এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভালোবাসা

    ka
    অন্যান্য | ১২ ফেব্রুয়ারি ২০০৯ | ২৮১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 143.111.22.23 | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:০২407955
  • পূজো আসার বেশ কিছুদিন আগে থেকেই বেশ ফুরফুরে মেজাজ হয়ে যেত। এমনিতে পূজো নিয়ে কোনোকালেই কোনো আদিখ্যেতা ছিলনা। কিন্তু পূজো মানেই চাঁদার খাতা হাতে সে আসবে। একবার দূর্গাপূজার আগে, একবার লক্ষ্মীপূজার আগে। আর আমি খালি দেখব। কিন্তু এমন ভাবে দেখব যেন সে বুঝতেই না পারে দেখলাম। দরজা খুলে অনেকের সাথে তাকে দেখে, গম্ভীর মুখে "এক মিনিট" বলে ভেতর থেকে মা-কে ডেকে দেব। তো বছরের এই সময়টা একটা উৎসবই বটে আমার কাছে। সেই ১১-১২ বছর বয়স থেকে যতদিন ছিলাম ঐ বাড়িতে। দোকানে পাঠালে একটু বেশি ঘুরেই লালার দোকানে পৌঁছতাম, ক্যারামের ঠেকটার ঠিক পাশ দিয়ে।
    নাম ও জানতাম না। কি করে, কি বৃত্তান্ত কিস্‌সু না। অথচ স্পষ্ট মনে আছে, স্কুল বাসের জন্য দাঁড়িয়ে থাকা আমি ১৪-১৫ বছর বয়েসে, শিহরিত হয়ে উঠেছিলাম, আচমকা, বিনা পার্বণে হঠাৎ দেখতে পেয়ে। সিগারেট খেতে খেতে উদাস মুখে হেঁটে যাওয়া। হাতের টোকায় সিগারেটের স্ফুলিঙ্গ উড়ছে আর আমার মনে যেন ঐ স্ফুলিঙ্গর সাথে পৃথিবীর এ যাবৎ জমে থাকা সব ম্যাসকুলিনিজম চুঁইয়ে চুঁইয়ে পড়ছে।

    কিন্তু এখনও সেই ভালো লাগার এই সিকি শতাব্দীরও বেশি পার করেও দেশে গিয়ে যদি কখনো বা দেখে ফেলি, আজও হার্ট বিট একটু হলেও বেড়ে যায়, আজও অজান্তেই হাত উঠে উড়ো চুল ঠিক করে, এখনও তার ত্রিসীমানার মধ্যে দিয়ে হাঁটলে, নিজের হাতের দুলুনিটা কিরকম অস্বাভাবিক ঠেকে নিজের কাছে।

    কিন্তু বিশ্বাস করুন মহামান্য আদালত, আজও তার নাম জানিনা।

    আসলে এই যে আমার ভালো লাগা, এই ভালো লাগাটাকেই আমার ভালো লাগা। এটাই পরে বুঝেছি। বা বুঝিয়েছি।
  • Du | 65.124.26.7 | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:০২407954
  • জনি আর জুন ক্যাশ

    Love Is A Burning Thing
    And It Makes A Fiery Ring
    Bound By Wild Desire
    I Fell Into A Ring Of Fire

    CHORUS:
    I Fell Into A Burning Ring Of Fire
    I Went Down, Down, Down
    And The Flames Went Higher

    And It Burns, Burns, Burns
    The Ring Of Fire
    The Ring Of Fire

    I Fell Into A Burning Ring Of Fire
    I Went Down, Down, Down
    And The Flames Went Higher

    And It Burns, Burns, Burns
    The Ring Of Fire
    The Ring Of Fire

    The Taste Of Love Is Sweet
    When Hearts Like Ours Meet
    I Fell For You Like A Child
    Oh, But The Fire Went Wild

    CHORUS
    I Fell Into A Burning Ring Of Fire
    I Went Down, Down, Down
    And The Flames Went Higher

    And It Burns, Burns, Burns
    The Ring Of Fire
    The Ring Of Fire

    I Fell Into A Burning Ring Of Fire
    I Went Down, Down, Down
    And The Flames Went Higher

    And It Burns, Burns, Burns
    The Ring Of Fire
    The Ring Of Fire

    And It Burns, Burns, Burns

    The Ring Of Fire

  • rokeyaa | 203.110.246.230 | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:১০407956
  • অক্ষদি, এরপরও "দা' না "দি' কনফিউসন থাকবে? :)
  • a x | 143.111.22.23 | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:১৩407957
  • এটা তো গল্প। আমার লেখা, কিন্তু আমার কি? ;-)
  • Binary | 198.169.6.69 | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩৫407958
  • অক্ষ-র এই পোস্টিং আর অক্ষ অ্যাস অক্ষ, বেজায় তফাত, কে জানে আমার বোঝার ভুল কিনা।
  • sa | 69.250.188.49 | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০২:২৩407959
  • ভালোবাসা মানে স খীভাব্‌না কাহারে ব লে?
  • SA | 69.250.188.49 | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৩৭407960
  • ইআহু মেসেন্‌জার এ চাট
  • Binary | 198.169.6.69 | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৩৫407961
  • হঠাৎ একটা প্রাচীন রাশিয়ান উপন্যাস মনে পড়লো, ভালবাসার কথায়, না ভালবাসার কথায়, ভালবাসার ঈর্ষার কথায়। 'লেডী ম্যাকবেথ ওফ মাউন্ট সেনেস্ক'। নিকোলাই লেস্কভ।
  • siki | 122.160.41.29 | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০১407962
  • কিন্তু মাইরি মাক্কালীর কিরে, আমি এখনও শতাব্দী পার করি নি। আমার নামে অক্ষ এসব কী লিখল?
  • ranjan roy | 122.168.68.78 | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৪407964
  • ভালবাসা ,আমার কাছে---- যন্ত্রণা, যন্ত্রণা, শুধু যন্ত্রণা। তবে বড় কাঙ্ক্ষিত যন্ত্রণা।
    আমার ভালবাসা আসে ভালুকের জ্বরের মতন। স্বল্পস্থায়ী, কিন্তু কষ্ট দেয়। আমি জানি, এটা ক্ষণস্থায়ী, ক'দিন পরেই এই জ্বর নেমে যাবে। তখন আমার হাসি পাবে-- হ্যা:, এই জন্যে এত?
    কিন্তু আজকে এই মুহুর্তে তো জ্বর বেড়েছে, তাপ বেড়েছে। এখন্তো এইটাই সত্যি যে আমি কষ্ট পাচ্ছি। কষ্ট পাচ্ছি কেন ওকে বলতে পারছি না? কষ্ট পাই কেন ওকে বলতে গেলুম, নইলে ঈরও কদিন ওর সঙ্গ পাওয়া যেত।
    জ্বরের ঘোরে সব আলুনি, বিস্বাদ। বাড়িতে ঢুকে মনে হয়--- এটা আমার বাড়ি? দূর শালা! দেয়াল গুলি কি বিচ্ছিরি! বালবের হলদেটে আলো কি জঘন্য! মায়ের হাতের রান্না কি বিতিকিচ্ছিরি! আমি জানি --- একবার, শুধু একবার যদি ও এসে আমার উঠোনে দাঁড়ায়, একেবার এসে সব ভুলে , সব ভুলিয়ে হেসে ওঠে দুনিয়ার মানে পালটে যাবে, আমার চোখের মণির রং বদলে যাবে।
    কিন্তু এও জানি ও কক্ষণো আসবে না।
    তবু ওর আসার অপেক্ষায় থাকা ,অপেক্ষায় জ্বলতে পুরতে থাকা ---- এটাই আমার ভালবাসা।
  • Paramita | 63.82.71.141 | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৫:৫৭407965
  • ভালোবাসা পেলে সব লন্ডভন্ড করে চলে যাবো, যেদিকে দুচোখ যায়, যেতে তার খুশী লাগে খুব
    ভালোবাসা পেলে কেন আমি আর পায়েসান্ন খাব?
    যা খায় গরীবে, তাই খাবো বহুদিন যত্ন করে
    ভালোবাসা পেলে আমি গায়ের সমস্ত মুগ্‌ধকারী আবরণ খুলে ফেলে দৌড়ঝাঁপ করবো চড়া রোদে
    "উল্লুক" আমায় বলবে প্রসন্নতাপিয়াসী ভিখারী
    চোয়ালে থাপ্পড় যদি কম হয়, লাথি মারবো পোঁদে।

    ভালোবাসা পেলে জানি সব হবে। না পেলে তোমায়
    আমি কি বোবার মত বসে থাকবো?
    চিৎকার করবো না, হৈ হৈ করবো না, শুধু বসে থাকবো জব্দ অভিমানে?
    ভালোবাসা না পেলে কি আমার এমনি চোরের মত দিন যাবে? অভিমানে, হাহাকারে সোচ্চার, বিমনা?

    আমি কি ভীষণভাবে তাকে চাই, ভালোবাসা জানে।

    - শক্তি চট্টোপাধ্যায়
  • sibu | 207.47.98.129 | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৬:১৪407966
  • আমি জানি, বড়ো লজ্জাহীন, কঠোর নির্মম এই খেলা।
    ভালবাসা, কি নাম তোমাকে দেব?
    তুমি তো আমারই নাম, আমারই আঙুলে ছোঁয়া
    আলিঙ্গনে বদ্ধ সারাবেলা।

    - নির্মলেন্দু গুন

    স্মৃতি থেকে বললাম, দু-চারটে ভুল থাকতে পারে।
  • M | 118.69.165.124 | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২৬407967
  • আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে
    অনাদিকালের হৃদয় উৎস হতে,
    আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে
    বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে,
    পুরাতন প্রেম নিত্য নতুন সাজে।।

    আমারো ভুল হতে পারে, স্মৃতি থেকে খাবলানো..........
  • ranjan roy | 122.168.12.215 | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৩৩407968
  • "আমরা দুজনা স্বর্গখেলনা গড়িব না ধরণীতে,
    মুগ্‌ধললিত অশ্রুকলিত গীতে,
    পঞ্চশরের বেদনা মাধুরী দিয়ে
    বাসররাত্রি রচিব না মোরা প্রিয়ে
    ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা তো নাহি চাবো,
    পাই না শান্তি, সান্ত্বনা নাহি পাব,
    পাড়ি দিতে নদী হাল ভাঙ্গে যদি
    ছিন্ন পালের কাছি,
    মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব তুমি আছ আমি আছি।

    দুজনার চোখে দুজনে দেখেছি,
    দোঁহারে দেখেছি দোঁহে, মরুপথতাপ দুজনে নিয়েছি সহে।
    ছুটিনি মোহন মরীচিকা পিছে পিছে,
    ভুলাইনি মন সত্যেরে করি মিছে।
    ---------------,
    এ বাণী প্রেয়সী হোক মহীয়সী
    তুমি আছ আমি আছি।।

    ( স্মৃতি থেকে , অনেক ভুল আছে। গীতবিতান দেখে শুধরে নেয়া যায়, কিন্তু ঐ ল্যাদ্‌)।
  • santanu | 217.196.19.45 | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৫১407969
  • রঞ্জনদা, ভালোবাসা না লিখে, আগে রহস্য গল্পটা শেষ করলেতো হয়?
  • Du | 68.238.151.192 | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩৪407970
  • আজি গোধূলিলগনে
    এই বাদলগগনে তার চরণধ্বনি -
    আমি হৃদয়ে গণি,
    সে আসিবে -
    আমার মন বলে
    সারাবেলা
    অকারন পুলকে - আঁখি ভাসে জলে।
  • anaamik | 59.164.187.78 | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩২407971
  • এই mushy বিশ্বস্ততার পাশে নিমপাতা-কালমেঘ মার্কা cynicismও থাক। পৃথিবীতে তো আর অ্যান্টাসিড বিক্রী করার ওষুধের দোকান কম পড়ে নি !!!

    Remedia Amoris to Henry Cromwell Esq
    Elizabeth Thomas (1675 - 1731)

    Love and the gout invade the idle brain,
    Bus'ness prevents the passion and the pain:
    Ceres and Bacchus, envious of our case,
    Blow up the flame, and heighten the disease.
    Withdraw the fuel, and the fire goes out;
    Hard beds, and fasting, cure both love and gout.

  • shyamal | 72.24.214.129 | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৫:২৩407972
  • যদিও টপিকটা ভালবাসা, আমার এই পোস্টের বিষয় একটি নিকটবর্তী অনুভুতি -- কাম বা সেক্স। না কোন বাজে ছ্যাবলামি নয়। এক ক্যানেডিয়ান গবেষিকা এ ব্যাপারে বিশাল গবেষণা করেছেন । মাস্টার্স ও জনসনের পরে বোধ হয় এ ব্যাপারের সবচেয়ে সমৃদ্ধ গবেষণা।
    তিনি মাপতে চেয়েছিলেন নারী ও পুরুষ কোন কামোদ্দিপক স্টিমুলাসে কি ভাবে রিঅ্যাক্ট করে। সে জন্য তিনি যন্ত্রের ব্যবহার করেছেন মানুষের শারীরিক উদ্দীপনা মাপতে। একই সঙ্গে তিনি সাবজেক্টদের খাতা, পেন দিয়েছেন তাদের মানসিক উদ্দীপনা ( বা তার অভাব) লিখতে।
    দেখা গেল, ছেলেরা অতি সরল। তাদের মাপা শারীরিক ও লেখা মানসিক উদ্দীপনার মধ্যে প্রায় কোন তফাৎ নেই। কিন্তু মেয়েরা কুটিল নয়, জটিল। তাদের শরীর অনেক ক্ষেত্রেই স্টিমুলাসে সায় দিয়েছে, কিন্তু মন দেয়নি। আবার অনেক ক্ষেত্রে শরীর নিস্প্রভ কিন্তু মন উত্তেজিত।

    মেয়েদের ক্ষেত্রে এই অ্যানোমলির কোন কারণ জানা নেই। একটি সম্ভাবনা হল, বহু সহস্র বছর নানান ভয়ে থাকার ফলে নারী জাতি তাদের স্বাভবিক অনুভুতিকে ডিনাই করতে শিখেছে।

    বাই দা ওয়ে, স্টিমুলাসগুলো হল প্রধানত: নগ্ন মানুষের ছবি, সমকামী ও বিষমকামী মৈথুনের ভিডিও ইত্যাদি।

    নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন পড়তে চাইলে http://tinyurl.com/azqf6y। তবে আগেই ক্যাভিয়াট দিচ্ছি , বিরাট বড় আর্টিকল।
  • a x | 143.111.22.23 | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ২১:০৬407973
  • এই লেখাটার পরের সপ্তাহে, এই স্টাডি নিয়ে অনেক কমেন্ট বেরোয়। তার মধ্যে যেটা সবচেয়ে চোখে পড়ল - একজন প্রায় একই বিষয়ের অধ্যাপিকা পয়েন্ট আউট করেছেন যে সব স্ট্যিমুলাস গুলো ভিসুয়াল স্ট্যিমুলাস। এবং এটা অনেকটা "male gaze" কে তুলে ধরে। ভিসুয়ালের বাইরে বা একই সাথে অন্য ইন্দ্রিয় কেন দেখা হয়নি প্রশ্ন করেছেন।
  • ranjan roy | 122.168.72.96 | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৪৪407975
  • ব্র্যাভো! অনামিক, ব্র্যাভো!
  • Partho | 59.93.245.110 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:২৪407976
  • Bridge over troubled water
    - Simon & Garfunkel

    When you're weary, feeling small,
    When tears are in your eyes, I will dry them all;
    I'm on your side. When times get rough
    And friends just can't be found,
    Like a bridge over troubled water
    I will lay me down.
    Like a bridge over troubled water
    I will lay me down.
    When you're down and out,
    When you're on the street,
    When evening falls so hard
    I will comfort you.
    I'll take your part.
    When darkness comes
    And pains is all around,
    Like a bridge over troubled water
    I will lay me down.
    Like a bridge over troubled water
    I will lay me down.

    Sail on silvergirl,
    Sail on by.
    Your time has come to shine.
    All your dreams are on their way.
    See how they shine.
    If you need a friend
    I'm sailing right behind.
    Like a bridge over troubled water
    I will ease your mind.
    Like a bridge over troubled water
    I will ease your mind.
  • actually | 59.94.79.250 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:৪৪407977
  • মরীচিকার পিছে পিছে
    তৃষ্ণা তপ্ত প্রহর কেটেছে মিছে
    দিন অবসনে শ্রন্ত পান্থ
    অমৃত তীর্থগামি যে
  • ranjan roy | 122.168.79.106 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ২১:০৮407978
  • অনামিক যে ঈষৎ বিদ্রূপের সুর নিয়ে এলেন তাতে তাল মেলাচ্ছি:
    ""দিবস আমায় করেছে শুষ্ক,
    দীর্ঘ রজনী জীর্ণ করে।
    প্রতি ঊষা হরে কায়ার ক্লান্তি
    যাক নারী আজ পুরুষ তরে।''
    ( যাজ্ঞবল্ক্যপত্নী সম্ভবত: মৈত্রেয়ী)।

    "" বিরহের তাপে কত না তাহার
    কাঁচুলি নিত্য খসিয়া পড়ে।
    একবার তুমি ফিরে এসো ওগো
    --- সেলাইয়ের সূতো নাই যে ঘরে''।
    (প্রাচীনসাহিত্যে এক মহিলাকবি)।

  • rokeyaa | 203.110.243.21 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৪৮407979
  • এই শেষ সমিস্যেটার একটা সমাধান আছে!
    http://www.stridegum.com/#/nonstopmintwinfo/
  • ranjan roy | 122.168.32.49 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩০407980
  • রোকেয়া, এরও সমাধান? আমি আর নাই!
  • saikat | 202.54.74.119 | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১২407981
  • তোমাকে ভালবাসতে বাসতে
    দু মিনিট চোখ বুঁজে ঝিমিয়ে নিয়েছিলো
    প্রেম

    ঐ সব অন্য অন্য ভুল যুবকেরা
    আসলে সেই তন্দ্রার ঘোর।

    চটকা ভাঙতেই উঠে বসেছে প্রেম

    তোমার সামনে এভাবে জীবনব্যাপী সেলাম হয়ে
    ঝুঁকে থাকতে ও যে কত ভালবাসে

    তা তো তুমি জানো !

    (সেলামী , অঞ্জনা চক্রবর্তী)
  • h | 203.99.212.224 | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:২২407982
  • কবিতা যে প্রাইমারিলি হর্মোন সেটা পুনরায় প্রমাণ হয়ে গেল।
  • sibu | 207.47.98.129 | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩৩407983
  • জীবনটাই প্রাইমারিলি হর্মোন। তবে সেটা ইনসুলিন ইঞ্জেকশন যাদের নিতে হয় তারাই শুধু জানে :))।
  • debu | 72.130.158.122 | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৭407984
  • St Pauls পরার সময় একটা মেয়ে কে বোলতে শুনেছিলাম " প্রেম না বাল খালি অই সব করার তাল" ওহ! ম্যগো
  • sibu | 207.47.98.129 | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩৫407986
  • ইঞ্জিরিতে বলে - men use love to get sex, and women use sex to get love :))।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন