এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • ইজুশ অন্তি অর্কর এর গওঅ গন

    T
    গান | ১৮ নভেম্বর ২০০৯ | ২৫২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | 125.18.104.1 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৬:৫২429784
  • রেগে গেলে গান শোনা বা বোঝা কোনোটাই হয় না। অ্যাট ম্যাক্স সামান্য গণসঙ্গীত হতে পারে। ;-)

    ক্যাসেট কোম্পানির লালবাতি জ্বালানো বন্ধ করতে তো মুন্না আজিজ, সাবিরকুমার বা নরেন্দ্র চঞ্চল চিরকাল ছিলেন, আছেন ও থাকবেন। খামোখা রবীন্দ্রসঙ্গীত ছাপাবার কি দরকার?
  • Souva | 203.141.92.14 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৫429785
  • অমন খাপে খাপে রাগ-রাগিণীর আনাগোণা দেখে বা শুনে রেগে না গিয়ে উপায় ছিলো না!

    ঐ সেই বাঘা বলেছিল না, "বাপরে! কি গমক!' সেই রকম।
  • Souva | 203.141.92.14 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৮429786
  • নাহ,কেবল আমার মতো মুর্খ মানুষরাই মুন্না আজিজ বা নরেন্দ্র চঞ্চলের গান শোনেন আর দাদু-গান কেবল প্রচন্ড সঙ্গীতম্মন্য ব্যক্তিরা শোনেন, এটা তো ঠিক বাস্তবচিত্র নয়, তাই বলছিলুম।
  • Blank | 170.153.65.102 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:০২429787
  • সাহানা বাজপেয়ী আমারো ভালো লেগেছে শুনে। ভুমির রবীন্দ্র সংগীত কয়েকবার শোনার পর ভালো লাগতে শুরু করে, একটু ভয়েস গুলোর সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হয়।
    অনেক দিন আগে, পরশপাথর কিছু এক্সপেরিমেন্ট শুরু করেছিলো, সেগুলো মনে হয় রিলিজ হয়নি কোনোদিন। সেই সময় যে কটা শুনেছিলাম, সেগুলো বেশ ভালো লেগেছিলো। ভুমির থেকে বেশী ভাল কাজ বলে মনে হয়। কিন্তু সে অনেক যুগ আগে। এক যুগ হয়ে গেলো ...
  • . | 125.18.104.1 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:০৪429788
  • সাধারণ শ্রোতার ভালোবাসাই যদি গায়ক গায়িকার ভালত্বের মাপকাঠি হয়, তো সেই মাপকাঠিতেও পী:কা:স: মনে হয় না পাশ করেছেন। সঙ্গীতপাগলের খুঁৎখুঁতে মাপকাঠিতে তো একেবারেই ফেল। বাকি থাকল ব্যক্তিগত ভালোলাগা। তা নিয়ে তর্ক করা বাতুলতা মাত্র। মল্লিকা সেনগুপ্ত বলেছিলেন তিনি সবার সেরা রবীন্দ্রসঙ্গীত শুনেছিলেন সুবোধের গলায় একটি বিশেষ মুহূর্তে। হতেই পারে। ;-)
  • Blank | 170.153.65.102 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:১০429789
  • এটা ফাইনম্যানের মতন কেস নাকি !!!! ;-)
  • Blank | 170.153.65.102 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:১১429790
  • ভুমির গান শুনলে অজ্জিত দা হেব্বি খচে লাট হবে ;-)
  • Souva | 203.141.92.14 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:১৪429791
  • নাহ, পী:কা:স: করেননি, কিন্তু ইন্দ্রনীল সেন, রেজওয়ানা চৌধুরী বন্যা, অরুন্ধতী হোমচৌধুরী বা এমনকী সন্ধ্যা মুখুজ্জের রবীন্দ্রসঙ্গীতও পাশ করে যায়। এটা বেশ মজার!

    অবিশ্যি আমার বলার কথাটা ছিল অন্য। যে, যদি এমন নিয়ম করা হয় যে গানের গ্রামার না জানলে গান শুনতে পারবে না, তাহলে শ্রোতা খুঁজতে গাঁ উজাড় হয়ে যাবে।
  • . | 125.18.104.1 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:১৫429792
  • এতগুলো কথা বলছি কারণ এনার গান নিয়ে একসময়ে রীতিমত চর্চা করেছি। তখনও পী:কা:স: পী:কা:স: হন নি। নাগেরবাজারে আমাদের খুব পরিচিতজনের বিবাহবাসরে গান গেয়েছিলেন। তার কয়েক বছর পর লোকে খুব হৈচৈ শুরু করল। আমরাও পয়সা দিয়ে ক্যাসেট সিডি কিনলাম। টিকিট কেটে অনুষ্ঠান দেখলাম ("দেখা" শব্দটা এখানে সুপ্রযুক্ত। ব্যঙ্গার্থে বলছি না)। বন্ধুবান্ধব মিলে আলোচনা করতাম। শুনতে শুনতে এমন অবস্থা হল যে নিজেদের আড্ডায় ওনার গানের মিমিক্রি করতাম। কিন্তু বহু চেষ্টা করেও ওনার সপক্ষে একটা কেস দাঁড় করাতে পারলাম না। তারপর হাল ছেড়ে দিলাম। :-)
  • dukhe | 122.160.114.84 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:১৮429794
  • দাদা, রাগারাগি না। সঙ্গীতপাগলের খুঁতখুঁতুমিতে কেই বা পাশ করবে ? শৈলজারঞ্জন তো মোহরকেও বকেছিলেন ।
  • Souva | 203.141.92.14 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:২২429795
  • আর গানের/ছবির/সিনেমার/কবিতার ব্যাপারে ব্যক্তিগত ভালোলাগা ব্যতিরেকে আর কিছু আছে কী? মানে কোনো ইউনিভার্সাল রুল যে এইভাবে গাইলে/লিখলে/আঁকলে তা সেরা হতে বাধ্য, তা আমার-আপনার ভালো লাগুক চাই না লাগুক?

    শুনি যে গখের আঁকা দেখে তৎকালীন শিল্প-সমালোচকরা বলেছিলেন যে এ তো আঁকার "আ'-ও জানে না! তবু উত্তরকালে কোথা হইতে যে কী হইয়া যায়...

    আসলে, গুটিকয়েক সমালোচক (যাঁরা সবকিছু জানেন) যেগুলি শুনে বা দেখে বলবেন যে এগুলি ভালো, সেইগুলি আমদের নতমস্তকে ভালো বলে মেনে নিতে হবে। মানেবই মুখস্থ করার মতো। তো, সেটাও সেই ব্যক্তিগত ভালোলাগাই হল, তবে আমার-আপনার নয়, সমালোচকদের।

    ঐ যে দাদু লিখে গ্যাছেন-- "জানি নাই গো সাধন তোমার বলে কারে'। বাই দ্য ওয়ে, এই গানটা দেবব্রত আর পীযূষকান্তি উভয়ের গলাতেই চমৎকার।
  • . | 125.18.104.1 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:২৩429796
  • শৌভবাবু রেগে যাচ্ছেন।

    হয় সাধারণ শ্রোতার দরবারে পাশ করতে হবে। যেখানে ইন্দ্রনীল সেন পাশ করছেন। আমার তাতে প্রবল আপত্তি থাকতে পারে। কিন্তু উপায় কি?

    নয় তো সঙ্গীতের খাসমহলে পাশ করতে হবে। সেখানে আবার কনক দাস, মালতী ঘোষাল থেকে শুরু করে ঋতু গুহর মত প্রবল দাপুটে শিল্পীরা বসে আছেন। সেখানে পাশ করাও বেজায় কঠিন। কিন্ত ঐ একই কথা। উপায় কি? :-)
  • . | 125.18.104.1 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:২৮429797
  • না, সেরা হবার কোনো ইউনিভার্সাল রুল নেই। কিন্তু কিছু মিনিমাম কমন রিকোয়ারমেন্ট আছে। গানের ক্ষেত্রে তো আছেই।
  • Arijit | 61.95.144.122 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:২৯429799
  • সাধারণ শ্রোতার দরবারে তো শ্রেয়া ঘোষালও প্রায় লেটার মার্কস - ভাইগ্য ভালো উনি এখনো "শ্‌জানি নাই কো ষাধন তোমার' গাননি।

    কান বন্ধ করে থাকলেই হল;-)
  • dukhe | 122.160.114.84 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:২৯429800
  • ইন্দ্রনীল পাশ করেছেন আর পীকাস করেননি এই সিদ্ধান্ত কীভাবে হল ?
    ফুটকিকে প্রশ্ন - পীকাস কে যদি এতই অপছন্দ তো এত চর্চার মধ্যে গেছেনই বা কেন ?
  • Souva | 203.141.92.14 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:২৯429798
  • আরেকটা কথা, দ্বিজেন্দ্রলাল ও তৎকালীন বাঙ্গলা সঙ্গীতের পন্ডিতরা রবীন্দ্রসঙ্গীত শুনে নক সিঁটকোতেন, বলতেন যে এ না কি গান-ই নয়, সুর-টুর কিস্যু নাই, কেবল কোবতে।

    এই সেদিন সুনীল গাঙ্গুলির একটা লেখায় পড়লাম। একবার ফৈয়াজ খাঁ (না কি বড়ে গুলাম আলি খাঁ?) কলকাতায় এসেছেন, একটি জলসায় গান গাইবেন। তো সুনীল-শক্তি ভিড়ে গ্যাছেন উস্তাদের সঙ্গে। রাতে একসঙ্গে পান করেছেন। ও পান করে শক্তি খুব দরদ দিয়ে একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। সবাই ভাবছে এবার উস্তদ প্রশংসা করবেন। তো তিনি বললেন, এ তো খুব ভালো কবিতা, শায়েরী, কিন্তু সুর কোথায়? তান কোথায়?

    তো এই হল কিস্‌সা।
  • dukhe | 122.160.114.84 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:৩২429801
  • আশা ভোঁসলে ঊষা উথথুপ গাইলে শ্রেয়া ঘোষাল আর কী দোষ করল ?
  • Souva | 203.141.92.14 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:৩৩429802
  • না না, আমি মোটেই রাগছি না। শুধু বক্তব্য একটাই-- সবাইকে কনক দাশ বা ঋতু গুহ-র মতো করেই গাইতে হবে এই মাথার দিব্যিটি কে দিলে? জর্জ বিশ্বাস তো শন্তিদেব ঘোষ বা সুবিনয় রায়ের মতো করে গাননি। তবুও জর্জ বিশ্বাস খাসমহলেই আছেন বলে মনে হয়। তো নিজের মতো করে নিয়ম বানালেই বা ক্ষতি কী? খাসমহল কি কারো বাপের জায়গির?
  • . | 125.18.104.1 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:৩৪429803
  • স্বাভাবিক। শক্তি মাল খেয়ে বেসুরে হেঁড়ে গলায় গান গেয়েছিলেন। ;-)

    এর উল্টো কিস্‌সাও সুনীল জানবেন। উস্তাদ আমীর খাঁ সাহাব হেমন্তবাবুর গানের প্রবল ভক্ত ছিলেন। মাঝেই মাঝেই বলতেন- আপনার মত যদি গাইতে পারতাম। তো হেমন্ত বললেন- সে কি খাঁসাহেব? আপনার মত সঙ্গীতসম্রাট এই কথা বলছেন? ছি ছি। লজ্জা দেবেন না। আমীর খাঁ বলেছিলেন- সুর তাল লয় সবই তো হল। কিন্তু আপনার মত মানুষকে ছুঁতে পারলাম কই?

    তো বক্তব্য হল- পী:কা:স: এই দুই বর্গের কোনোটাতেই পড়ছেন না। ;-))
  • Arijit | 61.95.144.122 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:৩৫429805
  • দোষ করেছেন কেডা কইলো? পাগলা হাওয়ার বাদল দিনে ঢিনচ্যাক ঢিনচ্যাক হুলাল্লা হুলাল্লা গেয়েও কোনো দোষ করে নাই। আইপড আর হেডফোন থাকতে ভাবনা কিসের?

    ;-)
  • . | 125.18.104.1 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:৩৭429806
  • চর্চা করেছি বলেই তো অপছন্দ। অচর্চিত পছন্দ অপছন্দের মাত্রা কম থাকাই শ্রেয়।
  • Souva | 125.18.104.1 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:৪৫429808
  • না, সুনীলের বক্তব্য অনুযায়ী শক্তি না কি মারাত্মক গেয়েছিলেন। আর অমিতাভ দাশগুপ্তের লেখায় পড়েছি মাল খেলে শক্তি না কি অপূর্ব দাদু-গান গাইতেন। সে অন্য কথা।

    তবে দাদুর সময়ে শাস্ত্রীয় সঙ্গীতের কিরদারেরা রবীন্দ্রসঙ্গীতকে হ্যাটা করতেন, এটা সত্য। এখনো হয়তো করেন, জানি না।

    তবে ঐ বল্লাম যে আমি মনে করি না শিল্পের কোনো ল.সা.গু/গ.সা.গু হয় বলে।
  • dukhe | 122.160.114.84 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:৪৫429807
  • ঘেঁটে দিলেন দাদা । একটা লোকের গান মোটেই পোষায় না - অথচ তার সিডি ক্যাসেট ফাংশনের টিকিট কিনে হাঁড়িমুখ করে শুনছি - পয়সার শ্রাদ্ধ প্লাস নিজের ওপর অত্যাচার - এই কৃচ্ছ্রসাধন স্রেফ ক্লেশের আনন্দে ?
    নাকি এটা বৈরীভাবে ভজনা কেস ?
  • . | 125.18.104.1 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:৫৩429809
  • @দুখে, কোনোটাই নয়। গান শোনার চর্চা অনেক সময়ই শুধু ভালোলাগা-মন্দলাগার দ্বৈতের মধ্যে আটকে থাকে না। সবই তো আর সিপিএম-তৃণমূল নয়। :-))

    @শৌভ, এই সমস্যার কথা প্রথমেই বললাম। আমাদের সঙ্গীত নিয়ে লেখালেখির দায়িত্ব নিয়েছেন কবি-সাহিত্যিকরা। অমিয়নাথ-সুরেশ চক্রবর্তী-কুমারপ্রসাদ-সুধীর চক্রবর্তীর মত বিরল কিছু মানুষ বাদ দিলে সব কিছুই সাহিত্যের অন্তর্গত হয়ে যায়। অথবা যে সব কবি সিরিয়াসলি গানের চর্চা করেছেন, যথা শ্রীজাত, গান নিয়ে তাঁদের অ্যানালিটিকাল লেখালেখি চোখে পড়ে না।
  • Blank | 170.153.65.102 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:৫৮429811
  • আচ্ছা, এই rnt স্যারের গান নিয়ে একটু চিন্তা আছে। পুরনো দিনের RNT র গায়কদের গান বেশী ক্ষন সহ্য করে উঠতে পারি না। গায়কী গুলো পুরো কানে কাঁটা ফোটায় কেমন। যেমন জ্যোতিরিন্দ্রনাথ, উমা বসু, দিনু ঠাকুর, কৃষ্ণচন্দ্র। এর মানে কি গান আকাট পুরো? ব্যপার বেশ চাপের।
  • Souva | 125.18.104.1 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৭:৫৮429810
  • @ফুটকি

    আপনার কথা কিয়দংশে ঠিক, তা মানি। তবু, এটা মানি না যে খাসমহলে জায়গা পেতে হলে পূর্বজ গ্রামারবিদদের কার্বন কপি হতে হবে। তাহলে গখ, গোদার, পিকাসো, মোৎজার্ট কলকে পেতেন না। নিয়ম ভাঙার দরকার আছে বই কি।
  • . | 125.18.104.1 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৮:০৬429812
  • নিয়ম ভাঙার দরকার তো অবশ্যই আছে। কিন্তু

    এক, নিয়ম ভাঙতে হলে নিয়মের আনাচকানাচ জানতে হয়। দুই, নিয়ম ভেঙ্গে নতুন নিয়ম তৈরি করার জোর থাকা চাই।

    নিয়ম ভাঙে অনেকেই, কিন্তু নিয়ম ভেঙে নিয়ম তৈরি করেন হাতে গোনা কজন। যাঁদের নাম আপনি করলেন- সেইরকম গোনাগুনতি কয়েকজন।

    রবীন্দ্রনাথের গানে এই তুলনাগুলো একটু স্ট্রেচ্‌ড। কারণ রবীন্দ্রনাথের গানের একটা কোডিফিকেশন আছে। পাশ্চাত্য সঙ্গীতের মত। ধরুন নাইন্থ সিম্ফনি। ইন্টারপ্রিটেশনের স্বাধীনতা অবশ্যই আছে। কিন্তু এক, একটা পূর্বনির্ধারিত কাঠামোর মধ্যে সেই ইন্টারপ্রিটেশন করতে হবে। দুই, কারাজানের ইন্টারপ্রিটেশন এবং পটলবাবুর ইন্টারপ্রিটেশনের কোয়ালিটির ডিফারেন্স থাকবেই।
  • . | 125.18.104.1 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৮:০৭429813
  • জ্যোতিরিন্দ্রনাথের গাওয়া গান কোথায় শুনলি?
  • aka | 168.26.215.13 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৩429814
  • রবীন্দ্রসংগীতের ভালোর জন্য দুটো জিনিষ করা উচিত

    এক, রেডিওতে কলকাতা ক চ্যানেলে ৭:৪৫ থেকে ৮:০০ অবধি যে অনুষ্ঠানটা হয় সেটা অবিলম্বে তুলে দেওয়া উচিত।

    দুই, পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতার মতন গান শেখার স্কুলগুলোতে রবীন্দ্রসংগীত শেখানো ব্যান করে দেওয়া উচিত।

    আমি সব গান শুনতে পারি, এমনকি ফুটকির ইজুশ অন্তি অর্কর মিমিক্রিও (এট্টু টাল্লি ছিলাম বোধহয়, স্মৃতি যখন ঝাপসা তখন সত্যিই ছিলাম), কিন্তু ঐ ওপরের দুটো নয়। শুধু ঐ বিকট রবীন্দ্রসংগীত শুনব না ঠিক করেছিলাম বলেই আজ সিকি আমাকে তবলা নিয়ে উল্টোপাল্টা কিসব টুপি পরিয়ে দিলে, নইলে।
  • Souva | 122.162.69.40 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৯:০৯429816
  • @ফুটকি-বাবু

    তো আপনি বলুন, পীকাস-র গানে কোথায় কোথায় গ্রামার-বিচ্যুতি হয়েছে ও কীভাবে। ও ক্যানো তাঁর নিয়ম ভাঙা (আমার মতে) আসলে নিয়ম না জানার ফলশ্রুতি (আপনার মতে)। আমি, আমার আকাটপনা নিয়েও, একটু বোঝার চেষ্টা করি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন