এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিরিয়াল কর্মীদের ধর্মঘট, মোহতাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান!

    কৌশিক মাইতি
    অন্যান্য | ২০ আগস্ট ২০১৮ | ৩৪৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 2345.110.454512.87 | ২১ আগস্ট ২০১৮ ১৩:৩৫377015
  • ওটা নিয়েই প্রচুর লেখা এসেছিল। ক'দিন আগে গ্রুপে ঐ সিরিয়ালের লোকজনই লিখ্ছিলেন, কেউ থ্রেডটা কপি করে দিলে বা লিন্ক দিলে ভাল হত। প্রচুর ইন্টারেস্টিঙ্গ কথা এসেছিল, কিছু ইন্সাইডারস ইন্ফো। পার্থপ্রতিম মৈত্রদার খোলা থ্রেড, যাদুর সুতো।
  • | 453412.159.896712.72 | ২১ আগস্ট ২০১৮ ১৩:৪৯377016
  • এই 'না দেখলেই হয়' যুক্তিটা ড্রাগ পেডলাররাও দেয়। 'না খেলেই হয়? আমরা কি আর বাড়ি গিয়ে গিয়ে জোর করে মুখে তুলে দিই?' ইত্যাদি প্রভৃতি।

    হ্যাঁ ঈশানের প্রবন্ধের দাবী জানিয়ে গেলাম আমিও।
  • r2h | 340112.215.2356.33 | ২১ আগস্ট ২০১৮ ১৪:০১377017
  • হ্যাঁ, অনেকেই দেখেন তো বটেই।
    এই 'যাঁরা দেখেন তাঁরাও বলেন', না দেখলে আর বলেন কি করে।
    কিন্তু আমাদের, বা আমাদের আগের প্রজন্মের টিভি দেখার শুরু হমলোগ, তমস, সত্যজিত রায় প্রেজেন্ট্স এইসব দেখে; তারপর এমন রুচি বিগড়ে গেল শুধু নিজেদের দোষে?
    না দেখলেই হয়-টা কোন কথাই নয়। অলীক কুনাট্য রঙ্গে মজে যাওয়া নিয়ে লোকজন দুঃখ করে গেছেন বহুকাল থেকেই, এইটা কেন হয় সে হয়তো মনস্তাত্বিকরা জানেন।
    আমার ভালো না লাগলে আমি দেখবোনা, আর যার ভালো লাগলো সে ভয়ানক দাম্পত্য রাজনীতি কড়বা চৌওথ দুধের গ্লাসে বিষ সব দেখতে থাকলো আর আমি আমার বুদ্বুদে বিনা ভাষনে সুখে থাকলাম এ কি আর হয়। বিনোদনও একটা চাহিদা, সুস্থ অপশন না পেলে লোকে অসুস্থটা বেছে নেবে।
    লসাগুদার দেওয়া অংশুমান রায়ের কবিতা; কত নিঃসঙ্গ লোকজন এসব নিয়ে বেঁচে থাকেন, না দেখলেই হয় মানে, ওঁরা হঠাত করে ফরাসী সিনেমা দেখতে শুরু করবেন নাকি?

    যদিও খাওয়া বনাম খাওয়ানোর হিসেবটা সত্যিই বুঝিনা, এত সরল মনে হয়না।

    ' শুরু হলেই টিভি বন্ধ করে দেন না (যেমন রেডিওতে খেয়াল শুরু হলে অনেকে বন্ধ করে দেন) ।' - এইটা খুব দামী কথা।
  • Pi | 2345.110.454512.87 | ২১ আগস্ট ২০১৮ ১৪:১০377018
  • যাদুর সুতো বলে আবার কী লিখেছি এটা আমি?
  • একক | 3445.224.9002312.49 | ২১ আগস্ট ২০১৮ ১৪:১১377019
  • এই "আমাদের সময় " টা অতি গোলমেলে । আমি লিখে দিতে পারি যে আজ থেকে বিশ পর বেশ কিছু জনতা হাপুস নয়নে পোবন্ধ লিকবে "আমাদের সময়ের সেই পটলকুমার আজ আর হয়না " ।
  • dc | 232312.164.5678.99 | ২১ আগস্ট ২০১৮ ১৪:২৩377020
  • "না ভালো লাগলে দেখবেন না" - সে তো বটেই। আমি হিন্দি-বাংলা সিরিয়াল একেবারেই দেখি না, ইংরেজিতেও একটা দুটো দেখি। ইন ফ্যাক্ট টিভিও দেখিনা, দুয়েক সময়ে নেটফ্লিক্স নাতো অ্যামাজন প্রাইম দেখি। তবে আমার মার ভয়ানক সিরিয়ালের নেশা হয়েছে, তাই হিন্দি-বাংলা সব সিরিয়াল বন্ধ হয়ে যাক চাই। এছাড়া সিরিয়াল নিয়ে আমার আর কোন ইন্টারেস্ট নেই।
  • r2h | 340112.215.2356.33 | ২১ আগস্ট ২০১৮ ১৪:২৪377021
  • সে তো বটেই। তবে এক্ষেত্রে আমাদের সময়টা একটু ইয়ে কারন টিভি সিরিয়েল তো তখনই শুরু; হমলোগ-ই বোধয় প্রথম। আমরা হচ্ছি ভারতীয় টিভি সিরিয়াল দর্শকের প্রথম প্রজন্ম। বললে হবে?
  • dc | 232312.164.5678.99 | ২১ আগস্ট ২০১৮ ১৪:৩২377022
  • ভুল করে জি টিভি লিখেছিলাম দেখছি। ওটা হবে জিও টিভি।
  • b | 562312.20.2389.164 | ২১ আগস্ট ২০১৮ ১৫:১২377023
  • কেলগস টাই একটু ভালো। বকিগুলো পদের নয়।
  • সিকি | 894512.168.0145.123 | ২১ আগস্ট ২০১৮ ১৬:৫১377025
  • শুধু চকোজ-টা।
  • বাঙাল | 7823.63.124512.84 | ২১ আগস্ট ২০১৮ ১৮:১৪377026
  • অভিনেতার অভিনয় বেচে, মালিক ক পয়সা পেলেন তার ভিত্তিতেই পারিশ্রমিক হওয়ার কথা। তাইওভারটাইমের দাবিও ন্যায্য হতেই পারে।
  • Du | 7845.184.7845.63 | ২২ আগস্ট ২০১৮ ০৮:৪৩377027
  • অ শীল বলছে ১০ঘন্টাটা কখন থেকে কখন তাই নাকি ধোয়াশা!! জালিস্য জালি লোক।
  • dc | 232312.164.90034.232 | ২২ আগস্ট ২০১৮ ১১:৩৩377028
  • আজ সকালে মা বললো বাংলা সিরিয়ালে ধর্মঘটের জন্য নাকি সিরিয়াল দেখতে পারছে না। কি আনন্দের দিন! এবার এরকম একটা ধর্মঘট হয়ে সব হিন্দি সিরিয়ালও বন্ধ হয়ে যাক, সবথেকে ভালো হবে।
  • h | 230123.142.01900.75 | ২২ আগস্ট ২০১৮ ১২:১৮377029
  • কলাকুশলী রা ২০ ঘন্টা কাজ করলে ওভারটাইম পান কি? কি বিচিত্র ইনডাস্ট্রি, অভিনেতারা স্ট্রাইক না করলে এই ইসু টাও উঠতো না, আবার অভিনেতারা পাতি নিজেরা নিজেদের ইসু সেটল করে নিলে, বাকি টিম আঙুল চোষা ছাড়া কিছু করতে পারবে না, কারণ আর কিছুই না, অভিনেতাই হল এমন ওয়ার্কার, যে ক্লায়েন্ট এর কাছে এক্সপোজ্ড, এত পরিমানে লোক ওভার হল করেও সেটা আটাকায় নি ঃ-))))) সত্যি ই বেশ মজার ইনডাস্ট্রি ঃ-))) কি দাবী ভাই লোকের দিনে ২০ ঘন্টা কাজ করতে হবে, আবার হাজার বার রিপিট টেলিকাস্ট হলে বোধায় কোনো রাইট্স এর পয়হা কেউ পাবে না ....

    আমার অভিজ্ঞতা নেই ইনডাস্ট্রি তে, কিন্তু অন্তর্জাতিক মিউজিক ইনডাস্ট্রি তে, আর্টিস্ট ইউনিয়ন বা আর্টিস্ট কালেকটিভ কে পয়সা না দিয়ে কোনো রেকর্ড বা ইভেন্ট সেল করা অসম্ভব ছিল, রয়ালটি অ্যাকাউন্টিং এর মডিউলে এগুলো কনফিগারেবলে ধরা ছিল এবং সেগুলোর সঙ্গে কন্ট্রাক্টিং সফটওয়ার গুলো লিংক্ড ছিল তার রিপোর্ট আবার আর্টিস্ট ইউনিয়ন বা ইভেন্টস ম্যানেজার দের পাঠাতে হত। আর না পাথালে পতি মামলায় জেরবার হয়ে জেত লেবেল কোম্পানী। একটা আন্দাজ দেওয়া যেতে পারে, রে চার্ল্স মুভিতে শুধু মিউজিক এর ইউনিয়ন বা কালেকটিভ পেমেন্ট্স শুধু ইউ কে র শুধু রেডিও স্টেশন এর প্লেয়িঙ্গ রাইট্স এর জন্য হিসেব আলাদা আর বার বা ক্লাব এর প্লেয়িঙ্গ রাইট্স এর জন্য হিসেবে আলাদা। এবং মেন আর্টিস্ট এর থেকে মিউজিসিয়ান কঙ্গ্রিগেশন একটা মোটামুটি ফিক্সড প্রোপোরশন, রেশিও টা খুব ই আর্টিস্ট এর পক্ষে বেশি হলেও কলাকুশলী রা আঙুল চুশছেন না। ইভেন্ট বা বিলবোর্ড পেমেন্ট্স ইত্যাদি আর কিছু বলছি না। এত কিছু দিয়েও লেবেল কোম্পানীর প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন এবং রয়ালটি পেমেন্ট্স কখনৈ টোটাল রেভিনিউ এর ২৬% এর বেশি কোনদিন হত না। বাকি টাকা একসিকিউটিভ এর পকেটে, এটা কি শুধুই মারকেট সাইজ না কিছুটা রেগুলেশন এবং রুল অফ ল, জানি না।
  • h | 230123.142.01900.75 | ২২ আগস্ট ২০১৮ ১২:২৪377030
  • এবার ব্যাক এন্ডে প্রোডাকশনের সময়ে দিনে আট ঘন্টার বেশি কাজ করাতে গেলে বাংলা পয়সা বেশি দিতে হবে। হিসেব টা মোটামুটি এই, র‌্যাপ মিউজিসিয়ান দের যারা রেকর্ড করবে, সাউন্ড ইঞ্জীনীয়ারিং করবে, তারা রাত ১২ টায় কাজ শুরু করবে, আর সকাল ৬ তা ৭ টা অবদি কাজ করবে, বেশির ভাগ ই অল্প বয়সী সিঙ্গল লোক জন। পপ মিউজিসিয়ান রা সন্ধে ৬ টা থেকে ১২ টা রেকর্ডিং করবে। আর ক্লাসিকাল মিউজিসিয়ান রা যেহেতু অ্যারেঁজমেন্টে কোরাস অর্গানাইজ করতে সময় লাগে, ৯ টা ৫ টা আপিশ করবে ঃ-)

    বড় লেবেল কোম্পানী তে ইউনিয়নের ধাক্কা , স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এর ধাক্ক না সামলে কজ করা মুশকিল, কিন্তু প্রোমো বা রিপারটয়ার কোম্পানী তে হাওয়ার্স আজে বাজে, আর ক্যাজুয়াল ওয়ার্কার এর সংখ্যা বেশি।
  • h | 230123.142.01900.75 | ২২ আগস্ট ২০১৮ ১২:২৬377031
  • হলিউডে বা মিউজিক বা টেইভিসন ইনডাস্ট্রি তে, স্ট্রাইক , বিশেষত রাইটার্স স্ট্রাইক খুব কমন। কারণ টেকনিশিয়ান রা যা টাকা পায়, একেবারে লেজেন্ডারি শো না হলে রাইটার রা টাকা / ক্রেডিট ঠিক ঠাক পায় না।
  • h | 230123.142.01900.75 | ২২ আগস্ট ২০১৮ ১২:৩১377032
  • বাই দ্য ওয়ে আমি চাই না, সিরিয়াল বন্ধ হোক। কত লোকের সন্সার আছে ভাই। ইয়ার্কি না। তবে এরকম যদি হত, আমর বাড়িতে সিরিয়াল দেখা হবে না, কিন্তু সিরিয়াল সারাদিন পাড়ার মোড়ে মোড়ে চলবে, আর মায়েরা আপিশের লং আওয়ার্স এর মত করে গিয়ে সেগুলো দেখে আসবে, আর দেখতে দেখতে মুড়ি তেলেভাজা বার্গার খাবে , খুব ভালো হত, একটা নতুন কমিউটিং ইনডাস্ট্রি তৈরী হত, ট্রাফিক পুলিশ রা যত জেঠিমা কাকিমা দের বকুনির ভয়ে ঠিক ঠাক কাজ করত , সরকার রাস্তা না সারালে সরকার পড়ে যেত অনেক তাড়াতাড়িঃ-))))))
  • h | 230123.142.01900.75 | ২২ আগস্ট ২০১৮ ১২:৩২377033
  • প্রথমে ভাবা হয়েছিল ডাউনলোড এলে, লেবেল কোম্পানী উঠে যাবে, কিসুই হয় নি, লেবেল কোম্পানী ডাউনলোড ডিস্ট্রিবিউশনের বিজনেসে আরামে পয়সা করছে, কিন্তু ঐ আর কি রুল অফ ল আর কমপ্লায়েন্স না থাকলে সেটা হত না।
  • PT | 340123.110.234523.25 | ২২ আগস্ট ২০১৮ ১২:৪৮377034
  • কিন্তু কে কার বিরুদ্ধে "রুখে" দাঁড়াবে সেটা পোষ্কার হচ্ছে না। যারা স্ট্রাইক করছে তাদের হয়ে দেখলাম কথা বলল সোহম চক্রবর্তী যে কিনা তিনোমুলি তিনোমুল। অন্যদিকে প্রোডিউসারদের হয়ে যে বক্তব্য রাখছে সে পরিবর্তন শীল বামপন্থী তিনোমুল। আর কে না জানে বিশ্বাসের ভাই মোহতার সঙ্গে পিসী-ভাইপো-কাকু-মামু-দাদা-দিদিদের মাখামাখি সম্পক্কের কথা!!
  • dc | 232312.164.90034.232 | ২২ আগস্ট ২০১৮ ১৩:৩৬377036
  • সবাই সবার বিরুদ্ধে রুখে দাঁড়াবে :p
  • h | 340123.99.121223.135 | ২২ আগস্ট ২০১৮ ১৭:০৩377037
  • তারপরে দিদি পপ বল্লে সবাই সব মেনে নেবে ঃ-))))
  • Ekak | 12.39.9004512.127 | ২২ আগস্ট ২০১৮ ১৭:১৫377038
  • তুলোনা কর্তে হলে পশ্চিম নয় বড়জোর কোরিয়ান ইন্ডাস্ট্রির সঙ্গে তুলনা কর্তে পারেন। কারন পব তে সিরিঅল দুনিয়ায় জেটা চোল্ছে সেটা পিওর সোয়েট শপ, উদুম থার্ড ওয়র্ল্ড জিনিস। টেকনি রা কুত্তার মতো খাটে সেভেন ডেজ। এটা একমাত্র শিফ্ট চালু করে কিছু বেটার হতে পারে।
  • | 232312.163.45.139 | ২২ আগস্ট ২০১৮ ১৮:৫২377039
  • সিনেমার কাজে শিফট আছে এবং সে ভাবেই কাজ হচ্ছে । সেখানে তো সমস্যা হবার কথা না ।
    সিরিয়ালে সিনেমার মত শিফট চালু করলে হবে না । যেখানে বাংলায় সপ্তাহে ৭ দিনই টেলিকাস্ট হয় । প্রতি এপিসোড ২০ মিনিটের হলে তার মানে প্রতি দিন ২০ মিনিট শুটিং না করতে পারলে তো এপিসোড টেলিকাস্ট হবে না ।
  • r2h | 785612.119.560112.17 | ২২ আগস্ট ২০১৮ ২২:০৭377040
  • ভালৈ তো। তাহলে সাতদিনের বদলে তিনদিন টেলিকাস্ট হোক। সবাই খুশি।
  • dc | 232312.174.450112.10 | ২২ আগস্ট ২০১৮ ২২:২৫377041
  • এটা ভালো সলিউশান।
  • dd | 90045.207.0156.235 | ২২ আগস্ট ২০১৮ ২২:৩৩377042
  • সাদ্দিনই টেলেকাস্ট হোক না, অসুবিধে কোথায়? তবে দুই সেট অ্যাক্টর লাগবে। ধরুন অড ডে'তে এক গ্রুপ অ্যাক্টো করলো, আর ইভেন ডে'তে অন্য সেট। গল্পেও কোনো ছেদ পল্লো না। অ্যাক্টিং'এও বেশ কম্পিটিশন হয়ে গ্যালো।

    ক্যানো, দিল্লীতে তো ট্রেফিকের জন্য এরম' আইন আছে। লোকে তো তাতে গাল দেয় না।
  • | 232312.163.2367.79 | ২৩ আগস্ট ২০১৮ ০৯:৫৮377043
  • সপ্তাহে যদি ৫ দিন হয়, জি বাংলা তো কয়েকটা সিরিয়াল তাই করেছে। এতে শিল্পী, কলাকুশলী একটু হলেও রিলিফ পেয়েছে । কিন্তু মনে হয় না এরকম প্রস্তাব কেউ দেবে। আজ তো নবান্নে বৈঠক ।
    সপ্তাহে ৭ দিন এমন একটা সিরিয়ালের প্রধান অভিনেতাকে ফোন করলে ফোন তোলে না । অনেক পরে এস এম এস পাই " প্লীজ কিছু মনে করো না, খুব চাপে আছি "।
    এখন শুটিং নেই । সেই অভিনেতাকে সহজে পেয়ে গেলাম । সেও দেখলাম সপ্তাহে ৭ দিনের পরিবর্তে ৫ দিন চায় । তাতে চাপ অনেক কমবে। সকালে বেরোলে বাড়ী ফেরে রাত তিনটে । আবার পরের দিন সকাল ন’টা কল টাইম । এভাবে চলে যাচ্ছে ।
    মুশকিল অন্য জায়গায় । এই কাজের জন্য যে টাকা পায় সেটা তিনটে সিনেমা করলেও পাবে না । উপরন্তু কিছু সুযোগ সুবিধা । আস্ত একটা গাড়ি পায় যাতায়াতের জন্য ।
    দিন কমে গেলে কাজ কমবে। অনেক সুবিধা থেকে বঞ্চিত হবে ।
  • | 232312.163.2367.79 | ২৩ আগস্ট ২০১৮ ১০:০২377044
  • আরেকটা কথা । অন্যান্য চাকরির মত এখানে শিফটিং ডিউটি করা যায় না । যেটা হয় সেটা ডবল ইউনিট । কিন্তু তাতে তেমন সুবিধা হয় না ।
  • sm | 2345.110.784512.15 | ২৩ আগস্ট ২০১৮ ১১:৫৩377045
  • ব, একটু গুছিয়ে লিখুন তো, অভিনেতারা কত টাকা পায়?
    মানে রেট কতো?নায়ক, নায়িকা, পার্শ্ব চরিত্র করেন যারা, প্রত্যেকেই।
    দিনে এরা কতো ঘণ্টা কাজ করে?
    প্রযোজকরা কি শিফ্ট ডিউটি তে আপত্তি করছে?কেন?
  • PT | 340123.110.234523.24 | ২৩ আগস্ট ২০১৮ ১৮:২১377047
  • মেটাবেন, তিনি মেটাবেন!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন