এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তারাপদ রায়

    LCM
    অন্যান্য | ২৬ আগস্ট ২০০৭ | ৪২৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • J | 217.162.110.139 | ২৬ আগস্ট ২০০৭ ১৩:০৭392434
  • সাহিত্যিক তারাপদ রায় চলে গেলেন। ছোটোবেলায় আনন্দমেলায় ডোডোতাতাই পড়তাম আর হাসতাম, এছাড়াও ছিলো বড়োদের জন্যে কৌতুক রচনা। মানুষকে হাসানো খুব কঠিন কাজ। বাংলালাইভের আর্খাইভেও ঢুঁ মেরে ওঁর রম্য রচনা পড়ে হেসেছি। আর লেখা হবে না ডোডোতাতাইয়ের গল্প, ওঁর নিজস্ব শৈলীর রম্যরচনা। হাসির গল্পের ভাঁড়ারে আজ একটু টান পড়ল। অগণিত কৌতুকপ্রেমী পাঠক-পাঠিকা ওঁকে মনে রাখবে।
  • LCM | 71.132.153.164 | ২৬ আগস্ট ২০০৭ ১৩:১০392445
  • চলে গেলেন তারাপদ রায়। একটি কবিতা।

    "এক জন্ম" - তারাপদ রায়
    -------------------------
    অনেকদিন দেখা হবে না
    তারপর একদিন দেখা হবে।
    দুজনেই দুজনকে বলবো,
    'অনেকদিন দেখা হয় নি'।
    এইভাবে যাবে দিনের পর দিন
    বৎসরের পর বৎসর।
    তারপর একদিন হয়ত জানা যাবে
    বা হয়ত জানা যাবে না,
    যে
    তোমার সঙ্গে আমার
    অথবা
    আমার সঙ্গে তোমার
    আর দেখা হবে না।

  • Arpan | 79.73.62.108 | ২৬ আগস্ট ২০০৭ ১৮:৩১392456
  • মধ্যে মধ্যে মনে হয়, আমি আর তোমার সীমানার মধ্যে নেই
    আজ কোথাও নেই আমার সেই শহর
    যেখানে দুই ল্যাম্প-পোস্টের মধ্য দিয়ে লম্বা পেনাল্টি কিকে
    কে যে শূন্যে পাঠিয়ে দেয় চাঁদের ফুটবল
    গ্যালারিতে অস্পষ্ট ছায়াছন্ন মানুষেরা চেঁচিয়ে ওঠে, "গোল, গোল'।

    এই কুড়ি বছরেও তোমার সঙ্গে আমার কিছুই মিললো না,
    আমার ছেঁড়া স্বপ্ন, আমার শতছিন্ন কবিতার টুকরো
    ময়লা কাগজের ঝোলায় ভবঘুরেরা
    কুড়ি বছর ধরে প্রতিদিন কুড়িয়ে নিয়েছে
    নিক্তিতে ওজন করে বিক্রি হয়ে গেছে
    আমার স্বপ্নের শব্দগুলি।

    একটিও রহস্যের জানলা কেউ খুলে দিলো না
    কোনো বাড়ির ছাদে মেঘের কাছাকাছি পৌঁছানো গেলো না
    শুধু-শুধু জামার রঙ, জুতোর নম্বর বদলিয়ে গেলো।

    ("মনে আছে কলকাতা' কবিতার অংশবিশেষ)
  • Tim | 204.111.134.55 | ২৭ আগস্ট ২০০৭ ০২:০৮392463
  • কবি তারাপদ রায় তুলনায় অপরিচিত ছিলেন অনেকের কাছেই। খানিকটা হঠাৎ করেই চলে গেলেন উনি। আরো কমে গেল সরস গল্পকারদের সংখ্যা।
  • Arpan | 193.134.170.35 | ২৯ আগস্ট ২০০৭ ১৮:১৭392465
  • এই লেখাটা উবে যাবে :-(

    প্রতিদিনের অনলাইন আর্কাইভ করার ব্যবস্থা নাই।
  • LCM | 71.132.140.172 | ৩০ আগস্ট ২০০৭ ১৪:৪৫392467
  • লিংকটা কাজ করছে না
  • Samik | 61.95.167.91 | ৩০ আগস্ট ২০০৭ ১৪:৪৫392468
  • আণবিক সুড়সুড়ি

    তারাপদ রায়

    বোলতা, ভিমরুল এবং মৌমাছিদের সঙ্গে
    কাঠপিঁপড়ে, ডেয়োপিঁপড়ে এবং লালপিঁপড়েদের
    সন্ধিচুক্তি যেদিন স্বাক্ষরিত হল,
    কেউ মাথা ঘামায় নি।

    শুধু কালোপিঁপড়েরা বলেছিল,
    "আমাদের কিছুই বলার নেই।
    আমরা কাউকে কামড়াই না
    শুধু সুড়সুড়ি দিই।'

    ভুল

    তারাপদ রায়

    কোনটা যে চন্দ্রমল্লিকার ফুল
    আর কোনতা যে সূর্যমুখী --
    বারবার দেখেও
    আমার ভুল হয়ে যায়,
    আমি আলাদা করতে পারি না।

    ওলকপি এবং শালগম,
    মৃগেলের বাচ্চা এবং বাটামাছ,
    মানুষ এবং মানুষের মত মানুষ --
    বারবার দেখেও
    আমার ভুল হয়ে যায়,
    আমি আলাদা করতে পারি না।

    বই এবং পড়ার মত বই,
    স্বপ্ন এবং দেখার মত স্বপ্ন,
    কবিতা এবং কবিতার মত কবিতা,
    বারবার দেখেও
    আমার ভুল হয়ে যায়,
    আমি আলাদা করতে পারি না।

    (দেশ, ৩১ অক্টোবর ১৯৯৮)
  • d | 192.85.47.2 | ৩০ আগস্ট ২০০৭ ১৪:৫৩392435
  • ঠিক করে দিয়েছি।
  • LCM | 71.132.140.172 | ৩০ আগস্ট ২০০৭ ১৫:০২392436
  • দিন আনি দিন খাই
    - তারাপদ রায়
    ------------------
    আমরা যারা দিন আনি, দিন খাই,
    আমরা যারা হাজার হাজার দিন খেয়ে ফেলেছি,
    বৃষ্টির দিন, মেঘলা দিন, কুয়াশা ঘেরা দিন,
    স্টেশনের প্ল্যাটফর্মে অধীর প্রতীক্ষারত দিন,
    অপমানে মাথা নিচু করে চোরের মত চলে যাওয়ার দিন,
    খালি পেট, ছেঁড়া চটি, ঘামে ভেজা দিন,
    নদীর জলের আয়নায়, বড় সাহেবের ফুলের বাগানে দিন,
    নৌকার সাদা জালে ঢেউয়ের চুড়ায় ভেসে যাওয়া দিন,
    রোদে পোড়া, আগুনে জ্বলা রাস্তায় রাস্তায় ঘোরা দিন,
    হৈ হৈ অট্টহাসিতে কলরোল কোলাহল ভরা দিন,
    হঠাৎ দক্ষিণের খোলা বারান্দার আলো ঝলমলে দিন -

    এই সব দিন আমরা কেমন করে এনেছিলাম, কিভাবে,
    কেউ যদি হঠাৎ জানতে চায়, এ রকম একটা প্রশ্ন করে,

    আমরা যারা কিছুতেই সদুত্তর দিতে পারবো না,
    কিছুই বলতে পারবো না, কোনো ব্যাখ্যা দিতে পারবো না
    কি করে আমরা দিন এনেছিলাম,
    কেন আমরা দিন আনি, কেন আমরা দিন খাই
    কেমন করে আমরা দিন আনি, দিন খাই।
  • LCM | 71.132.140.172 | ৩০ আগস্ট ২০০৭ ১৫:০৩392437
  • থ্যাংকু r এবং d
  • Somnath | 59.93.200.54 | ৩০ আগস্ট ২০০৭ ২১:৩৩392438
  • "আমি লিখিনি
    -----------তারাপদ রায়

    কোথাও ছাপার ভুল হয়ে গেছে। ভীষণ, বিচ্ছিরি
    এ পদ্য আমার নয়, এই আলপনা, এই পিঁড়ি;
    এই ছবি আমি তো আঁকিনি,
    এই পদ্য আমি তো লিখিনি।
    এই ফুল, এই ঘ্রাণ, এই স্বপ্নময়,
    _________________ স্মৃতি নিয়ে এই ছিনিমিনি
    _________________ এই পদ্য আমি তো লিখিনি।
    আমার পুরোনো খাতা, উড়ছে হাওয়ায়
    ছেঁড়া মলাটের নিচে পোকা কাটা মলিন পাতায়
    আমের বোলের গন্ধ, ঝরে আছে অমোঘ পলাশ।
    কবেকার সে পলাশ, ধলেশ্বরী নদীটিরে ঘাটে,
    একা একা ঝরে পড়ে সে কি সেই উনিশশো পঞ্চাশ?
    মদন জাগলার মাঠে
    আজও এক বিষন্ন শিমুল
    গাছ ভরা, পাতা ভরা ভুল।
    স্মৃতি নিয়ে এই ছিনিমিনি
    কোথাও ভীষণ ভুল হয়ে গেছে,
    ঐ ছবি আমার নয়, এই পদ্য আমি তো লিখিনি।

    আমার পড়া তারাপদ রায়ের প্রথম কবিতা। আমি বিশ্বাস করি, এই মানুষটি, এক লাইন ও গদ্য না লিখলেও পারতেন। অন্তত তাতে আমার কিছু যেত আসত না। কিন্তু এই কবিতাগুলো উনি না লিখলে এমনটি করে আর কেউ লিখতে পারতেন না।
  • bozo | 129.7.131.198 | ৩০ আগস্ট ২০০৭ ২২:০৮392439
  • বাওয়া ওম তুমি তো সব কবি সমন্ধেই এক কথা কও। 'তারা দা' কে নিয়ে নতুন কিছু বল।
  • Somnath | 59.93.244.18 | ৩১ আগস্ট ২০০৭ ০০:৪৭392440
  • বোজো,
    যাঁর সম্বন্ধে এই কথাগুলো কওয়া যায় তাঁরেই আমি কবি কই। তোমার "তারাদা" কবি ছিলেন। এইটুকুই।
  • Tim | 204.111.134.55 | ৩১ আগস্ট ২০০৭ ০১:৩৯392441
  • সোমনাথদাকে ডিটো।
  • bozo | 129.7.131.198 | ৩১ আগস্ট ২০০৭ ০৩:৪৬392442
  • তারা দা কে যেমন তেমন লোক ছিলেন বাওয়া? কাব্যি লিখতেন। সুনীল দা তবেই না নাম দিলেন সপ্তাদশ অশ্বারোহী।
    লোকটা খচ্চর ছিল না মাইরি।
  • umesh | 65.82.126.100 | ৩১ আগস্ট ২০০৭ ০৮:১২392443
  • পুজা বার্ষিকী -২০০৭
  • umesh | 65.82.126.100 | ৩১ আগস্ট ২০০৭ ০৮:১৩392444
  • sorry, ভুল করেছি।
  • Arpan | 79.73.61.152 | ০১ সেপ্টেম্বর ২০০৭ ০২:৩৯392446
  • (আরেক পিস "তারাদা' )

    ভ্রমণ কাহিনী -

    শেষবার নামার আগে সমস্ত জিনিস পত্রগুলি
    তালিকা মিলিয়ে নিতে হবে, এবার ভ্রমণকালে
    প্রচুর সংগ্রহ হ'লো, মিনে-করা আগ্রার ফুলদানি।
    জরির চপ্পল, দ্রুতগামী মেল ট্রেনে সচকিত
    ভ্রূ-পল্লব, কী-কী ফেলে গেলে বাড়ি ফিরে দু:খ হবে?

    যে আমগাছের ছায়া সঙ্গে নিয়ে আসা অসম্ভব
    তা-ও বুঝি অজানিত হোল্ড-অলে বাঁধা হয়েছিলো,
    আমগাছের ছায়ার ওজন জানা নেই, তাই করলে
    বুকিং সম্ভব নয়, ভ্রূ-ভঙ্গির কুলি ভাড়া নেই।
  • tan | 131.95.121.132 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ০৫:৩০392449
  • এলসিএম,
    ইন্দ্রর লেখাটার পিডিএফ পাওয়া যায়?
  • agantuk | 67.180.226.16 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ০৯:৪০392450
  • হয়ত রসভঙ্গ হবে, কিন্তু রহুলদা যেমন probability ক্লাসে বলত, সেই for the sake of completeness এখানে চুপি চুপি বলে রাখি, ইন্দ্র যে 'চুপি চুপি খাবার' গল্পটা শুনিয়েছে, সেটা তারাপদ রায়ের নয়। এটা বেরিয়েছিল সাপ্তাহিক দেশ পত্রিকার নিধুবাবুর টপ্পা কলামে, বেনামে লিখেছিলেন আনন্দ বাগচি।
  • LCM | 71.132.133.135 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১০:৪৯392451
  • সে কি! ইন্দ্র-কে তো এ কথাটা জানাতে হচ্ছে !
  • LCM | 71.132.133.135 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১০:৫০392452
  • ট্যান,
    চটপট pdf বানাতে পারে d
    d কে ধরো।
  • b | 193.1.100.109 | ০৯ সেপ্টেম্বর ২০০৭ ১৬:১৯392453
  • তারাপদ রায় এর একটা কবিতা, নাম 'শতবার্ষিকী-র ছায়াপদ্য', বিভূতিভূষণ কে নিয়ে লেখা, বোধহয় ১৯৯৩ সালে বেরিয়েছিল (পূজাবার্ষিকী দেশ/আবাপ)।
    কেউ পাঠাতে পারবেন? প্লি-ই-জ??
    লম্বা কবিতা, ইন্সটলমেন্ট-এ পাঠালেও হবে।
  • Tina | 71.179.157.155 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১৯:৪১392454
  • "সন্দেশ" এ তারাপদ রায় এর একটা গল্প ছিলো "কাগজ ফুলের গাছে'। সেখানে একটা কবিতা বা ছড়া ছিলো....

    আমার একটা মজার গল্প আছে,
    মজাটা এই যে গল্পটা নেই কাছে।
    জামার পকেটে গল্পটা ছিল গোঁজা,
    একদিন গেল ধোপার বাড়িতে সোজা।
    এখন দেখছি গল্পটা ফুটে আছে,
    সিঁড়ির নিচেই কাগজ ফুলের গাছে।
  • Suchetana | 122.167.83.140 | ২৮ সেপ্টেম্বর ২০০৭ ০৬:০৫392455
  • ঐ গল্পটাতেই আরেকটা কবিতা বা ছড়া ছিল ,

    পুষি যখন অল্পে খুশি,
    পুষিবেড়াল পেলেই পুষি,
    পুষিবেড়াল খুশি বেড়াল,
    তুমিও পোষো, আমিও পুষি।
  • Paramita | 64.105.168.210 | ২৮ সেপ্টেম্বর ২০০৭ ০৭:৪৪392457
  • এও বোধহয় তারাপদ :

    আলপিন আর ছুঁচ, আলপিন আর ছুঁচ
    বিয়ের পরেই বাবা জীবনটা খুচখুচ
    ছুঁচ আর আলপিন, ছুঁচ আর আলপিন
    বিয়ের পরেই বাবা জীবনটা সঙ্গীন
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন