এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কিভাবে ব্যবসা শুরু করবেন?

    S
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০১৮ | ২৮২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 52.110.150.55 | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২১371596
  • প্রপার্টি প্রাইস এখনও সেরকম ভাবে কমেনি।ভাল লোকেশনের চাহিদা কলকাতায় ব্যাপক।
    রেন্টাল ৩শতাংশের বেশি হলে খদ্দের পাওয়া মুশকিল।
    তবে বিপ যেটা বললো, ভারতে ঠিক ঠাক চ্যানেল বাজি না করলে বিজনেস দাঁড় করানো মুশকিল।
    এইটা মারোয়ারী আর গুজুর শিল্পের পর্যায়ে নিয়ে গেছে।
    তবে S, আপনি বেশ ভালো লিখছেন।
  • S | 194.167.2.96 | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২৯371597
  • বিপদার সবকটা পয়েন্টের মধ্যে ৫ নম্বর পয়েন্টটাই ঠিক মনে হয়েছে।

    সার্ভিস সেক্টরকে কেউ ধার দেয়না, কোল্যাটারাল থাকেনা বলে। টেকনলজি সেক্টরেও ধার কম, কারণ ওদের প্রোডাক্ট খুব নীশ, ফলে ঐসব মেশিনের রিসেল ভ্যালু কম থাকে। তাই কোল্যাটারালের ভ্যালুয়েশন করা মুশকিল হয়ে যায়।

    প্রপার্টি প্রাইস আর ইন্টারেস্ট রেট নিয়ে আগেই লিখে দিয়েছি। ইন্টারেস্ট রেট আর কমা খুব মুশকিল। তেলের দাম শুনছি বাড়বে। কবে বাড়বে, কতটা বাড়বে সেইটাই দেখার। তেলের দাম বাড়লে ইনফ্লেশন বাড়বে, ফলে ইন্টারেস্ট রেটও বাড়বে। ইন্টারেস্ট রেট বাড়লে অ্যাসেট প্রাইস কমবে।
  • bip | 81.244.150.90 | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২১371598
  • প্রপার্টি প্রাইস এখনও সেরকম ভাবে কমেনি।ভাল লোকেশনের চাহিদা কলকাতায় ব্যাপক।
    >>
    হাওয়া কথাবার্তা -

    ১) সেক্টরফাইভে যে জমির দাম ২০১৪ সালে ৮ কোটি ছিল এখন ৩ কোটিতেও খরিদ্দার নেই
    ২) আগে সেক্টরফাইভে স্কোয়ারফুট ৫১-৬০ টাকা ছিল (২০১৩)-এখন পার স্কোয়ারফিট ৩৬ টাকাতেও ভাল স্পেস পাওয়া যাচ্ছে।

    বাই দ্যা ওয়ে আমি কিন্ত এক্টিভিলি দেখেই বলছি।

    এসব ফালতু হাওয়াই ওড়ানো কথার কোন মানে হয় না। মাঠে নেমে দেখুন। ডিমনেটাইজেশনের পরে সবার দম বেড়িয়ে গেছে।
  • sm | 52.110.151.34 | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৯371600
  • বিপ কি বানিজ্যিক প্রপার্টির কথা বলছে?আমি তো রেসিডেন্সিয়াল প্রপার্টি র কথা বলছিলাম।
  • sm | 52.110.141.65 | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪২371601
  • আগের দিন বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে গেছিলাম। ঘ্যামা বিল্ডিং টা বানিয়েছে কিন্তু দিদি।
  • S | 194.167.2.96 | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৪371602
  • দিদির ভাইদের দৌরাত্ম একটু কম হলে এখন কোলকাতায় বিজনেস শুরু করার খুব ভালো টাইম ছিলো।
  • sm | 52.110.151.34 | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫৫371603
  • এটা একদম ঠিক কথা।তবে অমিত মিত্র বললো, অলরেডি নাকি ২৭ টা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট , নিউটাউন ফাইন্যান্সিয়াল হাবে অফিস বানাবে বলে রাজী হয়েছে।
  • bip | 81.244.150.90 | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৪৮371604
  • দিদির ভাইদের দৌরাত্ম একটু কম হলে এখন কোলকাতায় বিজনেস শুরু করার খুব ভালো টাইম ছিলো।
    >>
    Fiction. I am doing business in Kolkata for six years and faced no such issue.
  • S | 194.167.2.96 | ১০ ফেব্রুয়ারি ২০১৮ ০২:১১371609
  • নেটফ্লিক্সে ডার্টি মানির প্রথম এপিসোডটা দেখলাম। ফোকসোয়াগনের এমিশন স্ক্যান্ডাল নিয়ে করেছে। দেখতে গিয়ে তিনবার থামতে হয়েছে, এতো স্ক্যান্ডালাস।
  • sm | 52.110.146.135 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৪371613
  • এই লিঙ্ক এখন কেমন জানি লাগে। পি এন বি ,বিধি বহির্ভূত লেটার অফ ক্রেডিট দিয়েছে ১১০০০ হাজার কোটি টাকার মতন।কোন কিছুই নিয়ম মানা হ য় নি। কল্যাটারালস তো ছিলই না সেরকম কিছু।
    এই ঋণ পি এন বির মোট পুঁজির এক তৃতীয়াংশ! নিট লাভের আট গুন!
    এর পরেও পণ্ডিত ব্যক্তিরা বলবে ব্যাংকের কর্মীরা আদতে সৎ!
    যা কিছু হয়েছে রাজনৈতিক নির্দেশে। এইসব আর কি!এগুলো কিন্তু রাষ্ট্রায়ত্ব ব্যাংক গুলোর ই কেলেঙ্কারি!
  • dc | 132.164.31.102 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৪৩371614
  • অসৎ ব্যাংকাররা তো আছেই। তবে এই লেভেলের ফ্রড উঁচু লেভেলের পলিটিকাল ইনভলভমেন্ট ছাড়া করা সম্ভব বলে মনে হয়না।
  • | 144.159.168.72 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১৫371615
  • হ্যাঁ হ্যাঁ আবার কি, এই টাকা অনেক বড় বড় ঘরে ভাগযোগ হয়ে গেছে। সিরিয়স তদন্ত শুরু হলেই লোকজন পটাপট রহস্যজনকভাবে মরে যাবেখনে।
  • sm | 52.110.147.135 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৫১371617
  • ভারতের সব কর্ম ক্ষেত্রে পলিটিক্যাল ইনভলভমেন্ট থাকে। শিক্ষা, স্বাস্থ্য, রাজস্ব - সর্বত্র!
    কিন্তু ফাইন্যান্স এরকম পুকুর চুরি!
    একটা পি এন বি ব্যাঙ্কের ব্রাঞ্চ থেকেই ১১০০০ কোটি টাকা!
    যেটা দেশের হাজার টা ব্রাঞ্চের নিট সম্পদের/পুঁজির এক তৃতীয়াংশ !
    প্রসঙ্গত পি এন বি বিগত কয়েক বছর ধরেই একটি ধুঁকতে থাকা ব্যাংক।
    বৎসর কাল ধরে এই জালিয়াতি চলেছে। হেড অফিসের নজরে পড়েনি!
    নীরব কে পাওয়া যাচ্ছে না শুনলাম।
  • | 144.159.168.72 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৩১371618
  • ফেবুতে পেলাম
    "এবার নীরব করে দাও হে তোমার মুখর মোদীরে"
    আর
    "মোদী রবে নীরবে"
  • | 52.106.230.240 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৩৮371620
  • নীরব মোদী নরেন মোদীর সঙ্গী ছিল দাভোসে এই সেদিন মাত্র। এগারো হাজার কোটি টাকা লুঠের খবর জানাজানি হতেই নীরব মোদীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

    এবার বুঝতে পারছেন অর্থমন্ত্রী এন্ড কোং ব্যাঙ্কের বেইল-ইন ল পাশ করাবার জন্য কেন এত ব্যাস্ত হয়ে উঠেছিল?
  • S | 194.167.2.96 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪২371621
  • এইধরনের অনেক শর্ট টার্ম ফেসিলিটিজ থাকে (আমার প্রথমদিকের লেখা গুলো দেখুন) যেগুলোতে কোল্যাটারাল থাকে কারেন্ট অ্যাসেট মানে ইনভেন্টরি আর কাস্টোমারের থেকে রিসিভেবলস (অনাদায়ী)। ফিক্সড অ্যাসেট এইসব ক্রেডিটে কোল্যাটারাল হিসাবে নেওয়াও উচিৎ নয়।

    এইক্ষেত্রে অনেক কিছুই খবরে দেয়নি। ওদের কাছেও বোধয় পুরো ইনফরমেশন নেই। ঐ ১১,০০০ কোটি টাকাটা মোট অ্যামাউন্ট মানে এক্সপোজার। তার মধ্যে কতটা রিকভারেবল সেটা দেখতে হবে। মনে হচ্ছে প্রচুর ভুল কাগজ পত্র দেখিয়ে ঐ ফেসিলিটিজ গুলো নেওয়া হয়েছে। ঠিক ভাবে ডিউ ডিলিজেন্স করা হয়নি। মানে সত্যিই দোকান আছে কিনা, সেখানে বিক্রি হচ্ছে কিনা, সত্যিই এতো ক্রেডিটের দরকার আছে কিনা সেগুলো দেখা হয়নি।

    সরকারী ব্যান্কার কাট খাবেই। অতেব একজন ব্যান্কারের হিসাব অনুযায়ী যত বেশি লোন দেবে, তত বেশি নিজের ঘরেও ঢুকবে। তবে এতো বড় লোন ব্রান্চ লেভেলে কখনই স্যান্কশান হয়না। যদিও ব্রান্চ ম্যানেজারের রিপোর্ট খুব জরুরি লোন স্যান্কশানের ক্ষেত্রে। কাট সবাই মিলেই খায়। আর প্রথমেই একদিনেই তো এতোবড় ক্রেডিট দেওয়া হয়নি। আগে নিস্চই ভালো পারফর্ম করেছে। সেটা ফ্রড স্কীমেরও পার্ট হতে পারে।
  • S | 194.167.2.96 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪৭371622
  • আরো দুটো কথা লিখি।

    এক, সরকারী ব্যান্কের স্যালারী যা তাতে কাট মানি না খাওয়ারও তো কারণ দেখিনা। সিইওরা পান ৫০ লাখের কম। আজকাল অনেক বিটেক বছর পাঁচ-দশেকে ঐধরনের স্যালারীতে পৌঁছে যায়। যেকোনও প্রাইভেট ব্যান্কের সিইও তার অন্তত ১০ গুন স্যালারী পান। সঙ্গে থাকে শেরায় আর স্টক অপশানস। ফলে শেয়ার প্রাইস বাড়লে তাঁদেরও লাভ, ইত্যাদি।

    দুই, ১১,০০০ কোটি টাকা মুম্বাই গুজরাতেও একটা ব্রান্চের ক্ষেত্রে বিশাল বড়, কিন্তু মারাত্মক কিছু না। মানে, হতেই পারে। বিশেষতঃ ফরেন এক্সচেন্জে ফেসিলিটিজ থাকলে। দক্ষিন ভারতে বা পস্চিম ভারতে একটা বড় জুয়েলারি হাউসের মাসে যত টার্নওভার আমাদের কোলকাতার বড় জুয়েলার্সগুলো সারা বছরেও বোধয় ভাবতে পারে না। আমরা যারা পবে থাকি তারা এইধরনের ব্যবসার সঙ্গে পরিচিত নই, কারণ আমাদের রাজ্যে সেরকম ব্যবসা তৈরীই হয়নি। যেটা আমার লেখার আসল উদ্দেশ্য ছিলো।
  • dc | 132.174.85.116 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪৭371623
  • না, আমি যা বুঝেছি তাতে কাগজপত্র আদৌ দেওয়াই হয়নি। ব্যাংকের কর্মচারীরা নাকি স্রেফ ভুয়ো swift স্টেটমেন্ট পাঠিয়ে দিয়েছে, তার ব্যাকাউপ হিসেবে ব্যাংকের ফিনাকল সিস্টেমে কোন এন্ট্রিই করেনি। ফলে পিএনবি আদৌ জানতেই পারেনি যে তাদের হয়ে এলওইউ ইস্যু করা হয়েছে, এদিকে যেসব ফরেন ব্র্যান্ঞ্চে সুইফট মেসেজগুলো গেছে তারা মেসেজের ভিত্তিতে নীরববাবুর কোম্পানিকে লোন দিয়ে দিয়েছে।

    অন্তত এখনো অবধি এই হলো গল্প। তবে এখানে ব্যাপার হলো, যেসব ব্যাংকের ফরেন ব্র্যাঞ্চের কাছে সুইফট মেসেজ গেছে তারা কিকরে স্রেফ মেসেজের ভিত্তিতে লোন দিল। তারা কি ক্রস ভেরিফাই করেনি? নাকি সেখানেও ঘোটালা হয়েছে?
  • dc | 132.174.85.116 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৫১371624
  • এখানে একটা সামারি দেওয়া আছেঃ

    https://scroll.in/article/868825/explained-how-did-the-alleged-rs-11000-crore-nirav-modi-punjab-national-bank-scam-go-unnoticed

    তবে জানুয়ারি মাস অবধি কেউ কিছু জানত না, এটা আমার মনে হচ্ছে না কারন এই স্কেলের ফ্রড এতো বছর ধরে সহজে চাপা দেওয়া যায় না। ফার্স্টপোস্টে তো বলছে ২০১৬ থেকেই পিএমও জানতো।
  • S | 194.167.2.96 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০১371625
  • পিএনবির একজন কর্মচারি ফেক এল-ও-ইউ দিলো আর অন্য ব্যান্কের (নাকি পিএনবিরই) ফরেন ব্রান্চ সেটা দেখেই এতো বড় বড় ক্রেডিট ইস্যু করে দিলো? আর ক্রেডিট তো আর মোদিকে দেয়নি, দিয়েছে সাপ্লায়ারকে। সেটাও চেক করলো না যে সত্যিই সাপ্লায়ার আছে কিনা।

    তাছাড়া মার্জিন মানিরও তো একটা ব্যাপার থাকে।
  • S | 194.167.2.96 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০২371626
  • *আর ক্রেডিটএর টাকা তো আর মোদিকে দেয়নি, দিয়েছে সাপ্লায়ারকে।
  • dc | 132.174.85.116 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০৩371628
  • হ্যাঁ, এই অন্য ব্যাংকের ফরেন ব্র্যাঞ্চ কিছু ভেরিফাই না করেই কি করে দিয়ে দিল সেটা বেশ সন্দেহজনক। অন্য ব্যাংক বলতে দুটো নাম আসছে, এলাহাবাদ ব্যাংক আর অ্যাক্সিস ব্যাংক। এর মধ্যে অ্যাক্সিস ব্যাংক তো এমনিতেই জালি, রিসেন্টলি যতো ব্যাংক ঘোটালা হয়েছে তার সবেতে ওদের নাম এসেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন