এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিবাহ-সম্পর্কিত কতিপয় প্রশ্ন/আলোচনার প্রয়াস

    প্রজা-পতি
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০১৯ | ২২৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • অর্জুন | 236712.158.566712.199 | ০৬ নভেম্বর ২০১৯ ২০:৫৫387944
  • কি আশ্চর্য! 'গুরু'তে লগ-ইন করতেই এই টইটা চোখে পড়ল আর আমার ল্যাপির স্ক্রিনে একটা প্রজাপতি কোথা থেকে উড়ে এসে বেশ কিছুক্ষণ বসে রয়েছে।
  • প্রজা-পতি | 236712.158.786712.145 | ০৬ নভেম্বর ২০১৯ ২১:০০387955
  • বিবাহ এই সামাজিক প্রথা নিয়ে ডিটেইলস এ আপনাদের কাছ থেকে ফান্ডা নিতে চাই:

    নিম্নলিখিত জায়গাগুলি নিয়ে যদি জানান।

    ১) কবে থেকে বিবাহ প্রথার সূচনা? বিভিন্ন সভ্যতায় এগুলি কীভাবে ইভলভ করে? উদ্দালকের কাহিনী শোনা। কিন্তু নানান সভ্যতা কীভাবে বিবাহে ব্যক্তির নিজস্ব অধিকার তৈরি করল?

    ২) আইনি ব্যাপার। বিবাহ সম্পর্কিত আইন দেশ ভিত্তিক ও কাল ভিত্তিক কিভাবে পাল্টেছে?

    ৩) বহু বিবাহ ও তৎসংক্রান্ত বিতর্ক। লিভ ইন ও বিবাহের পার্থক্যের জায়গা কতটা?

    ৪) বিবাহ কী সমাজকে বিচ্ছিন্ন করে? কৌম ভিত্তিক আদিম সমাজ কি তথাকথিত সভ্য সমাজের চেয়ে পিছিয়ে?

    ৫) ভারতবর্ষ, বাংলায় জোর দিয়ে অভিজ্ঞতা ভাগ করুন।

    ৬) প্রয়োজন হলে ইউরোপ, মেরিকা হাতড়ে ফান্ডা দিন

    ৭)আগামী দিনে বিবাহ প্রথার ভবিষ্যৎ কি?

    আরো কোনো পয়েন্ট থাকলে Add করুন।

    আলোচনা চাইছি।
  • বিবাহ | 236712.158.8978.87 | ০৬ নভেম্বর ২০১৯ ২২:৩২387966
  • ইকনমিক স্টেবল ষ্ট্রাকচারের কথাও আলোচনা হওয়া উচিত - মানে লিভ তুগেদার নিশ্চয় অতো স্টেবল নয়!
    LGBTQএর সোশাল ইনক্লুসান তো ইকনমিকালি মোর বেনিফিসিয়াল হওয়া উচিত! য়্যাতো ঝামেলা কেন?
  • প্রজা-পতি | 237812.69.563412.81 | ০৬ নভেম্বর ২০১৯ ২৩:০৪387975
  • @বিবাহ

    বিয়ে কি সবসময়ই লিভ টুগেদার এর চেয়ে স্টেবল হবেই ইকোনমিক্যালি? লায়াবিলিটি থাকবে না?

    এলজিবিটি নিয়ে যেটা বললেন আরেকটু খুলে বলেন যদি।
  • অর্জুন | 236712.158.676712.136 | ০৬ নভেম্বর ২০১৯ ২৩:৫৮387976
  • আপনার প্রশ্ন ও জিজ্ঞাসা বিবাহ! দুটি মানুষের সহাবস্থান বোধহয় নয়।

    একটা খবরে পড়েছিলাম দিল্লীতে দুই ভদ্রলোক এক ফ্ল্যাটে থাকেন। একজন দক্ষিণ ভারতীয় হিন্দু ব্রাহ্মণ ও ওপরজন উত্তরভারতীয় মুসলমান। তারা সমকামী প্রেমিকযুগল বা দম্পতি নয়। দুজনে থাকার শুরুতে বিশেষ বন্ধুও ছিলেন না। দিল্লীতে বাসস্থানের ভাড়া খুব বেশী তাই দিল্লীতে দুই নবাগতের কোথাও দেখা হয়ে যায় এবং একটি ফ্ল্যাট পাওয়ায় দুজনে থাকা শুরু করে। এক সঙ্গে থাকার দুই দশক অতিক্রম করেছে তারা। একজন নিরামিষাশী এবং ওপরজন আমিষাশী। অত্যন্ত শান্তিপূর্ণ সুখী সহাবস্থান। লোকালিটিতেও নানা সমস্যা ও সামাজিক ব্যাপারে দুজনে নানা সাহায্যের হাত বাড়িয়ে দেন বলে খুব প্রতিবেশীদের কাছে খুব সম্মানিত ও পপুলার ।

    তবে এও এক ধরণের ইউনিক লিভ-ইন রিলেশন যে সহাবস্থানে রোম্যান্টিক প্রেম ও শারীরিক সম্পর্ক নেই ।
  • (()) | 236712.158.786712.59 | ০৭ নভেম্বর ২০১৯ ০৬:৫৩387977
  • আগে মেস বলে একটা বস্তু ছিল। তাতে বোর্ডাররা থাকতেন। অনেকেই বছরের পর বছর। সেসব কে কী ইউনিক লিভ ইন রিলেশন বলা যায়?
  • পাঁচুরাম সাঁপুই | 237812.68.454512.252 | ০৭ নভেম্বর ২০১৯ ১৮:১৫387978
  • বিগ বেনিয়ান ট্রি দ্যাখসেন? প্রতিটা ঝুরি একদিন গুঁড়ি বা কান্ড হয়। বড় একটা গুঁড়ি থেকে ঝুরি হয়ে ঝুলে থাকলে কি চলে চিরকাল? ঐরকম গুঁড়ি হতে হবে ঝুরি-কে, তবে তো বুঝবেন গুঁড়ি হলে কত কী ঝড়ঝাপটা সামলাতে হয়? এটা জীবনের একটা ট্রেনিং প্রসেস। নিজে গাছের গুঁড়ি হওয়া, যে গুঁড়িকে দেখে দেখে এত বড় হলেন, নিজে সেই জায়গায় না গেলে বুঝবেন কী করে, যা যা পেয়ে বড় হলেন গাছের মূল কান্ডের কত জানা অজানা স্যাক্রিফাইসের ফসল সেসব? বয়সের সঙ্গে সঙ্গে প্রোমোশন-ও তো চাই। যেমন চাকরিতে তেমনি জীবনে। আর প্রোমোশন মানেই দায়িত্ব বৃদ্ধি। আসলে এই ভাবনা থেকেই এইসব বিবাহ-টিবাহ। বাকি নইলে চিরকাল হাওয়ায় ঘুরেই কেটে যেত, এইগুলো জানাই হত কি আদৌ? ঠেকে না শিখলে হাড়ে মজ্জায় রিয়ালাইজেশন আসে না কখনো, যতই দেখে দেখে জানুন বুঝুন।

    "যখন হব বাবার মত বড়ো"।
    বা মেয়েরা মায়ের মত বড়ো। সমান্তরাল ভাবে।
  • Baro | 347812.245.2356.156 | ০৭ নভেম্বর ২০১৯ ১৯:৫৮387979
  • কিন্তু এগুলোর জন্য বিহা করতে হবে কেন?
  • অর্জুন | 236712.158.786712.59 | ০৮ নভেম্বর ২০১৯ ০০:৩৮387980
  • মেস বা হস্টেলে ৪০-৫০ জনের সঙ্গে থাকা আর দুটি মানুষের একটি ফ্ল্যাটে থাকা এক ব্যাপার !!
  • পাঁচুরাম সাঁপুই | 237812.68.674512.91 | ০৮ নভেম্বর ২০১৯ ১৩:১০387945
  • "কিন্তু এগুলোর জন্য বিহা করতে হবে কেন?" - সে বিহা না করে "বিহার" করুন, মুক্তবিহারী হোন, বিহারিনী-ও পেয়ে যাবেন আজকালকার দিনে, তবে সব কিছু তো ফ্রিলান্সে চলে না স্যার, লিখিত-পড়িত করার প্রসেস আছে যাতে হঠাৎ একদিন প্রাতে "বড়" বাইরে করতে গিয়ে "নাঃ অনেক হল আর না" সিদ্ধান্ত নিয়ে তাকে ফেলে পালানোর আগে একটু ঐসব রেজিস্ট্রেশনের গাঁটে পড়েন অন্ততঃ। অবশ্য তাতেও এখন কেউ থমকায় না। অনেক বিপ্লবীই এসব 'বিহার' 'বিহু' করে শেষে ঐ "বিহা"-র লাইনেই আসেন, তখন বেয়াড়া প্রশ্ন করার লোক থাকে না এই আর কি। টইয়ের বিষয়টাই বহুচর্বিত।
  • আহা | 236712.158.676712.108 | ০৮ নভেম্বর ২০১৯ ১৪:২৫387946
  • পোধানমন্তি হতে যেতে পারলে আর পালালে কেউ পোশ্ন করবে না। কিন্তু বাকি সাতশো কোটি - ১ এর জন্য পোশ্ন টোশ্নো করবে।
    ইয়ে যো পাবলিক হ্যায় না উসকো সব পাতা হ্যায় হাঁ
  • Baro | 237812.69.3467.12 | ০৮ নভেম্বর ২০১৯ ২১:৩৯387947
  • কিন্তু গুঁড়ি হলে কি পালান যায়? না কি বলতে চাইছেন বিয়ে আসলে আইন করে জনগনকে পালাতে না দিয়ে গুঁড়ি বানাবার প্রকল্প?
  • পাঁচুরাম সাঁপুই | 124512.101.900900.76 | ০৮ নভেম্বর ২০১৯ ২২:১৬387948
  • না যে পালানোর সে তো পালাবেই, কিন্তু একটু আইনি আছোলা বাঁশে হাত পা কেটে হেঁচড়ে ছড়ে তবে ছাড় পাওয়া, পাখির মত উড়িয়া গেলাম একদিন প্রত্যুষে উটি অত সহজ যাতে না হয়। তো সেই খাতিরে বাঁশের ঝাম এড়িয়ে একটু আত্মবীক্ষণ, একটু নিজের দোষ কতটা বোঝা, ধৈর্যশীল হওয়ার সুযোগ দেয়া। এবার যার যে পন্থা নেয়া সুবিধে। ঝুরি থেকে গুঁড়ি হবার যোগ্যতা অর্জন তো সবার পোষায় না, তখন অন্য অজুহাতে আমরা আজ থেকে খুব ভালো বোন্দু বোন্দু বলে কেটে পড়ে। বিশেষভাবে বহন, নামেই তো আছে। পারলে পারো, নইলে তল্পিতল্পা নিয়ে কাটো।

    আর বকতে পারছি না, সবাই জানেই এসব।
  • Atoz | 237812.69.784523.27 | ০৮ নভেম্বর ২০১৯ ২২:৩২387949
  • যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, তারপর ফাঁসী। ওই বটগাছের প্রসঙ্গে আরকি। ঃ-)
  • অর্জুন | 236712.158.676712.216 | ০৯ নভেম্বর ২০১৯ ০১:২৩387950
  • বিয়ে ব্যাপারটা এমনিতে ভাল। দিনের শেষে কেউ একজন তো অপেক্ষায় থাকে। সারাদিনের বিরক্তি তার সঙ্গে খিটখিট করে মিটিয়ে নেওয়া যায়। জগতের সকলের সঙ্গে ঝগড়া অশান্তির সময় সেও ঝগড়ায়, অশান্তিতে কোমর বেঁধে যোগ দিয়ে দায়িত্ব শেয়ার করে।

    প্লাস দুজনের রোজগার তাই মাসিক খরচ মূল খরচের ৫০% নিজের গ্যাঁট থেকে দিতে হয়।
  • ৫০% নিজের গ্যাঁট | 236712.158.8978.135 | ০৯ নভেম্বর ২০১৯ ০১:৪৯387951
  • আবার, এগুলোর সবই তো বিয়ে ছাড়াও সম্ভব। সোশ্যাল প্রেশারটা আপাতত বাদ দিন।
    আর পাঁচুবাউ তো মনে হচ্ছে উনার বক্তব্যের যা করোলারি টানা হয়েছে সেটাই সাপোর্ট কর্ছেন মনে হচ্ছে! 'মনে হচ্ছে' বলছি কারন বক্তব্য আর টোন - এ দুটো তো ম্যাচ করছে না!
    তো, আবার বলি, উনার বক্তব্য অনুযায়ী বিবাহ হচ্ছে জনগনকে ঝড় ঝ্ঞ্ঝার মধ্যে দিয়ে জোর করে পাঠিয়ে মানুষকে গুঁড়ি বানাবার প্রকল্প!
    তলিয়ে দেখলে বক্তব্যটার দম আছে! প্রজাপতির প্রশ্নের উত্তর দিতে গেলে বিয়ে কি ও ক্যানো - পরিষ্কার করে বোঝা দরকার!
  • একক | 236712.158.895612.170 | ০৯ নভেম্বর ২০১৯ ০২:৫২387952
  • অপরাধ নেবেন না ; গুরুতে বারম্বার বিবাহ সম্বন্ধীয় , একই প্রশ্ন সম্বলিত টই খোলা , দেখে টু দি পাওয়ার দেখে ; একটা পচা জোক মনে এলো :

    সেইযে দুইবন্ধু একসঙ্গে বসে কাউবয় মুভি দেখছিলো । একটা ঘোড়া খাদের খুব ধার দিয়ে ছোটার চেষ্টা করছে , এমন সময় লাল বন্ধু নীল বন্ধুকে বললো : বাজি লড়বি ? এই ঘোড়াটা একটু বাদেই খাদে পড়ে যাবে । নীল বন্ধু বললো : হার্গিস না !! দুজনে এক কাঁড়ি টাকা বাজি ধরলো ।

    তাপ্পর , ঘোড়া খাদে ; ও পয়সা আদায়ের পর , লাল খুব দাঁত কেলিয়ে বলছে : এই মুভিটা আমি আগে ৩ বার দেখেছি হে হে !

    নীল অমনি মাছি উড়িয়ে দিয়ে বলে : আমি পাঁচবার ! লাল ,এর হাঁ হয়ে যাওয়া মুখ , বন্ধ করে , " ভেবেছিলুম এবার অন্তত খাদ টা খেয়াল করে দৌড়োবে ! "

    -- নো অফেন্স :)
  • ekagaal maachhi | 236712.158.8978.135 | ০৯ নভেম্বর ২০১৯ ০৩:৩১387953
  • এইসব কথা বল্লে পুরোনো রেজাল্টের রিভিউ করা কোনরকম রিসার্চ প্রজেক্ট কি একটা টেক্সটের নতুন ব্যাখা কোনদিন হবে? ইদিকে যে রোজই মহাভারতের চাররকম নতুন ব্যাখান দিয়ে লোকে করেকম্মে খাচ্ছে তার বেলা একক্কে কেউ তুঁ শব্দটি করতে শুনেছে?
  • পাঁচুরাম সাঁপুই | 124512.101.900900.148 | ০৯ নভেম্বর ২০১৯ ০৯:৩৯387954
  • এসব নিয়ে বাকতাল্লা মেরে কিসুই হয়নি কোনোকালে, অনেক স্বকপোলকল্পিত তার্কিক তাত্বিক তো এলেন যুগে যুগে, আর একই প্রশ্ন প্যাঁচাল হল।

    মোদ্দা কথা - এ নিয়ে বেশি না বকে কাজটা করে দেখানো ই ভালো। যারা করতে পারে তারা এত বকে না। এটাও একটা চাকরি বই তো নয়। ডিউটি, অ্যান্ড নাথিং এলস।
  • :-)) | 237812.68.674512.247 | ০৯ নভেম্বর ২০১৯ ১১:২৮387956
  • কাজুবাবু বিয়ে করছেন বলে বিবাহবিরোধী সমস্ত দৃষ্টিভংগীর প্রতি খড়্গহস্ত হয়ে উঠছেন কেন? নিজের লজিক নিজের কাছেই নড়ে যাওয়ার সম্ভাবনা থেকে নিজেকে প্রোটেক্ট করার এই রাস্তা বের করেছেন? একটু মজা টজা নিন, উপভোগ করুন। কনভার্ট না হতে চাইলে কনভার্ট করানোও যায় না। কিন্তু কনভার্ট হতে ইচ্ছুক হয়ে পড়তে পারি এমত সম্ভাবনার সামনে দাঁড়িয়ে কনভারসন লজিকের বিরুদ্ধে লড়া আরো সাংঘাতিক। গভীর অস্তিত্বসংকটের জন্ম নিতে পারে।
  • পাঁচুরাম সাঁপুই | 236712.158.9005612.51 | ০৯ নভেম্বর ২০১৯ ১৩:৩৯387957
  • বিবাহবিরোধী ফিরোধি কিছুর ওপর খড়্গহস্ত নই, এই এক বিষয়টায় আলোচনায় বিতৃষ্ণা। অনেক ভাবে লিখলাম কী ভাবি, সে নিয়ে ফালতু পয়েন্ট বের করে কথা বাড়াচ্চ্গেন। বলেই দিয়েছি আর লেখার ইচ্ছে সময় ধৈর্য কিছুই নেই।

    কাউকে কনভার্ট করার জন্যে আমার কোটি টাকা মাইনে হবে বলে জানি না এখনো, তাই ফালতু দায় চাপিয়ে লাভ নেই। নিজের এবম্বিধ মত নিজের পকেটে কি অন্য কোথাও রাখুন।

    আমার নিজের এই বক্তব্যে চিরদিনই অটল ছিলাম, আছি। নতুন করে কিছু ধ্যানধারণা পাল্টায়নি।

    যে নামে লিখছি সেটাতেই লিখব, আপনি অন্য কাউকে ভেবে দাড়ি খুলে অতি চালাক হতেই পারেন, কী পুরস্কার কে দেবে দেখুন খোঁজ করে।

    নিজেকে প্রোটেক্ট করার রাস্তা বের করা? কেন মশাই গলা কেটে ফেলবেন নাকি? সেই ভয়ে? আমার অস্তিত্বসংকট নিয়ে এত বিচলিত হবেন না, নিজের অস্তিত্ব সামলান আগে। এত বকবক করে কাজ করেন কখন? খালি ফুটো তক্কো। সত্যি সত্যি তেমন কাজ থাকলে কি এত লেখা যায়? আমি আর লিখছি না। যা বলার, কম্প্লিট।
  • পাঁচুরাম সাঁপুই | 236712.158.9005612.51 | ০৯ নভেম্বর ২০১৯ ১৩:৪৮387958
  • নেহাত ভাববেন ধরে ফেলেছি অমনি পালিয়েছে "ভয়ে", তাই উত্তর দিলাম আঙুল ব্যথা করে সময় বেশ ভালো ই অপব্যয় করে। বুঝলাম আপনারা কী করেন সারাদিন ধরে !
    প্রোটেক্ট করা রাস্তা বের করা এসব বললে তো চুপ থাকা মুস্কিল।

    আর পারলে নিজের একটা ভদ্রস্থ নিক নিন। এত যখন অন্যের দাড়ি খোলার শখ আপনার।
  • b | 236712.158.786712.59 | ০৯ নভেম্বর ২০১৯ ১৭:০৯387959
  • কাজুর বিয়ে বুঝি? কনগ্রা। ওয়েলকাম টু দ্য লাড্ডু ক্লাব।
  • Kaju | 124512.101.900900.148 | ০৯ নভেম্বর ২০১৯ ১৮:৪১387960
  • ধন্যবাদ বি-দা কিন্তু এখানে এ প্রসঙ্গ থাক।

    উক্ত হাস্যমুখ মহাশয় বা অন্য কোনো অজ্ঞাত নিকধারীর পুনরায় আক্রমণের আগে সংক্ষেপে বলে রাখি, আমার বক্তব্য হল - বিয়ে বস্তুটি কমিটমেন্ট ও দায়িত্ব সামলানোর যোগ্যতার ওপরেই প্রতিষ্ঠিত। সে দুটো জিনিস কারুর স্বেচ্ছায় আসে, এসব আইনের জুজু ছাড়াই। আবার কেউ টোনাটুনি মোডে ক্ষীরটুকু খাব, কোনো দায়িত্ব কমিটমেন্ট পোষাবে না বলে আঙুর ফল টক মোডে চলে, বড় বড় জ্ঞানের কূটকচালি ফাঁদে। এই হল মোদ্দা তফাৎ দুই পক্ষের। পড়াশুনোয় কেউ যেমন নিজেরাই ভালো করে পড়ে ইজিলি পরীক্ষায় ৯০% পেয়ে যায় ফেলের চিন্তার কথায় খ্যা খ্যা করে হেসে, আবার কেউ ফেলের ভয়, অভিভাবক বা মাস্টারমশায়ের বেতের ভয়ে কিছুটা লাইনে আসে, লেড়িয়েধেড়িয়ে চালিয়ে যায় কোনোক্রমে। তো যেদিক দিয়েই আসুন, ঐ দুটি পয়েন্টে মিলতে হবে। এক্ষেত্রেও একই অ্যানালজি প্রযোজ্য।

    আজকে এত ডিভোর্স দু বছর না যেতেই, এর কারণ ও ঐ দুটি পয়েন্টে ফেল মারা। কাজেই সেদিকে নিজেকে প্রস্তুত রাখলে এত জটিল ভাবনা কথার ফাঁক খুঁজে তক্কো এসব লাগে না। এটা আমি চিরকালই শিখেছি, আজ নতুন কিছু নয়, তাই কাজুর বিয়ে হচ্ছে বলে রং নিচ্ছে এমনও নয়। কখনো এই পয়েন্ট থেকে সরে আসিনি আসবও না। আমার ব্যক্তিগত ঘটনাটি নিয়ে বেশি আলোচনা না হলেই বাধিত হব।

    আবার এতটা লিখলাম আরো পরিস্কার করতে, যেন আবার কোনো আক্রমণের চান্স না থাকে। এত উত্তর প্রত্যুত্তরে বড় অলস আমি। শান্তিভঙ্গ হয়। বিপক্ষ মতের প্রতি খড়্গহস্ত হয়ে আমি বিল গেটস হয়ে যাব না, ঠিক আছে?
  • Kaju | 236712.158.455612.198 | ০৯ নভেম্বর ২০১৯ ১৮:৫৬387961
  • আবার ভয় বললেই বলবেন ভয় দেখিয়ে কেন। ভয় না, এটা একটা ফর্মাল প্রসেস। যে কোনো ফর্মাল প্রসেসই বেলাইন থেকে লাইনে আনার জন্যেই। যাতে হঠকারী কোনো সিদ্ধান্ত নেয়ার আগে মনের মধ্যে এক সেকেন্ড অন্ততঃ থমকে দেয় - " Are you sure to delete?" আরেকবার ভাবানো, ঠিক করছি তো ছেঁটে ফেলে? এখান থেকে কেউ পজিটিভে যায়, কেউ বিচ্ছেদের অন্ধকার ডাকে। যদি ফর্মালি না হত, এই জায়গাটা থাকত বলে আমার মনে হয় না।
  • b | 236712.158.786712.67 | ০৯ নভেম্বর ২০১৯ ২০:০৫387962
  • না না সে তো ঠিকই। কিন্তু এখন আমার অবস্থা এই ছবির ডানদিকের ভদ্রলোকের মতো
  • Dhusss | 236712.158.8978.87 | ১০ নভেম্বর ২০১৯ ১০:৪৬387963
  • এই গগনচুম্বি তাত্ত্বিক সম্ভাবনাটার হতাশাজনক অপমৃত্যুতে সম্যকরূপে ব্যথিত হলাম!
  • Atoz | 237812.69.4545.143 | ১১ নভেম্বর ২০১৯ ০৩:১৭387964
  • আলকাজারের নাকখানা দেখেছেন? উফ্ফ্ফ ঃ-)
  • syandi | 236712.158.12900.220 | ১১ নভেম্বর ২০১৯ ০৪:২৭387965
  • নাক তো নয় যেন প্রমাণ সাইজের সিঙারা একটি!
  • Atoz | 237812.69.4545.151 | ১১ নভেম্বর ২০১৯ ০৫:১৩387967
  • বৈশাখীমেলার চিনির মঠও বলতে পারেন। ঃ-)
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন