এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিরিয়াল কর্মীদের ধর্মঘট, মোহতাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান!

    কৌশিক মাইতি
    অন্যান্য | ২০ আগস্ট ২০১৮ | ৩৪৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৌশিক মাইতি | 342323.191.0145.246 | ২০ আগস্ট ২০১৮ ২০:৪০376991
  • বাংলা সিরিয়াল বন্ধ আগামী কয়েকদিনের জন্য। অনেকে খুব খুশি! কারণ সিরিয়ালের বাজে কোয়ালিটি এবং সেখানে হিন্দি সাম্রাজ্যবাদের আগ্রাসন।

    কিন্তু সিরিয়ালের মানের জন্য পুরোপুরি দায়ী অভিনেতা-অভিনেত্রী বা কলা কুশলীরা না। দায়ী মূলত মালিক শ্রেণী।

    মালিক কারা? শ্রীকান্ত মোহতারা! বাংলার বিনোদন শিল্প এদের অঙ্গুলি লেহনে চলে।

    শিল্পীরা সিরিয়ালে কাজ করেছেন, টাকা পাননি। ধর্মঘট চলছে। কলা কুশলীরা বেশিরভাগ বাঙালি। যারা সিরিয়ালে স্টার না, তারা খুব কম টাকা পায়। আন্দাজও করা যায় না। এত খাটুনি। তারা বঞ্চিত। তাই বেশ কয়েকদিন শ্যুটিং হয়নি, ধর্মঘট চলছে।

    তাই সিরিয়াল বন্ধ হচ্ছে, খুশি হওয়ার কথা না। আমাদের এই নিপীড়িত বাঙালি কলা কুশলীদের পাশে দাঁড়াতে হবে। সিরিয়ালে হিন্দির ব্যবহার কমাতে হবে, মান বাড়াতে হবে এবং রুচিশীল হতে হবে -এটা অন্য লড়াই।

    বাঙালি এই শ্রীকান্ত মোহতাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও।
  • Ishan | 2390012.189.892312.15 | ২০ আগস্ট ২০১৮ ২১:০৯377002
  • সিরিয়ালের মানের জন্য ঠিক প্রযোজকরাও দায়ী নয়। এইটা নিয়ে একটা কাজ করছিলাম। কয়েকজন জনপ্রিয় সিরিয়াল-লিখিয়ের সঙ্গেও দীর্ঘ কথাবার্তা হয়েছিল। আমার অনুসন্ধান অএখানে খানিক লিখতে পারি। অথবা প্রবন্ধও লিখতে পারি। দেখি কোনটা করা যায়।
  • dd | 90045.207.3456.248 | ২০ আগস্ট ২০১৮ ২২:০৪377013
  • হিন্দি সিরিয়ালগুলোও তো খুব খারাব হচ্চে। খুব মানে ভীষণ খারাব হচ্ছে।

    ভারতীয় সিনেমা যেমন ক্রমশঃই বেটার থেকে বেটার হচ্ছে, সব থেকে কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমাও আর কোনো রকম মশলা মুভী নয়, তো সেটাকে যেন ব্যালেন্স করতেই সারা ভারত জুড়ে য্যাচ্ছেতাই রকমের সিরিয়াল হচ্ছে।

    নিশ্চয়ই কোনো কারন আছে।
  • dc | 127812.61.674523.233 | ২০ আগস্ট ২০১৮ ২২:৪২377024
  • বাঃ এটা খুব ভালো খবর। আমার মার ভয়ানক বাংলা সিরিয়ালের নেশা, দিনরাত দেখে দেখে চোখ খারাপ করে ফেলছে। বাংলা, হিন্দি সব সিরিয়াল বন্ধ হলে খুব ভালো হয়।
  • PT | 340123.110.234523.18 | ২০ আগস্ট ২০১৮ ২৩:০২377035
  • "মালিক কারা? শ্রীকান্ত মোহতারা! "
    টিভিতে তো প্রযোজকদের পক্ষে কথা বললেন পাল্টিদম শীল!! একটা আয়ের অঙ্ক শুনে তো চক্ষু চড়কগাছ!! প্রতি সিরিয়ালের জন্যে অভিনেতারা নাকি ১৫/২০০০০ পায় আর দিনে নাকি গড়ে তিনটে সিরিয়ালে অভিনয় করে ৩ গুণ টাকা দিনে ঘরে তোলে।
    বাপরে!! শুধু শুধু আমরা নীরব মোদী আর বিজয় মালিয়া নিয়ে চিল্লা-মিল্লি করছি।
  • PT | 340123.110.234523.18 | ২০ আগস্ট ২০১৮ ২৩:০৯377046
  • ##নাকি দিনে ১৫/২০০০০
  • Atoz | 125612.141.5689.8 | ২০ আগস্ট ২০১৮ ২৩:২০377057
  • সমস্ত সিরিয়াল বন্ধ হোক। কী অসহ্য সব সিরিয়াল !!!! দিনের পর দিন এক একটা চরিত্র একটার পর একটা বিয়ে করে যায় আর ডিভোর্স করে যায়, আবার বিয়ে আবার ডিভোর্স, আবার বি আবার ডি, পেন্ডুলামের মতন।
  • | 2345.108.562323.63 | ২১ আগস্ট ২০১৮ ০০:০৬377059
  • যতরকম অনৈতিক অন্যায় জিনিষ্পত্তর দেখিয়ে যায়। চিরতরে বন্ধ হলে খুব খুশী হব।
  • Ekak | 3445.224.9002312.49 | ২১ আগস্ট ২০১৮ ০১:৩৩377060
  • চারপাশে প্রচুর কিছু ভুলভাল কোয়ালিটির হচ্ছে । বিশেষত তাহলে তো সমস্ত কবিদের এক্ষুনি আত্মহত্যা করা উচিত সোনার কলম দিয়ে হারাকিরি করে ।

    সিরিয়াল বন্ধ আছে একটা ক্রাইসিসের কারণে , যেটা সমাধান না হলে তার প্রভাব সিনে ইন্ডাস্ট্রিতেও পর্বে । এই জগৎগুলো খুবই কনফাইন্ড কাজেই বাইরে থেকে খিস্তি করা যত সহজ উন্নতি সাধন করা তত টা নয় । কেও জাভা শিখে কলকাতায না পোষালে তামিলনাড়ু পাকাতে পারে , কিন্তু একজন অভিনেতা বা একজন বাংলা স্ক্রিপ্ট রাইটার রাতারাতি মরাঠি বা তামিল ইন্ডাস্ট্রি জয়েন করতে পারেনা । কাজেই নিজেদের সীমিত গন্ডিতে টিঁকতে গিয়ে সারাবছরই একটা ভালো ফিলিম করার সঙ্গে সঙ্গে দশটা আবালমার্কা সিরিয়ালেও কাজ করতে হয় । নইলে চলবে না । কোয়ালিটি খারাপের দায় এদের নয় ।

    আমি এই হেগোপোদো সিরিয়ালগুলো দেখিনা দেখবো ও না , আপনারাও খারাপ লাগে তো দেখেন্না মিটে গ্যালো । কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে সমস্যার স্বরূপ বোঝা জরুরি । লেখা পছন্দ নয় বলে ছাপাখানা বন্ধ হয়ে কোন লাভটা হবে ? তামিল আর মারাঠি আর নর্থী সিরিয়াল ডাবিং হয়ে চলবে তখন বাংলায় । সেটা কি বেটার কিছু ??
  • Du | 237812.58.450112.15 | ২১ আগস্ট ২০১৮ ০৩:৫১376992
  • ইন ফ্যাক্ট আর্টিস্টদের কাজ তো ভালোই হয়।অবশ্যই তাদের পাওনা দিতেই হবে। ওগুলো লোকে যে ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস দেখে সেটা অভিনেতাদেরই কৃতিত্ব।
  • amit | 340123.0.34.2 | ২১ আগস্ট ২০১৮ ০৭:৪৮376993
  • আর্টিস্ট দের বা গল্পের আদৌ কৃতিত্ব কতটা জানিনা , তবে আমাদের বাবা -মাদের জেনারেশন এতো বেশি টিভি ডিপেন্ডেন্ট হয়ে গেছে আজকাল যে টিভি তে যাই দেখাক, সিরিয়াল হলে সিরিয়াল, খবর হলে খবর, খেলা হলে খেলা, যাই চলুক না কেন, সন্ধে বেলা হা করে টিভি এর সামনে বসে থাকে।
  • dd | 670112.51.6712.212 | ২১ আগস্ট ২০১৮ ০৭:৫৮376994
  • TV গাঁক গাঁক করে চলতে থাকে। চলতেই থাকে। কখনো সিরিয়াল রিপিট হয় - তাও ও টিভি চলে। কিছু না কিছু দেখতে হবে, দেখতেই হবে।

    নেশা না বলার কোনো কারন নেই, একটা দারুন ডিপেন্ডেন্স।

    আমার তো আর আগের জেনারেশন নেই, আমি সেই "আগের"প্রজন্ম। তাই আমাদের বাড়ীতে টিভি খোলাই হয় না।

    আর পরের জেনারেশন মোবাইল থেকে চোখ সরায় না। প্রতিটি মুহুর্ত্তই মোবাইলের জন্য বলিপ্রদত্ত।

    কে জানে , এর পরে কী আছে? একক নিশ্চয়ই জানে।
  • Du | 7845.184.0145.148 | ২১ আগস্ট ২০১৮ ০৮:৩০376995
  • আবাপ দেখালো না জি উল্লেখ করেছে।
  • lcm | 900900.0.0189.158 | ২১ আগস্ট ২০১৮ ০৮:৩১376996
  • এই প্রসঙ্গে, একটা কবিতার কথা মনে পড়ল,
    ----------

    টেলিভিশন
    - অংশুমান কর
    -----------------------------

    ১৯৮৬
    মারাদোনার খেলা দেখার জন্য আমাদের বাড়িতে প্রথম কোনার্কের ব্ল্যাক অ্যান্ড
    হোয়াইট, বড়, একটি টেলিভিশন কেনা হয়। প্রথম যেদিন টিভি আসে, পাড়ার
    পনেরো-কুড়িজনকে নেমতন্ন করা হয়, পায়েস হয়, লুচি হয় - সব্বাই গোল
    হয়ে বসে 'পল্লীকথা' দেখে - শাশ্বতী-চৈতালীকে চেনে। প্রামাণিক কাকিমা
    বলেন, 'বুঝলেন ওরা হল দুই বোন'। বেশ কিছুদিন পাড়ার সবাই বিশ্বাস করত
    ওরা দুই বোন।

    ১৯৯৫
    বাবা-মা, আমরা দুই ভাই তখন পুরুলিয়ায়। বন্ধুদের প্রত্যেকের কালার টিভি।
    তাই আমাদেরও কালার টিভি (তবে পোর্টেবেল) কেনা হয়। ঘর ভর্তি হয়ে যায়
    রঙে। আমাদের সিনেমা যাওয়া কমে যায়। শাশ্বতী-চৈতালীকে ভুলে আমরা
    চিনে যাই অন্নুকপুর আর রেনুকা সাহানাকে। প্রথম বে-ওয়াচ দেখে আমার চোখ
    অন্ধ হয়ে যায়। তবে ওই টিভির কোম্পানির নাম মনে নেই কেননা অল্প
    কিছুদিনের মধ্যেই ওটা বিক্রি করা হয়।

    ১৯৯৬
    বিপিএল। বড়। কালার। কেনা হলে, প্রথম আমার মনে হয় আমরাও
    বড়লোকদের মতো হয়ে উঠছি ক্রমশ। সৌরভের সেঞ্চুরি দেখি, অ্যানাইডার
    অ্যালবাম দেখি, স্টার মুভিজের ফিল্ম। মা নানারকম সিরিয়ালের পোকা হয়ে
    ওঠে। বাবা শুধু ক্রিকেট আর জি সিনেমায় পুরোনো - ষাট-সত্তরের - হিন্দি
    সিনেমা, যাতে হেভি মারদাঙ্গা।

    ২০০০
    বাবা মারা যায়

    ২০০৩
    সেই ১৯৯৬-এর বিপিএল-ই আজও। উনপঞ্চাশটা চ্যানেল। ভাই বলে, এই
    মডেল আর চলে না, জানিস কত কত চ্যানেল আমরা দেখতে পাই না?' আজ
    সাতদিন ভাই নেই, তিন্নি নেই, সোমা নেই - বাড়িতে মা, আমি, কাজের মেয়ে
    আশা। দুপুরে বাড়ি ফিরে দেখি - সেলাই করছে মা আর টিভি চলছে নিজের
    মতো। 'না দেখলে, বন্ধ রাখতে পারো না?' 'আসলে কী জানিস, ফাঁকা ঘর,
    তোরাও থাকিস না - ওই তো আমার একমাত্র বন্ধু - চললে মনে হয় একটা
    কেউ আছে, কথা বলছে - অন্তত আমি একা না'

    -----

    বাই দ্য ওয়ে, নতুন কবিদের মধ্যে অংশুমান এর কবিত আমার বেশ লাগে
  • Du | 7845.184.0145.148 | ২১ আগস্ট ২০১৮ ০৮:৪৮376997
  • বাহ কত কথা মনে পড়ে গেল।
  • dc | 232312.164.5678.99 | ২১ আগস্ট ২০১৮ ০৯:০২376998
  • এখন শুধু যে টিভি চ্যানেলে থেমে আছে তা নয়, তার ওপর আবার হয়েছে জি টিভি আর হটস্টার। আমার মা জোর জবরদস্তি আমাকে দিয়ে হটস্টারে সাবস্ক্রাইব করিয়েছে, এখন সারাদিন অফুরন্ত সিরিয়াল দেখে চলেছে। আর এই সিরিয়ালগুলো, মানে, এগুলো যে কি তা ব্যাখ্যা করাও অসম্ভব।

    এককের পোস্ট এর সাথে একমত হতে পারলাম না। সিরিয়ালের কোনদিক থেকে কোন ইউটিলিটি নেই, কোন রকম নেসাসিটি নেই। সব সিরিয়াল বন্ধ হয়ে গেলে একটা গাছের একটা পাতাও খসে পড়বে না।
  • amit | 340123.0.34.2 | ২১ আগস্ট ২০১৮ ০৯:২৪376999
  • সত্যি কথা। তুলনাটা বোধহয় এভাবে করা উচিত নয়, তবু বলে ফেলি, কিছু লোকের কাজের কথাই যদি আসে, যে কিছু লোকের জীবিকার জন্য জোর করে সিরিয়েল বানাতে বা চালাতে হচ্ছে (ধরে নিচ্ছি তাদের কোনো বিকল্প রোজগার নেই ), গাঁজা, চোলাই এর ব্যবস্যও পুরোদমে সব জায়গাতে চালাতে দেওয়া উচিত। ওসব করেও বহু গরীব লোকের পেট চলে, হয়তো তাদের-ও কোনো বিকল্প জীবিকা নেই।

    এটা পুরো ক্লাসিক ডিমান্ড সাপ্লাই মডেল। একটা বা একাধিক জেনারেশন পুরো পুরি টিভি আড্ডিক্ট হয়ে পড়েছে, যাই দেখানো হচ্ছে গোগ্রাসে গিলছে। তারা একবার এই নেশা থেকে বেরোক, লোকে এসব আলবাল সিরিয়েল দেখা বন্ধ করুক, কয়েক মাসে এই ব্যবসা উঠে যাবে। যারা করে কম্মে খাচ্ছে তারা ঠিকই একটা বিকল্প কাজ খুঁজে নেবে।
  • | ২১ আগস্ট ২০১৮ ১০:১১377000
  • আরে একক এইসব সিরিয়াল আমি ত দেখিই না এখানে বাকীরাও দেখে কিনা খুব সন্দেহ আছে আমার। কিন্তু কুফল্গুলো দেখি একিদম চোখের সামনে।
  • দৃষ্টি | 011212.225.3423.131 | ২১ আগস্ট ২০১৮ ১০:৩০377001
  • বহুদিন আগে লীণা গঙ্গোপাধ্যায়ের একটা ইন্টারভিউ টপড়ছিলাম । উনি সিরিয়ালে স্ক্রিপ্ট লেখেন ।প্রশ্ন ছিল " সিরিয়াল নিয়ে এত অভিযোগ, শিক্ষিত মহলে এত নিন্দা, সম্পর্কের বাড়াবাড়ি, এগুলো কতটা যুক্তিযুক্ত ?"
    উনি বলেছিলেন, " যারা নিন্দেমন্দ করে তারা কেউ সিরিয়ালের দর্শক নয় । আর সম্পর্ক? আমাদের মা বাবাদের দেখেছি সংসার করতে । এখন কি সেরকম কটা হয় । প্রেম, বিয়ে, ডিভোর্স, পুনর্বিবাহ, লিভ টুগেদার এখন এসব তো আকচার ঘটছে ।সিরিয়ালে দেখালে দোষ কোথায়?
  • | ২১ আগস্ট ২০১৮ ১১:২১377003
  • চোলাইয়ের উদাটা মোক্ষম হইছে। চোলাইওলারাও নিশ্চয় বলে লোকে কুনছে আর আমরা বেচলেই দোষ
  • r2h | 340112.215.2356.33 | ২১ আগস্ট ২০১৮ ১১:২৫377004
  • সে বন্ধ হলে যদি আপদ যেত তাহলে কিছু বলার ছিল না।

    কিন্তু ভেবে দেখুন, বাংলা সিরিয়াল বন্ধ হয়ে গেল (আজকাল তো শুনি টুকটাক গল্প জীবনী এসব থেকেও হচ্ছে, দেবী চৌধুরানী, সাত ভাই চম্পা, রানী রাসমনি, মিনিট পাঁচেক দেখেছি, উৎকট, তবু তো), তার বদলে প্রতিষ্ঠিত চ্যানেলগুলিতেও প্রাইমটাইমে জ্যোতিষে তান্ত্রিক ফেং শুই বাস্তু শণি দৃষ্টি কবচ এইসব, এবং হিন্দি সিরিয়ালে উৎকটতর সিরিয়াল, ইচ্ছাধারী সাপ ব্যাং মাছি টিকটিকি।

    শেষের সেদিন কিন্তু ভয়ঙ্কর।
  • r2h | 340112.215.2356.33 | ২১ আগস্ট ২০১৮ ১১:৩২377005
  • তার মানে এই নয় যে এইসব বাংলা সিরিয়াল টিঁকে থাকুক। কিন্তু পুরো ইন্ডাস্ট্রি কেস খেয়ে গেলে ভালো কিছু হবে না।

    বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি চেপে গিয়ে বম্বের অগ্রগতি এইসব নিয়ে নানা কিছু আছে তো।
  • বাবুরাম সাপুড়ে | 781212.194.563423.147 | ২১ আগস্ট ২০১৮ ১১:৩৫377006
  • বাংলা সিনেমাতেই বা কোন যুগান্তকারী কাজটা হচ্ছে? লেখালেখির জগতে?
    তাছাড়ার পৃথিবীর প্রেক্ষিতে বিচার করলে মানুষ জাতটাই ছড়াচ্ছে, দূষণ টুষন করে যাতা ব্যাপার করছে। তার মধ্যে বাঙালী আবার সবদিক দিয়ে একটু বেশিই ছড়াচ্ছে। তা মানবজাতিটাই নিশ্চিহ্ন হয়ে যাক এমনটা কেউই চাইছেন না নিশ্চয়, বাঙালী নিশ্চিহ্ন হোক সেটাও চাইছেন না। তাহলে বেচারা সিরিয়ালওয়ালারা কি দোষ করল?
    তাছাড়া বাজারে ডিমান্ড আছে তাই এসব সিরিয়াল চলে, চাহিদা না থাকলে চলবে না। আর কোয়ালিটির বিচারটা কে করবে? বইমেলা, গ্রুপ থিয়েটার সংস্কৃতি আর সিরিয়াল অপসংস্কৃতি কিংবা বৌ সিরিজ খারাপ আর সৃজিত ভাল, এই ভাল খারাপ বিচারের মাপকাঠিটা কে ঠিক করবে? আর এটা কেউ ঠিক করে দিলেই বাকি সবাই মেনে নেবে কেন?
    আমার যেটা বাজে লাগবে আমি বড়জোর সেটা "বালের লেগেছে" বলতে পারি। আবার আমার যেটা ভাল লাগে সেটা অন্য কারো ফালতু লাগতেই পারে।
  • r2h | 340112.215.2356.33 | ২১ আগস্ট ২০১৮ ১১:৪২377007
  • ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপারে অলরেডি চোলাইয়ের উদাহরনটা এসেছে, এটাকে আমি খুব একটা যুক্তি হিসেবে মানতে পারছিনা।

    আর, শিল্প সংস্কৃতির মাপকাঠি তো একটা কিছু আছে বটেই। একেবারে অস্তিত্বহীন কিছু তো নয়। বেশীরভাগ সিরিয়াল (আমার জানা মত সবই, তবে সব তো আর আসলে জানিনা) অতি জঘন্য। এমনকি যাঁরা দেখেন তাঁরাও বলেন, এদিক ওদিক যা শুনি।

    তবে তাই বলে ইন্ডাস্ট্রী ডকে উঠে যাওয়াটাকে সমাধান মনে করিনা এও সত্যি।
  • pi | 7845.29.561223.118 | ২১ আগস্ট ২০১৮ ১২:৩৯377008
  • পিটিদার পোস্টের ঐ টাকার আমাউন্টটা নিয়ে জিগেশ করেছিলাম, ইন্ডাস্ট্রির এককন এটা লিখলেন,

    "অভিনেতারা এরকম টাকা পয়সাই পান। এবং ওভার টাইমের দাবীটাও মূলতঃ তাঁদের ই। আরেকটা ব্যাপার অবাক হয়ে দেখছি, মানুষ দুটো ব্যাপারকে কেমন জড়িয়ে, ঘেঁটে একাকার করে দিচ্ছে। সিরিয়ালের কন্টেন্ট একেবারে আলাদা ইস্যু। তাই নিয়ে যতখুশী আন্দোলন করুন, পথে নামুন, সিরিয়াল বয়কট করুন। কিন্তু হাজার হাজার মানুষের রুটি রুজির লড়াইয়ের বিরুদ্ধে এত কটুক্তি কিসের? সেটাকে অন্তত সম্মান করুন। হুলিয়ে জঘন্য সিরিয়াল গুলো দেখে দেখে ওগুলোর রেটিং আকাশ ছোঁয়া করে রেখেছেন আপনারাই। সেসব স্ট্যাটিস্টিক্স প্রতি সপ্তাহে আমরা দেখছি। ভন্ডামী বন্ধ করে দয়া করে খারাপ সিরিয়াল দেখা ছাড়ুন। আর মুখে রক্ত তুলে দিন রাত খেটে কোনোমতে টিঁকে আছে যারা তাদের রুটি রুজি নিয়ে অমানবিক বালখিল্য কথাবার্তা বন্ধ করুন।"
  • lcm | 900900.0.0189.158 | ২১ আগস্ট ২০১৮ ১২:৫১377009
  • এইখানেই তো কথা - এই যে হুতো লিখল না - "... অতি জঘন্য। এমনকি যাঁরা দেখেন তাঁরাও বলেন, এদিক ওদিক যা শুনি..." ।

    এসব পড়ে টরে মনে হবে - এসব কারো ভালো লাগে না, কেউ দেখে না।

    আসলে অনেকেই দেখেন তো বটেই। শুরু হলেই টিভি বন্ধ করে দেন না (যেমন রেডিওতে খেয়াল শুরু হলে অনেকে বন্ধ করে দেন) । বরং, অপেক্ষায় থাকেন কখন শুরু হবে। এটা তাদের চয়েস। তারা ইচ্ছে করলে নাও দেখতে পারেন। কিন্তু দেখেন।

    অনেকের মতে এগুলো "খাওয়ানো" হচ্ছে, মানে দর্শককে আর কোনো অপশন দেওয়া হচ্ছে না, তাই এসব "খেতে" বাধ্য হচ্ছেন দর্শক। কিন্তু, নেটফ্লিক্সে সেক্রেড গেম্‌স্‌ "খাওয়াচ্ছে" না, বেদের মেয়ে জোছনা লোককে "খাওয়ানো" হচ্ছে।

    কিন্তু ঈশান লিখবে বলেছে। পড়ব।
  • দৃষ্টি | 011212.225.3423.131 | ২১ আগস্ট ২০১৮ ১৩:১৮377010
  • মীর এর একটা কথা মনে পড়ে গেল ।
    আমাদের এখানে তিন প্রকার দর্শক আছে ।
    প্রথম, যারা সিরিয়াল না দেখে বাঁচতে পারবে না । সন্ধ্যা হলেই টিভির সামনে বসা ছাড়া আর কিছু নেই ।
    দ্বিতীয় , যারা সিরিয়ালের ধারে কাছে নেই । টিভিতে কার্টুন, এবিপি আনন্দ, স্টার স্পোর্টস সব দেখবে, কিন্তু সিরিয়াল, কভি নহী ।
    তৃতীয়, যারা সন্ধ্যা হলেই টিভির সামনে বসে বুঁদ হয়ে সিরিয়াল দেখবে আর খুব গালাগালি দেবে । সকাল হলেই পাড়ার আড্ডায় বসে সিরিয়াল নিয়ে বাপবাপান্ত করবে । সন্ধ্যা হলেই আবার টিভির সামনে বসে সিরিয়ালের তুলোধোনা করবে। আর সকাল হলেই আবার পাড়ার আড্ডায় সিরিয়ালের ষষ্ঠীপূজা করবে ।
    ভালো না লাগলে না দেখলেই হয়, অত ভাষণ কে শুনতে চায় ।
  • pi | 2345.110.454512.87 | ২১ আগস্ট ২০১৮ ১৩:২৬377011
  • হ্যাঁ, মামু লিখুক। খুব ইন্টারেস্টিঙ্গ এই টিআরপি চাপের গল্প।
  • lcm | 900900.0.0189.158 | ২১ আগস্ট ২০১৮ ১৩:২৮377012
  • হ্যাঁ, ঋতুপর্ণ ঘোষ, দেবজ্যোতি মিশ্র-র "গানের ওপারে" তো লো টিআরপি-তে বন্ধ হয়ে গেছিল।
  • PT | 340123.110.234523.8 | ২১ আগস্ট ২০১৮ ১৩:৩২377014
  • আমি তো সময় পেলেই "জগজ্জননী মা সারদা" দেখি। হেব্বি লাগছে। এতে ইতিহাসের সত্যতা কত আছে জানিনা কিন্তু অজস্র ঐতিহাসিক চরিত্রের কথা উঠে আসছে যাদের অনেককেই চর্চার অভাবে ভুলে গিয়েছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন