এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • রবি ঠাকুরের গানের অজানা নবীন শিল্পীরা

    r
    গান | ১১ জানুয়ারি ২০০৮ | ২২৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | 125.18.17.16 | ১১ জানুয়ারি ২০০৮ ২৩:০৭393166
  • একটা সময় এসেছিল যখন মনে হয়েছিল নতুন আর কিছু হবার নয়। বিশেষত: পুরুষ শিল্পীদের ক্ষেত্রে। সত্যি বলতে, ইন্দ্রনীল-শ্রীকান্ত-মনোময় প্রভৃতিদের রবীন্দ্রসঙ্গীত কোনোদিনই পছন্দ হয় নি। বিক্রমের গান শুনে প্রথম নড়েচড়ে উঠলাম। তবে এখনও মোটে দুটো ক্যাসেট/ সি ডি প্রকাশ করেছে। জানি না ভবিষ্যতের কি পরিকল্পনা। আরো সি ডি বের করলে খুশি হব। বিক্রমকে নিয়ে লেখার লিঙ্কটা খুঁজে পাচ্ছি না। পেলে দিয়ে দেব।

    শৌনক চট্টোপাধ্যায় বলে একটি বাচ্চা ছেলে ভালো গাইছে। রবি ঠাকুরের গানের রসটা এখনও পুরো আত্মস্থ হয় নি, কিন্তু যেহেতু পাক্কা গানার দীর্ঘ তলিম আছে, তাই গলাটা খুব সুরে খেলে। বিক্রম ও শৌনক- দুজনেরই ধ্রুপদী গানের তালিমের জন্য এদের গান শুনতে ভালো লাগে।

    http://www.sounak.com

    সম্প্রতি সাহানার গান শুনলাম। বলব না যে অসাধারণ কিছু। কিন্তু বেশ তরতাজা নতুন গলা। তার উপর সুর, তাল ও উচ্চারণ অক্ষুণ্ন রেখে পরীক্ষা নিরীক্ষার উৎসাহ ও সাহস আছে। তাই বেশ ভালো লাগল।

    http://music.music.com.bd/index.php?dir=S/
    http://www.somewhereinblog.net/blog/konfusiasblog/28703202

    সম্প্রতি তারা মিউজিকে যে রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগিতা হয়ে গেল, তাতে এরিনা আর ইমন- এই দুটি মেয়ের গান অসম্ভব ভালো লেগেছিল। এরিনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে, কিন্তু ইমন স্রেফ আত্মবিশ্বাসের অভাবে চতুর্থ হল। মনে হয় এদের গান ভবিষ্যতে আরও শোনা যাবে।
  • d | 121.247.67.84 | ১১ জানুয়ারি ২০০৮ ২৩:৩৭393177
  • বিক্রম সিংকে নিয়ে লেখার লিঙ্ক মানে কি তোর ডায়েরী? তা'লে যদ্দুর মনে পড়ছে ওটা ২১ কিম্বা ২২ পর্ব্ব। এই দুটোর মধ্যে একটা রবিঠাকুরের গান আর একটা ইসলাম। ওপাড়ার আর্কাইভে গিয়ে ডায়েরীতে গিয়ে এই দুটো পর্ব্ব একটু দেখ।
  • r | 125.18.17.16 | ১১ জানুয়ারি ২০০৮ ২৩:৫০393188
  • http://www.banglalive.com/ipatrikaa/diary/DiaryDetail1_8_2006.asp

    (কি মারাত্মক স্মিরিতি মাইরি!! এরপরেও ন্যাড়াস্যার দমুকে বেরাম্মিশাক খাওয়ার উপদেশ দ্যান? বেরাম্মিশাগের মুয়ে ছাই পড়ুক!!)
  • § | 122.162.82.87 | ১২ জানুয়ারি ২০০৮ ০০:১৩393199
  • দুই কেরালিয়ান ভাইবোন মনোজ মুরলী নায়ার, আর মেয়েটার নাম ভুলে গেছি, খুব ভালো গায় কিন্তু। অনেক দিন আগে ইটিভির সেই প্রোগ্রামে ওদের গান শুনেছিলাম।
  • P | 194.125.95.36 | ১২ জানুয়ারি ২০০৮ ০০:২০393210
  • মনীষা মুরলী নায়ার
  • r | 125.18.17.16 | ১২ জানুয়ারি ২০০৮ ০০:৪১393221
  • মনোজ মনীষা অনামী নয়, বরং প্রচন্ড হিট। মনোজ ভালো লাগে না, মনীষার গলায় একটা কচি কণিকা কণিকা ব্যাপার আছে যেটা বেশ মনে ধরে।
  • RATssss | 63.192.82.30 | ১২ জানুয়ারি ২০০৮ ০০:৪৬393232
  • এই শৌনক চট্টোপাধ্যায় এবছরে এল-এর আর্টেশিয়ার দর্শনীর পুজোতে গান গেয়েছিল - উৎকট জনগনের প্রচণ্ড বাওয়ালীর মধ্যে পরে খুবই বিরক্ত ছিল ও। অত্যন্ত ভাল রেওয়াজী গলা। এবং গানটা খুবই হৃদয় দিয়ে গায়। নবমীর সন্ধ্যায় ওর পরিবেশন বহুদিন মনে রাখার মত।
    কোন এক বাপ্পী লাহিরি প্রেমী ওকে "২-১ টা হিট গান' গাইতে বলাতে দশনীর সকালে স্টেজ থেকে নেমে যায়।
  • Arijit | 77.103.111.51 | ১২ জানুয়ারি ২০০৮ ১৭:৫৬393237
  • মণীষার একটা সিডি আছে আমার কাছে, সাথে মনে হয় তরুণ ব্যানার্জীর সেতার। খুব সুন্দর গলা - ফ্রেশ লেগেছে।
  • Sumeru | 59.93.247.217 | ১৩ জানুয়ারি ২০০৮ ০১:৫৫393238
  • ইন্দিরা বন্দ্যোপাধ্যায়।

    রেকর্ড আছে কি না জানি না। টেগোর সিম্পনিতে গান শুনে বেশ লাগল। শন্তিনিকেতনে থাকেন বলে শুনলাম।
  • r | 59.162.191.115 | ১৩ জানুয়ারি ২০০৮ ১২:২০393167
  • ইন্দিরা বন্দ্যোপাধ্যায় খুব নবীনা শিল্পী নন। বেশ কিছুদিন ধরে গান গাইছেন। যদিও আমার অন্যতম প্রিয় শিল্পী, কিন্তু খুব বেশি সি ডি/ ক্যাসেট বাজারে পাওয়া যায় না। বেঙ্গালুরুতে বাসও মনে হয় এই বিরলতার আর এক কারণ।
  • Sumeru | 59.93.204.170 | ১৩ জানুয়ারি ২০০৮ ১৩:৫৮393168
  • কিছু কি আছে? অবগত করো।
  • r | 59.162.191.115 | ১৩ জানুয়ারি ২০০৮ ১৪:১৪393169
  • ইন্দ্রাণী (সিডনি) এই ব্যাপারে সবথেকে ভালো বলতে পারবে। ইন্দিরা ওঁর খুবই ঘনিষ্ঠ বান্ধবী। তবে গোলপার্কের মেলডিতে ইন্দিরার একটা সোলো সি ডি দেখেছিলাম বলে মনে পড়ছে।
  • i | 59.93.222.202 | ১৩ জানুয়ারি ২০০৮ ২৩:৩৪393170
  • ইন্দিরার একটিই সোলো সিডি আছে। আর কটি ক্যাসেট।সজলভ্য নয় কোনোটিই। কেন কে জানে?ইন্দিরাকে ঠিক নবীন শিল্পী বলা যায় না। অনেকদিন গাইছে, তবে প্রচারের আলো কখনৈ সেভাবে পড়েনি ওর ওপর। এটা দুর্ভাগ্যের।বর্তমানে কলকাতা/ শান্তিনিকেতনের বাসিন্দা না হওয়ায় রেডিও/ টিভি/মঞ্চে অনুষ্ঠান সংখ্যাও কমে গেছে।
  • - | 125.18.17.16 | ১৪ জানুয়ারি ২০০৮ ১৫:০৭393171
  • আমার ইন্দিরাদিদির র গান ব্যাপক লাগে। ছোটো বেলা থেকেই শুনেছি বলে কিনা জানিনা, আমি ব্যাপক বায়াসড ইন্দিরারদিদির ব্যাপারে। দুটো জিনিসের জন্য ভালো লাগে, খুব সাবজেক্টিভ। কোন যৌক্তিক ভিত্তি নাই। উনি অত্যন্ত ভালো ছাত্রী, সে কারণে হতে পারে, মনে হয় গানের কথা গুলো বোঝেন বেশি, এবং উচারণ। ফ্যান্টাস্টিক। আরেকটা কারণ আছে। ১৯৭০ থেকে ১৯৯০ এর মধ্যে ছোটোবেলাটা শান্তিনিকেতনে কাটিয়েও, কণিকা বা নীলিমা দ্বারা বাহ্যত প্রভাবিত নন বলে। এসব ওনাকে বলার সাহস নাই, কানমোলা খেতে পারি, বা লজ্জায় হয়তো চলে যাবেন, কিন্তু এটুকু বলতে পারি, ওনার গলায় গাওয়া অচলায়তন আর চন্ডালিকার গান গুলো চোখ বুঝলে শুনতে পাই, এমনকি কান্ন টান্নও পায়।

    আরেকজন, আমার বন্ধু রুপা, ভালো নাম সম্ভবত সোহিনী মুখোপাধ্যায় - বিশ্বাস। আমার প্রিয় শিল্পী দের মধ্যে অন্যতম। সভবত ব্যক্তিগত জীবনে ব্যস্ত থাকায়, মেয়েটা বেশি গান গায় না, দু একটা অনুষ্ঠান ছাড়া, যদি অনুমতি পাই, আমি ওর গান কোথাও একটা আপলোড করে দেবো। অসাধারণ লাগে। 'তুমি ডাক দিয়েছো কোন সকালে', আর 'রূপ সাগরে ডুব দিয়েছো' আমার খুব ভাল্লাগে। আর সলিল চৌধুরীর গানে ও এক্কেবারে রাজা লোক।

    তৃতীয়জন শিঞ্জিনী আচার্য্য। ডিকশনের রাজা একেবারে। আর আমার মনে হয়েছে বরাবর যে ওর নাম হওয়া মুশকিল, কারণ শর্মিলা রায়ের মত, ও একেবারে নিজের একটা শৈলীতে গায়।

    আরেকজন তানিদিদি। সোমঋতা গাঙ্গুলি। ওনার একটাই ক্যাসেট বেরিয়েছিল, ১৯৯২-১৯৯৩ নাগাদ। আমি কিনেছিলাম। তালের গানে সিম্পলি ব্রিলিয়ান্ট। তানি দিদি কেন আর গাইলো না , পেশাদার হল না, জানি না।

    সংহিতা গোস্বামী। রাজা অরুপরতন চিত্রাঙ্গদা ইত্যাদি তে অভিনয় করতে গিয়ে বন্ধুঙ্কÄ হয়েছিল। আর রক্তকরবী। আমরা প্রত্যেকে ওকে ক্লাসমেট হিসেবে আর দেখতাম না, শিল্পী হিসেবেই দেখতাম। এখন মনে হয় ঐ ১৪-১৫ বছর বয়সে ও যা গাইতো, বিরাট প্রতিভা না থাকলে সম্ভব নয়। বেটা এখন কোথায় কি করছে জানি না। যদি কেউ কোনদিন ট্রেস করতে পারেন, শুধু মনে রাখবেন, মোটা কয়েছিল এর কথা।

    এ পর্যায়ে শেষ লোকটি হল শ্রী হীরক মুখোপধ্যায়। আমার ধারণ ও কণিকার আত্মীয় বলেই গাইলো না বড় হয়ে, পাছে নাম হলে লোকে বলে এ বেটা রিলেটিভের নাম ভাঙাচ্ছে। পাতি চাকরি বাকরি করে। কিন্তু যদি কোনদিন ধরতে পারেন, জোর করে, 'আমার না বলা বাণী', 'নিদ্রা হারা রাতের এ গান' শুনে নেবেন। কোন কথা হবে না। এবং 'আমার নয়ন ভুলানো'।

    ও না আরেক্‌জন আছে। লায়্‌লা। অমৃতা সেনগুপ্ত। জাস্ট রেকর্ডের জন্য লিখে যাই, পরে কখনো প্রমাণ হবে, এ বদমায়েসটার মত বাউলাঙ্গ আর বাউল গান কেউ গাইতে পারেনা। কিন্তু সে পেশাদারী শিক্ষাবিদ হয়ে যাওয়ায় তার গান শুনতে পাওয়ার উপায় নাই। তবু যদি কখনো দেখা পান, মনে রাখবেন, মোটা বলেছিল।

    যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া বন্ধুদের নাম করতে পেরে খুব ভাল্লাগলো। এদের প্রতিভা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু সবাই গানটা গাইতে পারলো না এইটা একটা বড় ক্ষতি হয়ে গেল আমাদের।
  • - | 125.18.17.16 | ১৪ জানুয়ারি ২০০৮ ১৫:৪১393172
  • আরেকটা মেয়ে আছে, সায়ন্তনী গুপ্ত। ফ্যান্টাস্টিক। ও শুনছি আবার গান গাইছে।
  • d | 192.85.47.11 | ১৪ জানুয়ারি ২০০৮ ১৬:৩০393173
  • হুম্‌ম্‌

    ব্যক্তিগত সংগ্রহ থেকেউ তো লোকজন একতু শেয়ার করতে পারে বাবা! অবশ্যই অনুমতি নিয়ে।
  • r | 59.162.191.115 | ১৪ জানুয়ারি ২০০৮ ২১:০৪393174
  • সায়ন্তনী মানে রাজেশের বৌ? খুব ভালো গাইত। কিন্তু কলেজে খুব কম গাইত। ওদেরই ব্যাচের রাজশ্রী ভট্টাচার্য্যও অসাধারণ গাইত এবং মোটামুটি সব অনুষ্ঠানেই ওর গান শোনা যেত। এখন রাজশ্রী বেশ প্রতিষ্ঠিত শিল্পী। গুরুচন্ডালীর লেখক অদ্রীশের স্ত্রী মৌও খুব ভালো গাইত। এখনও গায় কিনা জানি না।

    দক্ষিণী পরিমন্ডলের কিছু শিল্পীর কথা বলি। সাহেব চট্টোপাধ্যায় সিরিয়াসলি ভালো গায়, কিন্তু নায়কোচিত চেহারা হওয়ায় নায়ক সাজার কাজটাই দেখি বেশি করছে, এবং তাই হয়তো করবে। শাশ্বতী ও ভীষ্ম গুহঠাকুরতার মেয়ে শ্রেয়ার বেশ অন্যরকম গলা, বিশেষ করে পশ্চিমী সঙ্গীতে ট্রেনিং থাকার জন্য- তাই ওর গান শুনতে বেশ ভালো লাগে। আর একটি মেয়ে আছে কমলিনী মুখোপাধ্যায়- ওর গলায় দুই একটা গান শুনতে ভালই লেগেছিল।
  • nyara | 67.88.241.3 | ১৪ জানুয়ারি ২০০৮ ২২:৫৭393175
  • আমিও তবে সিরিয়াসলি একটা কথা কই। আগামী দশ বছরের জন্যে রবীন্দ্রসঙ্গীত গাওয়া, বাজানো, শোনা - সব আইন করে বন্ধ করে দেওয়া উচিত।
  • Paramita | 63.82.71.141 | ১৫ জানুয়ারি ২০০৮ ০০:৪৩393176
  • শ্রমণা(গুহ ঠাকুরতা/চক্রবর্তী)কে অনামা বা অজানা বলা যাবে কিনা জানিনা, তবে আগন্তুকে "বাজিলো কাহার বীণা" গেয়ে হৈচৈ ফেলে দেওয়ার পর আর খুব শুনিনি ওর গান। আর সিডি/ক্যাসেট বেরিয়েছে ওর? শুনতে ইচ্ছে করে।
  • nyara | 67.88.241.3 | ১৬ জানুয়ারি ২০০৮ ০৬:২৮393178
  • সাহানা বাজপাই-এর গান শুনলাম। অনেকদিন আগে সাহানা দেবীর গান শুনে রবীন্দ্রনাথ বলেছিলেন, "যখন সাহানার গলায় আমার গান শুনি, তখন শুধু আমাকেও শুনিনা, সাহানাকেও শুনি"। হাতের কাছে বই না থাকায় আমি বক্তব্যটা প্যারফ্রেজ করলাম। সাহানা বাজপাইয়ের গান শুনে রবীন্দ্রনাথের এই কথার মতন মনে হল যে, "সাহানা বাজপাইয়ের রেকর্ডিং শুনে শুধু সাহানা বাজাপাইকেই শুনলাম না, শুনলাম গানগুলির অ্যারেঞ্জার (অর্ণব?) এবং রেকর্ডিস্টকেও"।

    সাহানা বাজপাইয়ের গায়ন পরিষ্কার, গলায় একাধিক ওভারটোন আছে - যার জন্যে গলায় একটা হাস্কি ব্যাপার আসে। শুনতে বেশ আকর্ষণীয় লাগে। র-ড় বা স-শ মাঝেসাঝে গুলিয়ে গেলেও অথবা 'আ' সবসময়ে খোলামুখে বলা না হলেও মোটামুটি স্বচ্ছ উচ্চারণ। মানে কিঞ্চিৎ বিজাতীয় টান থাকলেও একটা শব্দও বুঝতে অসুবিধে হয় না। গলায় সটান সুর লাগে, মুড়কির কাজও পরিষ্কার, ইনফ্লেকশানেও কোন কৃত্রিমতা দেখিনা। শুনতে শুনতে কখনও মনে হয়না যে সাহানা না বুঝে গান গাইছেন। সবই খুব চমৎকার।

    গায়নে যদি খামতি কিছু থাকে তাহলে বলব কিছু গানে যে উচ্ছলতা, যে এনার্জি আশা করেছিলাম, তা পেলাম না। যেমন 'ঐ যে ঝড়ের মেঘের', কিম্বা 'মোর ভাবনারে' বা 'তোমার খোলা হাওয়া' - এই গানগুলোতে যে একটা বাঁধনছাড়া প্রাণের ব্যাপার আছে, সেটা সাহানার গানে পেলামনা। বরং 'কোন পুরাতন প্রাণের টানে' গানে সেটা কিছুটা পাওয়া গেল।

    অভিযোগ জানাই গান নির্বাচনেও। কেন শুধু অতি প্রচলিত গানের বাঁধা সড়কে ঘোরাফেরা? যাঁর সুরের ওপর দখল যথেষ্ট কায়েমী, যিনি মাথা দিয়ে গান গাইতে পারেন, যাঁর দমের অসুবিধে নেই, যাঁর উচ্চারণের আড়ষ্টতা নেই তিনি কেন ঝুঁকিহীন চেনা পথেই ঘোরাফেরা করবেন? তিনি তো পরিবেশনে পরীক্ষা-নিরীক্ষা করতেও পেছপা নন।

    কিন্তু এই পরীক্ষা শুধু যন্ত্রের আর গলার অ্যারেঞ্জমেন্টেই সীমাবদ্ধ রইল। যন্ত্রের আয়োজনে অনেক নতুন রকম পরীক্ষা শুনলাম - প্রায় যাকে বলে on your face পরীক্ষা - সব যে আমার কানে খুব ভাল লেগেছে তা নয়। কিন্তু এইধরণের পরীক্ষা সবসময়েই স্বাগত। আরও হোক। আর ভোকাল অ্যারেঞ্জমেন্টে হারমনির ব্যবহার তো আমার প্রায় সবগুলোই ভাল লেগেছে। গানের অন্তর্নিহিত অর্থের সঙ্গে সেগুলো ঠিক হল না ভুল হল, সে আলোচনা করার মতন খুঁটিয়ে শুনিনি, রবীন্দ্রনাথের একক গানে এরকম হরমনির ব্যবহারেই যথেষ্ট চমৎকৃত হয়েছি। চলুক এই কাজ জোরকদমে। করতে করতেই আরো নতুন প্রয়োগ বেরিয়ে আসবে। রবীন্দ্রনাথ আরো একটু মুক্ত হবেন পয়ঁষট্টি বছরের অচলায়তন থেকে।
  • r | 125.18.17.16 | ১৬ জানুয়ারি ২০০৮ ১২:০৪393179
  • ন্যাড়াস্যারের সাথে পুরো একমত। বিশেষত: "কতকাল যে বসেছিলেম" গানে হার্মনিটা মাখন হয়েছে।

    এই ফাঁকে বলে রাখি, "পাগলা হাওয়ার বাদল দিনে"র রিমিক্স ভার্শনটাও, শ্রেয়া ও নচিকেতার গলায়, আমার খাসা লেগেছে।
  • nyara | 64.105.168.210 | ১৬ জানুয়ারি ২০০৮ ১২:৩২393181
  • সাহানা দেবীর ষোলখানা গান কমার্শিয়ালি পাওয়া যায় - মানে আমার সংগ্রহেই আছে - হয়তো আরও বেশি পাওয়া যায়। 'তরী আমার হঠাৎ ডুবে যায়' তার একটা। রবীন্দ্রভারতী বা রবীন্দ্রসদন আর্কাইভ অপ্রকাশিত গান আমাদের শোনাবে বলে মনে হয়না। SRA যদিও শোনায়, NFDC দেখায়। সব কেন্দ্রের বঞ্চনা।
  • § | 122.162.81.111 | ১৬ জানুয়ারি ২০০৮ ১২:৪৩393182
  • এগুলো কিছুটা ধরাকওয়ার নাগালে থাকে। যেমন ধরুন, আকাশবাণীর দুÖপ্রাপ্য কালেকশন, নেটে লিস্টি আছে, দূরদর্শনেরও তাই। কিন্তু দেখতে শুনতে পাবেন না। মানে, লিস্টি দেখবেন, চাখতে পারবেন না। আকাশবাণীতে ঠেক থাকলে পারবেন অনায়াসে।
  • r | 125.18.17.16 | ১৬ জানুয়ারি ২০০৮ ১২:৪৬393183
  • সাহানা দেবীর একটা ক্যাসেট সারে গা মা থেকে বেরিয়েছিল। আমার কাছে একটা সি ডি আছে- তাতে অমিয়া ঠাকুর, মেনকা ঠাকুর আর সাহানা দেবীর গান। তবে সবই বৃদ্ধাজীবনে গাওয়া, খুব একটা মন ভরে না।
  • trq | 59.101.167.60 | ১৬ মে ২০০৮ ১১:৩৭393184
  • র'দা,
    নতুন এলবামে অর্ণব নিজেই গেয়েছে একটা রবীন্দ্রসংগীত।
    লিংক দিয়ে দিলাম। শুনে কেমন লাগলো, জানতে পারলে খুব ভালো হয়।
    http://www.esnips.com/doc/f920499b-ec18-4f2f-876c-231bc1431818/14---Ornob---Noyon-Tomare-%5Bmusic.com.bd%5D
    আমি আপাতত সারাদিন এটাই শুনছি। :)
  • trq | 59.101.167.60 | ১৬ মে ২০০৮ ১১:৪১393185
  • সাহানা-কে নিয়ে জনাব ন্যাড়া-র আগের কথাটা আজই পড়লাম। :)
    একেবারে দাঁড়ি কমা সহ একমত।
    তোমার খোলা হাওয়ায় শুনে আমারও মনে হয়েছিল- আরেকটু প্রাণ নিয়ে গাওয়া যেত না! আসলে লোপামুদ্রা শুনে শুনেও অভ্যাস খানিকটা খারাপ হয়ে গেছে মনে হয়।

  • r | 198.96.180.245 | ১৬ মে ২০০৮ ১৯:৫৪393186
  • শুনে জানাচ্ছি।
  • r | 76.68.230.150 | ১৮ মে ২০০৮ ১০:৪০393187
  • শুনলাম। এখন আবার শুনছি। সত্যি বলতে খুব একটা মন ভরে নি। প্রথম, উচ্চারণ বড় বেশি ম্যানারিজ্‌ম আক্রান্ত আর দ্বিতীয়, খাদে গলা অসম্ভব উইক, প্রায় নিয়ম করে টেলড্রপ করছে। ইন্টারলিউডে যে সুদীর্ঘ পিস (স্যাক্স?) বাজে, সেটা আলাদা করে শুনতে ভালো লাগবে হয় তো, কিন্তু তার সাথে গানের কীর্তনাঙ্গের মেজাজ কিছুতেই মেলাতে পারি নি। দুটোর মধ্যে প্রায় কোনো স্পর্শবিন্দুই খুঁজে পাই নি।
  • Paramita | 64.105.168.210 | ১৯ মে ২০০৮ ০৬:৫৬393189
  • সাহানা বাজপাই-এর গান শুনলাম। আমার এমন হাস্কি গলা বরাবর দারুণ লাগে - রেজওয়ানার প্রথম দিকের গান, ইফফত আরা ইত্যাদি। কিন্তু গলা ছাড়া গানে নতুন কিছু পেলাম না - উচ্চারণ ভালো না হলে কানে লাগে আর শব্দগুলো ভুসভুস করে হালকা ভাবে বেরিয়ে আসছে - কোন জোশ নেই গলায়। "ঐ যে ঝড়ের মেঘের" - ঝড় কোথায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন