এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সৌমিত্র - এবং উৎপল ও উত্তম

    ন্যাড়া লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০২ এপ্রিল ২০১৯ | ১৩৬৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 2390012.156.561223.1 | ০৩ এপ্রিল ২০১৯ ০০:০৭382923
  • বাঙলা সিনেমাকে বাঙলার বাইরের লোকে ঐ তিন পরিচালকের জন্যই চিনেছে। উত্তম কুমারের জন্য নয়।
  • এলেবেলে | 230123.142.0189.3 | ০৩ এপ্রিল ২০১৯ ০০:৪০382924
  • এসেম, আপনি যত 'ঋত্বিক তো বেনুদিকে হাতে পায়ে ধরেছিল,উত্তম কে রাজি করাতে, ওঁর ছবির লিড রোলের জন্য।' মার্কা বাক্য লিখবেন তত লোক হাসাবেন। এর আগে ওই উত্তম-সুপ্রিয়া ও ঋত্বিক নিয়ে নাস্তানাবুদ হয়েছিলেন মনে আছে? এক্ষুণি ঋত্বিকের রেফারেন্স দেব উত্তম নিয়ে? পারবেন হজম করতে? ঋত্বিক আপনার মগজের তিন কিলোমিটার দূরে বিলং করেন। কাজেই আর লোক হাসাবেন না মাইরি।
  • Atoz | 125612.141.5689.8 | ০৩ এপ্রিল ২০১৯ ০১:১৪382925
  • খুবই পিতৃতান্ত্রিক পরিচালক এঁরা। ঃ-)
  • একক | 340112.124.566712.143 | ০৩ এপ্রিল ২০১৯ ০৬:৫১382926
  • ম্যাদামারা মার্কেটে বেশ একটা চাঙ্গা টই খুলেছেন ন্যাড়াদা :):))) এবার জনতা লড়ে যাক !

    সৌমিত্র উত্তম নিয়ে আমার কোনো বক্তব্য নাই , লিখছি বরেসের ওই মগনলালের উচ্চারণ প্রসঙ্গে ।

    সিনেমাতে চরিত্র চিত্রণের ক্ষেত্রে রিয়ালিটিকে অবজেকটিভ কিংবা পারসেপ্টিভ দুটি দৃষ্টিকোণ থেকেই দেখানো জায়েজ । মগনলালের আচার ব্যবহার -উচ্চারণ -ডিক্সন পুরোটাই পারসেপ্টিভ । অর্থাৎ সোজা ভাষায় বললে বাঙালি যে চোখে একজন হিন্দিভাষী "বেওসায়ি " কে দেখে । অবস্সই পিওর ইউপিআইট উচ্চারণ ওটা নয় । কাঙ্খিতও নয় এক্ষেত্রে । মগনলালের কলকাতায় বাড়িতে রেইডের কথা আছে । অর্থাৎ সে দীর্ঘকাল কলকাতা থেকেছে । তার কালোবাজারি থেকে স্মাগলিং এসব ধান্দা আছে । এরকম চরিত্র ঠিক কিভাবে বাংলা বলবে তার একটা ফানি স্টিরিওটাইপিং হচ্ছে মগনলালের বাংলা । কারণ সে দুষ্টু লোক , অর্ডিনারি দুষ্টু নয় , এক্সট্রা অর্ডিনারি দুষ্টু :)) সত্যজিৎ ভেবে চিন্তেই এধরণের লোকদের বাচনভঙ্গী নিয়ে বাঙালির যে পারসেপ্টিভ রিয়ালিটি তাকে অনুসরণ করেছেন । কাজেই এক্ষেত্রে উৎপলবাবুকে দোষ দেওয়া যায়না মনে হয় ।

    এরকম উদাহরণ সিনেমা শিল্পে আরো অনেক অনেক আছে । খেয়াল করে দেখুন মনে পড়বে ।
  • sm | 2345.110.014512.40 | ০৩ এপ্রিল ২০১৯ ০৮:৫৬382927
  • সত্যিই নাস্তানাবুদ হয়েছিলুম!হবে হয়তো!
  • S | 458912.167.34.76 | ০৩ এপ্রিল ২০১৯ ০৮:৫৯382928
  • টাইম পাসের জন্য সক্কলে দেখুনঃ

  • sm | 2345.110.014512.40 | ০৩ এপ্রিল ২০১৯ ০৯:২৪382929
  • ওটা ছেড়ে,শেষ অঙ্ক,চৌরঙ্গী,খোকা বাবুর প্রত্যাবর্তন,সন্যাসী রাজা,ধন্যি মেয়ে,শাপ মোচন,এন্টনি ফিরিঙ্গী, এগুলো দেখুন।
    তবে কথায় আছে,মেছুনি মাথার পাশে মাছের চুপরি না রাখলে ঘুমুতে পারেনা। শরীলে জ্বালা হয়। কি একটা চিট পিট, চিট পিট করে।
  • b | 562312.20.2389.164 | ০৩ এপ্রিল ২০১৯ ০৯:৪০382931
  • ন্যাড়াদার বক্তব্যে বক্তব্য হ্যাজ (ইংরিজি, বাঙলা না)।

    সৌমিত্র নিয়ে কমেন্ট নেই, কিন্তু আমার এটাও মনে হয়, উত্তমের ঐ টিপিক্যাল বাঙলা রোম্যন্টিক হিরো হিশেবে টাইপকাস্ট হয়ে যাওয়ার জন্যে ক্ষতি হয়েছে। সুযোগ পেলে উনি নিজেকে ভাঙতে পারতেন, বা রিস্ক নিতে পারতেন। তিনটে সিনেমা আপাতত মনে পড়ছে, থানা থেকে আসছি (১৯৬৫), জতুগৃহ (১৯৬৪) আর সব্যসাচী (১৯৭৭)। শেষটায় মাল্টিপল রোল।
    এর থেকে মনে হয়, একটু আলাদা রকমের সিনেমা হলে, আর তেমন পরিচালকের হাতে পড়লে উত্তম খুব একটা খারাপ করতেন না। সব নিশ্চয়ই ভালো হত না, কিন্তু বেশিরভাগটাই উতরে যেতো।

    আর ঋত্বিক, সত্যজিত মৃণাল কে কাকে নিয়ে সিনেমা করলেন, বা করলেন না, এটা নিয়ে খুব একটা ভাবিত নই। ওনাদের পছন্দ।
  • sm | 2345.110.014512.40 | ০৩ এপ্রিল ২০১৯ ০৯:৪০382930
  • আর একটা ছোট তথ্য।মানিক বাবু,পথের পাঁচালী করার সময় ঘরে বাইরে করবেন বলে ঠিক করেছিলেন।ওঁর সন্দীপ চরিত্রে অভিনয় করার জন্য,উত্তমকে রিকোয়েস্ট করেন।উত্তম ওটি সবিনয়ে প্রত্যাখ্যান করেন ও বলেন যে তিনি নেগেটিভ রোল করবেন না।
  • PT | 340123.110.234523.4 | ০৩ এপ্রিল ২০১৯ ১০:২৮382933
  • উত্তমের "আমি সে ও সখা" কি বাদ গেল?
  • sm | 2345.110.014512.40 | ০৩ এপ্রিল ২০১৯ ১০:৫১382934
  • স্ত্রী,অগ্নীশ্বর,ছদ্মবেশী,সাহেব বিবি গোলাম,নায়িকা সংবাদ।
    দেখতে ভালোই লাগে।উত্তম এর অভিনয় ও যথাযত।
  • de | 90056.185.673423.57 | ০৩ এপ্রিল ২০১৯ ১০:৫২382935
  • উত্তমের টিপিক্যাল রোম্যান্টিক সিনেমা আমারো ভালো লাগে না -

    কিন্তু তার বাইরেও ভদ্রলোক বেশ অন্য রকমের চরিত্র নিয়ে চিন্তা ভাবনা করতেন -

    সৌমিত্রকে রিসেন্টলি "সোনার পাহাড়" বলে নেটফ্লিক্সে থাকা একটা সিনেমায় দেখলাম - অতীব খারাপ অভিনয় - ওনার বাচনভঙ্গী পাল্টানোর সিরিয়াস একটা চেষ্টা করা উচিত - এতো একরকম -

    তবে হ্যাঁ, ময়ুরাক্ষী তে ওনার অভিনয় ভালো লেগেছে - সেখানে বেশী কথা বলতে হয়নি ওনাকে -
  • sm | 2345.110.014512.40 | ০৩ এপ্রিল ২০১৯ ১১:০৫382936
  • এই গ্যাদগেদে রোমান্টিক চরিত্রের চর্বিত চর্বন সম্পর্কে উনি ভালো মত অবহিত ছিলেন বলেই ,এতো ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ও চ্যালেঞ্জ নিয়েছেন।
    অধিকাংশ ক্ষেত্রে সফল।হিন্দি সিনেমায় অভিনয় এর অংশটুকু ছাড়া।
    ওটাও হতো,বিশ্বজিতের আমলে শুরু করলে,আর ওস্তাদ রেখে উচ্চারণ শুধরে নিতে পারলে।
  • Amit | 340123.0.34.2 | ০৩ এপ্রিল ২০১৯ ১১:২৭382937
  • একজনের অভিনয় কে বড়ো দেখাতে হলে আর একজনকে ছোট কেন দেখাতে হবে ? যতই শিল্প, শিল্প বলিনা কেন, ইন্ডাস্ট্রি তা একটা ব্যবসাও। টাকা ঢেলে সিনেমা বানালে টাকাটা ওঠাও তো জরুরি। ষ্টার এবং অভিনেতা, দুজনের ই দরকার আছে। অনেকেই বলেছে আগে যে অমিতাভ বচ্চনের থেকে নাসিরুদ্দিন শাহ ভালো এক্টর, যদি সেটা সত্যিও হয়, লোকে কার ছবি পয়সা দিয়ে বেশি দেখতে যায় ? আর সে রকম রোল পেলে অমিতাভ ও যথেষ্ট ভালো এক্টিং করতে পারেন , বহুবার দেখা গেছে। এ রকম ভাবে কম্পারিসন হয় না কি ?

    উত্তম একাই একটা পুরো ইন্ডাস্ট্রি কে অনেক দিন ঘাড়ে করে টেনেছেন, যে রকম সিনেমাই হোক আর যত খাজা এক্টিং ই বলা হোক না কেন, লোকে টিকেট কেটে সেগুলো দেখ্তে গেছে। সেই ষ্টার ভ্যালু আর কারোর ছিল না। উত্তম মারা যাওয়ার পরে সৌমিত্র বা অন্যরা তো ফাঁকা মাঠ পেয়েছিলেন, কিন্তু কেওই ইন্ডাস্ট্রিকে টানতে পারেন নি। বরং রঞ্জিত মল্লিক সেই পুলিশ এর রোল করে বহুদিন পরে হিট সিনেমা দিয়েছিলেন।
  • S | 458912.167.34.76 | ০৩ এপ্রিল ২০১৯ ১১:৩১382938
  • বাংলার সবথেকে হীট সিনেমা কোনটি?
    বেদের মেয়ে জোসনা।

    লোকে দেখছে মানেই সেটি অতি উচ্চমানের শিল্প সেটা কিকরে জানা গেলো?
  • amit | 340123.0.34.2 | ০৩ এপ্রিল ২০১৯ ১১:৩৫382939
  • S , আমি হিট সিনেমা মানেই উচ্চমানের শিল্প একেবারেই বলছিনা। কিন্তু একটা ইন্ডাস্ট্রি শুধু শিল্প দিয়ে চলে না, পয়সা আসাও জরুরি। সৌমিত্র বলুন বা অন্য কেও, শুধু আর্ট ফিল্ম করে কি টিকে থাকতে পারতেন ? কে বানাতো সেই সব সিনেমা ?
  • S | 458912.167.34.76 | ০৩ এপ্রিল ২০১৯ ১১:৩৮382940
  • সেইসব দেখলে তো আজকের জীত উত্তমকুমারের থেকেও বেটার। একাই ইন্ডাস্ট্রিকে হীট দিয়ে চলেছে। কোটি টাকা নিয়েও প্রোডিউসারকে লাভ করিয়ে দিচ্ছে। আপনি জীতের কটা সিনেমা দেখেছেন? আমি অনেকগুলো দেখেছি।
  • S | 458912.167.34.76 | ০৩ এপ্রিল ২০১৯ ১১:৪০382941
  • দেব, উত্তমকুমার, জীত, শাহরুক, আরো আছে - এদের সবার ক্ষেত্রে আমার একটাই বক্তব্যঃ প্রচন্ড সাকসেসফুল, প্রচুর পয়সা করেছে, খুব পপুলার, এবং খাজা অভিনেতা।
  • sm | 2345.110.014512.40 | ০৩ এপ্রিল ২০১৯ ১১:৪৮382942
  • বেদের মেয়ে জ্যোৎস্না,বাংলায় সবথেকে হিট সিনেমা?
    কোন লিংক আছে?
    যদিও ওটি বাংলাদেশের মুভি।
  • Amit | 340123.0.34.2 | ০৩ এপ্রিল ২০১৯ ১১:৫১382944
  • যাকগে, যেতে দিন। হিট, মিস হিট এর চক্করে ঢুকে পড়লে আলুচোনা বেপথে চলে যাবে।

    টুয়িটা শুরু হয়েছিল যে সৌমিত্র একটা নির্দিষ্ট অভিনয়ের গন্ডির মধ্যে নিজেকে আটকে রেখেছিলেন, সে রকম ভাবে বিভিন্ন রোলে এক্সপ্লোর করেন নি। আমি মূল লেখকের সাথে মোটামুটি একমত। সৌমিত্র হয়তো ভালো অভিনেতা, শুধু ভালো কেন, অসাধারণ হয়তো, কিন্তু ওনার স্টাইল হোক বা বাচন ভঙ্গি, ওনাকে একটা গন্ডিতে আটকে রেখেছে। উত্তমকুমার বা উৎপল দত্ত যেসব ছবিতে ভিলেন এর অভিনয় করেছেন, সেখানে ওনাদেরকে দেখে সত্যি ভিলেন মনে হয়েছে। সৌমিত্র র সেখানে সাফল্য কোথায় ? ঝিন্দের বন্দিতে কি ওনাকে আদৌ ভিলেন বলে মনে হয়- ? আর সাইড রোলে ও ওনার অভিনয় একটা সার্টেন টিপিক্যাস্ট বলে মনে হয়।

    এগুলো জাস্ট আমার ওপিনিয়ন। আমি কোনো বোদ্ধা নয়।
  • এলেবেলে | 230123.142.67900.121 | ০৩ এপ্রিল ২০১৯ ১১:৫৬382945
  • এসেমকে এই কারণেই বলেছিলাম 'ঋত্বিক আপনার মগজের তিন কিলোমিটার দূরে বিলং করেন।'

    আগে দেখে নিই ঋত্বিক স্বয়ং অভিনেতাদের সম্পর্কে কী বলতেন —

    ব : সিনেমার অভিনেতাদের সম্পর্কে আপনার কী ধারণা?
    ঋ : আমি দু’ধরণের অভিনেতাকে চিনি। প্রথমত, শিশু অভিনেতা। মাঝে মাঝে আমার মনে হয় ফিল্মের সর্বশ্রেষ্ঠ অভিনেতা হচ্ছে শিশু। এরা কী করতে হবে তা খুব সহজে বোঝে। দ্বিতীয়ত, আমি চিনি শিশির ভাদুড়ীর মতো অভিনেতা কিংবা প্রভা দেবীর মতো অভিনেত্রীকে। এঁদের কাছে কী আমার প্রয়োজন তা গুছিয়ে বলা যায়। এবং এঁরা বোঝেন। এই দুই শ্রেণীর মাঝখানের অভিনেতা-অভিনেত্রীদের কিছু বোঝানোর চেষ্টা বৃথা। এদের সিনেমা সম্পর্কে কোনো ধারণা নেই। এদের খাটিয়ে নিতে হবে কলের পুতুলের মতো।
    ব : অভিনেতাদের আপনি কতটা গুরুত্ব দেন?
    ঋ : অভিনেতারা আমার কাছে রোবট মাত্র। তার বেশি কিছু নয়। কারণ সিনেমার কম্পোজিশনের মধ্যে মানবজীবনের ঘটনাবলী ঘটতে থাকে, অভিনেতা এগুলোর মধ্যে আছে। কিন্তু এগুলোর তাৎপর্য অনুধাবনের জন্য শিল্পের গভীরে অনুপ্রবিষ্ট হওয়ার মতো মানসিক প্রস্তুতি তাদের থাকে না।
    [অজয় বসুর গৃহীত সাক্ষাৎকার, ‘অভিনয়’, মে ১৯৭০]

    এবার উত্তমকুমার সম্পর্কে ঋত্বিক —

    আমার নায়করা উত্তমকুমারের মতো ডেবনয়র ম্যাটিনি আইডল রোম্যান্টিক হিরো হয় না। তারা খেটে খায়। জীবন সংগ্রাম করে। তাদের কাহিনী বাস্তব। কাল্পনিক নয়। তাই সেই সব ঘাম আর অশ্রুতে ভেজা চরিত্রে উত্তমকুমার বেমানান।
    আমার ছবিতে অমন ‘বোভাইন লুকের’ অভিনেতাকে নায়ক ঠিক মানাবে না বলেই নিইনি এতদিন। জীবন সংগ্রামের তাপে পোড় খাওয়া চরিত্রে চাই তীব্র জ্বলন্ত দৃষ্টি। গরুর মতো চোখ নিয়ে সেই সব চরিত্রের রূপ দেওয়া সম্ভব নয়। কঠোর কঠিন বাস্তবের প্রতিদ্বন্দ্বী একজন চরিত্রে লালু গালু মাখনের মতো নরম হিরো দিয়ে হবে না বলেই উত্তমকুমারকে কোনোদিন আমার ছবিতে হিরো করিনি।
    [১৯৭৪ সালের মে মাসে গৃহীত এক সাক্ষাৎকার থেকে]

    সব শেষে সুপ্রিয়া-উত্তম ও ঋত্বিক নিয়ে নাস্তানাবুদ হওয়ার লিঙ্ক —
    http://www.guruchandali.com/blog/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1517038082325&contentPageNum=1
  • S | 458912.167.34.76 | ০৩ এপ্রিল ২০১৯ ১১:৫৭382946
  • বাংলাদেশের লোকেরা বাংলায় কথা বলে।
  • এলেবেলে | 230123.142.67900.121 | ০৩ এপ্রিল ২০১৯ ১২:০১382947
  • বেদের মেয়ে জোসনা (জ্যোৎস্না নয়) বাংলায় সেরা হিট গুগাবাবাকে হটিয়ে। অবিশ্যি যাঁর ছবির তালিকায় সন্ন্যাসী রাজা, স্ত্রী, ধন্যি মেয়ে থাকে তাঁকে এসব বলা বৃথা! কি ভাগ্যিস মৌচাক কিংবা অমানুষ নেই!!
  • sm | 2345.110.014512.40 | ০৩ এপ্রিল ২০১৯ ১২:০৭382948
  • দূর, বে মে জো এর গ্রস আর্নিং ছিল 20 কোটি বাংলাদেশি টাকা।
    সেখানে এমাজন অভিযান এর 52 কোটি ইন্ডিয়ান টাকা।
    আজে বাজে বকলেই হবে!
  • S | 458912.167.34.76 | ০৩ এপ্রিল ২০১৯ ১২:০৯382949
  • সৌমিত্র চ্যাটার্জির নাটক দেখিনি। সিনেমায় অভিনয় ভালই লাগতো। রিসেন্ট সিনেমাগুলোতে বড্ড একঘেয়ে অভিনয় করেছেন। টোনটা পাল্টানোর দরকার আছে। উনার মতন নাটকের লোকে সেটা না বুঝলে মুশকিল। হয়তো পরিচালকরা ওরকমই একঘেয়ে জিনিসই চান। ইন্ডিয়াতে জনগনও একঘেয়ে জিনিস, একজন লোককে একই রোলে ২০০ টা সিনেমায় দেখতেই পছন্দ করে।

    উত্তমকুমার বোধয় শেষে এসে বুঝেছিলেন যে ভুল হয়ে গেছে, বড্ড একঘেয়ে রোলে অভিনয় করে ফেলেছেন। তাই বাঘ বন্দির খেলা, অগ্নিশ্বর ইত্যাদি করেছিলেন। ততদিনে অনেক দেরি হয়ে গেছে। বাঘ বন্দীর খেলা আমার ভালো লাগেনি। উত্তমবাবুর অভিনয় অত্যন্ত অতিরন্জিত (ওভার অ্যাক্টিঙ্গ)। ঐ রোলে বিকাশ রায় অভিনয় করলে সিনেমাটা অনেক বেটার হতো।
  • sm | 2345.110.014512.40 | ০৩ এপ্রিল ২০১৯ ১২:১১382950
  • আরে আমি তো, স্বীকার করলাম, বেনুদিকে ঋত্বিক হাতে পায়ে ধরে নি। আর আমি নাস্তানাবুদ হয়েছিলাম।
    তার পরেও এই দু :স্বহ জ্বালা থেকে মুক্তি নেই!
  • এলেবেলে | 230123.142.67900.121 | ০৩ এপ্রিল ২০১৯ ১২:১২382951
  • তক্কোর জন্য তক্কো! বেদের মেয়ে জোসনা সেই সময়ে বাংলায় সবচেয়ে হিট ছবি। গুগাবাবাকে হারিয়ে। তার মানে এই হয় যে তার পরে আর কোনও হিট ছবি হয়নি?!!!

    আর উত্তম কুমড়োকে যে ঋত্বিক পথে বসিয়ে দিয়ে গেলেন! যে কুমড়োকে নিয়ে নাকি ঋত্বিকের ছবি করার কথা!!
  • S | 458912.167.34.76 | ০৩ এপ্রিল ২০১৯ ১২:১৬382952
  • বক্স অফিস দিয়ে হিট মাপা হচ্ছে? সেই হিসাবে শোলে তো সুপার ফ্লপ।
  • S | 458912.167.34.76 | ০৩ এপ্রিল ২০১৯ ১২:২৩382953
  • জেনারাল ইনফ্লেশান রেট দিয়ে বক্স অফিসের কালেকশান অ্যাডজাস্ট করা যায়্না।

    আমাজন অভিজানের টিকিটের দাম ছিলো ২৮০ টাকা। বেদের মেয়ে জোস্নার সময় বান্টিতে টিকিট পাওয়া যেতো ৫ টাকায়। এইবারে হিসাব করুন। ধরলাম যে বাংলাদেশেও ৫ টাকাই টিকিট ছিলো। তাহলে ৪ কোটি টিকিট বিক্রি হয়েছে। সেই হিসাবে আজকের দিনে ১০০ টাকা টিকিটের দাম হলেও ৪০০ কোটির বক্স অফিস হতো।
  • sm | 2345.110.893412.172 | ০৩ এপ্রিল ২০১৯ ১২:২৫382955
  • আপনি কি মাপকাঠি দিয়ে সবচেয়ে হিট মুভি বললেন,সেইডা আগে ক্লিয়ার করেন।বড় এস কে।
    --
    আমার তো মনে হয়,উত্তম কে পথে বসানো রাস্তায় গড়া গড়ি খাওয়া এলকহোলিক ঋত্বিক এর পক্ষে সম্ভবপর নয়।কোনকালেই,কোন অবস্থাতেই।
    উত্তম দয়াপরবশত রাজি হয়েছিল বই করতে। কিন্তু মাতলামি দেখে পিছিয়ে এসে সঠিক কাজ করেছেন।
    সৌমিত্র তো মেরেছিল না কি একটা করেছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন