এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • অভিন্ন দেওয়ানি বিধি ও কিছু পোশ্নো

    Eman Bhasha লেখকের গ্রাহক হোন
    ০৯ মার্চ ২০২৩ | ৩৯৯ বার পঠিত
  • অভিন্ন দেওয়ানি বিধি নামে একটা সোনার পাথরবাটি বাজারে ছাড়া আছে। অনেক্কেই খুব আপ্লুত।
    স্বাভাবিক।
    আমার কয়েকটি পোশ্নো আছে।।
     
    ১। অভিন্ন দেওয়ানি বিধি হলে সংঘ পরিবারের সর্বোচ্চ পদে বসতে পারবেন কোনো তপশিলি জাতি বা জনজাতির মানুষ।
    ২। কোনো মহিলা বসতে পারবেন আর এস এসের প্রধান পদে?
    ৩। অভিন্ন দেওয়ানি বিধি মানে সবাই সমান। তা সংঘ পরিবারের প্রধান দূরে থাক ১০০ জনের কমিটির মধ্যেও কোনো মুসলমান বা খ্রিস্টানের নাম থাকবে?
     
    ৪। গোয়ায় হিন্দুদের বহুবিবাহ আইনসঙ্গত। এটা থাকবে না যাবে?
    ৫। আয়করে হিন্দু পারিবারিক আইন আছে। মুসলমানদের জন্য তা প্রযোজ্য নয়।
    ৬। তপশিলি জাতি হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।
    তাদের সংরক্ষণ বংশানুক্রমিক।
    কোনো আর্থিক মাপকাঠি নেই।
    মুসলমানদের একাংশের জন্য ওবিসি চালু হলেও তা বংশানুক্রমিক নয়। আর্থিক মাপকাঠি বিচার করে। মুসলমানদেরও কি তপশিলি জাতির মতো বংশানুক্রমিক সুবিধা মিলবে?
     
    ৭। আর অলিখিত যা আছে, তা নাই বা বললাম।
    চাকরিতে কীভাবে বাদ দেওয়া হয়, সে অনেকেই জানেন।
    ৮। বাড়ি কেনা যায় না, ভাড়া নেওয়া যায় না। মুসলমানদের বাড়ি না বেচলে বা ভাড়া দিতে অস্বীকার করলে শাস্তি হবে বলে কোনো আইন আসবে?
    ৯। ক্যা আইনে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা মুসলমানরা হিন্দুদের মতোই নাগরিক হওয়ার সুযোগ পাবে?  
     
    ১০। আর অভিন্ন দেওয়ানি বিধি হলে কি বামুনদের পুরোহিতগিরি তপশিলি জাতি জনজাতির মানুষ করতে পারবেন?
    ১১। পুরীর জগন্নাথদেবের মন্দিরে সবার প্রবেশ অধিকার মিলে যাবে?
     
    ১৩। তিরুপতি মন্দিরের অর্থ সরকারের ঘরে আসবে? যে হিন্দু শাস্ত্র জ্ঞানের পরীক্ষা দিয়ে পুরোহিত পারবেন?
     
    ১৪। উঁচু জাত নীচু জাত বলে কিছু থাকবে না? ৬৪০০ বা তার বেশি জাত আছে। এগুলো অবলুপ্ত হবে তো?
     
    জানতে মুঞ্চায়।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তৌহিদ হোসেন | 2402:3a80:1cd0:ece0:178:5634:1232:5476 | ০৯ মার্চ ২০২৩ ২২:১৯517200
  • আমারও জানতে মন চায়, স্যার❤
  • Emanul Haque | 115.187.56.32 | ০৯ মার্চ ২০২৩ ২২:৫১517202
  • ধন্যবাদ।
    রঞ্জনদার লেখাটি অসাধারণ।
    সবাইকে পড়ার অনুরোধ 
  • Amit | 121.200.237.26 | ১০ মার্চ ২০২৩ ০৫:২৩517211
  • ইউনিফর্ম সিভিল কোড আসলে কি দাড়াবে বা সত্যি কখনো আসবে কিনা কেউই  জানেনা। জাস্ট ব্যক্তিগত প্রেফারেন্স গুলো লিখে দি। 
     
    ১। সংঘ পরিবার এর প্রধান তপশিলি জাতি বা জনজাতির মানুষ হতে পারবেন না এমন ক্লজ আছে কি এখন ? জানি না। মহিলা হতেও বাধা নেই হয়তো। প্রাক্টিক্যালি হবেন কি না সেটা অন্য কথা। খোদ আম্রিগাতে ই  বা এখনো মহিলা প্রেসিডেন্ট হলো কই ?
     
    ৩। এইটা কিন্তু হতে পারে ভালো মতোই। সংঘ পরিবার পসমিনদা মুসলীম দের রিচ করার চেষ্টা চালাচ্ছে। ১০০ জনের কমিটিতে মাইনোরিটি রিপ্রেসেন্টেটিভ থাকতেই পারে। এবাৰ তাদের হাতে কতটা ক্ষমতা থাকবে বা আদৌ কতটা ভয়েস থাকবে সেগুলো অন্য কথা। এইটা ইউনিফর্ম কোডের আওতায় আসবে না হয়তো। 
     
    ৪। এইটা সত্যি আছে গোয়ায় ? ভেরি ইন্টারেষ্টিং। এটা কী পর্তুগীজ আমল থেকে ছিল ? আর চেঞ্জ হয়নি ? তবে এই যুগে বহুবিবাহ সব জায়গায় ইমিডিয়েট বন্ধ হওয়াই উচিত। ধর্ম কর্ম নির্বিশেষে ছেলে মেয়ের বা অন্য লিঙ্গের ইকুয়ালিটি আসা দরকার। বিয়ে , বিবাহবিচ্ছেদ আর ইনহেরিটেন্স আইন সকলের জন্যেই এক হওয়া উচিত যেটা ইউনিফর্ম সিভিল কোডে প্রপারলি এড্রেস করা দরকার। 
     
    এইটা রঞ্জনদার টই তেও লিখেছিলাম। সাউথের দিকে হিন্দুদের মধ্যে প্রচুর পলিগ্যামি দেখেছি এবং কেও মারা গেলে প্রপার্টি নিয়ে বাজে রকমের ডিসপিউট হতেও দেখেছি। এসমস্তই ইমিডিয়েট স্টপ হওয়া উচিত। এসব একুয়ালিটির প্রশ্ন। এক্ষেত্রে ধর্ম টর্ম যেনে আনাই উচিত নয়। 
    ৫। হিন্দু ফ্যামিলি ট্যাক্স অবশ্যই পাল্টানো উচিত। ধর্ম নির্বিশেষে সবার জন্যে এক ট্যাক্স রেজিমে হওয়া দরকার। 
     
    ৬। তফসিলি আর বাকি ওবিসি রেজারভেশন এ কিছুটা তফাৎ আছে- শুধু মুসলিম ওবিসি দের জন্যে আলাদা করে নয়। সুপ্রিম কোর্টের রুলিং ও আছে  ওবিসি ইনকাম ক্রিটেরিয়া নিয়ে। রেজারভেশন বংশানুক্রমিক হওয়া উচিত নয় ইন প্রিন্সিপাল। কিন্তু হিন্দু ধর্মের  জাতপাতের  ছ্যাচড়ামির দৌলতে তফসিলি /আদিবাসীদের দের এতটাই প্রান্তিক করে রাখা হয়েছে এতো শ বছর ধরে যে সেটা একলপ্তে তুলে দেওয়া টা একটু কঠিন। 
     
    এই ধরণের বংশানুক্রমিক রেজারভেশন কিছুটা অন্য দেশেও আছে দেখেছি আবরিজিনালস দের জন্যে। আমার ব্যক্তিগত মত এটার কিছুটা দরকার আছে এখনও । 
     
    ৭। এই জিনিসগুলো প্রমান করা কঠিন। ডিসক্রিমিনেশন নানা ফর্মে গোটা দুনিয়ায় আছে। চাকরি তে একই কোয়ালিফিকেশন বা কোয়ালিটি নিয়ে বেশ কয়েকজন থাকলে তাদের মধ্যে একজনকে বাছতে গেলে নানা রঙের বায়াস থেকে যাওয়ার প্রোবাবিলিটি ১০০-% থাকবেই। তবে এসব সোশ্যাল ইস্যু। ইউনিফর্ম সিভিল কোড দিয়ে সমাধান মিলবে না। 
     
    হ্যা , কোয়ালিফিকেশন না থাকলেও অযোগ্য ক্যান্ডিডেট বেছে নিলে সেটা তো আদালতে চ্যালেঞ্জ করাই যায়-যেমন মমতার  ঘুষ খেয়ে টিচার রিক্রুটমেন্ট। 
     
    ৮। একই সমস্যা। প্রমান করা মুশকিল সব ক্ষেত্রে। হবে অবশ্যই উচিত নয়। কিন্তু প্রমান না করা গেলে শুধু আইন দিয়ে কিছু হবে না। 
     
    ৯। যে মুসলিম রা প্রপার পেপার ওয়ার্ক আর ডিউ ডিলিজেন্স এন্ড প্রসিডিউরে র মাধ্যমে আসবেন তারা নিশ্চয় পাবেন। যেমন আদনান সামি। আলাদা করে শুধু পাকিস্তান বাংলাদেশ বা মুসলিমই বা কেন ? যে কোনো দেশের বা ধর্মের ক্ষেত্রেই তো একই আইন হওয়া উচিত। 
     
    ১০। নিশ্চয় হওয়া উচিত। হিন্দুদের এই জাতপাতের বিভেদ একটা চরম লজ্জার জিনিস। এই যুগে যারা জাতপাত নিয়ে পড়ে থাকে তাদের সবকটার ডাইনোসরদের সাথেই চিরতরে লোপ পেয়ে যাওয়া উচিত ছিল। দুর্ভাগ্য সেটা হয়নি। আমার মত যে ধর্ম জিনিসটাই বাজার থেকে উঠে গেলে সবার মঙ্গল। কিন্তু কি আর করা যাবে ? যেমন তালিবানরা আছে তেমনই গোরক্ষকরাও আছে। দুনিয়াটা সভ্য লোকে চালায় না সব জায়গায়। 
     
    ১১। হ্যা। সবার মন্দিরে প্রবেশ অধিকার নিশ্চয় পাওয়া উচিত। জানিনা এইটা ইউনিফর্ম সিভিল কোডের আন্ডারে আসে কিনা। যদিও এসব মন্দির ফন্দিরে যাওয়া আমার এক্কেরে পোষায় না- যাইও না। তার থেকে দল বেধে ফুটবল দেখতে বা মদ খেতে যাওয়া অনেক বেটার। 
     
    ১২। পয়েন্ট মিস হয়ে গেছে :) ব্ল্যাঙ্ক 
     
    ১৩। নিশ্চয়। শুধু তিরুপতি কেন ? সমস্ত রকমের ধর্মীয় ইনকাম ইমিডিয়েট ট্যাক্সেবল হওয়া উচিত। এগেন এইটা ইউনিফর্ম কোডের আওতায় আসে কি না জানিনা। ট্যাক্স রিফর্মের আন্ডারে আসবে। এগেন আমরা চাইলেই আর হচ্ছে কোথায় ? ধর্মের নেশা থেকে বেরিয়ে সভ্য মানুষের যুগ আসতে এখনও অনেক রাস্তা যেতে হবে। 
     
    ১৪ । আগেই লিখে দিয়েছি। হিন্দুধর্মের এই জাতপাতের ডিভিশন একটা বিশাল কলঙ্ক। সভ্য যুগে এসবের কোনো জায়গা নেই। দূর্ভাগ্য যে এসব এখনো আছে। 
     
     
     
     
     
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন