এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  স্মৃতিচারণ   স্মৃতিকথা

  • রোডেশিয়া

    যোষিতা লেখকের গ্রাহক হোন
    স্মৃতিচারণ | স্মৃতিকথা | ০৬ মার্চ ২০২৩ | ২৩৯৮ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • এখানে লিখব আফ্রিকার এই বিশেষ অঞ্চলের কথা। এ শুধু ভ্রমনকাহিনি হবে না বলেই মনে হচ্ছে।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যোষিতা | ০২ এপ্রিল ২০২৩ ০৫:৪১739883
  • ভেতরে ঢোকার মুখেই আমাদের ড্রাইভার জানিয়ে দিলেন যে, এই অরণ্যে নামা নিষেধ। সবসময় গাড়িতেই থাকতে হবে। কোনও প্রাণীকে খাবার দেওয়া নিষেধ। 
    আমি সামনে বসেছিলাম ড্রাইভারের পাশে, ওরা পেছনে। ওদের সীট ঊঁচুতে, ওরা ভাল ভিউ পাচ্ছে। এবার আমার সামনের কাঁচ সম্পূর্ণ উল্টে ফ্ল্যাট করে দেওয়া হলো। 
    আর ঠিক তক্ষুনি, গেট দিয়ে ঢুকে বিশ মিটারও যাই নি, হাতি উপস্থিত ঠিক গাড়ির সামনে। ভিডিও করলাম।
    তিনি সরে গেলে গাড়ি চলতে শুরু করল, দুপাশে প্রচুর হাতি গাছের ছায়ায় ঘোরা ফেরা করছে।
     
  • যোষিতা | ০২ এপ্রিল ২০২৩ ০৫:৫০739885
  • আমি ভিডিওগুলোর লিংক একে একে দিচ্ছি যতটা পারি
  • Bratin Das | ০২ এপ্রিল ২০২৩ ০৬:৪২739889
  • যো দি ভিডিও গুলো দেখলাম 
    দারুন হয়েছে 
  • যোষিতা | ০২ এপ্রিল ২০২৩ ০৭:৩৯739902
  • ভিক্টোরিয়ার কিছু ভিডিও
     
  • যোষিতা | ০২ এপ্রিল ২০২৩ ০৭:৫৪739908
  • বেবুন পরিবার
  • গোবু | 202.8.116.228 | ০৩ এপ্রিল ২০২৩ ২১:০১739912
  • নটেগাছটি কি মুড়োল? না আর একটু এগোবে? 
     
     
  • যোষিতা | ০৩ এপ্রিল ২০২৩ ২৩:৪৪739915
  • আরও অনেক বাকী।
  • যোষিতা | ০৭ এপ্রিল ২০২৩ ০৫:৪৪739945
  • হাতি, বাফেলো, ইম্পালা ( যা দেখে আমি "হরিণ" বলে চেঁচিয়েছি), জিরাফ, পাখী, জলহস্তি, কুমীর, বেবুন, চারদিকে গিজগিজ করছে মুক্ত বন্য প্রাণী। কিন্তু বনের রাজা সিংহমশাই কই?
    সারথিকে বারবার জিগ্যেস করছি — সিংহের দেখা পাবো কোথায়?
    বাবু বাধা দিচ্ছে, শত হলেও খোলা গাড়ি, তিনি যদি ঝাঁপ মারেন তাহলে বাঁচবার পথ নেই।
    সারথি বলে— না না, সিংহ গাড়ির ওপর আসবে না।
    — কেন?
    — আমাকে দেখে ভয় পাবে সিংহ।
    এ সব দেশের মানুষগুলোর স্বভাবজাত রসবোধ প্রবল। এ জিনিস উত্তরে মরক্কোয় যেমন দেখেছি, তেমনি সাউথ আফ্রিকাতেও। এরা প্রাণখুলে হাসতে পারে, হাসাতে পারে। এটা আফ্রিকার ইউএসপি। কষ্ট আছে, দারিদ্র্য আছে, তবে তার জন্য আফশোস করে করে ক্ষয়ে যাওয়া নেই।
    আজকাল বাঙালিদের সঙ্গে কথা শুরু করলে যদি প্রশ্ন করি কেমন আছো, তো বলবে, " চলে যাচ্ছে", ভালো আছি বলবে না। এ একটা কেমন যেন ফ্রাস্ট্রেটেড উত্তর। এখানে সেসব নেই। সবাই হাসি খুশি, গোমড়ামুখো খুঁজতে গেলে পাওয়া শক্ত।
    তা আমার এই সিংহের প্রতি এত আগ্রহ দেখে সারথি বলল, আরও গভীরে গেলে সিংহের দেখা মিলতে পারে।
    এমনি সময় একটা গাড়ি দেখলাম গোটা আষ্টেক টুরিস্ট নিয়ে ফিরছে। তাদের সারথিকে আমাদের সারথি শুধোলো নিজস্ব ভাষায় সিংহের দেখা পেয়েছে কি না।
    সে বলল, হ্যাঁ ভোরের দিকে সিংহ ছিল, যাত্রীরা রাত্রে ক্যাম্পে ছিল, তা প্রায় ঘন্টা দেড়েকের পথ আরও ভেতরে।
    আমরা শুনে বললাম, যাব। যাবই যাব।
    সারথি বলল, মিনিট পঁয়তাল্লিশের মত ভেতরে যেতে হবে।
    আমরা দুজনে রাজি, ফাহাবও রাজি।
    সারথি বলল, তাহলে কিন্তু ফিরতে দেরি হবে, লাঞ্চের জন্য।
    বললাম তা হয়, হোক।
    বলল, তাহলে বিকেলে চোবে নদীতে রিভার ক্রুজে যাওয়া বাতিল করতে হবে।
    আমরা সেসবও বাতিল করে দিলাম এক কথায়।
    কী দেখব আর নদীতে? হিপো? দেখে নিয়েছি তো!
    কুমীর? সেও দেখেছি।
    সিংহ দেখবার জন্য আমরা সকলেই বদ্ধ পরিকর।
    সিংহ বড্ড লাজুক প্রাণী, তেমনি শান্তিপ্রিয় টাইপ। 
    গাড়ি চলছে ধীর লয়ে গভীর অরণ্যে।
    এদিকে রাস্তা উঁচু নীচু। ঝোপের ভেতরে সিংহ থাকে, সারথির অভ্যস্থ চোখ তীব্র নজর রাখছে।
    আসলে আমরা বড্ড দেরি করে ফেলেছি। রোদের তাপে সিংহরা সব অনেক ভেতরে ছায়ার দিকে চলে গিয়্ছে।
    জল খেতে নদীর দিকে তারা যায় খুব ভোরে, নয়ত রাতে। 
    ঘন্টাখানেক ঘুরেও তার দেখা মিলল না। আমরা ফেরার পথ ধরলাম। ফেরার পথে জিরাফ প্রচুর। কখনো একটু ভিডিও করছি, কখনও শুধু দেখছি।
    তারপরে বনের বাইরে বের হয়ে দেখি আগের সেই গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে।
    এখন আমরা রেস্টুরেন্টে খেতে যাব।
     
  • দীমু | 106.210.71.162 | ১৫ নভেম্বর ২০২৩ ১৩:৫০741318
  • এগুলো আর এগোবে না ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন