছেঁড়াখোঁড়া মলাট। প্রথম সিগারেট টানার রোমাঞ্চ এবং হঠাৎ করে নারীশরীরে উন্মুক্ত ব্রা-এর স্ট্র্যাপ দেখে শিরশিরানি কোথাও গিয়ে মিলে যায়। এ সেই বয়েস, নব্বই-এর শেষভাগ, যখন অনায়াসে বিশ্বাস করা যায় যে মড়ার খাটের নিচে বোমা রেখে আসলে তা একদিন গোটা শ্মশান উড়িয়ে দেবে। সেই বয়েসে রিটা হেওয়ার্থের অর্ধ-অনাবৃত পোস্টার পরম মমতায় আগলে লুকিয়ে রেখেছিল আততায়ীর পালানোর সুড়ংগপথ। আমাদের রিটা হেওয়ার্থ ছিলেন মুনমুন সেন, যিনি আদরে মমতায় একটা গোটা জেনারেশনের অপরাধী কৌতুহলের গোপন সুড়ংগপথ আগলে রেখেছিলেন। শরিরী বিভংগে এবং ঘিরে থাকা মিথ-মিথ্যের আলোছায়ার জটিল কাটাকুটির নকশা আমাদের চোখের সামনে মেলে ধরেছিলেন। আমরা বিশ্বাস করতাম পৃথিবীর কোনো এক হারিয়ে যাওয়া সিনেমার আর্কাইভে একদিন না একদিন খোঁজ মিলবেই মুনমুন সেনের ব্লু ফিল্মের।

    মাঝেমাঝেই স্কুল বা কলেজের অফ পিরিয়ডের আড্ডায় কথাটা উঠত এরকমভাবে, যে আমাদের কোনো এক বন্ধুর দাদার রুমমেট-ই নাকি সেই পানু দেখেছে। সন্দেহ প্রকাশ করলে কেউ একজন নাক কুঁচকে জানাত “আরে জর্জ বেকারের সংগে, জানিস না?” কিন্তু কোথায় পাওয়া যাবে সেই জিনিস? দক্ষিণ কলকাতার গলিঘুঁজি দোকান তন্নতন্ন করে খুঁজে পাওয়া যায়নি। মাঝে মাঝেই গড়িয়াহাট মোড়ে গিয়ে আধবুড়ো দোকানদারকে ঢোঁক গিলে জিজ্ঞাসা করা হয়েছে “ইয়ে, মানে মুনমুন সেনের কিছু, ওই ইয়ে আছে নাকি?” দোকানদার শিওরলি ততদিনে এরকম কয়েক হাজার কাস্টমার সামলেছে যারা এক-ই জিনিসের খোঁজ করেছে। সে বিড়ি টেনে উদাস কন্ঠে অন্যদিকে তাকিয়ে বলত “ফরেন জিনিস আছে, নেবেন?” নিরাশ হয়ে ফিরে আসার সময় অন্য এক বন্ধু বলত, “বেলঘড়িয়ার গলিতে একজন বসে। তার কাছে রেয়ার কালেকশন থাকে। সে নাকি বলেছে জোগাড় করে দেবে”। তো, চালাও পানসি বেলঘড়িয়া! ছুট ছুট ছুট এবং আবার ব্যর্থমনোরথ হয়ে ফিরে আসা।

    ততদিনে কিন্তু সেক্স জিনিসটা আর আমাদের জীবনে আর অত ট্যাবু নয়। বাজীগরে কাজলের ক্লিভেজ বা বেটা-তে মাধুরীর সেই দ্বিধা-থরথর দুলুনি আমরা দেখে ফেলেছি। সুপারহিট মুকাবিলার মাধ্যমেই হোক অথবা রাত্রে বিদেশী সিনেমায়, শরীর ব্যাপারটা আর অচেনা নয়। সত্যি বলতে কি আঠেরোয় পৌঁছনোর আগেই আমাদের অনেকের-ই শরিরী অভিজ্ঞতা হয়ে গিয়েছিল। আর মুনমুন সেন কোনোদিন-ই এমনকিছু হিট নায়িকা ছিলেন না যাঁকে নিয়ে ক্রেজ তৈরী হবে। কিন্তু এটা মনে হয় সেই নব্বই-এর ম্যাজিক মোমেন্ট, যা ইঁদুর-দৌড়ে থাকা নায়িকাদের সাইডলাইনে সরিয়ে জনমানসে পাকাপাকি প্রতিষ্ঠা দিয়ে দেয় মধ্যবয়স্ক, ঈষৎ পৃথুলা এবং খুব একটা ভাল অভিনয় করতে না জানা এক মহিলাকে। দুই হাতের দশ আংগুল গুণে হয়ত বলে দেওয়া যায় মুনমুন সেনের মনে রাখার মতন সিনেমা কি কি। হিট সিনেমার অবস্থাও তথৈবচ। বাংলা উচ্চারন খারাপ ছিল। ইন ফ্যাক্ট, মুনমুনের আধো আধো গলায় বলা বাংলাকেও প্রচুর ক্যারিকেচার করা হয়েছে এককালে। কিন্তু সেসব পেরিয়েও একটা জেনারেশন বড় হয়ে গেল এই দোলাচলে থেকেই যে সত্যিই মুনমুন সেনের পানু ছিল না নেই। আর এভাবেই মুনমুন সেন আরবান লেজেন্ডের অংশ হয়ে গেলেন। আশী বা নব্বইতে যে জেনারেশন কৈশোর কাটিয়ে যৌবনে ঢুকেছে তাদের সসময়সীমায় তর্কযোগ্যভাবে সবথেকে বড় আরবান লেজেন্ড।

    সমাজবিজ্ঞানীরা আজকাল বলেন গুজব তখন-ই আরবান লেজেন্ডে রূপান্তরিত হয় যখন তার পেছনে এক বৃহৎ জনগোষ্ঠীর হিস্টেরিয়া, আকাংখা অথবা ঘৃণা কাজ করে। মুনমুনের ব্লু ফিল্মের ক্ষেত্রে মনে হয় নিঃশব্দে খেলা করে গিয়েছিল সময়। আমরা সাবালক হয়েছিলাম মুনমুনদের হাত ধরে। আশীর দমচাপা রাজনৈতিক বাস্তবতা নব্বইয়ের শুরুতে বার্স্ট করেছিল বিকেন্দ্রীকরণ মন্ডল-কমিশন বাবরীর হাত ধরে। সুপারহিট মুকাবিলা সেই সময়তেই এসেছে। হিন্দি সিনেমাতে নায়িকাদের ড্রেস-প্যাটার্ন পালটাচ্ছে একটু একটু করে। ক্লিভেজ দেখানো পোষাক পরছেন অনেকে। গোপন অপরাধবোধকে সোচ্চারে সগর্বে একটু একটু করে চিনে নেওয়া হচ্ছে তখন। আমাদের নাগরিক সত্বা উন্মুখ হয়ে ছিল এই খোলা হাওয়ার মধ্যে থেকে নিজেদের ব্যক্তিগত খোলা হাওয়াগুলোকে চিনে নিতে। সেখানে আমাদের নিজস্ব একজন, সুচিত্রা সেনের মেয়ে, বরাবরই আলো আঁধারিতে ঢাকা জীবন, তাঁর এরকম একটা স্ক্যান্ডাল, ছিল অথবা নেই সেটা বড় কথা নয়, সেটাকে আমরা ভালবেসেছিলাম। সেটা ছিল আমাদের নিজস্ব গোপন অপরাধবোধের স্বীকৃতি। আজ স্বীকার করতে বাধা নেই আমরা সকলেই মুনমুন সেনের প্রেমে পড়েছিলাম। শুধু তাঁর শরীরের প্রেমে নয়। তাঁর রহস্যের প্রেমে। তাঁর বিভংগের প্রেমে। আমরা বিশ্বাস করেছিলাম এই শহরে হয়ত কোনও এক আন্ডারগ্রাউন্ড ধুলি ধুসরিত ভাংগা ঘর আছে যেখানে হারিয়ে যাওয়া সিনেমাদের সযত্নে সঞ্চিত করে রাখা হয়। সেখানে যাবার পথ কেউ জানে না, কিন্তু কোনো এক আর্কাইভিস্ট সেখানে সংগোপনে রেখে দিয়েছেন মুনমুন সেনের ব্লু ফিল্ম। শ্যাডো অফ দ্য উইন্ড উপন্যাসের হারিয়ে যাওয়া বইদের কবরখানায় দাঁড়িয়ে বৃদ্ধ লাইব্রেরিয়ান বলেছিলেন, কোনো বই যখন হাতবদল হয় তখন নতুন পাঠকের আত্মার একটা টুকরোকে সেই বই শুষে নেয়। মুনমুন সেনের সেই সিনেমা আমরা দেখিনি। কিন্তু তবুও আমাদের মতন অ-দর্শকদের আত্মার একটা টুকরোকে শুষে নিয়ে সেই কল্পিত অথবা বাস্তব ফিল্মটি দীর্ঘজীবি হয়ে গেছে।

    আজ ২০১৫ তে এসে এসব রোমান্টিকতার মানে হয়না। এখন অ্যাডাল্ট ফিল্মের নায়িকারা মেন্সট্রিমে অভিনয় করেন। ইন্টারনেটে ক্লিক করলেই নায়িকাদের এম এম এস সহজলভ্য। প্যারিস হিলটন বা কিম কারদাশিয়ানদের জগতে ঘুরপাক খাওয়া আজকের টিন বুঝবেই না আজ থেকে কুড়ি বছর আগে এক অনাঘ্রাত পর্ন সিনেমা কতটা মহার্ঘ্য ছিল। মুনমুন সেনের পানু তাই আসলে এক হারিয়ে যাওয়া সময়কে ধরে রাখে। এই লেখা তাই শুধু সেই পানুকে নয়, সেই হারিয়ে যাওয়া সময়কে এক অক্ষম হোমাজ। আলটিমেটলি আমরা জানি যে শ্মশান উড়ে যাবেনা। রিটা হেওয়ার্থের পোস্টার ছিঁড়ে ফর্দাফাই হয়ে গিয়ে আবিষ্কার হয়ে যাবে আততায়ীর সুড়ংগপথ। আজ সেই সুড়ংগপথে মাটিচাপা পড়ে গেছে। সন্ধ্যেবেলার দুরদর্শনে বিশেষ বিশেষ খবর আর কেউ দেখে না। আশিকি বাজীগর ডরের রোমাঞ্চ অথবা ডবলিউ ডবলিউ এফ-এর সেই স্টিকার জমানোর আদিখ্যেতার আজকাল কোন মূল্য নেই। তবু আমরা যারা সদ্য তিরিশ থেকে সদ্য চল্লিশের মধ্যে ঘোরাফেরা করছি, তাদের আকাশে কোথাও একটুকরো মেঘের মতন লুকিয়ে থেকেই যাবে আমাদের নিজস্ব বড় হয়ে ওঠার গোপন ব্যাথার দাগ। আকাশ অংশত মেঘলা ছিল। আকাশ অংশত মেঘলা থাকবে।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ২৮ অক্টোবর ২০১৫ | ১৩৭৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | 183.17.193.253 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০২:২৪69832
  • কে জানে মুনমুনের কী ছিল। টিম যা বলছে হতেও পারে নাও পারে। সেই একবার একটা সিরিয়াল হল, তার নাম চৌধুরি ফার্মাসিউটিকালস। তাতে সুব্রত মুকুজ্যে (হ্যাঁ, এখনকার মন্ত্রীর কথাই কইছি) আর মুনমুন সেন নাকি সুইমিং পুলে নামবেন। সুব্রত মুকুজ্যের অভিনয় প্রতিভার কথা আর বললাম না, গলাটিও চেরা বাঁশের মতো। যাকে বলে মুনমুনের যোগ্য জুড়িদার। দৃশ্য বলতে এক ঝলকে একবার ঝপ করে পুলে নেমে পড়া। লোকে, সেই দূরদর্শনের যুগেও এর চেয়ে ঢের ঢের বেশি রগরগে দৃশ্য দেখেছে। তবু কী হাইপ বাপরে। টেলিভিশন নামে একটা ম্যাগাজিন বার করেছিল আজকাল, তাতে ওই দৃশ্য নিয়ে কী উথালপাথাল। আমরাও আতাক্যালানের দল সেই এপিসোডটা দেখব বলে মাসখানেক, না তারও বেশি তাক করে বসে রইলাম। এই পাওলি দামের ছত্রাকদৃশ্য দেখার উৎসাহ তার থেকে অনেকগুণ কম ছিল। কী এর ব্যাখ্যা, নিষিদ্ধ ফল? কে জানে।
  • pi | 24.139.209.3 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০২:২৬69833
  • সত্যি বলতে কী, আমাদের মেয়েদের টিনবেলায় মুনমুনের হারিয়ে যাওয়া পানু ছিল না। এ নিয়ে রহস্যের কথা প্রথম জানতে পারি ক্যালকমে, সেও বোধহয় শাক্যর লেখাতেই ঃ)

    কিন্তু মজা হল, সেই থেকে পড়তে পড়তে আর চারপাশের অনুষঙ্গের সাথে আইডেন্টিফায়েড হতে হতে ওটাও কবে জানি আমাদের টিনকালেরও অংশ হয়ে গেছে। অংশত মেঘলা কিশোরীবেলার অংশ।
  • | 183.17.193.253 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০২:৩০69834
  • TB মাত্র দেড়বার!! আমার ছোটবেলায় রেডিওতে এইসব গান ভেসে আসতো। চলতে ফিরতে শুনে শুনে কখন মুখস্থ হয়ে যেত.. এখনো কটা লাইন দিব্যি মনে আছে দেখলামঃ)

    মুনমুনের শুধু না, আমরা একবার অপোন্না দেবীও ব্লু ফিল্মে অভিনয় করেছেন বলে শুনেছিলাম। তখনো পানু শব্দটা চালু হয় নি। কত বয়েস হয়ে গেলো
  • pi | 24.139.209.3 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০২:৩১69835
  • তবে মনে পড়ল, চৌধুরী ফার্মাসিউটিকলস সংক্রান্ত ক্রেজটি সত্যিই ছিল বটে। কীক'রে হল ভাবছি। কারণ বান্ধবীদের মধ্যে তো এই নিয়ে তেমন আলোচনা হত না, তবে কি কাগজে বেরোত ?

    ওদিকে এর সাথে সৌমিতের ফ্যাশন টিভি নিয়ে লেখাটা পড়তে পড়তে সত্যিই বেশ নষ্টলজির হদ্দমুদ্দ হচ্ছে। ফ্যাশন টিভির আগমন, টেলিগ্রাফের ফ্যাশন পেজ, এসব কি আরেকটু পরের কথা ?
  • sosen | 184.64.4.97 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০২:৩৫69836
  • আকাশ অংশত মেঘলা থাকবে এটা গানের লাইন নাকি!!!
  • sosen | 184.64.4.97 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০২:৩৮69837
  • ফ্যাশন টিভি এম টিভি এগুলো মেট্রো চ্যানেলে সেই আধঘন্টা করে দেখাতো। ডিডি-২।
  • ঈশান | 183.17.193.253 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০২:৪২69838
  • ১। না, এটি আবহাওয়ার পূর্বাভাসের অংশ। তর্কাতীতভাবে। :-)

    ২। ফ্যাশান টিভি আরও পরে। তখন মুনমুন সেন হাওয়া। তখন নিত্যনতুন তারকা ম্যানুফ্যাকচার হচ্ছে, ইন্টারনেটও এসে গেল বলে। মুনমুনের দিন গিয়াছে। তবে বললে হবেনা, অঞ্জন দত্তের সিনেমায় মুনমুন ফাটিয়ে অভিনয় করেছেন সে যুগেও। সিনেমায় এবং টেলিফিল্মে। এই মনে পড়ল। সেটা যথার্থ মুনমুন হয়েছিল, এবং একটু পানুপানু ভাব। সেটাই কি তাহলে মুনমুনের জনপ্রিয়তার কারণ? আরেকটু ভেবে বিশদে জানাচ্ছি। সঙ্গে থাকুন। :-)

    ৩। অপোন্না সেন অভিনীত পানুর কথা হাল্কা করে শুনেছিলাম বটে, মনে পড়ল। তবে সে গপ্পের তেমন দম ছিলনা। বন্ধুরা বলেছিল নীলকন্ঠ নামে একটা সিনেমা নাকি করেছেন অপর্ণা, পারলে সেটা দেখতে। বছর দশেক পরে সেই সিনেমাটি দেখার সুযোগ পাই, এবং বলাবাহুল্য যারপরনাই হতাশ হই।
  • ঈশান | 183.17.193.253 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০২:৪৩69839
  • ওহো আমি মেট্রো চ্যানেলের ফ্যাশান টিভি মিন করিনি। দেখাতো তাই জানতাম না।
  • ঈশান | 183.17.193.253 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০২:৫২69840
  • আহা একটু একটু করে পরতে পরতে খুলে যাচ্ছে। সিনেমার নাম বো ব্যারাক। অঞ্জন দত্তের পরিচালনা। সে অবশ্য ২০০০ সালের পরের কথা। তাতে মুনমুন সেন পৃথুলা, সেক্সকাঙ্খী এক অ্যাংলো নারীর চরিত্রে অভিনয় করেছিলেন। যৌনতার দৃশ্যটা হুবহু আর মনে নেই, কিন্তু দুটি গোদা পা ছোঁড়া দেখানো হয়েছিল আলবৎ। যদি নাও দেখানো হয়ে থাকে তবুও হয়েছিল, কারণ ঐটাই মুনমুন সেন, ইচ্ছা হয়ে যা ছিল মনের মাঝারে। ও সিনেমায় ওই অবিনয় মুনমুন ছাড়া আর কেউ করতে পারতেন না, কারণ ওটাই মুনমুন। ওই মুনমুনই আর্বান লেজেন্ড। ব্যাপারটা মুনমুনের ভিতরেই কোথাও একটা ছিল। প্রথম থেকেই।
  • sosen | 184.64.4.97 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০২:৫৩69841
  • সেই তো। এর পরেই আসবে "কিছু কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা।"
  • | 205.154.83.193 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০২:৫৯69842
  • মুনমুন-ভিক্টর পানুর আর্বান লিজেন্ডের আরেকটা লেয়ার ছিল ব্যবধান সিনেমাটা।
  • pi | 24.139.209.3 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০৩:১২69843
  • বো ব্যারাকে মুনমুনকে ভাল মানিয়েছিল।
    আচ্ছা, মুনমুনের দক্ষিণী বি গ্রেড মুভিগুলোই কি পানু রহস্যের পিছনে ?ঐ সব মুভির নানা দৃশ্যেও পানু ছিলো না ?

    অর ডিডি ২ র ফ্যাশন টিভির টাইমলাইনটা কী ছিল ?
  • sosen | 184.64.4.97 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০৩:১৪69844
  • বিকেলের দিকে আধঘন্টা এম টিভি আধঘন্টা ফ্যাশন টিভি-চারটে বা পাঁচটা
  • pi | 24.139.209.3 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০৩:১৬69845
  • না না, আমি সালটা জানতে চাইছিলাম।
  • sosen | 184.64.4.97 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০৩:১৯69846
  • চুরানব্বই -পঁচানব্বই মতো হবে
  • sosen | 184.64.4.97 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০৩:২৪69847
  • তার আগেও হতে পারে কারণ নব্বই -পঁচানব্বই আমাদের বাড়িতে কারেন্ট ও টিভি দুটো-ই ছিলোনা-ফুটবল বিশ্বকাপ ছিলো তো ৯৪ -এ? তখন কারেন্ট আর পুঁচকে ভিডিওকন টিভি এলো।
  • pi | 24.139.209.3 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০৩:২৫69848
  • সুপারহিট মুকাবলা কবে এল? '৯২ ? তার পরে বোধহয়।
  • অনামী | 170.62.7.250 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০৩:৫৮69876
  • নেতাজী যেদিন ফিরবেন, সেইদিন মুনমুন সেনের পানু সঙ্গে নিয়েই ফিরবেন। বাঙালির সেইদিন সকল মনস্কামনা পূর্ণ হবে। ঘরে ঘরে ভোম্বল-পল্টু-মিন্টিরা সেইদিন থেকে অঙ্কের রাইডার সমাধান করতে করতে থিওরি অফ এভরিথিং আবিষ্কার করে বসবে। দেশবিদেশের শ্বেতাঙ্গ-দীর্ঘাঙ্গী ললনারা বাঙালি যুবকদের দেখে পাগল হয়ে উঠবেন। পুষ্পক বিমান আর এটম বোমা যে বেদে আছে প্রমানিত হবে। বাঙালির ঘরে ডাক্তার আর ইঞ্জিনিয়ার ছাড়া আর অন্য কোনো প্রজাতি জন্ম নেবেনা। পৃথিবী বুঝবে নিটশে কোনো মহামানব উবেরমানশদের কথা বলেছিলেন!
  • ঝন্টিপাহাড়ির ঝন্টুরাম | 117.167.108.184 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০৪:০৫69849
  • অপন্নার কথাটা মনে হয় "মোহনার দিকে" রিলিজ হওয়ার পর চালু হয়েছিলো। কিন্তু সিনিমাটা কখনো দেখা হয়নি। এরকম আরো একখান সিনিমা নিয়ে প্রচুর হইচই হত - টীনবেলায় - দীপার প্রেম।

    আরেকজন অভিনেত্রীর কথাও মনে পড়ছে, যার সম্পর্কে সিমিলার খবর ছিলো - জয়াপ্রদা।
  • . | 208.7.62.204 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০৪:৫৫69877
  • আসলটাই তো বাদ দিলেন! সেদিন - হ্যাঁ সেদিন - বিপ্লব এসে হাজির হবে। মহান বিপ্লব। সর্বহারা শ্রেনী সেদিন সব পেয়ে যাবে। সাম্রাজ্যবাদী আমেরিকা সেদিন ইরাক থেকে সরে গিয়ে বাংলার মাঠে এসে মুখ থুবড়ে পড়বে। তাদের কালো হাতটা শেষবারের মতো ভেঙ্গে গুঁড়িয়ে যাবে। সিয়ার চক্রান্তকারীদের শহীদ মিনারের সামনে হাতকড়া পরিয়ে বসিয়ে রাখা হবে। শ্রমিক আর কৃষকশ্রেনীর প্রতিনিধিরা তাদের পালা করে গণসঙ্গীত শোনাবে। আর তারপরেই বেরোবে গ্রিড দখল অভিযানে। যাবার পথে কয়েকটা ওলা উবেরকে গাছের ডালে লটকে দিয়ে যাবে। নেতাজী যেদিন ফিরবেন হাতে মুনমুন সেনের পানুর ভিডি ক্যাসেট নিয়ে, সেদিন এই সব হবে।
  • ঈশান | 214.54.36.245 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০৫:০০69878
  • "নেতাজী যেদিন ফিরবেন, সেইদিন মুনমুন সেনের পানু সঙ্গে নিয়েই ফিরবেন।" -- এই লাইনটা হেব্বি হয়েছিল (এটা আমি কোথাও টুকে দেবো, গ্রান্টি)। কিন্তু গরু রচনায় চলে যাবেন্না প্লিজ।
  • TB | 118.171.131.187 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০৫:২৪69850
  • ইসে, ভাস্করের কবিতা আমি পড়ি নাই, এমনকি এতগুলো শীতকাল কাটিয়েও। কি আর করি বলুন, আমি তো বুদ্ধদেব দাশ্গুপ্তর কবিতাও পড়ি নাই, এমন কি গনদেবতা বা রাঘব বন্দ্যো ও পড়া হয় নাই। এমনকি প্রেম নেই পড়েছি খাবলা খাবলা, যেমতি একটা পাতা ছিল যেখানে ছেলের ফুলশয্যার রাতে বাপ-মায়ের কথোপকথন ও নির্মিতি।
    কি জানি, গুল ও মার্তে পারি, যারা পড়েছেন সে বই, তাঁরাই কনফার্ম করতে পারবেন।
  • PM | 233.223.154.210 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০৫:২৭69879
  • আমার ধারনা ছিলো মুনমুনের পানু আমাদের ইস্কুলের ছাত্রদের একচেটিয়া কনসেপ্চুআল অ্যাসেট ছিলো ঃ) কত্ত বড় ভুল ধারনা!!!!

    যাক গে। কিন্তু আপনাদের কারো রেডিও-র বিবিধ ভারতীতে শনি রোববারের ১৫ বা ৩০ মিনিটের ধারাবাহিক নাটকের ব্যাপারে কোনো নস্টালজিয়া নেই? শ্রাবন্তীর ওয়েসিসের "মনের মতো গান আর মনে রাখা কথা" শনিবার দুপুর সারে বারোটা থেকে থেকে ১ টা। শনিবার দুপুর পৌনে দুটোর হাতুরী মার্কা ফিনাইল এক্সের "শনি বারের বারবেলা"। রোববার দুপুরের ১৫ মিনিটের আরব্য রজনী---- এই সব???

    আর নাটকের মোক্ষম সময় বন্ধ করে শ্রাবন্তির ন্যাকা , আদুরে কন্ঠের দাবী "এর পরের টুকু শোনার জন্যে নিশ্চই ছটফট করছেন? তাহলে আগামী সপ্তাহে ঠিক এই দিন এই সময়ে রেডিও খুলতে ভুলবেন না কিন্তু" ঃ)

    আর বোরোলিনের সংসার তো ছিলই
  • Bratin | 11.39.137.51 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০৫:৪৫69880
  • পোএম, আজকের ভত পড়ো।ওয়েসিস, হাতুড়ি মার্কা ফিনাইল এক্স সব এসেছে ।

    কিন্তু মুনমুন সেনের পানু শুনে তুমি কোথা থেকে ঊদয় হলে বাছা? ঃ))
  • Sakyajit Bhattacharya | 116.51.24.196 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০৫:৪৭69881
  • আমার লেখার লিস্টে অনেকগুলো আছে এরকম। একটা জায়গা কেউ ধরেনি কখনো। পুরনো বাংলা অ্যাড এবং জিঙ্গলস।

    নস্টালজিয়ার ডিহিস্টরিফিকেশন ঘটাতে চাই না। তবু বলি, নব্বই-এর দশক আমার সেরা দশক লাগে। নানাবিধ কারণে
  • | 213.132.214.83 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০৬:১৯69851
  • মোহনার দিকে র সেই বিখ্যাত গান

    "আছে গৌর নেতাই নদীয়া তে.."

    কিন্তু অরি ও পানু দেখতো( বা দেখার চেষ্টা করতো)? গুরু তে আর একটাও ভালো ছেলে রইলো না গো!! ঃ((
  • বোরোলীন | 117.167.108.74 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০৬:২৫69852
  • দেখার কথা কোথা দেখলে? আর এর সাথে ভালো/খারাপের সম্পক্কো কী?

    তবে সইত্যের খাতিরে - ছবি প্রথম দেখেছি বিক্কলেজে, কারো বিছানার নীচে লুকনো ম্যাগাজিনে। আর মুভি ফিনল্যান্ডে। ঐ অল্পই ভালো, তাপ্পর বোরিং।
  • | 213.132.214.85 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০৬:৫৭69853
  • মানে ও ই আর কী.. ঃ)
  • Sakyajit Bhattacharya | 116.51.29.124 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০৭:২০69854
  • মোহনার দিকে তো পানু সিনেমা না !

    আর, ওয়াগন সিরিজটা খুঁজে পাচ্ছি না। পেলে সব লেখাগুলো একসাথে জড়ো করে রেখে দেব।
  • বোরোলীন | 117.167.108.61 (*) | ২৯ অক্টোবর ২০১৫ ০৭:২৪69855
  • আরে টীনবেলায় অতসব কে জানতো? গুজগুজ ফুসফুস হত এইটুকু মনে আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন