এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অ্যারেঞ্জড ম্যারেজ সম্পর্কে প্রবাসী বা অপ্রবাসী ভারতীয়রা কি ভাবে?

    tan
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০০৫ | ২৪৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • tan | 131.95.121.251 | ১৭ ডিসেম্বর ২০০৫ ০১:০০401348
  • সদ্য সদ্য বিয়ে করতে বাড়ী গেলো বংশী,সে বছর পাঁচেক আছে বিদেশে,ছাত্র। অন্ধ্রপ্রদেশের ছেলে,এই শীতের ছুটিতেই বাড়ী থেকে বিয়ে করে বৌ নিয়ে ফিরবে। সম্পূর্ণ সম্বন্ধ করা বাড়ী থেকে ঠিক করা বিয়ে,প্রচুর পণ ও যৌতুক বংশী নেবে বলাবাহুল্য।বিদেশে উচ্চশিক্ষারত পাত্র,দাম কম? ঊ:
    বিয়ের পর মেয়েটি সম্ভবত বিদেশে গিয়ে ঘরেই থাকবে,ছেলেপুলে হলে মানুষ করবে।আর ব্যাপক বোর হবে। কারণ বংশীর দেশে ফেরার কোনো ইচ্ছা ও পরিকল্পনা নেই।
    এরকম কেস আরো বহু।
    জনতা কি এই নিয়ে আলোচনায় আগ্রহী? এই পণযৌতুক ও মেয়ে দেখিয়ে বিয়ে দেবার প্রথার সংস্কার হতে পারে কি? এই সমস্যার সমাধানের পথ কি?
  • indrani | 202.128.112.254 | ১৭ ডিসেম্বর ২০০৫ ০২:০০401349
  • অ্যারেঞ্জড ম্যারেজে বাপ মা ডিসিশন নেন-তা নয় বোধ হয়; পাত্র পাত্রীর ডিসিশন-ই শেষ কথা বলে-অন্তত: এই বিতর্কে যাঁদের কথা মাথায় রেখে আমরা কথা চালাচালি করছি-অর্থাৎ শিক্ষিত শ্রেণী-কোন চাকরি করবে, কি খাবে, কি পরবে এইসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সুবিধে যাদের আছে।

    সব বিয়েতেই ঝুঁকি থাকে আর লটারি জিতলাম কিনা তা বলাও খুব দুরূহ। আজ জিতছি , কাল হারব না তার কি ঠিক?
  • rimi | 71.109.249.195 | ১৭ ডিসেম্বর ২০০৫ ০৩:০০401359
  • পণ যৌতুক ও মেয়ে দেখিয়ে বিয়ে দেবার প্রথাটি নিজস্ব নিয়মেই বিবর্তিত হবে, হচ্ছে। যেহেতু বিবর্তন, বিপ্লব নয়, তাই ব্যাপারটি সময়সাপেক্ষ। তবুও পরিবর্তন চোখে পড়ছে বৈকি; বিশেষত পশ্চিমবঙ্গে। আগে শুধু মেয়েই দেখা হত, আজকাল মেয়েরাও ছেলেদের দেখে নিচ্ছে, নিজস্ব দাবী নিয়ে সোচ্চার হচ্ছে। এর মানে এই নয় যে প্রাগৈতিহাসিক ব্যাপারস্যাপারগুলো একেবারেই অবলুপ্ত। এখনও কাগজ খুললে পণের দাবীতে বধূহত্যা ইত্যাদি লক্ষণীয় ভাবে চোখে পড়ে। বিয়েতে জাতপাত ইত্যাদি এখনও ভীষণভাবে বিচার্য। আমারই এক বন্ধু বেজাতে বিয়ে করেছে বলে বাবা মার সঙ্গে মুখদেখাদেখি বন্ধ। কিন্তু আশার কথা এটুকুই যে ছেলেটি ভয় পেয়ে পিছিয়ে আসে নি। সাধারণভাবে আমাদের প্রজন্ম কিন্তু আমাদের আগের প্রজন্মের থেকে এইসব ব্যাপারে অনেক বেশী উদার ও আধুনিক মনস্ক। তাই নয় কি তনু? আমার মনে হয়, মেয়েদের মধ্যে শিক্ষার যত প্রসার ঘটবে, অর্থনৈতিক স্বাধীনতা যত বাড়বে, ততই ধীরে ধীরে বিবাহ ব্যাপারটি সাম্যের দিকে এগোবে।
  • tan | 131.95.121.251 | ১৭ ডিসেম্বর ২০০৫ ০৪:০০401385
  • কয়েকটা পয়েন্ট রাখতে চাই এইবারে।
    ১।বহু উচ্চশিক্ষিতা ও চাকরি বা গবেষণারতা মহিলার বিদেশপ্রবাসী পাত্রের সঙ্গে সম্বন্ধ এলে বা আগে থাকতেই ছেলেটির সঙ্গে প্রেম থাকলে,বিয়ের পরে এই মহিলারা অনেকক্ষেত্রেই বা বলা ভালো প্রায় সবক্ষেত্রেই নিজের চাকরি বা গবেষনা বা অন্য যেকোনো পেশা ছেড়ে ডিপেন্ডেন্ট ভিসায় বিদেশ চলে যান।সেখানে অনেকেই আর চাকরি করেন না,বাড়ীতে থেকে ছেলেপুলে মানুষ করেন। অনেক সময় এরা কাজ পান,কিন্তু সে কাজ তাঁর আগের কাজের কন্টিনিউয়েশন অনেকক্ষেত্রেই নয়। ব্যতিক্রম আছে,কিন্তু তা ব্যতিক্রমই।
    এই বিয়ের জন্য চাকরি হারিয়ে ফেলার সমস্যার কি কোনো আশু সমাধান আছে?
    ২।এইসব বিদেশে সংসাররত মহিলার স্বামী যদি হঠাৎ ডিভোর্স করেন,সে ক্ষেত্রে কতটা সাহায্য এরা পেতে পারেন? ছেলেপুলেরাই বা কিভাবে কার কাছে থাকবে?
    ৩।আর পণ নিয়ে বিয়ে দেশে ভারতে মনে হয় না খুব কমেছে।রোজই কাগজে খুনোখুনি বৌ পোড়ানো বাচ্চাকে মেরে মায়ের আত্মহত্যার খবর এত বেশী থাকে,যে মনে হয় এখন যেন আরো বেড়েছে।:-(
  • adheesha | 193.61.255.84 | ১৭ ডিসেম্বর ২০০৫ ০৫:০০401386
  • দু'জন মানুষ একসঙ্গে থাকবে, একসঙ্গে জীবন কাটাবে। কিন্তু কোন দু'জন মানুষ, সেটা ঠিক করে দেবে অপর কিছু মানুষ। এর চেয়ে অ্যাব্‌সার্ড আর কি হতে পারে? এর চেয়ে অযৌক্তিক কিছু আছে?

    জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকারের ব্যাপারটা অনেকটা বেঁচে থাকার অধিকারের মতই। যদি বা সেই বেছে নেওয়া ভুলও হয়, নিজেদের ঠিক, ভুল , সমস্ত কিছুর দায়িত্ব-ই তো নিজেদের-ই।
  • indrani | 202.128.112.254 | ১৭ ডিসেম্বর ২০০৫ ০৮:০০401387
  • তনুর প্রথম প্রশ্নের উত্তরে:
    ক) ডিপেন্ডেন্ট ভিসা নানা রকম আছে-সব ভিসাতে যে কাজ করা যায় না তা নয়, আবার সব বিদেশের নিয়ম এক নয়।
    উদাহরণ হিসাবে , অ্যামেরিকাতে এইচ ১ বির ডিপেন্ডেন্ট কাজ করতে পারে না অথচ পোস্ট ডক ইত্যাদি যাঁরা করতে যান তাঁদের ডিপেন্ডেন্ট দের চাকরি করতে বাধা নেই।
    অ্যামেরিকা ছাড়া অন্য দেশে নিয়ম অনেক শিথিল।
    এখন এই এইচ ৪ বা এইচ১বির ডিপেন্ডেন্টের কথা ধরা যাক। ধরে নিচ্ছি ইনি নিজের কাজ চালিয়ে যেতে ইচ্ছুক; তাহলে
    সমাধান১) স্পাউসের সঙ্গে বিদেশে পাড়ি না দিয়ে নিজের যোগ্যতায় নিজস্ব ভিসা যোগাড় করে স্পাউসের কাছে যাওয়া
    সমাধান২) তা যদি সম্ভব না হয়, বিদেশে গিয়ে কাজ শুরু করা বিনা পারিশ্রমিকে-তাতে কোনো বাধা নেই-তারপর সুযোগ সুবিধে বুঝে ভিসা স্ট্যাটাস চেঞ্জ করা।
    সমাধান ৩)যে দেশে দুজনের কাজ করতে কোনো বাধা নেই সেখানে চলে যেতে পারেন।

    তবে, এসব-ই সেই ব্যক্তির নিজের ইচ্ছা,অনিচ্ছা অনেক কিছুর ওপর নির্ভরশীল...

    হ'ল?
  • indrani | 202.128.112.254 | ১৭ ডিসেম্বর ২০০৫ ১০:০০401388
  • অধীশা,
    'অযৌক্তিকভাবে' যৌথজীবন শুরু করে প্রায় দশ বছর কাটিয়ে দিলাম-এই সময়ে দাঁড়িয়ে একটু নাটকীয় শোনালেও বলি,
    'অচেনাকে চিনে চিনে উঠবে জীবন ভরে...
    সকল প্রেমই অচেনা গো..."
  • adheesha | 193.61.255.86 | ১৭ ডিসেম্বর ২০০৫ ১১:০০401389
  • ইন্দ্রানীদি

    লটারির টিকিট কেটে জিতেছেন এমন লোককে আমি চিনি। তাই বলে কি গ্যারান্টি দেওয়া যায় যে সব টিকিটেই প্রাইজ উঠবে?

    ডিসিশন নিজে নিলে ঠিক-ভুল যাই হোক তার দায় নিজের। তাহলে বাবা-মার ওপর ডিসিশন টা ছাড়বো কেন?

    নিজের ডিসিশনের ওপর বিশ্বাস নেই, তাই?

    যদি কোন চাকরি করবো তার ডিসিশন নিজে নিই, কি খাবো, কি পরবো তার ডিসিশন নিজে নিই, তবে বিয়ের ব্যাপারে অন্যরা কেন?

    অধীশা।
  • Riju | 71.197.107.131 | ১৮ ডিসেম্বর ২০০৫ ১১:০৪401370
  • প্রবাসী /অপ্রবাসী ভারতীয়রা কি ভাবে ?generalise করা মুশকিল তবে আমার বন্ধু দের ভাবনা থেকে একটা "শ্যাম ও রাখি কূল ও রাখি" গোছের উপায় বলতে পারি -
    প্রথমে প্রেম কর,তারপর তৃতীয় পক্ষ কে দিয়ে অভিভাবক দের কাছে প্রস্তাব আনাও এবং এমন ভাব কর যেন চেনৈ না এবং শেষে নিজে আগ বাড়িয়ে মত দিয়ে দাও এবং বিয়ের আগে আরো চরমস উদ্দাম প্রেমিয়ে নাও। ব্যাস প্রেম ও হোলো আবার বাড়ীর সম্মতি তে বিয়ে ও হল। আমি অনেক কটা "সাকসেসফুল ম্যারেজ" খেয়ে এলুম তো।
    (আমি ব্যাচেলর সুতরাং এই পদ্ধতি ফেল করলে আমার কোনো দায় নেই , যা শুনেছি তাই বল্লুম :-) )

    আরেকটা প্রশ্ন হল arranged marriage মানেই অসুখী love marriage মাত্রই কি সুখী হয় ? arranged marriage ও তো এত বছর ধরে 'সাকসেসফুল' হয়ে আসছে।না হে এটা অংক নয় যে ফর্মুলা মেনে চলে।

  • Damayanti | 61.246.78.151 | ১৮ ডিসেম্বর ২০০৫ ১৭:২৭401381
  • প্রচুর পণ নেওয়া ও দেখাশোনা করে বিয়ে হওয়া, দুটো এখন আর অঙ্গাঙ্গীভাবে যুক্ত নয় সবসময়। অর্থনৈতিক স্বাধীনতা যত বাড়ছে ততই মেয়েদেরও "ছেলে দেখা" ও প্রত্যাখান করার ক্ষেত্রটা বাড়ছে। যে মেয়েটি "বিয়ে হওয়া" টিকেই জীবনের একটি অ্যাচিভমেন্ট মনে করেন তিনি স্বাভাবিকভাবেই চাইবেন যেন তেন সেটিকে অ্যাচিভ করতে। আবার ঠিক এইভাবে চিন্তা করেন না, কিন্তু লোকের চোখে পলিটিকালি কারেক্ট থাকার জন্যও অনেকে যে কোন মুল্যে একটি সুপ্রতিষ্ঠিত ছেলে কিনতে চান, এর জন্যই কেউ কেউ অভিভাবকদের ওপর যথেষ্ট মানসিক চাপও সৃস্টি করে থাকেন।

    তেলেগুদের মধ্যে ভয়ঙ্কর উচ্চমুল্যে প্রবাসী ছেলেদের কিনতে হয়। এর একটা কারণ আমার যতদুর মনে হয়, এই প্রজন্ম বিভিন্ন পেশায় এলেও এদের আগের প্রজন্মে মেয়েরা ততটা বেশী চাকরী বাকরী করত না। ফলে প্রথম প্রজন্মের পেশাদার মেয়েরাও ততটা জোর দিয়ে প্রত্যাখান করতে পারে না, যেটা এখন কিছুটা হলেও বাঙ্গালীদের মধ্যে শুরু হয়েছে। রিমি যেমন বলেছেন, এটা সত্যিই বিবর্তিত হচ্ছে।

    একটি তেলেগু ছেলেকে একবার খুব বোঝাবার চেষ্টা করেছিলাম আমি ও আমার এক মারাঠী বন্ধু। ছেলেটি কেবলই বলে "আমার ঐ টাকায় কোন প্রয়োজন নেই, কিন্তু আমি নিতে না চাইলে ভাল মেয়ের সাথে সম্বন্ধ আসবে না। সবাই ভাববে আমার কোন দোষ আছে।" ওর দাদার ক্ষেত্রে নাকি তাই হয়েছিল। তো, এই মানসিকতা বদলাতে গেলে আরো বেশি শিক্ষিত ও আর্থিক স্বাধীন লোকজন প্রয়োজন।

  • Kunti | 203.197.96.56 | ১৯ ডিসেম্বর ২০০৫ ১৫:৪৭401350
  • এখানে প্রশ্ন দুটো:

    ১) অ্যারেঞ্জড ম্যারেজ আদৌ করা উচিত কিনা।

    ২) করলে, সেখানে পাত্র-পাত্রী ছাড়া অন্যান্যদের involvement উচিত কিনা বা কতদুর উচিত।

    মতামত:
    ---------

    ১) ভালোবেসে নিজের পছন্দমতো বিয়ে করতে পারলে তার থেকে ভালো জিনিস হয় না....যে সব ছেলে-মেয়েরা মনে করেন যে বাড়ির প্রভাবের জন্য তাঁরা সেটা করতে পারেন নি, তাঁদের আসলে নিজেদের মত বা বিশ্বাসে স্টিক করে থাকার সৎসাহস নেই....বাড়ির ওপর দোষ চাপানো পালানো ছাড়া আর কিছুই নয়....
    তবে সবসময় একটি ছেলে আর মেয়ে পরস্পরকে খুঁজে পাবেন এমন নাও হতে পারে। সেক্ষেত্রে তাঁরা কি বিয়ে না করে থাকবেন? এটা খুবই ব্যক্তিগত সিদ্ধান্ত এবং কখনই generalised করা যায় না। তবে সামাজিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে যদি সেই 'পরস্পরকে খুঁজে পাওয়ার' সংখ্যা বেশ কম হয় তাহলে বিয়ের সংখ্যাও কমতে থাকবে এবং সামাজিক ভারসাম্যও নষ্ট হতে শুরু করবে। এই জায়গাতেই অ্যারেঞ্জড ম্যারেজের গুরুত্ব আছে বলে মনে হয়।

    ২) নি:সন্দেহে পাত্র-পাত্রী দের নিজেদের পছন্দ-অপছন্দই শেষ কথা হওয়া উচিত, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেটা হয় না কারণ 'অ্যারেঞ্জড' শব্দটাতেই আজন্মলালিত 'বিবাহ মানেই দুই পরিবারের মধ্যে সম্পর্কস্থাপন' এর গন্ধ লুকিয়ে আছে। তাই পরিবারের বাকি সদস্যদের মতামতও সমপরিমান গুরুত্ব পায়। বাবা-মায়েরা ছেলে-মেয়েদের ভালই করতে চান কিন্তু অনেকক্ষেত্রেই ব্যক্তি-স্বাধীনতায় হাত দিয়ে ফেলেন। তবে পাত্র-পাত্রীরাও কিন্তু দায়িত্ব এড়াতে পারেন না, একটা সমঝোতা টাইপের করে নেন সবদিক রক্ষা করার জন্য।
    তবে এগুলো সবই যাঁর যাঁর নিজের ব্যপার। একটা ব্যাচেলর বা মাষ্টার ডিগ্রী থাকা মেয়ে যদি স্বামীর কথায় চাকরি ছাড়েন বা ছেলে যদি বাবা-মার পছন্দে বিয়ে করেন তবে তাঁদের জন্য সহানুভূতি দেখানোর বা তাঁদের মধ্যে ব্যক্তি-স্বাধীনতাবোধ জাগানোর চেষ্টা করার কোনো মানে হয় না। পড়াশুনো শিখে যদি এই বোধ না আসে, তাহলে অন্য কোনো উপায়েই আসবে না।

    তবে অনেকক্ষেত্রে মেয়েরা চাকরি ছাড়েন একসঙ্গে থাকার জন্য (দুজনের চাকরির স্থান যদি আলাদা হয়)। প্রশ্ন উঠতে পারে তাহলে ছেলেরা ছাড়েন না কেন? কারণ সাধারনভাবে অ্যারেঞ্জড ম্যারেজে ছেলেদের উপার্জন মেয়েদের থেকে বেশী হয় (বিয়ে সেভাবেই ঠিক হয়, ছেলেরাও চান না যে বৌ বেশী রোজগার করুক আর মেয়েরাও নিজের থেকে বেশী রোজগেরে স্বামীই চান), তাই সহজবোধ্য কারণে মেয়েরাই চাকরি ছাড়েন।

    সবশেষে বলি, কোয়ালিফায়েড ছেলে-মেয়েরা যদি নিজেদের ব্যক্তি-পরাধীনতায় সুখী থাকেন বা সেইভাবে ভাবার প্রয়োজনই মনে না করেন তাহলে তাঁদের মানসিকতা পরিবর্তন করতে যাওয়াটা অর্থহীন হয়ে দাঁড়ায়। তার চেয়ে অপেক্ষাকৃত কম শিক্ষিতদের মধ্যে ব্যক্তি-স্বাধীনতার বিকাশ ঘটানোর চেষ্টা করা সমাজের পক্ষে বেশী লাভদায়ক মনে হয়।
  • r | 202.144.91.204 | ২১ ডিসেম্বর ২০০৫ ১৬:৪০401351
  • এই সব লইয়া প্যাচাল পাড়ে ক্যাডা? যার হয় তার হয়, আর যার হয় না তার হয় না। কপালের নাম গোপাল- বইয়া বইয়া লাড়ু খায়, লয় তো ওঁয়ার ঝাড়ু খায়। অথবা, যার শ্যাষ ভালো তার সব ভালো।
  • MM | 213.42.2.27 | ০৩ জানুয়ারি ২০০৭ ১৬:৪৩401352
  • বাবা, মা দেখে দিক আর নিজেই করুক বিয়ে মানেই বন্ধন। আমার মনে হয় live together অনেক বেশী যুগপোযোগী। যতোদিন ভালো লগলো একসাথে থাকো না পোষালো যে যার রাস্তা দেখো; বিশেষ করে আর্থিক ভাবে স্বাধীন মেয়েদের জন্য কারণ বিবাহিত জীবনে তাদের ই বেশী ঝামেলা সইতে হয় কি না!!
    তবে এই পরিস্থিতিতে সন্তান না হওয়াই ভালো,শুধু শুধু কোনো শিশুকে পৃথিবীতে এনে কষ্ট না দেওয়াই ভালো।
  • ree | 141.155.159.184 | ০৬ জানুয়ারি ২০০৭ ১১:৩৯401353
  • আমার ধারনা জিতটা arrange marrage এই হয়।,,college life এর প্রেম দেখ্‌লাম তো অনেক। আমার চেহারা ভালো ,আমাকে ভালো লাগতেই পারে,তাই বোলে আমারো লাগ্‌তএ হবে? এও তো সেই দশ জন প্রেমিক এর মদ্ধে এক জ্‌নকে ,select কর। আর দ্‌শ জন qualifyied পাত্রের ভেতর এক জন কে select. কর। প্‌র্‌থ্‌ম প্‌র্‌থ্‌ম বেশ ।। তার পর সব বীয়েতে জা হয়। সে arrange . হোক আর পীরীত হোক। সেই তো রান্না ঘর আর শোবার ঘর। তবে Classmate বীয়ে করলে ব্‌ড্‌ড ক্‌শ্‌ট করতে হয়। শুরু শুরু। establish পাত্র হলে অত ঝামেলা নেই। আমার জা মনে হলো তাই বোল্লাম।
  • Z | 61.0.137.250 | ০৩ এপ্রিল ২০০৭ ২৩:৫৩401354
  • arranged marrage এর প্রয়োজন আছে বৈকী। অন্তত: আমার মত যেসব ক্যাবলাকান্ত সারাজীবন চেষ্টা করেও কাউকে জোটাতে পারেনি, তাদের জন্য তো বটেই...
  • ** | 59.93.213.118 | ০৪ এপ্রিল ২০০৭ ০০:১৯401355
  • এইগুলোই লিখে রবিবারের আবাপ-এ দিয়ে দিন। অবলারা আপনার ক্যাবলাকান্তিতে ধেয়ে ধেয়ে আসবেন।

    শেষ অবধি লড়ে যেতে হবে কিন্তু, তখন বলবেন না যে আমি এখন অবলা ক্লান্ত।
  • Z | 192.9.200.65, 203.193.130.206 | ০৪ এপ্রিল ২০০৭ ১২:১৬401356
  • কারা আসে ধেয়ে ধেয়ে
    দ্যাখ রে তোরা চেয়ে চেয়ে...

    কোনো কারণ নেই। এমনি ভাটালাম...

    এইবারে আসল কথা, আ:বা:প: তে দিয়ে অবলা জোটালে সেটাতো arranged marrageই হয়ে গেল। তাই না?

    তবে বাঙ্গালাতে দারুণ লিঙ্গ ভেদ জান্‌লাম:

    ক্যাবলা == অবলা

    থ্যান্‌কু **!
  • Som | 169.200.204.16 | ০৬ এপ্রিল ২০০৭ ০১:১১401357
  • with due respect, arrange marriage is nothin but legalm prostitution in a country like India, where we live in the utopea of hypocracy ann in the so-called market of marriage, we trade bank account and flesh.

    ~ No Offence to all my ancestors ..
  • x | 209.209.248.9 | ০৬ এপ্রিল ২০০৭ ০৫:৩৩401358
  • If you want to be happy in your married life, you have to adjust .. does not matter if it is a love marriage or arranged
  • tokyo theke | 219.127.148.8 | ০৬ এপ্রিল ২০০৭ ১০:২৫401360
  • ভয়ন্‌কর সব্জেত, জা হোক।।।।অমি কিন্তু ভই প্রেম কোরে ঠোকেছি বোলেই মোনে হোচ্চে।।।।এক-ই বয়শি মেয়ে বিয়ে কোরে, বৌ-ট আমার আগেই বুড়িয়ে গেলো।।।এখোন সুধু অর্‌রঙ্গেদ মরি্‌রএগে দেখি আর দির্ঘোশ্বস ফেলি। এমোন কোল্‌জ-এর জোর নেই জে ডিভোর্স কোরে আর-ও এক্বার ছাদ্‌না তলায় যাই।।।।
  • RATssss | 75.51.78.72 | ০৬ এপ্রিল ২০০৭ ১০:৩০401361
  • এ বাজারে একটা বহু পুরানো কোটেশন ছাড়ি.... :-)

    Don't marry the person with whom you can live.
    Marry the person, without whom you cannot live.


    --- না মানলে, সারা জীবন negotiation, adjustment
    তবে না পোষালে খুনোখুনির চেয়ে ছাড়াছাড়ি অনেক ভালো।

  • tan | 131.95.121.129 | ০৭ এপ্রিল ২০০৭ ০৪:৪৬401362
  • সব্বোনাশ করেছে! প্রেমে করা বিয়ের বৌকে ডিভোর্স করে তারপরে arranged marriage? তাও কেউ করার কথা ভাবতে পারে?
    তপ্ত খোলা থেকে সো-ও-ও-ওজা আগুনে পড়বে যে!
  • RATssss | 75.51.78.72 | ০৭ এপ্রিল ২০০৭ ১৪:১৪401363
  • প্রসঙ্গান্তর...
    আজ আপিসের মালকিন সাদা চামড়ার এদেশিনী জিগাইলো... আমার উত্তর জোরালো হয় নাই... সেই কথোপকথনের অংশবিশেষ (arrange marriage নিয়ে একটা লম্বা চওড়া লাইভ ভাটের পরে)


    Tiffany - Do you have Gay people in India?
    RATssss - Surely there will be... but hardly I heard them declare in public. But we have real problem of dealing with the third sex - eunuch.
    .......
    .......
    Tiffany - Did Gay people also go for arrange marriage? I mean their parents also go for searching their partner or helping to find their partner?


    তখন থেকে খালি ভাবছি.... কেমন হবে ব্যাপারটা!!!
    বাপ-মা জানবে ছেলে আমার Gay... তার জন্য মনপসন্দ একটা ছেলে সঙ্গীর খোঁজ শুরু...
  • tan | 131.95.121.129 | ০৭ এপ্রিল ২০০৭ ২৩:৫১401364
  • এই যে জেন্ডার-বায়াসড ভদ্রলোকেরা হোমোসেক্সুয়াল বলতে গেলেই খালি গে গে গে গে গে করে যায়,এটা কেমন মজার না?
    ধরুন,বাপমা জানতে পারলো তাদের মেয়ে লেসবিয়ান,তখন মেয়ের জন্য আরেকটা মেয়ে খুঁজতে ম্যাট্রিমোনিয়াল কলামে অ্যাড দিলো,এই পরিস্থিতিটা ভাবুন তো!

  • saa | 82.43.52.51 | ০৮ এপ্রিল ২০০৭ ০০:০০401365
  • পাত্রীর মা পাত্রী দেখতে আসবে, বেশ মজার ব্যাপার। আর পণ? কে কাকে দেবে?
  • saa | 82.43.52.51 | ০৮ এপ্রিল ২০০৭ ০০:০৫401366
  • আর এই বে তে বাচ্ছা করার জন্যে কোনো পুরুষ না হলেও চলবে, স্পার্ম ব্যাঙ্ক থাকতে ধার নিলিই হল, কিন্তু গে দম্পতির তো স্ত্রীলোক চাইই, নইলে সারোগেটেড মাতৃকা আসিবেন কোথা থেকে?
  • tan | 131.95.121.129 | ০৮ এপ্রিল ২০০৭ ০০:২১401367
  • হ্যাঁ,গে দম্পতির চাপ বেশী,খরচও অনেক বেশী।কেবল ধনী গে দম্পতিরাই "নিজের" সন্তান পেতে পারে।নইলে দত্তক নিলেও হয় অবশ্য।
    অন্যদিকে লেসবি দম্পতির চাপ খানিক কম,যেকোনো একজন পরিস্ফুটনকালে সন্তান "ধারণ" করবেন।
    ফ্রী যিনি থাকবেন,তিনি এইসময়টা কোনো গে দম্পতির সন্তান পারিশ্রমিকের বদলে "ধারন" করে দিতে পারেন।
    ক্রমে ক্রমে "সন্তানধারন" আউটসোর্সও হয়ে যেতে পারে।যেখানে কম টাকায় হয়ে যাবে,সেখান থেকে কাজ উঠিয়ে আনবে আরকি।

  • kd | 72.229.130.144 | ০৮ এপ্রিল ২০০৭ ০০:৪৯401368
  • আচ্ছা, gay(homosexul)রা কী সত্যিকারের gay(happy)? মানে এতদিন closetএ থাকার পর বেরিয়ে এই uphill battle লড়ায়? আমি San Franciscogayদের কথা অবিস্যি বলছি না।
  • kd | 72.229.130.144 | ০৯ এপ্রিল ২০০৭ ০৩:৩১401369
  • অ্যারেঞ্জ্‌ড ম্যারেজের ওপর একটি মিষ্টি বই আছে বনফুলের লেখা, কন্যাসু।
  • M | 59.93.246.151 | ২৪ মে ২০১১ ১৫:৫৪401371
  • :)
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন