এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • একজন হিন্দু যদি তার ধৰ্মকে হালকা ভাবে নিতে পারে, একজন মুসলিম পারবে না কেন ?

    Bharotiyo
    অন্যান্য | ০৭ জুলাই ২০১৭ | ৬২৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bharotiyo | 165.136.184.6 | ০৭ জুলাই ২০১৭ ১৫:৪৭368020
  • একজন হিন্দু যদি তার ধৰ্মকে হালকা ভাবে নিতে পারে, একজন মুসলিম পারবে না কেন ?
    একজন হিন্দু যদি তার ধর্মের ওপর, ধর্মের প্রতিভূদের ওপর জোকস বানাতে পারে, একজন মুসলিম পারবে না কেন ?

    শিক্ষিত মুসলিমদের এই জায়গাটায এগিয়ে আসা উচিত - ধর্মকে তরলীকরণ - কারণ এই তরলীকরণ টা অন্য ধর্মের লোক করতে গেলেই ঝামেলা লাগবে।
  • | 144.159.168.72 | ০৭ জুলাই ২০১৭ ১৫:৫২368031
  • একজন মুসলিম, একজন খ্রীস্টান, একজন জিহোভাইট বা একজন ম্যারোনাইট যদি নানারকমভাবে রান্না করে, সেঁকে অত্যন্ত সুস্বাদু গরু কিম্বা বাছুরের মাংস খেতে পারে তাহলে একজন হিন্দুই বা পারবে না কেন? আফটার অল মানুষ তো বাঁদর থেকে মানুষ হলই মাংস খেয়ে খেয়ে।

    শিক্ষিত হিন্দুদের এই জায়গাটায় এগিয়ে আসা উচিৎ।
  • সিকি | ০৭ জুলাই ২০১৭ ১৬:০৩368042
  • লাইক বাটনটা কোতায় গেল রে বাবা!
  • Bharotiyo | 165.136.184.6 | ০৭ জুলাই ২০১৭ ১৬:০৫368053
  • শিক্ষিত হিন্দুরা গরু খায় না এই ধারণা কি করে হলো কে জানে ! সেই ইয়ং বেঙ্গল এর আমল থেকে এই কিছুদিন আগে অব্দি ধর্মতলায় সাড়ম্বরে হিন্দুরা প্রকাশে গরুর মাংস খেয়েছে ।

    মুসলমানদের এইরকম ভাবে প্রকাশ্যে শুয়রের মাংস খেতে দেখেছেন ? ওটাও তো বেশ সুস্বাদু, কিন্তু মুসলমান অশিক্ষিত সমাজগুরুদের চোখ রাঙানি ভেঙে কোনো শিক্ষিত মুসলমানদের প্রকাশ্যে শুয়রের মাংস খেতে দেখেছেন ?
  • bharotiyo | 165.136.184.6 | ০৭ জুলাই ২০১৭ ১৬:১৫368064
  • পয়েন্ট সেটা নয় ।
    শুধু মাংস খাওয়া দিয়ে ধর্মের তরলীকরন হয়না । একটা উদাহরণ দি - গতকাল আমার এক বন্ধু একটা কার্টুন শেয়ার করেছে যাতে দেখাচ্ছে কুরুক্ষত্রের যুদ্ধে ঘোড়ার জায়গায় গরুতে রথ টানছে , এবং বক্তব্য - শ্রীকৃষ্ণ যদি সত্যি যুদ্ধ বন্ধ করতে চাইতেন, তাহলে এরকম একটা arrangment মন্দ হতো না , আফটার অল গরুর ওপর কেউ অস্ত্র চালাতো না !
    ইনোভেটিভ কনসেপ্ট এন্ড ইন্টারপ্রিটেশন - কিন্তু এটাই যদি UP -র কোনো মুসলিম স্টুডেন্ট বানাতো বা শেয়ার করতো, ফর sure আরেকটা lynching কেস হয়ে যেত। এখন হলো না কেন ? কারণ একজন হিন্দু এটা বানিয়েছে - কাজেই এটলিস্ট, সাত খুন না হলেও, ২-৩ খুন মাপ তো বটেই।
    বলা যেতে পারে - সালমান রুশদি আর তসলিমা আর বাংলাদেশ এর নাস্তিকরা তো এইরকম লিকুইডেশন এর চেষ্টা করেছিল বা করছে, কিন্তু সে তো সিন্ধুতে বিন্দু । যে মুসলিমরা উচ্চ বা মোডেরেটলি শিক্ষিত, হয়তো বা IT তে চাকরি ও করে - তাদের তো কোনো পাবলিক ভয়েসই নেই এ ব্যাপারে !
  • সিকি | ০৭ জুলাই ২০১৭ ১৭:০৪368075
  • শিক্ষিত মুসলমানরা শোর খায় না এই ধারণা কি করে হলো কে জানে ! আমি নিজেই তো কয়েকজন মুসলমানকে জানি যারা মহানন্দে পর্ক খায় টায়।

    আর ইয়ে, হিন্দু ধর্ম আর ইসলাম ধর্মকে এক দাঁড়িপাল্লার দুদিকে বসিয়ে তুলনা করা চলে না, কারণ লুজলি দুটোকে "ধর্ম" বলা হলেও ইসলাম যে সেন্সে "ধর্ম", হিন্দুইজম সেই সেন্সে "ধর্ম" নয়, এই বেসিক ব্যাপারটা একটা মাঝারি মাপের শিক্ষিত মাপের মানুষও জানে। সেই বেসিক ব্যাপারটাকে এড়িয়ে গিয়ে এই ধরণের তুলনামূলক প্রশ্ন করলে প্রশ্নকর্তার উদ্দেশ্য নিয়েই সন্দেহ জাগে।

    সব শেষে, মুসলমানরাও, অধিকাংশই, তাদের ধর্মকে হালকাভাবেই নেয়। যদি মিনিমাম খবর পড়ে থাকেন, তা হলে জানবেন যে ঐ শৌভিক ছেলেটিকে যারা লুকিয়ে রেখেছিল, তার পরিবারকে যারা শেল্টার দিয়েছিল, তারা সবাই মুসলমান।

    ধর্ম নিয়ে এই বিরক্তিকর কচকচানির থেকে বেরোন তো, দুনিয়ায় অনেক ভালো ভালো জিনিস আছে আলোচনা করার জন্য।
  • রোবু | 213.132.214.88 | ০৭ জুলাই ২০১৭ ১৭:৩২368086
  • দুনিয়ায় অনেক ভালো ভালো জিনিস আছে আলোচনা করার জন্য। এমনকি ধর্ম নিয়েই।
  • Rabaahuta | 233.186.76.165 | ০৭ জুলাই ২০১৭ ১৭:৫৯368097
  • জেনারালাইজ করতে আপত্তি আছে, কিন্তু ধর্মের 'তরলীকরণ' ভেতর থেকে না এলে গ্রহণযোগ্য হবেনা সেটা মনে হয় ঠিক।

    এইবার কোন নির্দিষ্ট ধর্ম বেশী উদার, তা মানি না। গোরক্ষক গুজরাট গ্রাহাম স্টুয়ার্ট কম তো হলো না।
  • রোবু | 213.132.214.88 | ০৭ জুলাই ২০১৭ ১৮:১৪368105
  • সেটাই। এটার যেমন একটা কাউন্টার করে যায়। ইচ্ছে করে না। তাও।
    "শিক্ষিত হিন্দুরা গরু খায় না এই ধারণা কি করে হলো কে জানে ! সেই ইয়ং বেঙ্গল এর আমল থেকে এই কিছুদিন আগে অব্দি ধর্মতলায় সাড়ম্বরে হিন্দুরা প্রকাশে গরুর মাংস খেয়েছে ।

    মুসলমানদের এইরকম ভাবে প্রকাশ্যে শুয়রের মাংস খেতে দেখেছেন ? ওটাও তো বেশ সুস্বাদু, কিন্তু মুসলমান অশিক্ষিত সমাজগুরুদের চোখ রাঙানি ভেঙে কোনো শিক্ষিত মুসলমানদের প্রকাশ্যে শুয়রের মাংস খেতে দেখেছেন ?"

    শুওরের মাংস খাওয়ার অপরাধে মুসলমানেরা কাউকে মেরেছে? বা শুয়োর নিয়ে গাড়িতে করে যাচ্ছিলো বলে? কিন্তু গরুর মাংস আছে সেই সন্দেহে, গরু নিয়ে যাছ্চে সেই সন্দেহে লোককে পিটিয়ে মারা হয়েছে। চেন্নাই থেকে লিগ্যাল কাগজ নিয়ে ট্রেনে করে গৌহাটি যাওয়ার পথে ট্রেন আটকে লোককে পেটানো হয়েছে।
  • Rabaahuta | 233.186.76.165 | ০৭ জুলাই ২০১৭ ১৮:২৪368021
  • ধর্মপরিচয়ের গন্ডীতে অনেক লোক থাকে সেটা বাস্তব, আমার কাছে কিছু হতাশাজনক হলেও তাই। রামমোহন রায় না এলে অনেক কিছু হতো না, বেগম রোকেয়া না এলেও; এইবার এই 'অনেককিছু'র ফলভোগ ধর্মপরিচয়ের গন্ডীতে থেকেছে, অনেকখানি। এত দিন পর কন্ডিশনগুলো বদলে গেলে ভালো হতো, হয়নি তো।
    আমি ধর্মে অবিশ্বাসী হিসেবে গা করতে না পারি, তবে ধর্মবিশ্বাসীর দায় নিজ বিশ্বাসের ভেতর বাইরের অশুভ নিয়ে চিন্তিত হওয়া। ধর্ম নির্বিশেষেই।
  • কল্লোল | 233.227.32.126 | ০৭ জুলাই ২০১৭ ২১:৫১368022
  • এসব বেশ কাঁচা চেষ্টা। দিল্লীতে ও ব্যাঙ্গালোরে আমার বেশ কিছু মুসলমান বন্ধু আছে যারা মহানন্দে পোর্ক খায়। আবার এমন বহু শিক্ষিত বামপন্থী বন্ধু আছে আরা গরু শুয়োর খায় না। এতে কি কিছু প্রমাণ হয়?
    রুশদী তো মুসলমানই। তসলিমাও তো মুসলমানই।
    হিন্দুদের ধর্ম বিষয়টা এমনিতেই অনেক আলগা। খ্রীস্টান বা ইহুদী বা ইসলামের মতো না।
    ইসলামের গোঁড়ামীর জন্য দায়ী আমেরিকা। তালিবান ও সৌদিকে তোল্লই দেওয়া, থেকে আফঘানিস্তান ও ইরাকে আগ্রাসন, ইরাণের সাথে ফালতু শত্রুতা - এসবই ইসলামের গোঁড়ামী বাড়িয়েছে। ইহুদীদের ইসরায়েল দিয়ে ওদিকটা আটকনো গেছে। কিন্তু তার ফলে প্যালেস্তাইনের আরবদের উপর অবিচার, আমেরিকার মদতে কম তো হয়নি।
  • Rabaahuta | 233.186.76.165 | ০৭ জুলাই ২০১৭ ২৩:০৪368023
  • একটু অস্বস্তি হচ্ছে ইনফ্যাক্ট।

    নির্দিষ্ট ধর্মের উল্লেখ বা অভ্যাসের সাধারনীকরন কাম্য না। কিন্তু যেকোন ধর্মেই, ধর্মবিশ্বাসীর ওপর ধর্মের ভালো মন্দ, সেই বিষয়ক সহিষ্ণুতা ও স্বাধীনত রক্ষা, বা তথাকথিত 'তরলীকরণ', এইসবের দায় বর্তায়। আমি মোটামুটি এইরকম একটা ব্যখ্যা করতে পারলাম, টইএর মূল বক্তব্য থেকে।
    তো এই ভয়েস তো অশ্রাব্য কিছু লাগছে না।
    'হিন্দু ধর্ম'এর সঙ্গে অন্য ধর্মের পার্থক্য ইত্যাদি ভোগে গেছে। গোরক্ষক বা শ্রীরামসেনে সেসব জানেও না, মানেও না। তো রাম হনুমান কালী আইয়াপ্পা সব বিশ্বাসীদেরই দায় এদের কাউন্টার করা।
    একই ভাবে মহম্মদবিশ্বাসীদের দায় কাবানুভূতি নিয়ে বাড়াবাড়ি করা লোকদের কাউন্টার করা।

    হানাহানি যুদ্ধবাজী লড়াইক্ষ্যাপামি কে যারা ঘৃণা করে তারা একটু একা আজকাল। আর এই একাকীত্বটা ঠিক সুখকর নয়। এই একাকীত্বের দায় নিজেদের ওপর না চাপে সেই নিয়ে সচেতন থাকা বোধয় মন্দ না।
  • PP | 159.142.103.12 | ০৮ জুলাই ২০১৭ ০৩:০৮368024
  • "ইসলামের গোঁড়ামীর জন্য দায়ী আমেরিকা।" মাইরি এরকম তো বিপ লিখবে না।

    "শুওরের মাংস খাওয়ার অপরাধে মুসলমানেরা কাউকে মেরেছে? বা শুয়োর নিয়ে গাড়িতে করে যাচ্ছিলো বলে? " কোনো মুস্লিম দেশে অন্য ধর্মের লোকেদের কোন ধর্মপালনের স্বাধীনতা থাকে? ঘরের পাশে বাঙ্গলাদেশ এ দেখুন না । শুধু গোলপোস্ট সরালে তর্ক করার মানেই থাকে না।
  • সিকি | ০৮ জুলাই ২০১৭ ০৭:৫৭368025
  • "কোনো মুস্লিম দেশে অন্য ধর্মের লোকেদের কোন ধর্মপালনের স্বাধীনতা থাকে?"

    থাকে। বাংলাদেশ আর পাকিস্তানই দুনিয়ার একমাত্র ইসলামিক দেশ না। এমন ইসলামিক দেশও আছে যেখানে শপিং মলে ওপেনলি পর্ক হ্যাম বিক্রি হয়। অন্য ধর্ম শুধু নয়, নাস্তিকরাও নিজেদের নাস্তিক হিসেবে ডিক্লেয়ার করে বাস করতে পারে, এমন ইসলামিক দেশও আছে।

    ফর দ্যাট ম্যাটার, বাংলাদেশ পাকিস্তানেও অনেক মন্দির, চার্চ, গুরুদ্বারা আছে। তাতে নিয়মিত উৎসবও হয়। ঢাকেশ্বরী কালীমন্দির, রমণা কালীবাড়ি - এগুলো সব বাংলাদেশেই। মরুতীর্থ হিংলাজ পাকিস্তানে। প্রচুর পিলগ্রিম যায় সেখানে।

    গোলপোস্ট সরিয়ে তো লাভ নেই।
  • রোবু | 52.110.181.37 | ০৮ জুলাই ২০১৭ ১০:১৪368026
  • ভারত কি ঘোষিত হিন্দুরাষ্ট্র যে মুসলিম দেশের কাউন্টার এগজাম্পল দিচ্ছেন?
    গোলপোস্ট আমি সরাইনি, আপনি সরিয়েছেন। আপনার কম দেখা ও কম বোঝার দায় অন্যের ওপর চাপাবেন না। ধন্যবাদ।
  • pi | 57.15.3.253 | ০৮ জুলাই ২০১৭ ১০:৫২368027
  • বাংলাদেশে অন্য ধর্মপালনের পরাধীনতা কতটা আছে ? বাংলাদেশের লোকজনের রথের গল্প পড়ছিলাম এবার। দুর্গাপুজো কালিপুজো হয়না নাকি ?
    এই মৌলবাদীদের বাড়াবাড়ি তো কিছু বছর ধরে শুরু হল।
    সারা পৃথিবী জুড়েই ইস্লামী মৌলবাদ কেন বাড়ল, আগে কেন এরকম ছিল না, সেই প্রশ্ন কখনো করেছেন ? আগে সেটা আপনার ইসলাম, আপনার মুসলিম ছিল না ?

    আর হ্যাঁ। গরুর মাংস ঘরে রাখলে, নিয়ে বেরোলে, গরু নিয়ে বেরোলে মেরে ফেলা টেলা নিয়ে কী ভাবেন, সেটার উত্তর তো একবার দিন।সব ক্যুইজ আপনিই করে যাবেন, এমন তো হয়না !
  • PP | 86.175.75.119 | ০৮ জুলাই ২০১৭ ১২:২৫368028
  • "গল্প পড়ছিলাম " ভালো কল্পনা শক্তি বাড়বে। বাংলাদেশে হিন্দুর সন্খ্যা প্রতিদিন ই কমছে কেন সেই প্রশ্ন কখনো করেছেন ? এটা কিন্তু কিছু বছর ধরে হয় নি।
    কে কি খাবে না খাবে তাদের নিজের ব্যাপার । টই শুরু হয়েছিলো "হিন্দু যদি তার ধর্মের ওপর, ধর্মের প্রতিভূদের ওপর জোকস বানাতে পারে, একজন মুসলিম পারবে না কেন ?" সেখান থেকে কে কি খাবে না খাবে তার ভিত্তিতে কারোকে দাগানো টা নিতান্তই বালখিল্য ব্যাপার । আর এই ব্যাপারে ইস্লামে বিশ্বাসীরা এক্টু বেশী গোঁড়া। "আমার বেশ কিছু মুসলমান বন্ধু" দিয়ে এটা জাস্টিফাই করা যায় না। আমার অনেক শিক্ষিত মুসলিম আর জিহোভাইট বন্ধু আছেন যারা হালাল বা কোশার ছারা খায় না। সবাই প্রায় খতনা করায়।
    কিন্তু কালপনিক চরিত্রদের নামে খুনোখুনি টা কারোর কাছ থেকেই সমর্থন যোগ্য না। আর ইস্লামিস্ট রা এ ব্যাপারে এগিয়ে। ধর্মকে তরলীকরণ করার যে চেস্টা হয় না সেটা ত ফ্যাক্ট।

    "বাংলাদেশ আর পাকিস্তানই দুনিয়ার একমাত্র ইসলামিক দেশ না" না নয়। কিছু ইসলামিক দেশে অন্য ধর্মের লোকেদের ধর্মপালনের স্বাধীনতআ থাকে (মানে খাতায় কলমে থাকে)। কিন্তু আরব দেশ গুলি যেখানে আনেক ভারতীয় (মুসলমান নয় এমন) থাকে তাদের অন্য ধর্মপালনের স্বাধীনতআ নেই।
  • pi | 57.15.3.253 | ০৮ জুলাই ২০১৭ ১২:৪৩368033
  • বাংলা ভাষাটা বোঝেন না নাকি ? বাংলাদেশের রথের গল্প পড়ছিলাম মানেই সেটা কাল্পনিক গল্প নাকি !!

    তো, বংলাদেশের লোকজন এখানে এসে নিজেদের অভিজ্ঞতা লিখে গেলে নিজের থুতু চেটে যাবেন আশা করি।

    কোথা থেকে যে এত ঘেন্না আর বিদ্বেষ নিয়ে আসেন আর ছড়ান কে জানে।
  • pi | 57.15.3.253 | ০৮ জুলাই ২০১৭ ১২:৪৬368034
  • অনেকক্ষণ থেকে আটভাট বকে যাচ্ছেন দেখছি । না লিখে আর পারছিনা।

    কাল্পনিক চরিত্রের নামে খুনোখুনি কে কোথায়্জাস্টিফাই করেছে, একটু দেখান। বরং প্রতিবাদ অনেক আছে, সেগুলো তুলে আনলে নিজের আটভাট বিষোদ্গার প্রত্যাহারের ধক থাকবে তো ?

    আর গরুর নামে খুনোখুনির আপনি কি প্রতিবাদ করেছেন ? করলে কী প্রতিবাদ করেছেন দেখিয়ে যান। তারপর আরো ভাট বকবেন। মানে বিষ ছড়িয়ে যাবেন আর কি।
  • PP | 86.175.75.119 | ০৮ জুলাই ২০১৭ ১৩:০৩368035
  • আসল বক্ত্যব থেকে সরে গিয়ে শুধু গরু নিয়ে পরলেন কেন? আরেকটা টই খুলুন না । সেখানেই বলব না হয়।
  • pi | 57.15.3.253 | ০৮ জুলাই ২০১৭ ১৩:০৬368036
  • আসল বক্তব্য কী সেটা কি আপনি ঠিক করে দেবেন নাকি ? টইটা তো আপনিও খোলেন নি, নাকি আপনি একাই নাম পাল্টে পাল্টে লিখছেন ?
    যাগ্গে।

    কাল্পনিক চরিত্রর নামে খুনটা আসল বক্তব্য আর পশুর নামে খুনটা আসল বক্তব্য নয়, এরকম কুযুক্তি আসছেই বা কোদ্দিয়ে ? আসল বক্তব্য হল খুন।

    এবার প্রশ্নগুলোর উত্তর দিন। আর কে কী জাস্টিফাই করেছে, প্রমাণ দিন। তারপর আপনার সাথে বাকি কথা।
  • PP | 86.175.75.119 | ০৮ জুলাই ২০১৭ ১৩:০৮368037
  • "ঘেন্না আর বিদ্বেষ" নিজের মতের মিল না হলেই? তা হলে আর ওপেন ফোরাম কি? নিজেরাই লিখুন।
  • pi | 57.15.3.253 | ০৮ জুলাই ২০১৭ ১৩:১৬368038
  • ফুটে বেরোলে আর কী করব বলুন।

    আর কোন কথার কি উত্তর দিতে পারেন, একটা প্রশ্ন করলেই কাটিয়ে গিয়ে অন্য কথা ! নিজে নাকি আবার গোলপোস্ট সরানো নিয়ে অন্যদের বলেন !
  • PP | 86.175.75.119 | ০৮ জুলাই ২০১৭ ১৩:২৩368039
  • "আসল বক্তব্য হল খুন "
    "আসল বক্তব্য কী সেটা কি আপনি ঠিক করে দেবেন নাকি ?" না না আপনার গুরু আপনি ঠিক করুন
    "একজন হিন্দু যদি তার ধৰ্মকে হালকা ভাবে নিতে পারে, একজন মুসলিম পারবে না কেন ?"
    সেটা নিয়ে প্রশ্ন রাখলে উত্তর দিতে হবে গরু খাওয়া নিয়ে খুন হলে আমি কি প্রতিবাদ কোরেছিলাম না হোলে আমার কিছু লেখার অধিকার নেই। ঠিক BJP র মত। কিছু বল্লেই সিয়াচেন মে হামারা জওয়ান লড রহে হ্যায়।
  • সর্বহারা | 24.139.226.50 | ০৮ জুলাই ২০১৭ ১৩:৩১368040
  • বাংলাদেশে নিতান্তই প্রেমবশত সব খুইয়ে আসা জনতা বোধহয় এখানে বিশেষ লেখেননা।
  • Rabaahuta | 233.186.149.212 | ০৮ জুলাই ২০১৭ ১৪:০৪368043
  • 'বাংলাদেশে নিতান্তই প্রেমবশত সব খুইয়ে আসা জনতা'-র পরের প্রজন্মের লোকজন লেখেন তো। সব খুইয়ে আসা জনতার অনেকেরই এখনকার মত বিদ্বেষ ছিলো না। এই বিদ্বেষগুলো খুচিয়ে তোলা, তৈরী করা, অর্ধসত্য খবর আর ব্যাখ্যা দিয়ে - আর তাছাড়া সব খুইয়ে আসা মানুষের ইমোশনাল আনস্টেবল স্থিতির ভার্শন গুরুত্ত্বপূর্ণ হলেও সবসময় যুক্তিযুক্ত নাও হতে পারে। স্বার্থের কলকাঠিতে কত কি হয়, আসামে বাঙ্গালখেদায় খুইয়ে আসা মানুষ কি অসমীয়াদের শত্রু ধরে নেবে?

    কিন্তু লিবারাল/দক্ষিণপন্থীদের তর্ক দেখে চিন্তা হয়। দূরত্ব বেড়ে গেলে ক্ষতিই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন