এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিজে কখন অপমানিত হয়েছেন সেই বিষয় লিখুন

    j
    অন্যান্য | ০৪ নভেম্বর ২০০৯ | ২২৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 12.163.39.254 | ০৭ নভেম্বর ২০০৯ ০১:৪৫431720
  • অ্যাকচুয়ালি ১০০ টাকায় কথা হয়েছিল। কিন্তু নামার পর ম্যাটাডোরওলা ২০০ টাকা চায়। নইলে নাকি সব ফাঁস করে দেবে। সেই সন্ধ্যেবেলায় সে কি কেলো। নেহাৎ রঙ্গন ছিল তাই রক্ষে।
  • tkn | 122.161.165.165 | ০৭ নভেম্বর ২০০৯ ০১:৪৭431721
  • ডিডিদা :-))))

    সায়ন্তন, দুটো আলাদা আলাদা গপ্প, আলাদা আলাদা ড্রাইভার (মনে হয়)
  • Ishan | 12.163.39.254 | ০৭ নভেম্বর ২০০৯ ০১:৫৬431722
  • ধুত ডিডিদার গপ্পোটা ঠিক না। গপ্পটা আসলে এরকম।

    অগাদা রিমিদির প্রেমে পড়েন নাই। পড়েছিলেন কডলিভার তেলের প্রেমে। ছোটো থেকেই পেটরোগা কিনা, বহু বহু বার খেয়েছেন। কিন্তু কোনো নারীর চুলে কডলিভারের সেই পরিচিত গন্ধ? না:। অগাদা প্রেমে পড়ে গেলেন।
  • dd | 122.167.27.178 | ০৭ নভেম্বর ২০০৯ ০১:৫৮431723
  • "চুল তার কবেকার লিভারের ন্যাশা"।
  • Ishan | 12.163.39.254 | ০৭ নভেম্বর ২০০৯ ০২:০৩431724
  • আর ম্যাটাডোর কেসটা এরকম। সেখানে সঙ্গে রঙ্গনদাও আছেন।

    অগাদা (কাঁদো কাঁদো মুখে) : রঙ্গন্দা রঙ্গন্দা।

    রঙ্গন্দা: কি হয়েছে ভাই।

    -- ডেরাইভার দুশো টাকা চায় যে।

    -- তাতে কি? আমি তোর জন্য সব করতে পারি। (ড্রাইভারকে) কই হে এই আমার জামা দেখেছ? দেড়শো টাকা দাম। এইটা তোমায় দিলাম। আর জালিউনি বাপু।

    অত:পর অগাদা ও রঙ্গন্দা গলা জড়াজড়ি করে বাড়ি ফিরছেন। রঙ্গন্দা বলাবাহুল্য শুধু স্যান্ডো গেঞ্জি পরে।

    রঙ্গন্দা: কিরে অগা, তাও কাঁদিস কেন? টাকা তো দিলাম।
    অগাদা: ঠকিয়েছে রঙ্গন্দা। বিলকুল বেইমানি।

    -- কি করবি বল। দুনিয়া জালিম। ড্রাইভরগুলো আরো। ওরা প্রেমের মর্ম কি বুঝবে।

    -- সে কথা কইনি রঙ্গন্দা। ঐ মেয়েটা।

    -- সে আবার কি করল?

    -- আজ। রঙ্গন্দা। ও কডলিভার তেল মাখে নি। ভ্যাঁ।

    অত:পর ক্রন্দন ও মূর্ছা।
  • dd | 122.167.27.178 | ০৭ নভেম্বর ২০০৯ ০২:০৬431725
  • তাও ভালো। ও গো তাও ভালো।
    বাগ্গি র দা বা নেত্তানন্দবাবু ও কড লিভার অয়েল মাখে নি। মা গ্গো।
  • Sayantan | 159.53.110.144 | ০৭ নভেম্বর ২০০৯ ০২:০৭431726
  • :))))))))
  • tkn | 122.161.165.165 | ০৭ নভেম্বর ২০০৯ ০২:০৮431727
  • শুধু ক: লি:র গল্প না এটা। সঙ্গে ডিম আছে। তাকে এমন হেলাফেলা কেন???
  • Sayantan | 159.53.110.144 | ০৭ নভেম্বর ২০০৯ ০২:১১431728
  • অকোদা ডিম হেলাফেলা বানিয়ে খেয়ে ফেলেছে।
  • dd | 122.167.27.178 | ০৭ নভেম্বর ২০০৯ ০২:১৩431730
  • প্লিজ, প্লীজ। প্লীঈঈজ। আর কমপ্লিকেট কইরেন না। প্লিজ।
    ডিম আসলেই সায়ন আর পাল্লিন এসে যায়। শুদু কড লিভারেই থাগেন।
  • tkn | 122.161.165.165 | ০৭ নভেম্বর ২০০৯ ০২:১৬431731
  • কিন্তু ডিম তো আছে, ছিল.. কুসুম... কুসুম, যে বডি অ্যাড করে চুলে, কিন্তু তাই বলে কি কুসুমের মন থাকতে নাই??? তারে বাদ্দিয়ে রামছাগল নিয়ে পল্লেই চলবে??
  • Ishan | 12.163.39.254 | ০৭ নভেম্বর ২০০৯ ০২:১৭431732
  • সেইটা থার্ড এপিসোডে।

    মূর্ছাযাওয়া অগাদাকে সামলাতে না পেরে রঙ্গন্দা রিমিদিকেও ডেকে আনলেন। চোখে মুখে জলের ঝাপ্টা দিয়ে কিছু হলনা। তখন রিমিদি একটু চুল বুলিয়ে দিলেন। ব্যস দেখতে দেখতে কাজ। ধড়মড়িয়ে উঠে বসলেন অগাদা। চোখ স্বপ্নালু।

    রঙ্গন্দা: একি রিমি। ও যে বলল চুলে কল্লিভার তেল নাই। তবে জাগালি কিকরে?

    রিমিদি: কল্লিভার না থাক, ডিম তো আছে। ঐ কাফি।

    সেই ক্ষণে স্বপ্ন ভেঙে জেগে উঠে আবার ডুকরে কেঁদে উঠলেন অগাদা : রিমি রিমি, যে ডিম আমারে কল্লিভার দেবেনা, তাহা লইয়া কি করিব?

    সেই থেকে রিমিদির নাম ভূভারতে মৈত্রেয়ী বলে খ্যাত হল। অগাদা এখনও নিভৃতে ঐ নামে ডেকে থাকেন। বিশ্বাস না হলে জিগিয়ে নিন।
  • Paramita | 63.82.71.141 | ০৭ নভেম্বর ২০০৯ ০৩:৫১431733
  • কেউ অলকে কুসুম না দিও-র নবতর তাৎপর্য নিয়ে এখনো কোনো বক্তব্য রাখেন নি দেখে আমি অবাক হলাম।
  • rimi | 24.42.203.194 | ০৭ নভেম্বর ২০০৯ ০৯:০৪431734
  • ইশান!!!!! এ: পুরাণ টুরাণের গপ্পোগুলো একেবারে বদহজম করেছ দেখছি?
    অগা যদি "যে ডিম কডলিভার দেবে না" ইত্যাদি বলে তাহলে মৈত্রেয়ী নামটা রিমির হয় ক্যামনে? ঐ নামটা তো অগার হওয়া উচিত।
    গল্পে আরো একটু মৌলিকতা আনার চেষ্টা করো :-))))
  • ranjan roy | 117.198.0.234 | ০৭ নভেম্বর ২০০৯ ১০:০৪431735
  • স্যানের সঙ্গে সহমত হইলাম। রিমির বদলা অ্যাদ্দিনে গুরুর পাতায় পূর্ণ হইল। এই প্রতিশোধের মধ্যে একটি কনস্পিরেসি দৃশ্যমান। সন্দেহের তালিকায় ঈশান। সে ই থ্রেড খুলিয়াছে।
    দ্রি কিঞ্চিৎ আলোকপাত করুন।
  • Tim | 71.62.121.158 | ০৭ নভেম্বর ২০০৯ ১৫:২৭431736
  • নাহ্‌ সব জট পাকিয়ে গ্যাছে। এট্টু হেল্পাই।

    পর্ব -১

    নিত্যানন্দবাবুর মনে সুখ নেই। জীবনটা বাস চালিয়েই কেটে গ্যালো! তাও এমন একটা শহরে, যেখানে লোকে বাসের টিকিট ফাঁকি দিতে পাল্লে আর কিছু চায়না। আরে বাবা , চায়নার কথা বলছিনা। ওদের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, তাবলে কি ওদের বাস ড্রাইভার আর আমাদের বাস ড্রাইভার এক হতে পারে? নিত্যানন্দবাবু জানেনও না চায়নায় পাবলিক বাস আছে কিনা। কিই বা আসে যায় এতে ওঁর। ভীড় বাসে বিড়ি মুখে আনমনা হয়ে যান নিত্যানন্দবাবু। অন্যমনস্ক হলে ওঁর গালে টোল পড়ে। অন্য সময় না, শুদু অন্যমনস্ক হলেই। বাকিসময় টোলটা এদিকসেদিক ঘুরে বেড়ায়। মাঠঘাট পেরিয়ে, প্রেমভাঙার স্টপের ধারে গল্প করে।

    পর্ব-২

    গুগ্গার আজ খুবই আনন্দের দিন। আজ সে নামসই কত্তে শিখেছে। খুর দিয়ে নরম মাটিতে আঁচড় কেটে কেটে এইমাত্র লিখে এসেছে নিজের নাম। পড়তে সে অনেকদিন আগেই শিখেছিলো, আজ লেখাটাও শিখে ফেলে মনে তার ভারি ফুত্তি। পালকপিতা দারুব্রহ্মবাবু গুগ্গার সাফল্যে খুশি হয়ে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন। গুগ্গা গুনগুন করে সুর ভাঁজতে ভাঁজতে এট্টু নাচতে যেতেই হিক্কার পা মাড়িয়ে দিলো। হিক্কা পাশেরবাড়ির পোষা মুরগি। গুগ্গার ওপর তার জন্ম ইস্তক খার আছে। আর কিছু না, মাংসের খার। হরিণের মত হিক্কারও মাংসই তার শত্রু। ফ্যাটট্যাট অনেক কম, দামের কথা ভাবলে তো লজ্জায় মাথা কাটা যায়। এমনকি, এমনকি রুগীরাও ওকে নির্ভয়ে খেয়ে ফ্যালে। হিক্কা অনেকদিন ধরেই তক্কে তক্কে আছে, দরকার শুধু একটা সুযোগ। সুযোগ অবশ্য বেশিদূর নেই। অদূরেই দারুব্রহ্মর কাজের টেবিল। সেখানে ক-বি'র দিস্তে দিস্তে খাতা পড়ে আছে। গুগ্গা লেখা কাগজ খেতে বড়ো ভালোবাসে। চমচমের থেকেও বেশি। শালগম ও ছুঁয়েও দেখেনা। অম্বল হয়। চিকেন টিক্কাও খায়, তবে মাসে এক আধবার। চিকেনটা খুবই গুরুপাক। নইলে কবেই হিক্কাকে চিবিয়ে দিতো।

    পর্ব-৩

    একজনের কডলিভার প্রীতির কথা চতুর্দিকে রটে গেছে। সত্যি কি মিথ্যে কেউ যাচাই করেনি, ব্যক্তির কথার আগে সবাই দলের কথাই ভেবেছে। অতএব আর একজনও কনফুজ্‌ড। গুপ্তচরের কথা বিশ্বাস হচ্ছেনা, ঐ বদখত গন্ধে কেউ অ্যাডিকটেড হয়? কিন্তু কলিযুগ প্লাস অংক প্লাস প্রি-গুরু পোস্ট চন্ডালাইজেশনের যুগ, অগত্যা! এরপরও অনেক যদি কিন্তু অথবা আছে, বাস আছে, নন্দন আছে না গেছে ব্রহ্মা জানেন। তাই হয় এবার নয় নেভার বলে উঠে পড়ে একজন। কডলিভারের শিশি খোলে। ঘরেতে ভ্রমর এলো শোনা যায়, নেপথ্যে।

    পর্ব-৪

    একজন অঙ্ক করছেনা মোট্টে। খালি কবতে। আর কিসব লাইন, যেন কেয়ো কার্পিনের অ্যাড। কডলিভার নিয়ে যাচ্ছেতাই খিল্লি হচ্ছে, এমনকি কেউ কেউ বলছে ডিমের কুসুমও নাকি ভালোবাসে। কুসুমের মন নাই, সেতো সবাই জানে, ক্লিশে। কিন্তু কুসুমে যে স্যাচুরেটেড ফ্যাট আর কোলেস্টেরল আছে, তার ব্যালা? এইসব নিয়ে দ্বিধাবিভক্ত এক মানবসন্তান, অনেকটা, অনেকটা ক্যানো, প্রায় পুরোটাই কুরুক্ষেত্রের অর্জুনের মত। হাতে শুধু পেনসিল। কাল ক্লাস কেটে সিনিমা যাওয়ার কথা, এদিকে আজ এই প্রবল অপরাধবোধ। এইভাবে, এইভাবেও কি হয়?

    এইবারে আপনেরা এসেমেস কত্তে শুরু করুন। অপশন তো জানেনই। প্রথম দশজন সঠিক উত্তরদাতাকে ডিডিদা রেঁধে খাওয়াবেন। পাঁটার কমপ্লেক্স কারি। ইস্পেশাল ডিশ, অংকপ্রিয় লোকেদের জন্য।

  • dd | 122.167.9.154 | ০৭ নভেম্বর ২০০৯ ২৩:০৬431737
  • পর্ব - ৫

    আমি তো সামান্য মাছ। গায়ে আঁশ। জলে থাকি। গেঁড়ি খাই, গুগলি খাই, সামুদ্রিক কেঁচো খাই। সাব অল্টার্নের চুড়ান্ত। তো, টিমবাবু আমারে আর পুঁছবেন ক্যানো? রামছাগোল আর মুগ্গীর ধারে কছেও কি আমি থাকি ? আমি কি আর মাঠে ঘাটে ঘুরি? কেঁউ কেঁউ। ফোঁৎ ফোঁৎ।

    আমার চোখের জলে অতলান্তিক সাগর আরো লোনা হয়।("আমার যে দিন ভেসে গ্যাছে এ এ চোখের জল এ এ ")

    আমার ইশকুলের নাম দধিচী ডাকনাম খ্যাও। আমি অকাতরে দান কল্লেম আমার জীবন, আমার পরম প্রিয়, বড়ো আদরের লিভারটিরে। ক্যানো? না, য্যানো লিভার চিপে ত্যাল বার করে বোতোলবন্দী হয়। বোতোল, ও গো বোতোল। তুমি যাও সুন্দুরীর ঘরে। সে য্যানো চুলে মাখে। ঠাকুর, প্লীজ তার চুলে দ্যাও মাস্কেল। ছড়িয়ে দ্যাও আমার লিভার ছ্যাঁচা ত্যালের কস্তুরী গন্ধ।

    তাহারা সুখে থাকুক।

    ইতি

    কড
  • Du | 72.64.99.86 | ০৭ নভেম্বর ২০০৯ ২৩:১১431738
  • :)))) ওফ, চার থাক কেকের ওপর চেরি ( রামসহ)
  • Tim | 71.62.121.158 | ০৭ নভেম্বর ২০০৯ ২৩:১৭431739
  • ডিডিদার পা একদিন সুপার সেন্সিটিভ হয়ে যাবে। এত ঘন ঘন ধুলো নেওয়ার জন্য। সময় থাকতে পাখোশ পরে নিন। :-)))
  • Du | 72.64.99.86 | ০৭ নভেম্বর ২০০৯ ২৩:২১431741
  • পায়ে গোলমরিচ দিয়ে রাখেন বরং। ছেলেপুলেরা কম জ্বালাবে :))

    আরেকটা কোশ্চেন ছিল। জানি মামুর একটু ময়ের প্রতি টাল আছে, কিন্তু মৈত্রেয়ী নাম্‌টা নিভৃতে ডাকার পক্ষে কি একটু বেশি গম্ভীর নয়?
  • san | 123.201.53.4 | ০৭ নভেম্বর ২০০৯ ২৩:২২431742
  • দু দির কমেন্টে ক :-)
  • san | 123.201.53.4 | ০৭ নভেম্বর ২০০৯ ২৩:২৪431743
  • মানে, কেক ও চেরির কমেন্টে ক।

    মৈত্রেয়ীকে তো শর্ট করে মই বলে ডাকা যাবে :-)
  • I | 59.93.211.120 | ০৭ নভেম্বর ২০০৯ ২৩:৩২431744
  • না:, তা কেন? মতু বলে ডাকলেই চলবে। মতু ছাগলাদ্য ঘ্রেতটা একটু ইদিকে বাড়াও তো... মতু, সোমরসে বড় বাল্লি মেশাচ্ছে দোকানদার...মতু,দধীচিত্যালে দ্রিশেসন, ভ্যাঁ!!!
    অগাদা'র আজানুলম্বিত কচি দাড়ি বেয়ে টপটপিয়ে জলের ধারা নামে। মৈত্রেয়ীদি অমৃতের কড়া কেরোসিন স্টোভ থেকে নামিয়ে তড়বড়িয়ে দৌড়ে আসেন।
  • tkn | 122.161.165.165 | ০৭ নভেম্বর ২০০৯ ২৩:৩২431745
  • তাইলে তো সে বালক আর কখোনো গাছে চড়তে পারবে না। পাছে কেউ মই কেড়ে নেয়!
  • I | 59.93.211.120 | ০৭ নভেম্বর ২০০৯ ২৩:৩৭431746
  • ছি:, অগাদা'রে এমন অপমান? আপনি ভাবলেন কী করে, সে বালক মই ফেলে গাছে চড়তে চায়? মই-ই কি অগা'দার পথ, পথের প্রান্ত নয়?
  • dipu | 59.164.189.232 | ০৭ নভেম্বর ২০০৯ ২৩:৪০431747
  • মতু ক্যামন য্যানো ব্যাটাছেলেদের নাম। মতি। মতি।
  • Ishan | 173.26.17.106 | ০৭ নভেম্বর ২০০৯ ২৩:৪৩431748
  • রিমিদি কি নজ্জায় লাল হয়ে গেলেন? ;)
  • hihi | 131.95.30.233 | ০৭ নভেম্বর ২০০৯ ২৩:৪৪431749
  • মিতিয়াই
  • aka | 24.42.203.194 | ০৮ নভেম্বর ২০০৯ ০০:০২431750
  • ইয়ে মতি নামটা বেশ পছন্দ হইসে। ডাকার পক্ষে ভালো বেশ একটা পুষ্যি পুষ্যি ভাব আছে। :)
  • rimi | 24.42.203.194 | ০৮ নভেম্বর ২০০৯ ০০:০৪431752
  • উঁহু লাল নয় বেগুনী। :-(((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন