এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নির্বাচন ২০১৮

    pi
    নাটক | ০৩ মার্চ ২০১৮ | ১৪০৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 37.62.239.185 | ২০ মে ২০১৮ ১০:০৪373753
  • "লোকে মাইরি কী করে পুরোটা শোনে"? খুব ভাল প্রশ্ন। পিটিদার উত্তর গেস করা যায়, কিন্তু যারা ও তত্ত্বে বিশ্বাসী নয় তাদের উত্তর কি?
  • সিকি | ২০ মে ২০১৮ ১০:১০373754
  • পাঁড়েজির পোষ্যের উত্তর শোনা যাক।
  • সিকি | ২০ মে ২০১৮ ১০:১২373755
  • আর পোধানমন্ত্রীর পদের জন্য যাঁরা হুল্লাট বডি ল্যাংগুয়েজ আর ওরেটরি স্কিল খুঁজছেন, মনমোহন সিং সম্বন্ধে তাঁদের কী মতামত?
  • S | 194.167.2.96 | ২০ মে ২০১৮ ১০:২২373756
  • মনমোহন সিং এর ওরেটরি স্কিল খারাপ সেটা কি করে জানা গেলো? নব্বইয়ের দশক থেকেই তো উনার কথাবার্তা বেশ ভালো লাগে শুনতে। অসম্ভব ভালো ইংরাজী, আর ততোদিক ভালো আর্টিকুলেশন। অবশ্যি সত্যি বলছি, উনাকে সার্টিফিকেশন দেওয়ার কোনও ক্ষমতাই আমার নেই।
  • S | 194.167.2.96 | ২০ মে ২০১৮ ১০:২৬373757
  • * সার্টিফিকেট
  • dc | 181.49.176.225 | ২০ মে ২০১৮ ১০:২৭373758
  • সিকি সরাসরি আমাকেই প্রশ্নটা করলে পারতেন ঃ)

    মনমোহনের বডি ল্যাংগুয়েজ যথেষ্ট ভালো, পলিটিকাল লিডার হিসেবে রাহুলের থেকে অনেক অনেক এগিয়ে।

    "হুল্লাট বডি ল্যাংগুয়েজ আর ওরেটরি স্কিল" - আপনার এই লেখাটা দেখে মনে হলো আমি বডি ল্যাংগুয়েজ দিয়ে কি বলতে চাইছি সেটা বোধায় আপনি বুঝতে পারেননি। বডি ল্যাংগুয়েজের সাথে ওরেটরির বিশেষ সম্পর্ক নেই। ভালো পলিটিকাল লিডার হবার জন্য ওরেটরি স্কিলও চাই, সেটা কানাই বা ইয়েচুরি বা অন্য অনেকের আছেও, কিন্তু রাহুল অতদূর অবধিও যেতে পারেনি। বেসিক বডি ল্যাঙ্গুয়েজের অভাব, যেটা একজন লিডারের থেকে এক্সপেক্টেড। আমি আরেকটা শব্দ লিখেছিলাম, কনফিডেন্স। কনফিডেন্ট লোকের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা রাহুলের নেই। আর সেটা শুধু প্রধানমন্ত্রী পদের জন্য না, ন্যাশনাল লেভেলের একজন পলিটিকাল লিডারের জন্যও দরকার।
  • dc | 181.49.176.225 | ২০ মে ২০১৮ ১০:৩০373759
  • কনফিডেন্স, বা সেল্ফ বিলিফও হয়তো বলা যায়। "আমি যে কাজটা করছি সেটা আমি পুরো আত্মবিশ্বাসের সাথে করছি, আমি জানি যে এই কাজটা আমি পারবো" - এই সেল্ফ বিলিফ। এখান থেকেই কনফিডেন্স আসে। এটা রাহুলের মধ্যে নেই।
  • dc | 181.49.176.225 | ২০ মে ২০১৮ ১০:৩২373760
  • "বডি ল্যাংগুয়েজের সাথে ওরেটরির বিশেষ সম্পর্ক নেই" - এটা অবশ্য আমিই ভুল লিখলাম। বলতে চেয়েছিলাম যে বডি ল্যাঙ্গুয়েজ তো আগে, ওরেটরি আসে তার পর। রাহুলের প্রথম স্টেজটাই আসেনি, ওরেটরি তো পরের কথা।
  • S | 194.167.2.96 | ২০ মে ২০১৮ ১০:৪৬373761
  • মোদিকে কিন্তু বিজেপি দারুন ওরেটর হিসাবে প্রজেক্ট করে। ওর বক্তৃতা রেকর্ড করে গ্রামে গ্রামে শোনানো হতো ২০১৪তে। মিডিয়াও খুব জয়গান করতো। মোদির ওরেটরি স্কীল নিয়ে এতো লাফালাফি হতো কারণ উল্টোদিকে রাহুল আছে বলে।

    রাহুলকে দেখে আর ওর কথা শুনে মনে হয় (আগে তো আরো স্পষ্ট ছিলো) যে প্রধান মন্ত্রী হওয়া ছাড়া পলিটিক্সে ওর একটুও ইন্টারেস্ট নেই। সেই কনভিকশন নেই। আছে হয়তো, কিন্তু সেটা ভিজিবল নয়। নো ডাউট এখন অনেক ইম্প্রুভ করেছে, বাট নট এনাফ। ওর পিছনে একটা ফুলটাইম কমিউনিকেশনের টীম দিতে হবে। আজকাল সবাই তাদের স্পীচ মুখস্ত করে, হ্যান্ড মুভমেন্ট, জেস্চার আগে থেকে ঠিক করে তবে ডেলিভার করে। দেখে মনে হয় ন্যাচারালি করছে। সেরকম স্ট্র্যাটেজি নিলে দুয়েক বছরের মধ্যে ঐ স্টাইলটাই স্বভাব সিদ্ধ হয়ে যাবে।
  • dc | 181.49.176.225 | ২০ মে ২০১৮ ১০:৫২373763
  • হ্যাঁ মোদির সবথেকে গুড ফর্চুন হলো উল্টোদিকে কেউ নেই। আমার মনে হয় অপোজিশানে ভালো কেউ থাকলে মোদি আরও আগেই ভালোমতো চ্যালেঞ্জের মুখে পড়তো। আর রাহুলের এমনই কমিউনিকেশানের অভাব যে বেসিক বডি পোজিশানিং ঠিক করে করতে পারে না, হাজার কোচিং এর পরেও।

    যাই হোক, ওরেটরির কথায় বলি, আমার ফেভারিট ওরেটরদের (পলিটিশিয়ানদের মধ্যে) একজন হলেন বিল ক্লিন্টন, ওবামারও আগে রাখবো।
  • pi | 24.139.209.3 | ২০ মে ২০১৮ ১১:০২373764
  • নাঃ, মোদীর নানা আকাডেমিক ইন্স্টি, সায়েন্স কংগ্রেস ইত্যাদির বক্তৃতা শুনে ঘোরতর আন্টি মোদী সায়েন্টিস্ট ফ্যাকাল্টিদের বেশ মুগ্ধ হতে দেখেছি। মানে বক্তৃতার, বক্তব্যের প্রশংসা করেছে লোকজন। বিষয় নিয়ে পড়াশুনা করা কন্টেন্ট আর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে লোককে ম্প্টিভেট করতে পারেন ভাল, এইসব। তো কন্টেন্ট আশ্যই লিখে দেওয়া। কিন্তু হলভর্তি লোকজন ইম্প্রেসড হয়।

    আই আই টি গৌহাটি র সাথে আয়োজিত এক কন্ফারেন্সে ভূপেন হাহারিকার গান পুরো অসমিয়ায় বলেছেন, তুমুল করতালি, স্বাভাবিক। এসব কোথায় কীভাবে বলতে হয়, খুব ভাল হোমওয়ার্ক থাকে।
  • S | 194.167.2.96 | ২০ মে ২০১৮ ১১:১০373765
  • হ্যাঁ বিল ক্লিন্টন সবার সেরা। যেকোনও ইস্যুতে এখনো এতো ভালো রেসপন্স দেন। ঠিক তথ্যটা তুলে ধরেন। একটা সহজে বোঝা যায় উদাহরণও থাকে। হাবিজাবি কথা বাড়ান না। সবসময় একদম হিটিঙ্গ থে নেইল ইত্যাদি। ওবামা ভালো, কিন্তু একটু একঘেয়েমি আছে। ব্যারাকের থেকে মিশেলের কথা শুনতে বেটার লাগে আমার, খুব ক্লোজ টু দ্য হার্ট কাথাবার্তা বলেন।

    বিল ক্লিন্টনের সেরা বক্তৃতা শুনেছিলাম (টিভিতে) ২০০০ ইণ্ডিয়া ট্যুরে তাজমহলের সামনে। এনভায়রণমেন্ট নিয়ে বক্তব্য। প্রথমে কাগজ থেকে পড়লেন (তখন টেলিপ্রম্পটার আসেনি)। তারপরে নিজে থেকে বললেন বেশ কিছুক্ষন। জাস্ট অসাধারণ। মনে আছে একটা হালকা পিন্ক হাফ শার্ট পরেছিলেন। অবশ্য উনার মতন স্কলার লোক রিসেন্ট টাইমে আমেরিকার প্রেসিডেন্ট হয়নি।
  • PT | 125.187.56.124 | ২০ মে ২০১৮ ১১:১৩373766
  • ইন্দিরাকে কারা যেন গুঙ্গি গুড়িয়া আখ্যা দিয়ে তার পরে তাঁরই শ্রীচরণে আশ্রয় নিয়েছিল না?

    কয়েকটা খবরের কাগজ আর গোটা কতক চ্যানেল মাস চারেক ধরে রাগার গুণগান করলে আদ্দেকের বেশী ভারত রাগার মধ্যে দেশের নেতা হওয়ার সমূহ গুণাবলী দেখতে শুরু করবে!!
  • S | 194.167.2.96 | ২০ মে ২০১৮ ১১:১৭373767
  • আজকাল সব বড় নেতারই স্ট্রঙ্গ কমিনিকেশন টীম থাকে। তারা ম্যাসেজিঙ্গ, বডি ল্যাঙ্গুয়েজ, টিডবিটস এগুলো ঠিক করে। এমনকি টাইমিঙ্গ, কখন ঢুকবে স্টেজে, তখন কি গান বাজবে, কে ইন্ট্রোডিউস করবে, বেড়িয়ে যাওয়ার সময়ে কি বাজবে/স্লোগান দেবে, বেড়িয়ে যাওয়ার পরে কে কথা বলবে, কি বলবে এসব ঠিক করা থাকে। এছাড়া স্টেজ ফিয়ার কমানোর ওষুধ পাওয়া যায়, সেগুলো ইউজ করে। প্রপার কমিউনিকেশন স্ট্র্যাটেজি তৈরী করা হয়।

    আগের মতন না যে রাজীব গান্ধী এসে আমার মা ঠাকুরদা কি করেছেন (নিজেও জানে না), এই দেশের জন্য প্রাণ দিয়েছেন বললো আর লোকে গদগদ হয়ে ভোট দিয়ে দিলো।
  • S | 194.167.2.96 | ২০ মে ২০১৮ ১১:৩৯373768
  • ভুল বলেছি হাফ না ফুল শার্ট। আর রঙটাও মনে হয় ঠিক পিন্ক নয়।
  • cm | 37.62.157.38 | ২০ মে ২০১৮ ১৩:২২373769
  • সায়েন্স কংগ্রেসে যায় কারা, বৈদিক বৈজ্ঞানিকেরা? তাদের অবশ্য মোদীর বক্তৃতা ভালই লাগবে।
  • PM | 56.152.100.168 | ২০ মে ২০১৮ ১৫:৪৮373770
  • এইটা চুড়ান্ত প্রতিকুল পরিস্থিতিতে আমার দেখা সবচেয়ে কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ আর ফেসিয়াল এক্সপ্রেস্সন।



    শেখনো পড়ানো নয় ।।ভেতর থেকে আসা।

    ওনার রাজনীতির সমর্থক নয় একেবারেই-- কিন্তু কনফিডেন্স শিক্ষনীয়।

    একেই গুঙ্গি গুড়িয়া বলা হতো ?
  • pi | 167.40.173.131 | ২০ মে ২০১৮ ২০:৩০373771
  • সি এম। না।

    উপরে মোদী বিরোধী লোক লিখেছি সেটা পড়েননি?
  • π | ৩১ মে ২০১৮ ১২:০৩373772
  • উপনির্বাচনের আপডেট?
  • T | 165.69.195.104 | ৩১ মে ২০১৮ ১৩:৩৮373774
  • বিজেপি চাট্টে লোকসভা উপনির্বাচনের মধ্যে পালঘর বাদে বাকী তিনটে হেরেছে/ পিছিয়ে আছে। এগারোটা বিধানসভা উপনির্বাচনের মধ্যে কং জিতেছে পাঁচটা, অন্যরা পাঁচটা, বিজেপি একটায়।
    মহেশতলায় তৃণমূল মার্জিন বাড়িয়েছে। বিজেপি দ্বিতীয়, সিপিয়েম তৃতীয়।
  • রোবু | 52.110.150.194 | ৩১ মে ২০১৮ ১৪:৫২373775
  • ঠিক তা নয়। লোকসভা নাগাল্যান্ডে বিজেপির অ্যালি জিতেছে।
    ১১ টা বিধানসভায় এনডিএ ১ টা।
  • dc | 132.164.30.35 | ৩১ মে ২০১৮ ১৪:৫৬373776
  • গৌমাতারা বিজেপিকে জেতাতে পারছে না ঃ(
  • π | ০২ জুন ২০১৮ ১৩:০৭373777
  • ওমর রশিদের পোস্ট।

    Few observations on the bypoll in Kairana (also Gorakhpur & Phulpur):

    1. Maths. The coming together of many non-BJP parties with their distinct support bases and caste alignments, and the non-division of the guaranteed Muslim vote enabled the win. Even under the Modi wave, the SP and BSP had retained a respectable vote% and when combined they are bound to be potent.

    2. Tactical alliances by Akhilesh Yadav are hurting the BJP. In his words, he is playing the "same game" the BJP played by stitching alliances with smaller caste-based parties. Amit Shah did it in 2014 and 2017. With SP, it started with the Sikandra by-poll in which the SP reached an understanding with the Nishad Party and Peace Party, the former more important as it helps bridge gap between Yadavs and Nishads and improve image of SP among riverine MBCs. In Kairana, Tabassum Begum was made to contest on RLD ticket to counter chances of Hindu-Muslim polarization and Jats were involved directly through Jayant Chaudhary. Akhilesh also stayed away from campaigning in a smart move to not allow BJP to evoke victimhood of 2013 Muzaffarnagar riots under his tenure.

    3. Modi's popularity is on the wane though he is still hugely popular in both urban and rural UP. Too early to say if he will be able to garner support in 2019 simply on the basis of his image. And too early to dismiss him.

    4. BJP cadres are unhappy with the functioning style of chief minister Yogi Adityanath. They feel they are not getting their due and proper access to power. Some of them feel vindicated today.

    5. BJP has not been able to create a major polarizing discussion. Debates over Jinnah have little impact in comparison to the actual feeling of victimhood among Jat Hindus who in 2014 blamed the SP for siding with the Muslims. The exodus theory was a flop from the start and it could not even ensure the victory of Mriganka Singh in the 2017 state polls despite a media campaign by her father.

    6. The results do not answer if the RLD can re-emerge as a dominant force in West UP. A lot to do.

    7. No party in UP can defeat BJP on its own at present. It is the single largest force. Ask any one of the SP's partners to pull out and you will see a different result.

    8. The victory margins of the alliance candidates are not convincing and can be easily overturned. This shows that even after coming together, the non-BJP parties are not able to rout the BJP. Despite being cornered, the BJP lost by a narrow margin in Noorpur and a recoverable number in Kairana.

    9. These victories have nothing to do with acceptance or rejection of any ideology. Hindutva is still potent in the region and you will hear about it in the coming days, though the communal polarization is not as sharp as in 2014 when the political situation was different.

    10. It is anti-BJPism not social justice.

    11. However, the losses have provided a big blow to the BJP and the potential of the alliance to repeat similar wins in 2019 will worry it. BJP does not have many cards left, except Modi vs Rahul, communal polarization or breakup of alliance. The losses reflect badly on Yogi Adityanath.

    12. It will be interesting to see how the RLD, SP, Congress, BSP, Nishad Party etc come to seat-sharing understanding while presenting the most formidable candidate.

    13. The true strength of both sides is yet to be tested.
  • pi | 7845.29.9004512.182 | ১১ নভেম্বর ২০১৮ ১৪:৩৮373779
  • হয়ে গেল!

    https://indianexpress.com/elections/madhya-pradesh-polls-congress-manifesto-focuses-on-agriculture-promotion-of-sanskrit-amendment-of-anti-cow-slaughter-laws-5440353/

    এদিকে অন্য টইয়ে দেওয়া তাভ্লিন সিং এর লেখা পড়ে মনে হল লোকের মেইন ইস্যু ইকনমিক।সেখানে কংগ্রেস ভোটের খাতিরেও এইসব ভুলভাল জিনিস নিয়ে পড়ল কেন? মাথা কি পুরোই গেছে? মমতার গণেশ হনুমানপুজোর লাইন মনে পড়ছে।
    ইকনমিক ইস্যু কম পড়িয়াছ্র?
  • S | 90067.146.9004512.46 | ১১ নভেম্বর ২০১৮ ১৪:৫৩373780
  • ঠিক ভোটের আগেই ছত্তিশগড় থেকে অন্যরকম খবর আসছে। কেন?
  • avi | 7845.11.678912.236 | ১১ নভেম্বর ২০১৮ ১৫:১০373781
  • কী খবর?
  • S | 90067.146.9004512.46 | ১১ নভেম্বর ২০১৮ ১৫:১২373782
  • জুজু।
  • pi | 7845.29.9004512.182 | ১১ নভেম্বর ২০১৮ ১৫:২০373783
  • ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন