এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শিবপ্রসাদ নন্দিতার সিনেমা । কিছু গুরুত্বপূর্ণ কথা

    Debanka Bhattacharjee লেখকের গ্রাহক হোন
    ৩০ মে ২০২২ | ২৮৬৯ বার পঠিত | রেটিং ৪.৩ (৪ জন)
  • শিবপ্রসাদ নন্দিতার বানানো কিছু সিনেমার বিশেষ অংশ বা মূল নির্যাস ।

    বেলাশেষে : বাবা মার ঘরে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করে ছেলে, মেয়ে, ছেলের বউ, জামাই সবাই মিলে বসে দেখছে ।

    প্রাক্তন : "Adjustment মানেই হেরে যাওয়া নয় "। বিবাহিত মেয়ে চাকুরীজীবী এবং career এ উচ্চাকাঙ্খী হলে তার বিয়ে টিকবে না এবং তার জন্য শুধু সেই দায়ী থাকবে ।

    পোস্তো : একজন working mother এর পক্ষে বাচ্চা মানুষ করা সম্ভব নয় । 

    মুল কথা হলো এই দুজন মিলে প্রশ্নাতীত ভাবে খারাপ সিনেমা বানান তার থেকেও গুরুত্বপূর্ণ হল, ২০২২ সালে দাঁড়িয়ে এদের সিনেমা সমাজের জন্য ক্ষতিকারক । এদের বানানো সিনেমা মানুষকে গুহাবাসী করে তুলতে চাইছে। এদের মূল কাজ হলো বাংলা সিরিয়ালের বস্তাপচা খাজা regressive গল্প গুলোকে সিনেমার মোড়কে দেখানো । তাই এদের সিনেমার দর্শকও হয় বাংলা খাজা সিরিয়াল প্রেমী মানুষ বা আমার এক বন্ধুর ভাষায় আদ্যোপান্ত শহুরে কিছু লোক যাদের সিরিয়াল দেখার খুব শখ কিন্তু লোকে কি বলবে সেই ভয়ে সিরিয়াল দেখতে লজ্জা পায় ।

    আর সবচেয়ে মজার কথা হলো, বাংলা ও বাঙালির এখন এমনই অবস্থা ২০২২ সালে এসব regressive trash দেখিয়েও এরা নিন্দিত তো কোনো ভাবেই হয় না, উল্টে বুক বাজিয়ে বলার সাহস পায় বাংলা সিনেমার পাশে দাঁড়ান ।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | 220.235.221.85 | ৩১ মে ২০২২ ০৪:৪৭508284
  • হেহে। যারা বলছেন তাদের সিনেমাও মার্কেটে দিব্যি চলে। ফাঁকা বুলি নয় বাঙালি আঁতেল দের মতো। 
  • hihi | 69.195.128.82 | ৩১ মে ২০২২ ০৪:৫৭508285
  • তারকোভস্কি বলছেন শিল্পের উদ্দেশ্য মানুষের চেতনাকে সমৃদ্ধ করা। ভদ্রলোক বিশেষ টাকা করেছেন বলে শুনিনি। বোকা লোক সন্দেহ নাই। আমাগো অমিতবাবু থাকলে উনাকে বূঝিয়ে দিতেন, সিনেমার কাজ ব্যবসা করা।
     
  • ফেক | 2405:8100:8000:5ca1::22a:177a | ৩১ মে ২০২২ ০৫:০৯508286
  • লে হালুয়া ! হার্বাট, দহন, বাড়িওয়ালি, মেমোরিজ ইন মার্চ - এইসব নাকি প্রোগ্রেসিভ সিনেমা, বাংলা ও বাঙালির মনন এর সঙ্গী। বালের প্রোগ্রেসিভ, সব ফালতু সিনেমা। শহরের কটা লোক আর কটা এনআরআই দের ঠিক করে দেওয়া প্রোগ্রেসিভনেস এর গুঁতোয় বামপন্থা জিজি তে গেছে। যেমন প্রোগ্রেসিভ সিনেমা, তেমন তার চাটুকরেরা - সব ফেক মাল।
  • Amit | 121.200.237.26 | ৩১ মে ২০২২ ০৫:১৭508287
  • আহা। আমাকে কেন লাগবে। আমি এক্কেরে পয়সা ছাড়া কিস্যু বুঝি না। ১০০-% চশমখোর ধান্ধাবাজ ​​​​​​​একেবারে। ​​​​​​​যেখানে ​​​​​​​রিটার্ন ​​​​​​​পাবনা , সেখানে ​​​​​​​পয়সা ​​​​​​​ঢালবো না। ভালো ​​​​​​​রিটার্ন ​​​​​​​থাকলে ​​​​​​​আর ​​​​​​​পুলিশ ​​​​​​​ধরার ​​​​​​​ভয় ​​​​​​​না ​​​​​​​থাকলে ​​​​​​​গাঁজা বা ​​​​​​​চুল্লুতেও ​​​​​​​পয়সা ​​​​​​​ঢালবো। সিম্পল। 
     
    বরং আপনার এতো নিজের পকেট থেকে পয়সা ঢেলে শিল্প চেতনা জাগানোর শখ থাকলে আপনিই সিনেমা করিয়ে দের একটু তারকোভস্কি প্রিন্সিপাল বোঝান না গিয়ে? একটু দেখাই যাক না আপনার শিল্পের প্রতি ভালোবাসার দৌড়। 
     
    :) :) 
  • | ৩১ মে ২০২২ ০৮:৫২508289
  •  লেখাটার সাথে একমত। শিবু  ননির সিন্মা রিগ্রেসিভ মেন্টালিটিকে গদগদে লদলদে  ইমোশনের বোতলে  ভরে উবুড় করে দেয়।  বাংলা সিরিয়ালের মত রিকার্সিভ লুপে বিয়ে ডিভোর্স খুনের চেষ্টা দেখায় না বলে কিছু দর্শক  ভাবে আহা এই তো কেয়ং সোন্দর 'ভাল বই'। ভাবে এই তো আমি কেমং সিরিয়ল দেখি  না। আদতে খুব তফাত নেই যদিও। 
  • r2h | 134.238.14.27 | ৩১ মে ২০২২ ১১:০০508294
  • অমুক বক্সঅফিস সফল বাংলা সিনেমাগুলি রিগ্রেসিভ মানেই, ও, তার মানে দক্ষিনীগুলি প্রোগ্রেসিভ, বলুন দেখি কোনগুলি প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ তো ল্যাজ নেই কেন - এ আবার কেমনধারা তর্কঃ)
  • dc | 2401:4900:1f2b:bfbc:7c3d:b56d:17e4:cc94 | ৩১ মে ২০২২ ১১:১৯508295
  • তারকোভস্কির ক্লিপটা যখন এলোই তখন এটাও থাক। অ্যাক্টিং নিয়ে ব্র‌্যান্ডোর মতামত :-)
     
  • S | 2405:8100:8000:5ca1::34e:82a2 | ৩১ মে ২০২২ ১২:০৮508296
  • কিন্তু কমার্শিয়াল বাংলা বা কমার্শিয়াল বলিউড কি কোনওদিনও প্রোগ্রেসিভ ছিলো? বা সেই ভাবে হাল আমলের কথা ছেড়ে দিলে কমার্শিয়াল মেইনস্ট্রীম হলিউড? আর বলিউড তো শেষ কয়েক বছরে অনেকটাই পিছিয়ে গেলো।
  • r2h | 134.238.14.27 | ৩১ মে ২০২২ ১২:২০508297
  • প্রোগ্রেসিভ আর একেবারে চোখে আঙুল দেওয়া রিগ্রেসিভ নয় - আদৌ কিছু প্রিচ করছে না এমনও তো হয়।

    সামাজিক ইস্যু নিয়ে সিনেমা বনালাম, সেটাকেই প্রোজেক্ট করলাম, আর তাতে গাদাখানেক গত শতাব্দীর মর‌্যালিটি ঢোকালাম - এইটা সমস্যা।
  • S | 2405:8100:8000:5ca1::2b4:eddb | ৩১ মে ২০২২ ১২:৪৯508302
  • দেখুন যা বুঝেছি ভালো সিনেমা টিনেমা কোনও দেশেই লোকজন খুবেকটা দেখে টেখে না। আলাদা করে বাংলার দিকে আঙুল তোলার কিছু নেই।
  • r2h | 134.238.14.27 | ৩১ মে ২০২২ ১৩:১৫508303
  • একদমই একমত। কোন ভাষাতেই সংখ্যাগুরুর রুচি তথা বক্স অফিস 'ভালো'ত্বের মানদণ্ড না।

    বাংলা কেসটা খেয়েছে বাজার ছোট হয়ে যাওয়ায়, ব্যবসা কমে যাওয়ায়। পয়সাকড়ি কম তো একটু পেট্রনাইজ করে দিলাম, জীবনে উন্নতি করার জন্যে দুটো পরামর্শ দিয়ে দিলাম। রাজ কাপুর সত্যজিত রায়ের বাঙালী সিনেমাওলা বনাম ভারতীয় সিনেমাওলা তর্ক বা নার্গিসের পথের পাঁচালীর সমালোচনা মনে পড়লো, যদিও তখন বাংলা সিনেমার সূর্য মধ্যগগনেই।

    এই যেমন পুষ্পা, কেজিএফ, আরআরআর বহুভাষিক হিসেবে মুক্তি পেল, বিপুল মার্কেটিং ইত্যাদি, সাম্প্রতিক অতীতে ভূতের ভবিষ্যত বা রাজকাহিনী হিন্দিতে পুনর্নির্মিত হয়েছে - সেসব সিনেমা ভালো মন্দ যাই হোক, প্রথম থেকেই ঐ সর্বভারতীয় অ্যালায়েন্স থাকলে হয়তো অন্য কিছু হতো। আর কিছু না হোক আরআরআর থেকে তো ভালো বটে।
    তো সেই পুঁজি টুঁজি নেই।

    এই যে শিবপ্রসাদ নন্দিতার সিনেমা - হতেই পারে সর্বভারতীয় অ্যাপিল সম্ভব, বহুভাষিক হতে পারতো। বাণিজ্যিক সিনেমা রিগ্রেসিভ হবে এ কিছু নতুন কথা না, হিন্দি সিনেমার নায়করা তো নায়িকাদের টিজ করাই জায়েজ এমন বার্তা দিয়ে দিয়ে বৃদ্ধ হলেন।
  • S | 2405:8100:8000:5ca1::31d:578c | ৩১ মে ২০২২ ১৩:৩১508304
  • একটা সময় বহু সাউথের সিনেমার হিন্দি রিমেক হচ্ছিলো আর নিয়মিত হিটও করছিলো। সেটা দেখার পরে আর সর্বভারতীয় ক্ষেত্রে বাহুবলীর সাফল্যের পরে এখন সাউথের বড় বাজেটের সিনেমাগুলো হিন্দিতেও রিলিজ করছে। হিন্দি সিনেমার মার্কেট না ধরতে পারলে অতবড় বাজেটের রিটার্ণ আসা সমস্যার। এইটাই মূল মোটিভেশান মনে হয়েছে।

    তবে হিন্দিতে সিনেমা তৈরী করতে গেলে অনেকটা লাউড আর ওভার দ্য টপ হতে হবে। সেটা বোধয় বাংলা সিনেমার পক্ষে এখনও সম্ভব নয়। আপনি রামজি রাও স্পীকিং দেখলে বুঝবেন যে হেরা ফেরি তার থেকে কতটা বেশি অতিরন্জিত।
  • r2h | 134.238.14.27 | ৩১ মে ২০২২ ১৩:৪৭508306
  • তা ঠিক। আবার রুচি নির্মান ব্যাপারটাও আছে। হৃষিকেশ মুখার্জী এট আল যখন বম্বেতে প্রমিনেন্ট তখন ওঁদের একটা ধারা ছিল, সেও বাণিজ্যসফল হতো।

    রুচি পার্থক্যটাও বাস্তব বটে।
    যদূর মনে পড়ে ন্যাড়াদার একটা চমৎকার লেখা ছিল, একই সুরে হিন্দি ও বাংলা গানের ক্ষেত্রে সলিল চৌধুরীর মিউজিক অ্যারেঞ্জমেন্টের সূক্ষ্ম তফাত নিয়ে।
    এইখানে ঐ নাটকীয়তা ফ্যাক্টরটা আসে।

    হিসেব বড় জটিল। বাংলাতে তো মশানের মত একটা ফ্লপ সিনেমাও হয়নি অনেক বছর। ক্রিয়েটিভিটি নিয়ে বড় গন্ডগোল কোথাও তো একটা আছে, কে জানি।
  • S | 2405:8100:8000:5ca1::31e:d55e | ৩১ মে ২০২২ ১৪:১৮508307
  • হিন্দিতে মসান করা এখনও সম্ভব কারণ অন্যদিকে একটা প্রচন্ড সাকসেসফুল কমার্শিয়াল বাজার আছে।

    একটা উদাহরণ দিচ্ছি - বিস্তারিত ভাবে। মসানের প্রোডিউসার জানেন এই সিনেমা হিট করবেনা, হলে রিলিজও হয়তো করবেনা, বক্স অফিসে ওপেনিংও হবেনা। হয়তো কয়েকটা ফরেন আর স্পেশাল স্ক্রিনিং থেকে আর টিভি-ওয়েব রাইটস বিক্রি করে পয়সা তুলতে হবে। সেক্ষেত্রে তিনি চাইবেন বাজেট যতটা পারা যায় কম করার। একটা সিনেমার সবথেকে বড় খরচ হল স্টারদের পোষা। সেইটা বাদ দিলে হয়তো অনেকটাই ম্যানেজ করা যায়। ভিকি, রিচা, সন্জয় মিশ্রা, পন্কজ ত্রিপাঠির মতন অ্যাক্টররা কেন রাজী হবে কম পয়সায় বা কোনও পারিশ্রমিক ছাড়াই এই সিনেমা করতে? কারণ মসানে যারা অভিনয় করেছিলেন, প্রায় প্রত্যেকে প্রচুর আজে বাজে সিনেমা-সিরিজে কাজ করে অনেক পারিশ্রমিক পেয়ে যান। সেটা সম্ভব হয় কারণ বলিউডে এখনও ঊড়ি, ইনসাইড এজের মতন আদ্যপান্ত খাজা কিন্তু কমার্শিয়ালি সাকসেসফুল কন্টেন্ট তৈরী হয়। নইলে যদি শুধুই মসান আর মান্তো আর আঁখো দেখির মতন কন্টেন্ট তৈরী হত, তাহলে কেউ কাজ করতেই আসতো না।

    কোলকাতায় সবথেকে ভালো কন্টেন্ট তখনই তৈরী হয়েছে, যখন বাংলা কমার্শিয়াল সিনেমাও খুব রমরম করে চলতো।
  • Amit | 220.235.221.85 | ৩১ মে ২০২২ ১৪:৩২508308
  • এক্সাক্টলি এটাই পয়েন্ট। আগে বাংলার কমার্সিয়াল মার্কেট টা ফেরাতে হবে যেটা হিন্দির কাছে আগে হাতছাড়া হয়েছে। এখন সাউথে র কাছেও হারছে খোদ কলকাতায়। মার্কেট হাতে থাকলে , বাজেট হাতে থাকলে তবেই অনেক রকম এক্সপেরিমেন্ট এফোর্ড করা যায়। নাহলে সবই হাওয়া। 
     
    সেই ফেরানোটা বলিউড বা সাউথের কপি করে হবেনা। নিজেদের আলাদা জনার চাই। লোকে আসল মুভি ছেড়ে কেন পুওর ম্যান্স কপি দেখবে যেখানে আসল মুভিটা নেটফ্লিক্স বা ইউটুবে পাচ্ছে ? 
  • r2h | 134.238.14.27 | ৩১ মে ২০২২ ১৪:৪৬508309
  • S, একেবারেই একমত, বৃহত্তর বাজার না থাকলে পরীক্ষামূলক কন্টেন্ট এফর্ড করা মুশকিল।

    মসান পরিচালক ও নায়ক - দুজনেরই পূর্ণদৈর্ঘ্য হিন্দি ছবির ডেবিউ।

    বিদেশি ফান্ডিং নিয়ে কিছু চমৎকার সিনেমা হয়, সিদ্ধার্থ বলে একটা সিনেমা দেখেছিলাম, চিপ্পা দেখলাম গত বছর বোধহয়। কমার্শিয়াল কিছু না, বাণিজ্যসফল হওয়ার কথাও না।
  • S | 2405:8100:8000:5ca1::2b9:3fcc | ৩১ মে ২০২২ ১৫:১২508311
  • মান্তো সিনেমার পরিচালক নন্দিতা দাস নিজেই বলেছিলেন যে নওয়াজ ভাই আর ঋষি কাপুর কোনও পয়সা নেন নি। এই নওয়াজ ভাইই আবার সাম্প্রতিক কালে হিরোপন্তি ২ করেছেন এবং তাঁর পারিশ্রমিকে যে অগনিত শূন্য রয়েছে, বলাই বাহুল্য। শুধু মান্তো বানিয়েই কোনও ফিলম ইন্ডাস্ট্রি চলবে না।
  • কিছু রিগ্রেসিভ সিনেমা | 2a0b:f4c2:3::85 | ৩১ মে ২০২২ ১৬:২০508312
  • সপ্তপদী - ভিন ধর্মে বিয়ে মানা
    অগ্নীশ্বর - বৌকে অবহেলা
    গুগাবাবা - রাজকন্যা কি কম পড়িতেছে?
    সমাপ্তি - সংসারেই নারীজন্মের সার্থকতা
    মণিহারা - ভূতপ্রেত, মেয়েদের গয়নাসক্তি
     
    জুড়তে থাকুন।
  • r2h | 134.238.14.27 | ৩১ মে ২০২২ ১৭:০৪508313
  • এই সিনেমাগুলিতে এসব জিনিস প্রিচ করা হয়েছে, বা এসবকে গ্লোরিফাই করা হয়েছে, বা কোন সমস্যার সমাধান হিসেবে এসবকে দেখানো হয়েছে?

    গ্লোরিফাই করার ব্যাপরটা অবশ্য গোলমেলে, দেবদাস দেখে লোকজন মদ খেতে শুরু করতে পারে, সে একটা চাপ।
  • | ৩১ মে ২০২২ ১৭:০৬508314
  • এইজন্য সেই কবে থেকে বলে আসছি ইস্কুলে খানিক লজিক পড়ানো বাধ্যতামূলক হওয়া উচিৎ। 
  • অ্যাঁ | 2405:8100:8000:5ca1::24f:4311 | ৩১ মে ২০২২ ১৭:১৬508315
  • শেষে কিনা সত্যজিতানুভূতি উত্তমানুভূতিতে আঘাত! হায় হায়। কালচর মাসিমেসোরা থান ইট ছুড়বে।
  • r2h | 134.238.14.27 | ৩১ মে ২০২২ ১৭:২২508316
  • দূর, কালচারমাসিমেসোদের উত্তমানুভূতি নেই। অতি সূক্ষ্ম সৌমিত্রানুভূতি থাকলেও থাকতে পারে। একটু কড়া হলে সত্যজিতানুভূতিও থাকবে না। ঋত্তিকানুভূতির সম্ভাবনা ভালো।

    আওয়াজ দিতে হলেও তো একটু চারদিক দেখে শুনে দিতে হয়, নাকি।
  • b | 23.154.177.20 | ৩১ মে ২০২২ ১৭:৩০508317
  • মেঘে ঢাকা তারা - মেয়েরা চাকরি করলে অসুখে ভুগে মরবে
     
  • r2h | 134.238.14.27 | ৩১ মে ২০২২ ১৭:৩১508318
  • সিরিয়াসলি?

    নাহ, আর এই থ্রেডটা দেখবো না।
  • হুমদো | 154.16.171.167 | ৩১ মে ২০২২ ২০:৫২508325
  • চাঁদের পাহাড় - বিলুপ্তপ্রায় বুনিপ মেরে আফ্রিকার প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট করা হয়েচে।
  • মামদো | 2405:8100:8000:5ca1::318:443b | ৩১ মে ২০২২ ২১:০৩508326
  • বোকা পাঁটাগুলোর গায়ের বোঁটকা গন্দে ত টেঁকা মুশকিল হয়ে পড়েচে গ।
  • s | 2405:8100:8000:5ca1::322:42f5 | ৩১ মে ২০২২ ২৩:২৯508330
  • বোকাদের জন্য বোকাদের দ্বারা বোকাদের টই।
  • হ্যাটা | 198.7.58.79 | ০১ জুন ২০২২ ০০:৩৭508331
  • জয়বাবা ফেলুনাথ -মাড়োয়ারিদের হ্যাটা করা হয়েচে।
    ইয়েতি অভিযান - শেরপাদের হ্যাটা করা হয়েছে।
    সোনার কেল্লা - বাঙালি বাবু লালমোহন রাজস্থানের গরিব উটদের হ্যাটা করেচেন।
  • Amit | 121.200.237.26 | ০১ জুন ২০২২ ০৫:২৫508338
  • কাল কে যেন "দহন" সিনেমা টা কে প্রোগ্রেসিভ সিনেমার লিস্টি তে রেখেছিলেন ? কাল রাত্তিরে দেখলাম বসে বসে টরেন্ট মেরে। কোন দিক দিয়ে এটা প্রোগ্রেসিভ সিনেমা মশাই ? একটা মেয়ে আর একটা মেয়ের হারাসমেন্ট এর এগেনস্ট এ জাস্টিস এর জন্যে লড়াই করছিলো - এই অবধি ঠিক আছে। তাপ্পর যেই কালপ্রিট ছেলে গুলো লতায় পাতায় চেনাশোনা বেরিয়ে গেলো , অফিস- প্রেমিক ইত্যাদি থেকে প্রেসার এলো - তখন লড়াই খতম ? 
     
    হ্যা - এক্টিং- ঋতুপর্ণ র ডাইরেকশন ​​​​​​​সবই  ভালো - কিন্তু ​​​​​​​সেসব ​​​​​​​তো ​​​​​​​আদৌ পয়েন্ট ​​​​​​​ছিল ​​​​​​​না। ​​​​​​​কথা ​​​​​​​হচ্ছিলো ​​​​​​​কোন ​​​​​​​মুভি ​​​​​​​প্রোগ্রেসিভ ​​​​​​​মেসেজ ​​​​​​​দিচ্ছে ​​​​​​​আর ​​​​​​​কোনটা সো কল্ড রিগ্রেসিভ। 
     
    এর থেকে ঢের ঢের প্রোগ্রেসিভ তো সিমিলার টাইম এর মীনাক্ষী শেষাদ্রির "দামিনী" মুভিটা ছিল , যেখানে বাড়ির মেড এর হ্যারাসমেন্ট কেস এ শশুরবাড়ি , হাসব্যান্ড সবার এগেনস্ট এ দাঁড়িয়ে ফাইট করে সেই ক্যারেক্টার টা শশুড়বাড়ির লোকজনকে জেলে পাঠিয়েছিল। সে সানী দেওল এর যাবতীয় ঘুষোঘুষি , বলিউড এর ওভার এক্টিং , নাচাগানা সত্তেও লাস্ট মেসেজ টা ঢের বেশি প্রোগ্রেসিভ। 
  • koli | 2405:8100:8000:5ca1::266:e35b | ০১ জুন ২০২২ ০৭:৪৯508340
  • মরণ! গুরুর গোয়ালের বাইরে প্রোগ্রেসিভ কিছুই নাই গা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন