এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দুধেলা গাই হ্যাজ

    NRS
    অন্যান্য | ১২ জুন ২০১৯ | ৭২২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • NRS | 56.182.7823.14 | ১২ জুন ২০১৯ ০৯:৩৭383407
  • আসিফা তো বিচার পেল।খানিকটা হলেও পেল।যদিও আমি অপরাধীদের মৃত্যুদন্ড হলেই খুশি হতাম।

    কিন্তু গুড়িয়া এখনও বিচার পায়নি।গুড়িয়ার বাবা বিনোদ দাস,কোলকাতা কর্পোরেশানের সাফাই কর্মী আজও তার দশ বাই আটের ঘরে বসে বসে অপেক্ষা করে মেয়ের একটা খবর সে পাবে।না মেয়ের বেচে থাকার আশা সে আর করেনা।খালি আশা করে মেয়েটার মৃত্যুটা কিভাবে হয়েছিল সেটুকু যদি জানা যায়।আমরা তাকে বলতে পারিনা তার মেয়ের কি হয়েছে খুন হয়েছে নাকি পাচার হয়ে গেছে এমন কোন জায়গায় যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়।

    এখন বিনোদ দাস খালি একটাই কথা বলে, "এই শহরে গরীব মানুষরা বিচার পায়না বাবু"।

    আমরা কিছু বলতে পারিনা।চুপ করে শুনি।কিইবা বলব।কিছুই তো বলার নেই।

    ইতিমধ্যে হাইকোর্টের রায়ে দুই দুইবার সিটের সদস্যদের পরিবর্তন করা হয়েছে।গুড়িয়াকে খুজে পেতে পুলিশের অনীহা সব কিছুকে ছাপিয়ে গেছে।তার আগে জনসাধারনের ক্ষোভ ধামাচাপা দেওয়ার জন্য তারা টুইট করে হুমকি দিয়েছিল।তারপরে তারা একটি মৃতদেহ এনে হাজির করেছিল।ডিএনএ টেস্টিং করেও ডিএনএ ম্যাচ করেনি।তারপরে পুলিশ আর কোন দিশা দেখাতে পারেনি।অবশ্য দিশা দেখানোর খুব একটা আগ্রহও দেখায়নি তারা।

    অনেকে ছিল যারা নাকি সেই সময় গুড়িয়াকে মিন্টু মিঞার সাথে সুখে শান্তিতে ঘরকন্না করতে দেখে এসেছিল,কিন্তু গুড়িয়ার কোন খোজ পাওয়া যায়নি।এমনকি গত ফেব্রুয়ারিতে গুড়িয়া আঠারো বছরের হয়ে যাওয়ার পরেও কোন খোঁজ পাওয়া যায়নি।অবশ্য গুড়িয়াদের খোঁজ পাওয়া যায়ওনা।তারা এক হাত থেকে আরেক হাত বদল হতে হতে চলে যায় না ফেরার দেশে।মিন্টু মিঞা অবশ্য আছে বহাল তবিয়তেই।তাকে পুলিশ আর বিরক্ত করেনি।

    আর বিনোদ দাসরা অপেক্ষায় থাকে কবে আবার মেয়ে রাতে ঘুমের সময় তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করে ডেকে বলবে, "বাবা, একটা টাকা দেবে,লজেন্স কিনব"।গুড়িয়া তো লজেন্স কিনতে গিয়েই হারিয়ে গেছিল।নাকি গুড়িয়া হারিয়ে গেল আমাদের "সম্প্রীতি" খোঁজার তাড়নায়?

    উত্তর নেই।আমাদের কাছে কোন উত্তরই নেই বিনোদ দাসকে দেওয়ার জন্য।আমাদের কাছে আছে খালি নীরবতা।আর কিইবা দেবে এই শহর বিনোদ দাসকে।এক গরীব সাফাই কর্মী তো এই শহরের কেউ হয়না।তার তো কেউ নেই এই শহরে আর যে তাকে হাত ধরে ভরসা দেবে।তার মেয়ে তো কোথাও নেই আর।

    এই শহর খালি তাকে দিয়েছে একাকীত্ব।তাই নিয়েই সে বেচে আছে।আর অপেক্ষা করে চলেছে কোন একদিন তার মেয়ের মৃত্যুটা সে জানতে পারবে, সেদিন সেও চলে যাবে হয়ত না ফেরার দেশে।এই শহরের "সম্প্রীতি" কেড়ে নিয়েছে বিনোদ দাসের বাঁচার ইচ্ছা।বিনোদ দাস এখন এক জীবন্মৃতের নাম।

    https://www.facebook.com/diptasya.jash/posts/1935419136497894

    https://www.facebook.com/diptasya.jash/posts/1928586127181195

    https://www.facebook.com/diptasya.jash/posts/1930633280309813
  • NRS | 56.182.7823.14 | ১২ জুন ২০১৯ ০৯:৩৮383480
  • আমরা জানি, মৃত্যুর কোন জাত নেই। কিন্তু ইসলাম ধর্মে অ-মুসলিম মৃতদেহ নিয়েও গোঁড়ামিতে ভুগছে। একজন মুসলমান মারা গেলে, আরেকজন মুসলমানের বলতে হয়, “ইন্ন লিল্লাহে ওয়াইনা ইলাহে রাজেউন", অর্থাৎ "এই মুসলমান ভাইয়ের পবিত্র মৃতদেহটি যেন চির শাস্তিতে চিরনিদ্রায় কবরে শায়িত থাকে"। কিন্তু হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী মৃতদেহ রাস্তা দিয়ে বহন করার সময় মুসলমানদের পবিত্র কোরাণের এই আয়াতটি বলতে শোনা যায় বা বলতে হয়, - “ ফিনারে জাহান্নামে খালেদুন”। অর্থাৎ "ওহে কাফির, বিধর্মী,... তুমি যেন জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে শেষ হও"।

    কোথাও কোন সভাসমাবেশে শুধুমাত্র মুসলমান ব্যক্তিগণ উপস্থিত আছেন, এরূপ বুঝলে তখন তাদের বলতে হয় “আচ্ছালামু আলাইকুম ওয়া রকমতুল্লহে বরকাতু” অথবা সংক্ষেপে "আচ্ছালামু আলাইকুম” বললেও চলে। অর্থাৎ আল্লার তরফের শান্তি (একমাত্র) আমাদের উপর বৰ্ষিত হোক, এবং আপনার উপরও বর্ষিত হোক। কিন্তু উক্ত সমাবেশে মুসলিম ছাড়া হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বীগণও উপস্থিত আছে এইরূপ বুঝলে, তখন তাদের বলা কর্তব্য,- “ আচ্ছালামু আলাইকুম ইয়া মানিত্ত বাল হুদা” অর্থাৎ আল্লার তরফের শাস্তি একমাত্র মুসলমান ভাইদের উপর বর্ষিত হোক, বিধমীদের জন্য তা প্রজোয্য নয়।

    তাহলে সহজেই অনুমেয়, পবিত্র ইসলাম ধর্ম থেকে বিশ্ববাসী কি ধরনের শান্তির বাণী পেতে পারেন। অথচ হিন্দুধর্মে গীতার বাণী হল ওঁ শান্তি ওঁ শান্তি ওঁ শান্তি। - অর্থাৎ এখানে বিশ্ববাসীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করা হয়েছে। কাউকে বাদ দিয়ে কল্যাণ কামনা করা হয় নি। এটাই চির শাশ্বত সনাতন ধর্মের মাহাত্ম্য।
  • NRS | 56.182.7823.14 | ১২ জুন ২০১৯ ০৯:৩৯383491
  • ডাক্তারবাবুরা বৃথা এত পরিশ্রম করছেন। আজ আপনারা আন্দোলন করবেন, কাল আপনাদের আন্দোলন হাইজ্যাক হবে মাননীয়ার পেটোয়া কিছু নির্মল মাজি বা নকশাল নেতার দ্বারা। পরশু উনি নীলরতন সরকারে ঢুকবেন, একপাশে বীরেন্দ্র আরেকপাশে বিনীতকে দাঁড় করিয়ে হাতে মাইক নিয়ে ইন্টার্নদের জন্য প্যাকেজ ঘোষনা করবেন, দোষীদের শাস্তি ঘোষনা করবেন, লোকদেখানো এক আধটা দুধ দেওয়া গরুকে কয়েক মাসের জন্য হাজতে পুরে জনরোষের হাত থেকে বাঁচাবেন,... ব্যাস তেনার পেটোয়া আন্দোলনের নেতৃত্বের হাততালিতে আপনাদের 'কিন্তু' চাপা পড়ে যাবে। এক সপ্তাহের মাথায় আবার আপনারা ডিউটি জয়েন করবেন, পরের মাসে আবার শান্তিপ্রিয় দুধেল গাইদের দ্বারা আক্রান্ত হবেন, এবার একটা ট্রাকে লোক ভর্তি করে এসে ইঁট মেরে গেছে এরপর হয়ত দশটা ট্রাকভর্তি লোক নিয়ে এসে গোটা মেডিক্যাল কলেজটাই জ্বালিয়ে দিয়ে যাবে... আপনাদের মধ্যে যাঁরা বেঁচে থাকবেন, আবার দুদিন ধর্নায় বসবেন, আবার সেম প্রসেস রিপিট হবে। (আর ততদিনে অভিযুক্তরা বেকসুর খালাস হয়ে যাবে)

    এতকিছুর মধ্যে শেষমেশ চুতিয়া কারা বনবে?? আপনাদের সমর্থন করা নন মেডিকো মানুষজন। তাঁদের শুনতে হবে কলেজে কলেজে ডাক্তারের মাথায় ইঁট মেরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া দুধেল গাইদের ধর্ম হয় না। তাঁরা পাকিস্তানের ডেড সমর্থক হলেও না।
  • NRS | 56.182.7823.14 | ১২ জুন ২০১৯ ০৯:৪০383502
  • আসলে ওরা বুঝে গেছে যে রাস্তায় বাইক নিয়ে বেরোলে নিজেদের প্রোটেকশনের জন্যও হেলমেটের দরকার পড়ে না । একফালি টুপিই যথেষ্ট ।

    ওরা এটাও বুঝে গেছে যে খুলি তো ওদের ভাঙবেই না , উল্টে অন্যের খুলি ভেঙে দিলেও তাদের শাস্তি হবে না ।

    আফটার অল , দুধেল গাইদের খুলি ভাঙে না ( অরণ্যের প্রাচীন প্রবাদ ) ।
  • NRS | 56.182.7823.14 | ১২ জুন ২০১৯ ০৯:৪১383524
  • এই যে চোখে গুলি করে , মাথায় গুলি করে হত্যা , এটার কিন্তু একটা ট্র্যাডিশন আছে ।

    ফিরে যেতে হবে পনেরোশো বছর আগের ইতিহাসে , মরুভূমিতে একদল যাযাবর বেদুইনের গোষ্ঠীদ্বন্দ্বের লড়াইয়ে আধিপত্য কায়েম করার মোডাস অপারেন্ডিতে । মরুভূমিতে সম্পদ কম , অর্থাত বেঁচে থাকার লড়াইতে সেই সীমিত সম্পদের ওপর নজর সবারই । ফলে যে যুদ্ধটা হত , তাতে যুদ্ধ জয় শুধুমাত্র সৈন্য সামন্তদের বন্দী করে ক্ষান্ত থাকলে চলত না । বিজিতদের এমন শাস্তি দেওয়ার চল থাকত যাতে কিনা পরবর্তী প্রজন্ম মাথা তুলে দাঁড়াতে না পারে । বিদ্রোহের বীজ বুড়বুড়ি কাটার সময়ই সেই ভয়ঙ্কর শাস্তির চিন্তা মাথায় আসতে বাধ্য ।

    সাম্রাজ্যবাদ বিস্তারে এই সাইকলজিকাল গেম থাকতেই পারে । কিন্তু এই সাম্রাজ্যবাদ বিস্তারকে যখন ধর্মের মোড়কে পেশ করা হয় , সেটাই বিপজ্জনক । আপামর জনসাধারণ যাকে শান্তির ধর্ম বলেন , সেটা যে আসলে একটা পলিটিকাল বিলিফ , সেটা যে কবে আমরা বুঝব ?

    সন্দেশখালিতে যেটা হচ্ছে , সেটা ইতিহাসের পুনরাবৃত্তি মাত্র । নোয়াখালির কথা স্মরণ করা যাক । আউট অফ অল প্লেসেস , হোয়াই নোয়াখালি ? ওখানকার ভৌগলিক অবস্থান খেয়াল করুন , তিনদিক নদী দিয়ে ঘেরা । অত্যাচারিত মানুষের পালাবার পথ নেই , ফলে পড়ে পড়ে মার খাওয়াটাই ছিল ভবিতব্য । পূর্ব বাংলায় সেই সময় কিন্তু হিন্দুদের পাল্টা মার দেওয়ার মত সংখ্যাধিক্য ছিল , কিন্তু নোয়াখালির ঘটনা আসলে তাদের শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছিল ।

    সেম ওল্ড ট্যাক্টিক্স । সেম ওল্ড স্ট্র্যাটেজি । জায়গার নামই শুধু পাল্টে যায় ।

    ইন্সাফ তিনি দিচ্ছেন , ইঞ্চিতে ইঞ্চিতেই দিচ্ছেন । তবে ভুলে যাচ্ছেন যে মানুষ সব কিছুরই জবাব দেয় । তখন কিন্তু হিসেবটা এক্কেবারে মিলিমিটারেই হবে ।
  • NRS | 56.182.7823.14 | ১২ জুন ২০১৯ ০৯:৪১383513
  • সন্দেশখালিতে নিখোঁজ ব্যক্তিদের বস্তাবন্দী দেহ উদ্ধার ।
    এন আর এসের জুনিয়র ডাক্তারের বাঁচার আশা প্রায় ক্ষীণ ....

    খুব অসহায় লাগছে । এই নরপিশাচিনীর থেকে মুক্তি কবে পাব আমরা ?
  • Du | 7845.184.90045.227 | ১২ জুন ২০১৯ ০৯:৪৬383535
  • আপনি বা কোন ধর্মের? খুব প্রেমময় শান্তিময় কোন ধর্মের বলে তো বোধ হচ্ছে না।
  • Du | 7845.184.90045.227 | ১২ জুন ২০১৯ ০৯:৪৮383546
  • হেলমেটের গল্পটা তো ভালো~ই দুধ দিয়েছে।
    মাসীমাদের মুখেও এই গল্প।
  • | 453412.159.896712.72 | ১২ জুন ২০১৯ ১০:০৯383557
  • পুণে শহরে কোন শিবসৈনিকের মাথায় হেলমেট থাকে না। তারা এক একটা বাইকে তিনজন করে চড়ে সাধারণত মাঝের জনের হাতে গেরুয়া ঝান্ডা থাকে। এমনিতেও পাটিল, কুলকার্ণিরা হেলমেট ফেলমেট পরে না।

    আর রক্তের গন্ধের লোভে শকুন উড়ছে গাদা গাদা। দুই একটা এখানেও এসে বসছে দেখছি।
  • NRS | 56.182.7823.13 | ১২ জুন ২০১৯ ১১:১৭383408
  • দু'শো জন মিলে হাসপাতালে ঢুকে ডাক্তার পেটানো সহজ কাজ না। লোকবল, সংঘবদ্ধতা, লীডারশিপ, সবই চাই। আপনার বা আমার মতো আম-বাঙালির তো এর সিকির সিকিভাগ ও নেই। এতো ভালো সংগঠন ক্ষমতা কাদের?

    মাসের পর মাস এনারেস এবং আরো অনেক হাসপাতাল চত্ত্বরে অরাজকতা চলছে। পুলিশ-প্রশাসনের প্রত্যক্ষ মদতে। এর পর কি আমাদের ঘরের ছেলেমেয়েদের বাঁচাতে বাড়ির মা বোন দাদা বাবা কাকারা বঁটি কুড়ুল নিয়ে পাহারা দিতে যাবো? তাহলে প্রশাসন নামের এই প্রহসনটা রাখাই বা কেন?

    এখনো অবধি এনারেসের মব-লিঞ্চিং এর ঘটনায় কোনো অ্যারেস্টের খবর নেই।

    প্রশাসন বোধ হয় দু'শোটি দুধেলা গরুর জন্য যোগ্য খাটাল খুঁজে পাচ্ছেন না। আহা রে।
  • de | 90056.185.673423.57 | ১২ জুন ২০১৯ ১১:৩৩383419
  • সব ব্যাপারে কম্যুনাল অ্যাঙ্গল না আনলেই নয়?

    ডাক্তারদের যেন হিন্দুরা বা অন্য ধর্মের লোকেরা কখনো পেটায়নি - ফ্রিজে মাংসের গন্ধ শুঁকে কারা যেন কি সব করে?

    আইন হাতে তুলে নেওয়া, মব লিঞ্চিং একটা জঘন্য মানসিক অসুখ - সমস্ত ধর্মের লোকেদের মধ্যেই এই ধরণের অসুস্থ আছে -

    প্রশাসনের ইমিডিয়েট হস্তক্ষেপ করা উচিত - এভাবে চিকিৎসাক্ষেত্রের মতো জরুরী সার্ভিস সেক্টর বন্ধ থাকতে পারে না -

    দুটো আইন হওয়া উচিত - কর্মরত ডাক্তারের গায়ে হাত দেওয়া যাবে না আর চিকিৎসাক্ষেত্রে ধর্মঘট করা যাবে না - প্রতীকী ধর্মঘট হোক - কিন্তু সরকারী হাসপাতাল এভাবে বন্ধ রাখা চুড়ান্ত অন্যায়। অবশ্যই সেই সঙ্গে কর্মরত ডাক্তারকে সুরক্ষা দেওয়ার বন্দোবস্ত করতে হবে।
  • Amit | 340123.0.34.2 | ১২ জুন ২০১৯ ১২:০৩383430
  • হ্যা, দুটো আইন ই হওয়া উচিত, ১০০-% একমত।

    কিন্তু ডাক্তারকে সুরক্ষা দেওয়ার বন্দোবস্ত কোনোভাবেই করা যাচ্ছে না, এক তরফা তারা মার্ খাচ্ছেন বার বার, তখন তাদের প্রতিবাদ করার হক টাও কেড়ে নেওয়া যায় ক্যামনে ? এখনো অব্দি কটা এরকম ডাক্তার পেটানো হয়েছে গত ৮ বছরে আর কটা তে ডাক্তাররা এভাবে ধর্মঘটে গেছেন ? দুটো ফিগার পাশা পাশি রাখলে যে কেও লজ্জা পাবেন।

    হ্যা, কম্যুনাল এঙ্গেল আনার কোনো দরকার নেই এখানে। জাস্ট যেটা দরকার লুম্পেন এলিমেন্ট দের সিধে করা। সেটা কি হচ্ছে ? কেন হচ্ছে না ? উত্তর টাও জানা বোধহয়।
  • NRS | 8978.31.450123.14 | ১২ জুন ২০১৯ ১৫:৪৫383441
  • অনেকেই দেখছি লিখছেন, যে দু'শো জন দু' ট্রাক ভর্তি হয়ে এনারেসে চড়াও হয়ে পরিবহ এবং যশকে মেরেছিল, তাদের "টেররিস্ট" বলা চলবে না। প্রশ্ন জাগে, এই ট্রাক ভর্তি লোকজন যারা এক-দেড় ঘন্টার মধ্যে জমায়েত হয়ে গিয়েছিল ডাক্তার পেটাবে বলে, তারা ধর্মে মুসলমান বলেই কি এতো বাবা-বাছা, রাখঢাক? যদি গেরুয়া পাঞ্জাবি পরে গেরুয়া ফেট্টি বেঁধে জয় শ্রীরাম হুঙ্কার দিয়ে আসতো, তাহলে আপনারাই কি হিন্দু সন্ত্রাস বলতেন না?

    আচ্ছা বেশ। টেররিস্ট বলব না। অর্গানাইজড, সিন্ডিকেটেড ক্রাইম, মাফিওসি, ক্রিমিনাল নেক্সাস ইত্যাদি বলব। সংগঠিত, সংঘবদ্ধ, রীতিমতো দল হিসেবে আক্রমণ চালাতে সক্ষম। এই ঘটনাগুলো আদপেই "স্বতঃস্ফূর্ত জনরোষ" নয়। স্বতঃস্ফূর্ত জনরোষে রোগীর বাড়ির দশ পনেরো জন আত্মীয় পাড়া-প্রতিবেশী এসে হল্লা করে, জিনিসপত্র ভাঙে, চড়থাপ্পড়ও মারে। ডাক্তার খুন, ডাক্তারের মুখে বিষ্ঠালেপন, মেরে মাথা ভেঙে দেওয়া, দশ পনেরো মিনিটের মধ্যে পঞ্চাশ -দু'শো জন লোক নিয়ে এসে মারপিট, এগুলোর জন্য অর্গানাইজেশন লাগে, এটুকু তো বোঝেন?

    একপাশে টেররিস্ট, অন্য পাশে গ্যাংস্টার। বল মা তারা, আর্খামের রাস্তাটা কোন দিকে।
  • NRS | 8978.31.450123.14 | ১২ জুন ২০১৯ ১৫:৪৬383452
  • NRS | 8978.31.450123.14 | ১২ জুন ২০১৯ ১৫:৫১383463
  • কাল আমার ভাইকে, আমার কলেজতুতো ভাইকে দুইশো জানোয়ার মিলে পিটিয়ে মেরে কোমায় পাঠিয়ে দিয়েছে। তার অপরাধ সে রাত জেগে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার চাকা ঘোরাচ্ছিল। না, আমি রোগীর বয়স নিয়ে কোনও কথা বলবো না, কারণ সব জীবন গুরুত্বপূর্ণ। ওই দুই ট্রাক ভর্তি নরাধমদের ধর্ম নিয়েও কথা বলবো না, কারণ তাদের ধর্মাধিকারীরা এ কাজে উৎসাহ দিয়েছেন এমন তথ্য পাই নি। কিন্তু এই সত্য জোরগলায় বলে যাব যে এনারেস হাসপাতালে যে চারটি অঞ্চলের লোক সবচেয়ে বেশি ঝামেলা করে তা হল এন্টালি রাজাবাজার পার্কসার্কাস আর বেলেঘাটা। এর মধ্যে প্রথম তিনটি অঞ্চলের পশুদের মাথায় ফেজ, থুতনিতে নূর, ভাষা বাঙলা নয়। আমি জানি না, আমাদের ভাই আদৌ সেরে উঠবে কীনা। আমি এও জানি না, এই গণ্ডমূর্খ সরকার অপরাধীদের শাস্তি দেবে না দুধেল গরুদের খড়বিচালি সরবরাহ করবে। আমি সত্যিই কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না।

    শুধু একটা জিনিস বুঝতে পারছি পরিষ্কার- এরপর যখনই স্টেথো নিয়ে রোগী বা রোগীর বাড়ির লোকের মুখোমুখি হব, ভাই এর মুখটা ভেসে উঠবে, ভেসে উঠবে ওর থ্রিডি রিকনস্ট্রাক্টেড চৌচির হয়ে যাওয়া খুলির ছবি। না, আপনাদের সঙ্গে আর কোনও সমব্যথী ব্যবহার না, আর কোনও উপরি সুবিধা বা বাড়তি কথাও নয়। পেশাদারি কর্তব্যের খাতিরে যেটুকু প্রয়োজন সেটা আমাকে করতেই হবে, কারণ তার জন্য আমি দায়বদ্ধ। তা বাদে আপনাকে সুনজরে দেখার কোনও কারণ পাচ্ছি না আপাতত। আপনি হয়তো মারেন নি, কিন্তু যারা মারছে বা মারতে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে গর্জেও ওঠেন নি। হয়তো বাথরুমে গিয়ে লুকিয়ে হেসেওছেন। আপনি আমার সহযোদ্ধা নন।

    আর সব জুনিয়র ডাক্তারদের অনুরোধ করছি তোরা একজোটে একসাথে আন্দোলনে নাম। নিজে বাঁচাটা আগে দরকার ভাই, এই জনতার কী হল পরে ভাববি, আগে নিজের বাঁচাটা সুনিশ্চিত কর।
  • Du | 7845.184.90045.227 | ১২ জুন ২০১৯ ১৯:০০383474
  • যোগীর রাজ্যে জেলে গিয়েছেন ডাক্তার, আর তার ভাইকে খুন করা হয়েছে। সেটা পছন্দ? গুন্ডাদের আইনের মাথা বানিয়ে দিতে চান?
  • dc | 232312.174.345612.142 | ১২ জুন ২০১৯ ১৯:০২383477
  • বাপরে গোমাতারা ব্রুস লিও জানে? কি কান্ড!
  • NRS | 8978.31.450123.12 | ১২ জুন ২০১৯ ২১:৩৮383478
  • যে অশিক্ষিত হিংস্র শুয়োরের বাচ্চাগুলো NRS এ দুজন বাঙালী ডাক্তারকে কোমায় পাঠিয়েছে, দেখবো তাদের ভোটের লোভ এই সরকারের কাছে কতটা মারাত্মক। দেখবো, এদের সমর্থনে নেড়ানেড়ির দল কী ন্যারেটিভ নামায়। দেখবো বুদ্ধিজীবীদের দল কী বক্তব্য পেশ করেন। আপনি শুধু এইটা মনে রাখবেন, আজ না হোক কাল, আপনার আমার বাচ্চারাও ওখানে ডাক্তারি পড়তে যাবে। ওই দুটো ছেলে আপনার ছেলেও হতে পারতো। সরকারের কাছে দাবি জানাচ্ছি, সমস্ত হাসপাতালে পার্মানেন্ট ১৪৪ ধারা জারি করা হোক। ডাক্তারের ওপর হাত তোলা জামিন অযোগ্য অপরাধ ঘোষণা করা হোক।
    আর হ্যাঁ, যেসব দুধেল গরুর দল আমাদের দুধের বাছাদের এই হাল করেছে, সমস্ত সরকারী হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া বন্ধ করা হোক। শুয়োরের বাচ্চাদের ওটাই প্রাপ্য।

    #বয়কটদুধেলগোরুরবাচ্চা
    Avik Sarkar
  • BX | 781212.194.2390012.238 | ১২ জুন ২০১৯ ২১:৪৯383479
  • আরেকটু লিখতে দেওয়া হোক, হেট স্পীচ রিপোর্ট করে সাইবার এ ধরিয়ে দেওয়া যাবে? আই পি তো সাইবার কে ডেলিভারেবল?
  • S | 458912.167.34.76 | ১২ জুন ২০১৯ ২৩:১৬383481
  • এর আগেও তো এইধরনের ঘটনা ঘটেছে। সেগুলো কোন ধর্মের লোক ঘটিয়েছিলো?

    আর এই অভিক সরকারটি কে? আমি একজনকে খুব ভালো করে চিনতাম। তার ইতিহাস ভুগোল কিন্তু খুব একটা ভালো নয়।
  • aranya | 8990012.23.56.11 | ১৩ জুন ২০১৯ ০৪:৩৮383482
  • 'দুটো আইন হওয়া উচিত - কর্মরত ডাক্তারের গায়ে হাত দেওয়া যাবে না আর চিকিৎসাক্ষেত্রে ধর্মঘট করা যাবে না'
    - দ্বিতীয়-টার কথা জানি না, প্রথম আইন অলরেডি আছে, কিন্তু সেই আইন প্রয়োগ হয় না, কেউ শাস্তি পায় না, বা পেলেও নামকা ওয়াস্তে।

    পঃ বঙ্গে ডাক্তার পেটানো বেশ কয়েক বছর ধরেই একটা এপিডেমিকে পরিণত হয়েছে।
  • PT | 561212.187.4545.83 | ১৩ জুন ২০১৯ ১০:০৭383485
  • ও ভাই NRS, দাড়ি-টিকি না দেখে লুম্পেনদের কঠোর শাস্তি দেওয়ার দাবী তুলুন। এতদিন লুম্পেনরা ঘরে আগুন লাগাচ্ছিল, সেটা দেবালয়েও ছড়িয়েছে। আর সেই লুম্পেনরা কোন এক ধর্ম/সম্প্রদায়ের নয়। ঘরে আগুন লাগার সময়েই প্রতিবাদ জানানো উচিৎ ছিল। সেটা কেউ করেনি বলে, আজ এই অবস্থা হয়েছে।
  • Atoz | 125612.141.5689.8 | ১৩ জুন ২০১৯ ১০:০৭383484
  • সমীক্ষায় ওটা বলবে না তো কী বলবে? ;-)
  • pujari | 780112.77.23900.33 | ১৩ জুন ২০১৯ ১০:৫৯383486
  • বাহ! পিটি তাহলে এই NRS কে উত্সাহ দিচ্ছে। এবার বিজেপি জয়েন করে ফেলেলেই হয়। রাখঢাক তো আর কিছু নেই। রাজনৈতিক প্র্জ্ঞা বলে কথা।
  • Amit | 340123.0.34.2 | ১৩ জুন ২০১৯ ১১:০৩383487
  • ও আচ্ছা। লুম্পেন দের ধরবার দাবি করলেই আজকাল বিজেপি বলা হচ্ছে বুঝি-?

    কত কি জানেন আপনেরা। সাবাস।
  • lcm | 780112.77.23900.33 | ১৩ জুন ২০১৯ ১১:০৮383488
  • হেট্ স্পিচ এর প্রচারক কে সমর্থন করা যেতেই পারে — যে আসে আসুক মমতা যাক - গভীর রাজনৈতিক জ্ঞান ।
  • Atoz | 125612.141.5689.8 | ১৩ জুন ২০১৯ ১১:১১383489
  • এইভাবেই এরা লোক বাড়ায় মনে হয়। ইঁদুর রেখেছে নানা জায়্গায়, তারা একে ওকে ক্যাঁক করে চেপে ধরে বলে, আরে তুই এই বলেছিস? তুই তো বিজেপি!
    কায়্দা ।
  • lcm | 900900.0.0189.158 | ১৩ জুন ২০১৯ ১১:১৪383490
  • এই খেয়েছে ! এটা আবার কে ! উহা নকল !
  • de | 90056.185.673423.57 | ১৩ জুন ২০১৯ ১১:২২383492
  • সই কই? ছোবি কৈ?

    সিরিয়াসলি, এখানে অলরেডি যা লেখা হয়েছে এনারেসের বয়ানে , হেট স্পীচ বলে রিপোর্ট করা উচিত -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন