এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • Home Theatre

    Bablee
    গান | ১৭ আগস্ট ২০০৯ | ৩৫৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Bablee | 85.5.94.142 | ১৭ আগস্ট ২০০৯ ০০:১৪413822
  • একটা Home Theatre কিনবো।

    পা ছড়িয়ে আয়েস করে চোখ বুজে গান শুনব,অনেক দিনের স্বপ্ন। এবারে কিনেই ফেলবো।

    Bose 28 select কোরেছিলাম।

    কিন্তু ব্যাগড়া দিয়ে বন্ধুরা বলছে যে এর চেয়ে কম দামেই same sound quality র আরো অনেক options আছে। সেটা যে কি কি, তা আর কেউ বলছে না... কি জ্বালা।

    তাই ভাবলাম কেনার আগে আপনাদের পরামর্শ নিই।

  • sinfaut | 117.254.90.153 | ১৭ আগস্ট ২০০৯ ০৮:৩৪413833
  • onkyo-র অ্যাম্পলিফায়ার। invisible এর স্পীকার (bose এর invisible নয়)। আর যেকোনো ডিভিডি প্লেয়ার। বিন্দাস।
  • janoika nee paa | 115.240.166.105 | ১৭ আগস্ট ২০০৯ ১০:৩৭413844
  • ঠিক, ঠিক। এ ব্যাপারে ইনফো আরো অনেকের-ই চাই। পয়সা পড়ুক।

  • Blank | 203.99.212.224 | ১৭ আগস্ট ২০০৯ ১৬:০৯413850
  • বোস পেলে আর কিছু নিয়ে কোনো চিন্তা নাই। বোসের ওপর কিস্যু হয় না
  • Arijit | 61.95.144.123 | ১৭ আগস্ট ২০০৯ ১৬:১৭413851
  • একজনের বাড়িতে ফিলিপসের একটা দেখলুম - মন্দ লাগলো না - অ্যাফর্ডেবল অ্যাণ্ড গুড কোয়ালিটি। তবে সেটা শুধু ডিভিডি প্লেয়ার + পাঁচটা ছোট স্পিকার + ১টা গাম্বাট স্পিকার। স্ক্রীণ নেই।
  • r | 125.18.104.1 | ১৭ আগস্ট ২০০৯ ১৬:৩৫413852
  • সিঁফোর কম্বোটা বেশ মোক্ষম লাগছে। কিন্তু ইনভিজিব্‌লের একটা লিঙ্ক দে তো।
  • r | 125.18.104.1 | ১৭ আগস্ট ২০০৯ ১৬:৪২413853
  • তবে অল্প পয়সার মধ্যে বোসের কম্প্যানিয়ন সিরিজের স্পিকার কম্পিউটারে লাগিয়ে নিলে দিব্যি ভালো সাউন্ড হয়।
  • sinfaut | 203.91.207.30 | ১৭ আগস্ট ২০০৯ ১৬:৫৯413854
  • এই ইনভিজিবলের কোনো লিঙ্ক দিতে পারবনা। নেই। রাসবিহারীর কাছে কোথা একটা দোকান আছে। হুলা স্পীকার। উফারের ওজন ১২ কেজি, কাঠের। অবশ্য হোমথিয়েটার বলতে ডিসপ্লে নিয়ে বললে আমার কোনো আইডিয়া নেই। আমি শুধু সাউন্ড নিয়ে বলছিলাম।
  • sinfaut | 203.91.207.30 | ১৭ আগস্ট ২০০৯ ১৭:০১413855
  • আর onkyo নিয়ে কোনো কথা হবে না।
  • Bablee | 170.148.198.156 | ১৭ আগস্ট ২০০৯ ১৮:৩৮413823
  • Paradigm নিয়ে কারো experience আছে ??

    http://www.paradigm.com/en/dealer_locator/international_city.php

    এটা একজন রেকমেন্ড করলো। মিন্টো পার্কে দোকান।
  • arjo | 168.26.215.13 | ১৭ আগস্ট ২০০৯ ১৮:৫০413824
  • বহুকাল আগে সরস্বতী পুজোয় আমরা এক্সপেরিমেন্ট করেছিলাম। জালার মধ্যে ছাল ছাড়ানো স্পিকার পুরে দিয়েছিলাম। সেবারে আমাদের সাউণ্ড সিস্টেম বাজারে হিট।

    বোসের মাহাত্ম্য হল টেকনলজি। ঐ ছোট্ট ছোট্ট স্পিকার থেকে যে অমন শব্দ কি করে বের করে কে জানে। কিন্তু হাইলি ওভারপ্রাইসড। বাকি টেকনলজিটা মোটামুটি স্টেবল। ফলে বাজার চলতি যেকোন জিনিষই খুব খারাপ নয়। এমনকি পাড়ার দোকানে অর্ডার দিলে ওরাও সারাউন্ড সাউন্ড বানিয়ে দেয়, সেও দিব্য হয়। বেশ ভালো হয়। যদিও একটু বড় টাইপ হয়। বোসের মতন ছোট হবে না। আর হ্যাঁ সাউন্ড কোয়ালিটিতেও তফাত আছে- বোস ২০ হলে বাকীরা ১৮। তবে বড্ড বেশি দাম।
  • Samik | 219.64.11.35 | ১৭ আগস্ট ২০০৯ ১৯:২১413825
  • আচ্ছা, একটা ফান্ডা দাও তো! হোম থিয়েটার কিনতে গেলে কি ঐ ডিভিডি প্লেয়ারটা নিতেই হবে? ওটা বাদ দিয়ে শুধু অ্যাম্‌প্লি আর বক্সগুলো ... উফার টুইটার ইত্যাদি নেওয়া যায় না?
  • d | 117.195.39.56 | ১৭ আগস্ট ২০০৯ ২১:০৯413826
  • তাহলে সেটা মিউজিক সিস্টেম হবে। হোম থিয়েটার নয়।
  • a x | 143.111.22.23 | ১৭ আগস্ট ২০০৯ ২১:২৭413827
  • আমার হোম থিয়েটার -

    বোস কম্প্যানিয়ান ২ সিরিজ ২ স্পিকার - $60.00
    ফিলিপ্স ডিভিডি প্লেয়ার -৫ বছর আগের, দাম ভুলে গেছি।
    অপ্টিমা HD65 projector - $750.00
    স্ক্রীন - Queen size bed sheet from target- $15.00

    মুভি ভিউইং উইথ মাংস ভাজা ওয়েন দ্য বেবি স্লিপ্স - ওয়ান্স ইন আ ব্লু মুন নাও - প্রাইসলেস।
  • d | 117.195.39.56 | ১৭ আগস্ট ২০০৯ ২১:৪৫413828
  • হ্যাঁ হ্যাঁ ভারতে প্রাপ্তব্য প্রোজেক্টার সম্পর্কেও কেউ একটু ফান্ডা দাও তো।
  • a x | 143.111.22.23 | ১৭ আগস্ট ২০০৯ ২১:৫৩413829
  • এই প্রোজেক্টারটা কেনার আগে আমি তৎকালীন সার্কিট সিটির থেকে নেট-মারফত একটা প্রোজেক্টার কিনি, তার সাথে একটা স্ক্রীন আসার কথা, সোনির। সব মিলে ৯০০'র একটু বেশি। এমনিতে শুধু সেই স্ক্রীনের দাম ৩০০ ডলার। তো প্রোজেক্টার এসে পৌঁছল, স্ক্রীন এলোনা। আসেনা আসেনা। আমি প্রোজেক্টার কোম্পানিতে গিয়ে ফেরত দিয়ে এলাম। সার্কিট সিটি দেউলিয়া ঘোষণা করল। স্ক্রীন এসে পৌঁছল। সার্কিট সিটি কে ফোন করে বললাম এসে স্ক্রীন নিয়ে যেতে। তিনদিন মোট ঘন্টা দেড়েক কাটানোর পরেও কেউ নিতে এলনা।

    আমি গত মাসে সেই স্ক্রীন ১০০ ডলারে বেচে থাই খেলে এলুম।
  • d | 117.195.39.56 | ১৭ আগস্ট ২০০৯ ২১:৫৮413830
  • ঠিক আছে। কিন্তু তুমি সেল থেকে কংকল নাও না? ওতেই চলবে অবশ্য।

    টিভি থেকেও তো আউটপুট প্রোজেক্টারে পাথানো যায় তাই না?
  • d | 117.195.39.56 | ১৭ আগস্ট ২০০৯ ২২:০০413831
  • অ্যাল! ভাটে যাবে।
  • r | 121.245.15.43 | ১৭ আগস্ট ২০০৯ ২২:০৩413832
  • বে থে, যারা সাউন্ডের ব্যাপারে প্রচন্ড খুঁতখুঁতে, তারা কম্পোনেন্ট আলাদা ভাবে কেনে, যথা সিঁফোর উদাহরণ। নইলে গোদা প্যাকেজ কিনে নিলেই ভালো কাজ চলে যায়, যথা বোস। তবে এগুলো সবই সাউন্ড সিস্টেমের ব্যাপারে প্রযোজ্য। ডিসপ্লের ব্যাপার জানি না।
  • bb | 117.195.163.220 | ১৮ আগস্ট ২০০৯ ২২:৫৭413834
  • ipod এর জন্য Bose Sound Dock কিনেছি @299+tax মানে ১৫০০০টাকা। খুব ভালো আওয়াজ, তাই আমার ভোট Bose System এর প্রতি।
  • partho | 202.177.144.3 | ১৯ আগস্ট ২০০৯ ১৫:৫৩413835
  • গত জানুয়ারি মাসে বাড়িতে ভাই এই বোসের Sound Dock কিনেছিল, কোলকতায় বোস-এর শোরুমে - দাম পড়েছিল ২১,০০০ টাকা। দেখতে খুব সুন্দর, কিন্তু বোসে-এর wave music আরো ভালো, এতে সুবিধে হল এর রেডিওটা অসাধারন আর এটার সঙ্গে i Pod থেকে শুরু করে অনেক কিছুই বাজান যায়। এর দাম ৩৩,০০০ টাকা। আমাদের মত মাঝ বয়সীদের জন্য এটা অসাধারণ , খুব low volume এ বাজালেও অপূর্ব Bass effect পাওয়া যায়, আর এটাও portable। অগত্যা ঠিক হল Sound Dock এর বদলে wave music আনতে হবে। দোকানদার রাজী নয়, আমরাও নাছোড়বন্দা - অনেক চিঠি চাপাটি করে বদলান গেছে।
  • Partho | 202.177.144.3 | ১৯ আগস্ট ২০০৯ ১৬:২৮413836
  • Sonodyne এর Home Theater System কিন্তু যথেষ্ট ভাল। ওরা South City Mallএ শোরুম করেছে, গিয়ে দেখতে পারেন।
  • Partho | 202.177.144.3 | ১৯ আগস্ট ২০০৯ ১৬:৩২413837
  • * Theatre
  • nyara | 64.105.168.210 | ১০ সেপ্টেম্বর ২০০৯ ০০:৫৩413838
  • বোসের স্পিকার আমাদের মতন নাদানদের জন্যে ভালো, তবে ওভারপ্রাইসড ও ওভারহাইপড। জীবনে কিছু হার্ডকোর অডিওফাইলের সংস্পর্শে এসে দেখেছি বোস স্পিকারের নামে তাদের মুখব্যাদান। এনারা সেই ধরণের অডিওফাইল যারা সলিড স্টেটের বদলে ভালভ সেটের রিসিভার-টিসিভার পছন্দ করেন, হাই প্রিকোয়েন্সি আর লো ফ্রিকোয়েন্সি সাউন্ড স্পিকারে ট্রান্সমিট করার জন্যে ভিন্ন দৈর্ঘ্যের ও ভিন্ন গেজের তার ব্যবহার করেন, অডিও ও ইলেক্ট্রনিক থিওরির ব্যবহারিক প্রয়োগ খুব ভালো বোঝেন।

    এসব সঙ্কেÄও আমার মতন এলেবেলেদের গান শোনার জন্যে বোসের ৯০১ সিরিজ বেশ ভালো। পকেটের রেস্ত বুঝে ৫০১ বা ২০১-ও চলতে পারে। আমি ৯০১-এ নিজে বেশ খুশি।

    কিন্তু বোসের ঐ অ্যাকুস্টিমাস (তাই তো নামটা?) সিরিজের স্যাটেলাইট হোম থিয়েটার স্পিকার গান শোনার পক্ষে সেরকম সুবিধের নয়। সোনি-টোনির হেডফোন যেমন বেস-বুস্ট করে, বোসের স্যাটেলাইটও বেস-বুস্ট করে বলে মনে হয়। অন্তত: আমার কানে। ঘরে ঠিকমতন সাজাতে পারে উত্তাল সাউন্ডট্র্যাকওলা সিনেমার পক্ষে অবশ্য ভালই।
  • vikram | 193.120.76.238 | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৩৩413839
  • বোসের থেকে সেন বা মিত্র ইত্যাদি অন্যান্যরা যে ভালো সেটা কানে শুনে কি করে বোঝা যায়? অনেক রেকর্ডের তো রেকর্ডিং টাই বেশ খারাপ, তখন কি সকলেই হাল ছেড়ে দেয়?
  • aishik | 122.166.22.73 | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:১৬413840
  • hifivision.com এই সাইটে কিছু ভালো review আছে।
  • bitoshok | 76.113.141.128 | ১০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩২413841
  • খারাপ রেকর্ডিং 'ভালো' করে দিলে আর ভালো সাউন্ড সিস্টেম হয় কেমন করে! সেই সিস্টেম তো ফেইথ্‌ফুল রিপ্রোডাকশনই করতে পারে না।
  • nyara | 64.105.168.210 | ১০ সেপ্টেম্বর ২০০৯ ২২:১২413842
  • আমরা এখানে যে সব স্পিকারের কথা বলছি বা শুনছি সেগুলো সবই কনজিউমার লেভেলের স্পিকার। এরা সবাই সাউন্ড নিয়ে কিছু ম্যাসাজিং করে। সবাইকারই একটা বিশেষ ফ্রিকোয়েন্সি রেঞ্জে সুইট স্পট আছে। (প্রসঙ্গত: মাইকের ক্ষেত্রেও একই ব্যাপার। মাইকে সুইট স্পট-এর রেঞ্জটা আরও ছোট।)

    এর বাইরে একধরণের স্পিকার হয় যাকে রেফেরেন্স স্পিকার বলে। স্টুডিওতে বা সাউন্ড রেকর্ডিং-এ ব্যবহার করা হয়। এরা চেষ্টা করে আন-অ্যাডালটারেটেড সাউন্ড রিপ্রোডিউস করতে, যাতে মাস্টারিং-এর সময়ে সাউন্ড ইঞ্জিনিয়ার নিজের মতন করে সাউন্ড তৈরি করতে পারে। নইলে হয়তো বেস-বুস্টেড স্পিকারে মাস্টার করা হল, কিন্তু যেই সেটা হাই ফ্রিকোয়েন্সি স্পিকারে সেটা বাজানো হল অম্নি বেসটা স্রেফ হাওয়া হয়ে গেল।

    একই সিডি বিভিন্ন স্পিকারে বিভিন্ন রকম সাউন্ড দেবে - বাকি সব কমপোনেন্ট যদি একই থাকে, তাহলেও। আমার একটা রেফারেন্স স্পিকার আছে: Truth B2031A, খুব হাই-এন্ড কিছু নয়। কিন্তু সেটায় আর Bose 901-এ একই সিডি ডিফারেন্ট শোনায়। যেমন হয়তো একটা মিড-হাইয়ের গিটার বোসে সেরকম ভালো শোনাই গেল না।

    স্পিকার কেনার সময়ে সাউন্ড খুব ভালো চেনা আছে এরকম একটা সিডি নিয়ে বিভিন্ন স্পিকারে শুনে দেখা উচিত কে কিরকম সাউন্ড রিপ্রোডিউস করছে।

    খারাপভাবে মাস্টারড সিডি সব স্পিকারেই খারাপ শোনাবে।
  • dd | 122.166.135.122 | ১০ সেপ্টেম্বর ২০০৯ ২২:১৬413843
  • স্পিকার হিসাবে - সোমনাথ চ্যাটুজ্জ্যে ? তিনি ক্যামন ?
    কোনো টেকনিকাল ফান্ডা?
  • nyara | 64.105.168.210 | ১০ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৫413845
  • স্পিকার হিসেবে সোমনাথ চাটুজ্জের ফিডেলিটি কম। পার্টির নির্দেশ ঠিকঠাক রিপ্রোডিউস করতে পারেন না। কাজেই ভাল্‌না।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন