এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Amit | 11.121.99.50 (*) | ১২ জুন ২০১৪ ০৯:৫৮73476
  • অসাধারণ লেখা। মন ভরে গেল।
  • de | 190.149.51.69 (*) | ১৩ জুন ২০১৪ ০১:০৭73486
  • ভালো লাগলো!
  • aka | 34.96.239.132 (*) | ১৩ জুন ২০১৪ ০১:৪০73487
  • শেষ দুটো লাইন বদলালে

    তবুও লাল, আলিমুদ্দিন, লাল নিশান কই!
    কেমন হবে আমিও যদি ফেসবুকে পোস্ট দিই?
  • arindam | 69.93.246.210 (*) | ১৩ জুন ২০১৪ ০১:৫৫73477
  • গোলা
  • lcm | 118.91.116.131 (*) | ১৩ জুন ২০১৪ ০২:৫৩73488
  • বোঝো! বিজেপি-কে নষ্ট মেয়ে বলছে।
  • সিকি | 135.19.34.86 (*) | ১৩ জুন ২০১৪ ০৩:৪৫73478
  • ভালো লাগল না।
  • রাজীব সেন গুপ্ত | 125.187.53.1 (*) | ১৩ জুন ২০১৪ ০৪:০৬73479
  • ভীষন ভালো। কিছু বলবার ভাষা হারিয়ে ফেলেছি।
  • Animesh Baidya | 123.21.73.194 (*) | ১৩ জুন ২০১৪ ০৪:৩৫73489
  • @Ranjan Roy- আমি ছান্দসিক নই। আমি বরং ছান্দ-SICK। ভালো লাগলো আপনার 'শুদ্ধিকরণ'। ভালো থাকবেন।
  • Partha | 125.249.145.122 (*) | ১৩ জুন ২০১৪ ০৬:৪০73480
  • আহা। আপনাকে নোবেল দিতাম। কিন্তু আবার যদি চু রি হয়ে যায় সে ই ভে বে দিলাম না।
  • didimoni | 131.241.218.132 (*) | ১৩ জুন ২০১৪ ০৭:১৯73481
  • মজার । আপনার মুখে ফিস ফ্রাই আর ক্রিম রোল ।
  • quark | 24.139.199.12 (*) | ১৩ জুন ২০১৪ ০৭:৩৭73482
  • দারুণ!
  • h | 213.99.211.132 (*) | ১৩ জুন ২০১৪ ১১:২১73483
  • আলিমুদ্দিন এর উপরে রাগ করে বিজেপি হওয়াটা, আয়রনিক ;-)
  • বাবু দাশগুপ্ত | 125.111.23.196 (*) | ১৩ জুন ২০১৪ ১১:৩৪73484
  • দারুণ। এত অল্প কথায় এত বড় একটি রাজনৈতিক সঙ্কটকে ফুটিয়ে তুলেছেন। এমন আরও চাই অনিমেষবাবু। অভিনন্দন নেবেন।
  • Ranjan Roy | 24.99.71.43 (*) | ১৩ জুন ২০১৪ ১২:০২73485
  • শ্রীঅনিমেষ বৈদ্যর বেণীমাধব প্যারডির ছন্দমাত্রা সংশোধিত রূপ (মার্জনাভিক্ষা সমেত)

    আলিমুদ্দিন আলিমুদ্দিন!বিপ্লব করতে যাবো,
    আলিমুদ্দিন তুমি কি আর লোকের কথা ভাবো?
    আলিমুদ্দিন এমন বাঁশি তমাল তরুমূলে
    বাজিয়েছিলে, আমি তখন পড়ি যে ইশ্কুলে।
    তখন থেকেই এস এফ আইয়ে, আর শ্রেণীসংগ্রাম,
    সায়েন্টিফিক রিগিং ভোটে, জ্বলছে নন্দীগ্রাম।
    আমি তখন হলাম অবাক, হলাম লাজে লাল,
    আনলে কুমির আলিমুদ্দিন, কাটলে তুমি খাল।

    আলিমুদ্দিন, আলিমুদ্দিন! আদর্শ তো ভালো।
    বুকের ভিতর জ্বালিয়েছিলে সাম্যবাদের আলো।
    তোমার ডাকে দৌড়ে গেছি ব্রিগ্রেডে, ময়দানে,
    আলিমুদ্দিন, আমার বাবা কাজ করে দোকানে।
    কুঞ্জে তবু গুঞ্জে অলি, ফুটেছে মঞ্জরী,
    দলেতে ভিড় প্রোমোটারের, বাড়ছে ঠিকেদারি।
    তখনো আমি শ্রেণীসংগ্রাম, তখনো আমি লাল,
    আমায় দেখে হাসে সবাই, বলে আমায় বাল!

    আলিমুদ্দিন, আলিমুদ্দিন! এত দিনের পরে,
    সত্যি বলো, সেসব কথা এখনও মনে পড়ে?
    সেসব কথা বলেছ কি পলিট বুড়োটাকে?
    আমি যে দেখি বামের পাশে মাহেশ্বরী থাকে।
    দেখেছি যে আলোর নীচে নিকষ সেই কালো,
    স্বীকার করি বেশ দুজনেই হয়েছ জমকালো।
    জ্বালিয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ,
    বাড়ি ফিরে বলেছিলেম শিক্ষে দেবে লোক।

    রাতে এখন ঘুমোতে যাই স্বপ্নভাঙা ঘরে,
    ঘরের কোণে লালপতাকা একা গুমরে মরে।
    আমার পরে যারা এল কালের চোরা বাঁকে,
    জানিনা আজ কোথায় আছে, কার পোস্টার আঁকে।
    আজ তো গেল, কাল যে এল, কালের ঘরে শনি,
    সব পাড়ারই দখল য়ে নেয় সবুজ দিদিমণি।
    তবু আগুন,আলিমুদ্দিন, আগুন জ্বলে কই!
    কেমন হবে আমিও যদি আজ বিজেপি হই?
    ূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূ
  • naresh jain | 126.203.219.205 (*) | ১৪ জুন ২০১৪ ০৩:২৯73492
  • maja pelam kabita ta pare, alimuddin
  • naresh jain | 126.203.219.205 (*) | ১৪ জুন ২০১৪ ০৩:২৯73493
  • maja pelam kabita ta pare, alimuddin
  • MR | 82.64.95.125 (*) | ১৪ জুন ২০১৪ ০৪:৫৫73494
  • মমতাদি কে নিয়ে কি কোন লেখা হতে পরে? নাকি যাস্ট ইচ্ছাটাই হয় না বা লেখার তেমন কিছু মেটিরিয়াল নেই?
  • Ranjan Roy | 24.99.135.16 (*) | ১৪ জুন ২০১৪ ০৬:০৯73490
  • @অনিমেষ,
    ঃ)))))))
  • Ranjan Roy | 24.99.135.16 (*) | ১৪ জুন ২০১৪ ০৬:১২73491
  • @ আকা,
    বিলকুল!

    @এল সি এম,
    হ্যাঁ, ধক আছে মানতে হবে! আজ বিজেপিকে অমন বলা!!!
  • Ranjan Roy | 24.99.163.73 (*) | ১৬ জুন ২০১৪ ০২:৩২73495
  • মমতাদি বড্ড প্রেডিক্টেবল একরঙা ক্যারেক্টার।
    তবু এখানে বেশ কিছু পদ্য ছিল।
  • nilin | 69.99.48.38 (*) | ১৭ জুন ২০১৪ ০৫:৩৮73496
  • খারাপ লেখেননি অনিমেষ বাবু।।। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো যে কোনো সিস্টেম এ বেশি দিন চললে একটা কম্প্লাকান্চ্য় আসে।।।।সেটা আসতে বাধ্য।।।।কিন্তু আমাদের সোশ্যাল স্ট্রাকচার কিন্তু ঠিক ছিল।।।।মেয়েরা সেফ ছিল।।।আমরা যারা বাংলার বাইরে থাকি তারা জানি বাংলা সম্পর্কে লোকের মনে কিন্তু একটা ভালো ধারণা ছিল।।।যে বাংলা সবাই সেফ।।।।দিদি আর যাই করুন, পরিবর্তন আনতে গিয়ে দিদি এবং তার সঙ্গীরা বঙ্গ সেফ এই প্রবাদ একেবারেই ধুয়ে মুছে দিয়েছেন। এখন বাংলায় গেলে ভয় লাগে। যে গভর্নমেন্ট কাজ করে তাদের কি গলি তে গলি তে চিফ মিনিস্টার বা তার সঙ্গী দের বড় বড় প্ল্যাকার্ড লাগাতে হয় নাকি????????????? মানুষ তো কাজ দেখেই ভোট দেবে।।।।ফটো লাগবে কেন।।।।আমাদের বাংলা এখন মায়াবতী র উত্তর প্রদেশ হয়ে উঠেছে যেখানে নিজের গান gawa টা অনেকদিনের অভিজ্ঞতা।।
    বাংলার মানুষ যদি এই পরিবর্তন এ খুশি তাহলে তাদের সেটা মুবারক।।।।।কিন্তু আমি কোনো পার্টি করি না তবে এটা খুব ভালো ভাবে ফীল করি যে এভরি থিং ইস নট well ইন বেঙ্গল।।।
    তবে আপনি অনেক বড় কবি হন এই কামনায় করি।।।।এবং ভগবান আপনাকে সুমতি দিন এই কামনা করে শেষ করলাম
  • arijit dutta | 127.194.112.75 (*) | ১৮ জুন ২০১৪ ০৭:৩০73497
  • দরুন হোয়েছে।।। আরো পাবো এমোন ত এই আশা রাখি।।।
  • Ishani | 116.216.161.144 (*) | ১৯ জুন ২০১৪ ০৫:৪৩73498
  • দারুণ !
  • ranjan roy | 24.96.109.44 (*) | ২১ জুন ২০১৪ ০১:৩২73500
  • বাক্‌ আপ পিটি! বাক্‌ আপ্‌
    চালিয়ে যান।
  • লেফটি | 132.164.126.25 (*) | ২১ জুন ২০১৪ ০১:৫২73501
  • যে আসে আসুক, সিপিয়েম যাক তত্ত্ব নিয়ে একটা কোবতে হয়ে যাক।
  • SC | 34.3.22.185 (*) | ২১ জুন ২০১৪ ০২:৩০73502
  • পি টি দা দারুন হয়েছে। ছন্দ খুব ভালো।
  • PT | 213.110.246.230 (*) | ২১ জুন ২০১৪ ১২:৫২73499
  • মাওদরদী, মাওদরদী, নিজের কথা বলো
    মাওদরদী তুমিও কি আর সঠিক পথে চলো?
    মাওদরদী তখন তুমি নকশাল রূপ ধরে
    মোহনবাঁশী বাজিয়েছিলে সাম্যবাদের সুরে।
    তখন শুনি মার্ক্স-ই সত্য, লেনিন ভগবান
    তোমরা কেন বললে শুধু মাও-ই চেয়ারম্যান?
    আমি তখন সাতের ক্লাশে, বন্ধু নন্দদুলাল
    জানায়, এবার আমরা হব চীনের মত লাল।

    নকশালবীর, নকশালবীর, লেখাপড়ায় ভালো
    বই-পত্তর শিকেয় তুলে, অস্ত্র নিয়ে খেলো।
    তোমায় দেখে ভয় পেয়েছি, পালিয়ে গেছি ঘরে
    নকশালবীর, আমার বাবা ট্রেড ইউনিয়ন করে।
    বামমার্গী, তবু-ও বাবার ফিরতে হলে দেরী
    সন্ধেবেলা হোমটাস্কে হিসেবে ভুল করি।
    অমি তখন সাতের ক্লাশে, আমি তখন বারো
    শুনতে পাচ্ছি তোমরা নাকি অন্য বামকে মারো!

    অন্যেরা সব ভুল রাস্তায়, ভ্রষ্ট, শোধনবাদী
    তোমরা শুধু আগমার্কা মার্ক্স ও লেনিনিবাদী।
    বিকৃত এক তাত্বিকতার উন্মাদনার বশে,
    কাটছ মাথা, ভাঙছ সমাজ, আগুন লাগাও ক্লাশে।
    নকশালবীর, মাওদরদী এতদিনের পরে
    গুলিয়ে যাওয়া সেসব কথা এখন মনে পড়ে?
    বেলাশেষে বিকিয়ে গিয়ে সিদ্ধার্থের কাছে
    নকশালেরা, কংশাল রূপ অবতারে বাঁচে।

    অনেক দুঃখে, অপমানে সেলাই দিদিমণি
    "নষ্ট" হবে এমন শুধু ভেবেছিল শুনি।
    তোমরা কিন্তু অর্ধসত্য কচকচানির মালায়
    শ্রেণীচরিত্র কবর দিলে সাত হাত মাটির তলায়।
    মাওদরদীর-ঢপেশ্বরীর একসাথে ফেউ ডাক,
    সঙ্গে শেয়াল, হায়না এবং জনসংঘীর পাঁক।
    “বিপ্লব শেষ? মাওদরদী, পরিবর্তন কই?
    কেমন হবে আমিও যদি নষ্ট স্বদেশ হই?”
  • aranya | 78.38.243.218 (*) | ২২ জুন ২০১৪ ০৪:৩৭73503
  • পিটি, দূর্দান্ত, ফাটিয়ে লিখেছেন
  • | 24.97.144.102 (*) | ২২ জুন ২০১৪ ০৪:৪৫73504
  • পিটির কবিতাটা দুর্ধর্ষ।
    পিটি আরো কিছু এমন দিলে পারেন তো।
  • Atoz | 161.141.84.164 (*) | ২২ জুন ২০১৪ ০৮:২১73505
  • আহ, অতি চমৎকার! অতি চমৎকার! পিটি, পরে আরো দেবেন প্লীজ।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন