এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোলকাতায় আপনার প্রিয় বাস স্টপ কোন টি আর ক্যানো?আমার পছন্দ গরিয়া হাট/ঝারি বাজি করার আদর্শ জায়্‌গা।

    ramen
    অন্যান্য | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ | ২৮৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • kallol | 220.226.209.2 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১২:০১394472
  • এটা কে রে ? এই বাজারে ঝারিবাজির মত অকিঞ্চিতকর ব্যাপারে থকতে চায় ? তাও গড়িয়াহাটে ! কোথায় ঠেক মারবে বাবা ? পুরো মোড় জুড়েই তো খালি ধাক্কাধাক্কি।
    আর, সে গড়িয়াহাটের মোড় কি আর আছে রে ভাই! আহা ওর যেন কি নাম - ঐ যে গড়িয়াহাট মোড়ে যার লিটিল ম্যাগের স্টল ছিলো - শংকর, মনে পড়েছে। ওর ওখানে টুলে বসে চা বিড়ি (পাশেই দোকান) সহযোগে - পত্রিকা ওল্টাতে ওল্টাতে মুরলীধর-বাসন্তীদেবী...... সে সব আর কই।
    আর তাছাড়া তারচেয়ে অনেক ফান্ডামেন্টাল প্রশ্ন - এখনো ঝারি শিল্প আছে ? আমার ধারনা, থাকলেও ওটা রুগ্ন শিল্প।
  • § | 61.95.167.91 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:২৬394483
  • এই শিল্প রাজ্য সরকারের তরফে বিনয় কোঙার অধিগ্রহণ করবেন।
  • r | 125.18.17.16 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:২৭394494
  • বে থের কোনো চ্যাদভ্যাদ নাই! ঝারির মত পবিত্র শিল্পকলার মইদ্যে বিনয় কোঙারের নাম নিয়ে এল!!! :-(
  • Arpan | 202.91.136.4 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:০২394504
  • অনেক পুরনো ঝারি মারার একটি গল্প। মনে হয় সকলেই শুনেছেন। এখানে ডকুমেন্টেড থাক।

    ____________________________________________

    ডিয়ার "অগ্নিকন্যা' ম,

    এই চিঠি তোমাকে লিখছি এক মরুভূমির গোপন ডেরায় বসে। এখানে পোস্ট অফিস, পোস্ট বাক্স, ক্যুরিয়ার কিচ্ছু নেই। স্রেফ আকাশে ভেসে যাওয়া বিরল একফালি মেঘকে ভরসা করেই চিঠি পাঠালাম পটুয়াপাড়ায়।

    তুমি তো জানো, যেদিন তুমি "বুদ্ধ হটাও' ডাক দিয়েছিলে, সে দিন থেকেই তোমার জন্য আমি দিওয়ানা। সে বামিয়ানের বুদ্ধই হোক, বা বাম ইউনিয়নের, সব রকম "বুদ্ধ হটাও' কর্মসূচীতেই আমার মরাল সাপোর্ট আছে। তা ছাড়া, আমার সঙ্গে তোমার বরাবরই অনেক মিল। ধর্মের তলায় আমার জঙ্গিপনা - ধর্মতলায় তোমার। আমি জেহাদি, তুমি জেদি। আমাকে জ্বালাচ্ছে যুদ্ধ-বিমান। তোমাকে জ্বালাচ্ছে বুদ্ধ-বিমান। অথচ, আজ তুম কঁহা আর হাম কঁহা। আমি পচ মরছি মরুভূমিতে, তুমি বিন্দাস আছ বুদ্ধের স্বরচিত "মরুদ্যানে'।

    হে হৃদয়হীনা, কেউ না জানুক, তুমি তো জানো যে, তোমার জন্যই আজ আমার এই হাল। সেই সে বার, তুমি যখন ইলেকশনের শেষে দু'আঙুল ফাঁক করে "ভি' দেখালে, আমি ভাবলাম তুমি বুঝি সাইন ল্যাঙ্গুয়েজে "টুইন টাওয়ার' দেখাচ্ছ। প্রেমে অন্ধ হলে যা হয়, দিলাম মালটাকে ঝেড়ে। ব্যস। সেই থেকে তাড়া খেয়ে মরছি। লাইফ হেল হয়ে গেল। অথচ, সেই তুমি আর ফিরেও তাকাও না। এত নিষ্ঠুর মানুষ হতে পারে!

    তবু, এই চিঠি লিখছি, কেন না শুনেছি, তোমার দুয়ার থেকে কেউ খালি হাতে ফেরে না। একবার তো "মাসিমা মালপো খামু' বলে আবদার না করতেই এক প্রধানমন্ত্রীকে ঘরে বসিয়ে মালপো খাইয়ে ছাড়লেন তোমার মা। আমি তোমার কাছে মালপো খেতে চাই না, ফাঁকতালে রাজ্যসভায় যেতেও নয়, এতদিন তো অনেক "বানতলা চলো', "ধানতলা চলো', "চমকাইতলা চলো' করলে। এবার "ছাঁদনাতলা চলো' কর্মসূচি পালন করো আমাকে সঙ্গে করে। ব্যস, এইটুকুই আমার চাহিদা। এতে লাভ তোমারো, আমারও। তামাম বাংলার অধরা মুসলিম ভোট তোমার শান্তিনিকেতনি ঝোলাতে এসে ঢুকবে। আর আমার দিকে কেউ আঙুল তুলে "মমতাহীন' বলার সুযোগ পাবে না। আজ এইটুকুই। লক্ষ্মী হয়ে থেকো।

    ইতি, "অগ্নিপুরুষ' লা।

    ডি: এই পোস্টের কোন আপত্তিকর অংশের জন্য পোস্টলেখক দায়ী নন।
  • kallol | 220.226.209.2 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:২৮394505
  • কেসটা ভালো। কিন্তু ঝারির সাথে পেমপত্তের সম্পোক্ক কি?
    ঝারি একটা অন্য শিল্প, এখন লুপ্তপ্রায়।
  • Arpan | 202.91.136.4 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৩৪394506
  • ধুর, কল্লোলদা, তোমার বয়স হয়ে গেছে। ইউনি, কর্মক্ষেত্র, রাস্তা সবেতেই এখনো প্রচুর ঝারি মারামারি হয়।
  • Arpan | 202.91.136.4 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৩৫394507
  • পেম্পত্তের তৃতীয় প্যারাটা আবার পড়ে দেখো। ঝারি না মারলে কি আর এমনটা হত? :-))
  • kallol | 220.226.209.2 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:৫৭394508
  • বাবা:, নাহয় দুকুড়ি দশ পেরিয়েছি - তো ?
    ইউনি বা মলে তো দেখি দিব্যি ঘাড়ে হাত রেখে হ্যা হ্যা চলছে। কম্মোখেতরেও তো টেবিলে বসে লাঞ্চু ভাগ করে দিব্য। এর মধ্যেও ঝারি করার পাব্লিক আছে? কি জানি, আমি তো জানতাম আমাদের কালে যখন কমপক্ষে তিন মিটার দূরত্ব রেখে চলতো ছেমড়া ও ছেমড়ী প্রায় সকলে তখনই ঝারি শিল্প হিসাবে ডেভালপ করেছিলো। এখনো লোকে ঝারি করে শুনে কেমন করুনা হলো।
  • Arpan | 202.91.136.4 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:০২394509
  • যা: বাবা সবাইকে ঝারি মারতে যাবো কেন? যার সাথে হ্যা হ্যা করার তার সাথে তো হ্যাহ্যাই করব। আর ঝারি মারার এফোর্ট আছে। সবাইকে বিলোনো যায় না।
  • Arijit | 128.240.229.65 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:০৪394473
  • টিক
  • Arpan | 202.91.136.4 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:০৫394474
  • শীর্ষেন্দুর ঘুণপোকা উপন্যাসটা মনে আছে, যেখানে নায়ক (নাম ভুলে গেছি) রোজ একটা মেয়ের আপিসের বাইরে দাঁড়িয়ে ঝারি মারত? মেয়েটা কোন একটা আপিসে রিসেপশনিস্ট ছিল।

    অত সময়, অত বিলাসিতা, অত সৌভাগ্য এখন দৈবাৎ আসে। কিন্তু এখনো আসে।
  • kallol | 220.226.209.2 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:০৮394475
  • অপ্পনকে - আরে: না: জিও
  • § | 61.95.167.91 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:২০394476
  • জয় গোঁসাইয়ের যারা বিষ্টিতে ভিজেছিল। চরিত্র স্রেফ ঝারি মেরেই মেয়েটিকে তুলল উপন্যাসের শেষে। গোটা উপন্যাসে তাদের কোনও ডায়ালগ নেই।
  • san | 220.227.64.98 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:২১394477
  • আমার মনে হচ্ছে ঝাড়ি বলতে কল্লোল দা একটি স্ট্রিক্ট ডেফিনেশন মেন্টেইন করছেন । আর অপ্পন তুমি ঝাড়ি টার্ম টা অনেকটা লুজলি ইউজ করছো , মানে নানারকম ফর্মের ঝাড়ি। তাজ্জন্য ই।
  • § | 61.95.167.91 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:২৬394478
  • তিনশো চৌষট্টি দিন ঝারি। ছুটির সময়ে, বাংলা গার্লস স্কুলের রাস্তায়, নিরাপদ দূরত্ব থেকে। কেবল একটা দিন ঝারি মারার দরকার হত না। সরস্বতী পুজোর দিন। গার্লস স্কুলে সেদিন নিশ্চিন্তে প্রবেশ। চোখাচোখি, অনিচ্ছাকৃত একটু বাসন্তী শাড়ির আঁচলের ঘুর্ণি, প্রসাদ নেবার অছিলায় একটু হাত টাচ করে ফেলা ... এত নরম হয় কিশোরীর হাত ...
  • Arpan | 202.91.136.4 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:৩২394479
  • যা: শালা, বেথে রবিবার স্কুলে যেত ঝারি মারতে!!!!!!! ;-)
  • Arpan | 202.91.136.4 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:৩৩394480
  • হুঁ, পণ্ডিতেরা এরেই কয় জেনারেশন গ্যাপ। :-D
  • kallol | 220.226.209.2 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:৪০394481
  • স্যান - ওটা ঝাড়ি নয় ঝারি। ঝারি নিয়ে এসব যা খুশী তাই, মানা যাবে না। ঝাড়ি তো ঝোপঝাড়ের শর্ট ফর্ম। কার সাথে কি ! কোথায় ঝোপঝাড় কোথায়...... ও:
  • Arpan | 202.91.136.4 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:৪২394482
  • আমার মাঝে মাঝে মনে হয় এই স্যান আর ব্ল্যাঙ্ক এরা বকলমে আবাপ'র এজেন্ট। ;-)
  • san | 220.227.64.98 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:৫০394484
  • কল্লোল দার দেখা, বলা, করা ঝারি (খুসি?) গুলো বোধয় বেচারা বেচারা ঝারি। এখন লোক জন অত বেচারা টেচারা হয় কি? সবাই ইমেজ কনশাস। এখনকার ঝারির মধ্যেও একটা ডোন্ট কেয়ার ভাব থাকে যেইটা কল্লোল দার মত বিশুদ্ধতাবাদী দের কাছে ঝারির সম্মান পেলোই না ।কোন মানে হয়।
  • Arpan | 202.91.140.4 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:৫৩394485
  • খুসি নয় খুশি। ;-)
  • san | 220.227.64.98 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:৫৮394486
  • দূর খুসি খুশি সব হয়।যেমন খরগোস ও খরগোশ।কিসমিস ও কিশমিশ।ইস, ও ইশ।
  • san | 220.227.64.98 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৮:০১394487
  • বেথে তো খুব রোম্যান্টিক ছিলো! বাব্বা:।

  • Arpan | 202.91.140.4 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৮:১১394488
  • সাধে বলেছি আ:বা:প:এ:। :-D
  • kallol | 220.226.209.2 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:২১394489
  • তা কি করা। আমাদের কৈশোর-যৌবন এট্টু বেচারীই ছিলো।
    তখনো আমিতাভ রাগী হয় নি। রাজেশ খান্না ঘাড় গিয়ার পাল্টাতে পাল্টাতে, হাত ঘুরিয়ে, চোখ ছোটো করে শর্মিলার তিন হাত দূর থেকে লাইন মারতে মারতে, হাফটাইমের পরে হাত ধরতো। আলিঙ্গন-টন প্রায় শেষে, তাও ভিলেনের ডেরায়।
    এদিকে উত্তম-শুভেন্দু থেকে শমিত ভঞ্জ পর্যন্ত - সারাক্ষণ চোখে চোখে কথা বল / মুখে কিছু বল না......করতে করতে শেষ দৃশ্যে হাতধরাধরি। আবার দিলীপকুমার বা সৌমিত্র হলে তো তাও নেই। ওয়াহিদা বা মীনাকুমারী বা অপর্না বা মাধবী প্ল্যাট্‌ফর্মে দৌড়ে ঢুকছে আর দিলীপকুমার বা রাজকুমার বা সৌমিত্র ছেড়ে যাওয়া ট্রেনের দরজায় বিলীয়মান বা ভাইসি-ভার্সা।
    আমরা রুমাল পকেটে পুরে গাঁজার ঠেকে।
    আমরা কলেজে পাঁচ জন এক বেঞ্চ বসতাম। আমি, সানু, অপু, সমীর আর জয়ীক। আমাদের সারা ক্লাশে প্রায় ৩০ জনের মধ্যে এক জয়ীক একটা প্রেম করত। অন্য সবাই তবলা পিটছি। গড়িয়াহাটে ঝারি করছি, কিন্তু শিকে ছিঁড়ছে না।
    একদিন কলেজে জয়ীক খুব মুখভর করে আছে। হুঁ হাঁ ছাড়া রা নেই। সকলে মিলে ধরা হলো। কি রে কি ব্যাপার?
    না:, (দীর্ঘশ্বাস লেখা যায় না, তাই) হুউউউউউশ্‌শ্‌শ কাজুর সাথে কতকাল দেখা হয় না।
    কথা পড়ার অপেক্ষা।
    - তুই ন্যাশেনাল লাইব্রেরীতে থাক, আমরা আসছি।
    তখন সকাল ১০টা।
    চার মূর্তি দৌড়ালো গোলপার্ক থেকে বরানগর সৎচাষীপাড়া। সেখানে কাজুর বাড়ির উল্টোদিকে শোভনের বাড়ি। তাকে তার কলেজ থেকে তুলে, তার বাড়ির বারান্দায় হত্যে দিয়ে পড়ে আছি চারজন। শোভন পাড়ার ছেলে, তাই সে কাজুর বাড়ির সামনে ঘুর ঘুর করছে।
    বেলা ১টায় প্রেমের দেবতার দয়া হলো। কাজু হাত ধুতে বারান্দার বেসিনে এলো। আমরা সমস্বরে গেয়ে উঠলাম - পথে এবার নামো সাথী পথেই হবে এ পথ চেনাআআআআআআ..........। কাজু এবং সৎচাষীপাড়ার তাবৎ কাগ-চিল মুচ্ছো যায় যায়। শোভন সেই সমবেত সিম্ফনিক মুভমেন্ট-এর সাথে হাত নেড়ে ইশারা করছে, কোথায় লাগে জুবিন মেটা!!!
    অবশেষে তাকে সাইন ল্যাঙ্গোয়েজে বোঝানো গেলো - সিঁথির মোড়ে আয় মা, আর ভোগাস নি।
    আরও ঘন্টাখানেক পর আমরা আর কাজু আলাদা আলাদা হয়ে মিনিবাসে উঠলাম। টিকিট স্পনসার সমীর (ওদের জগুবাবুর বাজারে স্টেশনারী-কাম-মুদী দোকান। খদ্দের লাইন-আপ টু মেনশন ওয়ান - বিজলী গ্রীল)।
    তারও ঘন্টাখানেক পর এসপ্ল্যানেডে বাস পাল্টে ন্যাশেনাল লাইব্রেরী।
    এরপর নায়িকার ডয়লগ, নায়ককে
    - কই কাল তো বললে না আজকও দেখা করবে!!
    আমরা তখন পুরিয়া খুলে, ভুররা ডলে, বিচি বেছে, তামাক খালি করে, মাল ভরে - সৎকাজে জুতে গেছি।
  • san | 220.227.64.98 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:৩২394490
  • আরো গল্প বলুন না কল্লোলদা, আপনাদের সময়ের , আপনাদের অল্পবয়সের
  • a | 220.226.44.169 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ২০:২৯394491
  • আমি ঝাড়ি(ঝাড়ি ই, চিরকাল তাই বলে এলুম আর মেরে এলুম) মারতুম মেট্রো রেলে। কলেজ থেকে প্রতি হপ্তায় বাড়ি ফিরতুম পার্ক স্ট্রীট থেকে শোভাবাজার। একটি মামণিকে টার্গেট করে নিতুম। মানে যেদিন যাকে পেতুম, কমন পড়লে তো সোনায় সোহাগা।

    তারপর একদম শোভাবাজারে এসে অটোয় ওঠা ওবধি। এক আধ দিন সেও অটোয় উঠলে গায়ে গায়ে "একটুকু ছোয়া লাগে..."। (খারাপ কিছু না, মাইরি। অতো ক্যাপা এজম্মে হবে না, তাই আমি সেসবের জব্বর বিরোধী)

    সেই ঝাড়ি যদি আবার ফেরতও দিত মামণিটি, তো শুক্কুরবারের রাত এক্কেরে তর!!!

    আমি আবার সরস্বতী পূজার দিন ঝাড়ি মারতে ভালোঅবাসতাম না। বড্ড বেশী মেয়ে একজায়্‌গায় হলে ঠিক ভালো করে জমেনা জিনিসটা
  • Blank | 59.93.167.121 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ২১:২৩394492
  • ইয়ে মানে, ঝাড়ি ব্যপারটা আর কি ...
    টেকনোপলিসের যে কোনো মেয়ে কে চিনে ফেলবো একবার দেখেই ...হুঁ হুঁ বাবা ... সবসময় আপডেটেড ডেটাবেস..
    ২০০৬ এর এপ্রিল, দার্জিলিং এ গেছি উইকেন্ড ট্যুরে (পিকাসা তে এখনো ছবি আছে), মলে হাঁটতে হাঁটতে, ঠিক চিনতে পেরেছি দুটো মেয়ে কে দেখা, এরা তো টেকনোপোলিসের ...
    'ও শমীক দা, ঐ মেয়ে দুটো টেকনোপোলিসের"...
    তারপরেই...
    একটা মেয়ে হঠাৎ সামনে এগিয়ে এসে বললো 'হ্যাঁ, একদম ঠিক, আমরা সক্কলে টেকনোপোলিসের'
    ব্যস, হয়ে গেল ..
  • tan | 131.95.121.132 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ২১:৩৫394493
  • এর একধাপ উপরেই টাপিওকাপোলিস...
    :-))))))))))))))))))))))))))))))))))
    জেনারেল আলকাজার ঝড়ি মেরে মেরে ক্লান্ত হয়ে কেতরে পড়ে আছে।
    আর এক্স-জেনারেল টাপিওকা হাতজোড় করে বলছে একটা কথা রাখো, প্লীজ।অন্তত আমায় গুলি করো,নইলে লোকে বলবে কি? :-)))))))))))))))
  • anaamik | 196.15.16.20 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৩০394495
  • কিন্তুক,ইয়ে, কি বলে, প্রশ্নটা হল গিয়ে, ফ্লাইওভার হওয়ার পরে গড়িয়াহাটে ঝারি মারার মত বাস স্টপটা এখন কোথায়?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন