এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিজে কখন অপমানিত হয়েছেন সেই বিষয় লিখুন

    j
    অন্যান্য | ০৪ নভেম্বর ২০০৯ | ২২৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 12.163.39.254 | ০৪ নভেম্বর ২০০৯ ২০:৩৬431645
  • প্রথম অপমানিত হলাম জন্মাবার পর। মহিলা নার্সের সামনে টোটাল ন্যান্টুপুটু। কোনো মানে হয়?

    তারপর থেকে সমানে চলছে। :(
  • kc | 89.203.49.18 | ০৪ নভেম্বর ২০০৯ ২০:৪৬431674
  • ঈশান কিন্তু একটা লোপ্পা ক্যাচ দিয়েছে। কেউ ধরবে না?
  • Ishan | 12.163.39.254 | ০৪ নভেম্বর ২০০৯ ২০:৪৮431685
  • কি সব লোকজন। সরল মনের আর কোনো মূল্য রইলনা গো পৃথিবীতে। :(
  • tkn | 122.173.185.75 | ০৪ নভেম্বর ২০০৯ ২১:১৫431696
  • এতে অপমানিত হওয়ার কি আছে??? লজ্জা পাওয়ার ব্যাপার থাকতে পারে কিন্তু অপমান কিসের? তার পর থেকে কতোবার অনিচ্ছায় বা অজান্তে এমন হয়েছেন এটা আর জিগাচ্ছি না, ধরে নিলাম বহু বহুবার :-))
  • ranjan roy | 117.254.16.124 | ০৫ নভেম্বর ২০০৯ ০০:০৫431707
  • apomaanitohaledekhaaiJeapamaanaTaabujhateipaarini, aamietoibokaa.
  • lcm | 128.48.7.208 | ০৫ নভেম্বর ২০০৯ ০০:১৭431718
  • আশির দশক... মাইসোর বেড়ানো... মিউজিয়াম/রবি বর্মা-র পেইন্টিং ... ইত্যাদি ঘুরে ক্লান্ত, ক্ষুধার্ত অবস্থায় লাঞ্চ সারতে একটা হোটেলে ঢোকা হল। বোর্ডে খড়ি দিয়ে লেখা, থালি মিল - x টাকা। একটি ছেলে অর্ডার নিতে এলো। অর্ডার দেওয়া হল মিলের। খানিক বাদে সে এক গ্লাস দুধ নিয়ে এলো। ওহ সে কি অপমান, আমায় কিনা দুগ্‌ধপোষ্য নাবালক ভাবল শেষে। পয়সা দিয়ে এক গ্লাস দুধ কিনে খাওয়া, তাও যদি বাদাম মিল্ক বা মিলকোজ্‌ টাইপের ড্রিংক হত।
  • a x | 76.247.246.200 | ০৫ নভেম্বর ২০০৯ ০২:৩১431729
  • দুধ?? শিওর ওটা বাটারমিল্ক না? ক্ষুধিত, অপমানিত, চটিত এলসিএম চেখে দেখেছিলেন?
  • pi | 128.231.22.89 | ০৫ নভেম্বর ২০০৯ ০৩:৩১431740
  • ল্যাদোষদাকে ঘোল খাওয়ানোর চেষ্টা করেনিতো ?
  • nitai | 152.2.94.245 | ০৫ নভেম্বর ২০০৯ ০৪:১৬431751
  • ইঙরেজীর মাডাম রিপোর্টের দিন বাবা কে বললেন 'হি ইজ আ লস্ট সোল' । ক্লাশ টেন। পাশেই আরেক মাডাম। সোল যদি হারিয়েই গিয়ে থাকে তো খুজলে তার জিম্মায় পাওয়া যেত বোধহয়-- তো তার সামনে ইমেজের দফারফা। একটাই স্বস্তি বাবা ফ্রেস টার অর্থ জান্তেন না, আমাকে পরে জিগেস কর্লে বললাম, ঐ 'লস্ট', মানে ঐ অন্যমনস্ক বলতে চেয়েছে।
  • b | 203.199.255.110 | ০৫ নভেম্বর ২০০৯ ১৩:০২431646
  • প্রথম বিদেশে গিয়ে সব কিছুতেই নতুন প্রেমিকের মত উচ্ছাস। তিন মফ:স্বলী বাঙালী ভাবলাম এই সুযোগে এখানকার লোকাল ট্রেনে চাপা যাক। তিনি আবার মেট্রোর কায়দায় মাটির তলা থেকে ছাড়েন ( বিদেশ বলে কতা!)। তিনমূর্তি fall সিজনে কারপার্ক, কারখানার ভগ্নাবশেষ, ইয়ার্ড,ভাংগা গাড়ির কবরখানা ইত্যাদির শোভা মুগ্‌ধ দৃষ্টিতে দেকতে দেকতে চলেছি। (ট্রেনের গতি খুব একটা ইম্প্রেসিভ নয়, তবে যাগ্গে। এ.সি-র মধ্যে এমন-ই লাগে। দেখছিস না, ঝাঁকুনি কম? কি ফাঁকা! আমাদের বনঁগা লাইন হলে.. এরা কত ভদ্র, তাই না? এট সেটেরা।)। মাঝে যে কি কি স্টেশন এল, ক'টা লোক উঠলো নাবলো, এসব খেয়াল-ই করলাম না।

    শেষ স্টপেজ। আমরা শুধু তিনজন। এখানে নেবে আবার উল্টো ট্রেন নিতে হবে। যে দরজা দিয়ে উঠেছি, সেখান দিয়ে নামতে গিয়ে চোখ কপালে। কারণ প্ল্যাট্‌ফর্ম অন্তত: এক মানুষ নিচে। দরজার পাশে এক গুচ্ছ লাল নীল বাট্‌ন। বুঝতে পারছি একটা টিপলে দরজা খুলবে, হয়ত সিঁড়ি-ও নেবে আসবে(সিনেমার মতন), কিন্তু কোনটে? এক বন্ধু বলল সবগুলো ট্রাই কর। পার্মুটেশন কম্বিনেশনে-ও দরজা এক ইঞ্চি নড়ল না। চিচিঙ্গ ফাঁক বললে হবে? নাকি ওপেন সিসুম? কুইবেকোয়া দরজা-রা কি ইংরাজী বুঝবে? এসব চিন্তা মাথায় খেলছে, হঠাৎ-ই দরজার কাছে একটা মাইকে কে বলল, হারি আপ, ম্যান, গেট ডাউন না-আ--আ ঊ( কিন্তু হাউ?)। ট্রেন ডাজ নট গো এনি ফার্দার (জানি)। হোয়াট আর ইউ ডুইং (সে তো জানি না)? সে অশরীরি দু বার আমাদের প্রবলেম বোঝার চেষ্টা করল, তারপর হাল ছেড়ে দিয়ে বিশুদ্ধ ফরাসি ভাষায় একটানা এক তোড়ে, (সম্ভবত:) গালাগালি দিলো। ট্রেন স্টার্ট নিয়ে সোজা কারশেড। আমরা তখনো বোতাম নিয়ে থিসিস লিখছি।
  • dipu | 207.179.11.216 | ০৫ নভেম্বর ২০০৯ ১৩:১২431657
  • ইস্কুলে জেনেছিলুম, জাতির বাপ নাকি ধুতি পরেই জন্মেছিলেন। এই ঘটনার কারণ ব্যখ্যা করে একটি থিওরি প্রচলিত আছে, সেসব উল্লেখ করতে চাই না।
  • ranjan roy | 117.198.6.104 | ০৫ নভেম্বর ২০০৯ ১৮:৩৭431666
  • ধ্যাৎ, এই গুলো সব অপদস্থ হওয়ার ঘটনা, অপমান অন্য জিনিস। তাতে কর্তা আর কর্মের মধ্যে চোখে চোখে অপমানের তরঙ্গ বয়।
    অপমান-১
    -----------
    শিশু বিদ্যাপীঠ গার্লস্‌ স্কুল। আমি ক্লাস টু, ভাই ক্লাস ওয়ান। হেডমিস্ট্রেস প্রেয়ারের লাইনে জানালেন কালকে তোমাদের দুধ দেয়া হবে, আমেরিকান। সবাই পাত্র নিয়ে আসবে। আমরা দুটো ওভালটিনের কৌটো দড়ি বাঁধা থলি শুদ্ধু নিয়ে গেলাম। পাউডার দুধ নিয়ে এলাম। দ্বিতীয়দিন গিয়ে দেখি আমরা দুজন ছাড়া কেউ পাত্র নিয়ে যায় নি।
    ওটা নাকি একদিনের শো' ছিল। আমি যেন অন্যরকম শুনেছিলম! সবাই দুয়ো দিয়ে বল্লো-- বাঙালগুলো কি ছোঁচা?
    চোখের জল অনেক কষ্টে------।

    অপমান--২
    ---------------
    রামকৃষ্ণ মিশন বরানগর। মাত্র দুইমাস হস্টেলবাস হয়েছে। একদিন এক পুরোনো ছেলের নতুন শার্ট চুরি হয়ে গেল। সে এসে আমাকে বল্লো--- ভাল চাস তো বের করে দে, মারবো না।
    আমি অবাক। আমাকে কেন? না অফিসের টাইপিস্ট মানিদা একটি কালো ছেলেকে নিয়ে যেতে দেখেছেন।
    বল্লাম--- আমি ছাড়া কি হস্টেলে সবাই ফর্সা? তুমি তো ভাই আমার মতই কালো!
    ফল গুথ্‌থম্‌গুথ্‌থা, --অন্যেরা এসে ছাড়ালো।
  • tkn | 122.173.185.75 | ০৬ নভেম্বর ২০০৯ ১৫:৩৩431667
  • ইলেভেন-এ ভর্তি হলাম গোয়েঙ্কা কলেজ অফ কমার্সে। দু ধরনের ছাত্রছাত্রী। একদল আমার মত, মধ্যবিত্ত গন্ধ গায়ে জামায় বইয়ের ব্যাগে, আর অন্য দলের জিন্স, শান্তিনিকেতনী কড়ি ঝোলানো ফোল্ডার থেকে শুরু করে গাড়ির চাকা পর্য্যন্ত মাখানো অর্থ অহংকার। থার্ড ইয়ারের এক দিদির গাড়ি রাখা থাকত কলেজের দারোয়ানের ঘরের সামনের পার্কিং স্পেসে। সেদিন বোধহয় আর কারুর গাড়ি ওখানে দাঁড় করানো ছিল। আমি, কস্তুরী, চন্দ্রোদয় গাড়ির সামনে দাঁড়িয়ে আড্ডা মারছি। দিদিটি এলেন নিজের গাড়ি নিয়ে। সঙ্গে আর এক দিদি, সেও থার্ডইয়ারি। পার্কিং স্পেস অক্যুপায়েড দেখে গাড়িওয়ালি দিদি ভুরু কুঁচকে এদিক ওদিক দেখে আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করল "এটা কার গাড়ি? তোমাদের?" আমি থতমত খেয়ে সরে দাঁড়ালাম "না না, জানিনা কার"
    দিদি : তবে কার? এখানে পার্ক করেছে কেন?
    চন্দ্রোদয় : তা কি করে জানব? আমাদের না
    দ্বিতীয় দিদি প্রথমের দিকে তাকিয়ে মূল্যবান মন্তব্য ছুঁড়লেন : ধুস ওদের জিজ্ঞেস করছিস কেন? সব ট্রেনের পাবলিক...
    কথাটা সত্যি ছিল। ট্রেনে বা বাসেই যাতায়াত ছিল আমাদের। কিন্তু কথার সঙ্গে যে চাউনিটা ছিল আর যে কটু গন্ধ ছিল শব্দগুলোয় তা আজও মনে আছে...
  • rimi | 24.42.203.194 | ০৬ নভেম্বর ২০০৯ ২০:০৯431668
  • এটা শুধু অপমানের নয়, অপমানের প্রতিশোধ নেবারও গল্প।

    ঘটনা যথারীতি কালেজের, যে সময়ে মান অপমান বোধ একটু বেশিই থাকে।

    ক্লাসে কেটে একটা বেজায় ভীড় বাসে গরমের আলুসিদ্ধ হতে হতে আমরা সবাই যাচ্ছিলাম নন্দনে সিনিমা দেখতে। আমরা মোটে তিনজন মেয়ে, কোনোমতে মেয়েদের জন্যে বরাদ্দ জায়গায় বসার সুযোগ পেলাম। ছেলেগুলো সামনেই রড ধরে দাঁড়িয়ে রইলো। হঠাৎ এক রাম ঝাঁকুনি। ছেলেগুলো হুমড়ি খেয়ে প্রায় আমাদের গায়ের উপরে পড়ল। তারপরে কোনোমতে সোজা হয়ে দাঁড়িয়ে নিয়েই এক অবোধ বালক বাসশুদ্ধু লোকের সামনে চিৎকার করে আমাকে বলল:"এ: তোর চুলে কি বিকট গন্ধ রে? চান করিস না নাকি?" কথাটা মিথ্যে নয়। আগের দিনই দিদিমার পরামর্শে কড লিভার অয়েলের সঙ্গে ডিমের কুসুম মিশিয়ে চুলে লাগিয়েছিলাম, বার দশেক শ্যাম্পু করেও সেই গন্ধ দূর করা যায় নি। কিন্তু তাই বলে ব্যাটা এই ভাবে সবার সামনে অপমান করবে?
    হেহে করে ব্যপারটা উড়িয়ে দিলেও মনে মনে দাঁতে দাঁত ঘষে শাপ দিলাম "একদিন এই চুলের গন্ধ শোঁকার জন্যে তুই পাগল হবি হবি হবি।" কলিযুগের নারীবাদের কি মহিমা! অভিশাপ দিব্বি ফলে গেল।

    সেই দুর্ভাগা বালক এখন গুরুতে পোস্ট করে আর সেই একদিনের কৃতকর্মের জন্যে অনুতাপে জ্বলে মরে।
  • Du | 65.124.26.7 | ০৬ নভেম্বর ২০০৯ ২০:১৪431669
  • ওহ, এইটা ক্লাসিক :)))
  • Arpan | 216.52.215.232 | ০৬ নভেম্বর ২০০৯ ২০:২১431670
  • কোনদিনের কৃতকর্ম? : P
  • Sayantan | 159.53.46.141 | ০৬ নভেম্বর ২০০৯ ২০:৪৮431672
  • ভাগ্যিস হুমড়ি খেয়ে পড়েছিল :-D
  • Tirthang | 128.103.187.128 | ০৬ নভেম্বর ২০০৯ ২০:৪৮431671
  • অনবদ্য :-))))))
  • tkn | 122.173.185.75 | ০৬ নভেম্বর ২০০৯ ২১:১২431673
  • বোঝো! আর লোকে নাকি পারফিউম মেখে ডিও বুলিয়ে মাথা থেকে পায়ের নখ অবদি ঘষে মেঝে অ্যাট্রাকটিভ হয়!!!! শিগ্গির এই গল্পটা দিকে দিকে ছড়িয়ে দেওয়া উচিত :-)))

    সেই যে পড়িল আর উঠিল না :-) এরে কয় প্রেমে পড়া :-) ট্যু গুড
  • tkn | 122.173.185.75 | ০৬ নভেম্বর ২০০৯ ২১:১৫431675
  • উফ্‌হ্‌হ্‌হ..
    মেজে
    মেজে
    মেজে
  • a x | 143.111.22.23 | ০৬ নভেম্বর ২০০৯ ২১:২৫431676
  • :-)) কিন্তু অপমানের প্রতিশোধ সেই ফর্মের লাইনে - "ঐ এই মেয়েটাই তোর ..." এটাতে হয়নি?

    আর রিমির ঝাঁকড়া চুলের রহস্যও বোঝা গেল এদ্দিনে!
  • aranya | 192.128.166.68 | ০৬ নভেম্বর ২০০৯ ২১:৩৭431677
  • উঁহুঁ, "সেই যে পড়িল, আর উঠিল না' - এটা প্রেমে পড়ার থেকেও বেশী প্রেমে থাকার উদাহরণ। প্রেমে তো লোকে হরবখত পড়ে, কিন্তু প্রেমে টিকে থাকতে পারে কজন। পড়ার সময়ের ম্যাজিকটা পরবর্তীতে শুধু বজায় রাখা নয়, আরো বাড়িয়ে তোলা সার-জল দিয়ে, সেটাই তো চ্যালেঞ্জ, বড় কঠিন চ্যালেঞ্জ :-(
  • pi | 72.83.213.179 | ০৬ নভেম্বর ২০০৯ ২১:৫৪431678
  • :D
  • dd | 122.167.27.178 | ০৬ নভেম্বর ২০০৯ ২২:০৯431679
  • এতে আর আশ্চর্য্যের কি আছে?
    কাঁঠাল খায়, ধনেপাতে ভালোবাসে, শুঁটকির পেমে আত্মহারা এমন পাব্লিক ও তো পোচুর দ্যাখলাম। অ্যামন কি পুদিনা পাতাও খায়।

    সেই বালক তাইলে ডিম ও কড লিভার অয়েল খেতে ভালোবাসে। হয়তো অংকেও দড়। ম্যা গো।

    আজগুবী ছেলে।

    কিন্তু স্মৃতিচারনটা উত্তাল হোলো। আমি তো হেসে ই কুরুক্ষেত্র।
  • Sibu | 74.125.59.49 | ০৬ নভেম্বর ২০০৯ ২২:১৩431680
  • ডিম ও কডলিভার অয়েল খেতে ভালবাসে, কিন্তু শুঁকতে ভালবাসে না।
  • Sayantan | 159.53.46.141 | ০৬ নভেম্বর ২০০৯ ২২:১৮431683
  • অকমানকে প্রেম ধীরে সুস্থে হাইজ্যাক করে নিচ্ছে। তা নিক।
    ভালমানুষ আজ্জোদাটার নিরীহ নিরীহ মুখওয়ালা ছবিগুলোর অন্তর্নিহিত অর্থ অ্যাদ্দিনে কিলিয়ার হচ্ছে। তা হোক।
  • san | 123.201.53.4 | ০৬ নভেম্বর ২০০৯ ২২:১৮431682
  • গপ্পটা জাস্ট যা তা। কিন্তু রিমিদির প্রতিশোধ তো মনে হচ্ছে আজকে পরিপূর্ণ হল। সেদিনের বাসশুদ্ধু লোক বনাম আজকের গুরুশুদ্ধু লোক :-) কি ভয়ংকর !
  • Samik | 122.162.75.14 | ০৬ নভেম্বর ২০০৯ ২২:১৮431681
  • মাথার চুলে ডিমের কুসুম দেওয়া নিয়ে আরেন্টি স্যারের একটা গান ছেলো, এবং তার ডিডি-কৃত ইন্টারপ্রেটেশনও ছেলো। পুরনো মজলিশের পাতায়। ডিডিদার কি তা মনে আছে? :-)
  • san | 123.201.53.4 | ০৬ নভেম্বর ২০০৯ ২২:৩৪431684
  • এদিকে শুক্কুরবারের বাজারে আজ্জোদার যাওবা ক্লুলেস করতে আসার একটা ক্ষীণ সম্ভাবনা ছিল তাও বোধ হয় গেল :-(
  • dri | 117.194.229.230 | ০৭ নভেম্বর ২০০৯ ০০:০৯431686
  • কিন্তু ড্রাইভার সেদিন ব্রেকটা না মারলে আজকের দিনটা হয়ত অন্যরকম হত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন