এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • রবি ঠাকুরের গানের অজানা নবীন শিল্পীরা

    r
    গান | ১১ জানুয়ারি ২০০৮ | ২২৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | 202.167.15.163 | ১১ জুন ২০০৮ ০৩:২৪393190
  • এই সুতোয় যেহেতু ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের সিডি প্রসঙ্গ উঠেছিল...
    ইন্দিরার নতুন সিডি বেরিয়েছে অতি সম্প্রতি। 'গান গেয়েছিলেম' বা এরকম কিছু নাম।প্রাইম থেকেই বেরিয়েছে।

    লাইসা আহ্‌মেদ লিজার কেমন লাগে আপনাদের? বা অদিতি মহসীন?
  • shyamal | 67.60.254.15 | ১১ জুন ২০০৮ ০৪:১২393191
  • লিজা, অদিতি মহসীন আর মিতা হকের গান খুব ভাল লাগল। বিশেষত: অদিতি খুব দরদ দিয়ে গান করেন। এখন তো কলকাতায় রবীন্দ্রসঙ্গীত গায়ক/গায়িকা হাতে গোনা। তার মধ্যে আমার সেন ভগ্নীদ্বয়ের গান খুব একটা ভাল লাগেনা। ওনাদের মার গানও খুব ভাল লাগেনি কোন দিন। এটা অবশ্যই ব্যাক্তিগত পছন্দ/অপছন্দ।

    স্বাগতালক্ষ্মী আর বন্যার গান খুব ভাল লাগে। সত্তরের দশকে কুড়ি জন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পীর নাম মনে করতে কুড়ি সেকেন্ডও লাগত না। আর এখন খুঁজে পাওয়াই দায়।

    ভয় হয় রবীন্দ্রসঙ্গীত কি অবলুপ্তির পথে?
  • nyara | 67.88.241.3 | ১১ জুন ২০০৮ ০৪:২০393192
  • শ্যমলবাবুর পদবী কি পাইন? শ্যামল পাইন বলে এক গেনো ভদ্রলোকের সঙ্গে ভার্চুয়াল আলাপচারী হত এসসিবি-তে বছর পাঁচ-সাত আগে। তাই জিগেস করলাম। বেখাপ্পা ব্যক্তিগত প্রশ্ন হয়ে গেল। ইগনোর করতে হলে ইতস্তত করবেন না।
  • shyamal | 67.60.254.15 | ১১ জুন ২০০৮ ০৪:২৮393193
  • ঠিকই ধরেছেন। গেনোটা কি?
  • nyara | 67.88.241.3 | ১১ জুন ২০০৮ ০৪:৩০393194
  • বন থেকে যেমন বুনো, সেরকম গান-এর অ্যাডজেক্টিভ গেনো।

    বাহ, কিরকম ধরেছি, বলুন? নিজের পিঠ নিজে চাপড়ে নিলাম একটু। প্যাট, প্যাট।
  • mita | 24.211.173.47 | ১১ জুন ২০০৮ ০৪:৫৬393195
  • অদিতি মোহসিন ভলো লেগেছিল। মিতা হক ততটা নয়।
  • nyara | 67.88.241.3 | ১১ জুন ২০০৮ ০৫:০৩393196
  • অদিতি মহসীন শুনেছি বলে মনে নেই। বাকিদের গান ভাল লেগেছে, কিন্তু মনে দাগ রেখে যায়নি। অবশ্য আজকাল খুব কম লোকের রবীন্দ্রসঙ্গীতই মনে দাগ রাখে। যা রাখে ঐ পুরনো লোকেদেরই। বয়েস বাড়ার এই এক গর্দিশ।
  • Du | 71.170.134.92 | ২১ আগস্ট ২০০৮ ০৭:২২393197
  • শৌণক চট্টোপাধ্যায় এবার ড্যালাসে গাইবে আন্তরিকের পুজোতে।
  • r | 125.18.104.1 | ২১ আগস্ট ২০০৮ ১২:৪১393198
  • বাংলাদেশের গায়িকাদের গড় মান খুব ভালো, কিন্তু একদম হঠকে দাগ কাটার মত কেউই নেই। তার একটা কারণ হল এঁরা প্রত্যেকেই শৈলজারঞ্জন-কণিকার ঘরানার অনুসারী- এটা সন্‌জীদা খাতুনের নিজের বয়ানে এবং সন্‌জীদা খাতুনের কাছেই এঁদের প্রত্যেকের প্রাথমিক তালিম। এই ঘরানার সমস্যা হল- নাটকীয়তা ও দার্ঢ্যের অভাব এবং প্রায় প্রতিটি গান মধ্য কিংবা ধীরলয়ে গাওয়া। কাজেই কণিকার ঐ অতুলনীয় কন্ঠসম্পদ না থাকলে অচিরেই নিদারুণ বোর হয়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা। ন্যাড়াস্যার যেমন বলেছেন- ভালো লাগে প্রায় সবার গানই, রেজওয়ানা, মিতা হক, অদিতি মহসীন, লাইসা আহমেদ লাইসা, পাপিয়া সারোয়ার, কিন্তু কেউই দাগ কাটেন না। পুরুষকন্ঠের অবস্থা করুণতর। কলিম শরাফীর পরে ঐ মানের গান আর বাংলাদেশী পুরুষকন্ঠে শুনতে পাই নি।
  • nyara | 64.105.168.210 | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১২:২২393200
  • মনোময় ভট্টাচার্যর "প্রিয়ার ছায়া" নামক একটি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম শুনলাম। গান নিয়ে বিশেষ বক্তব্য নেই, কিন্তু কতকগুলো গানের অ্যারেঞ্জমেন্ট বেশ ভাল লেগেছে।
  • shyamal | 72.24.189.126 | ১২ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৬393201
  • এ ব্যাপারে r এর সঙ্গে একমত হতে পারলামনা। এটা ঠিকই যে রেজোয়ানা, মিতা হক, অদিতি মহসীন, লাইজা এঁরা ধীর লয়ে গান করেন। আর অন্তত: এর মধ্যে দুজন কণিকার ছাত্রী। কিন্তু আগেকার দিনে ৭৮ রেকর্ডের সীমিত স্পেসের জন্য লোকে দ্রুত লয়ে রেকর্ড করত। আড়াই মিনিটে গান শেষ করতে হত। তার পর ৪৫ বা ৩৩ এলেও সেটা পাল্টায়নি। ক্যাসেট ও সিডি আসার পর সেটা পাল্টে গেল।
    আপনি যদি ৬০ আর ৭০ এর দশকে রেডিও শুনে থাকেন তো সকাল পৌনে আটটায় বাংলা খবরের পরেই রবীন্দ্রসঙ্গীত হত পনের মিনিট। তাতে শিল্পীরা সাধারণত: লাইভ গাইতেন। আর গাইতেন তিনটি গান ধীর লয়ে।

    আর দার্ঢ্যের অভাব হয়তো, কিন্তু সেটা বিভিন্ন লোকের গাওয়ার ভিন্ন স্টাইল। সুচিত্রা, পূর্বা দাম, কিছুটা পূরবী মুখার্জি, আজকাল লোপামুদ্রার গানে তা আছে। কিন্তু কণিকার ঘরানায় গাইলে দোষ টা কোথায়?

    অবশ্যই এগুলো সবই ব্যাক্তিগত মত।
  • prabaasee | 59.94.74.145 | ১২ সেপ্টেম্বর ২০০৮ ১৮:০১393202
  • নীচের লিঙ্কে এক্‌জন প্রবাসী ভদ্রলোকের গান শোনা যাবে। কেউ যদি শুনে মতমত দেন। গানগুলি ঘরে বসে রেক র্ড করা
    http://www.4shared.com/dir/3403686/81e68e69
  • shyamal | 72.24.189.126 | ১২ সেপ্টেম্বর ২০০৮ ২১:৪৪393203
  • প্রবাসীবাবু, কয়েকটা গান শুনলাম। খুব ভাল। স্বপন গুপ্ত বা অশোকতরুকে মনে করিয়ে দেয়।
  • Somnath | 59.94.2.179 | ১৩ সেপ্টেম্বর ২০০৮ ০৪:০৮393204
  • প্রবাসী,
    4shared থেকে মাল্টি ডাউনলোডের ফান্ড জানা আছে? মানে একসাথে সব গানগুলো কি করে নামাবো?
  • prabaee | 59.94.78.253 | ১৩ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩০393205
  • সোমনাথ,
    আমি ভাই এ বাবদে একেবারেই গন্ডমুর্খ। maltidownload কি ভাবে করা যায় আমার ধারনা নেই । তবে কোন গান যদি ভালো লাগে তবে সেগুলি একএক করে ডা/লো করতে হবে। অমি ঐ তুকুই জনি।মানে মুর্খের পক্ষে যতটুক জানা সম্ভব আরকি ।
  • prabaasee | 59.94.78.253 | ১৩ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩২393206
  • শ্যামলবাবু ,
    আর একটু বিস্তারে জানালে উপকার হত। মানে কি কি গান শুনেছেন এই আর কি
  • shyamal | 72.24.189.126 | ১৩ সেপ্টেম্বর ২০০৮ ২২:১৮393207
  • কয়েকটা গান শুনেছি। যেমন "মন্দিরে মম কে' গাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছে ইনি অশোকতরুর ছাত্র।
  • pi | 69.251.184.3 | ১৩ সেপ্টেম্বর ২০০৮ ২২:২৭393208
  • ভালো লাগলো।
  • shyamal | 24.117.233.39 | ৩১ আগস্ট ২০০৯ ২০:০৪393209
  • তারা মিউজিকের ওয়েব সাইট থেকে বেশ সস্তায় বাংলা গান কেনা যাচ্ছে। রবীন্দ্রসঙ্গীতে আছেন অদিতি মহসীন, কমলিনী মুখোপাধ্যায়, সুপ্রতীক দাস, শ্রাবনী সেন। আধুনিকে মনোময়, শ্রীরাধা, রূপঙ্কর, হৈমন্তী শুক্লা, বনশ্রী ও আরো অনেকে। সবচেয়ে সুবিধা হল প্রতি গান 25 cent । আপনার অ্যালবাম কেনার দরকার নেই। বিভিন্ন অ্যালবামে শুধু পছন্দের গানগুলি সিলেক্ট করে কিনুন। আমি কিছু গান কিনলাম।

    তবে আমি অন্তত: সঙ্গে সঙ্গে গানগুলো পাইনি। দুতিনদিন পরে আমাকে ইমেইলে একটা ডাউনলোড লিঙ্ক পাঠিয়েছে। যদিও এ প্রচুর গান আছে, কিন্তু এক একটা 99 cent। সে তুলনায় এটা সস্তা।

    আর ইদানিং আমার কয়েকজন নতুন শিল্পীর রবীন্দ্রসঙ্গীত খুব ভাল লাগছে।
    অদিতি মহসীন (শান্তিনিকেতন)
    কমলিনী, শ্রেয়া গুহঠাকুরতা, সুপ্রতীক দাস (দক্ষিণী)
    শমীক পাল (?)
  • shyamal | 24.117.233.39 | ৩১ আগস্ট ২০০৯ ২০:০৫393211
  • ও: লিঙ্কটা দেইনি আগের পোস্টে।

    http://taratv.com/music/music.html

  • pi | 72.83.80.253 | ৩১ আগস্ট ২০০৯ ২০:১৯393212
  • হ্যাঁ, শমীক পাল।
  • Pintu | 80.219.209.149 | ০১ সেপ্টেম্বর ২০০৯ ০২:১৩393213
  • এই শমীক কি যাদব্‌পুরের? ইকোনোমিক্স পড়্‌ত?
  • pi | 137.187.177.222 | ০১ সেপ্টেম্বর ২০০৯ ০২:২৯393214
  • হুঁ।
  • shyamal | 24.117.233.39 | ০১ সেপ্টেম্বর ২০০৯ ০২:৩৯393215
  • হতে পারে যাদবপুরের। কারণ শমীকের একটা ইন্টারভিউয়ে বলল IEM এ বিজনেসের কোন কোর্স পড়ায়। এ প্রসঙ্গে বলি, যাদবপুরের প্রাক্তনকে নিয়ে যদি গোয়েন্দাগিরি করতে চান তো
    http://www.juresultdirectory.org/default.asp

    এতে যাদবপুরের আদি থেকে সব ডিগ্রি পরীক্ষায় পাশ করা ছাত্রদের নাম ও ক্লাস রয়েছে। যেমন, ১৯৮৩ ইকনমিক্সে এম এ ঋতুপর্ণ ঘোষ।

    পাইকে, শমীকের নামের পাশে কোশ্চেন মার্কটা একটু কনফিউসিং। আসলে দিয়েছিলাম শমীকের গানের স্কুলের নাম জানিনা বলে। সেও কি দক্ষিণী?
  • Pintu | 80.219.209.149 | ০১ সেপ্টেম্বর ২০০৯ ০২:৫২393216
  • হু। শমীক দক্ষিণী র ছাত্র। বেড়ে গাইতো
  • Shuchismita | 98.228.118.141 | ০১ সেপ্টেম্বর ২০০৯ ০৩:৫২393217
  • শ্যামলবাবু, শ্রেয়া গুহঠাকুরতার গান কোথায় শুনতে পাবো?
  • shyamal | 24.117.233.39 | ০১ সেপ্টেম্বর ২০০৯ ০৪:২৮393218
  • শ্রেয়ার একটি গান দেখছি ইউ টিউবে আছে।


    দেশে রাসবিহারীর মেলোডিতে এইসব উঠতি শিল্পীদের সিডি রাখে। আর বিদেশে বসে শুনতে হলে আমরা যা করি তার বিকল্প নেই।
    তারা মিউজিক চ্যানেলের গ্রাহক হয়ে যান। তারা নিউজ ফ্রি।
    http://www.taratv.com/tv_live.php

    মাত্র ২৫০ টাকা প্রতি ছয় মাসে। তাহলে আপনি ইন্টারনেটে তারা মিউজিক পাবেন। এদের বেশ কয়েকটি অনুষ্ঠান বেশ উঁচুদরের। এখন এরা রেগুলার বন্যা, কমলিনী, সুপ্রতীক, শমীক, শ্রেয়া, মোহন সিং, শ্রাবনী সেন, লিলি ইসলাম ইত্যাদির গান দেখায়।
    রবীন্দ্রসঙ্গীত, অতুলপ্রসাদী, নজরুলগীতি, রজনীকান্ত ও ডি এল রায় শুনতে চাইলে এই চ্যানেল।

    তবে ক্যাভিয়াট : এদের ইন্টারনেট পরিষেবা মোটেই পেশাদারী নয়। মাঝে মাঝেই চ্যানেল আসেনা বা হয়তো অডিও আছে , ভিডিও নেই, এসব হয়। তবে ওদের লোককে ফোন করলে মোটামুটি ঠিক করে দেয়।
  • Shuchismita | 98.228.118.141 | ০১ সেপ্টেম্বর ২০০৯ ০৫:১৭393219
  • ধন্যবাদ।
  • bitoshok | 76.113.141.128 | ০১ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৮393220
  • তারা-র ফিড ১০-১৫ সেকেন্ডের বেশি চলে না। শ্যামল বাবু কিভাবে দেখেন? আমি অবশ্য শুধু নিউজ ট্রাই করেছি। গত প্রায় এক বছর ধরে এই ঝামেলা দেখছি।
  • shyamal | 24.117.233.39 | ০১ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫৮393222
  • আপনি বোধ হয় গত তিনমাসে ট্রাই করেননি। এ গিয়ে ডানদিকে Tara Newz now watch live for free তে ক্লিক করুন। তারা নিউজ আপনার উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে আসবে।
    আর ঠিকভাবে তারা মিউজিক দেখতে হলে ২৫০ টাকা দিয়ে মেম্বার হতে হবে। ওরা মাসখানেক হল একটা ভাল প্লেয়ার (bitgravity) ব্যবহার করছে যাতে ঠিক মত বাফারিং হয় আর কেটে যায়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন