এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  খবর  টাটকা খবর

  • খালপাড়ের লোকজনেরা ঃ উন্নতির নামে উচ্ছেদ (তৃতীয় পর্ব - ওঁদের নিজেদের কথায়)

    admin লেখকের গ্রাহক হোন
    খবর | টাটকা খবর | ০৬ মে ২০১০ | ৪০৩ বার পঠিত
  •                                                       (দ্বিতীয় পর্বের পর)

    ১। আমরা সবাইই কোনো না কোনো রাজনৈতিক দলের কথা শুনে চলেছি। আমাদের যা করতে বলা হয়েছিলো আমরা ঠিক তাইই করেছি। তাহলে আজ এত খারাপ ভাবে আমাদের থাকতে হচ্ছে কেন?

    ২। আমরা তো গরিব-গুর্বো মানুষ ছাড়া আর কিছু নই। আমরা শুধু কাজের জায়গার কাছে থাকতে চাই।

    ৩। হ্যাঁ, আমাদের "ফ্ল্যাট' দেওয়া হয়েছে বটে, কিন্তু ঐ ফ্ল্যাটে থাকতে গেলে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা তো হারাতে হচ্ছেই, তার উপর মানসিক শান্তিও হারিয়ে যাচ্ছে।

    ৪। ঐ মুরগীর খাঁচায় গিয়ে ঢুকতে হবে? আমাদের পরিবারে সাত জন মানুষ। ঐ বাক্সের মধ্যে সবার জায়গা কী করে হবে বলুন তো?

    ৫। এগুলো আমাদের "ভালোর' জন্য মোটেই নয়,বরং আমাদের মত "আপদ' বিদায় করার জন্য।

    ৬। আমাদের তো ওঁরা জঞ্জালের মতই মনে করেন, সেই জন্যই ধাপার মাঠের দিকে আমাদের ছুঁড়ে ফেলা হচ্ছে।

    ৭। ওদের "স্বপ্নের নগরী'তে আমাদের জন্য কোন জায়গা নেই।

    ৮। আমরা একটা যৌথ পরিবার, যেখানে বিপদে আপদে এ অন্যের পাশে দাঁড়ায়। কিন্তু আজ সেই পরিবার ভেঙে যেতে চলেছে।

    ৯। ভাবুনতো আপনার কেমন লাগবে একটা খাটের নীচে আপনাকে আপনার স্ত্রীর সাথে শুতে হচ্ছে, আর সেই খাটেরই ওপরে শুতে হচ্ছে আপনার ছেলে-বৌ কে?

    ১০। কী যে করব কিছুই বুঝে পাই না! আজ যদি বুড়ো বাবা মা কে ছেড়ে ঐ ফ্ল্যাটে গিয়ে উঠতে হয় ওঁদের দেখবে কে? এই বয়সে কি ওঁদের রাস্তায় নামতে হবে?

    ১১। বাচ্চা গুলোর কী হবে? ওরা কি চার কিলোমিটার পায়ে হেঁটে সন্তোষপুর জোড়াব্রীজের ইশকুলে পড়তে আসবে?

    ১২। আমি এখানে রিক্সা চালাই। ওখানে গিয়ে উঠলে কি রোজ এই পাঁচ কিলোমিটার রাস্তা উজিয়ে রিক্সা চালাতে আসবো? ঐ জায়গাটা তো একদম শুনশান কাজেই ভাড়া পেতে এখানেই আসতে হবে। আর ওখানে চালাতে চাইলেও তো সব লোকাল রিক্সাওয়ালারা রয়েছে। তারাও গরিব মানুষ। সওয়ারীর জন্য কি ওদের সাথে মারপিট করব?

    ১৩। যখন বাইপাস তৈরী হচ্ছিলো, আমাদের বলা হয়েছিলো যে বাইপাসের ধারে বাঘা যতীন থেকে সায়েন্স সিটি পর্যন্ত আমাদের মত গরিব মানুষদের থাকার ব্যবস্থা হবে। তাহলে আমরা ওখানে থাকলেও এখানেই কাজ করতে পারবো। কিন্তু কাজের বেলায় তা হল কই? সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট, পিয়ারলেস হাসপাতাল এই সবের জন্যই সব জমি দিয়ে দেওয়া হলো, আর আমাদের ঠেলে এই নোনাডাঙায় পাঠিয়ে দেওয়া হলো।

    ১৪। এই তো সবে শুরু। দেখবেন এবার গোটা শহর থেকেই বস্তির লোকদের, হকারদের, ফুটপাথে যারা থাকে তাদের সব্বাইকে ভাগিয়ে দিয়ে এরা শহরকে সাজাবে গোছাবে।

    ১৫। আমরা তো শহরের সেবাতেই লাগি। কাছকাছি থাকি বলেই সেই ভোর থেকেই আমরা কাজ করি। কেউ খবরের কাগজ দিই, কেউ রিক্সা চালিয়ে বাচ্চাদের ইশকুলে পৌঁছাই, লোকের বাড়ি ঝিয়ের কাজ করি, রান্নার কাজ করি, কেউ চায়ের দোকান খুলি ভোর ভোর, কেউ মেথরের কাজ করি। আমাদের ছাড়া শহরের চলবে?

    ১৬। মেয়র সেদিন বললেন যে "এই খালের পাড়ে তোমাদের কে থাকতে বলেছে?' কে থাকতে বলেছে উনি নিজে জানেন না? এখন যদি এখানে থাকা বে-আইনী হয় তো তখনও নিশ্চয়ই বে-আইনী ছিলো? তখন আমাদের কিছু বলা হয়নি কেন? দশ বারো বছর ধরে আমরা এখানে আছি, আমাদের ভোটার কার্ডও দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে থাকায় লাভটা আসলে কার হয়েছে?

    ১৭। আজকাল খুব শুনি যে ওরা বলে "তোমরা এই যে ফ্ল্যাট পাচ্ছো তা আমাদের দয়ায়। আমরা এসে ব্যবস্থা করলাম নাহলে তোমাদের কী হত?' বেশ কথা তো! একেই তো আমাদের আস্তাকুঁড়ে পাঠাচ্ছো, তার জন্য আবার কৃতিত্বও নিচ্ছ? এখানে আমাদের বসিয়ে আগে যা লাভ করার করে নিলে, তারপরে আমাদেরই লাথি মেরে তাড়ালে!

    ১৮। দেখবেন যখন এখানেও জমির দাম বাড়বে তখন আমাদের হয়তো বানতলায় ঠেলে দেওয়া হবে, আর তারপর হয়তো ক্যানিং এ।

    ১৯। কাজের জায়গা থেকে দূরে পাঠানোয় কিছু লোকের বাড়িতে হাঁড়ি চড়া বন্ধ হয়েছে। কিন্তু তাদের কথা কে আর ভাবে?

    ২০। আমাদের নিজেদের জন্য নিজেদেরই লড়তে হবে। আমাদের বুঝতে হবে যে আমরাও পারি।

    ২১। খালপাড়ের আমরা সবাই এক হতে শুরু করেছি। "বৃহত্তর কলকাতা খালপাড় বস্তি উচ্ছেদ প্রতিরোধ কমিটি' নামে আমরা একটা সমিতিও গড়েছি।

    ২২। ২০০৯ সালের তেসরা নভেম্বর মৌলালীর যুব-কেন্দ্রে যে নাগরিক কনভেনশন হয়েছিলো তাতে খালপাড়ের বস্তির প্রতিনিধিরা কথা বলেছেন।

    ২৩। আমরা বিভিন্ন খালএর পাড়ে মিটিং এর আয়োজন করছি। সন্তোষপুর জোড়াব্রীজ আর আনন্দপুরে আমরা জমায়েত করেছিলাম। তারপর থেকে অন্য সব খালপাড়ের বস্তির লোকেরাও আমাদের সাথে যোগাযোগ করছেন।

    ২৪। এ'বছর বাইশে এপ্রিল সব খালপাড়ের বস্তির থেকে হাজারের ওপর লোক মিছিলে যাবেন। আমাদের প্রতিনিধিরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়রের সাথেও কথা বলবেন।



                                                    চিত্র ১ : যৌথ পরিবার ভেঙে যাচ্ছে



                                          চিত্র ২ : "ধাপার মাঠের দিকে আমাদের ছুঁড়ে ফেলা হচ্ছে'



                                                     চিত্র ৩ : "উন্নয়ন'-এর অমানবিক দিক



                 চিত্র ৪ :তথাকথিত উন্নয়ন প্রান্তিক মানুষদের অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে

    **নাগরিক মঞ্চের এই প্রতিবেদনটি অনুবাদ করেছেন সুদেবী রায়।

    ৬ই মে, ২০১০
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • খবর | ০৬ মে ২০১০ | ৪০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন