এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | 160.148.14.3 | ০৩ এপ্রিল ২০১৭ ১৭:৫০364792
  • টিম,
    প্রবাসী হলে আধার করানো যায় কি ? এই নিয়ে অনেক খুঁজে এখনো পর্যন্ত পাওয়া ইনফর্মেশান অনুযায়ী NRI, OCI ইত্যাদিরা আধারের জন্যে এলিজিবল নয়। এই বছর জানুয়ারীর খবর -
    http://timesofindia.indiatimes.com/india/Government-considering-Aadhaar-Card-for-NRIs-Sushma-Swaraj/articleshow/50512384.cms
    টাইমস অফ ইন্ডিয়ার খবর বলে ধরে নিচ্ছি সঠিক।
  • umesh | 223.205.194.240 | ০৩ এপ্রিল ২০১৭ ১৮:৩২364793
  • খবরটা সত্যি কিনা জানি না, কিন্তু কিছুদিন ধরে whatsapp এ লিন্ক টা ঘুরে বেড়াচ্ছে। আনন্দবাজারের মতো বলছি, এত সত্যতা যাচায় করা হয়নি। https://aadharcardstatus.in/aadhaar-card-nri-oci-foreigners/?gclid=CKXN9-WX4dICFeQp0wodE5ELbg
  • Tim | 140.126.225.237 | ০৪ এপ্রিল ২০১৭ ০১:৪৯364795
  • আরে সালটা দেখুন, ২০১৬ তো। আমিও ঐ লিংকটাই দিয়েছি ঃ)
  • Atoz | 161.141.85.8 | ০৪ এপ্রিল ২০১৭ ০২:০২364796
  • সবার সব ডেটা এখন ইয়ে মানে পাচারিয়া ----গিরিধারীলাল পাচাড়ী --- ঃ-)
  • SS | 160.148.14.1 | ০৪ এপ্রিল ২০১৭ ১৮:৩৮364797
  • ধন্যবাদ টিম। ২০১৬ কে ২০১৭ ভাবছিলাম।
    লিংক্গুলো দেখ্লাম। সবকটাই বলছে যারা ইন্ডিয়ার রেসিডেন্ট, মানে এখন থাকছে, তারা এলিজিবল।

    তবে ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যারা আধারের দায়ীত্বে আছেন তাদের কাছে এইসব রেসিডেন্ট, নন-রেসিডেন্ট কিছুই ম্যাটার করে না। ওয়েব্সাইটেও পরিষ্কার করে কিছু বলা নেই। আল্টিমেটলি, যদি কেউ দু কপি প্রুফ অফ ইন্ডিয়ান অ্যাড্রেস দেখাতে পারে আর কিছুটা সময় ব্যয় করে, তাহলে আধার হয়ে যাবে। গতকাল আমার এক OCI সহকর্মীর সাথে কথা বলছিলাম, যিনি আধার করিয়েছেন। ইন্ডিয়াতে যে বাড়িতে ওনার বাবা-মা থাকেন, তার ইলেক্ট্রিসিটি বিল ওনার নামে আসে। সেটা নাকি প্রুফ অফ অ্যাড্রেস। তাই দিয়েই কাজ হয়ে গেছে,সিটিজেনশিপ স্ট্যাটাস কেউ জিজ্ঞাসা করে নি।
    এর থেকে প্যান কার্ডের অ্যাপ্লিকেশান প্রসেস অনেক ট্র্যান্সপারেন্ট। সিটিজেন আর নন-সিটিজেনদের আলাদা ফর্মের উল্লেখ করা আছে।বিদেশের অ্যাড্রেস দিয়েও প্যান কার্ড করানো যায়। মনে হয় আধারও সেইরকম হবে, কোনোসময়।
  • Arpan | 24.195.235.129 | ০৪ এপ্রিল ২০১৭ ২২:২৮364798
  • কল্লোলদা, নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চেষ্টা করে দেখো তো আধার ছাড়া হয় কিনা। এমনকী পুরনো অ্যাকাউন্টের কেওয়াইসিও ইনকম্প্লিট বলে সেই অ্যাকাউন্ট নন-অপারেশনাল করে দেবে।

    সুপ্রিম কোর্ট তো বলেই খালাস।
  • Tim | 108.228.61.183 | ০৫ এপ্রিল ২০১৭ ১১:১২364799
  • SS
    সেকেন্ড লিংক দেখুন। গোটা গোটা করে এইটে লেখা আছে। এনারাই রা এলিজিবল। নিচে আরেকটা লিংক দিলাম। গুগল করুন, অনেক সার্চ রেজাল্ট আছে।

    "AADHAAR card is available free of cost to all citizen and residents of India, including NRIs and resident foreign nationals, regardless of the their citizenship. The procedure and document requirements for NRIs and Foreigners are same, as for any other resident of India. If any NRI or a Foreigner wish to apply for the AADHAAR card, they have to be physically present at any of the AADHAAR card center in India."

    https://www.quora.com/Are-OCI-card-holders-eligible-to-obtain-a-Aadhar-card-UID-card
  • SS | 160.148.14.3 | ০৫ এপ্রিল ২০১৭ ২২:৩০364800
  • হ্যাঁ, লিংক দেখেছি। কিন্তু এই কন্ট্রাডিকশনটা পয়েন্ট আউট করতে চেষ্টা করছিলাম
    আমি এই বছর জানুয়ারিতেই এক আধার সেন্টারে গিয়ে খোঁজ নিয়েছিলাম যে বিদেশের অ্যাড্রেসে আধার হবে কিনা। শুনলাম হবে না, আধার করাতে গেলে ইন্ডিয়ান অ্যাড্রেস প্রুফ লাগবে। এবার ধরুন ফরেন ন্যাশনালস, যারা এখন ভারতে আছেন, তাদের তো ভারতের অ্যাড্রেসটা পার্মানেন্ট নয়। আধার না হয় হল সেই অ্যাড্রেসের বেসিসে, কিন্তু তারপর? দু এক বছর পর যদি সেই ব্যাক্তি সেই অ্যাড্রেসে না থাকেন তাহলে? আবার নতুন করে করাতে হবে?
    তারপর ধরুণ এনারাই। যদি কোনো এনারাই লং টার্মে বিদেশে থাকেন, যেমন গ্রিন কার্ড হোল্ডার, তাহলে ভারতের অ্যাড্রেস না থাকতে পারে। যদি ভ্যালিড একটা আইডি হিসাবে আধার চালু হতে হয়, তাহলে এই অ্যাড্রেস প্রুফটা ডিকাপল করতে হবে, প্যান কার্ডের ক্ষেত্রে যেটা অলরেডি করা হয়েছে। আর যদি আধার যদি ভারতের অ্যাড্রেসের সাথে কাপলড হয়, তাহলে এনারাই বা ফরেন ন্যাশনালরা এলিজিবল হলেও কিছু এসে যায় না, কারন টেকনিকালি এদের ভারতের অ্যাড্রেস নেই।
  • Ekak | 53.224.129.63 | ০৫ এপ্রিল ২০১৭ ২২:৫২364802
  • আজ সারাদিন বাইরে বাইরে কাটলো । কোথাও রামনবমী নিয়ে তেমন হুজুগ দেখলুম না । শুধু আধার এজেন্ট বললেন : রামনবমী উপলক্ষে আধার হবেনা । আবার যেতে হবে ঠেঙিয়ে ।

    আর যেটা জেনে এলুম , যেকোনো জায়গার এড্রেস প্রুফ দিয়ে যেকোনো জায়গা থেকেই আধার করানো যাবে । নো প্রব্লেম । আবার রেন্টাল এগ্রিমেন্ট দেখিয়ে ব্যাঙ্গালোর এড্রেসেও করাতে পারি । এখন যেটা জানি না তা হলো , ব্যাঙ্গালোর এড্রেসে করলে বিশেষ কী সুবিধে পাবো ? একটা এড্রেস প্রুফ তৈরী হয়ে গ্যালো সেট ভালো ব্যাপার । কিন্তু প্রতিবার ভাড়াবাড়ি পাল্টাবো আর এড্রেস পাল্টাতে হবে নাকি ? তাহলে তো উৎপাত .।
  • mila | 22.5.49.74 | ০৫ এপ্রিল ২০১৭ ২৩:১৯364803
  • মোবাইল নম্বর আপডেটেড থাকলে অনলাইন এড্রেস চেঞ্জ করা যাবে
  • Arpan | 24.195.238.194 | ০৫ এপ্রিল ২০১৭ ২৩:২০364804
  • লুরুর অ্যাড্রেসে করলে এখানে মোবাইল কানেকশন পেতে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে সুবিধা হবে।

    অ্যাড্রেস আপডেট যখন দরকার পড়বে তখন করবে। যেমন নতুন সিম (প্রিপেড) নিতে অ্যাড্রেস ভেরিফিকেশন হবে না, কিন্তু ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করলে তখন নতুন অ্যাড্রেস লাগবে।
  • Arpan | 24.195.238.194 | ০৫ এপ্রিল ২০১৭ ২৩:২২364805
  • অনলাইন অ্যাড্রেস আপডেট শুনতে সোজা, করতে বাঁশ।
  • pi | 57.29.241.138 | ০৫ এপ্রিল ২০১৭ ২৩:৪৬364806
  • মোবাইলের সিমে আধারে লোক্যাল আড্রেস চায় এখানে।
  • Arpan | 24.195.232.177 | ০৬ এপ্রিল ২০১৭ ০০:০২364807
  • এখানেও।
  • Ekak | 53.224.129.63 | ০৬ এপ্রিল ২০১৭ ০০:৩৮364808
  • তাহলে রেন্টাল এগ্রিমেন্ট টা ধরিয়ে দি !
  • Tim | 140.126.225.237 | ০৬ এপ্রিল ২০১৭ ০০:৪১364809
  • গ্রীন কার্ড হোল্ডার বা অন্য দেশের নাগরিকদের ক্ষেত্রে দেশের কোন অ্যাড্রেস না থাকলে কি হবে জানিনা যেহেতু এগুলো আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি এনারাইদের এলিজিবিলিটি নিয়ে নিজের সময় যা হয়েছে সেটাই বললাম। যেখানে প্রত্যেকদিন নিয়ম বদলায় সেখানে এর থেকে বেশি আর কীই বা করার আছে?
  • d | 59.203.248.47 | ২৭ জুন ২০১৭ ১৬:৪২364811
  • mila | 22.5.49.74 | ২৭ জুন ২০১৭ ১৯:৩৩364813
  • আধার প্যান লিঙ্কিং এর সময়ে, নামের বানানে সামান্য ভুল থাকলেও লিঙ্কিং হচ্ছেনা
    আধার বা প্যান কারেকশন করিয়ে আন্তে বলছে
  • | ২৭ জুন ২০১৭ ১৯:৫১364814
  • ন লিঙ্ক হয় না, কারেকশান করাতে হয়।
  • Arpan | 116.76.62.215 | ২৭ জুন ২০১৭ ২০:০০364815
  • আমারই হয়েছে এই কেস। প্যান ডেটা কারেকশনের জন্য অনলাইন ফর্ম ভরতে হবে।

    মা, মা গো।
  • পাই | 57.29.251.2 | ২৮ জুন ২০১৭ ০০:৩৯364816
  • আরে, এই সময়ে তো দেবারাজদার বাবার কথা!
  • Rabaahuta | 233.186.119.7 | ২৯ জুন ২০১৭ ১৫:৪৪364817
  • লিন্ক না করলে কি হবে? কিছু লিখেছে? আমার হয়ে গেছে, মা'রটা হচ্ছে না। পেনশন নিয়ে না গোল হয়
  • Rabaahuta | 233.186.119.7 | ২৯ জুন ২০১৭ ১৫:৪৯364820
  • আচ্ছা ...
  • Rabaahuta | 233.186.119.7 | ২৯ জুন ২০১৭ ১৫:৪৯364819
  • ফোনে তো করিনি। আধার হয়েছে কলকাতার ঠিকানায়, লুরু থেকে, কানাড়াতে লেখা। কি লিখেছে কে জানে।
    ইঙ্গ্রেজীও লিখেছে অবশ্য। রোজই মেসেজ আসে, বন্ধ করে দিলে কেস।
  • Arpan | 212.172.247.110 | ২৯ জুন ২০১৭ ১৫:৪৯364818
  • প্যান ডেটা আপডেট করার ফর্ম এই জমা দিয়ে উঠলাম। কিছু মাখিয়ে রেখেছে ডিজিটাল ইন্ডিয়ার নামে।

    হুতো, লিং না করলে ট্যাক্স রিটার্ন খুব সম্ভবত ফাইল করা যাবে না।
  • Arpan | 212.172.247.110 | ২৯ জুন ২০১৭ ১৫:৫১364821
  • কিছু বুঝলাম না। আধারে তো ইংরেজি এবং স্থানীয় ভাষা দুটোতেই লেখা থাকবে।

    কোন জিনিসটা বন্ধ করবে?
  • Rabaahuta | 233.186.119.7 | ২৯ জুন ২০১৭ ১৬:০৯364822
  • না না, সে আছে, ইঙ্গ্রেজীও আছে।

    আর, মোবাইলের সঙ্গে জুড়তে বলছে, এখনো সেটা করিনি, তাই মোবাইল বন্ধ করে দেয় যদি।

    ফোন থেকে লিখতে বিড়ম্বনা, অল্প লিখে বোঝাতে চেয়ে এইসব হচ্ছে।
  • Arpan | 212.172.247.110 | ২৯ জুন ২০১৭ ১৬:১৯364824
  • হুঁ, গ্যাঁড়াকল করে রেখেছে সব জায়গায়। বাবার মোবাইল কানেকশনটা এবার বোধহয় যাবে।

    কিন্তু তুমি লোকাল আধার সেন্টারে গিয়ে বাড়িভাড়ার এগ্রিমেন্ট দেখিয়ে (ধরে নিচ্ছি লুরুতে আছে ভাড়া নিয়ে) অ্যাড্রেস আপডেট করে নিচ্ছ না কেন? তারপর সেটা দিয়ে ফোন ব্যাঙ্ক সব লিং হয়ে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন