এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • And the Oscar goes to "Slumdog Millionair" .... স্বীকৃতি কি ভারতীয় সিনেমার?

    quark
    অন্যান্য | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ | ২৯৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • h | 203.99.212.224 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৬407566
  • এটার থেকেও বড় প্রশ্ন সম্ভবত, গুরুচন্ডালির আলোচনার এজেন্ডা বা প্রায়োরিটি কি ঠিক হবে মিডিয়া ইভেন্ট দিয়ে? আলোচনায় আপত্তি নেই, সময় নির্বাচনে আছে। মানে তাহলে আবাপর সঙ্গে গুরুচন্ডালির কি পার্থক্য রইলো?এমন নয়, এই টই টায় আমার আপত্তি আছে। আদৌ নেই। শুধু বলে রাখলাম, ফর দ্য রেকর্ডস, টইয়ের বিষয় যদি ক্রমাগত বড় মিডিয়ার এজেন্ডা নিয়ন্ত্রন করে, তাইলে গুরুচন্ডালির সম্পর্কে আমি নিরাশ হব।
  • quark | 203.197.107.10 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৮407577
  • যা: শালা!
  • h | 203.99.212.224 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৪407588
  • চিন্তা কোরো না কোয়ার্ক:-) আলোচনায় বাধা দিতে চাই নি। আমার নাক উঁচু ও গলানোর দোষে লম্বা। কিঞ্চিত পলিফনি সাপ্লাই দিয়ে গেলাম ;-)
  • Blank | 203.99.212.224 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৯407599
  • ভারত নিয়ে সিনেমা। সেতো অ্যাটেনবরোর গান্ধি ও
  • siki | 122.162.84.230 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৫১407601
  • স্লামডগ ভারতীয় সিনেমা তো নয়!

    আর ইয়ে, স্লামডগ অস্কার পাওয়াতে ঠিক খুশি নই, খুশি এ আর রহমান আর গুলজার অস্কার পাওয়াতে। সেটা স্লামডগের জন্য পেল কি কীসের জন্য পেল, সেটাতে আমার ইন্টারেস্ট নেই। ওরা অলরেডি ভারতীয় গানের জগতে যা করে ফেলেছে অলরেডি, একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফেমাস পুরস্কার ওদের প্রাপ্য ছিল। স্লামডগ তো উপলক্ষ্য মাত্র।
  • dipu | 207.179.11.216 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১২:২০407603
  • কয়েক বছর ধরেই রাজ্যের ভুলভাল সিনেমা অস্কার বাগাচ্ছে - স্লামডগ ও পেল - এর মধ্যে ভারতীয় সিনেমা কোত্থেকে এল?
  • quark | 203.197.107.10 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১২:২০407602
  • গুলজার পেয়েছেন কি?
  • siki | 122.160.41.29 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৪০407604
  • বেস্ট গান হিসেবে অস্কার রহমান আর গুলজার দুজনেরই প্রাপ্য। নিতে গেছিলেন কেবল রহমান।

    বাকি সিনেমাসমূহ আমি দেখিনাই, সুতরাং বলতে পারব না সেগুলো ভুলভাল কিনা, তবে স্লামডগ যে যথেষ্ট ভুলভাল ছবি সে বিষয়ে সন্দেহ নেই। ভারতে ওর চেয়ে অনেক অনেক উঁচুমানের সিনেমা তৈরি হয়। কী কারণে তারা নমিনেটেড হয় না, আর স্লামডগই বা কী কারণে নমিনেটেড হল, কে জানে! পয়সা ছড়িয়ে যে নয়, সে তো বোঝাই যাচ্ছে। পয়সা না-ছড়িয়েও অস্কার নমিনেশন পাওয়া যায়, তা দেখা গেল।
  • Blank | 203.99.212.224 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৫৩407605
  • ওল্ড কাϾট্র ফর দ্য ওল্ড ম্যান বড্ড বাজে সিনেমা, যেটা আগের বারের সেরা ছিল। অতি অখাদ্য। তার চেয়ে স্লামডগ ভাল অনেক
  • Blank | 203.99.212.224 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৫৫407567
  • স্লামডগ তো ইংলিশ মুভি হিসেবে মেন ক্যাটেগরিতে পেয়েছে। কোনো ভারতীয় পরিচালককে নমিনেশান পেতে গেলে ফরেন ক্যাটেগরিতে পেতে হবে। ফরেন ক্যটেগরিতে এমনিতেই প্রতিযোগিতা অনেক বেশী
  • siki | 122.160.41.29 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০২407568
  • অরেকটা জিনিস ... এমনিই বিলিতি মুভিতে গান থাকে না প্রায়, আর এ বছরে স্লামডগের গানগুলোর সাথে যে-গানটা নমিনেটেড হয়েছিল (সিনেমার নামটা খেয়াল নেই), ও শুনেই বুঝেছিলাম জয় হো-ই অস্কার পাবে। অমন শিয়াল চিৎকারের পাশে ভারতীয় টিউন ভালো লাগতে বাধ্য।

    সেই জন্যেই তো বলছিলাম, :-) কম্পিটিশনটা কার সাথে হচ্ছে সেটাও ম্যাটার করে।
  • Arpan | 216.52.215.232 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১৫407569
  • রেসুল পুকুত্তি (নামটা ভুলও লিখতে পারি) শব্দমিশ্রণ বিভাগে অস্কার জিতেছেন। মিডিয়াতে মাতামাতি কম তাঁকে নিয়ে, সিকিও লিখতে তাই ভুলে গেছে।
  • dipu | 207.179.11.216 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১৬407570
  • সিনেমাটা No country for old men, সিনেমাটা আহামরি না হলেও Javier Bardem ফাটাফাটি অভিনয় করেছিল।
  • siki | 122.160.41.29 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১৬407571
  • তাঁর নামই শুনি নি, সুতরাং লেখার দায়ও নেই। আজই প্রথম শুনলাম, প্রথম দেখলাম।
  • Blank | 203.99.212.224 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০২407572
  • ধুর, আমি নো লিখতে গিয়ে ওল্ড লিখেচি :(
  • Blank | 203.99.212.224 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০৩407573
  • আর সিনেমাটা বেশ বাজে
  • dipu | 207.179.11.216 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০৯407574
  • তার আগের বার The Departed পেয়েছিলো, Babel কে হারিয়ে। ডিপার্টেড দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। জঘন্য।
  • Blank | 203.99.212.224 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:১৪407575
  • এক কালে টাইটানিক ও পেয়েছিল, তাও এক গাদা। বেসিকালি ভিস্যুয়াল এফেক্ট ছারা বাকি সবটাই বেশ বাজে ঐ সিনেমাটায়।
  • shyamal | 24.117.80.243 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২৮407576
  • এখানে অনেকেই বলছেন ভুলভাল ছবি অস্কার পুরষ্কার পায়। আমেরিকান ছবি সম্বন্ধে আমার মত :
    ১) অস্কার সবচেয়ে গ্ল্যামারাস পুরষ্কার কিন্তু মোটেই প্রেস্টিজিয়াস নয়। ফিল্মফেয়ারের বড় ভাই।
    ২) আমেরিকান ছবিতে টেকনোলজি সব থেকে উঁচু মানের।
    ৩) স্পিলবার্গ থেকে শুরু করে সবার ওপর চাপ থাকে বিরাট বাজেটের ছবি যাতে বাজার পায়। তাই মান এমন করতে হয় যাতে ১২ বছরের ছেলেরও ভাল লাগে।
    ৪) তার ফলে সত্যজিত, মৃণাল কেন, ঋতুপর্ণ, অপর্ণা, বেনেগাল, নিহালনিও আমেরিকান ছবির চেয়ে ঢের ভাল ছবি বানিয়েছেন।
    ৫) আমেরিকায় একমাত্র ব্যাতিক্রম হলেন উডি অ্যালেন। চিরদিন কমপ্রোমাইজ না করে ব্যাক্তিগত ছবি বানিয়ে চলেছেন। ওঁর ছবিতে পেনেলোপি ক্রুজ অস্কার পেলেন।
    ৬) অস্কার বহুদিন উডিকে পাত্তা দেয়নি। কিন্তু উডির তাতে কিছু যায় আসে না। সারা বিশ্ব তাঁকে সম্মান করেছে। ফ্রান্সে তিনি অতি পপুলার।
    একটি ছবিতে উডির চরিত্রকে ( ফিল্ম মেকার) বলা হচ্ছে, তুমি হলিউডে চল, সেখানে অনেক প্রতিপত্তি পাবে। উডি বলছেন, The only cultural advantage of California over New York City is its sunshine। উনি নিউ ইয়র্কের বাইরে বেরোন না।
    ৭) নামকরা বিদেশী পরিচালকরা বিখ্যাত হলে অস্কার তাদের মুভিকে পুরষ্কার দিয়েছে। যেমন ত্রুফো, ফেলিনি, কুরোসাওয়া।
    ৮) ঠিক একইভাবে অস্কার যখন দেখল উডি পৃথিবীবিখ্যাত হয়ে গেছেন, তখন বাধ্য হয়ে তাঁর ছবিকে কিছু কিছু পুরষ্কার দিল।
    ৯) আমেরিকান মধ্যবিত্তের কালচার একটু মিডিওকার। তার ফলে ভাল সাহিত্যিক বা পরিচালকরা সেরকম গ্ল্যামার বা অর্থ পাননা যেটা তাঁদের পিয়াররা কলকাতায় পান।
    ১০) বলতেই হবে আমেরিকানরা কমেডি ছবি খুব ভাল বানান। স্ট্যান্ড আপ কমেডিয়ানদের মান খুব উঁচু।
  • dipu | 207.179.11.216 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৩৩407578
  • Vicky Cristina Barcelona টা যে খুব ভাল হয়েছে তা নিয়ে সন্দেহ নেই। উডির The purple rose of cairo দেখেছিলাম। দারুণ লেগেছিল।
  • dipu | 207.179.11.216 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৩৫407579
  • Vicky Cristina তে Penelope নিজ অভিনয়গুণেই অস্কার পেয়েছেন।
  • dipu | 207.179.11.216 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৩৭407580
  • উডির প্রতি অস্কার ঠাকুরের দয়াবশত: নয়।
  • Blank | 203.99.212.224 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৪৯407581
  • মোটামুটি শ্যামল বাবুর সাথে একমত (অন্তত এই বিষয়ে :) )
  • shyamal | 24.117.80.243 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:১৩407582
  • দীপু,

    পারলে এই ছবিগুলো দেখুন উডি অ্যালেনের :
    ম্যানহাটান, সেপ্টেম্বার, অ্যানী হল, হানা অ্যান্ড হার সিস্টার্স। এগুলো বেস্ট।

    এছাড়া ওনার প্রথম দিকের কিছু ছবি বেশ ভাল লাগে, অনেক কটাই ইরেভারেন্ট কমেডি।
    টেক দা মানি অ্যান্ড রান, ব্যানানাস, স্লীপার। স্লীপার হল ম্যাককার্থি ইজম নিয়ে।
  • dipu | 121.243.161.234 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:২৯407583
  • অ্যানী হল ও দেখেছি - ভাল লেগেছিল।
  • dipu | 121.243.161.234 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:৩১407584
  • বাকিগুলো দেখে নেব
  • omnath | 117.194.193.126 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:২৪407585
  • সিনেমা যেভাবে দেখা উচিত।
    ১। একজনের নাম দিয়ে ফিল্মোগ্রাফী সার্চ করুন।
    ২। তারপর তার নাম দিয়ে আর তার সিনেমাগুলোর নাম দিয়ে টরেন্ট সার্চ করুন।
    ৩। তারপর সবগুলো ডাউনলোড করে দেখে ফেলুন।
    ৪। পারলে একটা টই খুলুন আর প্রচুর বাতেলা দিন।

    আমি ২.৫ অবধি গেছি।।। দেখে ফেললেই টই খুলে লিখতে থাকবো। ;-)

    স্লামডগ এর সাবজেক্টের পলিটিক্স ছাড়া লোকের আর কি কি বাজে লেগেছে? পয়েন্ট করে লিস্টি করো।। অস্কার কমিটি কে পাঠিয়ে দেওয়া হোক।। ;-)
  • Blank | 203.99.212.224 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:৩৩407586
  • ওমনাথের টাকে একটু বদলাই
    ১) নেটে একটা মুভি লিস্ট সার্চ করো। যেমন এক কালে টাইমস বানিয়েছিল (যদিও এদের লিস্টি তে হলিউড বেশী)। নেট খুজলে অন্তত বেশ খান দশেক লিস্ট পাবে (আমাদের মৃনাল সেনের বানানো লিস্ট অব্দি মেলে বা সত্যজিত রায়ের)
    ২) এরকম খান তিন/চার লিস্ট থেকে সর্ট করে ইউনিক মুভির লিস্ট বানাও
    ৩) ব্যাস দেখা শুরু করো টরেন্ট থেকে। সুযোগ পেলে কিনেও নাও (পাইরেসি হ্যানা ত্যানা তো সত্যি ভালো নয় ....)
    ৪) টই খুলে ওমনাথ বা সিফো কে উস্কে দিয়ে সরে পরো
  • arjo | 168.26.215.13 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:৪৭407587
  • না: এদের নিয়ে আর পারা গেল না।

    ১। নেট খোলো
    ২। যেকোনো একটা সিনেমা সাইটে যাও - নেটফ্লিক্স, হিন্দিসিনেমা, ইউটিউব ইত্যাদি ইত্যাদি।
    ৩। যে সিনেমার ছবিছাবা দেখতে ভালো, প্রিভিউ টাও দেখতে পারো, ডিরেকটরের নাম্‌টা ঝিনচ্যাক, ইত্যাদি ইত্যাদি, সেরকম একটা সিনেমা বাছো। তবে মিনিট পাঁচেকের বেশি ব্যয় না করাই ভালো।
    ৪। তারপর চালিয়ে দিয়ে বেশ মৌজ করো।
    ৫। ঘুম পেলেই ঘুমিয়ে পড়বে। লাইট, কম্পিউটার ইত্যাদি এক রাত জ্বলতে থাকলে খুব অসুবিধা নেই।
    ৬। পরের দিন সকালে উঠে একটু উইকি ঘেঁটে মেন থীম আর বিদ্বজনেরা কি ভাবছে দেখে নাও।
    ৭। ক্রাউড বুঝে কখনো পক্ষে, কখনো বিপক্ষে বাতেলা মারো।
    ৮। ও হ্যাঁ, বাতেলা মারার সময় কি ওয়ার্ড গুলো ঝাড়তে ভুলো না।
  • dipu | 121.243.161.234 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ২০:০৩407589
  • খিক :)
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন