এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বৃষ্টি (বৃষ্টি নিয়ে সব কিছু থাক এখানে)

    Blank
    অন্যান্য | ২০ জুন ২০০৭ | ৩৪৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Blank | 65.82.130.9 | ২০ জুন ২০০৭ ০২:১১389548
  • Crying in the rain

    I?ll never let you see
    The way my broken heart is hurting in me
    I?ve got my pride and I know how to hide
    All my sorrow and pain
    I?ll do my crying in the rain

    If I wait for stormy skies
    You won?t know the rain from the tears in my eyes
    You?ll never know that I still love you so
    Only heart is remain
    I?ll do my crying in the rain

    Raindrops falling from heaven
    Could never take away my misery
    Since we?re not together
    I pray for stormy weather
    To hide these tears I hope you?ll never see

    Someday when my crying is done
    I?m gonna wear a smile and walk in the sun
    I may be a fool but till then, darling, you never see me complain
    I?ll do my crying in the rain

    Since we?re not together
    I pray for stormy weather
    To hide these tears I hope you?ll never see
    Someday when my crying is done
    I?m gonna wear a smile and walk in the sun
    I may be a fool but till then, darling, you never see me complain
    I?ll do my crying in the rain
    I?ll do my crying in the rain
    I?ll do my crying in the rain
  • Blank | 65.82.130.9 | ২০ জুন ২০০৭ ০২:১২389559
  • Seven lonely days
    And a dozen towns ago
    I reached out one night
    And you were gone
    Dont know why youd run,
    What youre running to or from
    All I know is I want to bring you home

    So Im walking in the rain,
    Thumbing for a ride
    On this lonely kentucky backroad
    Ive loved you much too long
    And my loves too strong
    To let you go, never knowing
    What went wrong

    Kentucky rain keeps pouring down
    And up aheads another town
    That Ill go walking thru
    With the rain in my shoes,
    Searchin for you
    In the cold kentucky rain,
    In the cold kentucky rain

    Showed your photograph
    To some old gray bearded man
    Sitting on a bench
    Outside a genral store
    They said yes, shes been here
    But their memory wasnt clear
    Was it yesterday,
    No, wait the day before

    So I finly got a ride
    With a preacher man who asked
    Where you bound on such a dark afternoon?
    As we drove on thru the rain
    As he listened I explained
    And he left me with a prayer
    That Id find you

  • Som | 169.200.204.17 | ২০ জুন ২০০৭ ০২:১৪389570
  • Will our children look back
    With hatred or despair
    At a generation of idiots
    Who just didn't care
    About the fossil fuel fumes
    And the aerosol sprays
    That put holes in the ozone
    And let in the rays
    That can cause cancer in humans?
    And what is it all worth
    Heating up our globe
    Destroying our own Earth?
    What will they think
    Of us with no concern
    About the seas of shit
    And radiation burn?
    We who watched
    The waters of the world
    Turn to lakes of lava
    Killing every form of life?
    Will they have regrets
    For being born at all
    Into a world where only
    Acid rain can fall
    On all the empty fields
    And on the vacant lots
    Where cockroaches and crab grass
    Are the only crops?
    Acid rain dissolving away
    The monuments of man
    Run for your lives!

    Acid rain
    Smell the rain coming?
    Acid rain
    Run for cover now!
    Acid rain
    The water is on fire!
    Acid rain

  • Blank | 65.82.130.9 | ২০ জুন ২০০৭ ০২:২৬389581
  • কোনোদিন সারাদিন
    --------------------

    রিম ঝিম ঝিম ঝিম
    ঝিম ঝিম ঝুর ঝুর
    দিন ভোর জল সুর

    দূর দূর বহু দূর
    এই মন উড় উড়
    উড় উড় দূর দূর

    যেই খানে মেঘ পুর
    মেঘ পুরী নিঝঝুম
    নেশা নেশা ঘুম ঘুম

    ঘুম ঘুম চুপ চুপ
    জল কথা টুপ টুপ
    টুপ টুপ টিম টিম

    ঝির ঝির রিম ঝিম
    সারাদিন কোনোদিন
    ছড়া কাটা নামহীন

    বেহিসেবী টুকি টাকি
    আনমনা আঁকি বুঁকি
    মেঘ বেলা জল খেলা

    উনমনা উদাসীন
    রিমিঝিম ঝিম ঝিম
    সেই দিন কোনো দিন

    (এটা র স্ক্রীন প্রিন্ট একটা আছে আমার কাছে, ফাইলের নাম jayita.jpg। এর বাইরে এর কোনো লেখক বা লেখিকা জানি না আমি)
  • Som | 169.200.204.17 | ২০ জুন ২০০৭ ০২:৩১389592
  • বৃষ্টি বল্লেই এই অনুপ্রাসটা মনে পড়ে যায়

    গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে
    গরজে গগনে
  • Blank | 65.82.130.9 | ২০ জুন ২০০৭ ০২:৩৬389597
  • কবিতাই স্থাবর - অস্থাবর
    (আবেদুজ্জামান সুনু)

    তোমার জন্য কবিতা লিখবো বলে বৃষ্টি কে বলেছি অঝোর ধারায় ঝড়তে
    ভাসিয়ে দিতে উঠোন, মাঠ, ব্যাস্ত পিচ ঢালা রাজপথ, এবং উত্তেজিত জনতার মঞ্চ
    জেলখানার সু উচ্চ দেয়াল যখন বৃষ্টি তে ভিজে উঠেছিল তখন আমি দারুন থমকে।
    কতদিন আকাশ দেখি ন, বৃষ্টির ঘ্রান পাই শুধু, তাও যথেষ্ট নয়, চোখের সামনে
    ইস্পাতের দালাল, ইট রড কাঠ, নাট বোল্ট সব ভিজে যায় বৃষ্টি তে শুধু আমি না।

    মাঝে মাঝে পাখী দেখি মুক্ত, চঞ্চল কত সজীব, উড়তে থাকে আচ পেলেই।
    আমি কেন পাখী হলাম না বলতে পারো? পাখী রা কত স্বাধীন, বৃষ্টি ওদের ভিজিয়ে দিয়ে জায় প্রতিটি বর্ষায় অসংখ্যবার।
  • Blank | 65.82.130.9 | ২০ জুন ২০০৭ ০২:৪৮389598
  • দেখা
    -------
    (সুনীল)

    ভালো আছো?
    দেখো মেঘ, বৃষ্টি আসবে !
    ভালো আছো?
    দেখো ইশান কোনের কালো, শুনতে পাচ্ছো ঝড়?

    ভালো আছো?
    এই মাত্র চমকে উঠলো ধপ ধপে বিদ্যুৎ।
    ভালো আছো?
    তুমি পঅকৃতিকে দেখো
    তুমি পঅকৃতি আড়াল করে দাঁড়িয়ে রয়েছো
    আমি তো অণুর অণু, সামান্যের চেয়েও সামান্য
    তুমি জ্বালাও অগ্নি, তোলো ঝড়, রক্তে এত উন্মাদনা
    দেখো সত্যিকার বৃষ্টি, দেখো সত্যিকার ঝড়
    তোমাকে দেখাই আজ ও শেষ হয় নি
    তুমি ভালো আছো?
  • shyamal | 24.119.209.168 | ২০ জুন ২০০৭ ০৫:১৪389599
  • বলাই বাহুল্য যে কারেন কার্পেন্টার কোন দিন বর্ষার দিনে বেগুনি, আলুর চপ খাননি কিম্বা খিচুড়ী আর ব্যাসন দিয়ে ফুলকপি ভাজাও দেখেননি , নয়তো গাইতেন না rainydays and mondays always makes me down
    এ ব্যাপারে পল নিউম্যান আর রবার্ট রেডফোর্ড অনেক বেশী উৎসাহী। তাই গুলি খাওয়ার কিছুক্ষন আগে গেয়েছেন, raindrops are falling on my head
    আমার পছন্দ , সঘন গহন রাত্রী, ঝরিছে শ্রাবনধারা
    অন্ধ বিভাবরী, সঙ্গ পরশ হারা । কিম্বা ,
    ডাকিছে দাদুরী মিলনপিয়াসে , ঝিল্লি ডাকিছে উল্লাসে।
  • Tim | 71.67.115.14 | ২০ জুন ২০০৭ ০৫:৫৪389600
  • সায়েবদের listen to the music of falling rain আর দাড়িবুড়োর " আজি শ্রাবণঘনগহনমোহে" মনে পড়ছে।
  • bozo | 69.138.12.24 | ২০ জুন ২০০৭ ০৬:০৬389549
  • শ্যামল, raindrops falling on my head এ রবার্ট রেডফোর্ড নেই। পল নিউম্যান আর সেক্সি ক্যাথরিন রস। ক্যাথরিন রস এর সেক্স অ্যাপিল, সাইকেল আর ষাঁড় টা ছাড়া ঐ গান টা হয় না।
    তবে গান টা গুলি খাবার আগে অনেক আগে। গান টা ফ্ল্যাশব্যাকে আছে।
    অনেক দিন পরে এই পাতায় কেউ কারেন কার্পেন্টার এর নাম করল।
  • Blank | 74.130.201.170 | ২০ জুন ২০০৭ ১১:১৪389550
  • Running From The Rain

    There was a sound, split all the heavens apart
    On the northern wind, out in a southern spark
    Oh, I will be with you, running from the rain

    When it reaches the end of the line
    I see myself reflected in broken glass
    As the gates come crashing down

    There is blood on the tracks tonight
    And rust inside our veins
    Will it ache every time I hear the storm
    running behind me?

    There were some younger kids
    Who followed the tracks that day
    It was a passing afternoon
    that came and took them away

    So we forgot our names
    Lying in the tall grass
    underneath the billboard dreams
    Oh, I will be with you, running from the rain

    When it reaches the end of the line
    I see myself reflected in broken glass
    As the gates come crashing down

    There is blood on the tracks tonight
    And rust inside our veins
    Will it ache every time I hear the storm?
    It's running all over
    It's running all over
    It's running all over
    It's running all over me.
    Running from the rain

    See the steam in the distant hills
    See the rooftops glitter in the sun
    Hear the summer counting down,
    Running out, running from the rain
    Operator, Operator, did you lose your way
    when you got that call your brother made?
    You're sick of running and you know it's true
    you're coming back,
    running from the rain
    Running From The Rain"

    There was a sound, split all the heavens apart
    On the northern wind, out in a southern spark
    Oh, I will be with you, running from the rain

    When it reaches the end of the line
    I see myself reflected in broken glass
    As the gates come crashing down

    There is blood on the tracks tonight
    And rust inside our veins
    Will it ache every time I hear the storm
    running behind me?

    There were some younger kids
    Who followed the tracks that day
    It was a passing afternoon
    that came and took them away

    So we forgot our names
    Lying in the tall grass
    underneath the billboard dreams
    Oh, I will be with you, running from the rain

    When it reaches the end of the line
    I see myself reflected in broken glass
    As the gates come crashing down

    There is blood on the tracks tonight
    And rust inside our veins
    Will it ache every time I hear the storm?
    It's running all over
    It's running all over
    It's running all over
    It's running all over me.
    Running from the rain

    See the steam in the distant hills
    See the rooftops glitter in the sun
    Hear the summer counting down,
    Running out, running from the rain
    Operator, Operator, did you lose your way
    when you got that call your brother made?
    You're sick of running and you know it's true
    you're coming back,
    running from the rain

  • kallol | 192.77.110.18 | ২০ জুন ২০০৭ ১২:১১389551
  • কাজে-কম্মে মাস দেড়েক ছিলেম ভালুকপোং-এ। জায়গাটা অরুনাচলের পুর্ব খেমাঙ্গ আর অসমের তেজপুর সীমান্তে। পাহাড়ের উপর ছোট্ট শহর। নীচে গর্জনবতী খেমাঙ্গ নদী। শহরটা পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা। আর রাস্তার ধারে, পাহারের গায়ে অজস্র অর্কিড। শুনেছি পৃথিবীর নব্বই শতাংশ অর্কিডের ঠিকানা অরুনাচল। আর আছে নানান প্রজাতির পোকা মাকড়। বিশাল বড় ঝিঁঝিঁ, সাংঘাতিক জোরে কট্‌কট আওয়াজ করা কালচে সবুজ পোকা (ওখানে বাচ্চারা পকেটে নিয়ে ঘোরে), বিশাল কালো ভেলভেটের মত গা-ওয়ালা মাকড়সা(সাধারন বাঙ্গালীর হাতের চেটোর চেয়ে বড়)।
    গৌহাটি থেকে নওগাঁ-তেজপুর হয়ে যেতে গাড়িতে ঘন্টা ছয়েক লাগে। আর একটা রাস্তা আছে মঙ্গলদৈ হয়ে, তাতেও প্রায় একই সময় লাগে। প্রথমটা ব্রহ্মপুত্রের দক্ষিণ পাড় ধরে, অন্যটা উত্তর পাড় ধরে।
    আমি ওখানে ছিলাম ২০০৩-এর ভরা বর্ষায়। পৌঁছেই শুনি অন্তত: দিন পনেরো-কুড়ি বিদ্যুতহীন থাকতে হবে। গত তিনদিনের বৃষ্টিতে কাছের জলবিদ্যুত প্রকল্পটির সবকটি চ্যানেল পাহাড় ধ্বসে বুজে গেছে। ঐ মাটি সরাতে ওরকম সময়ই লাগে। কারন মাঝে মাঝে আবারও তো বৃষ্টি হবে, আবারও তো ধ্বস নামবে।
    পরদিন আবার বৃষ্টি নামলো। আমি কলকাতার ছেলে, পশ্চিম বাংলা, বীরভূম আর দিনাজপুর বাদে, চষে ফেলেছি। গৌহাটি আমার দ্বিতীয় ঘর ছিলো। ফলে, চারদিক ঝাঁপিয়ে বৃষ্টি আমার অজানা নয়। কিন্তু ভালুকপোং-এর বৃষ্টির তুলনা পাইনি। ঘরে বসে একটু দুরে বসা কারুর সাথে কথা বলতে গেলে গলা চড়িয়ে কথা বলতে হয়। ঘর অবশ্য সবই টিনের চাল, কিন্তু ফলস সিলিং দেওয়া। জানালা দিয়ে কিছু দেখার নেই, ধুসর পর্দায় ঢেকে গেছে পাশের বাড়ি থেকে দূরের পাহাড়।
    একটা ছাতা নিয়ে, দুপা হোটেলের বাইরে বের হয়েই, ফিরে এসে ছাতাটি তার মালকিনের কাছে জমা দিয়ে ফের বার হই। কারন ঐ বৃষ্টিতে কোন রকম ছাতাই কোন কাজে লাগে না। হোটেলের মালকিন অভয় দিয়ে বললো, ঠান্ডা লাগলে ঘরে তৈরী লাউপানি(ওখানকার হাড়িয়া) আছে।
    যে রাস্তা দিয়ে হাঁটছি, তার একপাশের পাহাড়ের ঢাল, অন্যপাশের মাঠ, ছোট-বড় বাড়িগুলোর ফাঁক দিয়ে বৃষ্টির জল যেন পাগলের মত ঝাঁপিয়ে পড়ছে
    ছোট-বড়-মাঝারী নানান মাপের ঝর্ণা হয়ে তার খেমাঙ্গ প্রিয়ার বুকে।
    গোটা শহরটাই একটা বিশাল ঝর্ণা হয়ে গেছে। আমি সেই ঝর্ণার বুকের ভিতর দিয়ে ভেসে যাচ্ছি, ভেসে যাচ্ছি.... ভেসে ভেসে ভেসে..............
    সব ভালো ব্যাপারের মত বৃষ্টিও থেমে গেলো এক সময়। ফিরে আসি। মালকিন সুন্দরী কথা রেখেছে। বারান্দায় বসে লাউপানিতে চুমুক দিচ্ছি। চারপাশের বৃষ্টি ধোয়া ঘন সবুজ পাহাড়ের গায়ে লেপ্টে আছে ধূসর মেঘরাজি। ওয়াশে আঁকা ল্যান্ডস্কেপের মধ্যে বসে আছি, সবুজ... ধুসর... সবুজ.......
  • S | 61.95.167.91 | ২০ জুন ২০০৭ ১৩:০০389552
  • উত্তরপূর্ব ভারত তথা উত্তরবাংলার বৃষ্টির আলাদা একটা সৌন্দর্য আছে। দক্ষিণবাংলার বর্ষার সাথে কোনও মিল নেই। অ্যাই বোজো, জলপাইগুড়ির বর্ষা নিয়ে লেখ না দু এক ছত্তর। শহরের মধ্যে করলার জল ঢুকে পড়া আর তিস্তার পাল্টে যাওয়া চেহারা ...
  • kali | 160.36.241.77 | ২১ জুন ২০০৭ ০২:৫৯389553
  • খুব প্রিয় গান-অ্যালান জ্যাকসন :

    I need some sunshine on my face
    To help me dry my eyes
    I need a blue sky over here
    So I can clear my mind.

    Maybe your soft breath on my back
    To make me feel at ease
    Anything more than what I've got
    On this rainy day in June.

    It's a rainy day in June
    The sky is grey and I am blue
    Tryin' to make it without you
    On this rainy day in June.

    Yesterday morning I woke up
    On the wrong side of the bed
    And on the right side laid a note
    I knew what it said.

    Then the rain came, hasn't stopped
    I don't know if it will
    But I'll keep waiting with the hopeful heart
    On this rainy day in June.

    It's a rainy day in June
    The sky is grey and I am blue
    Tryin' to make it without you
    On this rainy day in June.

    The thunder rolls, the lightning flashes
    Every thought began with you
    I see your face in every clouded paths
    On this rainy day in June.

    It's a rainy day in June
    The sky is grey and I am blue
    Tryin' to make it without you
    On this rainy day in June...

  • Tim | 204.111.134.55 | ১৬ মে ২০০৮ ০৫:০৫389554
  • আরেকটু বৃষ্টি হোক। :)
  • Tim | 204.111.134.55 | ১৬ মে ২০০৮ ০৫:২৪389555
  • একটা শিশুপাঠ্য ছড়া থাক আপাতত :)

    ঘুম নামলে চোখের পাতায়
    মেঘ জমবেই আকাশ প'রে
    জলের ফোঁটায়, শিশিরকণায়
    বৃষ্টিরা আজ আসবে ঘরে।

    বৃষ্টি আসুক, জলের ছোঁয়ায়
    নামুক চোখে স্বপ্নপুরী
    যেমন মায়ের নরম হাতের
    ছোঁয়ায় বাজে ঠুনকো চুড়ি।

    সেই পরশও লুকিয়ে থাকে
    হঠাৎ পাওয়া ঝড়ের মাঝে
    আজ এখানে জলছোঁয়াদিন
    সকাল দুপুর বিকেল সাঁঝে।

    জল মেখে চোখ বন্ধ হবে
    জলের ছোঁয়ায় ক্লান্তিহরণ
    ক্লান্তি নামুক একটু আরো
    ক্লান্ত দিনের রাত্রীবরণ।

  • b | 193.1.100.109 | ১৬ মে ২০০৮ ১৪:০৮389556
  • বৃষ্টি ভাবলেই অন্ধকার মধ্যদিন। মফ:স্বলী ইস্কুলে ম্লান ক্লাসঘরের সামনের জানালা জোড়া গঙ্গা নদী। দেখতে পাই ওপার থেকে সহস্র অশ্বারোহী ধেয়ে আসছে।

    বৃষ্টি ভাবলেই তিনদিন অবিরাম। সকালে উঠে নুন আর সরষের তেল দিয়ে দাঁত মাজা। পুকুরের জল ছাপিয়ে উঠেছে, কচুপাতার ওপরে রূপোলি তরলের মত জমে আছে। একটা কাঠিকে মিছিমিছি ছিপ ভেবে সারাদুপুর ধরে মাছ ধরার খেলা।

    **
    মন্দং মন্দং নুদতি পবনশ্চানুকুলো যথা ত্বাং।
    বামশ্চায়ং নদতি মধুর: চাতকাস্তে সগন্ধ:।।
    গর্ভাধানক্ষণপরিচয়ম ন্যুনমবাবদ্ধমালা:।
    সেবিষ্যন্তে নয়নসুভগম্‌ খে ভবন্তম্‌ বলাকা:।।

    এও তো বৃষ্টির দিনের গল্প।

  • aja | 207.47.98.129 | ১৬ মে ২০০৮ ২২:০৪389557
  • কর্তুম্‌ য়চ্চ প্রভবতি মহীম্‌ উচ্ছিলীন্ধ্রাম্‌ অবন্ধাং
    তচ্ছ্রুত্বা তে শ্রবণসুভগং গর্জিতং মানসোক্তা:।
    আ কৈলাসাদ্‌ বিসকিসলয়চ্ছেদপাথেয়বন্ত:
    সংপত্‌স্যন্তে নভসি ভবতো রাজহংসা: সহায়া:।।
  • M | 59.93.198.85 | ১৭ জুন ২০১১ ০৮:৩৩389558
  • ০ ০
    ---
  • abastab | 61.95.189.252 | ১৭ জুন ২০১১ ০৯:০১389560
  • দিল্লীতে ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে গান শুনেছিলাম কিশোরী আমনকর, মেঘমল্লার। প্রথম কলিটি ছিল গুমরি গুমরি গগনে গগনে বরিষণ কো আয়ি মেঘ। একদম একতালের মাপে লেখা। এ রকম বন্দিশ খুব বেশি শুনিনি। দু:খ, চেন্নাই এ বিনে পয়সায় গান শোনা যায় না।
  • kallol | 220.226.209.2 | ১৭ জুন ২০১১ ১০:০৪389561
  • অবাস্তব, পিনাকী, দীপ্তেন এবং আর যারা চেন্নাইতে আছো/আছেন, আর হায়দ্রবাদে শিবাংশু, বিবি প্রমুখ।
    কখনো সময় পেলে ব্যাঙ্গালুরুতে একটা চেন্নাই-ব্যাঙ্গালুরু-হায়দ্রাবাদ ভাট করা যায়। পরে ঘুরিয়ে ফিরিয়ে চেন্নই, হায়দ্রাবাদেও করা যায়।
    আচ্ছা আমিই উদ্যোগ নিচ্ছি। জুন মাসটা যাক।
  • Lama | 203.132.214.11 | ১৭ জুন ২০১১ ১১:০৫389562
  • টুপটুপাটুপ বৃষ্টি পড়ে, কলকাতাতে বান।
    ঝাঁকামুটের ঝাঁকায় চেপে তিনটি বাবু যান।
    একটি বাবু বগল বাজায়, এক বাবু গায় গান।
    আরেক বাবু নাচতে উঠে ডিগবাজি এক খান।

    টুপটুপাটুপ বৃষ্টি পড়ে, কলকাতাতে বান।

    (ছোটবেলায় আনন্দমেলায় পড়া, কার লেখা জানি না)
  • dd | 124.247.203.12 | ১৭ জুন ২০১১ ১১:২৪389563
  • এটাও ভাববার বিষয়, এই যে বেদ টেদে মেঘ ও বৃষ্টি নিয়ে প্রচুর স্তুতি আছে। বৃষ্টি দাও বৃষ্টি দাও বলে সে কি আকুলি বিকুলি।খরার দেশের মানুষ ছিলেন না কি ওঁয়ারা?

    পরবর্তীকালে বৈষ্ণব পুরাণেও,কৃষ্ণ ও রাধার লীলাতে বৃষ্টির একটা ইস্পেসাল স্থান ছিলো।

    সাহেব মেমেদের বোধয় অমনতরো কিছু নেই। তারা সহৃদয় ব্যবহার পেলে কন "Warm reception" আর আমরা কই কী মিষ্টি স্বভাবের মেয়েটি, জিগালো"পথিক,তুমি কি পথ হারাইয়াছো?" অম্নি প্রানটা শীতল হয়ে গেলো। আমরা শান্তিতে বলি বুকটা ঠান্ডা হোলো। বা পরাণটা জুড়িয়ে গেলো।

    এই যে সাহিত্য আর অন্যান্য ন্যাকামির মধ্যে আবহাওয়ার উপাদান,এই বিষয়ে সমগ্রে মানব সভ্যতায় আমি ছাড়া আর কেউ কিছু কখনো চিন্তাও করেছেন? পেত্যয় হয় না।
  • dd | 124.247.203.12 | ১৭ জুন ২০১১ ১১:৩২389564
  • আরো আছে।
    টিপ টিপ,টুপ টুপ,ঝির ঝির,ঝর ঝর, ঝম ঝম এম্নি কতো ধন্বাত্মক শব্দে বৃষ্টির বেগ বোঝানো যায়।

    নিজেও কয়েন করতে পারেন যেমতি ছ্যাড় ছ্যার করে বৃষ্টি পচ্ছে, বা হড় হড়িয়ে শ্রাবণ ধারায় ক্যাতক্যাতে হয়ে গেলাম।

    ইংরাজীতে এমনটি পাবেন্না। ওনারা কি করে পদ্দো লেখেন বোঝা মুশকিল।

    টাপুর টুপুর বিষ্টি পরে নদেয় এলো বান, এর অনুবাদ করুন দেখি?
    "নদেয় এলো বান" তো সোজা Arrow comes to Nadia" কিন্তু প্রথমটা লিখুন তো ইংরাজীতে, এলেম বুঝি।
  • Bratin | 122.248.183.1 | ১৭ জুন ২০১১ ১১:৩৩389565
  • টাপুর টুপুর বৃষ্টি পরে
    নদে এল বান,
    শিব ঠাকুরের বিয়ে হচ্ছে
    তিন কন্যে দান।
    এক কন্যে রাঁধেন বাড়েন,
    এক কন্যে খান
    এক কন্যে রাগ করে
    বাপের বাড়ি যান।

  • Sibu | 74.125.57.33 | ১৭ জুন ২০১১ ১১:৩৮389566
  • এই যে মুসলমানদের গার্ডেন আর্কিটেকচারে এত্ত এত্ত জল (যা নাকি আবার তাদের স্বর্গের কপি), সে তো তেনারা আরবের মরুভূমি থেকে ইস্তেমাল করেছিলেন বলেই। আর ভাইকিংদের স্বর্গে নাকি সারাক্ষণ আগুন জ্বেলে শুয়োর রোস্ট হয়, সেটা তো তেনাদের বরফের দেশ বলেই। আর হিন্দুরা যে যাযাবরের জাত থেকে উদ্ভুত সে তাদের নরক দেখলেই বোঝা যায়। কোনটি অগ্নিময়, কোনটি বরফশীতল, কোনটিতে খাইদ্য নাই, কোনটিতে খাইদ্য আছে, কিন্তু খাইবার উপায় নাই। মনে হয় অনেক দেষে ঘোরার সময় যেখানে যেটি ঝাড় গেছিল সেটি দিয়ে একটি নরক তৈরী হয়েছিল। এমনকি নরকে অস্পৃশ্যতার কথাও রবীন্দ্রনাথ লিকে গেছেন। কিন্তু সে অন্য সুতোর গপ্পো।

    ডিডিদাদা এই হিন্দু/বৌদ্ধ নরক নিয়ে লিকলে বেষ হয়। তাইলে কুমি জানতে পারে মরে গেলে ওর কি হবে।
  • Sibu | 74.125.57.33 | ১৭ জুন ২০১১ ১১:৪৩389567
  • টাপুর-টুপুরের কিন্তু ইঞ্জিরী আচে - pitter-patter। লংডন টাউনে ঐ বস্তুটি হয় তো।
  • siki | 123.242.248.130 | ১৭ জুন ২০১১ ১১:৫৬389568
  • হিংলিশে কিন্তু কী সুন্দর রোমান্টিক গানা হয় বিষ্টি নিয়ে। আমাদের যৌবনে গান ছিল:

    রেইন ইজ ফলিং ছমাছম্‌ ছম্‌,
    লড়কী নে আঁখ মারি, গির গয়ে হম্‌।
    টন্‌টনাটন্‌, টনন্‌টনন্‌।
  • dd | 124.247.203.12 | ১৭ জুন ২০১১ ১১:৫৯389569
  • এটা নিয়ে তো আরো চিন্তা পরলাম।
    দেশী গরু ডাকে হাম্বা আর সাহেব গরু ডাকে মু। বিড়াল সর্বত্রই ম্যাও করে ।

    এখন বৃষ্টির আওয়াজ ও কি সাহেবদের দেশে অন্য রকম ? না সাহেবদেরই কান গুলো একটু এবরো খেবরো।

    যারা যারা বিলেতে গেছেন,তারা স্পষ্ট কি রকম শুনেছেন?
  • lcm | 69.236.168.97 | ১৭ জুন ২০১১ ১২:০০389571
  • খাইবার উপায় নেই কেন? পাস আছে তো!
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন