এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুজোর প্ল্যান বিফ ফেস্টিভ্যাল

    RB
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১৯ | ২৪৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • RB | 237812.69.2367.253 | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৭388535
  • Amit | 237812.68.345623.184 | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৫388546
  • একদমই আপত্তি নেই। তবে কদিন আগেই মহরম হয়ে গেল, এর পর বকরীদ আসছে, সেসব উপলক্ষেও পার্ক সারকাস ময়দানে পরক উৎসব হবে তো ? নাকি তখন বিপ্লব খাটে শুয়ে থাকে? দম থাকলে দুটো একসাথে করা হোক না ।
  • | 236712.158.676712.124 | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩৫388557
  • এটা কি আসল রৌহীনের পোস্ট? নাকি রৌহীনের দুই বছর আগের পোস্ট তুলে এনে নষ্টামির চেষ্টা? এই প্রোপিক তো দুই বছর আগে ছিল। এখন তো অন্য প্রোপিক।
    স্ক্রিনশট বেশ ডেট টাইম ছাড়া নেওয়া।

    দুই বছর আগের পোস্ট প্রসঙ্গে বীফ পর্ক দুটই হোক এটা যেমন চাই তেমনি কোনটাই খামোখা পুনো প্যান্ডেল বা মসজিদের সামনে করার কারণ দেখি না। খাদ্যাভ্যাস যার যার, ধর্মও যার যার।,সেটা ব্যক্তিগত স্তরে সুরক্ষিত থাকুক। বরং পুজার উৎকট খরচ কমানো, একমাস রাস্তা আটকে রাখার বিরুদ্ধে জোরদার প্রচার হোক।
  • Rouhin Banerjee | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫২388561
  • বর্তমান পোস্টটা আমার কখনোই নয় এটা জানিয়ে রাখা প্রয়োজন। আর দমদি ঠিকই ধরেছেন, এটা দুই বছর আগের পোস্টই। প্রতি বছরই একাধিকবার এটা তুলে এনে কিছু মানুষ উস্কানোর চেষ্টা করে থাকেন।

    প্রসঙ্গতঃ এটা জানিয়ে রাখি যে এই পোস্টটা আদতে এই বীফ ফেস্টিভ্যাল ট্যালের বিরুদ্ধেই ছিল - এই পোস্টের কিছুদিন আগেই সর্বত্র বীফ ফেস্টিভ্যাল করার যে হুজুগ উঠেছিল তাকে খানিকটা চ্যালেঞ্জ জানিয়েই। কিন্তু যেমন হয়ে থাকে, বিজেপির বাঙালি সমর্থক স্ক্যাভেঞ্জারেরা এই সুযোগ ছাড়েনি। আমি তারপর থেকে যতবার এই পোস্টটা ফিরে আসে, ইগনোর করার চেষ্টা করি, কিন্তু এই নোংরামিটা মনে হয় চলতেই থাকবে
  • dc | 237812.68.454512.84 | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৭388562
  • দূর ওসব স্ক্যাভেঞ্জার ট্যাভেঞ্জারের মর্ম ওরা বোঝেনা। সোজা ভাষায় বোকাচোদাকে বোকাচোদা বলুন।
  • | 236712.158.565612.253 | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:০৩388563
  • হুঁ।
    একটা আস্ত পোস্ট এইস স্ক্রিনশটসহ লিখে রাখতে পারো। গোমুতখেকোগুলো দিলেই সেই পোস্টটা সঙ্গে সঙ্গে দেবে।

    আর এই টই খুলেছে RB নামে যেন রৌহীনই খুলছে। অন্যের নামে এভাবে পোস্ট করা সাইবার হ্যারাসমেন্ট ল অনুযায়ী সক পাপেটিং। আর সক পাপেটিং আইনত দন্ডনীয়
  • দোবরু পান্না | 236712.158.676712.162 | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:১৩388564
  • এসেম বাবু এই এক লক্ষ কোটি টাকার ব্যবসা বহুদিন ধরে শুনে আসছি - মানে এভাবে কোয়ান্টিফাই না করলেও পোচুর লোকের কর্মসংস্থান ইত্যাদি। তো এই ইকোনমি নিয়ে আমার কিছু প্রশ্ন মনে জাগে।

    ১। এই যে প্রতি বছর পুজোর আগে দীর্ঘদিন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত করে প্যান্ডেল ইত্যাদির কাজ চলে, রাস্তাঘাটগুলি বন্ধ করে দেওয়ার ফলে কলকাতায় এবং অন্যান্য জেলাশহরে পণ্য পরিবহন বিপুল ক্ষতির সম্মুখীন হয়, চারদিন (এখন তো প্রায় সাতদিন) নিয়মিত বাণিজ্য প্রায় সবই বন্ধ থাকে - এর ফলে যে বাণিজ্যিক ক্ষতি হয়, তা কি ঐ লক্ষ কোটির হিসাবে ধরা আছে? আর্টিকলটায় সেরকম কিছু পেলাম না - এবং আমি যতদূর জানি এই হিসাব আজ অবধি কোথাও বেরোয়নি। কোথাও পেলে আমাকে একটু দেখাবেন প্লীজ।

    ২। এই যাদের "কর্মসংস্থান" হয়, তারা পুজোর দু-মাসে যা রোজগার করে, তা-ই মোটামুটি তাদের সারা বছরের রোজগার। কারণ, এমনিতে তাদের কর্মসংস্থান নেই বললেই চলে। তো এই লক্ষ কোটির ইকোনমি একটা মানুষের সারা বছরের কর্মসংস্থানের উদ্যমে কাজে লাগানোটা কি অর্থনৈতিকভাবে বেশী লাভজনক নয়?

    ৩। এই লক্ষ কোটির ইকোনমির প্রফিট শেয়ার রেশিও নিয়ে কবি নীরব। ভবতোষ সুতার যতটা রোজগার করেন, দেশপ্রিয় পার্ক (উদাহরণ মাত্র) পূজা কমিটির সেক্রেটারী করেন তার অন্ততঃ পনেরো গুন, আর যে লোকটি চালায় প্রতিমা ওঠায়, সে পায় ওনার পঞ্চাশ ভাগের এক ভাগ মাত্র। অর্থাৎ সেই চুঁইয়ে পড়া অর্থনীতি। আমার আপনার উৎসব, আরেকজনের পাঁজরের ওপর দাঁড়িয়ে। কেন?

    ৪। এই পুজোগুলোয় যে পরিমাণ বাজী পোড়ে এবং যে পরিমাণ গাড়ির ধোঁয়াজনিত দূষণ হয়, তা অবর্ণনীয়। এই দূষণের অন্য ক্ষতির দিক ছাড়াও একটা বিপুল এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতি আছে। সেই হিসাব কি এই লক্ষ কোটির মধ্যে ধরা আছে? আমি পেলাম না।

    উৎসবের বিরোধী নই - কিন্তু এই বিপুল অপচয়ের অবশ্যই প্রবল বিরোধী। শুধু অপচয় না - এই দৃষ্টিকটু দেখনদারীরও প্রবল বিরোধী। এগুলো ছাড়াও উৎসব হওয়া সম্ভব এটা মনেপ্রাণে বিশ্বাস করি।
  • | 236712.158.1234.135 | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪৬388565
  • ৫। নতুন করা / বা পুরোনো রাস্তায় মাঝে বাঁশ পোঁতার জন্য গর্ত খোঁড়া তে আমার ভয়ঙ্কর আপত্তি। একে আমাদের ভালো রাস্তা নেই। যে টুকু আছে তার তের টা বাজিয়ে দেয়।
  • দোবরু পান্না | 237812.68.454512.144 | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫২388536


  • হ্যাঁ সেগুলো কো-ল্যাটারাল ড্যামেজ। লক্ষ কোটির অর্থনীতিতে ওটুকু ছোট অসুবিধা গায়ে মাখলে চলে না - উৎসব বলে কথা
  • | 236712.158.565612.253 | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৪388537
  • গঙ্গা দুষণও ধরবেন হিসেবে। এমনিতেই গঙ্গা ভয়াবহ নোংরা, এই পুজোর পরে রৌরব নরক হয়ে দাঁড়ায়
  • sm | 124512.101.89900.207 | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৭388538
  • দুর্গা পুজোয় প্রচুর লোকের কর্ম সংস্থান হয়। ছুতার, ঢাকি,পুরুত, ডেকরেটর,রাঁধুনি,দর্জি,পোশাক বিক্রেতা ইত্যাদি ইত্যাদি।
    অনেক পরিবার,বিশেষত গ্রামের গরীব লোকের মুখটা একটু উজ্জ্বল হয়ে ওঠে এই পুজোর জন্য।এবার সরকার কেন সারাবছরের কর্ম সংস্থান করতে পারবে না,সেটা কূট তর্ক।আপনি আমি সবাই জানি কোন সরকার ই ম্যাজিক দেখাবে না।
    দুই,রাস্তা ঘাট কতোটা বন্ধ থাকে আর তাতে কতোটা বানিজ্যিক ক্ষতি হয়,আমার কাছে তথ্য নেই।
    তিন,এই সোশ্যাল উৎসব সব দেশেই অল্প বিস্তর চলে। এই দেশে কয়েকটা উৎসব ই তো মানুষ কে আনন্দ দেয়।সেটা পুজো,ক্রিসমাস,নিউ ইয়ার, ঈদ সবকিছু ধরেই।এগুলো তো সামাজিক জীবনের অঙ্গ।
    চার, বাজীর ধোঁয়া একটা প্রবলেম বটে।এখন শব্দ বাজি অনেক কমে গেছে।বাজারে বেশি বিদেশি বাজি চলছে।যেমন চাইনিজ হাউই,ফানুস ইত্যাদি।এগুলোকে শব্দ বাজির মতন ব্যান করা উচিত।
  • | 236712.158.1234.155 | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:১১388539
  • কিন্তু গত কয়েক বছর দেখছি প্রতিমা বিসর্জন র পরে মূর্তি সমেত কাঠামো গুলো তুলে ফেলা হচ্ছে।
    মন্দের ভালো।
  • দোবরু পান্না | 237812.69.563412.111 | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:১৩388540
  • শব্দবাজীর থেকে আলোর বাজীর দূষণ অনেক বেশী - বস্তুতঃ যে বাজীর রোশনাই যত বেশী তা তত বেশী ক্ষতিকর। যাই হোক অন্য প্রসঙ্গগুলোয় বলি। মূলতঃ সোশ্যাল উৎসব নিয়েই। আগেই লিখেছি, উৎসবের, আনন্দের বিরোধী নই - এই দৃষ্টিকটূ অর্থের দম্ভ প্রদর্শনের বিরোধী। পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে প্রতিবারই আমি পরিবার নিয়ে শহরের দিকে আসার বদলে শহরতলীর দিকে যাই - একটা রিক্সা ভাড়া করে নিয়ে। ছোট ছোট প্যান্ডেল, আন্তরিক পুজো, আনন্দের কোন অভাব দেখিনা। এবং বছর দশেক আগে শেষ যখন বড় পুজোর নণ্ডপে গেছিলাম (বোধ হয় কসবা বোসপুকুর), সত্যি বলতে কি সেখানে আদৌ আনন্দের তেমন কোন উপাদান খুঁজে পাইনি - কেমন নৈর্ব্যক্তিক, যন্ত্রচালিত মনে হয়েছিল। ঐ কোটি টাকার পুজোই আনন্দ - এ একটা মিথ যার প্রচার বাণিজ্যিক স্বার্থে করা হয়ে থাকে - করেন তারাই যারা ওই তথাকথিত লক্ষ কোটি টাকার ব্যবসার মূল ক্ষীরটুকু খান - ঐ এক নম্বরে যাদের কথা লিখেছেন, ছুতার, ঢাকি, পুরুৎ, ডেকরেটর, রাঁধুনি ইত্যাদি - এরা কে কতটুকু রোজগার পান তা নিজের চোখে দেখেছি। হাসি যেটা ফোটে সেটা এতই অল্পমেয়াদী (তাও সর্বত্র ফোটে না) যে সেটার কথা বুক বাজিয়ে কেউ বললে শুনেও লজ্জা লাগে।

    দুই আর তিন নিয়ে আর তো কিছু বলারও নেই - এবং তিন নম্বরের হিসাবটা কেউ কোনদিন করলেই এক নম্বরের মিথটা ঝুরঝুর করে ভেঙে পড়বে
  • Rouhin Banerjee | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪০388541
  • দমদি এখানে আইনী পদক্ষেপ নেবনা, কারণ পণ্ডশ্রম। RB মানে রৌহিন ব্যানার্জী ছাড়াও অনেক কিছুই হতে পারে। আর সত্যি বলতে কি, আইন আইনেফ জায়গায় থাকলেও সাইবার পুলিশের তৎপরতায় তেমন ভরসা করিনা। আর কথায় কথায় পুলিশ ডাকাটাও খুব একটা পছন্দ করিনা কারণ ইন জেনারেল পুলিশকেই তেমন পছন্দ করিনা। আমার দিকে লাঠি বাগালেও না, আমার শত্রুর দিকে বাগালেও না
  • sm | 236712.158.565612.235 | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪৫388542
  • আমার ব্যক্তিগত মত,তিন নম্বরের হিসাবটা অতো বড় নয়।পুজো কে কেন্দ্র করে বিরাট বানিজ্য হয়।ড্রেস,গাড়ী, ইলেকট্রনিক প্রোডাক্ট,খাবার দাবার সবকিছুর ই বিরাট সেল হয়।এককথায় বিক্রেতা জিনিষ পত্র ক্রয় করে।বা ক্রয় এর মুডে থাকে।
    ধরুন ভাড়ার গাড়ির ড্রাইভার।
    তারা তিন গুন রেট পায়।বস্তুত সারাবছরের পুজোর বোনাস ওই চার পাঁচ দিনে উঠে আসে।ব্যাপক খাটনি,প্রচুর উপার্জন।অবশ্যই তাঁর প্রফেশন অনুযায়ী।
    মোটামুটি ভাবে পুজোতে সমাজে নিন্মবিত্ত থেকে উচ্চবিত্ব ,খুশির মেজাজেই দেখি।
    এটা আমার নিজস্ব অবজারভেশন।
  • একক | 124512.101.780112.23 | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৪388543
  • বীফ ফেস্টিভ্যাল ব্যাপারটা রাজনৈতিকভাবে কতটা ফলপ্রসূ এই নিয়ে আমার সন্দেহ আচে । কিন্তু , আজকাল দেখি অনেকেই এপোলোজেটিক হয়ে পড়েন এই স্টান্স নিয়ে , তাই একটা সামান্য প্রশ্ন ।

    ভারতের কোথাও সংখ্যাগুরুর পোর্ক খাওয়া বা ঘরে পোর্ক রাখা নিয়ে লিনচিং এবং খুনোখুনির ঘটনা আকছার ঘটেছে কী ? না ঘটে থাকলে , এবং বীফ নিয়েইবারংবার নোংরামি করার লিগ্যাসি থেকে থাকলে , তাকে আলাদা করে তুলে ধরা হবে , তার সঙ্গে "ব্যালান্স " রাখতে পোর্ক ফেস্টিভ্যাল করার কথা আদৌ ওঠে কেন ??

    অনেককেই দেখি , এই "নিরপেক্ষতা " টা বজায় রাখতে , আবারো বলছি এরকম উদ্যোগের রাজনৈতিক ভবিষ্যৎ স্পষ্ট না , কিন্তু এরকম নিরপেক্ষতাও আমার কাছে আদৌ স্পষ্ট না !
  • b | 236712.158.566712.247 | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৬388544
  • আমার ঁপিতাশ্রীর (মফঃস্বলী পূজো স্যুভেনিরে পাতা ভরাবার জন্যে ) ল্যাখা একটি ছড়া পোস্ট করলাম।

    '৯১ সালে লেখা, মিসাইল, গান এসবের রেফারেন্সেই বুঝবেন।

    ভাদ্র পালায় আসে আশ্বিন ঝিকিমিকি করে রোদ্দুর
    আকাশে বাতাসে শিরশিরে ভাব পূজো আর কদ্দূর?
    বস্তুমূল্য'অগ্নি'-র মতো মহাকাশ পানে ধায়
    নুনের জন্যে সকলে হন্যে পান্তা ফুরিয়ে যায়
    তবু মার্কেটে কত মারকাট বোনাস বাবু ও বিবি
    জুতোজুতি মেরে গুঁতোগুঁতি করে কেনাকাটা বেহিসিবি।
    ওঁত পেতে আছে গোবর গণেশ টেরিকাটা কার্তিক
    মর্ত্যভুমিতে ফুর্তি করবে, 'ওয়ে ওয়ে' চারিদিক
    মাইকে বাজবে অমায়িক গান , নোটের পাত্তি উড়বে
    মুরগি মাটন জবর খ্যাঁটন কত ফিলটার পুড়বে

    এবং যাদের পেটে ভাত পিঠে জামা পায়ে জুতো জোটে না
    বুকের বাগানে মাসপয়লায় খুশির গোলাপ ফোটে না।
    সেই চুনারাম মাহাতোর দলও শূন্য উদরে ফ্যান ঢেলে
    শীর্ণ শিশুর হাত ধরে ঘোরে প্যান্ডেল থেকে প্যান্ডেলে
    আলোকের সাজে, ঢাকের আওয়াজে, ধূপের ধোঁয়া ও গন্ধে
    তাদেরও চক্ষে জোনাকিরা জ্বলে তিনটি সকাল সন্ধে।

    --------- (দাশরথি সেনগুপ্ত)
  • Amit | 236712.158.23.211 | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩১388545
  • এপোলোজেটিক ফিক হওয়ার কোনো ব্যাপার ই নেই। বীফ ফেস্টিভ্যাল এর টার্গেট অডিয়েন্স কারা- ? মেসেজ কাকে দেওয়া হচ্ছে ? যারা শুধু বীফ খান তারা নাকি যারা সব রকমের নিষিদ্ধ খাবার এর বিরোধী তারা ? প্রথম টা হলে শুধু বীফ ফেস্টিভ্যাল হোক না। তখন উল্টোদিকে র আওয়াজ ও আসবে যে পর্ক সাথে রাখার দম নেই বা মুসলিম তোষণ হচ্ছে। তার এগেইনস্ট এ লজিক যাই দেওয়া হোক গে , কিচ্ছু আসে যায়না। শেষকালে ভোটের সময় যাদবপুরে বিকাশ ভট্চাজ এর হাল ই দাঁড়াবে।

    ইন্ডিয়া তে পর্ক নিয়ে খুনোখুনি হয়েছে বলে জানা যায়নি এখনো, কিন্তু সব কটা ইসলামিক দেশে পর্ক নিষিদ্ধ, কাতারে আমার এক ফিলিপিন্স কলিগ এর জেল হয়েছিল আমেরিকান আর্মি বেশ থেকে লুকিয়ে ক্যানাড পর্ক নিয়ে আসায় । আরো বেশ কিছু ঘটনা দেখা। ইভেন ইন্ডিয়া তেও, এমনকি কলকাতার সংখ্যালঘু সম্প্রদায়ের এলাকা তে কটা পর্ক এর দোকান আছে, বা খুলতে দেওয়া হয় - ? (পার্ক স্ট্রিট এর ১০০ বছরের পুরোনো এংলো ইন্ডিয়ান সসেজের দোকান কুমিরছানা র মতো দেখবেন না দয়া করে )।

    ইনটলারেন্স সব দিকেই দিব্যি চমৎকার আছে, যেখানে যাদের সংখ্যার জোর বেশি, তাদের টা চোখে পড়ে যায়, এই যা তফাৎ।

    আর এসব ফেস্টিভ্যাল এর টার্গেট অডিয়েন্স যদি ওপেন মাইন্ডেড লোকজন হয়, যে যার ইচ্ছে মতো খাবার খেতে পারে, কোনো ঢপের ধর্মের বাধা নিষেধ না মেনে, তাহলে সেখানে সব ধরণের খাবার রাখা হোক। তখন এটি লিস্ট কেও এটা বলতে পারবে না যে কোনো পার্টিকুলার সম্প্রদায় কে কে তোষণ করা হচ্ছে।
  • Ela | 236712.158.455612.132 | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৪388547
  • বি, কবিতাটা বেশ ভাল লাগল। ৯১ সালে লেখা হলেও এখনও একইরকম যুগোপযোগী। আগেও তাই ছিল পরেও তাই থাকবে।
  • aranya | 890112.162.9001223.105 | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০৮:১১388548
  • কবিতাটা আমারও ভাল লাগল
  • r2h | 236712.158.455612.132 | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৯388549
  • @অমিতবাবু 17 Sep 2019 -- 03:31 AM (পার্ক স্ট্রিট এর ১০০ বছরের পুরোনো এংলো ইন্ডিয়ান সসেজের দোকান কুমিরছানা র মতো দেখবেন না দয়া করে ) -

    তা কেন, টালিগঞ্জ ফাঁড়ির ওখানে প্রদীপ এবং বাংলুর ঠেকের আগে শুওরের দোকান লাইন দিয়ে; অদূরেই টিপু সুলতান মসজিদ।
  • r2h | 124512.101.89900.207 | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩৬388550
  • কবিতাটা খুবই ভালো।

    কদিন আগে মেদিনীপুরে এক গণ্ডগ্রামে বিয়ে বাড়ি গেছিলাম, এলাকার ধনাঢ্য জোতদার পরিবারে বিয়ে, গ্রামশুদ্ধু সবার নেমন্তন্ন। বাচ্চাদের দেখছিলাম, যারা জিনস স্নিকার ঝকমকে জামা আর যারা ছেঁড়া প্যান্ট আর ময়লা কম্বল জড়ানো, তাদের আচরন, নিজেদের মধ্যে ইন্টারায়াকশন এইসব।
  • | 237812.68.454512.138 | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:১১388551
  • কাতার কেন পৃথিবীর সমস্ত মুসলমান প্রধান দেশ এর সরকার অসহ্য খারাপ হলেও কিছুই এসে যায় না, ভারতবর্ষ কে সংখ্যাগুরু র প্রতি গণতন্ত্রের স্বার্থে পক্ষপাতিত্ত্বের নিরীক্ষাস্থল হয়ে উঠতে হবে এটা কোন যুক্ক্তি ই না।

    আমরা তো অনেকেই (অনেক গুলো দেশ ই) এনি ডে ব্রিটেনের থেকে আমেরিকার থেকে শুধু না পৃথিবীর অনেক তথাকথিত লিবেরাল দেশের থেকে রিলিজিয়াস ফ্রিডম এর ক্ষেত্রে ঢের বেটার অলরেঅডি, সেটাই বা রাখবো না বা বাড়াবো না কেন?

  • ফ্যাক্ট চেক | 236712.158.121212.198 | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪১388552
  • সবকটা মুসলিম দেশে মোটেই পর্ক নিষিদ্ধ নয়। ইউএই তে দিব্যি পর্ক বিক্রি হয়।
  • S | 890112.162.674523.58 | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪৭388553
  • মুসলিম দেশ মানে কি?
  • aranya | 236712.158.670112.197 | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৬:২৬388554
  • 'আমরা তো অনেকেই (অনেক গুলো দেশ ই) এনি ডে ব্রিটেনের থেকে আমেরিকার থেকে শুধু না পৃথিবীর অনেক তথাকথিত লিবেরাল দেশের থেকে রিলিজিয়াস ফ্রিডম এর ক্ষেত্রে ঢের বেটার অলরেঅডি'
    - রিলিজিয়াস ফ্রিডম-এর ভিত্তিতে তৈরী কোন ইন্ডেক্স আছে? কোন কোন দেশ ব্রিটেন, আমেরিকা এবং তথাকথিত অনেক লিবেরাল দেশের চেয়ে বেটার, তা সিরিয়াসলি জানতে চাই
  • দোবরু পান্না | 236712.158.782323.63 | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৪388555
  • "রিলিজিয়াস ফ্রিডম-এর ভিত্তিতে তৈরী কোন ইন্ডেক্স আছে? কোন কোন দেশ ব্রিটেন, আমেরিকা এবং তথাকথিত অনেক লিবেরাল দেশের চেয়ে বেটার, তা সিরিয়াসলি জানতে চাই" -

    ইউনেসকো রিলিজিয়াস ফ্রীডম ইনডেক্স ২০১৭ (প্রথম দশ) -

    1. Saudi Arabia
    2. Nigeria
    3. Pakistan
    4. Myanmar
    5. China
    6. India
    7. USA
    8. Bangladesh
    9. UK
    10. France

    তথ্যসূত্রঃ
  • | 236712.158.1234.135 | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৩388556
  • রিলিজিয়াস ইনডক্সে কীকরে পাকিস্তান আর চায়না ভারতের আগে গেল সেটা ভাবার চেষ্টা করছি
    !!
  • Atoz | 237812.69.4545.151 | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:০১388558
  • আরে তথ্যসূত্র সাইটটা দ্যাখো। ঢপের্চপনেশনস ডট অর্গ ঃ-)
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন