এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • bortoman jug e gurujonder paaye hath thekiye pronam,ei bisoy e apnader motamot likhben details e...

    sagnik
    অন্যান্য | ০২ সেপ্টেম্বর ২০০৯ | ৫৪২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 198.82.28.61 | ০২ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৪423120
  • সেইকবে থেকে পোনাম করে আসছি। বলতে গেলে প্রফেশনাল পেন্নামিস্ট। একটু বড়ো হয়ে মাঝে মাঝে অস্বস্তি লাগতো। কিন্তু আমার কিনা ব্যক্তিত্বটা বড্ড পলকা, তায় আজ্জোদার মত ভারও নেই, তাই গুরুবাইক্য মেনে নিতে হয়।
    ভাইফোঁটায় আমাকে কেউ কেউ পেন্নাম করেছে, কিন্তু বাকিসময় কাউকে পায়ের কাছে ঘেঁষতে দেইনি। আগেরবার ব্ল্যাংকি আর স্যানের সে কি ঝুলোঝুলি..... মনে পল্লে এখনও গায়ে কাঁটা দ্যায়!
  • nitai | 152.19.195.91 | ০২ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২৫423121
  • axerobhigyotaijustdittolikhtejachhilam.etamonehoiektauniversalexperience.maachokheisharakorchheaarthelchhe.asteasteegiyeashchhi.ebaregurujonpartytinrokom.ekdoljaravehemently 'thakthak, arrenaanaa' korbe.tadersathetocool, ektughartagnujeattemptnichhidekhaleiholo.nextcategoryhochhejarahashimukheektutenetene 'hnehnenaanaaathaaak' bolben, ekhanetricktaholomotamutihnaturkachheeshejeihaattapitheroporporbeektaquickwithdrawal.tritiyocategory-rgurujonattentionposeedurbhedyodurgermotokharathaken.pennamoderjonmadhikaraarorataniyeichharen.
  • ranjan roy | 122.168.205.111 | ০২ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪৭423122
  • পেন্নাম-না-করা ও ছড়ানো:
    কোন ভালো কাজ করতে গেলেই ছড়াই। এটা আমার জন্মলগ্নে বিধাতাপুরুষ কপালে দেগে দিয়েছেন।
    ধরুন, ফুলশয্যার রাতে বৌকে বলেছিলাম-- আমার না, নন-ভেজ জোকস্‌ বেশ ভালো লাগে। ভদ্রমহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের হটাৎ জ্বলে ওঠা হেডলাইটের মত তাকিয়ে বলেছিলেন--- দয়া করে আমাকে শোনাবার চেষ্টা করবেন না। আমি শাকাহারী।
    তা' ছোটবেলায় মার মুখে শুনেছিলাম এক গল্প। স্বাধীনতার পরের বছর। আসামের শিলচরে নেহরুজী এসেছেন। ভীড়ের মধ্যে একটি যুবক ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করায় উনি এক চড় লাগালেন। বল্লেন--দুশ' বছরের গোলামি করতে করতে শিরদাঁড়া একেবারে নুয়ে গেছে!
    হয়তো নেহাৎই গল্প, হয়তো অতিরঞ্জিত।
    কিন্তু আমি শিহরিত। পশ্চাৎপক্ক রঞ্জন ঠিক করলো বাকি জীবন( জীবনের বুঝিসটা কি রে ছোঁড়া!) কারো পায়ে হাত দেবে না।
    বাড়ি থেকে শুরু। বাবা-মা পরে শ্বশুর-শাশুড়ি কাউকেই না।
    কিন্তু ছোট বেলায় করতে হয়েছে। ঝামেলা এড়াতে।
    পার্কসার্কাসের বাড়িতে এয়েছেন কোন গণ্যমাণ্য আত্মীয়স্বজন। অপ্রীতিকর কাজটা সারতে ফটাফট প্রণাম। শেষে একজন সাদাথান পরা বয়স্ক পাকাচুল মহিলাকে প্রণাম করতেই সবাই হাসতে আর উনি কাশতে লাগলেন। কেউ বল্লো- উনি বাড়ির ঝি।
    আমি-- তাতে কী? উনি বয়সে অনেক বড়, কাজেই আমার প্রণম্য।
    ঘরের মধ্যে নি:স্তব্ধতা।
    বিয়ের পর প্রথম দু-একবার করতে হয়েছে। শ্বশুরমশায়ের কোন আত্মীয়ের বাড়ি গেছি। উনি অ্যানাউন্স করছেন-- ইনি তোমার অমুক-তমুক- আলুবোখারা- পেঁয়াজকলি।
    আমি মুখের দিকে না তাকিয়ে টপাটপ একেক জোড়া পা' ছুঁয়ে ফেলছি।
    শেষে একজোড়া ফর্সা পায়ের দিকে হাত বাড়াতেই সেই পা- জোড়া পেছুতে লাগলো।
    কানে আসছে--- এ তোমার--
    আমি লাফিয়ে পালাবে কোথায় ভাবে পা চেপে ধরেছি। কানে এলো-- ভাগ্নে- বৌ হয়।
    সুন্দরী মেয়েটি ঘর ছেড়ে পালালো।
    এখন অল্প বয়েসী মেয়েরা প্রণাম করতে এলে আগেই হাত ধরে তুলে দিই। বলি আমার শ্রীচরণ নয়। বেশ বিশ্রী, আগাম আশীর্বাদ করছি। পায়ে হাত দিতে হবে না।
    এক -দুই বার কানে এসেছে-- বুড়ো ভাম! মওকা বুঝে মেয়েদের হাত ধরে।
  • dipu | 59.164.99.43 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ০৭:১৩423123
  • নিতাই :-))))

    অ দাদা, বাংলায় লেখেন না কেনে? বেশ শস্তা।
  • Sags | 203.201.225.35 | ০৩ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০০423124
  • আমি অনেককেই প্রনাম করি। ভালো-ই লাগে। আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাকে কেউ প্রনাম করতে এলে নিজেকে বড্ড ছোটো লাগে। জানিনা কেনো। যতটা পারি কাটিয়ে দেওয়ার চেষ্টা করি।
  • pi | 72.83.80.253 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ০০:৩৬423125
  • যে সব দাদা দিদিরা পেন্নাম কে এত অভক্তি অচ্ছেদ্দা করছেন, তাঁদের জ্ঞাতার্থে ...
    এই যে আমাদের এক বছরের, এক কেলাসের কি কখনো এক মাসের ও বড় হল কি হলনা, দাদা দিদি বানিয়ে ফেলার রেওয়াজ আর সেই সুবাদে পেন্নাম ঠোকাঠুকির দস্তুর , এর থেকে কত কি যে ঘটে যেতে পারে তার একটা আন্দাজ থাকলে পেন্নাম কে এত হ্যাটা করতে পারতেন ই না কমরেড।

    সেই যে কোনো এক পোস্ট বিজয়া পর্বে, কোনো এক কিশোরী এসেছিলো তার মাস্টারমশাইয়ের বাড়ি। বেল বাজতে দরজা খুলেছিলো যে কিশোর, সে তখন বারো। কিশোরী তখন একাদশ শ্রেণী, কিশোরী তখন শাড়ি। এমত খাপে খাপ সিক্সটিন, গোয়িং অন সেভেন্টিন,সেভেন্টিন, গোয়িং অন সেভেন্টিন কেসে প্রথম সাক্ষাতকারটি হল কিন্তু বেশ ঘাঁটা।
    তবে অন রেট্রোস্পেক্ট, ঘাঁটা জিনিস ও কখনো কখনো বেশ হয়, মানে বেশ ভালো হয় আর কি :)

    কিশোরী জানত মাস্টারমশায়ের ছেলে
    এক কেলাস উঁচু, অতএব দাদা, অতএব প্রণাম। এই সিকোয়েন্স ফলো করলে টেকনিক্যালি পায়ে হাতটা ঠেকানো ই উচিত , কিন্তু তবু অস্বস্তি , তবু দ্বিধা, তবু ..

    ঐ ডিলেমাজর্জর মুখে তবু আরো কিছু যে ছিল , সেটা ঐ ঘরের কোণার সোফায় বসে থাকা এক অষ্টম বর্ষীয়া বালিকা কিন্তু ঠিক ঠাহর করেছিল।
    কিন্তু করলেও,হায়, সে এক্সপ্রেশনের কি নাম দেওয়া যায়, তা সে সেদিন জানতো না।

    কিন্তু এরপর সে যা দেখলো তা পুরো ছবি তুলে মনে রাখলো। তা হল, কিশোরীর পরবর্তী অ্যাকশন ও তার দাদার রিঅ্যাকশন।
    দ্বিধা কাটিয়ে কিশোরী যখন পেন্নাম ঠুকবে ডিসাইডেড, মাথা নত হয়েই গেছে প্রায়, হাত ও প্রায় পা ছুঁই ছুঁই, কিশোর দিল পেল্লায় এক উল্লম্ফন। সেই লাফে অ্যাথলেটিক স্কিল ছাড়াও আরো কিছু ছিল তো বটেই, কিন্তু ঐ, ঐ এক ই কেস, তার ও কি নাম দেওয়া যায় বালিকা সেদিন জানতো না। :(
    তবে কিছু যে ছিল,হুঁ হুঁ বাবা, তা সে দিব্বি বুঝেছিল। আট বছর বলে আন্ডারএস্টিমেট করবেন নাকো মোটে।

    তাই আরো বছর কয়েক পরে, বালিকা যখন প্রায় কিশোরী হবো হবো, তখন দাদার গানের কালেকশনের ডায়রি হাঁটকাতে গিয়ে ( যা কিনা সে প্রায় ই করে থকাতো , অবশ্য ই দাদার অজান্তে) কয়েক পাতা জোড়া সেদিনের ঐ কিশোরীর নামের একটি অপভ্রংশ দেখতে পেল, সে সেদিন মোটেও অবাক হয়নি।

    এরপর একদিন তার মা যখন বল্লেন, ঐ মেয়েটিকে তাঁদের বেশ লাগে, তোর বৌদি হলে হয়, তাই না? সেদিন ও এক সদ্য কিশোরী মনে মনে খুব হেসেছিল যাহোক ! আর মুখ বেঁকিয়ে বলেছিল, ঐ মনে মনেই অবিশ্যি। থাক থাক ! আমাকে আর বোঝাতে হবে না, তোমাদের পছন্দ না দাদার পছন্দ ! :)(যদিও মূলত: মা বাবার পছন্দে বিয়ে এই ভার্শন টাই পরে অফিসিয়ালি সার্কুলেটেড হয়েছিল, আত্মীয় -পরিজনের কাছে এবং যাঁরা ঘাসে মুখ দিয়ে চলেন, তাঁরা তা বিশ্বাস ও করেছিলেন)

    তবে, আরো কয় বছর পরে সেই কিশোরী যখন একদিন , ঐরকম ই কোনো অক্টোবরের মধ্যবেলায়, তার বান্ধবীর বাড়ি বেল বাজিয়েছিল...
    রিনিদের বাড়ি সেবার অন্য সবার বিজয়া করা আগেই হয়ে গেছে, পুজোয় বেড়াতে গিয়ে ওর একার ই সব মিস হয়ে গেছিল, পুজোর ছুটির হোমওয়ার্কের সাথে তাই পেন্নাম ঠোকার ও মস্ত ব্যাকলগ। তার উপর অন্যান্য বারের মত আর দল বেঁধে ও করার সুযোগ নেই :(
    তাই, সেদিন যখন বেল বাজালো, সেদিন সে একা। তারপর তার পরের ঘটনা গুলো লিখলে স্থান-কাল-পাত্র-পাত্রী বদলে পুনরাবৃত্তি হয়ে যাবে। শুধু একটা ব্যাপার বাদে। ঐ এক্সপ্রেশনের কি নাম দেওয়া যায়, সেটা বোধহয় সে বুয়েচিল :)
    ও, আরো একটা ব্যাপার বাদে। হিস্টরির রিপিট টেলিকাস্ট সবসময় থোড়াই হয় ! কোনো মধুরেণ সমাপয়েৎ টয়েৎ তো হয় ই নি, বরং বলা যেতে পারে যে ফুল না ফুটিতেই ঝরিল ধরায় ইত্যাদি প্রভৃতি।

    কিন্তু সেসব কোন কথাই না।
    এত হ্যাজানোর মরাল একটাই :

    পেন্নামকে হ্যাটা করতে হয় করুন। কিন্তু এর কোল্যাটারাল বেনিফিটগুলো নিয়ে দুইবার ভাবুন। বাস।
  • nitai | 66.57.226.145 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ০০:৪৭423126
  • দিপুভাই, কাল স্কুলের মেশিন ছিল।ওগুলো ই বাঙলা লেখা যায় না। :((
    পাই দি, রিনি দের বাড়ি যাওয়া থেকে কিশোরী র ফুল উপাখ্যান 'ভাঙ্গা প্রেম' থ্রেড এ চায়।

  • Du | 65.124.26.7 | ০৪ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৪423127
  • কদিন ধরেই পাইয়ের সেই 'তখনকার' টাইমলেস লিজেন্ড হয়ে যাওয়া লেখাটার কথা মনে পড়ছিল। কিন্তু সে বোধহয় ভাটিয়ালিতেই বয়ে গেছিল , না?
  • pi | 72.83.80.253 | ০৬ সেপ্টেম্বর ২০০৯ ১৪:১১423128
  • বৎস নিতাই, প্রেমের আগে ভাঙ্গা বসতে গেলে তারো আগে প্রেমটা তো হতে হবে!
    অতএব ঐ টই তে নো টই-টই। :)

    আর দুদি কেবল ই ধাঁধার জন্ম দ্যায়! :(

  • rokeyaa | 203.110.243.22 | ০৬ সেপ্টেম্বর ২০০৯ ১৬:১০423130
  • এগুলো তো ন্যানোর মতন, "হলেও হতে পারতো প্রেম'। সেগুলোর জন্যেই নাহয় একটা সুতো থাকুক।
  • M | 59.94.2.137 | ০৬ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৯423131
  • খুলে দিলুম..............
  • roy | 121.243.114.162 | ১১ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৩০423132
  • ক্যানো বাওয়া, সামান্য পেন্নাম নিয়ে এত কচালি কিসের? simple ব্যাপার - ঝন্‌জ্‌হাট minimize করো। আমি একবার সুন্দরী শালী-কে পেন্নাম করে ফেলেছিলাম ঐ প্রসেস-এ। OK। ঠাকুমা-র বন্ধু পাশের বাড়ি-র মুসলমান দিদা-কে পেন্নাম করলে ভীষন আদর করে মিষ্টি খেতে দিতেন। জাতে হাত যাতে না পড়ে তাই জলের বদলে শরবত!
  • পাই | 138.231.237.4 | ১৭ মে ২০১২ ১০:১১423133
  • নিচের সাইটের লেখাটা কদিন আগে চোখে পড়েছিল। আজ অন্য টইটা দেখে মনে পড়ে গেল। ঃ)

    আমি বিশেষ করে এই ৪১ দিনের প্রার্থনা আর পা ই নাক, এই দুটো বিষয় নিয়ে ফান্ডা পেতে ইচ্ছুক। বোধিবৃক্ষ মহারাজ/মাতাজী কি এখানে একটু পদধূলি দেবেন আর এনিয়ে একটু আলোক দেবেন ?

    http://www.siddhaashram.com/2011/05/pada-namskhar-bowing-touching-feet-is.html

    Energy is lost when we do Padanamaskhar.Our Energy flows in to the person whose feet we touch.And his Energy flows into us.This will create Karmic bond/effects.Vasanas(Inclinations) will result.One cannot see the vibrations but experience will reveal this.Hence avoid this Padanamaskhar.You can join palms and salute.Touching the feet of another will drain your energy. And to get back this energy,even prayer of 41 days will not suffice.....What is Feet?
    This is not what we have so far learnt or understood. But we have to salute by touching or holding the Feet.That Feet is actually Nose..there lies the two feet of Ida and Pingala..
  • kc | 204.126.37.78 | ১৭ মে ২০১২ ১০:১৭423134
  • পাই আগে কি সুন্দর লিখত। তাই না?
  • অপু | 132.248.183.1 | ১৭ মে ২০১২ ১০:৪৩423135
  • আহা, এখন বেচারী লেখার সময় পায় না। এত কাজ.....
  • একক | 24.96.63.178 | ১৭ মে ২০১২ ১১:৪১423136
  • পায়ে হাত দিয়ে প্রনাম করি এবং প্রনাম নি .ছোটদের প্রতিনমস্কার করি. এ নিয়ে কোনো চাপ নেই . সতাসত ,ভালো,মন্দ,গায়ে গন্ধ নির্বিশেষে প্রনাম করে থাকি. ছোটবেলায় খুব বাছবিচার করতুম ওসব . বয়েসের সঙ্গে বুঝেছি : আমি করছি এটাই ব্যাপার , শালগ্রাম শিলা কে না জওয়ান শীলা কে .... হার্ডলি ম্যাটার্স .
    প্রনাম নেওয়ার ক্ষেত্রেও জানি , ওরা কেও আমাকে প্রনাম করছেনা .
  • harmad | 132.248.183.1 | ১৭ মে ২০১২ ১২:৩২423137
  • দিদির থেকে পারমিশন না নিয়ে বলতে পার্বো না প্রণাম করা উচিত কি না
  • কাজু | 131.242.160.180 | ১৭ মে ২০১২ ১২:৪৫423138
  • জওয়ান শীলাকেও প্রণাম !!! আর চিকনি চামেলীকে? ওফ ভাবতেই কারেন্ট লাগল মশাই !
  • বোধি | 151.0.10.46 | ১৮ মে ২০১২ ২২:২১423139
  • আমি ডাক্তার নই । তবে আধ্যাত্মিক বই পড়ে যতটা জেনেছি

    স্বাভাবিক মৃত্যুর সময় ডান পায়ের বুড়ো আঙ্গুল টাই নাকি সবশেষে অবশ হয় । যদিও আমি পরীক্ষা করিনি ।

    এখন যদি কোন মানুষের দেহে অতিরিক্ত শক্তি জমা থাকে (i mean powerful man der jonno), তবে আমি যদি তাঁর ডান পায়ের বুড়ো আঙ্গুল আমার দুই ভ্রুর মাঝে রেখে স্পর্শ করি তবে ঐ ব্যক্তির +ve force, I mean তাঁর ভাল জিনিস আমার দেহে চলে আসবে।

    এবং যদি তাঁর বাম পায়ের বুড়ো আঙ্গুল আমার দুই ভ্রুর মাঝে রেখে স্পর্শ করি তবে আমার -ve force, I mean আমার অনেক খারাপ জিনিস ঐ ব্যক্তির শরীরে চলে যাবে ।

    এ ছাড়া প্রনামের আর কোন মহত্ত্ব নেই । তবে সবই নির্ভর করছে আপনি যাঁকে প্রনাম করছেন তাঁর ক্ষমতার উপর ।

    আধ্যাত্মিক দিক বাদ দিয়ে ব্যক্তিগত পছন্দের কথা বললে আমি কারোর পা এ হাত দিয়ে প্রনাম অপছন্দ করি ।

    @যিনি আমাকে এখানে ডেকে এনেছেন, আমার পরীক্ষা আছে। সুতরাং বিদায় নিচ্ছি ।
  • PT | 213.110.246.230 | ১৯ মে ২০১২ ১২:৪১423141
  • সমস্যা কোথায়? সাহেবরা করমর্দন করে বলে সেটা বেশী "প্রগতিশীল" এবং বাঙালীর কাছে বেশী গ্রহণযোগ্য?
  • সিকি | 132.177.163.144 | ১৯ মে ২০১২ ১২:৫৬423142
  • বোধিকে দেখে মাইরি আমার সেই পড়োসনের সুনীল দত্তকে মনে পড়ে যাচ্ছে। গাঁতিয়ে আধ্যাত্মিকতা আর ব্রহ্মচর্যের বই রগড়ে যাচ্ছে কোমরে গামছা বেঁধে, এদিকে সিপিয়েমের চক্রান্তে চাদ্দিকে সায়রাবানুরা নেচে বেড়াচ্ছে।
  • bhulabhaala | 127.200.95.76 | ১৯ মে ২০১২ ১৩:১৫423143
  • সিকি অনেকদিন বেড়ু বেড়ু করতে যায় না আর তাতে করে ভালোভালো লেখা আর ছবি দেখতে পারছিনা।
  • lcm | 79.236.166.67 | ১৯ মে ২০১২ ১৩:১৮423144
  • ব্যাক পেইন না থাকলে, নীচু হয়ে প্রণাম ভালো এক্সারসাইজ।
  • পাই | 82.83.81.233 | ২০ মে ২০১২ ১০:৪২423145
  • এই 'অতিরিক্ত শক্তি' কী দিয়ে মাপা হয় ?
  • অপু | 24.99.106.50 | ২০ মে ২০১২ ১১:১৬423146
  • ঘোড়া দিয়ে । যাকে বাংলায় বলে হর্স পাওয়ার
  • কল্লোল | 125.184.90.58 | ২১ মে ২০১২ ০৬:২৫423147
  • কখনো কখনো কাউকে কাউকে প্রণাম করতে ইচ্ছে করে। গত শনিবার, এখানে এক বন্ধুর বাসায় গান হলো। অনেকের সাথে এসেছিলেন এক মহিলা, সত্তর ছুঁই ছুঁই। গানের পর উনি এসে ওনার ভালো লাগার কথা জানাচ্ছিলেন। ওনাকে প্রণাম করছিলাম, মানে, না করে পারিনি। উনি আমায় বুকে জড়িয়ে ধরলেন। ওনার হাত আমার পিঠের বুলিয়ে দিচ্ছিলেন। এতো ভালোবাসাময় স্পর্শ বহুদিন পাইনি।
    ওনার বাংলা শুনেই মনে হলো উনি অহমের। পরে জানলাম উনি বোরো রাজবাড়ির কন্যা, বিবাহসূত্রে গোয়ালপাড়ার রাজবাড়ির বউ।
  • sosen | 125.241.78.166 | ২১ মে ২০১২ ০৮:১৯423148
  • উফ পেন্নাম নিয়ে কি প্রবলেম? আমার মনে থাকলেই পেন্নাম ঠুকে দি। আর এখন ওই ভালো মন্দ উচিত অনুচিত মনে পড়ে না। প্রণাম নেওয়ার লোক জন হুস হুস করে পিত্থিবি থেকে কেটে পড়ছে। কল্লোলদার ৬ টা পঁচিশে ক্ক। অনেক সময় দীর্র্ঘ স্নেহস্পর্শহীন একা থাকার পর এতটুকু ছোঁয়া তেই ভিতরে শ্রাবণ ঝরে। আমার এক মাতৃহীন স্কুলের বান্ধবী আমার মা কে এসে বারংবার প্রণাম করত, মা একটু জড়িয়ে ধরবে সেই লোভে।
  • sosen | 125.241.78.166 | ২১ মে ২০১২ ০৮:২৪423149
  • আর বোধি র হিসেব অনুযায়ী মমতা কে কেউ এট্টু স্বেচ্ছাসেবক হয়ে ওই স্পেসাল পেন্নাম ঠুকবে কি? ওই যে ভুরু আর আঙ্গুল এর ফান্ডা দিয়ে। তাতে ধরুন গিয়ে মমতার সব নেগেটিভ ব্যাপার বেরিয়ে গেল। তারপর ধরুন গে যিনি নিলেন তার কাছ থেকে অনেকে ভাগ করে নিল। তাতে নেগেটিভ কমে নেগলিজিবল হয়ে যাবে। দিব্বি প্রসেস। এতদিন কেন জানতাম না?
  • Tim | 108.249.6.161 | ২১ মে ২০১২ ০৮:৪৪423150
  • শুধু নেগেটিভ বের করে নিলে কি হবে? পজিটিভও তো বাড়ন্ত। সবাই মিলে কিছু কিছু করে পজিটিভ দান করলে তবে নাহয় একটা ভালো কিছু হবে।
  • কল্লোল | 129.226.79.139 | ২১ মে ২০১২ ০৯:০১423152
  • খেয়েছে। তবে তো মমতার অন্যদের প্রণাম করতে হবে। সে কি কেউ নেবে? মানে, পজিটিভ মানুষেরা!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন