এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • পুরনো দূরদর্শন সিরিয়াল

    Bhuto
    নাটক | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ | ৭৬৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a | 203.201.231.35 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৫১408064
  • ভুতো, তুই এক্টা যা তা!!!! আম্মো চাই জনি সোকো আর আর যা আছে, মানে সবই চাই :)

    আমি ২২ তরিখ অবধি কলকাতায় তাপ্পর দিল্লীতে। কিভাবে নেবো??????

    অয়ন
  • Soma | 203.77.211.146 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৪১408065
  • হায় হায় এ কি বেরসিক, গালিব এর শের এ ঘুম পায়!!! আমি কিশোরীবেলায় মিজা গালিব, তমস আর মহাভারত নিয়মিত দেখেছি, বোধহয় খুব কম এপিসোড বাদ দিয়েছি, আর মায়ের পছন্দের 'বুনিয়াদ', করন ওটা দেখতে দেখতে রাতের খাবার খেতাম। মালগুদি ডেইস পরে রিপিট হয়েছিল কোনো চ্যানেল এ তখন দেখতাম,সেটা কবে মনে নেই।
  • Blank | 170.153.62.251 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৪৮408066
  • বুনিয়াদ নামটা চেনা। কিন্তু বাকি কিছু মনে নেই। মহাভারত মনে হয় ক্লাশ সেভেন এইট। কি আর একটু ছোটই হয়তো হবো। গদা কিনে তাই নিয়ে কি মারামারি।
    কিন্তু ঐ অন্ধকার গালিব সিরিয়াল কখনৈ তেমন কিছু লাগে নি
  • Soma | 203.77.211.146 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৫৬408067
  • যদিও টই টা পুরোনো সিরিয়াল এর সম্বন্ধে, কিন্তু আমি না লিখে পারছি না যে চলতি সিরিয়াল 'বা বহূ ঔর বেবি' আমার বেশ ভালো লাগে, কেউ এটা না দেখে থাকলে পরীক্ষা প্রার্থনীয়।
  • Mandira | 98.207.187.245 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫১408068
  • সিকি র পোস্ট এ ডালাস এর নাম শুনে মনে পড়ল আরেকটা সিরিয়াল এর কথা -- no one but you. বেশি তাই ভাটের, তবে বেশ interesting জায়গায় এসে বন্ধ হয়ে গেছিল। আছে নাকি কারুর কাছে?

    ভুতো,
    তোমার মুখে চপ-কাটলেট ও আরো যা যা খেতে ভালবাস-- সব:)

    তোমার মেল য়্যাড্রেস খানি দেবে এখানে pls, তাইলে ডিটেলসে কথা কই:)
  • Arijit | 61.95.144.123 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫৬408069
  • বা, বহু অওর বেবি আমরা দেখতুম, ইংল্যাণ্ডে থাকাকালীন। কিন্তু এখানে এসে ওটা যে কবে হয় সেটাই বের করতে পারিনি। আরো একটা দেখতুম - এক চাবি হ্যায় পড়োসমে - এটা বেশি ভালো লাগতো। এটাও এখন আর দেখা হয় না। এখন একটাই রেগুলার দেখা হয় - কুরুক্ষেত্র - আকাশ বাংলায়, রাত আটটায় - তখনই বাড়ি ফিরি, আর মা দেখতো বলে আমারও দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে। সিপিয়েম-টিপিয়েম, সিসু, বিসু ইত্যাদি নিয়ে বেসিক্যালি...
  • Arijit | 61.95.144.123 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫৮408070
  • ইংরিজী সিরিয়ালের মধ্যে লুসি আর ইয়েস মিনিস্টার দেখতে কেউ? তাছাড়া ছিলো শার্লক হোমস, ইউএফও, স্টার ট্রেক...
  • bhuto | 203.91.207.30 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৫৩408071
  • হ্যাঁ, মাঝে সাঝে চোখ পড়ে যায়। আসলে অপরাজিতা আঢ্যকে আমার বেশ লাগে । দেখলেই মনে হয় গাল টিপে দিই। এবারে কলকাতায় গিয়ে সাউথ সিটিতে দেখলাম । ভয়ে গাল আর টিপি নাই। কুরুক্ষেত্র হয়ে যেতে পারতো, তাই।

    ইয়ে মন্দিরা anirban.kolkata এটা জিমেলের আইডি। যদিও আপিসের আইডি টা বেশি চেক করি। বেশ একবার মেল করো,তারপর দিয়ে দেব অন্য আইডি। বা তোমার সাথে অন্য কারুর আলাপ থাকলে তার কাছ থেকেও পেয়ে যেতে পার।
  • arjo | 168.26.215.13 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:১৭408072
  • সেলিম ঘাউসের প্রথম সিরিয়াল সুবহ। "ছোটি সি আশামতি হ্যায়" হল চুনৌতির টাইটেল সং

  • arjo | 168.26.215.13 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:৩৪408074
  • তবে সুবহর টাইটেল ট্র্যাকও দুর্দান্ত ছিল। যতদূর মনে পড়ছে পঞ্চমদার সুর।
  • stoic | 160.103.2.224 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৫৪408076
  • চুনৌতির টাইটেল ট্র্যাক :
    মন এক সিপি হ্যায়, আশা মোতি হ্যায়
    হর পল জীভন কা নেক চুনৌতি হ্যায়।
    (সিপি মানে ঝিনুক বা shell, আর তার মধ্যে মোতি অর্থাৎ মুক্ত হল আশা)
  • Tim | 71.62.2.93 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩৮408077
  • কেউ করমচাঁদের নাম কল্লো না? আরো একটা ছিলো, ""মুঙ্গেরিলাল কে হাসিন সপ্নে""।

  • bhuto | 122.172.44.234 | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:২৮408078
  • হ্যাঁ করমচাঁদ, ঠিক । পোটলিবাবাও ছিল। 'এক দো তিন চার' ও ছিল।
  • bhuto | 122.172.3.43 | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০২:২৬408079
  • Tim ইকি আমাকেও কনফুজ করে দিলে? আমার বড় লিষ্টিতেই তো করমচাঁদ আছে ;)
  • sayan | 115.108.25.26 | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:০১408080
  • সুবহা'র গানটা মনে আছে এখনও। লীড দুটো ক্যারেকটারের নাম ছিল প্রেম ভার্গব আর ভরত সিন্‌হা। ছেলেমেয়েদের কলেজ কলেজ প্রেম প্রেম নিয়ে প্রথম সিরিয়াল নিভ - "ধরতি পর সূরজ কি সামথিং সামথিং'।

    রোব্বার সকাল দশটায় স্পাইডরম্যান শেষ হলেই তারপর নিকিতাশা আভেনের বিজ্ঞাপন আর প্রথম কল্পবিজ্ঞান সিরিয়াল "প্রজেক্ট ইউএফো'। পরে পরে আরও কি সব শুরু হয় - স্পেস সিটি সিগমা, ইন্দ্রধনুষ ইত্যাদি।

    দুপুরে মাংসের ঝোল দিয়ে ভাত খেয়ে ওঠার পরেই "হাম পন্‌ছি এক ডাল কে', "দর্পণ' আর "ওয়াহ্‌ জনাব'। বিকেল তিন্টে পঞ্চান্ন বা চার্টে পাঁচে অবশ্যম্ভাবী বাংলা ছায়াছবি এবং "অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দু:খিত'। বুধবার সাড়ে সাতটায় "দর্শকের দরবারে'র পর আটটায় "ওভার টু দিল্লি' এবং পুরো সপ্তাহের আকর্ষণ "চিত্রহার'এর পাঁচটি গান। (রোব্বার সকাল সাড়ে সাতটার "রঙ্গোলি' পরে অনেকটা চিত্রহারের পপুলারিটি পায়।)

    কবে যেন একটা রাত সাড়ে ন'টায় "কিলে কি রহস্য' হত। এর মাঝে "ওয়াগলে কি দুনিয়া' কবে হত মনে নেই। বাংলাদেশ অ্যান্টেনায় চূড়ান্ত স্নো তে ভরা "সব কটা জানাল্লা খুলে দাও না' অথবা "এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা' এর পর খবর ও বিভিন্ন সিরিয়াল। কবে যেন "ডালাস' ও তার মাঝে "ডানু মিল্ক পাওডার'এর সেই বিজ্ঞাপনটা হত।

    স্ট্রীট হক তো অনেক পরে শুরু হয়। বাংলা সিরিয়াল নিয়ে পরে হবে। কলকাতা'র নিবারণ ঢোল তো এসে গেছেন। খেয়ালী ও জোছন দস্তিদারের "তেরো পার্ব্বণ', তবে খোরাক ছিল "এক সমুদ্র অনেক "টেউ'' :))।
  • bhuto | 122.172.3.43 | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:১৫408081
  • মারাত্মক, আপেক্ষায় ছিলাম স্পেস সিটি সিগমার নামটা কেউ জানে কিনা দেখার জন্য। ক্যাপ্টেন শক্তি সাজতাম নিজে নিজেই।
  • sayan | 115.108.25.26 | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৮408082
  • ভালো কথা, আরও তিনটে মনে পড়ল। "ইধার উধার' (এটাতে মহসীন খান ছিল) , "মুঙ্গেরিলাল কে হসীন সপ্নে' আর "ইয়ে যো হ্যায় জিন্দগী'।
  • Bhuto | 203.91.207.30 | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:১০408083
  • হ্যঁ ,শুচিস্মিতাদি, সলিউশন এক্স মনে আছে, কানামাছি মনে আছে (অরুন বন্দোপাধ্যায় এর ছোট পর্দায় অভিনায় জীবনের শুরু), আর শ্রাবনীদির বলা তৃষ্ণা সিরিয়ালে আরো জনপ্রিয় হওয়া অরুন বন্দোপাধ্যায়ের ,সাথে শ্রীলখা মিত্র'র আত্মপ্রকাশ।
  • Bhuto | 203.91.207.30 | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:১৫408085
  • আরো ছিল 'এক দো তিন চার', পোটলি বাবা কি আর কার্টুনও যখন এসে গেছে তখন 'মোলু' বলে কার্টুনটা দারুন হত। তখন বাংলাদেশ টিভির জন্য একটা আলাদা বুষ্টারও লাগানো হয়েছিল। তাতে বিকালে দারুণ সব কার্টুন দিত।
  • shrabani | 124.30.233.104 | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:২৬408086
  • আরে আমার বলা "তৃষ্ণা" সিরিয়াল তো হিন্দী তে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। তরুন ধনরাজগীর (মডেল), কিট্টু গিদওয়ানি এরা ছিল। বেশীর ভাগ মডেলিংএর ছেলেমেয়েরা ছিল।
    কলকাতায় বাংলাদেশ চ্যানেলে তখন দারুন দারুন সিরিয়াল দেখাত। স্ট্রীট হক, নাইট রাইডার, স্কেয়ার ক্রো অ্যান্ড মিসেস কিং। বাংলায় "একদিন প্রতিদিন" আরও কি সব নাম মনে নেই। সুবর্না মুস্তাফা আমার ফেভারিট অভিনেত্রী ছিল, কি দারুন নাটক করত। ঐসব নাটকের সিডি/ডিভিডি পাওয়া গেলে ভাল হত।
  • Partho | 202.177.144.18 | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৪৯408087
  • আঢ়স পঢ়স (অমল পালেকর ছিল ) কেউ দেখে নি?
    তেরো পার্বণ (সব্বসাচী চক্রবর্তীর TVতে প্রথম অভিনয়) সবাই ভুলে গেলো নাকী !!
  • siki | 122.160.41.29 | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৪০408088
  • তেনালি রামা ?
  • Somnath | 117.194.196.73 | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫৯408089
  • মোলু।।।

    এই সেইটা না, একটা ছুঁচো মত জিনিস মাটি খুঁড়ে খুঁড়ে ঢিবি বানিয়ে এখানে ওখানে উঠত?

    ঐটে রবিবার সকালে দেওয়া শুরু করে। আর আমার আঁকার ক্লাস টা ভেস্তে যায়। একদিন পেট ব্যথা করছে বলে চলে এলাম। একদিন পায়খানা পেয়েছে বলে চলে এলুম। একি্‌দন ডুব মারলুম। তাপ্পর থেকে যাওয়া বন্ধ করে দিলুম। সেই আমার আঁকা শেস্খার ইতি। তারপরে মোলু বন্ধ হয়ে গেল, কিন্তু আমাদের আঁকার স্যর ও শান্তিনিকেতন না রবীন্দ্রভারতী কোথায় একটা চাকরি নিয়ে চলে গেল। ব্যস,

    তা, হ্যাঁ, ওটাই মোলু ছিল, তাই তো?
  • Mandira | 98.207.187.245 | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ২২:০২408090
  • তৃষ্ণা তো দারুণ লাগতো আমার -- তখনো বই টা পড়া ছিলনা। স্কুল থেকে ফিরেই tv র সম্নে বসে যেতাম র গোগ্রাসে গিলতাম, থুরি দেখ্‌তাম।

    র কানামাছি দেখে জে কত দিন ভেবেছিলাম কানামাছির মত হব -- এখন ভাবলেই মজা লাগে:)
  • nyara | 64.105.168.210 | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০৯408091
  • নাইট রাইডার আর সুবর্ণা মুস্তাফি নিয়ে শ্রাবণিকে ডিটো দিলাম।
  • lcm | 128.48.7.222 | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৫৪408092
  • নিবারণ ঢোল ("কলকাতা') ছিলেন সুনীল সরকার। সোনার কেল্লা-য় মুকুলের বাবা-র রোলে ছিলেন।
  • Du | 65.124.26.7 | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:২২408093
  • একটা ছিল 'কাচ্চি ধুপ' ভাগ্যশ্রী তাতে এসেছিল প্রথম।
  • Tim | 71.62.2.93 | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৮408094
  • সিরিয়ালের লিস্টি দেখেই গুরু ও চন্ডালদের ক্রনোলজিকাল অর্ডার জেনে নেওয়া যায়। ভুতো ও সায়নের লিস্টের সাথে হুবহু মিলে যাচ্ছে। স্ট্রিট হক, কিলেকারহস্য, কচ্চি ধুপ ইত্যাদি ইত্যাদি। :)
    এতগুলো সিরিয়াল দেখে ফেলেছি ? কি কেলো!
    আরো একটা ছিলো ইস্কুলের ছেলেমেয়েদের নিয়ে। নিভ্‌। একে একে মনে পচ্ছে আরো।
  • siki | 122.160.41.29 | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৯408096
  • নিভ্‌ একটা বোর্ডিং স্কুল নিয়ে। খুব ভালো লাগত। ওটা শেষ হয়ে যাবার পরে ঐ স্লটে শুরু হয়েছিল স্পেস সিটি সিগ্‌মা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন