এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 57.29.152.78 (*) | ১৩ মার্চ ২০১৮ ০২:২১85181
  • কিন্তু দীপ্ন্কর শিবুর এই লেখাটা পড়ে হাসব না কাঁদব ভেবে পেলাম না।

    'অসহায় কৃষকদের সাথে ধোকা বাজি বন্ধ হোক কমরেড !

    স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী কৃষি পণ্যের মূল্য নির্ধারিত হলে গম ও ধানের দাম হবে আন্তর্জাতিক বাজার মূল্যের অনেক বেশি ।

    সেই সুযোগে কানাডা আমেরিকা অস্ট্রেলিয়ার গম আর পূর্ব এশিয়ার ধান ভারতের বাজার দখল করবে। বর্ধিত ভর্তুকি পকেটস্থ করবে বীজ সার কীটনাশক বিক্রেতা ও ঋণ দাতা ব্যাংক ও মহাজন।কৃষকের অবস্থা আরও করুন হবে।

    মনে রাখতে হবে স্বামীনাথন সাহেবের সবুজ বিপ্লব শুনতে বেশ ভালো ছিল । কিন্তু কৃষকদের আজকের এই অসহয় পরিস্থিতির জন্যে দায়ী সবুজ বিপ্লব ।

    স্বামীনাথন সাহেব আবার আসরে নেমেছেন কৃষকের অবতার রূপে। আর এবার তার যোগ্য দোসর সিঙ্গুর নন্দীগ্রাম খ্যাত সিপিম !

    কৃষকদের বাঁচার একমাত্র রাস্তা তাঁদের পুরোনো চাষ পদ্ধতিতে ফিরে যাওয়া।

    তাহলে সরকার,বহুজাতিক কোম্পানি বা ধোকা বাজ রাজনৈতিক দল কারো উপরেই তাঁদের আর নির্ভর করতে হবে না।'
  • Yeerlin Silverleaf | 127.194.233.156 (*) | ১৩ মার্চ ২০১৮ ০২:২৪85182
  • এই ঝড়টার ইমপ্যাক্ট কতটা - কিছুটা বুঝতে পারছি। দুই বাল্যবন্ধু আলাদা করে চারলাইন করে লিখে পাঠালো। দুজনেই নাম দিতে বারণ করেছে বলে দিচ্ছি না।।তবে আশা করি একদিন এরা নাম দিতেও আপত্তি করবে না।

    (১)
    কঠিন খোয়ায় পায়ের ছোঁয়ায়
    আমার কিষাণ পথ রাঙালো....
    যে রক্তে তার দেশের মাটি সরস সজীব
    যে রক্তে তার দিনগোধুলির আশার সিঁচন
    সে রক্তে আজ আমার শহর ঘুম ভাঙালো।

    (২)
    ফেরাও তোমার বসন্তবায় মাঝ আকাশে
    আজ, দিবাকর, আগুন ঢালো।
    যাক পুড়ে যাক আকাশ বাতাস পথের ধূলো।

    পলাশে আজ রং ধরিয়ে সাজিয়ে তোলো
    পথের দুধার, অগ্নিলেখায়
    লিখবে যখন এই ইতিহাস।

    শক্ত হাতে ধরবে যে হাল, যুঝবে
    তোমার ঝড়ের সাথে বুক চিতিয়ে,
    আজ সে দামাল ফিরবে ঘরে
    তেপান্তরের পথ পেরিয়ে,
    যুদ্ধশেষে।

    (৩)
    আমার রাস্তা জোড়া কাঁঁটা
    আমার পায়ের তলায় রক্ত
    আমার হারানোর কিছু নেই
    আমার জীবন তাই শক্ত।

    তোমার বুলেট ট্রেন চাই
    তোমার অনেক রকম চাহিদা
    আমার জীবন শুধুই যুদ্ধ
    আমার লড়াই তাই আলাদা।

    তুমি লোন করলে বেড়ানো
    কখনো উধাও হয়ে যাওয়া
    আমি লোন করে করি ফসল
    আর পেটের টানে খাওয়া।

    আমার গ্রামের কৃষক মিছিলে
    আজ শহর মেলালো পা
    আজ আরব সাগর তীরে
    আমার শেষ হলো লং মার্চ।
  • cm | 37.62.165.53 (*) | ১৩ মার্চ ২০১৮ ০২:৩২85183
  • ইমপ্যাক্ট নিজের মনের মাঝেই টের পাওয়া যাচ্ছে। বহু প্রত্যাশার পরে যেন বর্ষা এলো।
  • dc | 120.227.236.192 (*) | ১৩ মার্চ ২০১৮ ০২:৫০85184
  • পুরনো চাষ পদ্ধতি মানে কি বৈদিক যুগের চাষ পদ্ধতি? তখন কি আরও উন্নত পদ্ধতিতে চাষ হতো?
  • dc | 120.227.236.192 (*) | ১৩ মার্চ ২০১৮ ০২:৫১85208
  • ইউপি, এমপি, রাজস্থান, তামিল নাড়ু, অন্ধ্র - এই প্রতিটা রাজ্যে এরকম মিছিল হওয়া দরকার।
  • pi | 24.139.221.129 (*) | ১৩ মার্চ ২০১৮ ০২:৫৫85209
  • রাজস্থানে হয়েছে। সেটা নিয়ে এরকম সরাসরি কোন আঁখো দেখা অভিজ্ঞতা পাওয়া গেলে ভাল হত।
  • রোবু | 52.110.149.142 (*) | ১৩ মার্চ ২০১৮ ০২:৫৬85210
  • প্ল্যান আছে। প্লাস তেলেঙ্গানা। আজকে ঝাড়খন্ডেও হয়েছে।
    হ্যাশট্যাগ না করলে মিডিয়া দেখায়না। যথেষ্ট সার্কাস না হলে হ্যাশট্যাগ হয় না।
  • pi | 57.29.152.78 (*) | ১৩ মার্চ ২০১৮ ০২:৫৬85185
  • কৃষিপদ্ধতি নিয়ে তো সমস্যা আছেই। কিন্তু ইনি পোস্টটা অসম্ভব সিনিক মনে হয়েছে।
  • dc | 120.227.236.192 (*) | ১৩ মার্চ ২০১৮ ০৩:০০85212
  • হ্যাঁ।
  • T | 113.211.20.194 (*) | ১৩ মার্চ ২০১৮ ০৩:০১85213
  • * কনসিস্টেন্সি। অবশ্য এতো বোঝাই যাচ্চে।
  • কল্লোল | 116.203.181.143 (*) | ১৩ মার্চ ২০১৮ ০৩:১০85186
  • আদিবাসীদের জমি জঙ্গলের অধিকার সরকার মেনে নিয়েছে। লাঙ্গল যার জমি তার সরকার মেনে নিয়েছে। দারুন। কিন্তু এবার পরের কাজটার জন্য এগোতে হবে। জোত ছোট হয়ে গেলে কৃষি অলাভজনক হয়ে যাবে। সেটা মাথায় রাখতে হবে। না হলেই সিঙ্গুর।
  • কল্লোল | 116.203.181.143 (*) | ১৩ মার্চ ২০১৮ ০৩:১২85187
  • বীজ আর কৃষি যন্ত্রের ব্যবস্থা করতে হবে। সরকারকে এগুলো দিতে হবে।
  • dc | 120.227.236.192 (*) | ১৩ মার্চ ২০১৮ ০৩:১৮85188
  • "আদিবাসীদের জমি জঙ্গলের অধিকার" - এটা আগেই বিল পাস করা হয়ে গেছিল কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছিল না। এবার নাকি লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আগামী ছমাসে ইমপ্লিমেন্ট করা হবে।

    "লাঙ্গল যার জমি তার" - এই দাবী কি মেনে নেওয়া হয়েছে? অ্যাকচুয়ালি ঠিক কি কি দাবী মানা হয়েছে সেটা কোথাও ঠিকমতো লেখা দেখতে পাচ্ছি না। এরকম কোন খবরের লিংক থাকলে দিন, আমি পড়তে আগ্রহী।
  • dc | 120.227.236.192 (*) | ১৩ মার্চ ২০১৮ ০৩:২১85189
  • লোন ওয়েভার নিয়ে অনেকগুলো খবর দেখতে পাচ্ছি, কিন্তু বাকি দাবীগুলো নিয়ে কিছু দেখতে পাচ্ছি না।
  • dc | 120.227.236.192 (*) | ১৩ মার্চ ২০১৮ ০৩:২৩85190
  • ইন্ডিয়া টুডেতে এটা লিখেছে দেখছিঃ

    On the issue of minimum assured price, the CM said the issue fell in the domain of the Centre.

    এর মানে বুঝলাম না। দাবীটা মানা হলো নাকি হলো না?
  • pi | 24.139.221.129 (*) | ১৩ মার্চ ২০১৮ ০৩:৩০85214
  • আচ্ছা, সবুজ বিপ্লব, কৃষি সমস্যা ইঃ প্রসঙ্গে এই লেখাটা রইল। সবুজ বিপ্লব সমস্যা বাড়িয়েছে বই কমিয়েছে কি ?
    http://www.guruchandali.com/default/2015/09/15/1442289176523.html

    আর এই সমস্যার কথা বাদ দিয়ে কৃষকের সমস্যার আলোচনা বোধহয় সম্পূর্ণ হয়ওনা। আচ্ছা, সিকিম তো ১০০% অর্গ্যানিক হয়ে গেছিল, কয়েকবছর আগেই। ওখানকার কোন কেস স্টাডি বা আনেকডোট আছে কারুর কাছে ? কৃষি নিয়ে ?
  • Yeerlin Silverleaf | 127.194.233.156 (*) | ১৩ মার্চ ২০১৮ ০৩:৪১85191
  • ये तो सिर्फ झाँकि हैं
    यूपी एमपी बाकि हैं
  • Yeerlin Silverleaf | 127.194.229.244 (*) | ১৩ মার্চ ২০১৮ ০৪:০৬85215
  • লক্ষ্ণৌ অফিশিয়াল।
  • | 144.159.168.72 (*) | ১৩ মার্চ ২০১৮ ০৪:০৮85192
  • এহ এই হিন্দি অক্ষর দেখলেই কিরকম গায়ে শুঁয়োপোকা উঠেছে মনে হয়। কিন্তু গুচতে হিন্দি প্রচারের উদ্দেশ্য বিধেয় কী?
  • | 144.159.168.72 (*) | ১৩ মার্চ ২০১৮ ০৪:০৯85193
  • ইন্ডিয়ান এক্সপ্রেসে জঙ্গলের অধিকার নিয়ে লিখেছে। পড়ে দেখে তারপর লিঙ্ক দিচ্ছি।
  • pi | 24.139.221.129 (*) | ১৩ মার্চ ২০১৮ ০৪:০৯85216
  • রাজস্থান নিয়ে এটা পেলাম।

  • Yeerlin Silverleaf | 127.194.233.156 (*) | ১৩ মার্চ ২০১৮ ০৪:৩৬85194
  • হাতমক্সো
  • S | 194.167.2.96 (*) | ১৩ মার্চ ২০১৮ ০৪:৪৭85195
  • কিন্তু কৃষকদের আজকের এই অসহয় পরিস্থিতির জন্যে দায়ী সবুজ বিপ্লব।

    তার মানে সবুজ বিপ্লবের আগে ভারতের কৃষকরা খুব ভাল অবস্থায় ছিলো? কত্তকিছু জানিনা।
  • h | 213.99.211.135 (*) | ১৩ মার্চ ২০১৮ ০৫:১৫85196
  • আগ্রারিয়ান ক্রাইসিস নিয়ে অনেক লেখাই পাওয়া যাবে, ইন্ডিয়ান এক্সপ্রেস এর টা, দমু যেটা বলছে, ভালো সামারি, তবে এতো পুরোনো বিতর্ক। কৃষিবিজ্ঞান বিষয়ে এইটেই মূল বিতর্ক, এ মানে ছোটো বেলা থেকে দেখছি।
    স্বামীনাথন এর ৬০স ৭০স এর কন্ট্রিবিউশন আর এই রিপোর্ট আলাদা করে দেখাই ভালো, তেমনি পরিবেশবাদী দৃষ্টিঅভঙ্গী থেকে স্বামীনাথন এর জেনেটিক্স ভিত্তিক উৎঅপাদনশীলতা বৃদ্ধির রেকর্ড কে সমর্থন করবে না সেটাই স্বাভাবিক। তাইলে কালে কালে কর্পোরেটাইজ্ড জি এম কেও সমর্থন করতে হয়।
    পরিবেশ বাদী আর ভারতীয়ত্ত্ব বাদী দের মধ্যে সুসম্পর্ক আছে এবং এটা তে ভুরু কোঁচকানোর বিশেষ কিছু নেই, এটা বহুদিন ধরেই বাস্তব। সুন্দরলাল বহুগুণা র চিপকো আন্দোলন, তেহরি ড্যাম বিরোধী আন্দোলন, পরে উত্তরাখন্ড রাজ্যের দাবীতে আন্দোলন, বিজেপির ছোটো রাজ্য তৈরী করে কংগ্রেসের পাল্টা লিডারশিপ তৈরীর আন্দোলন ইত্যাদিতে পরিণত হয়েছিল।
    গ্রেন অ্যাজ কমোডিটি, আর গ্রেন অ্যাজ সাবসিস্টেন্স এই দুটো আলাদা দৃষ্টিভঙ্গী, আমাদের কৃষক আন্দোলনের মধ্যে গোদের উপরে বিষ্ফোঁড়া হল বড় চাষী ছোটো চাষী র সমস্যা , বিভিন্ন ধরণের চাষীর সমস্যা আলাদা, লার্জ স্কেল চাষ জিনিসটাই ধরুণ উত্তর পূর্ব অঞ্চলে বহিরাগত সেটলার দের গুছিয়ে বসার পদ্ধতি বলে ধরা হয়। আসামে আদিবাসী দের সঙ্গে মুসলমান চাষীর এটাই মেন কনফ্লিক্ট, তার পরে ধরুন, যদি শ্বেতকারে সংগঠন এর কথা বলি, তো সে আরেক জটিলতা, আপনারা কষ্ট করে পড়ে নেবেন। এগুলো প্রধান বিতর্ক উন্নয়ন প্রসঙ্গে। এবং শুধু এই যে অমিতাভ বচ্চন ও ফার্মার, আর কাল যাঁরা হাঁটলেন তাঁরাও ফার্মার, এত স্ট্র্যাটিফায়েড সমাজে কনফ্লিকট থাকবে। এই যে বিজেপি, চাশী বনাম আদিবাসী একটা ফ্র্যাকচার খোঁজার চেষ্টা করছে, এটা কে রেজিস্ট করা অশোক ধাবালে দের পক্ষে সহজ হবে না, এটা ধরুন বিনয় কোঙার দীপক সরকার রা পারেন নি, কিন্তু হান্নান মোল্লার, অশোক ধাবালে রা কিছুটা পেরেছেন।

    একটাই সুখের কথা, অর্গানিক ফার্মিং বা পরিবেশ আন্দোলনের দিকপাল রা অনেকেই বিজেপির সমর্থক হবেন না, শুধু তার নতুন নিওলিবেরাল এজেন্ডার জন্যই না, তার সাম্প্রদায়িকতার জন্য। কিন্তু এই ধরণের বিতর্ক কিন্তু থাকবে, তাকে যে যার মত করে এনগেজ করবেন, জেনেরালি স্পিকিং একটু সাহস কইরা এটাও বলা যায়, ধরুন ঢোঁড়াই এর যে গানহীবাবা, খাদি গ্রামোদ্যোগ এর যে গানহীবাবা, সেটার উৎসটা দুটো জায়গয়, প্রি কলোনিয়াল এবং প্রি মডার্ন কে এক জায়গায় এনে দেখায় এবং মধ্য যুগীয় ভক্তি আন্দোলনে, এবং এটা র একটা কন্ট্রাস্ট রয়েছে, এসেনশিয়ালি আর্বান ইসলামিক কালচারের সঙ্গে, অতএব ইতিহাসে, বিশেষত পরিবেশ আন্দোলনের ইতিহাসে , পুরোনো পদ্ধতি ফিরে যাওয়ার আকুতিতে এসব সাংস্কৃতিক ইতিহাস এবং তার কনফ্লিক্ট্স আছে। আমাদের ঘরের লোক কল্লোল দা যেমন থিয়োরাইজ করেছিল, কারেন্সি ব্যাপারটা তুলে দেওয়ার সপক্ষে, ক্যাপিটাল আর সমাজতান্ত্রিক রাষ্ট্রে স্টেট ক্যাপিটাল ইত্যাদির কনফ্লিকট কে অ্যাড্রেস করতে চেয়ে। কল্লোল দা একা নন ঃ-))) এটা একটা তুলনীয় বিতর্ক। তো এসব আছে। বিতর্ক, শুদ্ধতা চর্চা, জেনুইনলি গভীর অ্যানালিসিস, বিরোধিতা, দু পক্ষেই আভ্যন্তরীন বিতর্ক এসব থাকবে, গণতন্ত্রে এগুলোর ভালো লক্ষন। সরকারকে গরীব মানুষ জাস্ট হেঁটে প্রশ্নের সম্মুখে দাঁড় করাচ্ছে, এই আনন্দের দিনে আনন্দ করব, কিন্তু বিতর্ক ও করব। বিতর্ক টা সাকসেসফুলি করে অ্যাকশন আইটেম নামাতে পেরেছেন বলেই কিসান সভা মিছিল করতে পেরেছেন, তাঁদের শুধু হেঁটে মুক্তি হয় নি বা বলা যায়, হাঁটতে হাঁটতেই এসবের জবাব দিতে হয়েছে। জয় রামজি কি, জয় হিন্দ, জয় ভীম জয় কিসান, আমাদের শান্তিনিকেতন, ইনকিলাব জিন্দাবাদ ইত্যাদি, ইন দ্যাট অর্ডার ঃ-))
  • sm | 52.110.148.219 (*) | ১৩ মার্চ ২০১৮ ০৫:২০85198
  • ভারতের সংবিধানে সংশোধন প্রয়োজন।কৃষকদের ইনকাম ওপর ট্যাক্স বসাতে হবে। বহু ধনী কৃষক কোটি কোটি কোটি ট্যাক্স ফাঁকি দিচ্ছে বছরের পর বছর। এমন কি অন্যান্য সোর্স থেকে ইনকাম ও কৃষি থেকে ইনকাম বলে চালাচ্ছে। সব কিছুর জন্য রয়েছে সংবিধানের রক্ষা কবচ!
  • sm | 52.110.148.219 (*) | ১৩ মার্চ ২০১৮ ০৫:২১85199
  • #টাকা
  • h | 213.99.211.18 (*) | ১৩ মার্চ ২০১৮ ০৫:২৬85200
  • দমু, আমার এবং অরিজিত এর ওল্ড মেন দ্বয়, কৃষি বিজ্ঞানী, অবশ্যই স্বামীনাথন এর তুলনায় ছোটো মাপের, কিন্তু ঘটনা হল, তাঁদের ডিসিপ্লিন এ এইটেই মেন দার্শনিক বিতর্ক, এ মানে ছোটো থেকে দেখছি চলছে। এই গ্রেন অ্যাজ সাবসিস্টেন্স ভার্সাস গ্রেন অ্যাজ কমোডিটি। তুমি একেবারে শুমাখার এর 'স্মল ইজ বিউটিফুল' দিয়ে শুরু করতে পারো, অথবা বন্দনা শিভা দের লেখা পড়তে পারো। পরিবেশ বনাম কৃষি গোছের বিতর্কের বই অপরাজিতা মুখার্জি রা বের করেছিলেন বোধ হয় সিঙ্গুর বিতর্কের পরে পরে, বা অন্তত তাঁদের অ্যান্থোলোজি টা য় এই ধরণের কয়েকটা প্রবন্ধ ছিল। আমার পরিচিত একজন আছেন, চিপকো আন্দোলন নিয়ে আমি তাঁর কাচে শুনেছিলাম, ঐ উত্তরকাশীতে আমি যখন পালিয়ে গেছিলাম সেই সময়ে। তখন আগ্রহ হওয়ায় এই রকম মাল কিছু পড়েছিলাম। ওনারা সব অধ্যাপনার চাগরি ছেড়ে সুন্দরলাল এর আন্দোলনে যোগ দিয়ে পরে , বিজেপির বাড় বাড়ন্তে খচে যান, তো কনফ্লিক্ট সব পক্ষেই আছে। প্রশ্ন সহজ ও নয়, উত্তর ও জানা নেই ঃ)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন