এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রতিভা | 125.96.130.120 (*) | ১২ মার্চ ২০১৮ ০১:০৮85153
  • যেন দেখতে পেলাম। যেন হাঁটলামও।
  • রুকু | 11.187.250.30 (*) | ১২ মার্চ ২০১৮ ০১:১৫85154
  • থ্যাংকিউ রে সুমিত :)
  • সা | 52.110.148.118 (*) | ১২ মার্চ ২০১৮ ০১:১৮85155
  • লংমার্চ চোখের সামনে জীবন্ত হয়ে উঠলো।
  • h | 213.99.211.132 (*) | ১২ মার্চ ২০১৮ ০১:২৪85156
  • এটার জন্য থ্যাংক্স, সুমিত।
  • dc | 116.203.100.253 (*) | ১২ মার্চ ২০১৮ ০১:২৭85157
  • মুম্বই এর মানুষ খাবার, জল, জুতো দিয়ে কৃষকদের উৎসাহ দিয়েছেন। ডাব্বাওয়ালারাও খাবার দিয়েছেন।
  • cm | 37.62.8.235 (*) | ১২ মার্চ ২০১৮ ০১:৫৪85158
  • আরো কিছু ছবি দিন। ধন্যবাদ।
  • অরিজিৎ | 69.160.205.19 (*) | ১২ মার্চ ২০১৮ ০২:২৬85159
  • উৎসব। গণ-আন্দোলনের থেকে বড় উৎসব আর হয় না।
  • T | 113.211.20.205 (*) | ১২ মার্চ ২০১৮ ০২:৪১85160
  • pi | 24.139.221.129 (*) | ১২ মার্চ ২০১৮ ০৪:২৪85161
  • লাঙল যার , জমি তার , এই দাবি মানা হলে প্রায় বিপ্লব বলা চলে তো !
  • | 52.107.82.1 (*) | ১২ মার্চ ২০১৮ ০৫:০৬85162
  • কাগজে পুরো ডিটেলিস বেরোলে বোঝা যাবে। তবে আমার ধারণা সরকার চেষ্টা করবে যতটা সম্ভব ডিলে করা ধামাচাপা দেবার। ওই অন্ধ্র প্যাকেজ বা বিহার প্যাকেজের মত জালিবাজি করার চেষ্টা করবেই।
  • | 52.107.82.1 (*) | ১২ মার্চ ২০১৮ ০৫:০৮85163
  • হ্যাঁ মেনে নিয়েছি মুখে বলা আর সত্যি একজিকিউট করার মধ্যে প্রচুর তফাৎ।
  • dc | 132.174.71.237 (*) | ১২ মার্চ ২০১৮ ০৫:১৫85164
  • শুধু লাঙল যার জমি তার না, আরেকটা দাবী ছিল নদী সংযুক্তি প্রকল্প বন্ধ করা। এটাও মেনে নিয়েছে? আমার খুব অবাক লাগছে।
  • T | 113.211.20.205 (*) | ১২ মার্চ ২০১৮ ০৫:২৭85166
  • দ দিকে ক। ডিলে করবে, কিন্তু পার পাবে না। এইবার পঞ্চাশহাজার এসেছে, পরেরবার লাখখানেক লোক এলে কোথায় পালাবে?
  • রোবু | 113.85.96.66 (*) | ১২ মার্চ ২০১৮ ০৫:৩৩85167
  • দারুণ।
  • dc | 116.203.125.247 (*) | ১২ মার্চ ২০১৮ ০৫:৩৫85168
  • শুধু অন্ধ্র আর বিহার প্যাকেজ না, ইউপি আর মহারাষ্ট্রের লোন ওয়েভার প্যাকেজগুলো আরো বড়ো জালিয়াতি। তবে দেখা যাক আগে কি হয়।
  • দ্রি | 188.17.174.227 (*) | ১২ মার্চ ২০১৮ ০৫:৩৮85169
  • দাবীর লিস্টটা কিষানসভার ওয়েবসাইটে কোথাও লিস্টেড দেখলাম না।

    4:30 pm – “We’ve had a positive meeting with farmers in which all their demands were discussed. They had around 12-13 demands out of which we’ve accepted some and will be giving them a written draft of it. I think they’re satisfied with our decisions,” says Girish Mahajan, Maharashtra Water Resources Minister. (ANI)

    5:30 pm – A committee would be set up with two representatives from Akhil Bharatiya Kisan Sabha to look into problems of loan waiver to Adivasis and farmers, reports The Indian Express.

    6:10 pm – “We have accepted most of their demands and have given them a written letter,” says Maharashtra CM Devendra Fadnavis. (ANI)

    http://kisansabha.org/aiks/aiks-in-news/maharashtra-farmers-protest-updates-fadnavis-government-accepts-most-demands-special-trains-arran-the-new-indian-express/

    তবে সবচেয়ে মজার ব্যাপার হল এই বাজারে সব্বাই কৃষকদরদী হয়ে গেল।

    NCP president Sharad Pawar, state Congress president Ashok Chavan, Shiv Sena leader Aditya Thackeray, Maharashtra AAP and MNS chief Raj Thackeray are all supporting the cause of the farmers.
  • কল্লোল | 116.203.143.232 (*) | ১২ মার্চ ২০১৮ ০৬:০০85170
  • ছ মাস সময় নিয়ে সরকার যদি মনে করে কৃষকেরা সব ভুলে যাবে, সেটা বোধ হয় হবার নয়। যাদের সংগঠন এতোটাই মজবুত যে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া এতোগুলো মানুষের থাকা খাওয়া বিশ্রাম, চিকিৎসার বন্দোবস্তো করেছে, তারা এতো সহজে ছেড়ে দেবে না।
    ঋণ মকুব নিয়ে যে প্রশ্নটা উঠেছে, সেটার যুক্তি আছে। ব্যাঙ্ক থেকে ঋণ পায় বড় চাষীরাই, কিন্তু ফসলের দাম না পেলে ঋণ অনাদায়ী থেকে যায়। ফলে এর সাথে ফসলের দাম অঙ্গাঙ্গী ভাবে জড়িত। কাজেই সেখানে বড় চাষী থেকে ক্ষেতমজুর সবার স্বার্থই জড়িয়ে। বড় চাষীরা যদি তাদের স্বার্থেই অন্যদের পাশে দাঁড়ায় তো ক্ষতি কি? মিছিলের আয়তনই বলে দিচ্ছে এটা শুধু বড় চাষী নির্ভর আন্দোলন নয়।
    অনেক দিন বাদে গানটা মনে পড়লো।

    আমাদের জামা যখন ছিঁড়তে থাকে
    ছিঁড়্তে ছিঁড়্তে ছিঁড়্তে যখন ফর্দাফাই
    তুমি তখন দৌড়ে এসে হে নটবর বলো
    যা হয় কিছু কারাই চাই
    সব রকমের চাই প্রতিকার চাই
    #
    আমরা যখন ক্ষিদের জ্বালায়
    ককিয়ে কেঁদে আকাশ ফাটাই
    তুমি তখন দৌড়ে এসে হে নটবর বলো
    যা হয় কিছু কারাই চাই
    সব রকমের চাই সমাধান চাই
    #
    আস্ত জামা চাই আমাদের
    চাই না একটা চেঁড়া তালি
    রুটিও চাই গরম আস্তো
    চাই না ছোট্ট টুকরো ফালি
    আর আমাদের পোষাচ্ছে না দিনমজুরীর ভরণপোষণ
    চাই আমাদের গোটা কারখানাটাই
    কয়লাখনি চাই রাষ্ট্র শাসন
    মোদ্দা, এ সব কিছুই আমাদের চাই
    তোমরা শালা দিচ্ছো কি ছাই!

    কেউ কেউ রাষ্ট্র শাসন নিয়ে ঠ্যাং টানবেন। টানুন। এটা ব্রেখশ্টের কথা। শুধু ওটুকুতেই আমার দ্বিমত আছে। নইলে দারুণ।
  • কল্লোল | 116.203.143.232 (*) | ১২ মার্চ ২০১৮ ০৬:১০85171
  • ফেবুতে দেখলাম, এই মিছিলের খাওয়াদাওয়া নিয়ে কথা উঠেছে। এতো টাকা কে দিলো!
    এরা জানে না গরীব কৃষকেরা কি খায়!! ছদিনের জন্য দুবেলা দুটি বাজরার রুটি আর দুবেলা দুটি পেঁয়াজ। ব্যস গল্প শেষ। চব্বিশটা রুটি আর বারোটা পেঁয়াজ বাড়ি থেকেই এনেছে। তাছাড় রাস্তায় বহু মানুষ/সংগঠন এদের খাবার দিয়েছে।
  • অর্জুন অভিষেক | 37.131.213.77 (*) | ১২ মার্চ ২০১৮ ০৬:৪৩85172
  • বোম্বাই ও আজ মিছিলে সামিল। আর যে সে মিছিল নয়! ৩৫০০০ কৃষকের ১৮০ কিমি'র পদযাত্রা।

    প্রায় বছর সাতেক মহারাষ্ট্রে কাটিয়েছি। এখানে রাজনীতির গরম, ঠাণ্ডা হাওয়া সাধারণ জীবনে ছুঁয়ে যায়না। শুধু একবার বাল ঠাকরের গ্রেপ্তারে ১২ ঘণ্টা বন্ধে পুনা নগরী যাদু কাঠিতে ঘুমিয়ে পড়েছিল।

    কৃষকদের এই সংগ্রামে সাধারণ মানুষের যোগদান অভূতপূর্ব-ই।

    কিন্তু সরকার দাবী মানলেও এই সংগ্রাম কি শেষ হল?

    দাবীর ডিটেলস না জানা অবদি ফিঙ্গারস ক্রসড।

    টিভি দেখে চায়ের টেবিলে তুফান তোলা জনতারা এবার নড়ে চড়ে দরজার বাইরে প্রয়োজনে রাস্তায় নামার কথা ভাবলে ভাল।
  • রুখসানা কাজল | 37.147.204.250 (*) | ১২ মার্চ ২০১৮ ০৬:৫০85173
  • শাহবাগ এ যখন দিনের পর দিন রাজাকারের ফাঁসির দাবীতে অবস্থান আন্দোলনে নেমেছিলো হাজার হাজার ছাত্র জনতা, তখনো এ প্রশ্ন করেছিল কিছু ময়লা মনের লোক, এদের খাবার আসে কোথেকে ! খাবার এসেছিলো প্রত্যন্ত গ্রাম থেকে, সাধারণ মানুষদের বাড়ি থেকে, বিভিন্ন সংগঠন, কোম্পানী , ব্যাংক এর সহায়তায়।
    ন্যায্য প্রশ্ন এটা নয়। একমাত্র যে কোনো দাবীর ন্যায্যতা নিয়েই কেবল প্রশ্ন উঠতে পারে। শাহবাগ জিতেছিল, কেননা দাবীর ন্যায্যতা ছিল প্রশ্নাতীত।
    লাল সালাম কমরেডস।
  • sm | 233.191.61.3 (*) | ১২ মার্চ ২০১৮ ০৬:৫৩85174
  • লাঙ্গল যার জমি তার, বলতে খুব মজা লাগে। কিন্তু বাড়ি তে যে কাজ করে, সেই মাসিকে মাসের শেষে মাইনে দিলে ই চলে। বাড়ির দারোয়ান এর জন্য ও একই নিদান। ভুলেও কেউ বলে ফেলে না, বাড়ি টার মালিক ওরাই ‌।
    জমি তো আর নিজের নয়!অন‍্য লোকের যদি লোকসান হয় হোক না!
  • সিকি | 132.177.130.49 (*) | ১২ মার্চ ২০১৮ ০৭:০০85175
  • সাড়ে তিন দশকের পুরনো সেই ব্যথা কি সহজে ভোলা যায়?
  • অর্জুন অভিষেক | 37.131.213.77 (*) | ১২ মার্চ ২০১৮ ০৭:০৪85176
  • কল্লোল দা, তোমার কমেন্টে গানটা কোট করার জন্যে অনেক ধন্যবাদ।

    বিভিন্ন সময়ের গণ সঙ্গীতের ওপর কোনো বই আছে?
  • amit | 213.0.3.2 (*) | ১২ মার্চ ২০১৮ ১০:০৭85177
  • অনেক দিন পরে সকালে খবরের কাগজ পড়ে বেশ ভালো লাগলো। চতুর্দিকে এতো নেগেটিভিটির মধ্যে একটা পজিটিভ নিউজ, যদিও অনেক রাস্তা চলা বাকি।

    সোশ্যাল মিডিয়াতে এদিকে আইটি সেল এর শুরু হয়ে গেছে - এতো বড়ো মিছিল এর কোটি কোটি টাকার হিসেব আর তার খরচ কোথা থেকে এলো তার জল্পনায়। কল্লোলদা আগেই লিখে দিয়েছেন।
  • S | 202.156.215.1 (*) | ১২ মার্চ ২০১৮ ১০:৩০85178
  • প্রথমতঃ সুমিতবাবুকে অসংখ্য ধন্যবাদ।

    এতো অর্গানাইজ্ড ভাবে কোনও পদযাত্রা কখনো কোথাও হয়েছে? কাউকে বিরক্ত না করে, কোনও রাস্তা জ্যাম না করে (মুম্বাইতে?), পরিক্ষার্থীদের কথা মাথায় রেখে। যে শহরে বাইরে থেকে ৫০,০০০ লোক এলেন প্রতিবাদ করতে, সেই শহরের সাধারণ লোকেরাই তাদের আমন্ত্রণ জানালো হাত খুলে।

    প্রত্যেকটা ইস্যু ভ্যালিড। মহারাষ্ট্রের কৃষকদের সমস্যা শুনছি বিগত ১৫ বছর ধরে। তখন বোধয় বিধর্ভের নামটা বেশি শুনতাম।

    ভোটে জিতে যে কিস্যু হয়্না সেটা বোঝা গেলো।
  • অর্জুন অভিষেক | 113.219.46.135 (*) | ১৩ মার্চ ২০১৮ ০১:২৭85205
  • তাহলে আপাততো 'ওলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল'?
  • pi | 24.139.221.129 (*) | ১৩ মার্চ ২০১৮ ০১:৩৯85206
  • অর্জুন কি ইউপি মার্চের খবরটা পায়নি ? এই সুতোতেও আছে কিন্তু।
  • pi | 57.29.152.78 (*) | ১৩ মার্চ ২০১৮ ০২:১৩85180
  • এবার ইউপি, তাকিয়ে থাকব।
    ১৫ মার্চ।
  • রোবু | 52.110.149.142 (*) | ১৩ মার্চ ২০১৮ ০২:১৫85207
  • দাঁড়াও, ইউপির ব্যাপারটা এখনো শিওর নয়। কিছু সমস্যা আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন