এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rabaahuta | 233.186.88.213 (*) | ২৪ অক্টোবর ২০১৭ ০৭:১১83388
  • আহা, পাগলা দাশু পড়ছি কিনা, তাই বল্লাম ঃ)
  • | 144.159.168.72 (*) | ২৪ অক্টোবর ২০১৭ ০৭:২০83389
  • হুঁ আমার আপিসের ল্যাপীর পিডিএফ রিডারেই কিছু ঘাপলা হ্যাজ।

    যাই হোক আমি লাফিয়ে পেরথমে ডিডির গল্প তারপরে তিতাসের গল্প পড়লাম। পড়ে না কেমন ভোঁ হয়ে গেলাম! বুঝেছি কিনা তাও বুঝতে পারছি না, দেখি কাকুরটা পড়ি
  • Santanu | 57.15.9.5 (*) | ২৫ অক্টোবর ২০১৭ ০১:২৬83393
  • আচ্ছা গুরু ই কি প্রথম না অগে ও কোনো বাঙ্গলা বই মোবি (কিন্ডলের জন্য) বানানো হয়েছে? আমি দেখি নি, তাই জিগেস করলাম।
  • | 52.106.102.73 (*) | ২৫ অক্টোবর ২০১৭ ০৩:১৮83394
  • না কনফু মানে তারেক অনেকদিন ধরে বানাচ্ছে। বeদ্বীপ সাইটে আছে। এছাড়া সাম্প্রতিক অতীতে ফেবুর বইয়ের হাট গ্রুপে অমিয়ভূষণ মজুমদারের কুছু বই ও আরো কিছু বইয়ের মোবি আর ইপাব পেয়েছি।
  • Lama | 160.129.65.60 (*) | ২৫ অক্টোবর ২০১৭ ০৫:৫২83395
  • আমার কাছে এবারের ইবুকের একটা বিশেষ তাৎপর্য আছে। এই প্রথম, মা আর আমরা দুই ভাইয়ের আঁকা আর লেখা একসঙ্গে।

    মিশ্র অনুভূতি। নস্টালজিয়া। আরো কতকিছু
  • Ishan | 42.210.218.202 (*) | ২৫ অক্টোবর ২০১৭ ১২:২৩83392
  • ইপাব, মোবি, সবই তুলে দেওয়া হয়েছে।
  • h | 194.185.177.155 (*) | ২৬ অক্টোবর ২০১৭ ০৩:৫০83396
  • বলছি জে পিডিএফ নামানো যাচ্ছে কিন্তু পয়সা দিতে হচ্ছে না, এটাতে তো তোদের ক্ষতি হবে। পয়সা একটা নেওয়ার ববস্থা কর। আমার আজকাল পয়সা না দিয়ে বই পড়তে ভালো লাগে না, মনে হয় ঠকাচ্ছি। অল্প সল্প এটা ওটা পড়ি, যতটুকু পড়া সেটা পয়হা দিয়েই পড়া উচিত। নতুন প্রকাশনা পয়সা না নিলে নতুন লেখকেরা পয়সা পাবে না, বাংলা প্রকাশনার বিভিন্ন রোগের একটি অন্তত সারবে না। আর এই নেটে সব ফ্রী তে পাওয়া যায় , শ্রী লেদার এর কুপন এবং বাংআ নতুন গল্প এটা আর পোসাচ্ছে না।

    আমি গুরুচন্ডালির কাজকর্মের বিষয় এর দিক গুলোয় ইন্টারেস্টেড, বই বা পত্রিকার আর্ট ওয়ার্ক/পেজ প্ল্যানিং এর ফ্যান নই, দু একবার ভালো লেগেছে, কিন্তু মাঝে মাঝেই মনে হত বড্ড তাড়াহুড়ো বাবা। ফন্ট গুলোর ও নই, কিন্তু এবার কিছু একটা হয়েছে প্রচ্ছদে ভীষণ সুন্দর লাগছে। শিল্পী দের ধন্যবাদ। কি সুন্দর ছবি টা। চমৎকার লাগছে। ছোটোদের মত আনন্দ হচ্ছে অনেক রঙ এর ছবি দেখে।

    বইটা পড়ি নি এখনো।
  • kumu | 132.176.3.149 (*) | ২৬ অক্টোবর ২০১৭ ০৩:৫৭83401
  • লামা,এটা বোধহয় সবচেয়ে আগে আমিই খেয়াল করেচি।23 October 2017 11:19:28 ISTর পোস্ট দেখো।
  • | 116.210.138.235 (*) | ২৬ অক্টোবর ২০১৭ ০৪:১৮83402
  • অমর মিত্র'র লেখাটা গল্পের মধ্যে পড়ে একটু মজা পেলাম
  • মাহবুব লীলেন | 108.204.89.231 (*) | ২৬ অক্টোবর ২০১৭ ০৬:৩৩83403
  • নামাইলাম; ভূমিকাটাই একটা গল্প
    গত ছয় মাসে দৈনিক তিনটা করে তামিল সিনেমা দেখে আইলসামি উদযাপন করি; দুনিয়াতে আইলসামি উদযাপনের লাইগা তামিল সিনেমার বিকল্প কিছু আছে কি না জানি না; অন্তত এই বস্তু দেখার সময় মগজটা ফ্রিজে ভিজাইয়া রাখা যায়...

    গুরুর নির্বাচিত গল্প দুই খণ্ড ধরে একটা লেখা তৈরির জন্য নোট নিতে নিতে থেমে গেছি; আসা করি আইলসামি পর্ব শেষ হলে আবার শুরু হবে;

    ০২
    বাঙালিরে বই গিলানোর এই প্রচেষ্টার লাইগা অভিনন্দন
  • pinaki | 90.254.154.105 (*) | ২৬ অক্টোবর ২০১৭ ১০:০৪83397
  • আমারও মনে হয় এটা নিয়ে ভালো করে ভাবনাচিন্তা করা উচিৎ। প্রফিট ওরিয়েন্টেড মডেলের উল্টোদিকে দাঁড়িয়ে 'কোনো মডেলই নেই' - এই মোডে বেশীদিন লড়া যায় না। একটা সাস্টেনেবল মডেল দাঁড় করাতেই হবে। এটা সময়ের দাবী। আমি এই ই-বইটার তৈরী হওয়ার সাথে খানিকটা যুক্ত ছিলাম, একেবারেই কৌতূহলের জায়গা থেকে। দেখলাম গুরুর কাজে নিয়মিত যাঁরা অংশ নিয়ে থাকেন, মানে যাঁদের আমি চিনতাম, তাঁরা ছাড়াও দুজনের কথা বলতে পারি - যিনি এই বইটার লেআউট করেছেন এবং যিনি সেই লেআউট থেকে ইপাব বানানোর জটিলতাগুলো সলভ করেছেন - এঁরা দুসপ্তাহ ধরে যা লেবার দিয়েছেন, জাস্ট ভাবা যায় না। এরকম প্রতিটা ভলান্টারি এফর্ট কিন্তু প্রতিদিন নতুন নতুন প্রত্যাশা তৈরী করছে, যেটা আবার পুরোটা ভলান্টারি এফর্ট দিয়ে মেটানো সম্ভবই নয়। আর এই ফেবু জমানায় পাঠক/ব্যবহারকারী খুবই অস্থিরমতি। আপনি দুদিন প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তৃতীয়দিন সে আর আপনার অপেক্ষায় বসে থাকবে না। চতুর্থ দিন থেকে গাল পাড়া শুরু করবে। তখন কিন্তু 'আমি তো ভলান্টারি এফর্টে চলি' বলে আপনি পার পাবেন না। কাজেই প্রত্যাশার চাপ থাকছে ভয়ানক। সেই স্ট্রেস থেকে ভুলভ্রান্তি হচ্ছে। অনেকে হয়তো বলবেন সেধে বাঁশ নিতে কে বলেছিল বাবা। দিব্যি তো ছিলে সাইট নিয়ে। সমস্যা হল, প্রকৃতির নিয়মে আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন না অনন্তকাল। হয় আপনাকে এগোতে হবে, নয় জনাকুড়ি লয়াল সাইট ব্যাবহারকারী নিয়ে (সেটাও ফেসবুক হোয়াট্সয়াপ জমানায় মোটেও ধ্রুব কিছু নয়) কোনরকমে টিঁকে থাকতে হবে আর মাঝে মাঝে 'আহা সেই যে ঘি খাইয়াছিলাম' বলে ঢেঁকুর তুলতে হবে। ফলে বাংলাভাষায় 'অন্যরকম' কিছুর স্বপ্ন যাঁরা দেখেন তাঁদের একটু গাঝাড়া দিয়ে উঠে এগুলো নিয়ে আলাপ আলোচনা শুরু করা উচিৎ বলে আমার মনে হয়। হনুদাকে ধন্যবাদ টাইম টু টাইম এই আলোচনাগুলো ফিরিয়ে আনার জন্য।
  • dc | 132.164.71.217 (*) | ২৬ অক্টোবর ২০১৭ ১১:২০83398
  • আমার আবার পয়সা দিয়ে বই পড়তে খুব আপত্তি। গান, সিনেমা, গপ্পের বই, টেক্সট বই, যাবতীয় সফটওঅ্যার, রিসার্চ পেপার, এসবের কোনকিছুই আমি পয়সা খরচ করে শুনতে/দেখতে/পড়তে চাই না। আমি পাইরেসির খুব বড়ো সমর্থ্ক। নেটে সব ফ্রিতে পাওয়া যায়, এটা আমার কাছে আদর্শ মডেল। নেটে এই সব ফ্রিতে পাওয়া না গেলে আদৌ নেট কতোটুকু ব্যাবহার করতাম সেনিয়ে সন্দেহ আছে।
  • de | 24.139.119.171 (*) | ২৬ অক্টোবর ২০১৭ ১১:৩২83399
  • সবে ভাবচি - ডিসি এখনো লেখে না কেন? ঃ))

    পয়সা দিয়ে পড়তে গেলে পাঠক সংখ্যা নিঃসন্দেহে কম হবে! সেক্ষেত্রে লোকে পয়সা দিয়ে কেমন গপ্পো পড়তে পাচ্ছি, সেটাও দেখবে - মানে কোয়ালিটি অব দ্য প্রোডাক্ট। তবে, ভালো বই হলে আমার পয়সা দিতে আপত্তি নেই।
  • T | 129.74.180.59 (*) | ২৬ অক্টোবর ২০১৭ ১১:৫২83400
  • 'আমি তো এমনি এমনি খাই' মার্কা ব্যাপারগুলো বাদে এই কথাবার্তা থেকে প্রচুর আলোচনার বিষয়বস্তু উঠে আসছে, যেগুলোকে নিয়ে আলাদা ভাবে একটা টই খোলা উচিত মনে করি। বেশী পাঠক চাই না নিশ পাঠক চাই, লেখাপত্রের কোয়ালিটি বিচার, ভলান্টিয়ার মডেল নাকি প্রফেশনাল মডেল ইত্যাদি ইত্যাদি।
  • | 116.210.182.14 (*) | ২৮ অক্টোবর ২০১৭ ০৯:৪০83404
  • আচ্ছা যেটা বলার ছিল, টেক টিম কনফার্ম করতে পারবেন। খেটেখুটে দুটো আলাদা ফর্ম্যাট না করে একটা azw3 ফাইল বানাতে পারলেই মনে হয় কেল্লাফতে।
    আমার অন্তত এই ফর্ম্যটটা পেলে কিছু কনভার্ট করতে হয় না। ইপাব পেলে আমি ইপাব পড়ি ক্যালিব্রেতে ট্যাবে আর কনভার্ট করে মোবিতে নিয়ে কিন্ডল বা কিন্ডল ফর পিসি/অ্যান্ড্রোয়েড ইত্যাদিতে পড়ি। কিন্তু azw3 পেলে সবেতেই ধাঁ ধাঁ করে খুলে যায় কিছু কনভার্শানের দরকার হয় না।
  • h | 194.185.177.155 (*) | ২৯ অক্টোবর ২০১৭ ১০:০২83405
  • আই হ্যাভ নেভার লাইক্ড রবিশংকর বল। হি ইজ অলওয়েজ রাইট, কারেক্ট, স্পট অন। আমার পোসায় না, রবিশংকর বল, দ্য রাইটার, ইজ নট আ রিস্ক টেকার। কিরকম একটা ভালো নিউট্রিশন রেজিমের মত, সমস্তই ভালো, ঠিক ঠাক, স্বাস্থ্যকর জীবন বীমা। আই নেভার গেট এক্সাইটেড বাই হিম। আর আমি বুঝি না এত বড় এস্টাবলিশ্ড লেখকের লেখা গুরুচন্ডালি ছাপায় কেন, আনলেস দে রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং দেয় কান্ট ডু এলস-হোয়ার।ওনার লেখার থেকে লেখার মোটিভেশন টা ভালো, নট শিয়োর দ্যাট ইজ আ কম্প্লিমেন্ট। দু একটা এখানে ওখানে নন ফিকশন বা সাক্ষাৎঅকার জাতীয় কিছু হয়তো বড় মিডিয়ায় দেখেহ্হি, ভালো ই লেগেছে।

    বাট এনিওয়ে হু দ্য ফাক অ্যাম আই? কে কি ছাপবে তাতে আমর কি বলার থাকতে পারে। নিশ্চয়ি অনেক লোক আছে যাঁদের পড়তে ভালো লাগে।
  • saikat | 126.202.196.14 (*) | ৩০ অক্টোবর ২০১৭ ০৩:৫৫83408
  • কিন্তু চর্চাপদ থেকে রবিশংকর বলের কোন বইটার কথা বলছে দ ? নাকি রবি সেনের কথা বলছে ?

    দেজ থেকে গত কয়েক বছরে নিয়মিত বই বেরিয়েছে, দোজখনামা অনুবাদও হয়েছে ইংরেজীতে। তার আগে তো এখান সেখান থেকে বই প্রকাশ, রক্তকরবী ইত্যাদি। আমি তো চিরকাল ওনাকে ছোট মিডিয়ার লেখক বলেই জেনে এলাম, সেই বিশ বছর আগে যখন দারুনিরঞ্জন নামে গল্পের বইটা পড়ি, বা কিছু পড়ে 'তিমিরের হার্লেম' নামে উপন্যাসটা পড়ে যখন প্রতিদিনের অফিসে দেখা করতে যাই। তবে হ্যাঁ, প্রতিদিন পূজাবার্ষিকী লেখার জায়গা হিসেবে ছিলই আর মিডিয়ার বড়-ছোট দিয়ে লেখকত্ব বিচার করছি না বটে।
  • | 144.159.168.72 (*) | ৩০ অক্টোবর ২০১৭ ০৬:১৪83406
  • রবিশংকর বল ভালই লাগে তো। এই গল্পটা যদিও সুবিধের নয়। চর্চপদ থেকে একটা চোটগল্পের বই কিনেছিলাম সেটা বেশ লেগেছিল।
  • | 144.159.168.72 (*) | ৩০ অক্টোবর ২০১৭ ০৬:১৫83407
  • *চর্চাপদ
  • h | 117.77.76.61 (*) | ৩০ অক্টোবর ২০১৭ ০৯:২৯83409
  • তাহলে আমার ভুল হয়েছে আরো পড়ে অপিনিয়ন দেওয়া উচিত ছিল। থ্যা'ন্ক ইউ সৈকত।
  • h | 194.185.177.155 (*) | ৩১ অক্টোবর ২০১৭ ০২:১৯83413
  • -ওকে, ডিসক্লেমার তো প্রথম থেকেই দিয়েছি।
  • h | 194.185.177.155 (*) | ৩১ অক্টোবর ২০১৭ ১২:০৪83410
  • এইবার আমার গোটা কনটেক্স্ট টা মনে পড়েছে। এই দোজোখনামা টা ই আমি পড়েছিলাম, এবং পুরো টা পড়িনি, সেই নিয়ে বাড়িতে একটু অশান্তি। এম্নিতে দুই প্রজন্মের লেখক, মাঝহানের সময়্টা নিয়ে কথা বলছেন, এ আকর্ষনীয় থিম , এবং ভারতের যে পরিস্থিতিতে এটা লেখা হচ্ছে, সেটা অসম্ভব গুরুত্ত্বপূর্ণ ইনটারভেন্শন, এবং সেই জন্যেই আমি হই চই করে শুরুও করেছিলাম, কিন্তু তার পর জমে নি। এবার কারণ গুলো ঐ একই , সব ই ভিটামিনের মত ভালো, কিন্তু একেবারে নড়ে চড়ে বসতে বাধ্য করবে এরকম কিছু পাই নি। এইবার কথা হল আমি তার আগের গুলো পড়িনি যেটা থেকে সৈকত এটা বললে, অতএব তালিকায় রইলো, ঐ দোজোখনামা টাই শেষ করে বলছি। তার আগের উল্লেখযোগ্য গুলো কি বই হয়েছে নাকি সেই পরিচিত পদ্ধতি তে দেজ এ গিয়ে দাদা রবিশংকর বলের যা আছে দেবেন, আমি এই করে বাবুঘাটের কুমারী ইত্যাদি কিনেছি ও পড়েছি।
  • h | 194.185.177.155 (*) | ৩১ অক্টোবর ২০১৭ ১২:০৬83411
  • এটা ইংরেজি তে অনুবাদ হয়েছে শুনে/দেখে ভালো লাগলো। ভালো বাংলা লেখা অনুবাদ হলে তো দারুণ ব্যাপার। এটার ক্ষেত্রে হয়তো বিষয় টার সর্বভারতীয় পরিচিতি টা খানিকটা সাহায্য করেছে, কিন্তু এটা গুড নিউজ।
  • Ishan | 183.24.110.20 (*) | ৩১ অক্টোবর ২০১৭ ১২:২৯83412
  • কী জ্বালাতন। গুরুরটাই পড়ে দেখতে পারে হনু। মণিময় অনেক পুরোনো লেখা। আমার খুব প্রিয়। উল্লেখযোগ্য মনে করা হয় বলেই তো বই।
  • aranya | 172.118.16.5 (*) | ০১ নভেম্বর ২০১৭ ০৬:৩৪83415
  • রবিশংকর বল 'ছোট মিডিয়া'-র লেখক হতে পারেন, কিন্তু মোটামুটি নাম করেছেন। আমার মত পাঠক যে মেন স্ট্রীম মিডিয়া - শীর্ষেন্দু, সুনীল, হুমায়ুন আহমেদ ইঃ-র বাইরে তেমন কিছু পড়ে না, সেও ওনার কিছু লেখা পড়ে ফেলেছে।

    তো মারাত্মক নাম করা না হলেও, মোটামুটি এস্টাবলিশ্ড লেখকের লেখা গুরুচন্ডালি ছাপায় কেন, মানে যার লেখা গুরুতে না বেরোলেও অন্য পত্রিকা থেকে পাঠকের হাতে বা কম্পু-তে সহজেই পৌঁছবে - এ প্রশ্নটা ভ্যালিড, মনে হয়
  • aranya | 172.118.16.5 (*) | ০১ নভেম্বর ২০১৭ ০৭:০১83416
  • এই প্রশ্নটার উত্তর হয়ত এরকম -গুরুচন্ডালি লেখকের নাম না দেখে, তার লেখাকে (কনটেন্ট/ফর্ম ইঃ) গুরুত্ব দেয়।

    সেক্ষেত্রে শীর্ষেন্দু-র কোন লেখাও গুরু-তে বেরোতে পারে :-) , যদি লেখাটা সম্পাদকের / সম্পাদক মন্ডলীর মনোমত হয়
  • | 144.159.168.72 (*) | ০১ নভেম্বর ২০১৭ ০৭:৫৪83414
  • অ্যাল!
    গুলাইসি! কিরকম ধরে নিয়েছিলাম দোজখনামার লেখক আর "এই রাতে বেশ্যারা ..." লেখক একই লোক।
    সরি সরি।
  • pi | 24.139.209.3 (*) | ০২ নভেম্বর ২০১৭ ০৩:০৬83417
  • কিন্তু অরণ্যদা বা আর ইবুকের গল্প কবিতা লেখাগুলো পড়লেন ? ফিডব্যাক কই ?
  • aranya | 172.118.16.5 (*) | ০২ নভেম্বর ২০১৭ ০৯:৫০83418
  • এখনো পড়া হয় নাই, সরি চাই
  • aranya | 172.118.16.5 (*) | ০২ নভেম্বর ২০১৭ ০৯:৫৩83419
  • কম্পুতে পড়তে ইচ্ছে করে না, পিডিএফ-টা প্রিন্ট করে পড়ব ভেবে রেখেছি, ই-বুক-কে কাগজে ছাপা বই বানিয়ে, সে আর করা হচ্চে না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন