এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বেসু তে ফের ঝামেলা

    ami
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০০৮ | ৩২৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Soma | 203.77.211.146 | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:৫৭405736
  • কি ঝামেলা? কোথায় খবর বেড়িয়েছে?
  • Arijit | 61.95.144.123 | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:০৩405747
  • কাল রাতে খবরে ছিলো (টিভিতে) - আজ টেলিগ্রাফেও রয়েছে - ফের পেটাপিটি করেছে, র‌্যাফ নেমেছিলো, আগামী তিনদিন পুলিশ থাকবে, সাড়ে দশটার পর কার্ফু। গোল্লায় গেছে।
  • ami | 203.110.246.230 | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:২৫405758
  • পরশু রাতে এসেফাই এর হস্টেলের সামনে আই সির দু'জন সমর্থক মাল খেয়ে গালাগাল করেছিলো বলে এসেফাই ক্যালায়। কাল বিকেলে ওভালে খেলার সময় আবার কেলিয়েছে এসেফাই, উইকেট দিয়েও। তারপর রাতে পুলিশ এসে এসেফাই কে পাহারা দিতে বসে যায়। আজ সকালে আই টি ডিপার্টমেন্টের ভেতর থেকে সবাই কে বের করে দেয়। তারপরেই আই সি মাঠে নামে। সারাদিন মারপিট চলে। স্বাভাবিক ভাবেই পুলিশ আই সির ছেলেদের লাঠি পেটা করে, সাত জন কে তুলেওনিয়ে গ্যাছে। অথরিটি যথারীতি ক্লাস বন্ধ করে দিয়েছে, হস্টেল খালি করে দিয়েছে।
  • ami | 203.110.246.230 | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:২৬405769
  • মজার ব্যাপার ১) কাল রাত থেকেই র‌্যাফ নামানো হয়েছে, কিন্তু পুরো ঘটনায় তারা কিছু করে নি, আই সির কিছু ছেলে কে হাল্কা ক্যালানো ছাড়া। এমনকি এসেফাই যখন আজ সকালে ল্যাবে ঢুকে সবাইকে বের করে দিচ্ছিলো, তখন র‌্যাফ সবাইকে বলে এসেফাই এর কথা শুনতে। একেই স্টারানন্দ বলছে র‌্যাফ নাকি ক্লাসে ঢুকে তল্লাশি চালিয়েছে!
    মজার ব্যাপার ২) এসেফাই এর যারা আহত, ২৪ ঘন্টায় তাদের একজনের হাত ভেঙ্গেছে বলেছে, স্টারানন্দ বলছে তারই মাথা ভেঙ্গেছে।

  • Arijit | 61.95.144.123 | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:২৮405780
  • তাই বুঝি?

    ;-)
  • Souvik | 216.183.136.2 | ০৬ নভেম্বর ২০০৮ ১৯:১২405791
  • এই SFI hostel টা কি বস্তু? একটা hostel এ কি খালি SFI থাকে না IC থাকে? খিস্তি বা ক্যালাকেলি কিছু নতুন না কিন্তু কথায় কথায় RAF ঢুকে পড়ে কেনো?
  • ami | 203.110.246.230 | ০৬ নভেম্বর ২০০৮ ২০:১২405797
  • এসেফাই হস্টেল মানে হলো উলফেনডেন হল। ওখানে খালি এসেফাইরাই থাকে, যেমন রিচার্ডসন আর সেনগুপ্ত তে থাকে আই সি রা। সেন হলটাও তাই। ওদিকে হস্টেল গুলোর মধ্যে ৯ আর ১১ বোধ হয় আই সির। বাকিগুলো দুই'মিশেলি।
  • Souvik | 216.183.136.2 | ০৬ নভেম্বর ২০০৮ ২৩:৩৪405798
  • এবার class গুলো ও আলাদা করে দিতে পারে। electrical-IC বা electrical-SFI। ঐ টুকু আর বাকি রাখা ক্যানো? Hall গুলোর itself তো একটা অস্তিত্ব ছিলো। সেটা complete মায়া হয়ে গ্যাছে তাহলে।
  • bb | 117.195.165.162 | ০৭ নভেম্বর ২০০৮ ০০:০৩405799
  • কি অসম্মভব মেরুকরণ, SFI,IC ইত্যাদি। আদতে তো এরা সবাই ছাত্র আর ব্যাচমেট। একে ওপরকে মারার একি রাজনীতি!!!
  • ami | 203.110.246.230 | ০৭ নভেম্বর ২০০৮ ০০:৩৭405737
  • আসলে (আমার মনে হয়), যেহেতু দু'টো গ্রুপের কারুর-ই কোনো "রাজনীতি" নেই, তাই এটাই চলছে। এমনকি রেবেকাতে গেলেও এই দলাদলি খুব খারাপ ভাবে বোঝা যায়। তবে, এটা সত্যি, এই মুহূর্তে বেসুতে আই সি যারা করে/ সমর্থন করে তাদের বেশীরভাগ-ই ঝামেলা এড়াতে চায়, কিন্তু এসেফাই এর লোকজনের একটা দাদাগিরির হাব-ভাব আছে। এটা আমার বেসুর হস্টেলে থাকার এক্সপিরিয়েন্স থেকে বলছি।
  • Souvik | 216.183.136.2 | ০৭ নভেম্বর ২০০৮ ০০:৪৬405738
  • student's union কাদের এখন? election হয়েছে recently?
  • ami | 203.110.246.230 | ০৭ নভেম্বর ২০০৮ ০১:২৫405739
  • বছর চারেক আগে শেষবার ইলেকশন হয়েছিলো। আই সি বেশ বড়ো মার্জিনে জেতে। এখনো নি:সন্দেহে ওরাই মেজরিটি। অন্ততপক্ষে ৭০-৩০ তো হবেই! সি আর সংখ্যায় একটু হেরফের হতে পারে।
  • Arijit | 61.95.144.123 | ০৭ নভেম্বর ২০০৮ ০৮:৫৮405740
  • এই মারামারিগুলো শুরু হয় এম্নিই - প্র্যাক্টিক্যালি বিনা কারণে। পরে রাজনৈতিক রং দেওয়া হয়। রাজনীতি বলে আর কিছু অবশিষ্ট নেই। ওই একই কলেজে আমরাও বহু বছর রাজনীতি করেছি - কিন্তু এখনকার মতন অবস্থা হয়নি। এখন চলে পাসিং দ্য বাকস্‌। এবং অদ্ভুতভাবে প্রতিটা গণ্ডগোল হয় কোন বড় ঘটনার ঠিক আগে - হয় পরীক্ষার আগে, নয়তো এবারের মতন ইনস্পেকশনের আগে। আজই ইনস্পেকশন হবার কথা - র‌্যাঙ্কিং সংক্রান্ত। কলেজটা পিছিয়ে যাবে এই নিয়ে ছাত্রদের কোন মাথাব্যথা নেই। অথচ ভুগবে তারাই।
  • Souvik | 216.183.136.2 | ০৭ নভেম্বর ২০০৮ ১৯:৪৫405741
  • যাবতীয় বাওয়ালি exam'র market ই হয় বরাবর। এই রং চড়ানো টা নতুন। Rich Wolf এ ক্যালাকেলি আগে হয়নি? কিন্তু ঠিক ও হয়ে যেতো। Director, VC এদের সঙ্গে ঝামেলা হলেও teacherদের সঙ্গে বিশেষ ঝামেলা হত না।
  • ami | 203.110.246.230 | ০৭ নভেম্বর ২০০৮ ২১:০৪405742
  • রিচ-উলফ এর ক্যালাকেলি গত চার বছর ধরে (আমি দেখেছি) হলেই সেটা এসেফাই-আই সি তেই টার্ণ করে। আর বেসুর ভিসি এবং রেজিস্ট্রার কে কেউ-ই বিশ্বাস করে না। বেসুটাও সিপিয়েম-বিরোধী। (anti কি করে লেখে?) তাই বাইরের লোকজন মাঝে মধ্যেই interfare করে ঘটনা আরো পাকিয়ে দেয়। আর এক্সামের মার্কেটেই ক্যানো বাওয়াল পাকানো হয়, সেটা আমিও বুঝি না। তবে আই সি লাস্ট দু'-তিনটে ঘটনায় ইচ্ছে করে ঝামেলা পাকিয়েছে- এটা যে মিথ্যে কথা, সেটা আমি বলতে পারি। বেসিক্যালি আই সির ছেলেরা বেশ ভীতু। এসেফাই intentionally ঝামেলা পাকাতেই পারে, কিন্তু সেটা পরীক্ষার সময়-ই, এটা ঠিক নয় বলেই আমার মনে হয়।
  • Souvik | 216.183.136.2 | ০৭ নভেম্বর ২০০৮ ২২:৫০405743
  • ইকি রে!! IC ছেলেরা ভীতু?? ছ্যা ছ্যা .... এই দিন ও দেখতে হল?? IC তো majority।। ভয় পাওয়ার কি আছে?
  • ami | 203.110.246.230 | ০৮ নভেম্বর ২০০৮ ০০:৫৩405744
  • যাদের কে পুলিশ ধরেছিলো, তাদের ৪ দিনের জেল কাস্টডি হয়েছে। এতে এসেফাই বাইরে বিজয় মিছিল বের করেছিলো।
  • ami | 203.110.246.230 | ০৮ নভেম্বর ২০০৮ ০৯:৫৬405745
  • এট্টুখানিক ভুল লিক্যে ফেলেচি গো। আই সির যাদের কে ধরেছিলো, তাদের জুডিশিয়াল কাস্টডি ৪ দিনের, আর এসেফাই এর ছেলেদের জামিন হয়েছে। এতেই এসেফাই বিজয় মিছিল বের করেছিলো- "দ্যাখ ক্যামন দিলুম!"
  • Arijit | 61.95.144.123 | ১০ নভেম্বর ২০০৮ ০৯:৪৭405746
  • মানস হীরা এণ্ড কোং-এর অবদানটাও না উড়িয়ে দেওয়াই ভালো - ইনফ্যাক্ট যথেষ্ট বড় কারণ ওটাও। যাদবপুরের অনেক গণ্ডগোলের মধ্যে যেমন জুটার কিছু লোক জড়িত, এখানেও বেসুটার কিছু লোক ভালোভাবেই জড়িত - মানস হীরা তাদের মধ্যে অন্যতম। নইলে সেদিনের স্টারানন্দয় তরুণকান্তি নস্করের গলা থেকে মানস হীরার স্বর বেরোয়? "রতনে রতন চেনে...'।
  • ami | 203.110.246.230 | ১০ নভেম্বর ২০০৮ ১৫:৩৪405748
  • অরিজিৎদা, বেসুটা তো বিরোধীদের দখলে, তাই ওদের "অবদান" থাকতে পারে, (যদিও তার থেকে রেজিস্ট্রারের অবদান ঢের ঢের বেশী) কিন্তু এখন তো সিপিয়েম ভজনা না করলে যাদবপুরে চাকরি মেলে না, চাকরির পরে প্রোজেক্ট মেলে না, teqip-এর টাকায় টুক করে বছরে দু'বার বিলেত ঘোরা যায় না, পরীক্ষার একমাস পরই খাতা দেখে দিতে হয়, এখন যাদবপুরে "গন্ডগোলে" জুটার লোক! হাসালেন মাইরী!
  • Arijit | 61.95.144.123 | ১০ নভেম্বর ২০০৮ ১৫:৩৯405749
  • হাসি পেলো? পাক না। বাস্তবটা সকলেই জানে। মানস হীরাকে আমি আজ চিনি না, অনেক আগে থেকে চিনি - যখন ও কলেজে জয়েন করেছিলো। এবং যাদবপুরের অনেক কিছুই ভালোভাবে জানি - জুটা ইত্যাদি।

    একটু রেজিস্ট্রারের অবদানের কথা শুনি না কেন মানস হীরাদের মুখ থেকে?
  • ami | 203.110.246.230 | ১০ নভেম্বর ২০০৮ ১৬:০২405750
  • একদম ঠিক, "বাস্তবটা সকলেই জানে"। মানস হীরা রেগিস্ট্রারের অবদান বলেন না?!!
    "বাস্তবটা সকলেই জানে"!
    যাদবপুরের কি জানেন, একটু বলবেন, প্লিজ- ঐ "জুটা ইত্যাদি"।
  • ami | 203.110.246.230 | ১০ নভেম্বর ২০০৮ ১৬:০৪405751
  • *রেজিস্ট্রার*
  • Arijit | 61.95.144.123 | ১০ নভেম্বর ২০০৮ ১৬:০৫405752
  • সেটাই তো শুনতে চাইছি - মানস হীরার মুখ থেকে - বা মানস হীরা-দের মুখ থেকে। শুনিই না। আমি যা জানি পরে বলবো।
  • r | 198.96.180.245 | ১০ নভেম্বর ২০০৮ ১৬:৪৬405753
  • মার্শাল আর্টের জন্য ন্যাক বি ই কলেজকে অ্যাক্রেডিশন দিলে পারে। ;-)
  • Arijit | 61.95.144.123 | ১০ নভেম্বর ২০০৮ ১৬:৫০405754
  • হুঁ, আর ওই ভদ্রলোক - টেক্সাস রেঞ্জার্সের দাড়িওয়ালা - তাকে ভিসি বানালে পারে।
  • a | 59.93.244.23 | ১০ নভেম্বর ২০০৮ ২৩:৩১405755
  • ভেবেছিলুম এসব নিয়ে কিছু বলবো না, আ: ক: বা:

    কিন্তুক অজ্জিত দা রেগে যাচ্ছে।

    শোনো ভাই আমি, এটা না ঠিক ছাত্র সমস্যা না। এটার পিছনে মূল কারণ বেসুটা আর অথরিটির ভিতর গন্ডগোল। আর শিক্ষার মানে অত্যন্ত দূরবস্থা। I repeat, বেসু, অন্তত ৫ বছর আগে, IIT কেন কোনো তকমা পাবারি স্রেফ যোগ্য ছিল না। that reflects

    ওসব আই সি এসেফাই সব ভাট।
  • arjo | 168.26.215.13 | ১১ নভেম্বর ২০০৮ ০০:৩৩405756
  • অথরিটির গণ্ডগোল তো ছেলেগুলো ফি বছর এমন পেটাপিটি করে কেন? পুরো বুউকা। এর থেকে বরং ফি বছর বাৎসরিক কেলাকেলি সপ্তাহ ঘোষণা করা হোক। বর্ত্তমান, প্রাক্তন সমস্ত ছাত্রদের আমন্ত্রন জানানো হোক। দাঁড়িয়ে কেলানো প্রতিযোগীতা আয়োজন করুক। ভালো জমবে। আমরা বাইরে থেকে দেখব।
  • Ishan | 12.163.39.254 | ১১ নভেম্বর ২০০৮ ০২:০৬405757
  • ছেলেরা মারামারি করে, তার কারণ হল বেসুটা আর অথরিটির গন্ডগোল, এটা জাস্ট মানা গেলনা। অথরিটি এবং/অথবা বেসুটা পিছন থেকে নৈতিক সমর্থন দেয়, হতেই পারে, কিন্তু কারণ ওটা হতে পারেনা।

    এই কেসটায় প্রায় কিছুই জানিনা। কিন্তু দুটো জিনিস মেনে নিতে পারছিনা।
    এক। দুম করে পুলিশ নামিয়ে দেওয়া। দু দল ছাত্র হাতাহাতি করেছে, সে কোথায় না হয়, তা বলে পুলিশ নামাতে হবে?
    দুই। এই সামান্য ব্যাপারে নন বেলেবল অফেন্স দেওয়া। (ছাত্র সংগঠনের সদস্যপদের ভিত্তিতে বেলেবল-নন বেলেবল অফেন্স ঠিক করা হলে সেটা আরও খারাপ)
  • Arijit | 61.95.144.123 | ১১ নভেম্বর ২০০৮ ০৯:২০405759
  • এবার পুলিশ ডাকা নিয়ে কিচ্ছু বলার নেই - কারণ যেদিন গোলমাল হয়েছে তার দুদিন পর কলেজের ইনস্পেকশন ছিলো। প্রথমে টিচারা, এবং তারপর হেড, এবং তারপর অ্যাডমিনিস্ট্রেশন থামানোর চেষ্টা করে - কিস্যু হয় নি। এবং এই টাইপের মারপিট - মানে বোতল নিয়ে, হকিস্টিক নিয়ে - ক্লাস থেকে বের করে - এগুলো ক্রিমিনাল অফেন্স হিসেবেই দেখা উচিত। র‌্যাগিং করলে যেমন সোজা পুলিশের হাত তুলে দেওয়া উচিত, তেমনই। কিন্তু এই কলেজে কেন পুলিশ ঢুকবে এইরকম কেসে ফুটো আদর্শ দেখাতে গেলে মুশকিল। বছর তিনেক আগে গোলমালে একটা ছেলে মারা গেলো - আল্টিমেটলি কারো কোনো শাস্তি হয়েছে বলে শুনিনি। জামিন অযোগ্য ব্যাপারটা হয়েছে তাদের ক্ষেত্রে যারা পুলিশকে পিটিয়েছে। কিন্তু সেটা যদি গ্রুপ দেখে হয়ে থাকে তাহলে সেটা সমর্থনযোগ্য নয়।

    দুই - রাজনৈতিক গণ্ডগোলটা বাজে কথা। ওগুলো পরে লেবেল মারা হয়। কলেজে আগে বরং বেশি রাজনীতি ছিলো। ৮৮-৮৯ থেকে এসএফআই হারছে, ২১-০ (এখনকার নিয়ম/সংখ্যা আলাদা হতে পারে) - কিন্তু এরকম গোলমাল কখনো হয়নি। কাকতালীয় কিনা জানি না, কিন্তু আইসি টাইপের অরাজনীতি চালু হওয়ার সাথে এই গোলমালের ঘটনা সময়ের হিসেবে মিলে যায়।

    তিন - যেটা যাদবপুরে বহুবার হয়েছে, এবং এখন বেসুতে হয় - সেটা হল টিচারদের একটা অংশ তলায় তলায় এগুলোকে এনকারেজ করে আসে (অনেক নাম ধাম এবং চোখে দেখা ঘটনা বা নিজস্ব অভিজ্ঞতার কথা উঠতে পারে এখানে)। নইলে পরীক্ষার খাতায় উত্তরের বদলে স্লোগান লিখলে বা ফাঁকা খাতা জমা দিলে শুণ্য পাওয়া উচিত, লজিক্যাল নিয়মে, এবং সেটা নিয়ে কোন ইস্যু খাড়া করাটা সন্দেহজনক। বেসুটা চাপ দিয়ে এখানে গ্রেস দিইয়েছে। কেন? যতই **গণআন্দোলন** ইত্যাদি হোক, পরীক্ষার খাতাটা উত্তর লেখার জন্যে, নইলে শুণ্য। পিরিয়ড।

    কদিন আগে চারবার ফেল করার পর "ক্যান নট কন্টিনিউ' করা হল - তাই নিয়ে আন্দোলন শুরু হল, এবং শেষ অবধি কিছু বাজে দাবি মেনেও নেওয়া হল। কেন? আমি তো মনে করি অথরিটি খুব বেশি নরমপন্থা দেখায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন