এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দি ব্যাকরণ

    Samik
    অন্যান্য | ২১ নভেম্বর ২০০৮ | ৮১২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.123 | ২৬ নভেম্বর ২০০৮ ১২:০৮404879
  • সেটাই তো কোশ্চেন। কেন? (অল অথরিটি মাস্ট বি কোয়েশ্চনড - মনে নাই?)

    ইংরিজীতে বলে নিউটার জেন্ডার - কিন্তু তার ভিত্তিতে ভার্ব বদলায় না। বাংলাতেও না। সেই জন্যিই তো হিন্দি শেখা হবে না:-(
  • Arpan | 208.57.131.4 | ২৬ নভেম্বর ২০০৮ ১২:১৮404880
  • ও, দুম মানে ন্যাজ। কী কটিন ভাশা।
  • Paramita | 216.10.193.23 | ২৬ নভেম্বর ২০০৮ ১২:৪৪404881
  • এরা বলে কি?!
  • r | 125.18.104.1 | ২৬ নভেম্বর ২০০৮ ১৩:৪২404882
  • নিউটার জেন্ডারকে বাংলায় অমানুষ লিঙ্গ না বলে উভলিঙ্গ বলা হয় কেন?
  • Arpan | 208.57.131.4 | ২৬ নভেম্বর ২০০৮ ১৩:৫১404883
  • যাশালা, তালে ক্লীবলিঙ্গ কাকে বলে?
  • r | 198.96.180.245 | ২৬ নভেম্বর ২০০৮ ১৩:৫৬404885
  • রাইট, ক্লীবলিঙ্গ। কিন্তু ইংরিজিতে জন্তুজানোয়ার তো নিউটার জেন্ডারে পড়তে পারে, ওরা তো ক্লীব নয়।
  • san | 12.144.134.2 | ২৬ নভেম্বর ২০০৮ ১৩:৫৬404884
  • 'অমানুষ'? কেন, পশু-পাখির পুং স্ত্রী নেই নাকি? অপ্রাণীবাচক বললেও বুঝতাম, অমানুষ বলবে কেন?

    বাংলায় উভলিঙ্গ বলে নাকি? আমিও পড়েছি পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ।
  • san | 12.144.134.2 | ২৬ নভেম্বর ২০০৮ ১৩:৫৯404887
  • ইংরিজিতে নিউটার জেন্ডার মনে হয় উভলিঙ্গ বা ক্লীবলিঙ্গ দুয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু বাংলা গ্রামারে উভলিঙ্গ বলে কোন গল্প আছে কি? মনে নেই।
  • r | 198.96.180.245 | ২৬ নভেম্বর ২০০৮ ১৩:৫৯404886
  • ইন ফ্যাক্ট বাংলায় লিঙ্গের কনসেপ্টটা না পড়ালেই হয়- নিরর্থক।

    ইংরিজিতে স্পেসিফিকালি পশুপাখিকে স্ত্রী-পুরুষ হিসেবে চিহ্নিত না করলে পশুপাখিদের ক্ষেত্রে নিউটার জেন্ডার প্রযোজ্য, অর্থাৎ 'ইট"।
  • san | 12.144.134.2 | ২৬ নভেম্বর ২০০৮ ১৪:০২404889
  • অথচ উভলিঙ্গ শব্দটা যখন এক্সিস্ট করে তখন কিছু না কিছু কনসেপ্ট তো আছেই পিছনে।
  • Arijit | 61.95.144.123 | ২৬ নভেম্বর ২০০৮ ১৪:০৩404890
  • আমি কিন্তু উভলিঙ্গ পড়েছি বলে মনে হচ্ছে - উদাহরণ মনে পড়ছে না। অবিশ্যি আমি তো ব্যাকরণ সিং ছিলুম, কাজেই...

    ইংরিজীর ক্ষেত্রে - http://en.wikipedia.org/wiki/Grammatical_gender#Gender_in_English
  • san | 12.144.134.2 | ২৬ নভেম্বর ২০০৮ ১৪:০৬404891
  • ধ্যাৎ, বাংলা ব্যাকরণ আবার কে মন দিয়ে পড়ত ? লোকের খেয়েদেয়ে কাজ নেই নাকি?

    পড়লে কি আর আমার গোরুমোষের এই দশা হয়?
  • Blank | 203.99.212.224 | ২৬ নভেম্বর ২০০৮ ১৫:২২404892
  • বাংলা ব্যকরণে উভলিঙ্গ ছিল। ক্লীব সেগুলো যাদের লিঙ্গ ভেদ সম্ভব নয়। যেমন টেবিল, চেয়ার, বই, খাতা। এই সব।
    আর উভলিঙ্গ হলো সেগুলো যাদের লিঙ্গভেদ সম্ভব। যেমন শিশু, বন্ধু ...
  • Arijit | 61.95.144.123 | ২৬ নভেম্বর ২০০৮ ১৫:৩০404893
  • ইংরিজীতে "কমন জেন্ডার' - যেমন one would think... - এখানে one হল কমন জেন্ডার।

    হিন্দী ছাড়া আর কোনো ভাষায় জেন্ডারের প্রভাবে ভার্ব বদলায় কি?
  • shrabani | 124.30.233.102 | ২৬ নভেম্বর ২০০৮ ১৫:৪২404894
  • হিন্দীতে কিন্তু কোনটা পুংলিঙ্গ আর কোনটা স্ত্রীলিঙ্গ তার সেরকম কোনো রুল নেই আমি আগেই বলেছি। হিন্দী জেন্ডার পড়ে শুনে শিখতে হবে, আয়ত্ত করতে হবে। আর যাদের শুধু বলে কম্যুনিকেট করার ব্যাপার তাদের জেন্ডার ঠিক করে বলতেই হবে এমন কোনো মাথার দিব্যি নেই!

    বলার জন্য মোটামুটি স্ত্রী/পুং খেয়াল করে বললেই খোরাক হওয়া থেকে বাঁচা যায়, উভ গুলোর ক্ষেত্রে না জানা থাকলে পুরুষ ধরে নিয়ে শুরু কর তারপরে টিভি/রেডিও খেয়াল করে শুধরে নিলেই চলবে।

    মোট কথা উভরা পুং না স্ত্রী এর কোনো লিস্ট বইয়ে না দেখা গেলেও এটা সত্যিই লিস্টই, আনসায়েন্টিফিক। তার জন্য অরিজিত যদি হিন্দী না শিখতে চায়, হিন্দীর কিছু এসে যাবে বলে মনে হয় না।:)
  • Arijit | 61.95.144.123 | ২৬ নভেম্বর ২০০৮ ১৫:৪৫404895
  • মুঝে হিন্দি "আতি' হ্যায়। থোড়া বহোত;-)
  • koyeliS | 122.170.34.194 | ২৬ নভেম্বর ২০০৮ ১৫:৫১404896
  • মারাঠীতে বদলায়। আর তো জানা নেই।
  • Arijit | 61.95.144.123 | ২৬ নভেম্বর ২০০৮ ১৫:৫৬404897
  • বাঙালীদের পক্ষে পুং/স্ত্রী-এর চে বড় খোরাক হবার চান্স হল অ্যাকসেন্টে। আর এর জন্যে দায়ী বলিউড। শালা বলিউডি সিনিমা/সিরিয়ালে বাঙালী মানেই হল উদ্ভুটে অ্যাকসেন্টে "হাম করতা হায়, খাতা হায়'। তো সেই থেকে সবাই মোটামুটি এটা ধরেই নেয়। অথচ গড়পড়তা বাঙালী মনে হয় ওচ্চেয়ে ঢের ভালো হিন্দি বলতে পারে।
  • shrabani | 124.30.233.102 | ২৬ নভেম্বর ২০০৮ ১৬:১২404898
  • পঞ্জাবী, উর্দু! :)
  • shrabani | 124.30.233.111 | ২৬ নভেম্বর ২০০৮ ১৬:১৯404900
  • অরিজিত,
    আমার সামনে বসেন এক ভদ্রলোক, বর্দ্ধমান না বাঁকুড়া কোথাকার লোক। ছাব্বিশ বছর ধরে এই অফিসে আছে, কোনোদিন ট্রান্সফার হয়ে কোনো সাইটে যায়নি, প্রচুর এদিককার ভাষায়, জোগাড়ু লোক। তার হিন্দী শুনলে প্রথম প্রথম আমি ব্যোমকে যেতাম। ইন ফ্যাক্ট সে হিন্দী ইংরাজী যাই বলে মনে হয় বাংলা বলছে! অথচ এই নিয়েই কোচিং ক্লাসের রমরমা বিজনেস নয়ডায়।:)
    তার স্ত্রী এদিককার মহিলা বর্ন ব্রট আপ দিল্লী! দুই মেয়েও চোস্ত হিন্দী বলে।
  • s | 78.52.234.51 | ২৬ নভেম্বর ২০০৮ ১৭:০৭404901
  • অরিজিৎ,

    জার্মান ভাষায় জেণ্ডারের প্রভাবে ভার্ব বদলে যায়। হিন্দী ব্যাকরণের সাথে জার্মান ব্যাকরণের অনেকটা সিমিলারিটি আছে। সব শব্দই হয় পুং নয় স্ত্রী অথবা উভ কিন্তু কোনটা যে কি তার কোন লিস্ট নেই। শুনে/পড়ে শিখতে হয়। এবার সঠিকটা না জানলে শুধু যে ভার্ব বদলে যায় তা নয় অনেকসময় পুরো বাক্যের মানেটাই বদলে যায়। এবং হিন্দীর মতই তুমি/আপনি আছে (ইংরাজীর মত ইউ দিয়ে কাজ সারা যায় না) এবং তার কারণেও বাক্য গঠন বদলায়।
  • ranjan roy | 122.168.30.91 | ২৭ নভেম্বর ২০০৮ ০০:০৮404902
  • সিকি,
    আমার বাঙালী- কানে শুনে লেখা। ভুল হতে পারে। আমি কাল লোক্যাল ছেলেদের সঙ্গে ক্রসচেক করে জানাচ্ছি।
    তবে আমার প্রাইমা ফেসি দুটি আপত্তি।
    এক, হিন্দিতে "" কি'' আর "" কী'' র মানে এবং প্রয়োগ ডিস্টিংক্ট।
    "" কী''= of, আর " কি''= or, that
    প্রথমে- ""কী''। এটা সোজা সম্বন্ধপদ সূচক ""কা'' এর পুংলিঙ্গ। এর কোন এক্সেপশন নেই। এই অর্থে ফিল্মের নাম মণি কৌলের "" উসকী রোটি''। "" দিল কী নজরসে, নজরোঁ কে দিলসে, --''।
    উর্দু শব্দ "" নজর'' ( হিন্দি দৃষ্টি) স্ত্রীলিঙ্গ। "" দিল'' পুংলিঙ্গ। "" ইয়ে মেরা দিল, প্যার কা দিওয়ানা।'' আগের লাইনে দিলের আগে ""কে'' এসেছে "" দিল'' বহুবচন হওয়াতে।
    এবার ""কি'' এর পালা।
    প্রথম অর্থের উদাহরণ।
    বাংলায় যেমন বিপ্রতীপ অলংকারের উদাহরণ হিসেবে সতীনাথের একটি চমৎকার গানের লাইন বলা হয়---
    """ সোনার হাতে সোনার কাঁকন, কে কার অলংকার''?
    তেমনি হিন্দিতে,---
    " শাড়ী কে পিছে নারী হ্যায় কি নারী কে পিছে শাড়ী হ্যায়?
    শাড়ী হ্যায় কি নারী হ্যায়? কি নারী হ্যায় কি শাড়ী হ্যায়?''
    দ্বিতীয় অর্থের উদাহরণ:
    যেমন আমাদের "" বলছিলাম কি বস্তুপুঞ্জ সুক্ষ্ম হতে স্থুলেতে''।
    ""লকড়ি কি কাঠি"" লিখলে মানে হবে "লকড়ি নাকি কাঠি'?
    আর "" লকড়ি কী কাঠি'' মানে a strip of wood''.
    আর ঘোড়া নিশ্চিতভাবে পুংলিঙ্গ। স্ত্রী হল "" ঘোড়ী''।
    কাজেই কাঠি কা ঘোড়াই হওয়া উচিৎ।
    তবু আমি কাল চেক করবো। """মেরী পূজা'' ও।
    আর এখানে যাঁরা হিন্দি গান মনদিয়ে শোনেন তাঁরাও জানাবেন তাঁদের কান কি বলে।

  • ranjan roy | 122.168.30.91 | ২৭ নভেম্বর ২০০৮ ০০:১৯404903
  • ব্ল্যংকির প্রশ্নটা খেয়াল করার মত। একটা মানুষ, সে স্ত্রী কি পুরুষ যাই হোক, তার অঙ্গপ্রত্যঙ্গের আলাদা আলাদা লিঙ্গ? কি ক্যাডাভারাস ব্যাপার!

    ---- এখানে হিন্দি গ্রামার যেন পূর্বমীমাংসা দর্শন। তাতে যেমন দেবতা শব্দময়ী। নামের পেছনে কোন দেবতার অস্তিত্ব নেই বা অপ্রাসংগিক, নামের শব্দটা ইন্ডিপেন্ডেন্টলি ইম্পর্ট্যান্ট; তেমনি হিন্দি গ্রামারে শব্দের স্ট্রাকচারটা আসল কথা, শব্দটি কোন প্রাণীর কোন্‌ লিঙ্গের দ্যোতক--- এ প্রশ্ন অপ্রাসংগিক।
    কাজেই বিদেশি শব্দ পুলিস অনায়াসে স্ত্রী-লিঙ্গ হয়ে যায়( গোঁফ থাকলেও)। আবার পুলিসওয়ালা পুংলিঙ্গ হয়েযায়( মাকুন্দ হলেও)।
    আর ""নিপাতনে সিদ্ধ'' সব ভাষাতেই আছে।
  • ranjan roy | 122.168.30.91 | ২৭ নভেম্বর ২০০৮ ০০:২৬404904
  • সিকি,
    আমার ভুল হতেই পারে। চেক করছি।
    ক'বছর আগে একটা নাবার্ড সার্কুলারের ইংরেজি থেকে হিন্দি অনুবাদ করে ড্রাফ্‌ট্‌ চেয়ারম্যানের কাছে পাঠালাম সই করতে, তারপর ছাপা হবে।
    ভদ্রলোক ১৫ দিন আটকে রাখলেন। খোঁজ করলে জানালেন---- রায়ের দশপাতা হিন্দি অনুবাদ পড়তে হবে? এখনো সাহসে কুলিয়ে উঠতে পারিনি।
    ওনাকে জানানো হল যে একজন কলিগ চেক করে শুধরে দিয়েছে,তবে উনি পাতা ওল্টালেন।
    এ'ব্যাপারে আমি হলাম দময়ন্তীর ভাষায় "" বিনয়ের অড়হর ডাল। আমার কোন অংখার নেই গো'':)))))।
  • ranjan roy | 122.168.30.91 | ২৭ নভেম্বর ২০০৮ ০০:৩০404905
  • ছড়িয়েছি। সিঁফোঁর জায়গায় ব্ল্যাংকি লিখেছি। ওর প্রতি আমার একটু পক্ষপাতিত্ব আছে মনে হচ্ছে।
  • papiya | 74.192.194.238 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:২০404906
  • দক্ষিনী ভাষাতেও হয়, বাংলা একমাত্র ভারতীয় ভাষা যার ব্যাকরণ ইংরেজী র মতন, তাই আমরা খুব ভাল ইংরেজী শিখি :))
  • Du | 67.111.229.98 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:৪১404907
  • ইংরিজীতে হি আর শি না থকলে আরও ভালো শিখতাম :)
  • Samik | 122.162.236.150 | ১৮ জুন ২০০৯ ১১:১৫404908
  • এর একটা পার্ট অন্য কোনও সুতোয় আলোচনা হয়েছিল, তাই এখানেই দিয়ে রাখি।

    সঠিকটা ছিল লকড়ী কী কাঠি, কাঠি পে ঘোড়া।

    আর মেরি পূজাই হবে।
  • সিকি | 135.19.34.86 | ২৮ মে ২০১৪ ১০:১৫404909
  • এই যে, উপর উঠা দিয়া। আপলোগ ইধার আকে হিন্দি মে বাতচিত করনা।
  • Ranjan Roy | ২৯ মে ২০১৪ ১৩:৪৯404911
  • শাড়ি কে পিছে নারী হ্যায়,
    কি নারী কে পিছে শাড়ি হ্যায়?
    শাড়ি হ্যায় কি নারী হ্যায়,
    ইয়া নারী হ্যায় কি শাড়ি হ্যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন