এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  বইপত্তর

  • সোনালী মিত্র'র যোনিজ কবিতা

    Malay Roychoudhury লেখকের গ্রাহক হোন
    বইপত্তর | ৩১ অক্টোবর ২০২২ | ১৭৮৬ বার পঠিত
  • 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 | 50 | 51 | 52 | 53 | 54 | 55 | 56 | 58 | 59 | 60 | 61 | 62 | 63 | 64 | 65 | 66 | 67 | 68 | 69 | 70 | 71 | 72 | 73 | 74 | 75 | 76 | 77 | 78 | 79 | 80 | 81 | 82 | 83 | 84 | 85 | 86 | 87 | 88 | 89 | 90 | 91 | 92 | 93
    সোনালী মিত্র’র যোনিজ কবিতা : মলয় রায়চৌধুরী



    একদিন সোনালী মিত্রের একটা কবিতা হঠাৎই নজরে পড়েছিল ; পড়ে মনে হয়েছিল আমাকে আক্রমণ করে লেখা, কিন্তু না, কবিতার শেষের দিকে গিয়ে মনে হয়েছিল ‘প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার’ কবিতার শুভা চরিত্রটিতে প্রতিস্হাপনের গোপনেচ্ছা ব্যক্ত হয়েছে । কেবল তা কিন্তু নয় ; তাঁর কাজটি একজন নারীর যৌনতাবোধকে সেনসর করার বিরুদ্ধে স্বাবলম্বী ক্ষমতা হিসাবে উপস্হাপিত ; সোনালী মিত্র কবিতাটির মাধ্যমে তাঁর নিজের দেহের কর্তৃত্ব দাবি করছেন, নিজের অঙ্গ-প্রত্যঙ্গ, নিজের জ্যোতির্ময়তা, যা পুরুষদের আকর্ষণ করে । বস্তুত শুভার স্হান দখলের ইচ্ছা বহু তরুণীই ব্যক্ত করেছেন, কিন্তু সেগুলো সোনালী মিত্রের থেকে ভিন্ন । 

    সোনালী মিত্রের কবিতাটা এই রকম:

    হাংরি

    আরো একবার যদি প্রবল বর্ষায় ভেসে যায় দ্বীপ
    আরো একবার যদি প্রচণ্ড বিদ্যুৎএ কেঁপে ওঠে বুক
    তোমার মধ্যসত্তরের বায়োস্কোপ পিছিয়ে গেছে পাঁচটি দশক
    বলিরেখা মুছে গেছে , চুলের রঙ অভুক্তনিগ্রো
    সটান শরীরে সভ্যদেশে লিখছ- "ছোটলোকের কবিতা"
    মনোহর আইচ চেহারায় শুভাকে নিচ্ছ তোমার হাংরি বুকে
    শুভা তীব্রতম হচ্ছে , ঐ -তো শুভাকে নিয়ে লড়াই করছে
    ক'টি কালো পোশাকের আইন
    কালো পোশাক ঠিক করে দিচ্ছেন , কবি অশ্লীল , কবি ইতর
    কখন , কীভাবে অজান্তে যদি শুভা হয়ে উঠি এই একুশ শতকে
    ছিনিয়ে নিই শুভার রাজমুকুট ? যদি বলিঃ-
    কবি , নারীর গ্রীবার ওপরে মাথা , মাথায় দু'টো চোখ
    কঙ্কালযোনি একটা কবিতায় এগিয়ে যেতে পারে
    আত্মাপুড়িয়ে 'যোনিকেশরে' মন্থিত হতে পারে অমৃতযোগ
    কবি, পাঁচ দশক আগে আমি জান্মালে ? পাঁচদশক আগে
    আমাকে পুড়িয়ে দিতে - দিতে একবার ও ভাবতে না
    নারী দুষ্প্রাপ্য সোনালীসেডনা ?
    নদীর বুক ক্রমশ ছোট হয়ে আসছে , ক্রমশ নৌকা ছোট
    পূর্নাঙ্গ জীবন মিলিয়ে যেতে যেতে সূর্য দেখছে সামনে অন্ধকার
    পথ অন্ধকার , অন্ধকারে একটা হাতই যথেষ্ট , কবি
    একটা হাতই যথেষ্ট, হাত ধরে অন্ধকারে মিলিয়ে যাওয়ার আগে

    কবিতাটি পড়ার পর ওনার কবিতাগুলো, অনুসরণ বলব না, বস্তুত ওনাকে স্টকিং করা আরম্ভ করলুম, যেভাবে একজন সুন্দরী যুবতীর প্রতি আকৃষ্ট হয়ে তার পেছন-পেছন উন্মাদের মতন ছায়া হয়ে বেড়ায় একজন পুরুষ । পড়তে-পড়তে মনে হলো, এনার কবিতা যেভাবে গড়ে উঠছে, একে তো সমসাময়িক মহিলা কবিদের, বিশেষ করে মল্লিকা সেনগুপ্তের ফেমিনিস্ট কবিতা, কৃষ্ণা বসুর পিতৃতন্ত্রবিরোধী কবিতা, যশোধরা রায়চৌধুরীর সংসার ও গার্হস্হজীবনের কবিতা, বলা যাবে না । 

    সোনালী মিত্রের কবিতার লিরিকাল কন্ঠস্বর এবং সেই লিরিসিজমের ভেতরে বুনে দেয়া ইরটিক ন্যারেটিভ একেবারে অন্যরকম । আমি তাঁর কবিতাকে তাই বলেছি ‘যোনিজ কবিতা’ । দেহে যোনি থাকার দরুন একটি মেয়ের কৈশোর থেকে অস্তিত্বে যে বহুবিধ অভিজ্ঞতা সঞ্চিত হতে থাকে তাদের প্রকাশ করার একটি পথ তিনি কবিতার মাধ্যমে আবিষ্কার করেছেন । পথটা দ্রোহের, র‌্যাডিকাল, সমসাময়িক কবিতার প্রতিষ্ঠানের বা নির্ধারিত ক্যাননের বিরুদ্ধে দ্রোহ । সোনালী মিত্র বেপরোয়া, তাঁর চেতনা যোনিজ ।

    শুভাকে কেন্দ্র করে সোনালী মিত্রের আরেকটি যোনিজ আক্রমণ :

    বিস্ফোরণ ও শুভা
    ক্রমশ উর্দ্ধ সত্তরের প্রেমে ডুবে যাচ্ছে বসন্তবর্ষীয় আয়ু,
    সারসার দিয়ে রক্তকীট ...বাস্তুতন্ত্রের বিষাক্তফণা ধেয়ে গেল
    গঠনপোক্ত মধ্যে তিরিশের দিকে , তাদেরও
    হারিয়ে দিতে পারে বুকে লাটখেয়ে যাওয়া
    তোমার সাদা চুলের ঘোড়া । 
    ছুটছে,ছুটছে ছত্রপতি শিবাজি চত্বর পেরিয়ে মহানভারত দরজায়
    উড়িয়ে দিচ্ছে সবুজ পতাকার স্নেহ।
    পতাকার দন্ডে আত্মমৈথুনরত সাহিত্যচেতনা।
    থ্রিজি নেটওয়ার্কেও কেন গিলে নিতে পারছি না সমগ্র তুমিকে !
    পিচ্ছিলজাত পরমান্নে ফসকে যাওয়ার খেলা।
    উফ ! আর পারছি না কেন ! জ্বলে যাচ্ছে সৃষ্টিশীল তুরুপ?
    কেন ডুবে যাচ্ছি তোমার মধ্যে?
    তোমার থেকে তোমার আগুন জ্বলানো বীর্যক্ষয়ী শব্দের শরীরে?
    সেখানে আউসের শীষে সোনালী শিল্পের ক্ষণজন্ম 
    তেমন ভাবে জরুরী কি?
    সেখানে আমাদের মত সহস্র তামাটে চামড়ার ছড়াছড়ি
    যারা চিচিং ফাঁক মেলে ধরে সিঁধিয়ে নিয়েছিল ছয় ফুট
    আট ইঞ্চির আত্মঘাতী ধাতব সমীকরণ ...
    দশেরার রাবণ মারতে মারতে আমিও পুরুষ বিরোধী
    হয়ে উঠছি সময়?
    আমিও সেঁটে নিচ্ছি তকমা ! নারীবাদী হলে
    কতটুকু লাভ চেটেপুটে নেওয়া যায় ক্যালকুলেশনে বইয়ে দিচ্ছি
    ফেসিয়ালে লোমতোলা মোম ত্বক !
    আমার শিরায়-প্রতিশিরায় একশ ছিনেজোঁক বাসা
    বাঁধবে বলে নি,
    আমার জঙ্ঘার মধ্যবিত্ত গুহায় ঘোলা রসে তোমার নাম নিয়ে
    প্যান্টি ভিজিয়ে যাবে এমনও ঘটে নি প্রিয় পুরুষ।
    তবুও তোমার প্রেমে পড়া যায় !
    গত এককুড়ি রমনীর মত
    বুকের ওড়না সরিয়ে বলতেই পারি আমিই বা কম কিসে !
    যারা তোমার শীতঘুম ভাঙনের অহরহ নায়িকা, চোখ তুলে
    দেখ নব্বই মিলিয়ন উষ্ণতা নিয়ে দাঁড়িয়ে আছি শূন্যদশকের
    খাতা জুড়ে। একশ শ্বাপদ হামলে পড়েছে নারীর
    রসালো খাদ্যের দিকে। সন্ধ্যারতি থেকে ভোরের নামাজ
    তক ছুঁড়ে দিচ্ছে মুঠোমুঠো উপঢৌকন উপাচারে ।
    আমি ওদের পাত্তা দিই না...
    তোমার কথা ভেবে,বালিসে চুমু খেতে খেতে এটা তো জানি
    কাগজের গায়ে উষ্ণতা দিতে সক্ষম বলেই আমার আগে ও পিছের
    রাধাবিন্দুর একচ্ছত্র সম্রাট তুমি ।
    অগ্রজ 'শুভা' মহলক্ষ্মী হলে তুমি শঙ্খ-চক্র-গদা-পদ্মে 
    তেভাগার নারায়ণ,
    রূপের পরে কয়েকটা শূন্য বসালেই জলন্ত সূর্যের তাপ ক্রমশ হ্রাস।
    তখন কাকে আগ্রাধিকার দিয়ে বলবে প্রিয়
    তোর শ্রীমুখ ঐশ্বর্যের উপর অন্নপূর্ণা !
    ঐশ্বর্যের উপর নিটোল ফিগার এঞ্জেলিনা তথাস্ত ঠোঁটের আগমন !
    না মশাই কেবল রূপের মহিমা নই...
    সন্ন্যাসী এবং শরীরখোড় ঈশ্বর এলেও তরতর করে
    লিখে যেতে পারি বিশ্বাসঘাতিনী শব্দ ।
    তোমার মত একচাদরের নীচে নারী ও শিল্পকে সঙ্গমরত করে
    বলতে পারি নারী ও শিল্পের মত বিশ্বাসঘাতিনী আর কিছু নেই। 
    প্রেমিকার চোখের দিকে চোখ রেখে জেগে ওঠা পুরুষাঙ্গের মত
    অস্থির কলমের দিব্যি - ঘাড়ের নীচে কামড়ে ধরে থাকা ক্ষুধার্ত 
    বাঘিনীরদল
    তোমার শিরদাঁড়া ভাঙা জন্তুটাকেও নাড়িয়ে চাড়িয়ে
    তারাও বলতে পারে-
    যৌবন থেকে শিল্প পযর্ন্ত গল্পকে টেনে নিয়ে যাওয়াও একটা আর্ট,
    যৌনতা থেকে কবিতা পর্যন্ত সৃষ্টিকে সফলতা দেওয়াও একটা আর্ট।
    শুধু সেখানেই তুমি-আমি কি সফল! 'ওরা' বলে, 
    নষ্ট শব্দের কচকচি ঘাঁটার চেয়ে 
    তোমার আর্থ্রাইটিস ভোগা অঙুল ঢের বেশি ভাল।
    যাদের জড়িয়ে বলতে পারি, 
    যে শিশুদের জন্ম দিয়ে গেল বাতক্ষয়িত আঙুল 
    তারা তোমার বীর্যের চেয়েও দামী ।
    শ্লেষ্মা কষ্টে হৃৎপিন্ডে জাগা বুকে শেষ বারের মত ভরে নাও
    বিশুদ্ধ অক্সিজেন আর একবার তোমার নীচে
    আরাম গ্রহণকারিনী নারীটিকে ভেবে ছড়িয়ে দাও বীর্য
    ৩০০০০০০ শিশু উড়ে যাক গ্রিক মিথোলজির দিকে
    সাবর্ণ লাম্পট্য আমপ্লিফিয়ার ছিঁড়েখুঁড়ে
    নারীর পরম মমতার দিকে বেঁচে থাক মাইলের পর মাইল
    নায়িকা ও পুরুষের পুনমিলনের পরে সৃষ্টি ইতিহাস।

    তাঁর কবিতাগুলোর জন্য সোনালী মিত্র নিজস্ব এক আঙ্গিক গড়ে নিয়েছেন । সনাতন ভারতীয় ভাবনাকে যদি আশ্রয় করি তাহলে আঙ্গিকমুক্তিকে বলতে হয় ‘নির্গুণ’, আর আঙ্গিকবদ্ধতাকে বলতে হয় ‘সগুণ’ । সোনালী মিত্র দেবী-দেবতায় বিশ্বাসী, তাঁর পুজোর ঘরে আছেন তাঁর প্রতিষ্ঠিত দেবীমূর্তি, অর্থাৎ তিনি ঘোরতর আস্তিক । হিন্দুদের ধর্মচিন্তায় ‘নির্গুণ’ হলো যৌনতাহীন, বিবাহহীন ও সন্তানোৎপাদনের অনুপযুক্ত । ‘সগুণ’ হলে তা স্বয়ম্ভূ অথবা যোনিজ । গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তাঁর দেহে দুটি গর্ভপথ আছে, একটি যোনি এবং অপরটি আত্মা ; এই বক্তব্যটি একটি টেনশনের ভারসাম্য । এই একই টেনশনের ভারসাম্য গড়ে তোলার প্রয়াস করেন সোনালী মিত্র । সুতরাং ‘নির্গুণ’ বড়ো না ‘সগুণ’ বড়ো এরকম তর্ক তোলা যায় না তাঁর কবিতার ক্ষেত্রে । ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ ও ‘মহাভারতে’ আমরা এই টেনশনের ভারসাম্য প্রত্যক্ষ করি । ‘মহাভারতকে’ যেমন যৌনতাহীন কল্পনা করা অসম্ভব, তেমনই সোনালী মিত্রের এই গ্রন্হের কবিতাগুলো। নারীকে সোনালী মিত্র পুরুষের প্রতিদ্বন্দ্বী হিসাবে উপস্হাপনের পরিবর্তে, যা ফেমিনিস্টরা সচরাচর করে থাকেন, তিনি কাছে টেনে নিয়ে মৈত্রীবন্ধনে আটক করতে চেয়েছেন । 

    যৌনতাকে যাঁরা কবিতায় আনতে কুন্ঠিত বোধ করেন, তাঁদের আদি শঙ্করাচার্য সম্পর্কে প্রচলিত গল্পটা মনে করিয়ে দিই। শঙ্করাচার্য ছিলেন চিরকুমার। মণ্ডণ মিশ্রের স্ত্রী উভয় ভারতী তাঁর সঙ্গে তর্কে শঙ্করাচার্যকে বলেন যে তাঁর জ্ঞান খণ্ডিত, কেননা যৌনতার আনন্দ সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই। শঙ্করাচার্য তাই কাশ্মীরের মৃত মহারাজা অমরুর দেহে প্রবেশ করেন এবং মহারাজাকে জীবিত করে তুলে যৌনতার আনন্দ সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করতে বাধ্য হন। 

    কবি সোনালী মিত্র জানেন যে নারীর অনুভূতি ও সংবেদনকে অপব্যবহার করা হয়, বিকৃত করা হয় । তাই তিনি ইরটিসিজমকে নারীর ক্ষমতায়ন হিসাবে প্রয়োগ করেছেন তাঁর কবিতায়, যা বাংলা কবিতায় প্রান্তিক ক্যাননের স্হানও পায়নি এতো কাল। নারীর দৃষ্টিপ্রতিভা দিয়ে দেখেছেন প্রেম এবং সৃষ্টিকে, যে নারী একজন ব্রতী, সৎ ও দুঃসাহসী। 

    পাঠক, কবি সোনালী মিত্রের সুস্পষ্ট ইরটিক কন্ঠস্বরের গভীরে যে চোটজখম রয়েছে, যে সুরক্ষাহীনতার বোধ রয়েছে, তার অন্তস্হ আত্মিক, মানসিক ও দৈহিক পীড়ার সঙ্গে পরিচিত হন। তাঁর আত্মসন্দেহ ও আত্মআবিষ্কারের অভিজ্ঞতার অংশভাক হয়ে ওঠেন ।

    নাইটফল অথবা সমুদ্রযাত্রা 
    তখন রাতগুলো পরী ভালবাসায় ভরপুর 
    হরিদার চায়ের দোকানে সন্ধ্যায় ফেলে আশা
    মিঠু বউদি আর ঝিলিক সেনের ঝিকিরমিকির দুই চাঁদ
    রাতে নাড়িয়ে দিলে গো। ঘুম, ঘুম আসে না
    অস্থির, বুকের ভিতরের হ্যাংলা কুকুরটা বনেদী নয়
    ঠিক, ঠিক যেন ভাদ্রের মত অবস্থানে
    আর কুকুর ঝাঁপিয়ে পড়ল মিঠু না ঝিলিক সেনের বুকে
    বুঝলাম না ...... 
    আর নাভি খাচ্ছে, আর কোমর ভেঙে গুড়িয়ে দিচ্ছে দাঁতে 
    দরদর ঘামে ভিজে উঠছে গা 
    থামবে না, এ-খাওয়া থামবে না 
    সমস্ত বেডকভার ড্রেনডাইট চটচটে, আহা মায়াবী আঠা 
    ক্রমশ কুকুরের গা মোচড়ানো শিথিল হয়ে ওঠে 
    ঘুম, ঘুম, ঘুম 
    সকালে ভুলে যায় আস্ত একটা কুকুর নিয়ে আমার রাতের সংসার 
    কেননা তখন আমাদের রাত্রির বুক অবিবাহিতকলা 
    কেননা তখন পায়জামার অন্ধকারে হাজার ওয়াট 
    তখন আমাদের নিজস্ব রাতের নাম ছিল -  'নাইটফল মেমরি'।

    উল্লেখ্য যে সোনালী মিত্র দিল্লির মতো একটি বদনাম কসমোপলিসে চাকরি করেন, সেই শহরের বেয়াড়া ভিড় ও জাঠ খাপসংস্কৃতিতে প্রতিপালিত এঁড়ে পুরুষদের জমঘটের প্রতিদিনই মুখোমুখি হতে হয় তাঁকে। ছেলের পড়াশুনার খেয়াল রাখতে হয়। সংসার সামলাতে হয়। এই কাজগুলোর পাশাপাশি তিনি কবিতা লিখে চলেছেন। কলকাতার মতো সাহিত্যিকদের সঙ্গে প্রতিদিনকার মেলামেশা, তর্ক, আলোচনা, নিয়মিত কবিতাপাঠ ও আড্ডার সুযোগ নেই সেখানে। পশ্চিমবাংলার কবিতা পত্রিকাগুলোও পৌঁছোয় না, যাতে তিনি সমসাময়িক কবিতার ট্রেণ্ড টের পেতে পারেন। তা সত্বেও তিনি নিজস্ব একটি ধারা গড়ে তুলতে পেরেছেন। কীভাবে তিনি নারীযৌনতার বিস্তার ঘটিয়েছেন তা চ্যালেঞ্জের মতো ছুঁড়ে-দেয়া, অরিণ দেবকে উদ্দেশ্য করে রচিত এই কবিতাটিতে স্পষ্ট, কোনো রাখঢাক নেই। কবিতার লাইনগুলো তাঁর প্ল্যাসেন্টার আহ্লাদযন্ত্রণাকে বয়ে নিয়ে যায়।


    অশ্লীল কবিতা

    (অরিণ নামটি এখানে আধার মাত্র, ওই নামের স্থানে রাম -শ্যাম -যদু -মধুও হতে পারেন।কোন বিশেষ ব্যক্তির সাথে সাযুজ্য খুঁজে দয়া করে এক্সট্রা রস আস্বাদনের প্রয়াস করবেন না)

    চেনা হাফডজন পুরুষের কোলাজে তুমি ঠিক পড় না।
    বাবুগিরির চোদ্দআনা সিনেমাটিক রঙিনজলের মেহেফিলে
    ডিগবাজি খাওয়া চোখে তুলে নিচ্ছে
    আমার যন্ত্রমুগ্ধযৌন ১৪ মেগাপিক্সেল 'অ্যাপেল'।
    নিম্নে ধাবমান শুক্রকীটের আক্রোশ নিয়েই কি শুধু ভাববে
    আমার অদ্বিতীয় পুরুষবাজ? তবে কি
    মরফিন-ঘুমে তলিয়ে থাকা ভুঁইফোড় অতিরঞ্জিত সময়ে
    বিষাক্ত জেলিফিশের চেয়ে রমণীর শুঁড় আনন্দদায়ক?
    আমিও জেলিফিশ খাওয়া কুমিরদাঁত শান দিয়ে
    ডাকব অরিণ, এসো, এসো পেতে রেখেছি
    পুরুষের অন্তিমশয্যা, জো জমিনে ফলিয়ে নাও ফসলমাঠ
    আর নারীশরীরী সমুদ্রসৌকর্য নিয়ে সৃষ্টি করো সাহিত্য ।
    পুরুষের জ্বলন্ত সিগারের ওপর চিত শুয়ে আছি
    পটাশিয়াম সাইনায়েড নেই নারী গুহা-গহ্বরে
    স্তনে, যোনিতে বাজছে পিয়ানো রিডের গিমিক
    ত্রিশলক্ষ কীট পাঠিয়ে দাও তোমাদের সভ্যতা পালিত ক্ষেতে
    আমিও ভ্যানিসিং ম্যাথডের অঙ্ক জানি
    কীটদের নিহত ভবিষ্যৎ রেখেছি জন্মনিরোধক পিলে ।
    অরিণ, পৃথিবীতে একচক্ষু মাকড়শা জাল বুনে যাচ্ছে
    নারীর স্তনের দিকে আদিমমত্ত কামনায়
    একটা গোটা 'জন ওয়াকর' - মুখে ঢেলে এগিয়ে আসছে
    যোনি-রক্তখোর মহাজোঁক,
    র‍্যাটেল স্নেকের বিষাক্ত ধ্বনি নিয়ে
    দু'ই ঠ্যাঙের ফাঁকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বিশ্বশান্তির পতাকা
    প্যালেস্টাইনের হাভাতে শিশুরা গর্ভ থেকে চিৎকার করছে -
    মা, আমাকে পৃথিবীতে এনো না
    আমাকে জরায়ুর মধ্যেই হত্যা করতে পারতে মহাসৃষ্টি!
    শুধু যুদ্ধ করো নারী শরীরের অভয়ারণ্যে
    নিহত বর্তমান নিয়েই নারীর অন্তিম সুর-শয্যা?
    আমার জীবন্ত শরীরে শবপোকায় অবৈধ রেণুসম্ভোগে
    স্যাঙাত থেমো না, মিনিটে ১২০ হার্টবিট তোল বুকে
    ৩৬০ ডিগ্রি নারী-গুহার দিকে একপাল ঘেও কুকুর লেলিয়ে
    ধ্বজভঙ্গ জানে না কোন হাতে মাই, কোন হাতে থাকে নিমাই
    আমিও আমার শরীর একান্নপীঠ তীর্থ করার জন্য
    ব্লাউজহীন নীলসৌন্দর্যের দিকে রাখবো না আর শেষশ্বাস!
    আমাকে গ্রহণ করতে কষ্ট হয় তোমার প্রেম?
    গলার কাছে জমে আছে অমিতব্যয়ী শ্বাসকষ্ট
    ইনসুলিন নির্ভর জলসোহাগের সঙ্গমে পাঁচ'টা ঠোঁট
    পাঁচ'টা নামাজী বা পাঁচ'টা পুরোহিত বা পাঁচ'টা বিশপ
    যখন ধীরে ধীরে এঁকে দিচ্ছিল লিঙ্গকলার মধ্যে মৃতলক্ষ্মীর মুখ
    তখন বাতাসের বেগ যথারীতি স্বাভাবিক ...
    বৈদিক যজ্ঞ থেকে উঠে এসেছি আমি, নারী
    চন্দ্রের ঘরে ষোলআনা অপরূপ সৌন্দর্য নিয়ে শিল্পের সমাধান, নারী
    অথচ তোমরা, তোমরা ধর্ষিতা শব্দ আনলে, গণধর্ষণ আনলে
    আর শিল্প সাহিত্যে ফুটিয়ে তুললে ধর্ষণশিল্প!
    সাইজ ৩৪ ক্যাপের খোলে গণনাতীত মনু-পুরুষের লালা
    লালা শেষে হস্তমৈথুনঅঙ্গে ক্যাথিডার মালা পরে
    হাসপাতালের চির-নীরোগ নবোদয়!
    ২০১৫ সালকে প্রেমের স্মরণীয় মাইলফলক বানাতে চাও?
    চাও কি আত্মহত্যা করি?
    মা, পঞ্চাশ অধিবর্ষ ঘুমিয়ে রয়েছে, পঞ্চাশ অধিবর্ষ পাটক্ষেতে শুয়ে
    ঘুমন্ত শিরদাঁড়ার উপর দিয়ে খেলে গেছে ফসল
    হাজার-লক্ষ যুগসন্ধিক্ষণের শিশুরা কলরোলে হারিয়ে গেছে
    এক্স- ওয়াই ফ্যাক্টরে
    তোমার আগের প্রেমিকারা কোথায় এখন জেনেছ কি?
    হাজার - হাজার বেদ-উপনিষদ শ্লোক জুড়ে সুস্থতা
    হাজার - হাজার তীর্থংকর বর্ণমালা
    যা শুনিয়ে গেছে জীবতত্ত্বে
    সেসব অস্বীকার করে 'এ'- ছাপ ময়দামাখা নরমের দিকে ছুটবে?
    স্থবিরতা, শারীরিক নয় বলি যদি মানসিক?
    মা বলেছিলেন তুলসীগাছ পুতে দিও উঠোনের কোণে
    তুলসী নারী পবিত্রতা
    তুলসীতলায় প্রদীপ জ্বালাতে - জ্বালাতে
    অসতী তুলসী হয়ে গেলাম মা, হাজারজোড়া
    গনবুট পিষে দেয় দু'শো ছয়'টা মেয়েহাড়ের কঙ্কাল
    তখন তোমরা কোথায় থাক পুরুষ? কোথায় ছিলে অরিণ
    কোন বিশল্যকরণী নিয়ে দাঁড়িয়েছিল প্রেম? কোন লৌকিক শিল্প
    আমার ভাঙা বুকের কাছে হয়েছিল অর্জুন সারথি?
    প্রেম ক্রমশ বাজার দরের চেয়েও ভয়ানক সস্তা হয়ে যাচ্ছে
    রজঃস্বলা পৃথিবীর স্তন, যোনি, নাভি, উরু, জঙ্ঘা,
    শিল্প সাহিত্য ললিতকলায় ধর্ষণ শিল্পে হয়ে এলে
    আমি, হ্যাঁ আমি হাজার ধর্ষিতা নারীর প্রতিনিধি
    হয়ে অশ্লীল ও এডাল্ট কবিতায় বারবার বলবে
    ধর্ষণের চেয়ে কোন এডাল্ট শব্দ নেই
    ধর্ষণের চেয়ে অশ্লীল কোন শব্দ নেই অভিধানে।
    সানগ্লাস চোখে যারা পৃথিবীর শিল্পের কারবারি, যারা
    নারীর উরুজঙ্ঘা, ঠোঁটের উপপাদ্যে নিজের অব্যক্ত কাম
    ফুটিয়ে তোলেন তথাকথিত শিল্প সাধনায়
    তাদের সুখের জন্য সোনালী মিত্র দায়ী নয়।
    নারীর পায়ের ওপর কোমর, কোমরের ওপর স্তন, আর
    সবার ওপর একটা মাথা আছে এই সত্যর সামনে
    দ্বিধাহীন বলি - পৃথিবীর সমস্ত নারীঘাতী চোখ অশ্লীল

    হিন্দু পৌরাণিক অতিকথার সূত্রে সোনালী মিত্র একযোগে অভিন্নতা, সংহতি, ঐক্য এবং নিপীড়িতের বোধকে একই পাটাতনে উপস্হাপন করেছেন, যেমন তাঁর ‘রাধাতত্ত্ব’ কবিতায়। সেই সঙ্গে বৃত্তটির পরিধি বিস্তার ঘটান ইতিহাস ও পুরাণের মিশেল দিয়ে। উপস্হাপিত হয় নারীর আত্মজ্ঞান। তাঁর কবি-পারসোনার ইরটিক স্পষ্টভাষণ ও দেহের উৎসববোধ গোঁড়া সমালোচকদের বিব্রত করতে পারে । আমি বলব সেটাই সোনালী মিত্রের লক্ষ্য।


    রাধা তত্ত্ব

    তারাখচিত ধাবা। ধুধু বিশলাখি চাকামাতম। আহাঃ প্রান্তিকট্রাক -
    ট্রাক-ট্রাক, আহাঃ পরীযোনিধাবা, চোদ্দআনাগরম ।
    ফার্মালিনব্রাহ্মণরাত। হুডখোলা প্রান্তরে উলঙ্গবন্দর। আসে ত্যাজ্যযোনি
    বাবু, রাতের অভাব জানি। জানু- জানু-জানুউ। কাতুকাতুমাখা দেহাতিট্রাক, রাতটম্বুর, শ্বাসটম্বুর, শ্বাসটম্বুর, 'খুলে দাও প্রিয়া খুলে দাও বাহুডোর'।
    হে, সার্ফসফেদদ্রবণ, হে আকন্দক্ষয়, শাদা, মিহিনদুধশাদা, সাধি, সাধ্যাতীত নাও। পেছনে ট্রাকআলো, মেঘআলো, চিন্তিত একবিন্দু।
    কড়কর, কড়কড়ে, ঘামমাখা টাকা একশো কুড়ি।
    চিন্তিতসরণ, স্মরণ, শরম, সতীসাধ্বী পয়মুখতদেহ, ওগো রাখালিরাধা
    ওগো, সখিমোর লিঙ্গসাধা।
    কেন ফোটাফোটা গোলাপজল। জালভৈরব। ক্ষয়জয়, জয়ক্ষয়
    দুঃখট্রাক পরিপাট নিখাত নিখাত।
    জ্বলতব্য বুকপাথর, প্রথমসোহাগ শালি মাসিমণি মেয়ে। তারপর, তারপর
    অনেকটা ধনঞ্জয়। কৃষ্ণবিবর, নিকুচি করেছি মাগি, শ্রেষ্ঠ ইন্দ্রজয়।
    মাটিরাস্তা, পিচরাস্তা। রাতরাস্তা। যৌনমেদুর।
    মাগি, এ-সস্তারাতে, শালা ফাঁকা ধাবায়, তারাদের যৌনকেলী
    এসো ছল, খল, মল, জল ও অপ্সরা
    এসো, বিবিধ
    নলে ঝরে শেষসভ্যতার বীর্য।

    কবি সোনালী মিত্রের কবিতাগুলো আক্রমণাত্মকভাবে ননকনফরমিস্ট ও মৌলিক। তাঁর সমসাময়িক কোনও কবিকে এতোটা র‌্যাডিকাল বলা যায় না; রক্তাক্ত আঘতের মতন তাঁর কবিতার পরতে-পরতে রয়েছে স্পর্শকাতরতা, চামড়া উঠে গিয়ে ভেতর থেকে মাংস বেরিয়ে এসেছে এমন অব্যক্ত শব্দপ্রকাশ । তাঁর কবিতার গুরুত্ব হলো র‌্যাডিকালিজম, যৌনতা ও যোনিজ চেতনার স্পষ্ট উচ্চারণ । আমার ধারণা তাঁর কবিতা কোনো কমার্শিয়াল পত্রিকার সম্পাদক অনুমোদন করবেন না, হয়তো রক্ষণশীল লিটল ম্যাগাজিন সম্পাদক যাঁরা বুদ্ধদেব বসুর ‘কবিতা’ এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কৃত্তিবাস” কালখণ্ডে ধ্বসে পড়েছেন, তাঁরা তাঁদের মধ্যবিত্ত মূল্যবোধের কারণে অনুমোদন করতে পারবেন না । তাঁর কবিতার ইরটিক ন্যারেটিভ চালু-জনসমাজে প্রচলিত নারীযৌনতার সংজ্ঞার বিস্তার ঘটায় । এটি একটি গুরুত্বপূর্ণ হেটেরোসেক্সুয়াল ন্যারেটিভ নকশা, যা বিভিন্ন নারীর অভিজ্ঞতার স্বাতন্ত্রকে দার্শনিক প্রতিরূপে প্রবর্তনের প্রয়াস করে ।

    নিজের নিয়ন্ত্রণের বাইরেও সোনালী মিত্রের কাহিনিজগত গড়ে উঠতে দেখি ; তিনি অন্যান্য কবিদের কবিতা পছন্দ হয়েছে ঘোষণা করে তাঁদের বার্তা পৌঁছে দেবার একটি প্রক্রিয়া রপ্ত করেছেন, সম্ভবত তাঁর নিজের র‌্যাডিকাল জগতের প্রতি সেই কবিদের দৃষ্টি আকর্ষণের জন্য ; সেই তরুণী কবিদের কবিতায় কিন্তু নারীদেহের বাকপ্রতিমার মোজেইক থাকে না যার মাধ্যমে নারী তাঁর দেহকে ক্ষমতায়নের জন্য প্রয়োগ করতে পারেন এবং তাকে নারীর বহুবিধ পলকাটা অস্তিত্বের উৎসব-সমিধ হিসাবে ব্যবহার করতে পারেন । এটি একটি রাজনৈতিক বক্তব্য হয়ে দাঁড়ায়, কবিতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, যে ক্ষমতার উৎস তার দেহ । এই অভিজ্ঞতা তিনি সংগ্রহ করেন যাপনের মাধ্যমে, যেগুলো পুরুষ কবিদের দ্বারা অবহেলিত, যা পুরুষতান্ত্রিক গদ্য-পদ্যে জায়গা পায় না । এটা কিন্তু ফেমিনিজম নয়, এটা নিজের শরীরের উৎসব, দেহের কারণেই কবি একাধারে স্ত্রী, জননী, কন্যা, শাশুড়ি, সংসারের কেন্দ্রস্হানীয়া । ‘মাতৃতন্ত্র’ শিরোনামের এই কবিতাটি উল্লেখ্য :

    মাতৃতন্ত্র

    মাকে দাহ করে ফিরলাম ।
    অদ্ভুত !আত্মাহীন মুখে কোন বিষাদের চিহ্ন থাকেনা
    অথচ খাঁ খাঁ বিছানা-বালিশে কষ্টের গন্ধ এখনো প্রকট।
    আমাদের দুইবোনের যুবতী দুপুর ঝুঁকে আছে মাতৃসভ্যতার দিকে
    মায়ের বুকের অমৃতকলসী মুখে অবাঞ্ছিত কীটের নষ্ট খিদের মাতন।
    ফোনের কন্টাক্ট লিস্টে সংরক্ষিত নম্বরে উজ্জ্বল এখনো "মা"
    বিগত দিনের মতো ডায়াল করলেই ওপ্রান্ত থেকে যেন বলে উঠবেন তিনি -
    "খেয়েছিস মা রে!"
    আসলে ঘি-কাঠের আগুনসোহাগে মুছে যায় কি মাতৃতান্ত্রিক সময়?
    অথচ, মানুষের এমনই নিয়ম বেশীদিন শোক বইতে পারেনা স্মৃতি।
    বহমানতায় ফিকে হয়ে আসবে হয়ত অস্থি ভাসানোকাল
    দেওয়ালে টাঙানো আলতা ছাপের সাথে ফোন লিস্টে "মা" শব্দ
    ধূসর হয়ে মিলিয়ে যাবে হাওয়ায়।
    একদিন মা তত্ত্ব শরীরে নিয়ে আমাদের সমস্ত মনযোগ ঝুঁকে থাকবে
    নিজস্ব মাতৃত্বের দিকে!

    সোনালী মিত্রের কবিতার ন্যারেটিভ একজন শক্তিশালী মহিলা-প্রট্যাগনিস্টকে তুলে ধরে, যাঁর আত্মআবিষ্কারের যাত্রা একইসঙ্গে ব্যক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং পিতৃতান্ত্রিক এসট্যাবলিশমেন্টকে পাত্তা দিতে অস্বীকার করে, যদিও সেই ঘেরাটোপের মধ্যে বসবাস করে তাঁকে লড়াই চালিয়ে যেতে হয় । তাঁর কবিতায় প্রতিফলিত হয় একটি নারীকেন্দ্রিক কবি-পারসোনা, যার ভূমিকা বহুবিধ, পুরুষ-নিয়ন্ত্রিত ব্যবস্হাকে বিভিন্ন স্তরে আক্রমণ চালায় । তিনি বলতে চান যে একজন নারীকে একটি ডাইমেনশানে আবদ্ধ করা ভুল, তার ডাইমেনশান অনেকগুলো এবং তারা উৎসবকল্প ।

    কবিতা রচনার মাধ্যমে নিজের দেহের সঙ্গে সম্পর্ক স্হাপন করেন সোনালী মিত্র, শরীরের মালিকানা নিজের আয়ত্বে নেন, যা তিনি জানেন, পুরুষদের এসট্যাবলিশমেন্ট সহজে দিতে চায় না । লেখনপ্রক্রিয়া তাঁকে কন্ঠস্বর দেয় ।

    কয়েকজন যুবতীকে নিয়ে আমি একটা ‘জেমস বণ্ড সিরিজের কবিতা’ লিখেছিলুম । কবিতাগুলো আমার ‘মাথা কেটে পাঠাচ্ছি যত্ন করে রেখো’ গ্রন্হের অন্তর্ভুক্ত । সোনালী মিত্র’র জন্যও একটি প্রেমের কবিতা লিখে তাঁর যোনিজ উৎসবে অংশ নেবার প্রয়াস করেছিলুম । 

    কবিতাটি দিয়ে আমার আলোচনা শেষ করছি :

    পুরাণের সংস্কৃত গন্ধ থেকে নেমে এসে তুইই শিখিয়েছিলিস
    কবির লেখকের গণ্ডারের চামড়াখানা খুলে রাস্তার ভিড়েতে মিশে যেতে
    তার আগে নিজেকে বড় উন্নাসিক সুপারম্যান ভেবে
    হাতঘড়ির কলকবজায় ঝড়ের মেটাফরগুলো চালুনিতে চেলে
    ভেবেছি পিস্তল পাশে নেই বলে আত্মহত্যা করিনি এখনও
    দিল্লির নিম্নচাপে চোখ এঁকে ফিরিয়েছিলিস শব্দ-ভিজুয়াল
    তরোয়ালে আইনি ঝলকে লিপ্সটিকে ছাপা অটোগ্রাফ দিয়ে বলেছিলি
    প্রতিটি বিপ্লবের দাম হয়, বদলের বাজারও তো বসে
    জুলিয়াস সিজারের গম্ভীর শেক্ষপিয়ারি সাহিত্যের গমগমা ছেড়ে
    সাধারণ মানুষের মতো ক্যাবলা চাউনি মেলি তোর কথা মেনে
    বুড়ো বলে সক্রেটিস সাজবার সত্যিই দরকার ছিল নাকি
    গ্রিসের গাধার ওপরে বসে আথেন্স বা কলকাতার পচাগ্যাঞ্জামে
    ধুতি পরে? কাঁধে উত্তরীয়? সাহিত্য সভায়? নাকের বক্তিমে ঝেড়ে!
    ভুলে যায় লোকে। মজার এ মরে যাওয়া। গন ফট। খাল্লাস।
    সোনালী প্রেমিকা ! তুইই বুঝিয়েছিলিস : হুদো-হুদো বই লিখে
    বিদ্বানের নাকফোলা সাজপোশাক খুলে দেখাও তো দিকি
    কালো জিভ কালো শ্লেষ্মা কালো বীর্য কালো হাততালি
    উলঙ্গ নাচো তো দেখি তাণ্ডবের আঙ্গিকবর্জিত তালে-তালে
    চুমুর পুনঃচুমু পুনঃপুনঃচুমু দিল্লির নিম্নচাপ মেঘে
    এই দ্যাখ গণ্ডারের শিব-সত্য-সুন্দরের চামড়া ফেলে দিয়ে
    কেমন পেয়েছি নখে সোনালীর চুলের জীবাশ্ম

    'স্পর্ধাকাল' সোনালী মিত্রের প্রথম কাব্যগ্রন্থ। নিজের লেখার কাছে সৎ থেকে যে-কজন কবি ইদানিং কালে কবিতা লিখছেন সোনালী মিত্র তাঁদের মধ্যে অন্যতম। মনের কোনও অবস্থান যেমন শাশ্বত হয় না, তেমন মনের কোনও অবস্থানই অচ্ছুৎ নয়। কিন্তু সাধারণ মানুষেরা অন্যের কাছে নিজেকে সৎ প্রমাণ করার জন্য মনের গোপন কথা চেপে যায়, সোনালী মিত্রের কবিতায় যেন ভেতরের সেই গোপন কথা বেরিয়ে এসেছে। শুধু বেরিয়ে আসেনি, পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে। ভীতু সৈনিক কোনদিন যুদ্ধে জয়ী হয় না, জয় চিরকাল সাহসীদের জন্য। সোনালী মিত্রের কবিতা সাহসী সৈনিক, তেজী ঘোড়া। সোনালী মিত্র যেন বাংলা কবিতার মিথ ভাঙতে এসেছেন, যেন শব্দকে শাসন করতে এসেছেন। নাহ্‌, পূর্বসূরির বা বর্তমানের কোনও কবির কবিতা অনুসরণ নয়, বরং নিজেকে নিজে অনুসরণ করে গিয়েছেন 'স্পর্ধাকাল' জুড়ে। যারা সমসাময়িক কবিতা নিয়ে নাড়াচাড়া করেন, তারা যদি সোনালী মিত্রের কবিতা না পড়ে থাকেন, বলব পড়ুন। পড়তে হবে এই কারণে যে, আপনি না পড়লে সোনালী মিত্র এগিয়ে যাবেন আর আপনি পুরাতন হয়ে যাবেন। কলকাতা পুস্তকমেলায় সোনালী মিত্রের 'স্পর্ধাকাল' শুধু প্রকাশই পাচ্ছে না, বাংলা কবিতাজগত পাচ্ছে উজ্জ্বল এক নক্ষত্র। আমার দৃঢ় বিশ্বাস যে 'স্পর্ধাকাল' শুধুমাত্র কবিতাবীজ নয়, একটা বোধিবৃক্ষ। তাই পুস্তকমেলায় পাঠক গেলে একবার স্পর্ধাকাল হাতে নিয়ে দেখুন, আশা রাখি সোনালী মিত্র ব্যর্থতা দেবে না পাঠককে।
    -------------------

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 | 50 | 51 | 52 | 53 | 54 | 55 | 56 | 58 | 59 | 60 | 61 | 62 | 63 | 64 | 65 | 66 | 67 | 68 | 69 | 70 | 71 | 72 | 73 | 74 | 75 | 76 | 77 | 78 | 79 | 80 | 81 | 82 | 83 | 84 | 85 | 86 | 87 | 88 | 89 | 90 | 91 | 92 | 93
  • বইপত্তর | ৩১ অক্টোবর ২০২২ | ১৭৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Malay Roychoudhury | ০৭ নভেম্বর ২০২২ ১৯:২১513604
  • আরে !! যৌনতা রয়েছে তবু কেউ পড়েনি !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন