এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বেসু তে ফের ঝামেলা

    ami
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০০৮ | ৩২৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.123 | ১১ নভেম্বর ২০০৮ ১০:০০405760
  • বেসু এখনও আইআইটি তকমা পাবার উপযুক্ত বলে আমি মনে করি না। গোলমালগুলো বাদ দাও - জাস্ট টিচিং অ্যাণ্ড রিসার্চ কোয়ালিটির দিক দিয়েও অনেক পিছিয়ে। অবশ্য আমি শুধু চারটে বড় আইআইটির সাথে তুলনা করছি - দিল্লী, বম্বে, খড়গপুর, কানপুর (রিসেন্ট একটা রেটিং-এ পৃথিবীর টপমোস্ট ইনস্টিট্যুটগুলোর মধ্যে ভারতের প্রথম এϾট্র দিল্লী আইআইটি)। রুরকী অনেক পরে আইআইটি হয়েছে। গুয়াহাটি বা ভুবনেশ্বর তো আরো পরে - সেগুলোর সাথে তুলনা করছি না। জানি না বলে।
  • d | 203.143.184.10 | ১১ নভেম্বর ২০০৮ ১০:০৩405761
  • অজ্জিতের 9.20র পোস্টের সাথে সর্বাংশে একমত। পুলিশ ঢোকা অন্যায় আবার কি? প্রত্যেক বছর ছলেছুতোয় মারামারি করবে ..... পরীক্ষার নামেই নানা বাহানা ...... বদমাইশীর লিমিট আছে।
  • arjo | 168.26.215.13 | ১১ নভেম্বর ২০০৮ ২০:৪৮405762
  • প্রতিবছর এরকম ঝামেলা এবং অল্প ঝামেলাতেই পুলিশ ডাকতে হলে কলেজ প্রশাসনের অবস্থাও বোঝাই যায়। নিজেরা সামলাতে পারে না তাই পুলিশ ডাকে।

    তবে ছেলেপুলেদেরও এবারে বোঝা উচিত এই পেটাপিটি করে কিস্যু হচ্ছে না। নিজেদের বদনাম বাড়ছে। বেসুর ছেলে শুনলে লোকে এবারে পালাবে। নিজেদের এই ইমেজ যদি তৈরি করতে চায় কিছু বলার নেই। এই পেটাপিটির ট্র্যাডিশনটা বন্ধ হলে হয় না।
  • Arijit | 61.95.144.123 | ১২ নভেম্বর ২০০৮ ০৯:২৯405763
  • এইবার যা শুনেছি "অল্প' ঝামেলা হয়নি। সেরকম "অল্প' ঝামেলা (মানে পোস্টার লাগানো নিয়ে এট্টুস ক্যালাকেলি, স্ট্রাইকের মার্কেটে ধস্তাধস্তি) আগেও হত, কিন্তু পারসিস্ট করতো না - নিজেরা নিজেরাই মিটিয়ে নেওয়া হত, বড়জোর হাফ-ডে হাঙ্গার স্ট্রাইক হত। গত কয়েকবছরে সিচুয়েশন পাল্টে গেছে। কেন গেছে তার হয়তো অনেক কারণ আছে। এরকম ঝামেলায় পুলিশ ডেকেছে, বেশ করেছে।

    ইমেজ যাওয়া নিয়ে এই ছাত্ররা খুব একটা চিন্তিত কি? মনে হয় না। একমাত্র যখন টিকিতে - মানে চাকরিতে - টান পড়বে, তখন ঠেলা বুঝবে। আপিসের একজন বলছিলো - টিসিএসের কলকাতার বড়কর্তা তার কাছে প্রচুর খিস্তি দিয়েছে এইসব নিয়ে...
  • Ishan | 12.217.30.133 | ১২ নভেম্বর ২০০৮ ০৯:৩৫405764
  • যে ঝামেলাগুলো অজ্জিত নিজে করেছে সেগুলোই শুধু "অল্প'। :)
  • Arijit | 61.95.144.123 | ১২ নভেম্বর ২০০৮ ০৯:৩৯405765
  • আমরা কক্ষনো হকিস্টিক, বীয়ারের বোতল আর চেন নিয়ে কলেজ বিল্ডিংএর মধ্যে ল্যাব থেকে ছেলেপুলেদের বের করে পেটাতে যাইনি।
  • Arijit | 61.95.144.123 | ১২ নভেম্বর ২০০৮ ০৯:৪৩405767
  • এবং আরো অদ্ভুত হলো এই এসফআইয়ের হোস্টেল, আইসির হোস্টেল - এগুলো আগে ছিলো নাকি? ফার্স্ট ইয়ারে এক ঘরে আমরা তিনটে দলের তিনটে ক্যাণ্ডিডেট একসাথে থাকতুম। সেকেন ইয়ারে আমার রুমমেটের একটা ছিলো গাঁতু, আরেকটা পাঁড় নকশাল। সেন বা উল্ফে আমরাও থাকতুম, সিপির ছেলেপুলেরাও থাকতো।

    পোলারাইজেশনটা লাইফের সব জায়গায় অস্বাভাবিকভাবে বেড়েছে। কেন কে জানে।
  • Ishan | 12.217.30.133 | ১২ নভেম্বর ২০০৮ ০৯:৪৩405766
  • কলেজ বন্ধ করে গেটের সামনে ঘুষোঘুষি তো করেছিস। সেটা "অল্প' হল?
  • Ishan | 12.217.30.133 | ১২ নভেম্বর ২০০৮ ০৯:৪৪405768
  • হ্যাঁ। পোলারাইজেশনটা ভয়াবহ। সিঙ্গুরেও তাইই দেখলাম।
  • Arijit | 61.95.144.123 | ১২ নভেম্বর ২০০৮ ০৯:৪৫405770
  • এখন যা হয় বলে খবর পাই তার তুলনায় সেই হাতাহাতি এক্কেরে চাইল্ডস প্লে। এবং তার চেয়েও বড় হল বিকেলে এক বেঞ্চিতে বসে চা খেতে বা বিড়ির কাউন্টার নিতে অসুবিধা হয়নি।
  • a | 121.241.36.195 | ১২ নভেম্বর ২০০৮ ১৩:৩৭405772
  • না আমার কথাটা ভালো করে বোঝাতে পারিনি। মূল কথা হল, কলেজে পড়াশুনো বাদে বাকি সব হয়। weekly or atleast bi-weekly পরীক্ষা চালু কর, সব বাওয়ালি মায়া হয়ে যাবে।

    বেসুটা এই অরজকতা সমর্থন করে খুব হিসাব করে। যে কেউ, শিক্ষক বা ছাত্র, যে কোনো রাজনীতি করতে পারে। কিন্তু তাতে তার মূল কাজ না করার অজুহাত হয় না। এটা মহাকরণে co-ordination committee র জন্যে যতটা ঠিক, বেসুটার জন্যেও ততটাই।

    আরেকটা কথা। আজকাল যা নিয়ম নয়, তাই পেতে পেতে সেটা পাওয়াই নিয়ম হয়ে গেছে। বেনিয়মকে নিয়মে বদলাতে আন্দোলন প্রতি দিন চলছে। যথা, অটো।সেই ভাবেই can not continue student কে ফিরিয়ে নেবার আন্দোলন। নিন্দনীয়, কিন্তু unheard of নয়। কঠোর শাস্তি অবশ্যই প্রয়োজন, কিন্তু মানসিকতার বদল আরো বেশী দরকার, এক্ষুনি।

    আর মানস হীরা? ও তো শিক্ষকতার ই যোগ্য নয়। আমি নিজে মানস হীরার অনেক খারাপ আচরণ দেখেছি, নানা আন্দোলনের সময়।
  • h | 203.99.212.224 | ১২ নভেম্বর ২০০৮ ১৮:০৮405773
  • শিবপুরের মেন সমস্যা হোস্টেল। হোস্টেল ব্যাপারটা তুলে দিলেই , দূর দূরান্ত থেকে অপূর্ব ট্রান্সপোর্ট সিস্টেমে এসে পৌঁছে লোকের আর মারামারিতে ইচ্ছে উপে যাবে:-) ক্যাম্পাস কেসটা একেবারেই জঘন্য। বাজে আইসোলেশন।

    বিশ্বভারতী তে, আমার সমস্ত প্রিয় বন্ধুরা ছাপ ছিল। আর প্রিয় বান্ধবীরা নকু ছিল। এই লেভেলে ক্যালাকেলি টা সত্যি ছিল না। ইন ফ্যাক্ট একবার আমি প্রচন্ড ক্যালানি খেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ভিড় থেকে আমায় হিঁচড়ে বার করে এনেছিল, আমার এক ছোটো বেলার বন্ধু, যে বেসিকালি পরে কংগ্রেসি গুন্ডা হয়। তার পরে সে এবং একটা নকু মেয়ে আমারে হাসপাতালে ভর্তি করেছিল, দুজনে মিলে নার্স দের মাথা খারাপ করে দিয়েছিল, অ্যাটেন্ড করছিল না বলে। সত্যি ভালোবাসতো।

    এটা এখন নেই, আমি মনে করি না। এখন মানুষে মানুষ কে ইজ্জত করে না এটা তো নয়। আমার ধারণ মেন প্রবলেম হল এলিট ইন্সটিটিউশনের ছেলে মেয়েদের একটা রোয়াব। আর মাষ্টার আর কর্মীদের অকারণ বাজে দলাদলি। এটার সঙ্গে কোন রাজনীতির সম্পর্ক নাই।
  • Arijit | 61.95.144.123 | ১২ নভেম্বর ২০০৮ ১৮:১২405774
  • হোস্টেল সমস্যা নয়। হোস্টেল আগেও ছিলো, এবং হোস্টেল অন্য অনেক জায়গায় আছে যেখানে এরকম মারামারি হয় না। তবে ইয়ারওয়াইজ হোস্টেল আলাদা করে দেওয়া থেকে ঝামেলা শুরু - এরকমটা মাঝে মাঝে মনে হয় বটে।
  • Arijit | 61.95.144.123 | ১২ নভেম্বর ২০০৮ ১৮:১৪405775
  • মানে এই ডিসিশনটার মূলে ছিলো র‌্যাগিং আটকানো। খুব ভালো কথা সন্দেহ নেই। কিন্তু প্রথম থেকেই ফার্স্ট ইয়ার/সেকেণ্ড ইয়ারকে আলাদা করে দিলে হয়তো সে অর্থে র‌্যাগিং হয় না, তবে মেলামেশাও বন্ধ হয়ে যায়। র‌্যাগিং আটকানোর অন্য বেশি এফেক্টিভ উপায় (যেমন কাউকে ধরলেই সিধে পুলিশের হাতে তুলে দেওয়া বা কলেজ থেকে বের করে দেওয়া) নিলে হয়তো (স্পেকুলেট করছি) বেশি ভালো হত।
  • arjo | 168.26.215.13 | ১২ নভেম্বর ২০০৮ ২০:১০405776
  • হাফ ডে হাঙ্গার স্ট্রাইকটা হেব্বি লেগেছে। :)) আমি তো রোজই অমন স্ট্রাইক করে থাকি। আর যত বয়স বাড়ছে - মানে বদহজম ইত্যাদি বাড়ছে তত বেশি করে করছি, মানে বেসুতে আন্দোলনকারী হিসেবে এলিজিবিলিটি বাড়ছে। :)))
  • Arijit | 61.95.144.123 | ১৪ নভেম্বর ২০০৮ ১২:০১405777
  • বিতর্কের বিষয় - "র‌্যাগিং ঠেকাতে ৪৯৮এ-এ মতন একটি আইন প্রয়োজন'

    লেগে পড়ো।
  • Soma | 203.77.211.146 | ১৪ নভেম্বর ২০০৮ ১৫:২৩405778
  • 498A এর কিন্তু অনেক অপব্যবহার হয়।
  • Arijit | 61.95.144.123 | ১৪ নভেম্বর ২০০৮ ১৫:২৯405779
  • আমি তো টপিক দিলুম, কিচ্ছু বলবো না। বাকিরা তর্ক করবে। পয়েন্ট টেকেন। তবে ৪৯৮এ-কে যদি এমপাওয়ারমেন্ট হিসেবে দেখা যায়, তাহলে সেরকম একটা ব্যাপার র‌্যাগিং আটকানোর জন্যেও দরকার। কারো নামে র‌্যাগিং-এর অভিযোগ এলে পেন্ডিং ইনভেস্টিগেশন এক্কেরে সাসপেন্ড।
  • sayan | 24.0.145.33 | ১৬ নভেম্বর ২০০৮ ০১:৩৬405781
  • কিন্তু তাও কি র‌্যাগিং বন্ধ করা গেছে?
  • bitoshok | 75.72.244.143 | ১৬ নভেম্বর ২০০৮ ০৩:০৬405782
  • র‌্যাগিং বা পরীক্ষা বাওয়ালির সাথে এই ঝামেলার কোন সম্পর্ক আছে বলে তো মনে হয় না।

    ঝামেলাটা কারো জন্য জরুরি ছিলো। মধ্যে খানে ছাত্ররা দাবার বোড়ে।

    পরীক্ষা বাওয়ালি বেসু-র বহুদিনের ঐতিহ্য। আমার বন্ধুবান্ধবেরও বেশ বুক ফুলিয়ে সাপ্লি-র গল্প শোনাতো। অন্তত: ১২-১৪ বছর আগে।
  • bitoshok | 75.72.244.143 | ১৬ নভেম্বর ২০০৮ ২৩:৪৬405783
  • বেসু-র রেজিস্ট্রার :
    http://tinyurl.com/64ujjt

    বেসুটা ও ভাইস চ্যান্সেলার :
    http://tinyurl.com/6h4kcg

  • Arijit | 61.95.144.123 | ১৭ নভেম্বর ২০০৮ ১০:০০405784
  • বীতশোককে - আলপটকা কমেন্ট না করে একটু মন দিয়ে পড়েই লিখুন না। কোথাও র‌্যাগিং-এর সাথে কারেন্ট ঝামেলাকে জড়ানো হয়েছে? একদম আলাদা করে "বিতর্কের টপিক' বলে লেখা ছিলো। তার আগের পোস্টগুলোতে কোথাও দুটোকে জড়ানো নেই।

    আর লিংকদুটো দিয়ে কি কিছু বলতে চাইলেন? সেটা খোলসা করুন, কারণ তার উত্তরে বলার আছে।
  • Arijit | 66.41.24.53 | ১৭ নভেম্বর ২০০৮ ১০:২৪405785
  • অরিজিৎ,

    আমার কমেণ্টের প্রথম লাইনের প্রেরণা আপনার ১২ নভেম্বরের ৬.১২ ও ৬.১৪-র পোস্ট। পরের পোস্ট গুলো দেখেও আমার মনে হয়েছে আপনি ব্যাপারটাকে ট্রিভিয়ালাইজ করতে চাইছেন। আপনার শুরুর দিককার 'হীরা', 'জুটা' - পোস্ট গুলো আরেকবার পড়ুন, তাহলেই লিঙ্ক দুটো দেওয়ার কারন বুঝতে পারবেন।
  • Blank | 203.99.212.224 | ১৭ নভেম্বর ২০০৮ ১০:৪৩405786
  • দু খানা অরিজিৎ দা !!!!
  • bitoshok | 66.41.24.53 | ১৭ নভেম্বর ২০০৮ ১০:৪৫405787
  • সরি, ওটা আমার পোস্ট।

    --বীতশোক
  • bitoshok | 66.41.24.53 | ১৭ নভেম্বর ২০০৮ ১০:৫০405788
  • সেকেন্ড টাইম ভুল। ঘুম চোখে আর কোনোদিন গুরুতে টাইপাবো না।
  • Arijit | 61.95.144.123 | ১৭ নভেম্বর ২০০৮ ১১:০৪405789
  • যে দুটো পোস্টের কথা বলছেন সেদুটোতে খুব পরিস্কার করে লেখা যে আগে যে গোলমালগুলো হত না, এবং এখন হয়, তার কারণ হিসেবে একটা কথা "মাঝে মাঝে মনে হয়' - সেই কারণটা কি, এবং সেই সিদ্ধান্তটার বিপক্ষে দুটো কথা। এটা তো হিব্রু বা ল্যাটিনে লেখা নয় যে বুঝতে এত অসুবিধা হবে। আর বুঝতে অসুবিধা না হলে এখান থেকে ট্রিভিয়ালাইজের কথা আসতে পারে না। এবং যারা ঘটনাগুলো জানে বা পোস্টদুটো পড়ে বুঝেছে তারা কেউই এটাকে ট্রিভিয়াল ভাবেনি।

    একটা কথা বলি - শুধু কাগজ পড়ে কিছু ধারণা তৈরী করে আলপটকা কমেন্ট না করাই ভালো।

    লিংকদুটো নিয়ে উত্তর আছে, কিন্তু একটা ব্যক্তিগত কারণে দেবো কিনা সেটা ভাবতে হচ্ছে। এক্সট্রাপোলেট করার লোকের তো অভাব নেই - যেমন ওই দুটো পোস্ট দেখেই আপনি করে ফেলেছেন।
  • Arijit | 61.95.144.123 | ১৭ নভেম্বর ২০০৮ ১১:০৬405790
  • এবং "হীরা' নিয়ে এত আপত্তি কেন আপনার? এই ভদ্রলোক কি এবং কেনই বা এই ঘটনাগুলোর সাথে উনি জড়িত সে সম্পর্কে ধারণা বেসুর সাথে যুক্ত সকলেরই আছে।
  • Souvik | 216.183.136.2 | ১৭ নভেম্বর ২০০৮ ২১:৪৭405792
  • College এ ঝামেলাগুলো শুরু হয়েছে স্পর্শমনি চ্যাটার্জী যাওয়ার পর থেকে। তারপর থেকে যে কটি VC এসেছেন তাদের কারুর সঙ্গেই teacher দের বিশেষ সদ্ভাব আছে/ছিলো বলে মনে হয় না। Particularly অমলজ্যোতি সেনগুপ্ত VC থাকাকালীন বারোটা বাজিয়ে দিয়ে গ্যাছেন। উনি কোনো সমস্যার solutioninterested ছিলেন না। শুরু থেকে clear and strict steps নিলে এ student রা এই জায়গা তে পৌঁছতো না। ওনার সাথে বহু direct intercation করতে হয়েছিলো সে সময়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন