এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্বালানী র দুর্ভিক্ষ্য

    Atanu
    অন্যান্য | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ | ৩৮৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Atanu | 60.48.203.109 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৩৮393707
  • জ্বালানি কি শেষ হয়ে এল? যা দেখি্‌ছ ২০১০ র ম্‌ধ্‌য় মনে হছেশেষ হলো বলে।
  • Blank | 203.99.212.224 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৪৩393718
  • ২০১০ এর পরে আর বার্নল বিক্কিরি হবে না ?
  • r | 125.18.17.16 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৪৬393729
  • আর যাই হোক, য-ফলার দুর্ভিক্ষ নাই।
  • RATssss | 24.24.228.247 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:২৫393750
  • অতনুবাবু ২০১০-এর মধ্যে জ্বালানী শেষ করিয়া ফেলিবেন - এরকম নিজ স্ট্যাটিস্টিক্স জানাইবার পূর্বে একটু পড়াশুনো করিয়া দেখুন - আপনার জ্ঞানের বহর জাহির করিবার পূর্বে কূপ হইতে আপন মণ্ডুকটিকে বাহিরে একটু হাওয়া খাওয়াইয়া আনুন।
  • RATssss | 24.24.228.247 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:২৫393740
  • হঠাৎ করিয়া মালয়েশিয়া টেলিকমে কি কাজের অভাব ঘটিয়াছে? অথবা প্রচুর বাঙালী হঠাৎ করিয়া উক্ত স্থানে টই খোলা কর্মে নিপুন হইলেন কি করিয়া?
    আশা করি নতুন যাঁহারা আসিয়াছেন, গুরুচন্ডালীর ভাটিয়া৯ ও টইপত্তর ইতিমধ্যেই সব পড়িয়াছেন ও বেশ উৎসাহিত হইয়াছেন সকলেই। আসুন, প্রথমে ভাটিয়ালীর পাতায় পরিচয় সমাধা করুন। এই পাতায় ফোনেটিক লেখায় একটু হাত মকসো করুন টইপত্তর খুলিবার পূর্বে। বাকী সবকটি টই ঘুরিয়া দেখুন, ইতিমধ্যেই আপনার প্রিয় বিষয়ে আলোচনা হইয়াছে কি না। বাংলা ভাষার প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করিয়া টই খুলিলে বেশী ভাল হয় :-)
    আর টই খুলিবার পূর্বে কি বিষয়ে খুলিতেছেন সে টাও একটু ভাবুন - আপনার কার্যে দুনিয়ায় জঞ্জাল বৃদ্ধি প্রাপ্ত হইতেছে কি না সেদিকেও একটু লক্ষ্য রাখুন ।
  • d | 192.85.47.2 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:৪১393751
  • আরে ২০১০ কি? প্রত্যেক মাসেই তো রান্নার গ্যাস ফুরিয়ে যায়। কোন কোন বাড়ীতে ১৫-২০ দিনেও ফুরায়। সিগারেটের লাইটার সম্পর্কে কেউ একটু ডেটা দাও তো।
  • RATssss | 24.24.228.247 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:৪৯393752
  • আমি ধুমপান ত্যাগ করে মা-কে লাইটার প্রেজেন্ট করেছিলুম - ৭ বচ্ছর আগে - আজও মা ওটা আমারে দেখায় আজিও ঐ লাইটারে গ্যাস ফুরোয় নাই :-)
  • Suvajit | 121.216.9.130 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:৩২393753
  • সরি র‌্যাটস, প্রতিবাদ না করে পারলাম না। কে কি বিষয়ে টই খুলবে, কি কি পূর্বশর্ত মানতে হবে, তার কোনো গাইডলাইন কি গুরুতে দেওয়া হয়েছে ? নতুন কেউ কিছু লিখতে গেলে গুরুর পুরোনো জনতার একটা টিপিক্যাল দাদাগিরি আর আঁতেলপনা বহুবার লক্ষ্য করেছি। হয়ত এর জন্যই গুরুতে চেনা পরিচিতের বাইরে নতুন করে কেউ লেখে টেখে না বিশেষ।
    টই খোলার ব্যাপারে বলতে গেলে অনেক ফালতু বিষয়ে কিন্তু অনেকেই আগে টই খুলেছেন, কিন্তু যেহেতু তারা পুরোনো তাই কোনো আপত্তি ওঠেনি।
  • vikram | 89.234.101.179 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৮:০৫393754
  • যে যা ইচ্ছে টই খুলবে ও যা ইচ্ছে বলবে। যার ইচ্ছে হবে না সে পার্ট টেক করবে না বা পড়বে না। এমনই কথা ছিলো কিন্তু।

    বিক্রম
  • d | 192.85.47.2 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৮:১১393708
  • ঠিক কথা। একইভাবে তোমার খোলা টই নিয়ে আমি খিল্লিও করতে পারি। সেটাও আমার স্বাধীনতা।
  • a | 220.226.11.114 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৮:২৯393709
  • লিচ্চয় খিল্লি করতে পারেন, যে কেউ। কিন্তু স্বাধীনতা মারাবেন না। যদি একি কাজ so called গুরু গোস্‌ঠীর বাইরে কেউ করত তো দেখতুম কত প্রতিবাদ হয়।

    ইন্দুরবাবু যে কথা লিখেছেন তাকে বলে Arrogance। আপনি কে মহাই কে কি নিয়ে টই খুলবে তা নিয়ে মাতব্বরি ফলাবার? আপনি কি "গুরু বাচাও" কমিটির নেতা? কোতায় লেকা আছে ভাটিয়ালিতে না ভাটিয়ে টই খোলা যাবে না? বা ফোনেটিক লেখায় এক্‌স্‌পার্ট না হলে টই খোলা মানা? কোনো গাইডলাইন আছে? না থাকলে আপনি কে এসব মহান পরামর্শ দেবার?

    যত ফালতু পাব্লিক!!!

    personally, টই এর টপিকটা বেশ intersting
  • d | 192.85.47.2 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৮:৪২393710
  • আমার বক্তব্যটি বিক্রমকে এবং শুধুই বিক্রমকে।

    অন্য কোন কদর্য্যভাষীর কোন বিশেষ ক্রিয়ার দায় নিতে অপারগ।
  • d | 192.85.47.2 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:০২393712
  • অজ্জিত এখন গবীরতার খোঁজে। তবে অজ্জিতের ধরে নেওয়াটা ভুল।
  • umesh | 62.254.196.200 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:০২393711
  • ২০১০ এ তেল শেষ!
    এরকম বলো না ভাই, না খেতে পেয়ে মারা যাবো।
    আমি তো আর সবার মতো IT দুনিয়া তে নেই। process industry তে আছি, তেল শেষ মানে career শেষ, এখনো তেমন কিছু হাতে জমেনি। please অতনু ভাই টেনে টুনে আর ১০-১৫ বছর রাখতেই হবে।
    please eeeeeeeeeeeeee

  • Arijit | 128.240.229.3 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:০৩393713
  • এই পোস্টটার মতন? হ্যা হ্যা হ্যা;-)
  • pp | 141.80.168.31 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:৩৯393714
  • কে কি নিয়ে টই খুলবে তা নিয়ে কোন বক্তব্য নেই তবে নতুন টই খোলার আগে একবার পুরনো গুলোতে চোখ বুলিয়ে নেওয়া এটা দুহাত তুলে সাপোটালাম কারণ রিডানডেন্সি বিরক্তিকর লাগে।
  • Blank | 203.99.212.224 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ২০:০৬393715
  • কিন্তু একদম যারা নতুন, তাদের পক্ষে একটু চাপ পুরনো টই খোঁজা।
  • ranjan roy | 122.168.93.213 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ২০:২৩393716
  • আমার মনে হয় টই যে যার মত খুলুক। কিন্তু খুললে পরে পুরনোরা পুরনো টইয়ের স্পেসিফিক রেফারেন্স দিয়ে রিডান্ডেন্সি এড়াতে সাহায্য করতে পারেন।
    তাহলে কেউ ব্যক্তিগত ভাবে আহত হবেন না। অথচ জনগণ আগ্রহী হবেন,।
    ইঁদুরভায়ার উদ্দেশ্য মহৎ, কিন্তু ওভাবে মেপেজুকে পলিটিক্যালি কারেক্ট কি না বিচার করে টই খোলা বড় চাপের।
    মজাটাই উপে যাবে।
  • pp | 141.80.168.31 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ২০:৪০393717
  • নতুন টই খোলার আগে পুরনো টইয়ের সুতোয় চোখ বোলানো কি এতই ঝঞ্ঝাটের??
  • Arijit | 128.240.229.3 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ২০:৪১393719
  • মামুর জন্যে আরেকটা rfe - নাকি পুরনো একটার দাবি জোরদার হল।
  • shyamal | 64.47.121.98 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ২১:৫৭393720
  • আমারও মনে হয় এই থ্রেডের টপিক বেশ প্রাসঙ্গিক। জানিনা এই নিয়ে আগে আলোচনা হয়েছে কিনা। আমার মনে হয় আড্ডার কোন ধরাবাঁধা রুল নেই। এই গুরুচন্ডালী যারা তৈরী করেছেন তারা আমাদের কথা বলার একটা রাস্তা দিয়েছেন। তাতে কে কম জানে, কে বেশি জানে, কে কতদিন ধরে এই গ্রুপে আছে, কে বাংলা এডিটার ব্যবহার করতে জানে আর কে জানেনা এইসব দিয়ে যদি সোজা বাংলায় discriminate করা হয় তবে মনে হয় গুরুচন্ডালীর উদ্দেশ্য ব্যর্থ হবে।
    বরং নতুনদের এডিটার ব্যবহারের ট্রিক গুলো শেখালে কাজের কাজ হবে।
  • Blank | 59.93.197.195 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৪২393721
  • হু নতুন টই খোঁজা বেশ চাপের। যদ্দিন সার্চ ছিলো না তদ্দিন তো আমি নিজেই খুঁজে পেতুম না।
    তবে এটা মামু করতে পারে। যেই কেউ নতুন টই এর নাম দেবে, অমনি অটোমেটিক টই এর লিস্টে সার্চ হবে আর ম্যাচিং টই গুলো দেখিয়ে দেবে। দিয়ে ইউসার কে অপশান দেবে যে সে সত্যি নতুন টই খুলবে নাকি পুরনো টই ইউজ করবে।
  • kd | 59.93.247.153 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ০২:০৭393722
  • Ratssss বোধহয় একটু ক্ষেপে লিখে ফেলেছে। তবে আমি personally ওর 2nd paragraphএর সঙ্গে একমত। শুধু ওইটুকু লিখলে হয়তো ঠিক হতো। ভাট যতই open হোক, এখানে একটা unspoken decency level আছে এবং এখানে সকলেরই একটা দায়ীত্ব আছে ওটাকে maintain করার। আমি নিজে কখনও সখনও ঐ লাইনটাকে cross করেছি আর appropriately reprimanded হয়েছি - আমি কখনও বিন্দুমাত্র offended হইনি।

    আমি GCকে আমাদের ছোটবেলার রকে বসে আড্ডার e-version হিসেবে দেখি। সেগুলোও unrestricted form ছিলো। কিন্ত সেখানেও যদি কেউ খালিগায়ে শুধু ইজের পরে ভুঁড়ি দুলিয়ে 'তেরি মা কী" বলে ঢুকতো, নতুন লোক হলে তাকে গলাধাক্কা দেওয়া হতো, পুরোনো কেউ হলে গন-চাঁটি।

    ভাটে কিছুদিন participate করে বাঙলা লেখাটা practice করা - এটা এমন কী খারাপ উপদেশ? আমার মত একটা বুড়োহাবড়া যদি পারে, দুনিয়ার যেকোনো বাঙালীই পারবে, যদি তার ইচ্ছে থাকে আর বাঙলায় basic education পেয়ে থাকে। আর টই খোলা; সেতো কোনো এক special topicএর ওপর discussion (অন্তত: যে খোলে সেই মহৎ উদ্দেশ্য নিয়েই খোলে) - তাই যিনি খুলছেন, তাঁর কাছ থেকে একটু substance আশা করা কি খুব অন্যায়?
  • Tim | 128.173.157.49 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ০২:২৬393723
  • সবই তো হলো... এবার যে কারণে টই খোলা হলো, সেইটা শুরু হোক।

  • RATssss | 24.24.228.247 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:৫৯393724
  • রাতে কাজ করতে করতে হঠাৎ করে লিখে ফেলেছিলুম, সকালে উঠে দেখি সত্যিই কি জঘন্য লিখেছি।
    অতনুদার প্রতি পার্সোনালি ক্ষমা চাহিলাম।
    নিজ জ্বালানী চতুর্দিকে ছড়াইয়া ভাটপাতা কলুষিত করার জন্য আন্তরিক দু:ক্ষিত।
  • vikram | 89.234.101.179 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:৪৯393725
  • d এর সঙ্গে টোটালি একমত, কিন্তু pp র সঙ্গে পুরোটা নয়। এই একটা গাবদা লেখালেখির মধ্যে কার সময় আছে অতো পড়ে সুতো ছাড়বে? ম্যাক্সি ফার্স্ট পেজের কয়েকটা হেডলাইন দেখে সুতো খোলা হবে।
    এছাড়াও, নতুন সুতো খুলতে নতুন হোক পুরোনো হোক, একটা মজা আছে।
    চাপের কিসুই না, হাতে সময় থাকলে ভাট মারা, এই তো।

    বিক্রম
  • Blank | 203.99.212.224 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:০৫393726
  • ইঁদুরাস দাদা রাত্তে কয় পাত্তর কি নেন? :)
  • a | 220.226.34.130 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ২২:০৫393727
  • ইন্দুর্দা আম্মো ক্ষমাপ্রার্থী যদি কিছু ভুলভাল বলে থাকি!!!!

    তবে দমদি আগের মতই বা চিরদিনের মতই দল তথা বন্ধুগোষ্ঠীর বাইরে কাউকে গ্রহণ করতে পারলো না। খুব মাঝে মাঝে যে কারণে গুরুতে আসা কমিয়ে দিতে ইচ্ছা করে তার ভিতর এটা একটা।

    অয়ন
  • Atanu | 60.48.205.42 | ২০ ফেব্রুয়ারি ২০০৮ ০৬:০৮393728
  • র‌্যাট্‌স, তুমি তো ভাই অনেক বড় হয়ে গেলে মুন্নাভাইয়ের মতো। দেখিয়ে দিলে ক্ষমা চাওয়ার জন্য হিম্মতের দরকার। আমার অনাব্যক্ত বক্তব্য ছিল জ্বালানী তো আর সোনারুপোর মতো ধাতু নয় যে ব্যবহারের পরেও পদার্থের পরিমান একই থেকে যাবে, আর পেট্রল, ডিজেল এর দামও তো ৫০ থেকে ১০০ ডলারে গিয়ে দাঁড়াল। আমার অনুরোধ কেউ যেন জ্বালানীকে যেন শক্তির সঙ্গে মিলিয়ে না ফেলে। একটা ব্যাপার হলো সবাই কেমন যেন মুখ্য বিষয় থেকে ছিটকে যাচ্ছে। এবার তবে এঅসো আমরা জ্বালানীর দীর্ঘায়ু কামনা করি।
  • RATssss | 63.192.82.30 | ২০ ফেব্রুয়ারি ২০০৮ ০৭:২৭393730
  • আরে অতনুদা, ভুল করলে ক্ষমা চাইব না অতটা ঘৃন্য প্রাণী বোধহয় হইনি এখনো :-) আর ক্ষমা করতে পারাটা বেশী কঠিন, সেটার জন্য ধন্যবাদ বলাটা অপরাধ :-)

    কিন্তু জ্বালানীর দীর্ঘায়ু! কিভাবে সম্ভব? কয়লা পুড়িয়ে বিদ্যুৎ এখনো পৃথিবীতে সবচেয়ে বেশী হয়। ন্যাচারাল গ্যাস পুড়িয়ে রান্না ও গাড়ি চালানো - সবচেয়ে কম বায়ুদুষন হয় নাকি এতে। পেট্রোলিয়াম এখনো গাড়ির জ্বালানীতে সবার আগে। পৃথিবীর জ্বালানীর সঞ্চয় থেকে অল্প অল্প করে নিয়ে কমিয়ে ফেলছি আমরা - শেষ কবে হবে তার মাথাব্যাথা নেই - মুল কারন এখনো যতটা আছে তাতে বহু বছর আরামসে চলে যাবে। সাগর মহাসাগর মিলে প্রায় পৃথিবীর দুই-তৃতিয়াংশ এলাকায় এখনো খুঁজে দেখাই হয়নি, তাই জ্বালানী পাওয়া যাবে কি না জানাও নেই আপাতত।
    পেট্রোল ডিজেলের দাম বাড়ে তেল তুলবার খরচ বাড়লে ও বিশ্বের রাজনৈতিক পরিবেশের চাপে। তেল কোম্পানিরা তেল উৎপাদন / উত্তোলনের পরিমান কমালেও বাড়ে তেলের দাম।
    নিত্য নতুন গাড়ির মডেল আসছে - আমরা ভাবছি ন্যানো নিয়ন্ত্রন করবে পশ্চিমবঙ্গ তথা ভারতের ইকনমি। বিশেষজ্ঞদের মতে তেলের উপরে নির্ভরশীল ইকোনমির বেষ্ট টাইম পেরিয়ে চলে এসেছি আমরা ২০০৫-এ। উনবিংশ শতকের গোড়া থেকে যে ইকোনমি গত ১০০ বছর ধরে ক্রমাগত উর্ধমুখী ছিল, এখন নাকি তার নিচের দিকে নামার পালা। ঘন্টা / বেল গ্রাফের পিকটা পেরিয়ে গেছে তাই দাম এবার বাড়তে বাধ্য। ২০৮০ সালের মধ্যে প্রায় ৭০-৮০ শতাংশ বর্তমান তেলের সঞ্চয় পুড়িয়ে ফেলব আমরা, তেলের জন্য যুদ্ধ লাগবে বারবার। সমস্যাটা তেলের সঞ্চয় শেষ করে ফেলা নয়, পুরো সঞ্চয় শেষ হবার অনেক অনেক আগেই ভেঙ্গে পরবার কথা তেলের উপর নির্ভরশীল ইকোনমি। চাহিদা যোগানের মধ্যে ১০ -১৫ শতাংশ ফারাকই ধংস করতে পারে সবকিছু।
    এখন দেখা যাক আগামী বছর গুলোতে উৎপাদন কতটা কমতে পারে। সবাই এখানে আন্দাজ করছেন, কেন কিভাবে আন্দাজটা করছেন তা আমার কাছে অন্তত সুস্পষ্ট হয় নি। Andrew Gould (CEO, Schlumberger) আশা করেছেন এটা হবে ৮% মতন। কিন্তু কবে থেকে তা বলতে পারেন নি - বেল কার্ভের উপরটা যে অনেকটা ফ্ল্যাট। ১৯৭০ সালের ৫% তেল উৎপাদন কম হওয়ার দাম ৩গুন হয়েছিল, তবে ৮% এ অনেক বেশী হবার কথা - এটা ভাল করে বুঝতে আর হয়ত ১-২ বছর অপেক্ষা করতে হবে।
    জিওথার্মাল (পৃথিবীর নিজস্ব তাপ -আগ্নেয়গিরি ইত্যাদির মাধ্যমে), হাইড্রো বা জল শক্তি, নিউক্লিয়ার, বায়োমাস, হাওয়া ও সূর্য --- বিকল্প হিসাবে এতগুলো থাকতেও কনভেনশনাল জ্বালানীর উপরে নির্ভরতা গত ৩০ বছরে কমাই নি আমরা, আগামী ১০-২০ বছরে কমানোর কোন ইচ্ছাও প্রকাশ করছি না। এই প্রজন্মের উপরে জ্বালানী সমস্যা নির্ভর করে রয়েছে তবু এই প্রজন্ম বড্ড উদাসীন কারন হয়ত সমস্যাটা এই প্রজন্মের নয়, সমস্যাটা আগামী প্রজন্মের।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন